মাধ্যমিক ভূগোল – বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - বায়ুমণ্ডল - বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো

সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ –

  1. 1013.2 মিলিবার
  2. 1013.5 মিলিবার
  3. 1013.8 মিলিবার
  4. 1013.9 মিলিবার

উত্তর – 1. 1013.2 মিলিবার

ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে? –

  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. সাতটি

উত্তর – 4. সাতটি

অশ্ব অক্ষাংশ অঞ্চলটি দেখা যায় –

  1. 25°-30° উত্তর অক্ষাংশে
  2. 30°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে
  3. 35°-40° দক্ষিণ অক্ষাংশে
  4. 40°-45° দক্ষিণ অক্ষাংশে

উত্তর – 2. 30°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশে

মেরুবৃত্ত প্রদেশে বিরাজ করে –

  1. উচ্চচাপ
  2. নিম্নচাপ
  3. চাপহীন অবস্থা
  4. মাঝারি অবস্থা

উত্তর – 2. নিম্নচাপ

বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল –

  1. ব্যারোমিটার
  2. থার্মোমিটার
  3. হাইগ্রোমিটার
  4. ক্যালোরিমিটার

উত্তর – 1. ব্যারোমিটার

জলীয়বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ শুষ্ক বায়ুর তুলনায় –

  1. কম
  2. বেশি
  3. একই
  4. মাঝারি হয়

উত্তর – 1. কম

কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ুপ্রবাহে দেখা যায় –

  1. উগ্রভাব
  2. শান্তভাব
  3. সমভাবাপন্ন ভাব
  4. ঊর্ধ্বমুখী স্রোত

উত্তর – 2. শান্তভাব

বিমানে যে বায়ুচাপ মাপক যন্ত্র থাকে, তার নাম –

  1. অ্যানিরয়েড ব্যারোমিটার
  2. ফটিন -এর ব্যারোমিটার
  3. ব্যারোগ্রাফ
  4. সাধারণ ব্যারোমিটার

উত্তর – 1. অ্যানিরয়েড ব্যারোমিটার

নিরক্ষরেখা বরাবর বিরাজ করে –

  1. নিম্নচাপ
  2. উচ্চচাপ
  3. সমচাপ
  4. কোনও চাপই বিরাজ করে না

উত্তর – 1. নিম্নচাপ

উষ্ণতা বাড়লে বায়ুর চাপ –

  1. বেড়ে যায়
  2. কমে যায়
  3. একই থাকে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. কমে যায়

ডোলড্রাম সৃষ্টি হয় –

  1. নিরক্ষীয় অঞ্চলে
  2. কর্কটীয় ও মকরীয় অঞ্চলে
  3. মেরু অঞ্চলে
  4. উপক্রান্তীয় অঞ্চলে

উত্তর – 1. নিরক্ষীয় অঞ্চলে

নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের প্রধান কারণ –

  1. পৃথিবীর আবর্তন
  2. অধিক আর্দ্রতা
  3. অধিক উষ্ণতা
  4. পৃথিবীর বৃহত্তম পরিধি

উত্তর – 3. অধিক উষ্ণতা

কর্কটীয় উচ্চচাপ বলয়টি দেখা যায় –

  1. 30°-35° উত্তর অক্ষাংশে
  2. 30°-35° দক্ষিণ অক্ষাংশে
  3. 60°-65° উত্তর অক্ষাংশে
  4. 60°-65° দক্ষিণ অক্ষাংশে

উত্তর – 1. 30°-35° উত্তর অক্ষাংশে

বায়ুচাপের একক হল –

  1. মিলিবার
  2. মিলিমিটার
  3. মিলিগ্রাম
  4. মিটার

উত্তর – 1. মিলিবার

প্রতি বর্গসেমিতে 1000 ডাইন বায়ুর চাপ হল –

  1. 1 মিলিবার
  2. 1 মিলিমিটার
  3. 1 মিলিগ্রাম
  4. 1 নট

উত্তর – 1. 1 মিলিবার

উচ্চচাপ বলয়টি রয়েছে –

  1. নিরক্ষীয় অঞ্চলে
  2. সুমেরুবৃত্ত অঞ্চলে
  3. কর্কটীয় অঞ্চলে
  4. কুমেরুবৃত্ত অঞ্চলে

উত্তর – 3. কর্কটীয় অঞ্চলে

নীচের কোনটি বায়ুপ্রবাহের কারণ নয়? –

  1. বায়ুচাপের তারতম্য
  2. উষ্ণন্নতার তারতম্য
  3. পৃথিবীর আবর্তন
  4. ফেরেল -এর সূত্র

উত্তর – 4. ফেরেল -এর সূত্র

বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন হয় কারণ –

  1. পৃথিবীর আবর্তনের জন্য
  2. সূর্যের আপাতগতির পরিবর্তন
  3. বায়ুপ্রবাহের তারতম্য
  4. অনুসূর অপসূরের জন্য

উত্তর – 2. সূর্যের আপাতগতির পরিবর্তন

কোরিওলিস বল সবথেকে বেশি অনুভূত হয় –

  1. নিরক্ষরেখায়
  2. মধ্য অক্ষাংশে
  3. ভূপৃষ্ঠ থেকে একটু ওপরে
  4. মেরুতে

উত্তর – 4. মেরুতে

বায়ুর শক্তিমাত্রা নির্ণায়ক স্কেল হল –

  1. বিউফোর্ট স্কেল
  2. রিখটার স্কেল
  3. থার্মোমিটার স্কেল
  4. মার্কালি স্কেল

উত্তর – 1. বিউফোর্ট স্কেল

আয়ন বায়ুকে যে নামে ডাকা হয় –

  1. সাময়িক বায়ু
  2. পশ্চিমা বায়ু
  3. মেরু বায়ু
  4. বাণিজ্য বায়ু

উত্তর – 4. বাণিজ্য বায়ু

পৃথিবীর বড়ো বড়ো মরুভূমি তৈরি হয়েছে –

  1. আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে
  2. মেরু বায়ুর প্রবাহপথে
  3. পশ্চিমা বায়ুর পথে
  4. লু -এর পথে

উত্তর – 1. আয়ন বায়ুর গতিপথের পশ্চিমে

ITCZ বলা হয় –

  1. ক্রান্তীয় অঞ্চলকে
  2. উপক্রান্তীয় অঞ্চলকে
  3. নিরক্ষীয় অঞ্চলকে
  4. মেরু অঞ্চলকে

উত্তর – 3. নিরক্ষীয় অঞ্চলকে

দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু যে বেগে প্রবাহিত হয় –

  1. 20 কিমি/ঘণ্টা
  2. 22 কিমি/ঘণ্টা
  3. 25 কিমি/ঘণ্টা
  4. 30 কিমি/ঘণ্টা

উত্তর – 3. 25 কিমি/ঘণ্টা

গর্জনশীল চল্লিশা হল –

  1. 40° উত্তর অক্ষাংশ
  2. 40° দক্ষিণ অক্ষাংশ
  3. 40° পূর্ব দ্রাঘিমা
  4. 40° পশ্চিম দ্রাঘিমা

উত্তর – 2. 40° দক্ষিণ অক্ষাংশ

একটি সাময়িক বায়ু হল –

  1. মৌসুমি বায়ু
  2. লু বায়ু
  3. আয়ন বায়ু
  4. পশ্চিমা বায়ু

উত্তর – 1. মৌসুমি বায়ু

এল নিনোর প্রভাব দেখা যায় –

  1. আটলান্টিক মহাসাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. ভারত মহাসাগরে
  4. সুমেরু মহাসাগরে

উত্তর – 2. প্রশান্ত মহাসাগরে

স্থলবায়ুর বেগ বেশি হয় –

  1. ভোরবেলা
  2. সন্ধ্যাবেলা
  3. দুপুরবেলা
  4. বিকেলবেলা

উত্তর – 1. ভোরবেলা

কোরিওলিস শক্তির প্রভাবে বায়ুর –

  1. চাপের পরিবর্তন হয়
  2. গতিবেগের পরিবর্তন হয়
  3. দিকবিক্ষেপ হয়
  4. উষ্ণতার পরিবর্তন হয়

উত্তর – 3. দিকবিক্ষেপ হয়

নীচের কোন্ বায়ুটি নিয়ত বায়ুপ্রবাহ নয়? –

  1. পশ্চিমা বায়ু
  2. মেরু বায়ু
  3. আয়ন বায়ু
  4. সমুদ্রবায়ু

উত্তর – 4. সমুদ্রবায়ু

যে বায়ুপ্রবাহ সারাবছর একই দিকে, একই গতিতে প্রবাহিত হয় সেটি হল –

  1.  আকস্মিক বায়ু
  2. নিয়ত বায়ু
  3. স্থানীয় বায়ু
  4. সাময়িক বায়ু

উত্তর – 2. নিয়ত বায়ু

সমুদ্র বায়ু, স্থল বায়ু একধরনের –

  1. স্থানীয় বায়ু
  2. আকস্মিক বায়ু
  3. সাময়িক বায়ু
  4. নিয়ত বায়ু

উত্তর – 3. সাময়িক বায়ু

একটি আকস্মিক বায়ু –

  1. টর্নেডো
  2. মৌসুমি বায়ু
  3. লু
  4. সমুদ্রবায়ু

উত্তর – 1. টর্নেডো

সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় –

  1. মৌসুমি বায়ুকে
  2. নিয়ত বায়ুকে
  3. কালবৈশাখীকে
  4. আয়ন বায়ুকে

উত্তর – 1. মৌসুমি বায়ুকে

ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় থাকে –

  1. সমচাপ
  2. নিম্নচাপ
  3. উচ্চচাপ
  4. চাপহীন

উত্তর – 2. নিম্নচাপ

প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় –

  1. সমচাপ
  2. নিম্নচাপ
  3. উচ্চচাপ
  4. চাপহীন

উত্তর – 3. উচ্চচাপ

চিনুক হল –

  1. উষ্ণ বায়ু
  2. শীতল বায়ু
  3. আকস্মিক বায়ু
  4. সাময়িক বায়ু

উত্তর – 1. উষ্ণ বায়ু

একটি শীতল স্থানীয় বায়ু হল –

  1. লু
  2. খামসিন
  3. পাম্পেরো
  4. সিরোক্কো

উত্তর – 3. পাম্পেরো

জেট বায়ু অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে –

  1. 1-2 কিমি ওপরে
  2. 5-8 কিমি ওপরে
  3. 9-12 কিমি ওপরে
  4. 15 কিমি ওপরে

উত্তর – 3. 9-12 কিমি ওপরে

উঁচু আকাশের পশ্চিমা বায়ু হল –

  1. আয়ন বায়ু
  2. পশ্চিমা বায়ু
  3. ট্রপোপজ
  4. জেট বায়ু

উত্তর – 4. জেট বায়ু

জেট বায়ু একধরনের –

  1. জিওস্ট্রফিক বায়ু
  2. নিয়ত বায়ু
  3. আকস্মিক বায়ু
  4. স্থানীয় বায়ু

উত্তর – 1. জিওস্ট্রফিক বায়ু

বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল –

  1. শতাংশ
  2. নট
  3. মিলিবার
  4. কিমি

উত্তর – 2. নট

বায়ুর ঊর্ধ্ব থেকে নিম্নপ্রবাহ দেখা যায় –

  1. কর্কটীয় উচ্চচাপ
  2. নিরক্ষীয় নিম্নচাপ
  3. কুমেরুবৃত্তীয় নিম্নচাপ
  4. সুমেরুবৃত্তীয় নিম্নচাপ

উত্তর – 1. কর্কটীয় উচ্চচাপ

ফাইলিন, হুদহুদ এক ধরনের –

  1. উপক্রান্তীয় ঘূর্ণবাত
  2. পশ্চিমা বায়ু
  3. ক্রান্তীয় ঘূর্ণবাত
  4. স্থানীয় বায়ু

উত্তর – 3. ক্রান্তীয় ঘূর্ণবাত 

জেট বায়ুর গতিবেগ ঘণ্টায় –

  1. 20-30 কিমি
  2. 30-40 কিমি
  3. 50-100 কিমি
  4. 100-500 কিমি

উত্তর – 4. 100-500 কিমি

একটি উষ্ণ স্থানীয় বায়ু হল –

  1. বোরা
  2. লু
  3. কালবৈশাখী
  4. পাম্পেরো

উত্তর – 3. লু

ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় ঘূর্ণবাতকে বলে –

  1. টাইফুন
  2. টর্নেডো
  3. হারিকেন
  4. সাইক্লোন

উত্তর – 3. হারিকেন

বায়ুচাপের তারতম্য হলে –

  1. বৃষ্টিপাত হয়
  2. বায়ুপ্রবাহ সৃষ্টি হয়
  3. তুষারপাত হয়
  4. কোনোটিই হয় না

উত্তর – 2. বায়ুপ্রবাহ সৃষ্টি হয়

উষ্ণ এবং আর্দ্র বায়ুর চাপ –

  1. কম
  2. খুব কম
  3. বেশি
  4. খুব বেশি

উত্তর – 2. খুব কম

বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম –

  1. ব্যারোমিটার
  2. অ্যানিমোমিটার
  3. হাইগ্রোমিটার
  4. থার্মোমিটার

উত্তর – 2. অ্যানিমোমিটার

যুগোশ্লোভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে –

  1. মিস্ট্রাল
  2. বোরা
  3. সিরোক্কো
  4. হারমাট্টান

উত্তর – 2. বোরা

শূন্যস্থান পূরণ করো।

কর্কটীয় শান্তবলয়কে ___ অক্ষাংশ বলে।

উত্তর – কর্কটীয় শান্তবলয়কে অশ্ব অক্ষাংশ বলে।

সমচাপরেখাগুলি চক্রাকারে খুব কাছাকাছি অবস্থান করলে ___ এর সম্ভাবনা থাকে।

উত্তর – সমচাপরেখাগুলি চক্রাকারে খুব কাছাকাছি অবস্থান করলে ঝড় এর সম্ভাবনা থাকে।

উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ ___।

উত্তর – উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বাড়ে

বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর গতিবেগ ___।

উত্তর – বায়ুচাপের ঢাল বাড়লে বায়ুর গতিবেগ বাড়ে

সিরোক্কো বায়ু স্পেনে ___ নামে পরিচিত।

উত্তর – সিরোক্কো বায়ু স্পেনে লেভেচে নামে পরিচিত।

নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান ___।

উত্তর – নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান শূন্য

ITCZ দেখা যায় ___ বরাবর।

উত্তর – ITCZ দেখা যায় নিরক্ষরেখা বরাবর।

সমুদ্র-সংলগ্ন এলাকায় জলবায়ু ___ প্রকৃতির।

উত্তর – সমুদ্র-সংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির।

আয়ন শব্দের অর্থ ___।

উত্তর – আয়ন শব্দের অর্থ পথ

টাইফুনের উৎপত্তি ___ সাগরে।

উত্তর – টাইফুনের উৎপত্তি চিন সাগরে।

মেরু অঞ্চলের বায়ুতে জলীয়বাষ্প কম থাকে তাই বায়ুর চাপ ___ হয়।

উত্তর – মেরু অঞ্চলের বায়ুতে জলীয়বাষ্প কম থাকে তাই বায়ুর চাপ বেশি হয়।

যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে, তাকে ___ বলে।

উত্তর – যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে, তাকে ক্যাটাবেটিক বায়ু বলে।

উচ্চতা অনুসারে বায়ুর চাপ ___ পায়।

উত্তর – উচ্চতা অনুসারে বায়ুর চাপ হ্রাস পায়।

ঘূর্ণবাতের কেন্দ্রকে ___ নামে অভিহিত করা হয়।

উত্তর – ঘূর্ণবাতের কেন্দ্রকে চক্ষু নামে অভিহিত করা হয়।

টেবিল ঘড়ির মতো দেখতে বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম ___ ব্যারোমিটার।

উত্তর – টেবিল ঘড়ির মতো দেখতে বায়ুচাপ মাপার যন্ত্রটির নাম অ্যানিরয়েড ব্যারোমিটার।

বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় ___ -এর সাহায্যে।

উত্তর – বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় বাতপতাকা -এর সাহায্যে।

প্রথম বায়ুচাপ মাপার যে যন্ত্রটি আবিষ্কার হয়, তার নাম ___ ব্যারোমিটার।

উত্তর – প্রথম বায়ুচাপ মাপার যে যন্ত্রটি আবিষ্কার হয়, তার নাম টরিসেলির ব্যারোমিটার।

ফটিন -এর ব্যারোমিটারের সাথে ___ স্কেল যুক্ত থাকে।

উত্তর – ফটিন -এর ব্যারোমিটারের সাথে ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে।

ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর ___ মাপা হয়।

উত্তর – ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।

পর্বতের উঁচু অংশে বায়ুচাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটির নাম ___।

উত্তর – পর্বতের উঁচু অংশে বায়ুচাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটির নাম অল্টিমিটার

খাবার সবথেকে ভালো সিদ্ধ হয় ___।

উত্তর – খাবার সবথেকে ভালো সিদ্ধ হয় সমুদ্রপৃষ্ঠে

বায়ুর 99 শতাংশ ভর সমুদ্রপৃষ্ঠ থেকে ___ কিমির মধ্যে পাওয়া যায়।

উত্তর – বায়ুর 99 শতাংশ ভর সমুদ্রপৃষ্ঠ থেকে 32 কিমির মধ্যে পাওয়া যায়।

উঁচু আকাশে পশ্চিমদিক থেকে যে বায়ু খুব দ্রুত প্রবাহিত হয়, তাকে ___ বায়ু বলে।

উত্তর – উঁচু আকাশে পশ্চিমদিক থেকে যে বায়ু খুব দ্রুত প্রবাহিত হয়, তাকে জেট বায়ু বলে।

মিস্ট্রাল একটি ___ বায়ুপ্রবাহ।

উত্তর – মিস্ট্রাল একটি স্থানীয় বায়ুপ্রবাহ।

চিনুক কথাটির অর্থ ___।

উত্তর – চিনুক কথাটির অর্থ তুষার খাদক

ক্যালিফোর্নিয়ায় যে উষ্ণ বায়ু শীতকালে প্রবাহিত হয় তার নাম ___।

উত্তর – ক্যালিফোর্নিয়ায় যে উষ্ণ বায়ু শীতকালে প্রবাহিত হয় তার নাম সান্টা আনা

ঘূর্ণবাত যাকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাকে ___ বলে।

উত্তর – ঘূর্ণবাত যাকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাকে চক্ষু বলে।

বর্ষাকালে ভারতে যে জেট বায়ু প্রবাহিত হয়, তাকে ___ বায়ু বলে।

উত্তর – বর্ষাকালে ভারতে যে জেট বায়ু প্রবাহিত হয়, তাকে পুবালি জেট বায়ু বলে।

___ পর্বতে চিনুক বায়ু প্রবাহিত হয়।

উত্তর – রকি পর্বতে চিনুক বায়ু প্রবাহিত হয়।

রোন উপত্যকার একটি স্থানীয় বায়ুর নাম ___।

উত্তর – রোন উপত্যকার একটি স্থানীয় বায়ুর নাম মিস্ট্রাল

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

বেশি উচ্চতায় বায়ুর গতিবেগ কম হয়।

উত্তর – অশুদ্ধ

বায়ুর গতিবেগ মাপার একক হল নট।

উত্তর – শুদ্ধ

পশ্চিমা বায়ুর অন্য নাম প্রত্যয়ন বায়ু।

উত্তর – শুদ্ধ

আয়ন বায়ু 35°-60° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়।

উত্তর – অশুদ্ধ

50° দক্ষিণ অক্ষাংশ থেকে প্রবাহিত পশ্চিমা বায়ুকে তীক্ষ্ণ চিৎকারী ষাট বলে।

উত্তর – অশুদ্ধ

আন্দিজ পর্বত থেকে পম্পাস তৃণভূমির ওপর পাম্পেরো বায়ু প্রবাহিত হয়।

উত্তর – শুদ্ধ

পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাতকে হারিকেন বলে।

উত্তর – শুদ্ধ

আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণভাগের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম টর্নেডো।

উত্তর – শুদ্ধ

10° দক্ষিণ অক্ষাংশে বায়ু প্রবল বেগে ও সশব্দে প্রবাহিত হয় বলে, তাকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে।

উত্তর – অশুদ্ধ

জেট বায়ু একধরনের জিওস্ট্রফিক বায়ু।

উত্তর – শুদ্ধ

পুবালি জেট বায়ুর জন্য ভারতে মৌসুমি বায়ুর আগমন ঘটে।

উত্তর – শুদ্ধ

লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়।

উত্তর – শুদ্ধ

মেরুবায়ুর প্রবাহপথে শৈত্যপ্রবাহ ও তুষারপাত হয়।

উত্তর – শুদ্ধ

স্থলবায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে।

উত্তর – অশুদ্ধ

গ্রীষ্মকালে বায়ুর চাপ বেশি এবং শীতকালে বায়ুর চাপ কম হয়।

উত্তর – অশুদ্ধ

বায়ুর উষ্ণতা এবং চাপের সম্পর্ক বিপরীতমুখী।

উত্তর – শুদ্ধ

পৃথিবীর আবর্তন গতির জন্যই মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

উত্তর – শুদ্ধ

সমচাপরেখাগুলি দূরে দূরে থাকলে ঝড়ের সম্ভাবনা বাড়ে।

উত্তর – অশুদ্ধ

নিরক্ষীয় শান্তবলয় বরাবর বায়ু সবসময় ঊর্ধ্বমুখী হয়।

উত্তর – শুদ্ধ

ঘর্ষণের প্রভাবে বায়ুর গতিবেগ কমে যায়।

উত্তর – শুদ্ধ

পশ্চিমা বায়ুর জন্য শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে বৃষ্টিপাত বেশি হয়।

উত্তর – অশুদ্ধ

আয়ন বায়ুকে জেট বায়ু বলে।

উত্তর – অশুদ্ধ

খামসিন এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু।

উত্তর – শুদ্ধ

জেট বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়।

উত্তর – অশুদ্ধ

জেট বায়ু ভূপৃষ্ঠের খুব কাছ থেকে প্রবাহিত হয়।

উত্তর – অশুদ্ধ

জেট বায়ুর প্রবাহের সাথে মৌসুমি বায়ুর সম্পর্ক রয়েছে।

উত্তর – শুদ্ধ

সব ধরনের ঘূর্ণবাতে চক্ষু সৃষ্টি হয়।

উত্তর – অশুদ্ধ

অস্ট্রেলিয়ায় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম উইলি উইলি।

উত্তর – শুদ্ধ

রাইন নদীর উপত্যকার ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম ফন।

উত্তর – শুদ্ধ

লু একটি সাময়িক বায়ু।

উত্তর – অশুদ্ধ

লু একধরনের শীতল বায়ু।

উত্তর – অশুদ্ধ

চিনুক একটি সাময়িক বায়ুপ্রবাহের নাম।

উত্তর – অশুদ্ধ

সমুদ্রোপকূলে দিনেরবেলায় যে বায়ু প্রবাহিত হয়, তার নাম সমুদ্রবায়ু।

উত্তর – শুদ্ধ

জেট স্ট্রিমের গতিবেগ ঘণ্টায় 300-500 কিমি।

উত্তর – শুদ্ধ

কখনো-কখনো ফন বায়ু দাবানল সৃষ্টি করে।

উত্তর – শুদ্ধ

ইটালিতে ব্লিজার্ড দেখা যায়।

উত্তর – অশুদ্ধ

ফিলিপিনস-এ ঘূর্ণবাতকে ‘টাইফু’ বলে।

উত্তর – অশুদ্ধ

মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ।

উত্তর – শুদ্ধ

আয়নবায়ুকে জেট বায়ু বলে।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. মিশরA. খামসিন1. B.
2. খামসিনB. সিসিলি দ্বীপ2. A.
3. ফনC. রোন নদীর উপত্যকা3. E.
4. চিনুকD. প্রেইরি অঞ্চল4. D.
5. মিস্ট্রালE. রাইন নদীর উপত্যকা5. C.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. টরিসেলির ব্যারোমিটারA. উচ্চতা ও বায়ুচাপমাপক যন্ত্র1. C.
2. ফটিন -এর ব্যারোমিটারB. ভার্নিয়ার স্কেল2. B.
3. অ্যানিরয়েড ব্যারোমিটারC. বায়ুপ্রবাহের শক্তির মাত্রা3. E.
4. অ্যানিমোমিটারD. সাধারণ বায়ুচাপ মাপক যন্ত্র4. A.
5. বিউফোর্ট স্কেলE. বায়ুর গতিবেগ মাপক যন্ত্র5. D.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কী বলে?

বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে সমপ্রেষরেখা বলে।

কোন্ অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে?

উভয় গোলার্ধে 30°-35° অক্ষরেখার মধ্যবর্তী অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে।

0°-10° অক্ষাংশের মধ্যে কী ধরনের বায়ুচাপ বিরাজ করে?

0°-10° অক্ষাংশের মধ্যে নিম্নচাপ ধরনের বায়ুচাপ বিরাজ করে।

দুটি মেরু অঞ্চলে কোন্ ধরনের বায়ুচাপ রয়েছে?

দুটি মেরু অঞ্চলে উচ্চচাপ ধরনের বায়ুচাপ রয়েছে।

বায়ুচাপ মাপার একক কী?

বায়ুচাপ মাপার একক হল মিলিবার।

ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

ব্যারোমিটার টরিসেলি আবিষ্কার করেন।

স্থলবায়ু কখন প্রবাহিত হয়?

স্থলবায়ু রাতেরবেলা প্রবাহিত হয়।

সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়?

সমুদ্রবায়ু দিনেরবেলা প্রবাহিত হয়।

কোন্ সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

গ্রীষ্ম ঋতুতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়।

দক্ষিণ গোলার্ধে বায়ু কোন্ দিকে প্রবাহিত হয়?

দক্ষিণ গোলার্ধে বায়ু বামদিকে প্রবাহিত হয়।

কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়?

বাতপতাকা যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়।

পৃথিবীর কোন্ অঞ্চলে বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি?

পৃথিবীর 40°-60° দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি।

বিউফোর্ট স্কেলে কী পরিমাপ করা যায়?

বিউফোর্ট স্কেলে বায়ুর গতিবেগ পরিমাপ করা যায়।

গর্জনশীল চল্লিশা কী?

গর্জনশীল চল্লিশা হল দক্ষিণ গোলার্ধে 40°-50° অক্ষাংশের মধ্যে প্রবাহিত বায়ু।

মৌসুমি বায়ু কোন্ ধরনের বায়ুপ্রবাহ?

মৌসুমি বায়ু হল সাময়িক ধরনের বায়ুপ্রবাহ।

শুষ্ক এবং শীতল বায়ুর চাপ কেমন?

শুষ্ক এবং শীতল বায়ুর চাপ বেশি।

একটি নিয়ত বায়ুর নাম করো।

একটি নিয়ত বায়ুর নাম হল পশ্চিমা বায়ু।

একটি আকস্মিক বায়ুর নাম করো।

একটি আকস্মিক বায়ুর নাম হল ঘূর্ণবাত।

একটি সাময়িক বায়ুর নাম করো।

একটি সাময়িক বায়ুর নাম হল সমুদ্র বায়ু।

ভারতের একটি স্থানীয় বায়ুর নাম করো।

ভারতের একটি স্থানীয় বায়ুর নাম হল লু।

একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো।

একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হল টাইফুন।

ফেরেলের সূত্রটি কোন্ সালে আবিষ্কৃত হয়?

ফেরেলের সূত্রটি 1855 সালে আবিষ্কৃত হয়।

বাইস ব্যালটের সূত্রটি কোন্ সালে আবিষ্কৃত হয়?

বাইস ব্যালটের সূত্রটি 1857 সালে আবিষ্কৃত হয়।

আয়ন বায়ুর অন্য নাম কী?

আয়ন বায়ুর অন্য নাম হল বাণিজ্য বায়ু।

পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয় কোথায়?

পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে।

উত্তর গোলার্ধে বায়ুচাপ কক্ষ বেশি সৃষ্টি হয়েছে কেন?

উত্তর গোলার্ধে বায়ুচাপ কক্ষ বেশি সৃষ্টি হয়েছে কারণ স্থলভাগ বেশি বলে।

পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো।

পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম হল টর্নেডো।

সমপ্রেষ রেখা কী দেখায়?

সমপ্রেষ রেখা সমান বায়ুচাপবিশিষ্ট স্থানসমূহ দেখায়।

একটি অত্যাধুনিক বায়ুচাপ মাপার যন্ত্রের নাম করো।

একটি অত্যাধুনিক বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হল ব্যারোগ্রাফ।

পাহাড়ে খাবার ভালো সিদ্ধ হয় না কেন?

পাহাড়ে খাবার ভালো সিদ্ধ হয় না কারণ বায়ুর চাপ কম বলে।

পৃথিবীর আবর্তনের জন্য কোন্ বলের সৃষ্টি হয়?

পৃথিবীর আবর্তনের জন্য কোরিওলিস বলের সৃষ্টি হয়।

হারমাট্টান কোন্ অঞ্চলের শুষ্ক বায়ু?

হারমাট্টান পশ্চিম আফ্রিকার গিনি উপকূল অঞ্চলের শুষ্ক বায়ু।

কোন্ সময় জেট বায়ু সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হয়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট বায়ু সম্পর্কে মানুষের ধারণা স্পষ্ট হয়।

শীতকালে কোন্ বায়ু প্রবাহিত হয়?

শীতকালে উপক্রান্তীয় পশ্চিমি জেট বায়ু প্রবাহিত হয়।

বর্ষাকালে কোন্ জেট বায়ু প্রবাহিত হয়?

বর্ষাকালে পুবালি জেট বায়ু প্রবাহিত হয়।

কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?

অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল” -এর “বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Madhyamik History Suggestion 2026 Wbbse (Marks 4)

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)