আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো।
আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান –
- প্রথম
- পঞ্চম
- সপ্তম
- অষ্টম
উত্তর – 3. সপ্তম
ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্ত হল –
- কন্যাকুমারী
- কুমারিকা অন্তরীপ
- ইন্দিরা পয়েন্ট
- ইন্দিরা কল
উত্তর – 3. ইন্দিরা পয়েন্ট
ভারতের প্রামাণ্য দ্রাঘিমারেখা হল –
- 82°30′ পূর্ব
- 88°30′ পূর্ব
- 82°30′ পশ্চিম
- 88°30′ পশ্চিম
উত্তর – 1. 82°30′ পূর্ব
জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান –
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
উত্তর – 2. দ্বিতীয়
আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল –
- মধ্যপ্রদেশ
- রাজস্থান
- মহারাষ্ট্র
- জম্মু ও কাশ্মীর
উত্তর – 2. রাজস্থান
ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল –
- দিল্লি
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- দাদরা ও নগর হাভেলি
- লাক্ষা দ্বীপ
উত্তর – 2. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
ভারতের নবীনতম রাজ্যটি গঠিত হয় –
- 1999 সালে
- 2000 সালে
- 2001 সালে
- 2014 সালে
উত্তর – 4. 2014 সালে
1956 সালে ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল –
- জাতি
- ধর্ম
- ভাষা
- বর্ণ
উত্তর – 3. ভাষা
ভারতের নবীনতম রাজ্যটি হল –
- উত্তরাখণ্ড
- তেলেঙ্গানা
- ছত্তিশগড়
- গোয়া
উত্তর – 2. তেলেঙ্গানা
সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় –
- 1975 সালে
- 1971 সালে
- 1947 সালে
- 1991 সালে
উত্তর – 1. 1975 সালে
স্বাধীনতার সময় ভারত ছিল একটি –
- ব্রিটিশ ডোমিনিয়ন
- সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র
- ধর্মনিরপেক্ষ
- ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র
উত্তর – 1. ব্রিটিশ ডোমিনিয়ন
ভারত যে গোলার্ধের দেশ তা হল –
- উত্তর গোলার্ধ
- উত্তর ও পূর্ব গোলার্ধ
- দক্ষিণ ও পূর্ব গোলার্ধ
- দক্ষিণ ও পশ্চিম গোলার্ধ
উত্তর – 2. উত্তর ও পূর্ব গোলার্ধ
বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা –
- 27টি
- 28টি
- 29টি
- 30টি
উত্তর – 3. 29টি
ভারতের ক্ষেত্রফল প্রায় –
- 3287263 বর্গকিমি
- 3278263 বর্গকিমি
- 3287236 বর্গকিমি
- 3287226 বর্গকিমি
উত্তর – 1. 3287263 বর্গকিমি
ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার প্রায় –
- 2314 কিমি
- 3214 কিমি
- 3224 কিমি
- 2324 কিমি
উত্তর – 2. 3214 কিমি
1985 সালে সার্কের জন্ম হয় –
- কাঠমান্ডু শহরে
- ঢাকা শহরে
- দিল্লিতে
- পেশোয়ারে
উত্তর – 2. ঢাকা শহরে
নাগাল্যান্ডের রাজধানীর নাম –
- শিলং
- আইজল
- গ্যাংটক
- কোহিমা
উত্তর – 4. কোহিমা
ভারতের নবীনতম রাজ্যের রাজধানী হল –
- দেরাদুন
- হায়দ্রাবাদ
- জয়পুর
- চণ্ডীগড়
উত্তর – 2. হায়দ্রাবাদ
তিন বিঘা করিডোর রয়েছে –
- পশ্চিমবঙ্গে
- অসমে
- বিহারে
- ওডিশায়
উত্তর – 1. পশ্চিমবঙ্গে
ভারতের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ –
- 8°4′ উত্তর
- 37°6′ উত্তর
- 6°45′ উত্তর
- 20° উত্তর
উত্তর – 1. 8°4′ উত্তর
সার্কের সদর দফতর –
- ঢাকায়
- থিম্পু
- কাঠমান্ডুতে
- পেশোয়ারে
উত্তর – 3. কাঠমান্ডুতে
ত্রিপুরাকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয় –
- 1970 সালে
- 1971 সালে
- 1972 সালে
- 1973 সালে
উত্তর – 2. 1971 সালে
ভারতের পশ্চিমতম দ্রাঘিমা –
- 68°7′ পূর্ব
- 68°7′ পশ্চিম
- 97°25′ পূর্ব
- 97°25′ পশ্চিম
উত্তর – 1. 68°7′ পূর্ব
ভারতের উত্তরতম স্থানটি হল –
- ইন্দিরা পয়েন্ট
- পিগম্যালিয়ন পয়েন্ট
- ইন্দিরা কল
- নাঙ্গা পর্বত
উত্তর – 3. ইন্দিরা কল
1947 সালে 15 আগস্ট আমাদের দেশে দেশীয় রাজ্য ছিল –
- 9টি
- 5টি
- 550টি
- 600টি
উত্তর – 3. 550টি
চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয় –
- 1947 সালে
- 1948 সালে
- 1949 সালে
- 1954 সালে
উত্তর – 4. 1954 সালে
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাটি গঠিত হয় –
- 1956 সালে
- 1951 সালে
- 1954 সালে
- 1960 সালে
উত্তর – 1. 1956 সালে
ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হল-
- সিকিম
- ত্রিপুরা
- গোয়া
- মিজোরাম
উত্তর – 3. গোয়া
ঝাড়খণ্ডের রাজধানী হল –
- হায়দ্রাবাদ
- রাঁচি
- রায়পুর
- দেরাদুন
উত্তর – 2. রাঁচি
ভারতে রাজ্য পুনর্গঠন পরিষদের সুপারিশ প্রথম কার্যকরী হয় –
- 1947 সালে
- 1950 সালে
- 1953 সালে
- 1956 সালে
উত্তর – 4. 1956 সালে
শূন্যস্থান পূরণ করো।
রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ___ সালে।
উত্তর – রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে।
বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম ___।
উত্তর – বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম আন্দামান ও নিকোবর।
___প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন।
উত্তর – পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন।
___ স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
উত্তর – এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
রাজস্থানের পূর্ব নাম ছিল ___।
উত্তর – রাজস্থানের পূর্ব নাম ছিল রাজপুতানা।
চেন্নাই -এর পূর্ব নাম ছিল ___।
উত্তর – চেন্নাই -এর পূর্ব নাম ছিল মাদ্রাজ।
ভারতের ___ সমুদ্রবেষ্টিত।
উত্তর – ভারতের তিনদিক সমুদ্রবেষ্টিত।
দার্জিলিং গোরখা পার্বত্য পরিষদ একটি ___ অঞ্চল।
উত্তর – দার্জিলিং গোরখা পার্বত্য পরিষদ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
কর্ণাটকের প্রধান ভাষা ___।
উত্তর – কর্ণাটকের প্রধান ভাষা কন্নড়।
ইন্দিরা পয়েন্টের অন্য নাম ___।
উত্তর – ইন্দিরা পয়েন্টের অন্য নাম পিগম্যালিয়ন পয়েন্ট।
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ___।
উত্তর – অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ।
কেরল রাজ্যটি স্বীকৃতি পায় ___ সালে।
উত্তর – কেরল রাজ্যটি স্বীকৃতি পায় 1956 সালে।
দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে ___ সালে।
উত্তর – দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে 1956 সালে।
তেলেঙ্গানার প্রধান ভাষা ___ এবং ___।
উত্তর – তেলেঙ্গানার প্রধান ভাষা তেলুগু এবং উর্দু।
নীচের বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ লেখো।
ভারতের নবীনতম রাজ্য হল ঝাড়খণ্ড।
উত্তর – অশুদ্ধ।
মিনিকয় দ্বীপগুলি লাক্ষাদ্বীপের অন্তর্গত।
উত্তর – শুদ্ধ।
ভারতের পূর্ব-পশ্চিমে বিস্তার 2933 কিমি।
উত্তর – শুদ্ধ।
ভারতের পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার মধ্যে দ্রাঘিমার ব্যবধান 29°18′।
উত্তর – শুদ্ধ।
এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়।
উত্তর – শুদ্ধ।
ভারতের দক্ষিপতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট।
উত্তর – শুদ্ধ।
নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানীর নাম অমরাবতী।
উত্তর – অশুদ্ধ।
ভারতে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা।
উত্তর – শুদ্ধ।
ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলে।
উত্তর – শুদ্ধ।
কর্কটক্রান্তিরেখা বিহারের ওপর দিয়েও গেছে।
উত্তর – অশুদ্ধ।
নেফা (NEFA) -এর নাম পরিবর্তন করে মিজোরাম রাখা হয়েছে।
উত্তর – অশুদ্ধ।
আঞ্চলিক সংস্কৃতির পার্থক্যের ভিত্তিতে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে।
উত্তর – শুদ্ধ।
ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ।
উত্তর – শুদ্ধ।
গোয়া ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় 1989 সালে।
উত্তর – অশুদ্ধ।
মেঘালয় রাজ্যটির নামকরণ করেন ড. এস পি চ্যাটার্জি।
উত্তর – শুদ্ধ।
তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য।
উত্তর – অশুদ্ধ।
স্তম্ভ মেলাও।
1.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. মালায়ালাম | A. মালায়ালাম | 1. → E. |
2. তামিলনাড়ু | B. কন্নড় | 2. → D. |
3. গোয়া | C. তামিল | 3. → B. |
4. কর্ণাটক | D. তেলুগু | 4. → A. |
5. কেরল | E. কোঙ্কনি | 5. → C. |
2.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. তেলেঙ্গানা | A. কোহিমা | 1. → E. |
2. ঝাড়খণ্ড | B. রাঁচি | 2. → B. |
3. ত্রিপুরা | C. দেরাদুন | 3. → D. |
4. উত্তরাখণ্ড | D. হায়দরাবাদ | 4. → A. |
5. নাগাল্যান্ড | E. আগরতলা | 5. → C. |
3.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. অরুণাচল প্রদেশ | A. 2000 সাল | 1. → B. |
2. ছত্তিশগড় | B. 2014 সাল | 2. → D. |
3. গোয়া | C. 1970 সাল | 3. → A. |
4. তেলেঙ্গানা | D. 1963 সাল | 4. → E. |
5. নাগাল্যান্ড | E. 1987 সাল | 5. → C. |
4.
বামস্তম্ভ | ডানস্তম্ভ | উত্তর |
1. কন্যাকুমারিকা অন্তরীপ | A. 68°04′ পূর্ব দ্রাঘিমা | 1. → E. |
2. ইন্দিরা কল | B. 6°45′ উত্তর অক্ষাংশ | 2. → D. |
3. কিবিথু | C. 37°06′ উত্তর অক্ষাংশ | 3. → B. |
4. ইন্দিরা পয়েন্ট | D. 8°04′ উত্তর অক্ষাংশ | 4. → A. |
5. গুহার মতি | E. 97°25′ পূর্ব দ্রাঘিমা | 5. → C. |
একটি বা দুটি শব্দে উত্তর দাও।
কোন্ বছর ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়?
1950 সালের 26 জানুয়ারি।
বেঙ্গালুরু কোন্ রাজ্যের রাজধানী?
বেঙ্গালুরু কর্ণাটক রাজ্যের রাজধানী।
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড়ো কোনটি?
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বড়ো হল চিন।
দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কী?
দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম হল সিলভাসা।
ছত্তিশগড়ের রাজধানী কোনটি?
ছত্তিশগড়ের রাজধানী হল রায়পুর।
ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ।
তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়?
তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালের 2 জুন গঠিত হয়।
কোন্ রাজ্যের পরিবর্তিত নাম কর্ণাটক?
মহীশূর রাজ্যের পরিবর্তিত নাম কর্ণাটক।
গুজরাত ও মহারাষ্ট্র কোন্ রাজ্য ভেঙে তৈরি হয়?
গুজরাত ও মহারাষ্ট্র মুম্বাই রাজ্য ভেঙে তৈরি হয়।
ত্রিপুরায় বাংলা ছাড়া আর কোন্ কোন্ ভাষা প্রচলিত?
ত্রিপুরায় বাংলা ছাড়া আর ককবোরক এবং মণিপুরি ভাষা প্রচলিত।
ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে কী বলে?
ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে র্যাডক্লিফ লাইন বলে।
ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হল লাক্ষা দ্বীপ।
ভারত ও চিনের মধ্যে সীমারেখাকে কী বলে?
ভারত ও চিনের মধ্যে সীমারেখাকে ম্যাকমোহন লাইন বলে।
কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানার সৃষ্টি হয়?
1966 সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানার সৃষ্টি হয়।
কেরলের বর্তমান রাজধানীর নাম কী?
কেরলের বর্তমান রাজধানীর নাম হল তিরুবনন্তপুরম।
জলবায়ুগতভাবে ভারত কোন্ জলবায়ুর অন্তর্গত?
জলবায়ুগতভাবে ভারত ক্রান্তীয় উষ্ণমণ্ডল জলবায়ুর অন্তর্গত।
ইন্ডিয়া নামটি কাদের দেওয়া?
ইন্ডিয়া নামটি গ্রিকদের দেওয়া।
কার নাম অনুসারে এদেশের নাম ভারত হয়েছে?
সম্ভবত রাজা ভরতের নাম অনুসারে এদেশের নাম ভারত হয়েছে।
ভারতের পশ্চিমতম অংশে কোন্ রাজ্যটি রয়েছে?
ভারতের পশ্চিমতম অংশে গুজরাত রাজ্যটি রয়েছে।
সার্ক (SAARC) কথাটির পুরো নাম কী?
সার্ক (SAARC) কথাটির পুরো নাম হল South Asian Association Regional Cooperaton.
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী?
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া।
আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ” বিভাগের কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক (দশম শ্রেণী) ভূগোল পরীক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক (দশম শ্রেণী) পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
মন্তব্য করুন