মাধ্যমিক ভূগোল – ভারতের অর্থনৈতিক পরিবেশ – ভারতের শিল্প – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের অর্থনৈতিক পরিবেশ - ভারতের শিল্প - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র –

  1. মাদুরাই
  2. চেন্নাই
  3. কোয়েম্বাটোর
  4. বেঙ্গালুরু

উত্তর – 3. কোয়েম্বাটোর

উত্তরপ্রদেশে ডিজেল রেলইঞ্জিন নির্মাণের কারখানা আছে –

  1. কানপুরে
  2. এলাহাবাদে
  3. বারাণসীতে
  4. লখনউতে

উত্তর – 3. বারাণসীতে

একটি সংকর ধাতুর নাম –

  1. লোহা
  2. ম্যাঙ্গানিজ
  3. ইস্পাত
  4. অ্যালুমিনিয়াম

উত্তর – 3. ইস্পাত

উত্তর-পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল –

  1. বঙ্গাইগাঁও
  2. ডিগবয়
  3. নাহারকাটিয়া
  4. হুগরিজান

উত্তর – 1. বঙ্গাইগাঁও

একটি বৃহদায়তন লোহা ও ইস্পাত কারখানা আছে –

  1. রৌরকেলায়
  2. ভিলাই-এ
  3. বাস্তারে
  4. মহীশূরে

উত্তর – 2. ভিলাই-এ

কার্পাসবয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল –

  1. জামশেদপুর
  2. বিশাখাপত্তনম
  3. আমেদাবাদ
  4. কলকাতা

উত্তর – 3. আমেদাবাদ

পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে –

  1. তারাপুরে
  2. থানেতে
  3. ট্রম্বেতে
  4. কানপুরে

উত্তর – 3. ট্রম্বেতে

পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত –

  1. কলকাতা
  2. হলদিয়া
  3. দুর্গাপুর
  4. শিলিগুড়ি

উত্তর – 2. হলদিয়া

লোহা ও ইস্পাত শিল্পের একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হল –

  1. হেমাটাইট
  2. বক্সাইট
  3. লিমোনাইট
  4. চালকোপাইরাইট

উত্তর – 1. হেমাটাইট

নীচের কোন্ ইস্পাত কারখানাটি ভারত স্বাধীন হওয়ার পর স্থাপিত হয়? –

  1. দুর্গাপুর
  2. জামশেদপুর
  3. ভদ্রাবতী
  4. বার্নপুর

উত্তর – 1. দুর্গাপুর

ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় –

  1. মহারাষ্ট্রে
  2. পশ্চিমবঙ্গে
  3. গুজরাতে
  4. তামিলনাড়ুতে

উত্তর – 2. পশ্চিমবঙ্গে

জামশেদপুর লোহা ও ইস্পাত কারখানাটি স্থাপিত হয় –

  1. 1905 সালে
  2. 1907 সালে
  3. 1912 সালে
  4. 1915 সালে

উত্তর – 2. 1907 সালে

সরকারি উদ্যোগে নির্মিত স্পঞ্জ আয়রন কারখানা কোথায় অবস্থিত? –

  1. তেলেঙ্গানার কোঠাগুডেম-এ
  2. পশ্চিমবঙ্গের দুর্গাপুর-এ
  3. ঝাড়খণ্ডের বোকারো-তে
  4. ওডিশার দৈতারি-তে

উত্তর – 1. তেলেঙ্গানার কোঠাগুডেম-এ

TISCO ইস্পাত কারখানাটি অবস্থিত –

  1. ভিলাই-এ
  2. রৌরকেলা-তে
  3. বার্নপুর-এ
  4. জামশেদপুর-এ

উত্তর – 4. জামশেদপুর-এ

কয়লাখনির কাছে গড়ে উঠেছে এমন একটি লোহা ও ইস্পাত কারখানা হল –

  1. রৌরকেলা
  2. ভিলাই
  3. দুর্গাপুর
  4. ভদ্রাবতী

উত্তর – 3. দুর্গাপুর

বোকারো ইস্পাত শিল্পকেন্দ্রে আকরিক লোহা আসে –

  1. নেয়েভেলি থেকে
  2. বায়লাডিলা থেকে
  3. কিরিবুরু থেকে
  4. হসপেট থেকে

উত্তর – 3. কিরিবুরু থেকে

কোন্ কারখানায় সবচেয়ে বেশি লোহা ও ইস্পাত উৎপাদিত হয়? –

  1. জামশেদপুর
  2. ভিলাই
  3. রৌরকেলা
  4. বিশাখাপত্তনম

উত্তর – 2. ভিলাই

ভারতে রেলের বগি তৈরি হয় –

  1. বারাণসীতে
  2. কলকাতায়
  3. পেরাম্বুরে
  4. বেঙ্গালুরুতে

উত্তর – 3. পেরাম্বুরে

পশ্চিমবঙ্গে প্রথম কাপড়ের কল গড়ে ওঠে –

  1. শ্রীরামপুরে
  2. দমদমে
  3. ঘুসুড়িতে
  4. বর্ধমানে

উত্তর – 3. ঘুসুড়িতে

ভারতে কার্পাসবয়ন শিল্পকেন্দ্র সবচেয়ে বেশি রয়েছে –

  1. উত্তরাঞ্চলে
  2. দক্ষিণাঞ্চলে
  3. পূর্বাঞ্চলে
  4. পশ্চিমাঞ্চলে

উত্তর – 4. পশ্চিমাঞ্চলে

ভারতের ম্যাঞ্চেস্টার হল –

  1. মুম্বাই
  2. ভাবনগর
  3. আমেদাবাদ
  4. পুনে

উত্তর – 3. আমেদাবাদ

ভারতের রুর বলা হয় –

  1. দুর্গাপুরকে
  2. জামশেদপুরকে
  3. রানিগঞ্জকে
  4. বোকারোকে

উত্তর – 1. দুর্গাপুরকে

SAIL হল একটি –

  1. কয়লা সংস্থা
  2. লোহা ও ইস্পাত সংস্থা
  3. খনিজ তেল সংস্থা
  4. বজ্রবয়ন সংস্থা

উত্তর – 2. লোহা ও ইস্পাত সংস্থা

ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র গড়ে উঠেছে –

  1. গুরগাঁও-তে
  2. চেন্নাই-তে
  3. মুম্বাই-তে
  4. ভদ্রাবতী-তে

উত্তর – 1. গুরগাঁও-তে

যে শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সেটি হল –

  1. তথ্যপ্রযুক্তি শিল্প ও
  2. পেট্রোরসায়ন শিল্প
  3. পাট শিল্প
  4. লোহা ও ইস্পাত শিল্প

উত্তর – 2. পেট্রোরসায়ন শিল্প

আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে সেটি হল –

  1. তথ্যপ্রযুক্তি শিল্প
  2. বজ্রবয়ন শিল্প
  3. লোহা ও ইস্পাত শিল্প
  4. পেট্রোরসায়ন শিল্প

উত্তর – 4. পেট্রোরসায়ন শিল্প

ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি গড়ে ওঠে –

  1. কয়ালিতে
  2. ভাদোদরায়
  3. ট্রম্বেতে
  4. হলদিয়াতে

উত্তর – 3. ট্রম্বেতে

পশ্চিমবঙ্গের একমাত্র জাহাজ নির্মাণ কারখানাটি হল –

  1. হিন্দুস্থানান শিপ ইয়ার্ড
  2. কলকাতা শিপ ইয়ার্ড
  3. গার্ডেনরিচ শিপ বিল্ডার্স
  4. হিন্দুস্থান শিপ বিল্ডার্স

উত্তর – 3. গার্ডেনরিচ শিপ বিল্ডার্স

ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় –

  1. ছোটোনাগপুর মালভূমিকে
  2. মালনাদ মালভূমিকে
  3. তেলেঙ্গানা মালভূমিকে
  4. মালব মালভূমিকে

উত্তর – 1. ছোটোনাগপুর মালভূমিকে

ন্যাশনাল ইন্সট্রুমেন্ট লিমিটেড অবস্থিত –

  1. বর্ধমানে
  2. যাদবপুরে
  3. দিল্লিতে
  4. মুম্বাই-এ

উত্তর – 2. যাদবপুরে

এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কারখানাটি অবস্থিত –

  1. জামশেদপুরে
  2. দুর্গাপুরে
  3. ভিলাই-এ
  4. রৌরকেলায়

উত্তর – 3. ভিলাই-এ

ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কারখানা হল –

  1. চেন্নাইয়ের অশোক লেল্যান্ড
  2. গুরগাঁওয়ের মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড
  3. কলকাতার হিন্দুস্তান মোটরস্
  4. জামশেদপুরের টাটা কোম্পানি

উত্তর – 2. গুরগাঁওয়ের মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড

তথ্যপ্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হল –

  1. লোহা ও ইস্পাত
  2. কয়লা
  3. মানুষের মেধা
  4. বিদ্যুৎ

উত্তর – 3. মানুষের মেধা

ভারতের সিলিকন ভ্যালি বলা হয় –

  1. চেন্নাই
  2. বেঙ্গালুরু
  3. কলকাতা
  4. দিল্লি

উত্তর – 2. বেঙ্গালুরু

ভারতের প্রথম উপকূলীয় লোহা ও ইস্পাত কেন্দ্রটি অবস্থিত –

  1. পারাদীপ-এ
  2. বিশাখাপত্তনম-এ
  3. ভদ্রাবতীতে
  4. কোচিতে

উত্তর – 2. বিশাখাপত্তনম-এ

ভারতের ডেট্রয়েট বলা হয় –

  1. জামশেদপুরকে
  2. চেন্নাইকে
  3. মুম্বাইকে
  4. গুরগাঁওকে

উত্তর – 2. চেন্নাইকে

ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে –

  1. সালেমে
  2. জামশেদপুরে
  3. দুর্গাপুরে
  4. ভিলাইয়ে

উত্তর – 1. সালেমে

শিকড় আলগা শিল্প বলা হয় –

  1. লোহা ও ইস্পাত শিল্পকে
  2. কার্পাসবয়ন শিল্পকে
  3. পেট্রোরসায়ন শিল্পকে
  4. ইঞ্জিনিয়ারিং শিল্পকে

উত্তর – 2. কার্পাসবয়ন শিল্পকে

IISCO (Indian Iron and steel company) শিল্পকেন্দ্রটি যেখানে অবস্থিত তা হল –

  1. দুর্গাপুর
  2. জামশেদপুর
  3. বার্নপুর-কুলটি
  4. রৌরকেলা

উত্তর – 1. দুর্গাপুর

শূন্যস্থান পূরণ করো।

কার্পাস চাষের জন্য ___ জলবায়ু প্রয়োজন।

উত্তর – কার্পাস চাষের জন্য আর্দ্র জলবায়ু প্রয়োজন।

তামিলনাড়ুর ___ -এ একটি সংকর ইস্পাত উৎপাদনের কারখানা আছে।

উত্তর – তামিলনাড়ুর সালেম -এ একটি সংকর ইস্পাত উৎপাদনের কারখানা আছে।

পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানাটি ___ অবস্থিত।

উত্তর – পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন কারখানাটি হলদিয়ায় অবস্থিত।

___ শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

উত্তর – কোয়েম্বাটোর শহরকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

কার্পাসবয়ন শিল্পে ভারতের অন্যতম অগ্রগণ্য রাজ্যটি হল ___।

উত্তর – কার্পাসবয়ন শিল্পে ভারতের অন্যতম অগ্রগণ্য রাজ্যটি হল গুজরাত

উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার ___ শহরকে বলে।

উত্তর – উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার কানপুর শহরকে বলে।

VISL ইস্পাত কারখানাটি ___ -তে অবস্থিত।

উত্তর – VISL ইস্পাত কারখানাটি ভদ্রাবতী -তে অবস্থিত।

পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ___।

উত্তর – পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা

ওডিশার ___ -য় ইস্পাত কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উত্তর – ওডিশার রৌরকেলা -য় ইস্পাত কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ইস্পাত দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় ___।

উত্তর – ইস্পাত দৃঢ় করার জন্য ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ

TISCO অবস্থিত ___ শহরে।

উত্তর – TISCO অবস্থিত জামশেদপুর শহরে।

বার্নপুর-কুলটির লোহা ও ইস্পাত কারখানায় ডলোমাইট আসে ___ থেকে।

উত্তর – বার্নপুর-কুলটির লোহা ও ইস্পাত কারখানায় ডলোমাইট আসে গাংপুর থেকে।

ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি ___ অবস্থিত।

উত্তর – ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি বিশাখাপত্তনমে অবস্থিত।

জামশেদপুরের লোহা ও ইস্পাত কারখানাটি সুবর্ণরেখা ও ___ নদীর সংযোগস্থলে অবস্থিত।

উত্তর – জামশেদপুরের লোহা ও ইস্পাত কারখানাটি সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থলে অবস্থিত।

ভারতের অধিক লোহা ও ইস্পাত শিল্পের সমাবেশ ঘটেছে ___।

উত্তর – ভারতের অধিক লোহা ও ইস্পাত শিল্পের সমাবেশ ঘটেছে পূর্বাঞ্চলে

রৌরকেলা ইস্পাত কারখানাটি ___ নদীর তীরে অবস্থিত।

উত্তর – রৌরকেলা ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত।

সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি একটি লোহা ও ইস্পাত কেন্দ্র হল ___।

উত্তর – সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি একটি লোহা ও ইস্পাত কেন্দ্র হল বোকারো

___ হল ভারতের ম্যাঞ্চেস্টার।

উত্তর – আমেদাবাদ হল ভারতের ম্যাঞ্চেস্টার।

সকল শিল্পের মেরুদণ্ড হল ___ শিল্প।

উত্তর – সকল শিল্পের মেরুদণ্ড হল লোহা ও ইস্পাত শিল্প।

একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল ___।

উত্তর – একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল কার্পাস

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

জামশেদপুর লোহা ও ইস্পাত কারখানা দামোদর নদের তীরে অবস্থিত।

উত্তর – অশুদ্ধ

শিল্প অবস্থানের ওপর পরিবহণ ব্যয়ের প্রভাব সম্পর্কিত ওয়েবারের তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ।

উত্তর – শুদ্ধ

সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে।

উত্তর – শুদ্ধ

পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ন্যাপথা।

উত্তর – শুদ্ধ

পশ্চিমবঙ্গের রেলইঞ্জিন নির্মাণ করা হয় বর্ধমান জেলার চিত্তরঞ্জনে।

উত্তর – শুদ্ধ

কার্পাসবয়ন শিল্প হল একধরনের কৃষিভিত্তিক শিল্প।

উত্তর – শুদ্ধ

পূর্ব ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশীভবন ঘটেছে।

উত্তর – অশুদ্ধ

কার্পাস হল একটি অবিশুদ্ধ কাঁচামাল।

উত্তর – অশুদ্ধ

দুর্গাপুর স্টিল প্লান্টটি সুবর্ণরেখা নদীর ধারে গড়ে উঠেছে।

উত্তর – অশুদ্ধ

ভারতের পশ্চিমাঞ্চলে লোহা ও ইস্পাত শিল্পের একদেশীভবন ঘটেছে।

উত্তর – অশুদ্ধ

জামশেদপুরের লোহা ও ইস্পাত কারখানাটি সরকারি উদ্যোগে গঠিত।

উত্তর – অশুদ্ধ

মোটরগাড়ি নির্মাণ শিল্পকে সংযোজনকারী শিল্প বলে।

উত্তর – শুদ্ধ

বার্নপুর এবং কুলটি কারখানা দুটি দামোদর নদ থেকে জল সংগ্রহ করে।

উত্তর – শুদ্ধ

সালেম ভারতের একমাত্র সংকর ইস্পাত কেন্দ্র।

উত্তর – অশুদ্ধ

সংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল রয়েছে তামিলনাড়ুতে।

উত্তর – শুদ্ধ

দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় বেঙ্গালুরুকে।

উত্তর – অশুদ্ধ

ভারতের রুর বলা হয় ভিলাইকে।

উত্তর – অশুদ্ধ

অসমের ডিগবয়ে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

উত্তর – শুদ্ধ

হুগলি নদীর দুই তীরে অনেক কার্পাসবয়ন শিল্পকেন্দ্র রয়েছে।

উত্তর – অশুদ্ধ

তথ্যপ্রযুক্তি শিল্পের বেশিরভাগ পণ্যই রপ্তানিযোগ্য।

উত্তর – শুদ্ধ

ভারতের কার্পাস বয়নশিল্পকে বলা হয় ‘Backbone of all Industries’।

উত্তর – অশুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. জামশেদপুর1. 1964 খ্রিস্টাব্দA. → 5.
B. ভদ্রাবতী2. 1956 খ্রিস্টাব্দB. → 4.
C. ভিলাই3. 1982 খ্রিস্টাব্দC. → 2.
D. বোকারো4. 1918 খ্রিস্টাব্দD. → 1.
E. বিশাখাপত্তনম5. 1907 খ্রিস্টাব্দE. → 3.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
A. জাহাজ নির্মাণকেন্দ্র1. জামনগরA. → 5.
B. কার্পাসবয়ন শিল্পকেন্দ্র2. বিজয়নগরB. → 4.
C. পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র3. গুরগাঁও বা গুরুগ্রামC. → 1.
D. মোটরগাড়ি নির্মাণকেন্দ্র4. আমেদাবাদD. → 3.
E. লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র5. বিশাখাপত্তনমE. → 2.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

পেট্রোরসায়ন শিল্পের কয়েকটি কাঁচামালের নাম লেখো।

পেট্রোরসায়ন শিল্পের কয়েকটি কাঁচামালের নাম হল ন্যাপথা, প্রোপেন, ইথেন প্রভৃতি।

পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।

পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম হল ভাদোদরা।

পশ্চিমবঙ্গে প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে?

পশ্চিমবঙ্গে প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কলকাতার বিধাননগরে গড়ে উঠেছে।

ভিলাই স্টিল প্লান্টে কোন্ জলাধারের জল ব্যবহৃত হয়?

ভিলাই স্টিল প্লান্টে তেন্ডুলা জলাধারের জল ব্যবহৃত হয়।

ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি গুজরাতের জামনগর-এ অবস্থিত।

কোন্ শিল্পকে সব শিল্পের মূল বলে?

লোহা ও ইস্পাত শিল্পকে সব শিল্পের মূল বলে।

কোন্ শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে?

লোহা ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে।

ভদ্রাবতী লোহা ও ইস্পাত কারখানায় লৌহ-আকরিক কোথা থেকে পাওয়া যায়?

ভদ্রাবতী লোহা ও ইস্পাত কারখানায় লৌহ-আকরিক কর্ণাটকের বাবাবুদান পাহাড় থেকে পাওয়া যায়।

ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও।

ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হল মোটরগাড়ি নির্মাণ শিল্প।

SAIL -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

SAIL -এর প্রধান কার্যালয় নিউ দিল্লিতে অবস্থিত।

ভারতের প্রাচীনতম লোহা ও ইস্পাত কারখানা কোনটি?

ভারতের প্রাচীনতম লোহা ও ইস্পাত কারখানা হল বর্ধমানের কুলটি।

হরিয়ানার কোথায় পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে?

হরিয়ানার পানিপথে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

প্রকৃত সিলিকন ভ্যালি কোনটি?

প্রকৃত সিলিকন ভ্যালি হল আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারা ভ্যালি।

ভারতের একটি আধুনিক শিল্পের নাম লেখো।

ভারতের একটি আধুনিক শিল্পের নাম হল তথ্যপ্রযুক্তি শিল্প।

পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণকেন্দ্রের নাম লেখো।

পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণকেন্দ্রের নাম কলকাতার গার্ডেনরিচ হল (গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, লিমিটেড)।

তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রগণ্য ভারতের প্রধান দুটি শহরের নাম করো।

তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রগণ্য ভারতের প্রধান দুটি শহরের নাম হল বেঙ্গালুরু এবং চেন্নাই।

একটি অবিশুদ্ধ কাঁচামালের নাম করো।

একটি অবিশুদ্ধ কাঁচামালের নাম হল আকরিক লোহা।

একটি বিশুদ্ধ কাঁচামালের নাম করো।

একটি বিশুদ্ধ কাঁচামালের নাম হল তুলো।

পেট্রোরসায়ন শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামালের নাম করো।

পেট্রোরসায়ন শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামালের নাম হল খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা এবং প্রাকৃতিক গ্যাস।

শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্তা কে?

শিল্প স্থানিকতার তত্ত্বের মূল প্রবক্তা হল আলফ্রেড ওয়েবার।

কয়েকটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো।

কয়েকটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম হল বৃহদায়তন যন্ত্রপাতি, মোটরগাড়ি, জেনারেটর প্রভৃতি।

কয়েকটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো।

কয়েকটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম হল ঘড়ি, সেলাই মেশিন প্রভৃতি।

মোটরগাড়ি নির্মাণ শিল্পের কয়েকটি কাঁচামালের নাম লেখো।

মোটরগাড়ি নির্মাণ শিল্পের কয়েকটি কাঁচামালের নাম হল ইস্পাত, কাচ, রং, প্লাস্টিক প্রভৃতি।

ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র কোনটি?

ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল জামনগর (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লি.)।

কয়েকটি বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখো।

কয়েকটি বৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম হল রেফ্রিজারেটর, বৈদ্যুতিক পাখা প্রভৃতি।

কয়েকটি কার্পাসবয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।

কয়েকটি কার্পাসবয়ন শিল্পকেন্দ্রের নাম হল গুজরাতের আমেদাবাদ, সুরাত এবং মহারাষ্ট্রের মুম্বাই, নাগপুর প্রভৃতি।

‘ভারতের ডেট্রয়েট’ বলা হয় কোন্ শহরকে?

‘ভারতের ডেট্রয়েট’ বলা হয় তামিলনাড়ুর চেন্নাই (ভিন্ন মতে মধ্যপ্রদেশের পিথমপুর) শহরকে।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের ষষ্ঠ অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের শিল্প” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Madhyamik History Suggestion 2026 Wbbse (Marks 4)

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)