মাধ্যমিক ভূগোল – ভারতের প্রাকৃতিক পরিবেশ – ভারতের জলসম্পদ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলসম্পদ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

মাধ্যমিক ভূগোল - ভারতের প্রাকৃতিক পরিবেশ - ভারতের জলসম্পদ - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হল –

  1. হিমালয় পর্বত
  2. বিন্ধ্য পর্বত
  3. পশ্চিমঘাট পর্বত
  4. পূর্বঘাট পর্বত

উত্তর – 2. বিন্ধ্য পর্বত

অলকনন্দা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে? –

  1. এলাহাবাদে
  2. দেবপ্রয়াগে
  3. পাটনায়
  4. কলকাতায়

উত্তর – 2. দেবপ্রয়াগে

গঙ্গার প্রধান উপনদী হল –

  1. অলকনন্দা
  2. ভাগীরথী
  3. যমুনা
  4. সবরমতী

উত্তর – 3. যমুনা

কোন্ হিমবাহ থেকে সিন্ধুর উৎপত্তি হয়? –

  1. সেঙ্গে খাবাব
  2. মানস সরোবর
  3. চেমায়ুং দুং
  4. সিন্ধুশ্রী

উত্তর – 1. সেঙ্গে খাবাব

ব্রহ্মপুত্র কোথায় সাংপো নামে পরিচিত? –

  1. তিব্বতে
  2. ভারতে
  3. নেপালে
  4. ভুটানে

উত্তর – 1. তিব্বতে

রাজস্থানের প্রধান নদী হল –

  1. লুনি
  2. সবরমতী
  3. মাহী
  4. সরস্বতী

উত্তর – 1. লুনি

লুনি নদী পড়েছে –

  1. কচ্ছ উপসাগরে
  2. খাম্বাত উপসাগরে
  3. কচ্ছের রণে
  4. বঙ্গোপসাগরে

উত্তর – 3. কচ্ছের রণে

যে নদীর গতিপথে হুড়ু জলপ্রপাত সৃষ্টি হয়েছে, তা হল –

  1. সুবর্ণরেখা
  2. দামোদর
  3. মহানদী
  4. তাপি

উত্তর – 1. সুবর্ণরেখা

শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন্ নদীর গতিপথে অবস্থিত? –

  1. সবরমতী নদীর
  2. কৃষ্ণা নদীর
  3. কাবেরী নদীর
  4. মহানদীর

উত্তর – 3. কাবেরী নদীর

নিম্নলিখিত কোনটি একটি মিষ্টি জলের হ্রদ? –

  1. পুষ্কর
  2. উলার 
  3. সম্বর
  4. চিলকা

উত্তর – 2. উলার 

নিম্নলিখিত কোনটি হিমালয়ের হ্রদ? –

  1. চিলকা
  2. রূপকুণ্ড
  3. লোকটাক
  4. কোলেরু

উত্তর – 2. রূপকুণ্ড

ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন্ নদী উৎপন্ন হয়েছে? –

  1. গোদাবরী
  2. কৃষ্ণা
  3. কাবেরী
  4. ভাইগাই

উত্তর – 1. গোদাবরী

কোন্ নদী আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়েছে? –

  1. মাহী নদী
  2. সবরমতী নদী
  3. লুনি নদী
  4. কৃষ্ণা নদী

উত্তর – 3. লুনি নদী

যমুনা নদী কোন্ শহরে গঙ্গানদীর সঙ্গে মিশেছে? –

  1. এলাহাবাদে
  2. পাটনায়
  3. হরিদ্বারে
  4. লখনউতে

উত্তর – 1. এলাহাবাদে

যে নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে, তা হল –

  1. শরাবতী
  2. সবরমতী
  3. নেত্রাবতী
  4. নর্মদা

উত্তর – 1. শরাবতী

ডিহং, ডিবং ও লোহিতের মিলিত প্রবাহের নাম হল –

  1. ব্রহ্মপুত্র
  2. যমুনা
  3. সাংপো
  4. ধানসিড়ি

উত্তর – 1. ব্রহ্মপুত্র

যে নদীর প্রবাহপথে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত, তা হল –

  1. কৃষ্ণা
  2. কাবেরী
  3. গোদাবরী
  4. সুবর্ণরেখা

উত্তর – 2. কাবেরী

সবচেয়ে বড়ো নদীর অববাহিকা হল –

  1. গঙ্গা
  2. ব্রহ্মপুত্র
  3. সিন্ধু
  4. গোদাবরী

উত্তর – 1. গঙ্গা

সিন্ধুর একটি উপনদী হল –

  1. চম্বল
  2. তিস্তা
  3. যমুনা
  4. চন্দ্রভাগা

উত্তর – 4. চন্দ্রভাগা

অলকনন্দা নদীর উৎস কোথায়? –

  1. গঙ্গোত্রী হিমবাহ
  2. যমুনোত্রী হিমবাহ
  3. শতপন্থ হিমবাহ
  4. মন্দাকিনী হিমবাহ

উত্তর – 3. শতপন্থ হিমবাহ

যমুনার একটি প্রধান উপনদী হল –

  1. চম্বল
  2. টোনস
  3. বিপাশা
  4. সোনা

উত্তর – 2. টোনস

গোয়ালপাড়া শহরটি যে নদীর ধারে অবস্থিত, তা হল –

  1. গঙ্গা
  2. ব্রহ্মপুত্র
  3. সিন্ধু
  4. মহানদী

উত্তর – 2. ব্রহ্মপুত্র

জলসেচের সর্বাধিক সুবিধা রয়েছে –

  1. পাঞ্জাবে
  2. পশ্চিমবঙ্গে
  3. উত্তরপ্রদেশে
  4. রাজস্থানে

উত্তর – 3. উত্তরপ্রদেশে

একটি নদী যেখানে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা রূপায়িত হয়েছে, তা হল –

  1. রূপনারায়ণ
  2. মহানন্দা
  3. দামোদর
  4. তিস্তা

উত্তর – 3. দামোদর

ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল –

  1. কূপ ও নলকূপ
  2. খাল
  3. জলাশয়
  4. ফোয়ারা

উত্তর – 1. কূপ ও নলকূপ

শুধুমাত্র সেচের উদ্দেশ্যে নদীতে বাঁধ দিলে, তাকে বলে –

  1. সেচবাঁধ
  2. স্বাভাবিক বাঁধ
  3. বহুমুখী বাঁধ
  4. সাধারণ বাঁধ

উত্তর – 1. সেচবাঁধ

পৃথিবীর সবচেয়ে বেশি সেচসেবিত জমি আছে –

  1. ভারতে
  2. চিনে
  3. রাশিয়ায়
  4. আমেরিকা যুক্তরাষ্ট্রে

উত্তর – 1. ভারতে

বেশি জলসেচ করলে মাটির –

  1. উর্বরতা বাড়ে
  2. উর্বরতা কমে
  3. মাটির লবণতা বাড়ে
  4. মাটি প্রশমিত হয়

উত্তর – 3. মাটির লবণতা বাড়ে

ময়ূরাক্ষী পরিকল্পনার একটি হল ম্যাসেঞ্জর সেচবাঁধ এবং অন্যটি হল –

  1. ভাকরা সেচবাঁধ
  2. নাঙ্গাল সেচবাঁধ
  3. কংসাবতী সেচবাঁধ
  4. তিলপাড়ার সেচবাঁধ

উত্তর – 4. তিলপাড়ার সেচবাঁধ

ভারতের প্রথম বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটি হল –

  1. ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
  2. দামোদর উপত্যকা পরিকল্পনা
  3. তিস্তা পরিকল্পনা
  4. নাগার্জুন পরিকল্পনা

উত্তর – 2. দামোদর উপত্যকা পরিকল্পনা

জলসংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল –

  1. জলবিভাজিকা উন্নয়ন
  2. জল ব্যবহার না করা
  3. জলের পুনর্ব্যবহার
  4. জলাভূমিতে চাষ করা

উত্তর – 1. জলবিভাজিকা উন্নয়ন

ভারতের কোন্ রাজ্যে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক? –

  1. পশ্চিমবঙ্গে
  2. তামিলনাড়ুতে
  3. কেরলে
  4. অন্ধ্রপ্রদেশে

উত্তর – 2. তামিলনাড়ুতে

ভারতের যেখানে ভাসমান বাজার রয়েছে, তা হল –

  1. কোলেরু হ্রদে
  2. ডাল হ্রদে
  3. লোকটাক হ্রদে
  4. সম্বর হ্রদে

উত্তর – 2. ডাল হ্রদে

ভারতের একটি জ্বালামুখ হ্রদ হল –

  1. মহারাষ্ট্রের লোনার
  2. রাজস্থানের সম্বর
  3. তামিলনাড়ুর পুলিকট
  4. কাশ্মীরের ডাল হ্রদ

উত্তর – 1. মহারাষ্ট্রের লোনার

উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হল –

  1. ডাল
  2. উলার
  3. প্যাংগং
  4. নৈনিতাল

উত্তর – 3. প্যাংগং

গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে কারণ এটি দক্ষিণ ভারতের –

  1. দীর্ঘতম নদী
  2. পবিত্র নদী
  3. গুরুত্বপূর্ণ নদী
  4. বৃহৎ অববাহিকার নদী

উত্তর – 1. দীর্ঘতম নদী

লখনউ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হল –

  1. সবরমতী
  2. গোমতী
  3. কোশী
  4. ঘর্ঘরা

উত্তর – 2. গোমতী

নর্মদা নদীর আর-একটি নাম হল –

  1. লোহিত
  2. সাংপো
  3. রেওয়া
  4. হিরণ

উত্তর – 3. রেওয়া

ব্রহ্মপুত্র নদী দিহং নামে ভারতের যেখানে প্রবেশ করেছে, তা হল –

  1. অসমে
  2. অরুণাচল প্রদেশে
  3. মেঘালয়ে
  4. নাগাল্যান্ডে

উত্তর – 2. অরুণাচল প্রদেশে

এশিয়ার বৃহত্তম লেগুন হল –

  1. ভেম্বনাদ
  2. পুলিকট
  3. চিলকা
  4. ডাল

উত্তর – 3. চিলকা

ভারতের দীর্ঘতম সেচখাল হল –

  1. পূর্ব যমুনা খাল
  2. পশ্চিম যমুনা খাল
  3. সারদা খাল
  4. ইন্দিরা গান্ধি খাল

উত্তর – 3. সারদা খাল

কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচের প্রধান উৎস হল –

  1. প্রবাহ জল
  2. ভৌমজল
  3. সঞ্চিত জল
  4. সমুদ্রের জল

উত্তর – 2. ভৌমজল

কোথায় প্লাবন খালের সর্বাধিক প্রচলন রয়েছে? –

  1. উত্তর ভারতে
  2. পূর্ব ভারতে
  3. দক্ষিণ ভারতে
  4. পশ্চিম ভারতে

উত্তর – 3. দক্ষিণ ভারতে

ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে? –

  1. শতদ্রু নদীর ওপর
  2. বিপাশা নদীর ওপর
  3. চন্দ্রভাগা নদীর ওপর
  4. সিন্ধু নদীর ওপর

উত্তর – 1. শতদ্রু নদীর ওপর

রাজস্থানের উল্লেখযোগ্য সেচখাল হল –

  1. ইন্দিরা খাল
  2. বেতোয়া খাল
  3. চৌসা খাল
  4. বর্ধমান খাল

উত্তর – 1. ইন্দিরা খাল

নলকূপের মাধ্যমে অতিরিক্ত ভৌমজল তুলে নিলে যা হতে পারে, তা হল –

  1. মাটিদূষণ
  2. আর্সেনিক দূষণ
  3. বায়ুদূষণ
  4. শব্দদূষণ

উত্তর – 2. আর্সেনিক দূষণ

ইরাবতী নদীর আর-একটি নাম হল –

  1. ঝিলাম
  2. রাভি
  3. শতদ্রু
  4. বিয়াস

উত্তর – 2. রাভি

ভারতের যে নদীর মোহানায় কোনো বদ্বীপ নেই, সেটি হল –

  1. গোদাবরী
  2. গঙ্গা
  3. নর্মদা
  4. কৃষ্ণা

উত্তর – 3. নর্মদা

ভারতের বৃহত্তম ‘কয়াল’ -এর উদাহরণ হল –

  1. অষ্টমুডি
  2. চিলকা
  3. কোলেরু
  4. ভেম্বানাদ

উত্তর – 4. ভেম্বানাদ

দামোদর উপত্যকা পরিকল্পনা গৃহীত হয় –

  1. 1948 খ্রিস্টাব্দে
  2. 1985 খ্রিস্টাব্দে
  3. 1943 খ্রিস্টাব্দে
  4. 1934 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1948 খ্রিস্টাব্দে

মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে –

  1. দামোদর নদীতে
  2. বরাকর নদীতে
  3. কোনার নদীতে
  4. কংসাবতী নদীতে

উত্তর – 2. বরাকর নদীতে

ধুঁয়াধর জলপ্রপাতটি যে নদীর ওপর গঠিত, তার নাম হল –

  1. তাপ্তী
  2. গোদাবরী
  3. নর্মদা
  4. কাবেরী

উত্তর – 3. নর্মদা

যে নদীর ওপর পাঞ্চেৎ বাঁধ অবস্থিত –

  1. গঙ্গা
  2. গোদাবরী
  3. সুবর্ণরেখা
  4. দামোদর

উত্তর – 4. দামোদর

গঙ্গার বামতীরের উপনদী হল –

  1. যমুনা
  2. চম্বল
  3. সোনা
  4. গোমতী

উত্তর – 4. গোমতী

দামোদর উপত্যকা অঞ্চলে মোট কয়টি বাঁধ আছে –

  1. 4টি
  2. 5টি
  3. 6টি
  4. 3টি

উত্তর – 3. 5টি

শূন্যস্থান পূরণ করো।

কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে ___ নদী প্রবাহিত হয়েছে।

উত্তর – কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।

উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী হল ___।

উত্তর – উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদী হল সিন্ধু

উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী হল ___।

উত্তর – উত্তর-পূর্ব ভারতের প্রধান নদী হল ব্রহ্মপুত্র

___ -এর তীরে হরপ্পা ও মহেন-জো-দারো সভ্যতা গড়ে উঠেছিল।

উত্তর – সিন্ধু -এর তীরে হরপ্পা ও মহেন-জো-দারো সভ্যতা গড়ে উঠেছিল।

সবরমতী নদী ___ পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর – সবরমতী নদী আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

নর্মদা হল সবচেয়ে বড়ো ___ নদী।

উত্তর – নর্মদা হল সবচেয়ে বড়ো পশ্চিমবাহিনী নদী।

কাবেরীর একটি উল্লেখযোগ্য উপনদীর নাম হল ___।

উত্তর – কাবেরীর একটি উল্লেখযোগ্য উপনদীর নাম হল ভবানী

পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী হল ___।

উত্তর – পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী হল শতদ্রু

অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের নাম ___।

উত্তর – অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের নাম ডিহং

তাপি বা তাপ্তীর একটি উপনদীর নাম হল ___।

উত্তর – তাপি বা তাপ্তীর একটি উপনদীর নাম হল পূর্ণা

সাতপুরা পর্বতের মুলতাই -এর কাছ থেকে ___ নদীর উৎপত্তি হয়েছে।

উত্তর – সাতপুরা পর্বতের মুলতাই -এর কাছ থেকে তাপি নদীর উৎপত্তি হয়েছে।

উত্তর ভারতের একটি নদী উপত্যকা পরিকল্পনার নাম হল ___।

উত্তর – উত্তর ভারতের একটি নদী উপত্যকা পরিকল্পনার নাম হল ভাকরা-নাঙ্গাল

জলাশয় পদ্ধতিতে জলসেচ ___ ভারতে বেশি প্রচলিত।

উত্তর – জলাশয় পদ্ধতিতে জলসেচ দক্ষিণ ভারতে বেশি প্রচলিত।

যে খালের মাধ্যমে কেবলমাত্র নদীর প্লাবনের জল সেচের কাজে ব্যবহৃত হয়, তাকে ___ খাল বলে।

উত্তর – যে খালের মাধ্যমে কেবলমাত্র নদীর প্লাবনের জল সেচের কাজে ব্যবহৃত হয়, তাকে প্লাবন খাল বলে।

নর্মদা নদীর উৎসস্থল হল ___।

উত্তর – নর্মদা নদীর উৎসস্থল হল অমরকণ্টক শৃঙ্গ

___ ভারতের উচ্চতম জলপ্রপাত।

উত্তর – যোগ ভারতের উচ্চতম জলপ্রপাত।

তুঙ্গভদ্রা হল ___ নদীর উপনদী।

উত্তর – তুঙ্গভদ্রা হল কৃষ্ণা নদীর উপনদী।

শ্রীরঙ্গপত্তম দ্বীপ ___ নদীর মোহানায় অবস্থিত।

উত্তর – শ্রীরঙ্গপত্তম দ্বীপ কাবেরী নদীর মোহানায় অবস্থিত।

আমেদাবাদ শহর ___ নদীর তীরে অবস্থিত।

উত্তর – আমেদাবাদ শহর সবরমতী নদীর তীরে অবস্থিত।

ব্রহ্মপুত্রের উপনদী হল ___।

উত্তর – ব্রহ্মপুত্রের উপনদী হল মানস

নর্মদা ___ উপসাগরে পড়েছে।

উত্তর – নর্মদা খাম্বে উপসাগরে পড়েছে।

মহানদীর উৎস ছত্তিশগড়ের ___ উচ্চভূমি।

উত্তর – মহানদীর উৎস ছত্তিশগড়ের সিহাওয়ার উচ্চভূমি।

___ নদীর জলপ্রবাহ বেশি।

উত্তর – ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহ বেশি।

উত্তরাখণ্ডে হ্রদগুলিকে ___ বলে।

উত্তর – উত্তরাখণ্ডে হ্রদগুলিকে তাল বলে।

কৃষ্ণা এবং গোদাবরী নদীর মোহানার মধ্যভাগে ___ হ্রদ রয়েছে।

উত্তর – কৃষ্ণা এবং গোদাবরী নদীর মোহানার মধ্যভাগে কোলেরু হ্রদ রয়েছে।

মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ___ বলে।

উত্তর – মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে।

দামোদর উপত্যকা পরিকল্পনা যে পরিকল্পনার অনুকরণে হয় সেটি হল ___।

উত্তর – দামোদর উপত্যকা পরিকল্পনা যে পরিকল্পনার অনুকরণে হয় সেটি হল টেনেসি ভ্যালি কর্পোরেশন

জলবিভাজিকা উন্নয়নে জলরাশি ___ থেকে সংগ্রহ করা হয়।

উত্তর – জলবিভাজিকা উন্নয়নে জলরাশি পাহাড়ের পাদদেশ থেকে সংগ্রহ করা হয়।

জলের অতিরিক্ত ব্যবহারকে সামলানোর জন্য অবশ্যই ___ সংরক্ষণ করা প্রয়োজন।

উত্তর – জলের অতিরিক্ত ব্যবহারকে সামলানোর জন্য অবশ্যই বৃষ্টির জল সংরক্ষণ করা প্রয়োজন।

শবরী নদী ___ -এর উপনদী।

উত্তর – শবরী নদী গোদাবরী -এর উপনদী।

লোকটাক হ্রদ ভারতের ___ রাজ্যে অবস্থিত।

উত্তর – লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত।

দেবপ্রয়াগে ভাগীরথী ও ___ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে।

উত্তর – দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকনন্দা নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে।

কাবেরী নদীর ওপর ___ জলপ্রপাতটি অবস্থিত।

উত্তর – কাবেরী নদীর ওপর শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত।

ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল ___।

উত্তর – ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হল নর্মদা

___ বালুচরটি ভারতের বৃহত্তম নদী-দ্বীপ।

উত্তর – মাজুলি বালুচরটি ভারতের বৃহত্তম নদী-দ্বীপ।

___ ভারতের বৃহত্তম উপহ্রদ।

উত্তর – চিলকা ভারতের বৃহত্তম উপহ্রদ।

নর্মদা নদী প্রায় সোজা পথে চলার কারণ হল নদীটি ___ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়।

উত্তর – নর্মদা নদী প্রায় সোজা পথে চলার কারণ হল নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়।

ভারতের একটি স্বাদু জলের হ্রাদের নাম ___।

উত্তর – ভারতের একটি স্বাদু জলের হ্রাদের নাম উলার

ভারতের দীর্ঘতম উপনদীর নাম ___।

উত্তর – ভারতের দীর্ঘতম উপনদীর নাম যমুনা

নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।

সুবনসিরি হল ব্রহ্মপুত্রের উপনদী।

উত্তর – শুদ্ধ

লুনি ভারতের একটি পূর্ববাহিনী নদী।

উত্তর – অশুদ্ধ

ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল লুনি।

উত্তর – শুদ্ধ

চিলকা ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদ।

উত্তর – শুদ্ধ

লুনি নদীর গতিপথে যোগ জলপ্রপাত আছে।

উত্তর – অশুদ্ধ

সিন্ধুনদের উৎপত্তি মানস সরোবর থেকে।

উত্তর – অশুদ্ধ

ব্রহ্মপুত্র নদ আরব সাগরে বিলীন হয়েছে।

উত্তর – অশুদ্ধ

গঙ্গার প্রধান শাখা ভাগীরথী-হুগলি নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

উত্তর – অশুদ্ধ

দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদী গোদাবরীর মোহানায় একটি জলপ্রপাত সৃষ্টি হয়েছে।

উত্তর – অশুদ্ধ

দক্ষিণ ভারতের নদীগুলির অধিকাংশই বৃষ্টির জলে পুষ্ট।

উত্তর – শুদ্ধ

পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খাল হল মেদিনীপুর খাল।

উত্তর – শুদ্ধ

সিন্ধুনদের ওপর বাঁধ দিয়ে ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা রূপায়িত হয়েছে।

উত্তর – অশুদ্ধ

দামোদর নদীর ওপর মাইথন বাঁধ ও জলাধার নির্মিত হয়েছে।

উত্তর – শুদ্ধ

সিন্ধুর উপনদী শতদ্রুর ওপর ভাকরা বাঁধ নির্মিত হয়েছে।

উত্তর – শুদ্ধ

ভারতের অন্যতম সেচখাল হল ইন্দিরা গান্ধি খাল।

উত্তর – শুদ্ধ

বিন্ধ্য পর্বত জলবিভাজিকারূপে উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলিকে পৃথক করেছে।

উত্তর – শুদ্ধ

সায়ক হল সিন্ধুর উপনদী।

উত্তর – শুদ্ধ

হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গার মধ্যগতি।

উত্তর – শুদ্ধ

ব্রহ্মপুত্র নদ তিব্বতের অংসি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়েছে।

উত্তর – অশুদ্ধ

গঙ্গানদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।

উত্তর – শুদ্ধ

ভেমবানাদ ভারতের দীর্ঘতম উপহ্রদ।

উত্তর – শুদ্ধ

মহানদী নামে নদীটি ওডিশা রাজ্যের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে।

উত্তর – অশুদ্ধ

চম্বল নদীটি হল যমুনার উপনদী।

উত্তর – শুদ্ধ

দক্ষিণ ভারতের নদীগুলি সারাবছর জলে ভরতি থাকে।

উত্তর – অশুদ্ধ

দক্ষিণ ভারতের নদীগুলি নৌপরিবহণের জন্য উপযুক্ত।

উত্তর – অশুদ্ধ

হায়দ্রাবাদ শহরটি কৃষ্ণা নদীর উপনদী মুসির তীরে অবস্থিত।

উত্তর – শুদ্ধ

ভারতের অন্তর্বাহিনী নদী কাবেরী।

উত্তর – অশুদ্ধ

কয়না ও ঘাটপ্রভা নদী দুটি কৃষ্ণার সঙ্গে মিশেছে।

উত্তর – শুদ্ধ

অসমের ব্রহ্মপুত্র নদে প্রায়ই বন্যা দেখা যায়।

উত্তর – শুদ্ধ

দক্ষিণ ভারতের নদীগুলি প্রায়ই নদীখাত পরিবর্তন করে।

উত্তর – অশুদ্ধ

তাল দেখা যায় গাড়োয়াল হিমালয়ে।

উত্তর – অশুদ্ধ

ভারতের সর্বোচ্চ জলপ্রপাত শিবসমুদ্রম।

উত্তর – অশুদ্ধ

তাল হল একপ্রকার হ্রদ।

উত্তর – শুদ্ধ

স্তম্ভ মেলাও।

1.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. গঙ্গাA. দক্ষিণ ভারত1. → D.
2. ব্রহ্মপুত্রB. অন্তর্বাহিনী নদী2. → E.
3. শরাবতীC. ভাগীরথী-হুগলি3. → A.
4. গোদাবরীD. চেমায়ুং দুং হিমবাহ4. → B.
5. লুনিE. গেরসোপ্পা জলপ্রপাত5. → C.

2.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. ভেমবানাদA. প্লায়া1. → B.
2. সম্বর হ্রদB. তামিলনাড়ু2. → E.
3. চিলকাC. কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে3. → D.
4. কোলেরুD. মালাবার উপকূল4. → A.
5. পুলিকটE. ওডিশা উপকূল5. → C.

3.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. যমুনাA. সিন্ধু1. → B.
2. বিতস্তাB. মহানদী2. → D.
3. মানসC. তাপি3. → E.
4. ব্রাহ্মণীD. গঙ্গা4. → A.
5. অমরাবতীE. ব্রহ্মপুত্র5. → C.

4.

বামস্তম্ভডানস্তম্ভউত্তর
1. কৃষ্ণাA. মুলতাই পাহাড়1. → C.
2. গোদাবরীB. ব্রহ্মগিরি পাহাড়2. → E.
3. তাপী বা তাপ্তীC. সিহাওয়ার উচ্চভূমি3. → D.
4. মহানদীD. মহাবালেশ্বর শৃঙ্গ4. → A.
5. কাবেরীE. ত্রম্বক উচ্চভূমি5. → B.

একটি বা দুটি শব্দে উত্তর দাও।

ভাগীরথী এবং অলকনন্দার মিলিত প্রবাহের নাম কী?

ভাগীরথী এবং অলকনন্দার মিলিত প্রবাহের নাম হল গঙ্গা।

দুটি পূর্ববাহিনী নদীর নাম লেখো।

দুটি পূর্ববাহিনী নদীর নাম হল গোদাবরী ও কৃষ্ণা।

দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?

দারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হল রূপনারায়ণ।

ভাকরা-নাঙ্গাল কোন্ নদীর ওপর দেওয়া বাঁধ?

ভাকরা-নাঙ্গাল শতদ্রু নদীর ওপর দেওয়া বাঁধ।

গঙ্গার বাম তীরের একটি নদীর নাম লেখো।

গঙ্গার বাম তীরের একটি নদীর নাম হল গোমতী।

দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম করো।

দক্ষিণ ভারতের একটি পবিত্র নদীর নাম হল কাবেরী।

তাপ্তী নদীর মোহানায় অবস্থিত শহরটির নাম কী?

তাপ্তী নদীর মোহানায় অবস্থিত শহরটির নাম হল সুরাত।

ব্রহ্মপুত্র বাংলাদেশে কী নামে প্রবাহিত হচ্ছে?

ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হচ্ছে।

গঙ্গা কোথায় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে?

গঙ্গা রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে।

যমুনার একটি উপনদীর নাম করো।

যমুনার একটি উপনদীর নাম হল চম্বল।

ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে কোথা থেকে?

ব্রহ্মপুত্র নদীর নাম যমুনা হয়েছে ধুবড়ি থেকে।

নর্মদা নদীটি কোন্ কোন্ পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে?

নর্মদা নদীটি সাতপুরা ও বিন্ধ্য পর্বতের গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে।

একটি স্বাদুজলের হ্রদের নাম করো।

একটি স্বাদুজলের হ্রদের নাম হল ডাল হ্রদ।

ভারতের কোন্ অঞ্চলে নিত্যবহ খালের সাহায্যে বেশি জলসেচ করা হয়?

ভারতের উত্তর ভারত অঞ্চলে নিত্যবহ খালের সাহায্যে বেশি জলসেচ করা হয়।

ভারতের প্রধান জলসেচ পদ্ধতিটির নাম কী?

ভারতের প্রধান জলসেচ পদ্ধতিটির নাম হল কূপ ও নলকূপ।

ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি?

ভারতের মিষ্টি জলের বৃহত্তম হল হ্রদ উলার।

ভারতের কোন্ নদীর ওপর ‘চিত্রকূট’ নামক জলপ্রপাত অবস্থিত?

ভারতের ইন্দ্রবতী নদীর ওপর ‘চিত্রকূট’ নামক জলপ্রপাত অবস্থিত।

ইডেন খাল কোন্ রাজ্যে অবস্থিত?

ইডেন খাল পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত।

পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম লেখো।

পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সেচবাঁধের নাম হল তিলপাড়া।

যেসব খাল থেকে সারাবছর জলসেচ করা যায় তাকে কী বলে?

যেসব খাল থেকে সারাবছর জলসেচ করা যায় তাকে নিত্যবহ খাল বলে।

সেচসেবিত কৃষিজমির পরিমাণ কোন্ রাজ্যে সর্বাধিক?

সেচসেবিত কৃষিজমির পরিমাণ পাঞ্জাব রাজ্যে সর্বাধিক।

কৃষ্ণা নদীর ওপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনার নাম কী?

কৃষ্ণা নদীর ওপর নির্মিত বহুমুখী নদী পরিকল্পনার নাম হল নার্গাজুন সাগর।

বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কী হবে?

বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা হল ভৌমজলের সঞ্চয় বাড়বে।

নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী?

নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম হল ধুঁয়াধার।

ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ দাও।

ভারতের একটি জলবিভাজিকার উদাহরণ হল পশ্চিমঘাট পর্বত।

কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহানার মধ্যবর্তী একটি হ্রদের নাম লেখো।

কৃষ্ণা ও গোদাবরী নদীর মোহানার মধ্যবর্তী একটি হ্রদের নাম হল কোলেরু।

উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে প্রধান জলবিভাজিকা কোনটি?

উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে প্রধান জলবিভাজিকা বিন্ধ্য হল পর্বত।


আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের জলসম্পদ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Categories -
Please Share This Article

Related Posts

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – মানচিত্র চিহ্নিতকরণ

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল - উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ভূগোল – উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026 – শূন্যস্থান পূরণ

Madhyamik Geography Suggestion 2026 Wbbse – শুদ্ধ ও অশুদ্ধ

Madhyamik Geography MCQ Suggestion 2026 Wbbse

Madhyamik History Suggestion 2026 Wbbse (Marks 4)

Madhyamik History Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)