এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Geography Suggestion 2026 – সংক্ষিপ্ত প্রশ্ন (2 Marks)
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
1. জলবিভাজিকার সংজ্ঞা দাও।
‘2. ইনসেলবার্জ’ বলতে কী বোঝ?
3. পর্যায়নের সংজ্ঞা দাও।
4. পলল শঙ্কু কী?
5. পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝ?
6. তীর্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও।
7. ক্যানিয়ন কাকে বলে?
8. প্লাজপুল কাকে বলে?
9. লোয়েস -এর সংজ্ঞা দাও।
10. ‘অপসারণ গর্ত’ কীভাবে গঠিত হয়?
11. হিমশৈল কী?
12. কীভাবে পাখির পায়ের মতো বদ্বীপ গঠিত হয়?
13. বার্গস্রুন্ড কাকে বলে?
14. নগ্নীভবন কিভাবে আবহবিকারের সঙ্গে সংযুক্ত?
15. এসকার কী?
16. এরিটি বলতে কী বোঝ?
17. বার্খান বলতে কী বোঝ?
18. হামাদা কী?
19. হিমরেখা কী?
20. দোয়াব কাকে বলে?
21. অধঃপতনের ফলে কয়েকটি ভূমিরূপের নাম করো।
22. কেম কাকে বলে?
23. ইয়ারদাং কী?
24. লবণ আবহবিকার কী?
25. প্লায়া কীভাবে তৈরি হয়?
26. পেডিমেন্ট কীভাবে গড়ে ওঠে?
27. ফিয়র্ড কী?
28. ঝুলন্ত উপত্যকা কীভাবে তৈরি হয়?
29. পিরামিড চূড়া কী?
30. এস্কার কী?
31. ড্রামলিন কাকে বলে?
32. রসে মতানে কী?
33. প্লাবনভূমি কাকে বলে?
35. হিমবাহ কী?
36. গ্রাবরেখা কী?
37. বাজাদা কী?
38. ‘মাশরুম রক’ কাকে বলে?
39. সিফ বালিয়াড়ি কী?
40. ক্র্যাগ ও টেল কী?
41. বদ্বীপ কী?
42. খাঁড়ি কী?
43. নদী অববাহিকা কাকে বলে?
44. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?
45. ধ্রিয়ান কাকে বলে?
46. বরফটুপি কী?
বায়ুমণ্ডল
1. নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝ?
2. ‘আপেক্ষিক আর্দ্রতা’ কী?
3. ডোলড্রাম কাকে বলে?
4. তাপমাত্রার বৈপরীত্য বলতে কী বোঝ?
5. চিনুক কী?
6. জেট স্ট্রিমের দুটি বৈশিষ্ট্য লেখো।
7. সমোষ্ণরেখা কী?
8. বায়ুচাপ কক্ষ কী?
9. সমবর্ষণরেখা কাকে বলে?
10. ফেরেলের সূত্রটি লেখো।
11. কীরকম পরিবেশে শিশির জমে?
12. তুষারপাত কীভাবে হয়?
13. বৃষ্টিচ্ছায় অঞ্চল কী?
14. শিশির কী?
15. উষ্ণসীমান্ত কী?
16. এল-নিনো কী?
17. বাণিজ্য বায়ু বৃষ্টিপাত ঘটাতে অসমর্থ কেন?
18. অশ্ব অক্ষাংশ কাকে বলে?
19. কার্যকরী সৌর বিকিরণ -এর ধারণাটি উল্লেখ করো।
20. বার্ষিক গড় উষ্ণতা কী?
21. উষ্ণতার প্রসার বলতে কী বোঝায়?
22. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের ভূমিকা লেখো।
23. আয়নোস্ফিয়ারের দুটি গুরুত্ব লেখো।
24. শীতল সীমান্ত কাকে বলে?
25. স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে কেন?
26. ট্রপোপজের বৈশিষ্ট্য লেখো।
27. অরোরা অস্ট্রালিস কী?
28. ইনসোলেশন কাকে বলে?
29. তাপবিষুব কী?
30. গর্জনশীল চল্লিশা কাকে বলে?
31. ITCZ কী?
32. জেটবায়ু কী?
33. প্রতীপ ঘূর্ণবাত কী?
34. ওজোন গর্ত কী?
35. চাপঢাল কী?
36. হারিকেন বলতে কী বোঝ?
37. গর্জনশীল চল্লিশা কী?
38. অ্যালবেডো কাকে বলে?
39. অ্যারোসল কী?
40. ঘূর্ণবাতের ‘চক্ষু’ কী?
41. ধোঁয়াশা কী?
42. শিশিরাঙ্ক বলতে কী বোঝ?
বারিমণ্ডল
1. শীতল দেওয়াল বা হিম প্রাচীর কী?
2. সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও।
3. পেরিজি জোয়ার কী?
4. বানডাকা কী?
5. ভরা কোটাল কাকে বলে?
6. পশ্চিমবঙ্গের দুটি নদীর নাম করো যেখানে বান ডাকে।
7. বারিমণ্ডল (Hydrosphere) কাকে বলে বা বারিমণ্ডল বলতে কী বোঝ?
8. সমুদ্রস্রোত (Ocean currents) কী?
9. ‘কোরিওলিস বল’ কী?
10. ফেরেল সূত্র কী?
11. মরা কোটাল কাকে বলে?
12. সমুদ্রতরঙ্গ কী?
13. উষ্ণস্রোত কী?
14. শীতলস্রোত কী?
15. গভীর সমুদ্রস্রোত কী?
16. জায়ার বা গায়র কী?
17. অ্যাপোজি এবং পেরিজি কি?
18. ভাটা কাকে বলে?
19. সৌর জোয়ার কী?
20. সিজিগি কী?
21. গ্র্যান্ড ব্যাঙ্ক কী?
22. গঙ্গা নদীতে বান ডাকে কেন?
23. শৈবাল সাগর কী?
বর্জ্য ব্যবস্থাপনা
1. ‘বর্জ্যের পুনর্ব্যবহার’ বলতে কী বোঝায়?
2. কম্পোস্টিং (Composting) কী?
3. বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ পদ্ধতি কী?
4. পৌর বর্জ্য কী?
5. বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
6. তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝ?
7. কীভাবে বর্জ্য পৃথকীকরণ করা হয়?
8. বর্জ্য কাকে বলে?
9. স্ক্রাবার কী?
10. বর্জ্যের পরিমাণগত হ্রাস বলতে কী বোঝ?
11. পরিবেশের উপর বর্জ্যের দুটি প্রভাব লেখো।
12. ‘ডাম্পিং’ (Dumping) কী?
13. গৃহস্থালীর বর্জ্য কাকে বলে?
14. গ্যাসীয় বর্জ্য (Gaseous Waste) কাকে বলে?
15. বিষাক্ত বর্জ্য (Toxic Waste) বলতে কী বোঝ?
16. বিষহীন বর্জ্য (Non-toxic Waste) বলতে কী বোঝ?
17. চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কী?
18. কৃষিবর্জ্য কী?
19. শিল্পবর্জ্যের ক্ষতিকর প্রভাব কতখানি?
20. ব্যাগাসে কী?
21. পরিবেশমিত্র বর্জ্য কী?
22. জৈবভঙ্গুর বর্জ্য কী?
23. গৃহস্থালীর কয়েকটি তরল বর্জ্যের নাম করো।
24. গ্যাসীয় বর্জ্যের উৎসগুলির নাম করো।
25. ভার্মি কম্পোস্টিং কাকে বলে?
26. নির্মাণ শিল্পের বর্জ্যগুলি কী কী?
27. তরল বর্জ্য কী?
28. বিষাক্ত এবং অবিষাক্ত বর্জ্য কী?
29. কয়েকটি ই-ওয়েস্ট এর নাম করো।
30. বর্জ্য ব্যবস্থাপনার দুটি প্রয়োজনীয়তা লেখো।
31. গঙ্গা অ্যাকশন প্ল্যান কী?
32. ইউট্রফিকেশন কী?
ভারত: প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ
1. ‘মরুস্থলী’ বলতে কি বোঝো?
2. সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। অথবা, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো।
3. পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো।
4. ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও।
5. ‘পশ্চিমী ঝঞ্ঝা’ বলতে কী বোঝ?
6. ‘কৃষি-বনায়ন’ বলতে বোঝ?
7. ‘ধাপচাষে’র সংজ্ঞা দাও।
8. বাণিজ্যিক ফসল কী?
9. ‘বিশুদ্ধ কাঁচামাল’ বলতে কী বোঝ?
10. ‘উত্তর-দক্ষিণ করিডোর’ কী?
11. ‘কালবৈশাখী’ কাকে বলে?
12. ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
13. ‘দুন’ বলতে কী বোঝ?
14. অনুসারী শিল্প কাকে বলে?
15. ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের দুটি প্রান্তিক স্থানের নাম করো।
16. মালনাদ অঞ্চলটি কোথায় অবস্থিত?
17. ভারতের দুটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো।
18. মিলেট বলতে কী বোঝ?
19. ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম করো।
20. কর্ণাটক মালভূমির ভূ-প্রকৃতির শ্রেণিবিভাগ করো।
21. বৃষ্টির জল সংরক্ষণে দুটি উদ্দেশ্য লেখো।
22. বহতা উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝ?
23. জীবিকাসত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝায়?
24. ‘তথ্যপ্রযুক্তি’ শিল্পের সংজ্ঞা দাও।
25. মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও।
26. হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী?
27. ভাবর কী?
28. ব্যাক ওয়াটার্স কী?
29. পূর্বাচল কী?
30. ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন?
31. ‘মৌসুমি’ কথার অর্থ কী?
32. করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল কেন হয়?
33. জনঘনত্ব (Over population) বলতে কী বোঝ?
34. জাহিদ শস্য কী?
35. রেগুর কী?
36. সূর্যোদয়ের শিল্প কোনটি?
37. বৃষ্টিচ্ছায় অঞ্চল কী?
38. আঁধি কী?
39. নালিক্ষয় কী?
40. মিলেটকে ‘শুষ্ক শস্য’ বলে কেন?
41. অক্ষাংশ এবং দ্রাঘিমা অনুযায়ী ভারতের অবস্থান লেখো।
42. দাক্ষিণাত্য মালভূমির তিনটি পর্বতশ্রেণির নাম লেখো।
43. নাঙ্গা পর্বতটি কোথায় অবস্থিত?
44. ভারতে জলের সঞ্চয় জরুরি কেন?
45. স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝ?
46. রোপণ কৃষি কী?
47. বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী?
48. সেনসাস শহর কাকে বলে?
49. মহানগর বা মেগাসিটি কী?
50. সহায়ক শিল্প বলতে কী বোঝ?
51. তথ্যপ্রযুক্তি শিল্প কাকে বলে?
52. জন্মহার কী?
53. নগরায়ন বলতে কী বোঝ?
54. জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি কী?
55. পেট্রোরসায়ন শিল্পের সংজ্ঞা দাও।
56. আদমসুমারি কাকে বলে?
57. আম্রবৃষ্টি ও কফিবৃষ্টি কী?
58. ভারতের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো।
59. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলতে কী বোঝ?
60. জনবিরলতা (Under population) কী?
61. জলপথকে ‘উন্নয়নের জীবনরেখা’ বলে কেন?
62. পবনহংস কী?
63. জাতীয় সড়ক কী?
64. কৃষি বনসৃজন কী?
65. যৌথ বন পরিচালনা কী?
66. ভারতের ‘সাভানা’ বলতে কী বোঝ?
67. মৃত্তিকার ধীর মৃত্যু বলতে কী বোঝ?
68. জনবিস্ফোরণ (Population Explotion) কাকে বলে?
69. শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা স্থির/সুস্থির জনসংখ্যা (Stable population) বলতে কী বোঝ?
70. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি (Negative Population Growth) বলতে কী বোঝ?
71. নির্ভরশীল জনসংখ্যা (Negative population Growth) বলতে কী বোঝ?
72. অগ্রাবয়বস্ক নির্ভরশীল জনসংখ্যার অনুপাত (Youth Dependency Ratio or YDR) বলতে কী বোঝানো হয়?
73. লাইনার কী?
74. শিপিং লাইন কী?
75. ভারতে নগরায়নের দুটি সমস্যা উল্লেখ করো।
76. শহর (Town) কাকে বলে?
77. নগর (City) কাকে বলে?
78. স্ট্যাটুটরি শহর (Census Town) কাকে বলে?
79. আধুনিক পরিবহন ব্যবস্থাকে প্রধানত ক-টি ভাগে ভাগ করা যায় ও কী কী?
80. স্থলপথ পরিবহন (Land transport) ব্যবস্থা কী কী?
81. ভারতের জলপথ পরিবহন (Waterways) কটি-ভাগে বিভক্ত?
82. জলপথকে ‘উন্নয়নের জীবনরেখা’—বলা হয় কেন?
83. পেট্রোরসায়ন শিল্পের প্রধান উপজাত দ্রব্যগুলি কী কী?
84. রবি শস্য কাকে বলে?
85. ধারণযোগ্য উন্নয়ন (Substainable Development) কাকে বলে?
উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র
1. উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও।
2. মিলিয়ন শিট মানচিত্র কী?
3. রিপ্রেজেনটেটিভ ফ্রাকশনের ব্যবহার লেখো।
4. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
5. দূরসংবেদন ব্যবস্থার উদ্দেশ্য কী?
6. ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলি কী কী?
7. ‘কালার ব্যান্ড’ কী?
8. FCC কী?
9. সক্রিয় সেন্সর কাকে বলে?
10. বিবৃতিমূলক স্কেল কাকে বলে?
11. সেন্সর ক-প্রকারের ও কী কী?
12. দূরসংবেদন প্ল্যাটফর্ম (Remote Sensing Platforms) কাকে বলে?
13. কৃত্রিম উপগ্রহ ক-প্রকার ও কী কী?
14. ভূ-সমলয় উপগ্রহ (Geo-Stationary Satellite) কাকে বলে?
15. নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে?
16. সান-সিনক্রোনাস উপগ্রহ কী?
17. সূর্য-সমলয় উপগ্রহ (Sun-Synchronous Satellite) কাকে বলে?
18. দৃশ্যমান বর্ণালি (Visible Spectrum) কাকে বলে?
19. গৌর বলতে কী বোঝ?
20. জ্যুগান বলতে কী বোঝ?
21. বিভেদন (Resolution) কাকে বলে?
22. কৃত্রিম উপগ্রহ (Artificial Satellite) কাকে বলে?
23. তড়িৎ চুম্বকীয় তরঙ্গ (Electro Magnetic Spectrum/ EMS) কাকে বলে?
24. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে?
26. মহাকাশে প্রেরিত ভারতের সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী ও এটি কত সালে মহাকাশে প্রেরিত হয়?
27. টোপোশিট থেকে কী কী পাঠ করা যায়?
28. তড়িৎ চুম্বকীয় বর্ণালি (Electro Magnetic Radiation) কাকে বলে?
29. EMR কী?
30. পিক্সেল (Pixel) কী?
31. উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখো।
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন