মাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের কৃষি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের অর্থনৈতিক পরিবেশ - ভারতের কৃষি - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

রবি শস্য চাষ করা হয় –

  1. গ্রীষ্মকালে
  2. বর্ষাকালে
  3. শীতকালে
  4. বসন্তকালে

উত্তর – 3. শীতকালে

‘আঘ্রানী’ ধান বলা হয় –

  1. আউশ ধানকে
  2. আমন ধানকে
  3. বোরো ধানকে
  4. ভাদুই ধানকে

উত্তর – 2. আমন ধানকে

বোরো ধান কাটা হয়-

  1. শীতকালে
  2. বর্ষাকালে
  3. গ্রীষ্মকালে
  4. বসন্তকালে

উত্তর – 3. গ্রীষ্মকালে

সুজাতা একটি উচ্চফলনশীল –

  1. ধান বীজ
  2. গম বীজ
  3. তুলো বীজ
  4. ইক্ষু বীজ

উত্তর – 3. তুলো বীজ

কফি উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে? –

  1. তামিলনাড়ু
  2. কেরল
  3. কর্ণাটক
  4. মহারাষ্ট্র

উত্তর – 3. কর্ণাটক

একটি খরিফ শস্যের উদাহরণ হল –

  1. গম
  2. তুলো
  3. সরষে
  4. বার্লি

উত্তর – 2. তুলো

একটি রবি শস্যের উদাহরণ হল –

  1. ধান
  2. গম
  3. পাট
  4. তুলো

উত্তর – 3. গম

গম চাষের জন্য কমপক্ষে কতগুলি তুষারমুক্ত দিন প্রয়োজন? –

  1. 50টি
  2. 60টি
  3. 100টি
  4. 110টি

উত্তর – 4. 110টি

ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়, তা হল –

  1. 50-100 সেমি
  2. 100-200 সেমি
  3. 300-400 সেমি
  4. 400-500 সেমি

উত্তর – 2. 100-200 সেমি

ভারতে সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যটি হল –

  1. পশ্চিমবঙ্গ
  2. অসম
  3. কেরল
  4. তামিলনাড়ু

উত্তর – 2. অসম

ICAR দ্বারা কোন্ রাজ্যগুলিকে ‘গম অঞ্চল’ হিসেবে চিহ্নিত করা হয় –

  1. হরিয়ানা-উত্তরপ্রদেশ
  2. উত্তরপ্রদেশ-বিহার
  3. পাঞ্জাব-হরিয়ানা
  4. বিহার-পশ্চিমবঙ্গ

উত্তর – 3. পাঞ্জাব-হরিয়ানা

হেক্টর প্রতি চা উৎপাদন হয় সর্বাধিক যে রাজ্যে –

  1. পশ্চিমবঙ্গ
  2. অসম
  3. কেরল
  4. কর্ণাটক

উত্তর – 4. কর্ণাটক

কর্ণাটকের পাহাড়ি অঞ্চল যে ফসল চাষের জন্য বিখ্যাত, তা হল –

  1. কফি
  2. গম
  3. চা
  4. ধান

উত্তর – 1. কফি

ভারতে কৃষিকাজের মাধ্যমে নিম্নলিখিত কোন্ ধরনের শিল্পের বিকাশ ঘটেছে? –

  1. কার্পাসবয়ন শিল্প
  2. যন্ত্র শিল্প
  3. পেট্রোরসায়ন শিল্প
  4. লোহা ও ইস্পাত শিল্প

উত্তর – 1. কার্পাসবয়ন শিল্প

নীচের মধ্যে কোনটি বেমানান? –

  1. জোয়ার
  2. বাজরা
  3. রাগি
  4. ধান

উত্তর – 4. ধান

ভারতে ধান উৎপাদনে (2013-1014) প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –

  1. অন্ধ্রপ্রদেশ
  2. পশ্চিমবঙ্গ
  3. উত্তরপ্রদেশ
  4. পাঞ্জাব

উত্তর – 2. পশ্চিমবঙ্গ

ভারতের কোন্ রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনের পরিমাণ সর্বাধিক? –

  1. পশ্চিমবঙ্গ
  2. বিহার
  3. পাঞ্জাব
  4. হরিয়ানা

উত্তর – 3. পাঞ্জাব

বাজরা উৎপাদনে কোন্ রাজ্যের স্থান ভারতে প্রথম? –

  1. রাজস্থান
  2. উত্তরপ্রদেশ
  3. গুজরাত
  4. হরিয়ানা

উত্তর – 4. হরিয়ানা

কর্ণাটকে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় –

  1. মহীশূরে
  2. মান্ডিয়ায়
  3. কোদাগুতে
  4. হাসানে

উত্তর – 3. কোদাগুতে

যে মাটিতে তুলো চাষ ভালো হয়, তা হল –

  1. ল্যাটেরাইট
  2. লালমাটি
  3. কালোমাটি
  4. বেলেমাটি

উত্তর – 3. কালোমাটি

একই জমিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে বলে –

  1. আন্তঃকৃষি
  2. শস্যাবর্তন
  3. একফসলি চাষ
  4. দ্বিফসলি চাষ

উত্তর – 2. শস্যাবর্তন

কোন্ কৃষিব্যবস্থায় উৎপাদিত ফসলের সম্পূর্ণটাই কৃষকের নিজের এবং পারিবারিক ভোগের জন্য ব্যবহার করা হয়? –

  1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি
  2. বাণিজ্যিক কৃষি
  3. উদ্যান কৃষি
  4. মিশ্র কৃষি

উত্তর – 1. জীবিকাসত্তাভিত্তিক কৃষি

ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –

  1. মহারাষ্ট্র
  2. উত্তরপ্রদেশ
  3. বিহার
  4. পশ্চিমবঙ্গ

উত্তর – 1. মহারাষ্ট্র

ভারতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চফলনশীল গম বীজ হল –

  1. তাইচুং 65
  2. জয়া
  3. পদ্মা
  4. কল্যাণসোনা

উত্তর – 4. কল্যাণসোনা

ভারতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত উচ্চফলনশীল ধান বীজ হল –

  1. সোনালিকা
  2. কল্যাপসোনা
  3. আই আর-8
  4. সফেদ লারমা

উত্তর – 3. আই আর-8

ভারতের জাতীয় বীজ নিগম গঠিত হয় –

  1. 1963 সালে
  2. 1965 সালে
  3. 1977 সালে
  4. 1980 সালে

উত্তর – 1. 1963 সালে

আমন ধানের বীজ বপন করা হয় –

  1. এপ্রিল-মে মাসে
  2. আগস্ট-সেপ্টেম্বর মাসে
  3. জুন-জুলাই মাসে
  4. নভেম্বর-ডিসেম্বর মাসে

উত্তর – 3. জুন-জুলাই মাসে

ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানাধিকারী দেশ হল –

  1. ভারত
  2. চিন
  3. বাংলাদেশ
  4. মায়ানমার

উত্তর – 2. চিন

আখ উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল –

  1. উত্তরপ্রদেশ
  2. মহারাষ্ট্র
  3. কর্ণাটক
  4. পাঞ্জাব

উত্তর – 1. উত্তরপ্রদেশ

স্থানান্তর কৃষিকে ভারতে কী বলে? –

  1. তামারাই
  2. লাদাং
  3. ঝুম
  4. রোকা

উত্তর – 3. ঝুম

সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন –

  1. ড. নরম্যান বোরলগ
  2. ড. হাসান
  3. ড. সাহা
  4. ড. মুখোপাধ্যায়

উত্তর – 1. ড. নরম্যান বোরলগ

ভারতের প্রধান ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? –

  1. পুসায়
  2. কটকে
  3. চন্দননগরে
  4. চুঁচুড়ায়

উত্তর – 2. কটকে

ভারতে সবুজ বিপ্লব সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে –

  1. তৈলবীজ উৎপাদনে
  2. ধান উৎপাদনে
  3. গম উৎপাদনে
  4. চা উৎপাদনে

উত্তর – 3. গম উৎপাদনে

কার্পাস যে নামে পরিচিত, তা হল –

  1. স্বর্ণততন্তু
  2. রৌপ্যতন্তু
  3. বীজতন্তু
  4. হীরকতন্তু

উত্তর – 3. বীজতন্তু

বল উইভিল পোকার আক্রমণ যে প্রকার শস্যের খেতে ঘটে, তা হল –

  1. চা
  2. ধান
  3. গম
  4. তুলো

উত্তর – 4. তুলো

তুলো হল একপ্রকার –

  1. খাদ্য ফসল
  2. পানীয় ফসল
  3. বাগিচা ফসল
  4. তন্তু ফসল

উত্তর – 4. তন্তু ফসল

জায়িদ শস্য কোন্ মাসে সংগ্রহ করা হয়? –

  1. জানুয়ারি
  2. ডিসেম্বর
  3. ফেব্রুয়ারি
  4. জুন

উত্তর – 4. জুন

ভারতীয় কৃষিতে নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি দেখা যায়? –

  1. খাদ্যশস্যের প্রাধান্য
  2. বৃহৎ কৃষিজোত
  3. ব্যাপক কৃষিপদ্ধতি
  4. আধুনিক কৃষি যন্ত্রপাতি

উত্তর – 1. খাদ্যশস্যের প্রাধান্য

ভারতের একটি প্রধান তৈলবীজ হল –

  1. আলু
  2. গম
  3. সরষে
  4. কফি

উত্তর – 3. সরষে

যে মাটিতে সবচেয়ে ভালো ধান চাষ হয়, সেটি হল –

  1. পলিমাটি
  2. বেলেমাটি
  3. কালোমাটি
  4. লালমাটি

উত্তর – 1. পলিমাটি

জোয়ার উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য হল –

  1. মহারাষ্ট্র
  2. গুজরাত
  3. পাঞ্জাব
  4. রাজস্থান

উত্তর – 1. মহারাষ্ট্র

চা চাষের জন্য প্রয়োজন হয় –

  1. আম্লিক পডসল মাটি
  2. পলিমাটি
  3. চারনোজেম মাটি
  4. লালমাটি

উত্তর – 1. আম্লিক পডসল মাটি

শূন্যস্থান পূরণ করো।

ভারতের প্রধান খাদ্যশস্য হল ___।

উত্তর – ভারতের প্রধান খাদ্যশস্য হল ধান

ভারতের প্রধান গম গবেষণাকেন্দ্রটি দিল্লির কাছে ___ -য় অবস্থিত।

উত্তর – ভারতের প্রধান গম গবেষণাকেন্দ্রটি দিল্লির কাছে পুসা -য় অবস্থিত।

চা চাষের জন্য ___ জমি প্রয়োজন হয়।

উত্তর – চা চাষের জন্য ঢালু জমি প্রয়োজন হয়।

___ রাজ্যটি তুলো উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।

উত্তর – গুজরাত রাজ্যটি তুলো উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।

দাক্ষিপাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে ___ চাষ খুব ভালো হয়।

উত্তর – দাক্ষিপাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে তুলো চাষ খুব ভালো হয়।

অন্ধ্রপ্রদেশের ___ নদী উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে প্রচুর ধান উৎপাদিত হয়।

উত্তর – অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী উপত্যকা ও বদ্বীপ অঞ্চলে প্রচুর ধান উৎপাদিত হয়।

পশ্চিমবঙ্গ রাজ্যে ___ উৎপাদন বেশি হয়।

উত্তর – পশ্চিমবঙ্গ রাজ্যে ধান উৎপাদন বেশি হয়।

ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রবি শস্য হল ___।

উত্তর – ভারতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রবি শস্য হল গম

রাগি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ___।

উত্তর – রাগি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল কর্ণাটক

গম উৎপাদনে ভারতের ___ রাজ্যটি প্রথম স্থান অধিকার করে।

উত্তর – গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটি প্রথম স্থান অধিকার করে।

___ -কে ভারতের কমলালেবু শহর বলে।

উত্তর – নাগপুর -কে ভারতের কমলালেবু শহর বলে।

___ একটি জায়িদ ফসলের উদাহরণ।

উত্তর – পটল একটি জায়িদ ফসলের উদাহরণ।

ভারত থেকে কফি আমদানি করে এমন একটি দেশ হল ___।

উত্তর – ভারত থেকে কফি আমদানি করে এমন একটি দেশ হল ইটালি

চা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্যটি হল ___।

উত্তর – চা উৎপাদনে ভারতে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্যটি হল পশ্চিমবঙ্গ

রাগি চাষের জন্য ___ মাটি উপযোগী।

উত্তর – রাগি চাষের জন্য লাল মাটি উপযোগী।

চা একটি অর্থকরী ___ ফসল।

উত্তর – চা একটি অর্থকরী বাগিচা ফসল।

ভারতীয় টি-বোর্ডটি ___ অবস্থিত।

উত্তর – ভারতীয় টি-বোর্ডটি কলকাতায় অবস্থিত।

কফি হল একটি ___ জলবায়ুর ফসল।

উত্তর – কফি হল একটি উষ্ণ-আর্দ্র জলবায়ুর ফসল।

___ ফসলকে মৌসুমি ফসল বলা হয়।

উত্তর – খরিফ ফসলকে মৌসুমি ফসল বলা হয়।

জোয়ার উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল ___।

উত্তর – জোয়ার উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র

সবুজ বিপ্লবকে অনেকে ভারতের ___ বিপ্লব বলে।

উত্তর – সবুজ বিপ্লবকে অনেকে ভারতের গম বিপ্লব বলে।

___ একটি পানীয় ফসলের উদাহরণ।

উত্তর – চা একটি পানীয় ফসলের উদাহরণ।

___ ভারতে কফি উৎপাদন বেশি হয়।

উত্তর – দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয়।

কফি একটি ___ ফসল।

উত্তর – কফি একটি বাগিচা ফসল।

পাঞ্জাব-হরিয়ানার ___ মাটি কৃষি উন্নতির সহায়ক।

উত্তর – পাঞ্জাব-হরিয়ানার পলি মাটি কৃষি উন্নতির সহায়ক।

ভারতে ___ বীজের ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

উত্তর – ভারতে উচ্চফলনশীল বীজের ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আখ একটি ___ শস্য।

উত্তর – আখ একটি খরিফ শস্য।

ভারতে বেলেমাটিতে যে মিলেট শস্য চাষ করা হয় সেটি হল ___।

উত্তর – ভারতে বেলেমাটিতে যে মিলেট শস্য চাষ করা হয় সেটি হল বাজরা

খরিফ ও রবি ফসলের মাঝের সময় ___ ফসল উৎপাদিত হয়।

উত্তর – খরিফ ও রবি ফসলের মাঝের সময় জায়িদ ফসল উৎপাদিত হয়।

___ আখ চাষের পক্ষে ক্ষতিকারক।

উত্তর – তুহিন আখ চাষের পক্ষে ক্ষতিকারক।

ভারতের প্রধান ধান গবেষণাগারটি ___ -এ অবস্থিত।

উত্তর – ভারতের প্রধান ধান গবেষণাগারটি কটক -এ অবস্থিত।

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

ভারতে সর্বাধিক গম উৎপাদিত হয় উত্তর ভারতে।

উত্তর – শুদ্ধ

ভারতে সর্বাধিক চা পশ্চিমবঙ্গে উৎপন্ন হয়।

উত্তর – অশুদ্ধ

কফি চাষের জন্য লাল দোআঁশ মাটি আদর্শ।

উত্তর – শুদ্ধ

যব একটি খরিফ শস্য।

উত্তর – অশুদ্ধ

পাট একটি বাগিচা ফসল।

উত্তর – অশুদ্ধ

চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান প্রথম।

উত্তর – অশুদ্ধ

ভারত ধান উৎপাদনে বিশ্বে শীর্ষস্থান অধিকার করে।

উত্তর – অশুদ্ধ

ধান চাষের জন্য নদী উপত্যকার পলিমাটি বিশেষ উপযোগী।

উত্তর – শুদ্ধ

ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসেবে চাষ করা হয়।

উত্তর – অশুদ্ধ

গম চাষের জন্য বার্ষিক 50 সেমি থেকে 100 সেমি বৃষ্টিপাত আদর্শ।

উত্তর – শুদ্ধ

গম উৎপাদনে পাঞ্জাব ভারতে শীর্ষস্থান অধিকার করে।

উত্তর – অশুদ্ধ

চা চাষের জন্য গ্রীষ্মকালীন উষ্ণতা গড়ে 16°C-30°C হওয়া প্রয়োজন।

উত্তর – শুদ্ধ

ভারতে গ্রীষ্মকালে গম চাষ করা হয়।

উত্তর – অশুদ্ধ

কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হল লবণাক্ত মৃত্তিকা।

উত্তর – অশুদ্ধ

ভারতে গ্রীষ্মকালে যেসব ফসল উৎপন্ন হয়, তাদের খরিফ ফসল বলে।

উত্তর – শুদ্ধ

ভারতের একটি প্রধান খাদ্যশস্য হল গম।

উত্তর – শুদ্ধ

চা চাষের জমিতে জল দাঁড়ালে চা চাষ ভালো হয়।

উত্তর – অশুদ্ধ

বর্তমানে চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান প্রথম।

উত্তর – অশুদ্ধ

কফি ও চা উত্তেজক পানীয়।

উত্তর – শুদ্ধ

প্রধানত অর্থ উপার্জনের উদ্দেশ্যে কৃষকরা যেসব ফসল চাষ করে, তাদের অর্থকরী ফসল বলে।

উত্তর – শুদ্ধ

কফি গাছকে প্রখর সূর্যকিরণ থেকে রক্ষা করার জন্য কফি চাষের জমিতে ছায়াপ্রদানকারী গাছ লাগানোর প্রয়োজন হয়।

উত্তর – শুদ্ধ

ভারতের সর্বপ্রধান খাদ্যশস্য হল গম।

উত্তর – অশুদ্ধ

ভারতের একটি খাদ্য ফসল হল কফি।

উত্তর – অশুদ্ধ

ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য হল ক্ষুদ্রাকৃতি কৃষিজোত।

উত্তর – শুদ্ধ

ভারতের কৃষি শ্রমনিবিড় প্রকৃতির।

উত্তর – শুদ্ধ

ভূমিক্ষয় এবং খরা ভারতের কৃষি উৎপাদনকে হ্রাস করে।

উত্তর – শুদ্ধ

ভারতীয় কৃষিকাজ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত।

উত্তর – শুদ্ধ

ভাকরা-নাঙ্গাল প্রকল্পের মাধ্যমে জলসেচ ব্যবস্থার উন্নতি পাঞ্জাব-হরিয়ানায় কৃষির অগ্রগতিতে সহায়তা করেছে।

উত্তর – শুদ্ধ

ভারতে অর্থকরী ফসল বেশি চাষ করা হয়।

উত্তর – অশুদ্ধ

কফি উৎপাদনে বিশ্বে ভারতের স্থান দ্বিতীয়।

উত্তর – অশুদ্ধ

চা চাষে প্রচুর সংখ্যক দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।

উত্তর – শুদ্ধ

তুলো চাষের জন্য উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত জমি প্রয়োজন।

উত্তর – শুদ্ধ

কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ।

উত্তর – অশুদ্ধ

সবুজবিপ্লব একটি ভারতীয় কৃষি পরিকল্পনা।

উত্তর – শুদ্ধ

ভারতের চা পর্ষদ রয়েছে অসমে।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. উত্তরপ্রদেশ1. সর্বাধিক তুলো উৎপাদক রাজ্যA. 2.
B. অসম2. সর্বাধিক গম উৎপাদক রাজ্যB. 4.
C. পশ্চিমবঙ্গ3. সর্বাধিক কফি উৎপাদক রাজ্যC. 5.
D. গুজরাত4. সর্বাধিক চা উৎপাদক রাজ্যD. 1.
E. কর্ণাটক5. সর্বাধিক ধান উৎপাদক রাজ্যE. 3.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. কটক1. আখ গবেষণাগারA. 5.
B. পুসা2. চা গবেষণাগারB. 4.
C. অসম3. তুলো চাষ গবেষণাগারC. 2.
D. লখনউ4. গম গবেষণাগারD. 1.
E. নাগপুর5. ধান গবেষণাগারE. 3.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

ভারতের দুটি খরিফ শস্যের নাম লেখো।

ভারতের দুটি খরিফ শস্যের নাম হল ধান ও পাট।

ভারতের দুটি রবি শস্যের নাম লেখো।

ভারতের দুটি রবি শস্যের নাম হল সরষে ও গম।

ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধির একটি উপায় বলো।

ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধির একটি উপায় হল উচ্চফলনশীল বীজের অধিক ব্যবহার।

ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো।

ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম হল চা ও কফি।

ভারতের প্রধান তন্তু ফসল কোনটি?

ভারতের প্রধান তন্তু ফসল হল তুলো।

ভারতের প্রধান পানীয় ফসলের নাম লেখো।

ভারতের প্রধান পানীয় ফসলের নাম হল চা।

ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কত?

ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন হল 2416 কেজি/হেক্টর (2013-2014)।

ধান উৎপাদনে ভারতে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে?

ধান উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে।

ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হল দ্বিতীয় (চিনের পরেই, 2012)।

মিলেট কী?

জোয়ার, বাজরা, রাগি – এই তিনটি অপ্রধান দানাশস্যকে একত্রে মিলেট বলে।

আখ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

আখ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান হল দ্বিতীয় (ব্রাজিলের পরেই, 2012)।

ভারতে আখ গবেষণাগার কোথায় স্থাপিত হয়েছে?

ভারতে আখ গবেষণাগার লখনউতে স্থাপিত হয়েছে।

ভারতের দুটি অর্থকরী ফসলের নাম করো।

ভারতের দুটি অর্থকরী ফসলের নাম হল চা ও তুলো।

ভারতে কোন্ মাটির নাম কৃষ্ণ কার্পাস মাটি?

ভারতে কালো মাটির নাম কৃষ্ণ কার্পাস মাটি।

ভারতে তুলো চাষের একটি সমস্যা বলো।

ভারতে তুলো চাষের একটি সমস্যা হল বল উইভিল পোকার আক্রমণ।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল ধান বীজের নাম করো।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল ধান বীজের নাম হল রত্না ও জয়া।

ভারত কী ধরনের কফি রপ্তানি করে?

ভারত আরবীয় ও রোবাস্টা ধরনের কফি রপ্তানি করে।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল গম বীজের নাম করো।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল গম বীজের নাম হল সোনালিকা ও কল্যাণসোনা।

রাগি উৎপাদনে কোন্ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?

রাগি উৎপাদনে কর্ণাটক রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে।

ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল তুলো বীজের নাম করো।

ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল তুলো বীজের নাম হল সুজাতা ও ভারতী।

চা চাষের জন্য কেমন জমির প্রয়োজন?

চা চাষের জন্য ঢালু জমির প্রয়োজন।

ইক্ষু কোন্ জলবায়ু অঞ্চলের ফসল?

ইক্ষু ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল।

ভারতে কোন্ ধরনের কফির চাষ বেশি হয়?

ভারতে রোবাস্টা কফি ধরনের কফির চাষ বেশি হয়।

একটি জায়িদ ধানের নাম করো।

একটি জায়িদ ধানের নাম হল আউশ।

ভারতে কোন্ ধরনের গমের চাষ বেশি হয়?

ভারতে শীতকালীন লাল গমের চাষ বেশি হয়।

ভারতের বেশিরভাগ তুলোর আঁশ কী ধরনের?

ভারতের বেশিরভাগ তুলোর আঁশ হল ক্ষুদ্র থেকে মাঝারি দৈর্ঘ্যের।

একটি জায়িদ ফসলের নাম করো।

একটি জায়িদ ফসলের নাম হল কুমড়ো।

ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ওপর ভিত্তি করে যেসব ফসল চাষ করা হয়, তাদের কী বলে?

ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ওপর ভিত্তি করে যেসব ফসল চাষ করা হয়, তাদের খরিফ ফসল বলে।

চা চাষের জন্য কীরূপ মৃত্তিকা প্রয়োজন?

চা চাষের জন্য লৌহসমৃদ্ধ উর্বর দোআঁশ মৃত্তিকা প্রয়োজন।

দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক রাজ্যের নাম লেখো।

দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক রাজ্যের নাম হল তামিলনাড়ু।

তুলো কীরূপ জলবায়ু অঞ্চলের ফসল?

তুলো ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল।

ভারতীয় কৃষির যে-কোনো দুটি সমস্যা কী তা লেখো।

ভারতীয় কৃষির যে-কোনো দুটি সমস্যা হল হেক্টর প্রতি কম উৎপাদন এবং ক্ষুদ্রাকৃতি কৃষিজোত।

ভারতীয় কৃষির সমস্যাগুলি সমাধানের জন্য যে-কোনো দুটি উপায় লেখো।

ভারতীয় কৃষির সমস্যাগুলি সমাধানের জন্য যে-কোনো দুটি উপায় হল কৃষি যন্ত্রপাতির অধিক ব্যবহার ও কৃষিঋণের ব্যবস্থা করা।

ভারতের যে-কোনো দুটি বাগিচা ফসলের নাম লেখো।

ভারতের যে-কোনো দুটি বাগিচা ফসলের নাম হল চা ও রবার।

সবুজ বিপ্লব কোথায় হয়েছিল?

সবুজ বিপ্লব পাঞ্জাব-হরিয়ানা ও উত্তরপ্রদেশের পশ্চিমভাগে হয়েছিল।

কোন্ ধরনের দানাশস্য পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়?

মিলেট জাতীয় দানাশস্য অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ধরনের দানাশস্য পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণস্থল উল্লেখ করে এর প্রধান কাজগুলি সংক্ষেপে বর্ণনা করো।

ইনসুলিন হরমোনের প্রধান কাজগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কাকে বলে? উদাহরণসহ হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি

প্রাণীদেহের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লেখো।

প্রাণী হরমোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো।