এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

দশম শ্রেণি – বাংলা – বহুরূপী – ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা চতুর্থ পাঠের প্রথম অংশ, ‘বহুরূপী,’ থেকে কিছু ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

বহুরূপী – ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর
বহুরূপী – ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর
Contents Show

এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। – জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তাঁর বর্ণনা দাও।

গল্পকার সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্পে জগদীশবাবুর বাড়িতে সাত দিন ধরে এক সন্ন্যাসী ছিলেন। অত্যন্ত উচ্চমার্গের এই সন্ন্যাসী হিমালয়ের গুহায় বাস করতেন। তিনি সারা বছরে মাত্র একটি হরীতকী খেতেন। এর বাইরে তিনি আর কিছুই খেতেন না। অনেকেই মনে করত, সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। তাঁর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ; সবাই সন্ন্যাসীর পায়ের ধুলো পেত না। শুধুমাত্র জগদীশবাবুই সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন।

সে ভয়ানক দুর্লভ জিনিস। – দুর্লভ জিনিসটা কী? কে, কীভাবে তা লাভ করেছিল?

দুর্লভ জিনিস – সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্পে আলোচ্য দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো।

দুর্লভ বস্তু লাভ – জগদীশবাবুর বাড়িতে একবার এক সন্ন্যাসী এসে ৭ দিন অবস্থান করেছিলেন। সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ। জগদীশবাবু যে কোনো মূল্যে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন। তাই তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। বাধ্য হয়ে সন্ন্যাসী তাঁর পা এগিয়ে দিয়েছিলেন, আর সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন।

গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। – হরিদা কে ছিলেন? কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল?

হরিদার পরিচয় – ‘বহুরূপী’ গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা ছিলেন পেশায় বহুরূপী।

হরিদার গম্ভীর হয়ে যাওয়া – লেখক ও তাঁর বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে, জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী সাত দিন ধরে ছিলেন। তিনি সারা বছরে একটি হরীতকী খান। তাঁর বয়স 1000 বছরেরও বেশি। সন্ন্যাসী কাউকেই তাঁর পায়ের ধুলো দেন না। জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাঁর পায়ের কাছে ধরতেই, সন্ন্যাসী সেই খড়ম পরতে গেলে জগদীশবাবু তাঁর পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন।

খুবই গরিব মানুষ হরিদা – হরিদার দারিদ্র্যের পরিচয় দাও।

সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতরে হরিদার ঘর। নিয়মিত কোনো অফিসে বা দোকানে কাজ করা তাঁর পছন্দ নয়। তাই তাঁর সংসারে রোজগার নেই বললেই চলে। তাঁর উনুনে অনেক সময় শুধু জলই ফোটে, ভাত ফোটে না। এই অভাব তিনি সহ্য করতে পারেন, কিন্তু একঘেয়ে কাজ করতে তাঁর প্রচণ্ড আপত্তি। বহুরূপী সেজে যেটুকু রোজগার হয়, তাতেই কোনোদিন একবেলা বা আধবেলা খেয়ে হরিদার দিন চলে যায়।

একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। – কেন হরিদা কোনোদিন চাকরি করেননি?

ইচ্ছে করলেই হরিদা যে – কোনো অফিসের কাজ অথবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেন। কিন্তু ঘড়ির কাঁটায় সময় ধরে নিয়ম করে রোজই এক চাকরি করতে যাওয়া হরিদার পক্ষে সম্ভব ছিল না। কোনোদিন তাঁর হাঁড়িতে ভাত চড়ত, কোনোদিন চড়ত না। এই অভাবটা সহ্য করতেও হরিদা রাজি ছিলেন, কিন্তু একঘেয়ে কাজ করতে তাঁর ভীষণ আপত্তি ছিল। তাই হরিদা কোনোদিন চাকরি করেননি।

হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। – হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ছিল?

সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্পে হরিদার অভাবী জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য ছিল। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে রোজগার করতেন। বিচিত্র সব ছদ্মবেশে তিনি রাস্তায় বেরিয়ে পড়তেন। যারা চিনতে পারত, তারা 1 আনা কিংবা 2 আনা বকশিশ দিত। আর যারা চিনতে পারত না, তাদের মধ্যে কেউ কিছুই দিত না, অথবা কেউ বিরক্ত হয়ে 2-1 পয়সা বাড়িয়ে দিত। নানারকম বেশে রাস্তায় বেরোনোটাই ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য।

ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। – কোথায় আতঙ্কের হল্লাটি বেজে উঠেছিল? নিজের ভাষায় তার বর্ণনা দাও।

যেখানে হল্লা বেজে উঠেছিল – একদিন দুপুরবেলা চকের বাসস্ট্যান্ডের কাছে আতঙ্কের হল্লাটি বেজে উঠেছিল।

আতঙ্কের ঘটনার বর্ণনা – চকের বাসস্ট্যান্ডের কাছে একদিন এক পাগলকে দেখা গিয়েছিল। কটকটে লাল চোখের সেই পাগলের মুখ থেকে লালা ঝরছিল। তার কোমরে ছিল একটা ছেঁড়া কম্বল, আর গলায় ছিল টিনের কৌটার একটা মালা। সেই পাগলটা একটা থান ইট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তাকে দেখে যাত্রীরা চেঁচিয়ে উঠছিল। কেউ কেউ 2-1 পয়সা তার সামনে ফেলে দিচ্ছিল। এভাবেই বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা শুরু হয়েছিল। বাস ড্রাইভার কাশীনাথ অবশ্য বুঝতে পেরেছিল, লোকটা আসলে বহুরূপী হরিদা।

কিন্তু দোকানদার হেসে ফেলে-হরির কান্ড – কোন্ কাণ্ডের কথা বলা হয়েছে?

বহুরূপী হরিদা বিভিন্ন বেশ ধারণ করতেন। একদিন সন্ধ্যেবেলায়, যখন আলো সবেমাত্র জ্বলে উঠেছে, ঠিক সেই সময় হঠাৎই সবাই ঘুঙুরের শব্দ শুনতে পায়। সবাই দেখে, এক রূপসী বাইজি নাচতে নাচতে চলে যাচ্ছে। এক-একটি দোকানের সামনে গিয়ে তিনি দাঁড়ান, আর মুচকি হেসে চোখ টিপে একটি ফুলসাজি এগিয়ে দেন। দোকানিরাও হেসে ফেলে, একটি সিকি সেই ফুলসাজিতে দিয়ে দেয়। পরে জানা যায়, বাইজিটি আসলে বহুরূপী হরিদা ছিলেন। এই কাণ্ড জানার পর দর্শকদের মোহভঙ্গ হয়।

দয়ালবাবুর লিচু বাগানে কী ঘটনা ঘটেছিল?

দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটি ছেলে লিচু পাড়ার উদ্দেশ্যে গিয়েছিল। সেখানে হরিদা পুলিশ সেজে দাঁড়িয়ে ছিলেন, এবং সেই চারজন ছেলেকে তিনি ধরে ফেলেন। ছেলেরা তাঁকে সত্যিকারের পুলিশ ভেবে ভয়ে কাঁদতে শুরু করে। এরপর, ছেলেদের স্কুলের মাস্টারমশাই সেখানে এসে ছেলেদের ছাড়ানোর জন্য ‘নকল’ পুলিশের কাছে ক্ষমা চান এবং তাঁকে ৮ আনা ঘুষ দেন। সেই ঘুষ পাওয়ার পর, নকল পুলিশ হরিদা সেই চারজন ছেলেকে ছেড়ে দেন।

হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন?

স্থান – হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে দাঁড়িয়েছিলেন।

মাস্টারমশাইকে বোকা বানানো – দয়ালবাবুর লিচু বাগানে হরিদা পুলিশ সেজে স্কুলের চারটি ছেলেকে ধরেছিলেন। ছেলেরা তাঁকে সত্যিকারের পুলিশ ভেবেছিল এবং ভয়ে কাঁদতে শুরু করেছিল। এরপর, সেই ছেলেদের স্কুলের মাস্টারমশাই সেখানে এসে নকল পুলিশের কাছে ক্ষমা চেয়ে তাঁকে 8 আনা ঘুষ দিয়েছিলেন। ঘুষ নেওয়ার পর নকল পুলিশ হরিদা সেই চারজন ছেলেকে ছেড়ে দেন। এভাবেই হরিদা মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন।

ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। – কারা, কী সন্দেহ করেছিল? সেই সন্দেহ যে ঠিক, তা কীভাবে বোঝা গেল?

সন্দেহকারী ও সন্দেহ – গল্পের কথক ও তাঁর বন্ধুরা ভেবেছিলেন, হরিদা সন্ন্যাসীর কথা শুনে গম্ভীর হয়ে গেছেন। হয়তো মনে মনে কোনো মতলব ফাঁদছেন।

সন্দেহের যথার্থতা – হরিদা একদিন কথক ও তাঁর বন্ধুদের বললেন, তিনি তাঁদের একটা চমকপ্রদ খেলা দেখাবেন। আর তিনি সেই খেলা দেখাবেন জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবু ধনী লোক। সন্ন্যাসীর গল্প শুনে হরিদা সন্ন্যাসীর চরিত্রটিকেই বেছে নিয়েছেন। হরিদার কথা শুনেই কথক ও তাঁর বন্ধুদের সন্দেহ ঠিক বলে প্রমাণিত হলো।

আমি বলছি তোমরা সেখানে থেকো। – এখানে বক্তা কাদের থাকতে বলেছেন? তাদের থাকতে বলার কারণ কী?

উদ্দিষ্ট জন – উল্লিখিত অংশে হরিদা গল্পকথক ও তাঁর বন্ধুদের থাকতে বলেছেন।

থাকতে বলার কারণ – কথকেরা হরিদাকে জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয়ের গুহানিবাসী এক সন্ন্যাসীর গল্প শুনিয়েছিলেন। সেই সন্ন্যাসীর পায়ের ধুলো ছিল অত্যন্ত দুর্লভ। তবে, জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, সুকৌশলে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেন। এ গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে যান এবং বলেন যে, তিনি একটি ‘জবর খেলা’ দেখাবেন। সেই খেলা দেখাতেই তিনি কথকদের সেখানে থাকতে বলেন।

এবার মারি তো হাতি, লুঠি তো ভাণ্ডার। – বক্তা কে? তিনি কোন্ উদ্দেশ্যে এ কথা বলেছেন?

বক্তা – প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষের ‘বহুরূপী’ গল্প থেকে নেওয়া আলোচ্য অংশটির বক্তা হলেন বহুরূপী হরিদা।

এ কথা বলার উদ্দেশ্য – বহুরূপী সেজে হরিদার উপার্জন ছিল অতি সামান্য। তিনি জীবিকার জন্য বিভিন্নরূপ ধারণ করতেন, কিন্তু অর্থের অভাব সবসময়ই ছিল। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর খাতির-যত্ন ও অর্থলাভের কাহিনি শুনে হরিদা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল মোটা অঙ্কের কিছু অর্থ আদায় করা, যাতে সারা বছরের জন্য উপার্জন নিশ্চিত হয়। কাঙালের মতো হাত পেতে বকশিশ নেওয়ার বদলে, একবারে বড় উপার্জনের উদ্দেশ্য নিয়েই তিনি এই কথাটি বলেছেন।

বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা – সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো।

বহুরূপী গল্পে উল্লিখিত সন্ধ্যাবেলায় দেখা যায়, অনেকদিন পর চাঁদের আলো শহরের চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্নিগ্ধ, উজ্জ্বল আলোর সৌন্দর্যে ভরে গেছে চারিদিক। ঠান্ডা, ফুরফুরে বাতাস বইছে। গাছের পাতাও হাওয়ায় দুলছে, আর তারা যেন ঝিরঝির শব্দ করে কিছু বলতে চাইছে। চারিদিক শান্ত, স্নিগ্ধ। জগদীশবাবুর বাড়ির বারান্দায় মস্ত বড়ো একটা আলো জ্বলছে। আর সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর জগদীশবাবু বসে আছেন।

ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে। – কার কথা বলা হয়েছে? সেই চেহারার বর্ণনা দাও।

উদ্দিষ্ট ব্যক্তি – উল্লিখিত অংশে বিরাগীর বেশ ধারণকারী হরিদার কথা বলা হয়েছে।

চেহারার বর্ণনা – বিরাগীর খালি গায়ে ছিল ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছিল একটি ছোটো থান, মাথায় শুকনো সাদা চুল, হাতে ছিল একটা ঝোলা, আর পায়ে ছিল ধুলোমাখা। তাঁর ঝোলায় ছিল একটা গীতা। দেখে মনে হচ্ছিল যেন জগতের সীমার ওপার থেকে তিনি হেঁটে হেঁটেই চলে এসেছেন। শীর্ণ শরীর দেখে মনে হচ্ছিল যেন অশরীরী চেহারা, আর তাঁর চোখ থেকে একটি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল দৃষ্টি যেন ঝরে পড়ছিল।

আপনি কি ভগবানের চেয়েও বড়ো? – কাকে এ কথা বলা হয়েছে? এ কথা বলার কারণ কী?

উদ্দিষ্ট ব্যক্তি – বিরাগীবেশী হরিদা জগদীশবাবুকে এ কথা বলেছেন।

এ কথা বলার কারণ – বিরাগীবেশী হরিদা জগদীশবাবুর বাড়িতে এলে, জগদীশবাবু তাঁকে দেখে মুগ্ধ হন। সাধুসঙ্গে আগ্রহী জগদীশবাবু উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। সেই সময়ে জগদীশবাবু বারান্দায় একটি চেয়ারে বসে ছিলেন। জগদীশবাবুর বারান্দা থেকে নেমে না আসায়, এটি বিরাগীর ক্ষোভের কারণ হয়। বিরাগী তখন রুষ্ট হয়ে বলেন, এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে জগদীশবাবু নিজেকে ভগবানের থেকেও বড়ো বলে মনে করছেন।

আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি। – প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো।

প্রসঙ্গ – জগদীশবাবু বিরাগীরূপী হরিদাকে ‘মহারাজ’ বলে সম্বোধন করেন। তাঁর কথার উত্তর দিতেই বিরাগী হরিদা এ কথা বলেছেন।

ব্যাখ্যা – বিরাগী হরিদার মতে, আসল মহারাজ হলেন ঈশ্বর। মানুষ কখনও মহারাজ হতে পারে না। পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। মানুষ সেই সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ মাত্র। সামান্য ধূলিকণার সঙ্গে মানুষকে তুলনা করে বিরাগী হরিদা তাঁর সংসারবৈরাগ্যের পরিচয় দিয়েছেন। এটি ছিল তাঁর সন্ন্যাসীসুলভ দার্শনিক চিন্তা, যা ঈশ্বরের প্রতি তাঁর অগাধ আস্থা ও জাগতিক বিষয় থেকে বিমুখতার প্রকাশ।

ওসব হলো সুন্দর সুন্দর এক-একটি বঞ্চনা। – ওসব বলতে কী বোঝানো হয়েছে? সেগুলোকে বঞ্চনা বলা হয়েছে কেন?

ওসব বলতে বোঝানো হয়েছে – এখানে ‘ওসব’ বলতে ধন, জন, ও যৌবনকে বোঝানো হয়েছে।

বঞ্চনা বলার কারণ – হরিদা বিরাগী সেজেছেন। বিরাগীরা হলেন সংসারত্যাগী মানুষ, পৃথিবীর সব মোহ থেকে তাঁরা মুক্ত। তাঁরা সিদ্ধপুরুষ। তাঁদের কাছে এই জগতের সুখ-সমৃদ্ধির কোনো মূল্য নেই। ধন, জন, যৌবন — এগুলিই মানুষের মনকে চঞ্চল করে। আর এসব পাওয়ার নেশায় মানুষ অসহিষ্ণু হয়ে ওঠে। প্রাপ্তির পরও তাদের লোভের শেষ থাকে না, আরও পাবার আকাঙ্ক্ষা তৈরি হয়। তাই বিরাগী হরিদা এগুলোকে ‘বঞ্চনা’ বলেছেন।

তবে কিছু উপদেশ শুনিয়ে যান – বক্তা কে? তিনি কী উপদেশ শুনেছিলেন?

বক্তা – গল্পকার সুবোধ ঘোষ রচিত ‘বহুরূপী’ গল্পের উল্লিখিত অংশটির বক্তা হলেন জগদীশবাবু।

উপদেশ – বিরাগী তাঁকে উপদেশ দিয়েছিলেন – এই ধন, জন, যৌবন সব কিছুই অস্থায়ী, কোনো কিছুই স্থায়ী নয়। এই সমস্ত কিছুই এক-একটি বঞ্চনা। মনপ্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করতে হবে, যাঁকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। অর্থাৎ ঈশ্বরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে।

আপনি একটি মিনিট থাকুন বিরাগীজি। – বক্তা কে? এ কথা বলে তিনি কী করেছিলেন?

বক্তা – সুবোধ ঘোষের ‘বহুরুপী’ গল্পের উক্ত অংশটির বক্তা হলেন জগদীশবাবু।

বক্তার কাজ – বিরাগীর কাছ থেকে উপদেশ শোনার পর, জগদীশবাবু বিরাগীকে এক মিনিট দাঁড়াতে বলেন এবং ঘরের ভিতর থেকে একটি থলি নিয়ে আসেন। সেই থলির ভেতরে ছিল নোটের তাড়া। জগদীশবাবু থলিটি বিরাগীর পায়ের কাছে রেখে, ব্যাকুল স্বরে প্রার্থনা করেন তাঁর দান গ্রহণ করার জন্য। তিনি বিরাগীর তীর্থভ্রমণের উদ্দেশ্যে সেই অর্থ দান করতে চেয়েছিলেন।

হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। – হরিদা কে? উক্তিটির মধ্য দিয়ে লেখক পরোক্ষে কী বোঝাতে চেয়েছেন?

হরিদার পরিচয় – হরিদা ছিলেন একজন অভাবী মানুষ। তাঁর পেশা ছিল বহুরূপী।

পরোক্ষে লেখকের বক্তব্য – হরিদার ছোট্ট ঘরে উনুনে যে আগুন জ্বলে, তাতে অনেক সময় শুধু জল ফোটে, কিন্তু ভাত ফোটে না। বহুরূপী সেজে সামান্য রোজগারে প্রতিদিন তাঁর খাবারের সংস্থান হয় না। আবার, তাঁর সততা তাঁকে এই অবস্থা থেকে বেরোতে দেয় না। জগদীশবাবুর বাড়িতে সুযোগ থাকা সত্ত্বেও, শুধুমাত্র সন্ন্যাসীর ‘ঢং’ নষ্ট হবে বলে তিনি প্রণামির টাকা গ্রহণ করেননি। খিদের আগুন তাই উনুনের আগুনের প্রতীকে জ্বলতেই থাকে হরিদার ঘরে।

আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন – কে, কাদের দেখতে পেয়ে হেসেছিলেন? লজ্জিতভাবে হাসির কারণ কী?

উদ্দিষ্ট জন – গল্পের কথক এবং তাঁর বন্ধুদের দেখে হরিদা হেসেছিলেন।

লজ্জিতভাবে হাসার কারণ – হরিদা জগদীশবাবুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করবেন বলে তাঁর বাড়িতে গিয়েছিলেন। কথক ও তাঁর বন্ধুদের কাছে হরিদা আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন। হরিদার বিরানীমূর্তি দেখে জগদীশবাবু মোহিত হয়ে যান এবং তাঁকে 101 টাকা ভরে একটি থলিও দেন। কিন্তু হরিদা সেই টাকার থলি ছুঁয়েও দেখেননি। পূর্ব প্রতিশ্রুতি রাখতে না পারার কারণে তিনি লজ্জিত হয়েছিলেন।

বহুরূপী গল্পে কীভাবে বোঝা গেল যে বিরাগী আসলে হরিদাই?

লেখক তাঁর বন্ধুদের নিয়ে হরিদার বাড়িতে এসে দেখলেন, ঘরের উনুনে হাঁড়িতে চাল ফুটছে, আর হরিদা বিড়ি ধরিয়ে চুপ করে বসে আছেন। সবাই অবাক হয়ে গেলেন। কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে বিরাগী আর হরিদা একই ব্যক্তি। কারণ হরিদার বিরাগী রূপের সঙ্গে আসল হরিদার কোনো মিল তাঁরা খুঁজে পাননি। কিন্তু বিরাগীর ব্যবহৃত সাদা উত্তরীয়, সেই ঝোলা এবং গীতা হরিদার ঘরের মাদুরের ওপর রাখা দেখে তাঁরা বুঝতে পারলেন যে বিরাগী আসলে হরিদাই।

খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন? – বক্তা কে? এই প্রশ্নের উত্তরে হরিদা কী বলেছিলেন?

বক্তার পরিচয় – উল্লিখিত অংশের বক্তা অনাদি।

হরিদার বক্তব্য – হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়ি গেলেও তীর্থভ্রমণের উপলক্ষে জগদীশবাবুর দেওয়া 101 টাকা তিনি গ্রহণ করেননি। কথক ও তাঁর বন্ধুরা হরিদার এই টাকা না নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “টাকাটা নিলে আমার ঢং নষ্ট হয়ে যেত।” যেহেতু তিনি বিরাগী সেজেছিলেন, তাই বিরাগীর ধর্ম পালন করেছেন। বিরাগী সন্ন্যাসীরা কোনোদিন টাকা স্পর্শ করেন না, তাই অভাব থাকা সত্ত্বেও হরিদা সেই টাকা নিতে চাননি।

টাকা-ফাকা কী করে স্পর্শ করি বল? – কে বলেছিলেন? কেন তিনি এমন কথা বলেছিলেন?

উদ্দিষ্ট ব্যক্তি – বহুরূপী হরিদা উক্ত মন্তব্যটি করেছিলেন।

এমন কথা বলার কারণ – উপার্জনের আশায় হরিদা সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিরাগী চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে প্রণামির 101 টাকাও তিনি গ্রহণ করেননি। এই ঘটনা হরিদার প্রতিদিনের সঙ্গী কথক ও তাঁর বন্ধুদের বিস্মিত করে। তখনই হরিদা বলেন যে টাকা নিলে সন্ন্যাসীর ‘ঢং’ নষ্ট হয়ে যাবে বলেই তিনি তা গ্রহণ করেননি।

একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা-ফাকা কী করে স্পর্শ করি বল? – হতদরিদ্র হরিদার এই আচরণের নেপথ্যে কোন্ সত্য লুকিয়ে আছে?

হরিদা পাগল, বাইজি, বাউল ইত্যাদি সেজে পয়সা নিয়েছেন, কিন্তু বিরাগী সেজে পয়সা নিতে পারেননি। বিরাগী হলেন সংসারত্যাগী সন্ন্যাসী। জগতের সব মোহ থেকে তাঁরা মুক্ত। হরিদা যখন বিরাগী সেজেছিলেন, তখন তিনি ওই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। একবারও ভাবেননি, তিনি বহুরূপী। আবার এটাও ভেবেছিলেন, বিরাগী সেজে পয়সা নিলে সন্ন্যাসীর আদর্শের অপমান করা হবে। বিরাগী চরিত্রের মহিমা তাতে ক্ষুণ্ণ হবে। তাই হতদরিদ্র হরিদা জগদীশবাবুর যাবতীয় প্রলোভন ত্যাগ করতে পেরেছিলেন।

তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। – ঢং বলতে কী বোঝানো হয়েছে? কীসে ঢং নষ্ট হয়ে যায়?

ঢং অর্থ – এখানে ঢং বলতে অভিনয় বা বাহ্যিক আচরণ বোঝানো হয়েছে।

ঢং নষ্টের কারণ – হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগীর বেশ ধরে অর্থ উপার্জনের জন্য। কিন্তু ধীরে ধীরে তিনি সেই সন্ন্যাসীর চরিত্রে নিজেকে সম্পূর্ণরূপে মিশিয়ে দেন। ফলে তিনি শুধু চাহিদাহীন ও লোভহীন জীবনদর্শনের কথা বলেন না, প্রণামির টাকা উদাসীনভাবে ফেলে রেখে তার প্রমাণও রাখেন। হরিদা বলেন যে, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তাঁর ‘ঢং’ নষ্ট হয়ে যাবে।

অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না। – হরিদা কী ভুল করেছিলেন? কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলা হয়েছে?

হরিদার ভুল – হরিদা বৈরাগী সেজে জগদীশবাবুর কাছ থেকে 101 টাকা পেয়েও তা গ্রহণ করেননি। এটিকেই ‘ভুল’ বলা হয়েছে।

অদৃষ্টের ক্ষমা না করা – হরিদা ছিলেন খুব গরিব। তাঁর পেশা ছিল বহুরূপী সাজা। বহুরূপী সেজে তাঁর উপার্জন ছিল অতি সামান্য। কিন্তু বৈরাগী সেজে হরিদা 101 টাকা পেয়েছিলেন। এতগুলো টাকা হয়তো তাঁকে অদৃষ্টই দিতে চেয়েছিল। তা না নিয়ে হরিদা অদৃষ্টের বিরাগভাজন হয়েছেন। এই কারণেই বলা হয়েছে, অদৃষ্ট তাঁর এই ভুল ক্ষমা করবে না।


আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা চতুর্থ পাঠের প্রথম অংশ ‘বহুরূপী’ থেকে কিছু ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলি পরীক্ষায় প্রায়শই দেখা যায়। আশা করছি, এই আর্টিকেলটি আপনাদের সহায়তা করেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। এছাড়া, পোস্টটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এই তথ্যের উপকার পেতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন