Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (4 Marks)

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 4 Marks

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (4 Marks)

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1. অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। অথবা, ‘সিফ বালিয়াড়ি’ এবং ‘বার্খান’ এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।

2. উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। অথবা, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন?

3. উপনদী ও শাখানদীর মধ্যে পার্থক্য করো।

4. নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য উল্লেখ করো।

5. নদীর বহনকার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো।

6. নদীর মোহানায় কেন বদ্বীপ গড়ে ওঠে তা ব্যাখ্যা করো।

7. মহাদেশীয় হিমবাহের সাথে উপত্যকা হিমবাহের পার্থক্য লেখো।

8. গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।

9. নদীর উচ্চ প্রবাহে কেন নদী উপত্যকার আকৃতি ‘V’ -এর মতো হয়?

10. বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।

11. কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠিত হয়?

12. একটা নদীর পরিবহণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

13. অবরোহণ এবং আরোহণের মধ্যে তুলনা করো।

14. আবহবিকার এবং পর্যায়নের মধ্যে তুলনা করো।

15. পললশঙ্কু এবং পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো।

16. বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি লেখো।

17. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন?

18. হিমবাহের শ্রেণিবিভাগ করো।

19. বায়ুর অপসারণের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী?

20. আকৃতি এবং উদাহরণ দিয়ে বদ্বীপের শ্রেণিবিভাগ করো।

21. বহির্জাত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কী ধরনের ভূমিরূপ তৈরি হয়?

22. নদীর ক্ষয়কাজ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

23. নদীর ক্ষয়কাজ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

বায়ুমণ্ডল

1. মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কী?

2. উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো।

3. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন?

4. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।

5. ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

6. মেঘাচ্ছন্ন রাত মেঘমুক্ত রাতের তুলনায় উষ্ণ কেন?

7. কোথায় এবং কখন মেরুজ্যোতি দেখা যায়?

8. বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো।

9. এল-নিনো (EI-Nino) কী? এর উৎপত্তি কীভাবে হয়?

10. আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে প্রভেদ লেখো।

11. মরু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার খুব বেশি কেন?

12. বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের তিনটি কারণ লেখো।

13. ওজোনস্তর বিনাশের কারণ কী?

14. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো।

15. ওজোনস্তর ধ্বংস হলে কী হবে?

16. বায়ু প্রবাহিত হয় কেন?

17. সমচাপরেখার বৈশিষ্ট্যগুলি লেখো।

18. সমোষ্ণরেখার বৈশিষ্ট্য লেখো।

19. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।

20. নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ কী?

21. পৃথিবীর দুটি মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টির কারণ কী?

বারিমণ্ডল

1. ভরা কোটাল এবং মরা কোটালের মধ্যে তুলনা করো।

2. সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো।

3. মুখ্য এবং গৌণ জোয়ার কী?

4. উপসাগরীয় স্রোত কী?

5. নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রায়ই ঘনকুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন?

6. শৈবাল সাগর (Sargasso) সাগর কীভাবে সৃষ্টি হয়েছে?

7. জায়র বা গায়র কী?

বর্জ্য ব্যবস্থাপনা

1. বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো।

2. ভাগীরথি-হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে?

3. বর্জ্য ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো।

4. প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।

5. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে-কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।

6. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় বর্ণনা করো।

7. কীভাবে বর্জ্যের পরিমাণকে কমানো সম্ভব?

8. বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী?

9. মানব জীবনের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রধান সংক্ষেপে আলোচনা করো।

10. জৈব ভঙ্গুর বর্জ্য -এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

11. জৈব অভঙ্গুর বর্জ্য -এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

12. কীভাবে বর্জ্যকে সম্পদে পরিণত করা যায়?

13. ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো।

14. বিষাক্ত বর্জ্য এবং বিষহীন বর্জ্যের পার্থক্য লেখো।

ভারত: প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ

1. ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি উপায় আলোচনা করো।

2. ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধাগুলি আলোচনা করো।

3. পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা মধ্যে তিনটি পার্থক্য লেখো।

4. ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো।

5. ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ বিশ্লেষণ করো।

6. গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন?

7. ভারতীয় মৌসুমী বায়ু এবং জেটবায়ুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।

8. পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো।

9. ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো।

10. ভারতে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো।

11. ‘আধুনিক যোগাযোগ ব্যবস্থা’ বলতে কী বোঝ?

12. ভারতে নগরায়ণের তিনটি সমস্যা উল্লেখ করো।

13. ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে কেন?

14. ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি কী কী?

15. ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ কী?

16. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য কী?

17. ধাপচাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো।

18. পেট্রোরসায়ন শিল্পকে ‘সূর্যোদয়ের শিল্প’ বলে কেন?

19. পূর্ব হিমালয় সম্পর্কে আলোচনা করো।

20. রবিশস্য এবং খরিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো।

21. উত্তর ভারতের নদ-নদীর সাথে দক্ষিণ ভারতের নদ-নদীর তুলনা করো।

22. পূর্ব হিমালয়ের সাথে পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো।

23. বনায়নের পদ্ধতিগুলো কী কী?

24. নর্মদা এবং তাপ্তী নদী পশ্চিমবাহিনী কেন?

25. লালমাটি এবং ল্যাটেরাইট মাটির সঙ্গে তুলনা করো।

26. বৃষ্টির জল সংরক্ষণের সুবিধাগুলি কী কী?

27. কীভাবে কোনো স্থানের জনঘনত্ব নির্ধারণ করা হয়?

28. সিন্ধুনদের প্রবাহ পথের বিবরণ দাও।

29. উত্তর ভারতে নলকূপের সাহায্যে জলসেচ জনপ্রিয় কেন?

30. ভূমিক্ষয়ের কয়েকটি ফলাফল আলোচনা করো।

31. ইন্টারনেট (Internet) কী?

32. ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো।

33. ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো।

`34. ভাঙ্গর এবং খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো।`

35. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে পর্বতের প্রভাব কতখানি?

36. তামিলনাড়ুতে বছরে দুবার বর্ষাঋতু কেন?

37. বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনা কী? এর উদ্দেশ্য কী?

38. ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহানায় বেশি বদ্বীপ বড়ো উঠেছে কেন?

39. দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে অধিক সেচকার্য হয় কেন?

40. ভৌমজলের অধিক ব্যবহার পরিবেশের কীরূপ প্রভাব ফেলছে?

41. ভারতে কফি চাষের মূল সমস্যাগুলি কী কী?

42. ভারতে গমচাষের সমস্যাগুলি কী কী?

43. জীবিকাসত্তভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষির মধ্যে তুলনা করো।

44. সবুজ বিপ্লবের ফলাফল কী ঘটেছিল?

45. ভারতীয় কৃষির সমস্যা সমাধানের কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

46. হিমালয় পার্বত্য অঞ্চলে জনঘনত্ব কম কেন?

47. জলপথ পরিবহনের গুরুত্ব কী?

48. জনজীবনে উপকূল সমভূমির প্রভাব কতখানি?

49. গঙ্গা সমভূমিকে কী কী ভাগে ভাগ করা যায়?

50. ভারতীয় কৃষিতে জলসেচ প্রয়োজন কেন?

51. ভারতে সবুজ বিপ্লবের ফলাফল কী?

52. পশ্চিমঘাট পর্বত সম্পর্কে কী জানো?

53. অসম চা উৎপাদনে শ্রেষ্ঠ কেন?

উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

1. দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব বা সুবিধাগুলি আলোচনা করো।

2. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি ব্যবহার উল্লেখ করো।

3. জিও-স্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো।

4. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।

5. দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি উল্লেখ করো।

6. উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো।

7. উপগ্রহ চিত্রের তোলার বিভিন্ন পর্যায়গুলো কী কী?

8. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য কী?

9. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো।

10. FCC কাকে বলে? এটি ব্যবহারের কারণ উল্লেখ কর।

11. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রকে শিট বলা হয় কেন?


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

Madhyamik Geography Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন (5 Marks)

Madhyamik Geography Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন (5 Marks)

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Geography Suggestion 2026

Madhyamik Geography Suggestion 2026 – Map Pointing

Madhyamik Geography Suggestion 2026 – রচনাধর্মী প্রশ্ন (5 Marks)

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (4 Marks)

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)