Madhyamik History MCQ Suggestion 2026 Wbbse

Rahul

এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া ‘সঠিক উত্তর নির্বাচন’ (MCQ) প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik History MCQ Suggestion 2026

Madhyamik History MCQ Suggestion 2026 Wbbse

ইতিহাসের ধারণা –

1. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন –

  1. শহরের ইতিহাসে
  2. স্থানীয় ইতিহাসে
  3. শিল্পচর্চার ইতিহাসে
  4. বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

উত্তর – 4. বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে

2. ‘নদীয়া কাহিনী’ – গ্রন্থটি রচনা করেন –

  1. নিখিলনাথ রায়
  2. কুমুদরঞ্জন মল্লিক
  3. সতীশ্চন্দ্র মিত্র
  4. কুমুদনাথ মল্লিক

উত্তর – 4. কুমুদনাথ মল্লিক

3. রাচেল কারসন যুক্ত ছিলেন –

  1. আঞ্চলিক ইতিহাসে
  2. নারীর ইতিহাসে
  3. পরিবেশের ইতিহাসে
  4. শহরের ইতিহাসে

উত্তর – 3. পরিবেশের ইতিহাসে

4. সত্যজিৎ রায় যুক্ত ছিলেন –

  1. খেলার ইতিহাসে
  2. শহরের ইতিহাসে
  3. নারীর ইতিহাসে
  4. শিল্পচর্চার ইতিহাসে

উত্তর – 4. শিল্পচর্চার ইতিহাসে

5. রেশম আবিষ্কৃত হয় প্রাচীন –

  1. ভারতে
  2. রোমে
  3. পারস্যে
  4. চীনদেশে

উত্তর – 4. চীনদেশে

6. ‘নিষিদ্ধ শহর’ বলা হয় –

  1. লাসাকে
  2. বেইজিংকে
  3. রোমকে
  4. কনস্ট্যান্টিনোপলকে

উত্তর – 2. বেইজিংকে

7. ‘বিশ্বপরিবেশ দিবস’ পালিত হয় –

  1. 8ই জানুয়ারী
  2. 24শে ফেব্রুয়ারী
  3. 8ই মার্চ
  4. 5ই জুন

উত্তর – 4. 5ই জুন

8. ভারতীয়রা ‘আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে –

  1. পর্তুগিজ
  2. ইংরেজ
  3. মুঘল
  4. ওলন্দাজ

উত্তর – 1. পর্তুগিজ

9. মোহনবাগান ক্লাব আই. এফ. এ. শিল্ড জয় করেছিল –

  1. 1910 খ্রিস্টাব্দে
  2. 1905 খ্রিস্টাব্দে
  3. 1911 খ্রিস্টাব্দে
  4. 1917 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1911 খ্রিস্টাব্দে

10. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –

  1. চলচ্চিত্রের সঙ্গে
  2. ক্রীড়াজগতের সঙ্গে
  3. স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
  4. পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে

উত্তর – 1. চলচ্চিত্রের সঙ্গে

11. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –

  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. জীবনীগ্রন্থ
  4. আত্মজীবনী

উত্তর – 4. আত্মজীবনী

12. ‘সোমপ্রকাশ’ ছিল একটি –

  1. দৈনিক পত্রিকা
  2. সাপ্তাহিক পত্রিকা
  3. পাক্ষিক পত্রিকা
  4. মাসিক পত্রিকা

উত্তর – 2. সাপ্তাহিক পত্রিকা

13. ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন –

  1. ইংরেজরা
  2. ওলন্দাজরা
  3. ফরাসীরা
  4. পোর্তুগীজরা

উত্তর – 1. ইংরেজরা

14. বিপিনচন্দ্র পাল লিখেছেন –

  1. সত্তর বৎসর
  2. জীবন স্মৃতি
  3. এ নেশন ইন মেকিং
  4. আনন্দমঠ

উত্তর – 1. সত্তর বৎসর

15. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয় –

  1. 1872 খ্রিস্টাব্দে
  2. 1878 খ্রিস্টাব্দে
  3. 1880 খ্রিস্টাব্দে
  4. 1902 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1902 খ্রিস্টাব্দে

16. ভারতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করেন –

  1. লর্ড আমহার্স্ট
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড ডালহৌসি
  4. লর্ড ডাফরিন

উত্তর – 3. লর্ড ডালহৌসি

17. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয় –

  1. 1698 খ্রিস্টাব্দে
  2. 1690 খ্রিস্টাব্দে
  3. 1703 খ্রিস্টাব্দে
  4. 1750 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1698 খ্রিস্টাব্দে

18. বাষ্পচালিত রেল ইঞ্জিন (1769 খ্রিস্টাব্দে) আবিষ্কার করেন –

  1. জেনিস পোপিন
  2. হামফ্রে ডেভি
  3. জর্জ স্টিফেনসন
  4. জেমস হারগ্রিভস

উত্তর – 3. জর্জ স্টিফেনসন

19. হাওড়া থেকে হুগলি রেল চালু হয় –

  1. 1850 খ্রিস্টাব্দে
  2. 1854 খ্রিস্টাব্দে
  3. 1855 খ্রিস্টাব্দে
  4. 1858 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1854 খ্রিস্টাব্দে

20. ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী? –

  1. রাজতরঙ্গিনী
  2. মহাভারত
  3. বেদ
  4. রামায়ণ

উত্তর – 1. রাজতরঙ্গিনী

21. রবীন্দ্রনাথের পর ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেন –

  1. রবিশঙ্কর
  2. অমলাশঙ্কর
  3. মমতাজশঙ্কর
  4. উদয়শঙ্কর

উত্তর – 4. উদয়শঙ্কর

22. উনিশ শতকে বাংলা সংগীতধারাকে প্রভাবিত হয় –

  1. আখড়াই
  2. হাফ-আখড়াই
  3. টপ্পা
  4. কোনোটিই নয়

উত্তর – 3. টপ্পা

23. কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় –

  1. 1930 খ্রিস্টাব্দে
  2. 1831 খ্রিস্টাব্দে
  3. 1832 খ্রিস্টাব্দে
  4. 1833 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1831 খ্রিস্টাব্দে

24. নটী বিনোদিনী ছিলেন উনিশ শতকের শেষ ভাগের একজন বিখ্যাত –

  1. গায়িকা
  2. গায়িকা
  3. স্থপতি
  4. রঙ্গমঞ্চ অভিনেত্রী

উত্তর – 4. রঙ্গমঞ্চ অভিনেত্রী

25. সাধারণত যাঁকে ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’ বলা হয় –

  1. দাদাসাহেব ফালকে-কে
  2. ভি. শান্ডারামকে
  3. বিমল রায়কে
  4. রাজ কাপুরকে

উত্তর – 1. দাদাসাহেব ফালকে-কে

26. ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক –

  1. সত্যজিৎ রায়
  2. মৃণাল সেন
  3. ঋত্বিক ঘটক
  4. বিজন ভট্টাচার্য

উত্তর – 1. সত্যজিৎ রায়

27. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় –

  1. সপ্তদশ শতকে
  2. অষ্টাদশ শতকে
  3. ঊনিশ শতকে
  4. বিশ শতকে

উত্তর – 3. ঊনিশ শতকে

28. কলহনের ‘রাজতরঙ্গিনী’ -র ইতিহাস অন্তর্গত হবে –

  1. সামরিক ইতিহাসে
  2. খেলাধুলার ইতিহাসে
  3. স্থানীয় ইতিহাসে
  4. পরিবেশের ইতিহাসে

উত্তর – 3. স্থানীয় ইতিহাসে

29. কমনওয়েলথ্ গেমস কোন্ দেশে প্রথম সূচনা হয়েছিল –

  1. রোম
  2. ব্রিটেন
  3. জার্মানি
  4. ভারত

উত্তর – 2. ব্রিটেন

30. ভারতের কোন্ শহর সাংস্কৃতিক শহর নামে পরিচিত –

  1. কলকাতা
  2. মুম্বাই
  3. দিল্লী
  4. চেন্নাই

উত্তর – 1. কলকাতা

31. নিম্নলিখিতের মধ্যে পরিবেশ আন্দোলন কোনটি –

  1. চিপকো আন্দোলন
  2. অরণ্য আন্দোলন
  3. ভারতছাড়ো আন্দোলন
  4. রাখী বন্ধন

উত্তর – 1. চিপকো আন্দোলন

32. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রবর্তক ছিলেন –

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. স্বামী বিবেকানন্দ
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. দয়ানন্দ সরস্বতী

উত্তর – 3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

33. প্রথম ক্রিকেট খেলিছে দেশ কোনটি –

  1. জার্মানি
  2. ইটালি
  3. ইংল্যান্ড
  4. আমেরিকা

উত্তর – 3. ইংল্যান্ড

34. অ্যানালস্ স্কুল যে বিষয় নিয়ে চর্চা করে –

  1. স্থানীয় ইতিহাস
  2. সামাজিক ইতিহাস
  3. সামরিক ইতিহাস
  4. চিকিৎসাবিদ্যা বিষয়ক ইতিহাস

উত্তর – 2. সামাজিক ইতিহাস

35. ভারতের প্রথম ফোটোগ্রাফার ছিলেন –

  1. মিচেলসন
  2. লীনা দিনদয়াল
  3. শোভান
  4. ক্রুসবি

উত্তর – 2. লীনা দিনদয়াল

36. কলহনের রচিত গ্রন্থটি হল –

  1. রাজতরঙ্গিনী
  2. এলাহাবাদ প্রশস্তি
  3. গীত গোবিন্দ
  4. রাজস্থানের ইতিহাস

উত্তর – 1. রাজতরঙ্গিনী

37. ‘A History of Hindu Chemistry’ গ্রন্থটির রচয়িতা ছিলেন –

  1. জগদীশচন্দ্র বসু
  2. প্রফুল্লচন্দ্র রায়
  3. স্বামী বিবেকানন্দ
  4. রামমোহন রায়

উত্তর – 2. প্রফুল্লচন্দ্র রায়

38. ‘জীবনস্মৃতি’ গ্রন্থের রচয়িতা হলেন –

  1. বিপিনচন্দ্র পাল
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সরলাদেবী চৌধুরানী
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর – 2. রবীন্দ্রনাথ ঠাকুর

39. সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় –

  1. জাদুঘরে
  2. সরকারি সেরেস্তায়
  3. মহাফেজখানায়
  4. দপ্তরখানায়

উত্তর – 3. মহাফেজখানায়

40. ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ -এর লেখক হলেন –

  1. মতিলাল নেহরু
  2. মহাত্মা গান্ধি
  3. বিপিনচন্দ্র পাল
  4. জওহরলাল নেহরু

উত্তর – 4. জওহরলাল নেহরু

41. ‘বঙ্গদর্শন’ সাময়িক পত্রটি ছিল একটি –

  1. সাপ্তাহিক পত্রিকা
  2. পাক্ষিক পত্রিকা
  3. মাসিক পত্রিকা
  4. বাৎসরিক পত্রিকা

উত্তর – 3. মাসিক পত্রিকা

42. পৃথিবীর প্রাচীন খেলা হল –

  1. মানাকালা
  2. কবাডি
  3. হকি
  4. জুডো

উত্তর – 1. মানাকালা

43. উনিশ শতকে সামাজিক বিধি ভেঙে নিষিদ্ধ খাবার গ্রহণ করেছিলেন –

  1. ব্রাহ্মণগণ
  2. কায়স্থগণ
  3. নব্যবঙ্গ সম্প্রদায়
  4. নমঃশূদ্রগণ

উত্তর – 3. নব্যবঙ্গ সম্প্রদায়

44. শিল্পচর্চা-ইতিহাসের মূল বৈশিষ্ট্য হল –

  1. শিল্পকলা বিশ্লেষণ
  2. শিল্পকলার রাজনীতিকরণ
  3. কোনোটিই নয়
  4. শিল্পকলার সামাজনীতিকরণ

উত্তর – 1. শিল্পকলা বিশ্লেষণ

45. রবীন্দ্রনাথ ঠাকুর মণিরত্ন নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন –

  1. জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে
  2. রবীন্দ্রভারতীতে
  3. শান্তিনিকেতনে
  4. শিলাদহে

উত্তর – 3. শান্তিনিকেতনে

46. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –

  1. ফোটোগ্রাফির ইতিহাস
  2. খেলাধুলার ইতিহাস
  3. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাস
  4. পরিবেশের ইতিহাস

উত্তর – 3. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাস

47. ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ প্রথম পালিত হয় –

  1. 1970 খ্রিস্টাব্দে
  2. 1975 খ্রিস্টাব্দে
  3. 1980 খ্রিস্টাব্দে
  4. 1985 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1975 খ্রিস্টাব্দে

48. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত –

  1. কলকাতাতে
  2. দিল্লিতে
  3. পুনাতে
  4. নাগপুরে

উত্তর – 2. দিল্লিতে

49. ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. বঙ্কিমচন্দ্র
  2. সরলাদেবী চৌধুরানী
  3. দ্বারকানাথ বিদ্যাভূষণ
  4. বিদ্যাসাগর

উত্তর – 1. বঙ্কিমচন্দ্র

50. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয় –

  1. 1818 খ্রিস্টাব্দে
  2. 1858 খ্রিস্টাব্দে
  3. 1872 খ্রিস্টাব্দে
  4. 1875 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1872 খ্রিস্টাব্দে

51. ভারতে রেলপথ চালু হয় –

  1. 1850 খ্রিস্টাব্দে
  2. 1851 খ্রিস্টাব্দে
  3. 1852 খ্রিস্টাব্দে
  4. 1853 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1853 খ্রিস্টাব্দে

52. বিশ শতকের নয়া সামাজিক ইতিহাসচর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে –

  1. 40 -এর দশকে
  2. 50 -এর দশকে
  3. 60 -এর দশকে
  4. 70 -এর দশকে

উত্তর – 3. 60 -এর দশকে

53. The Annales পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন –

  1. জি. এস. সরদেশাই
  2. জুরগেন কোকা
  3. লুসিয়েন ফেবর
  4. কিথ টমাস

উত্তর – 3. লুসিয়েন ফেবর

54. ভারতের ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলেন –

  1. রণজিৎ গুহ
  2. অলোকেশ ত্রিপাঠী
  3. রামচন্দ্র গুহ
  4. সুমিত সরকার

উত্তর – 1. রণজিৎ গুহ

55. ভারতে ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল –

  1. ভরতনাট্যম্
  2. কথাকলি
  3. মণিপুরি
  4. কথক

উত্তর – 1. ভরতনাট্যম্

56. সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক –

  1. ঋত্বিক ঘটক
  2. মৃণাল সেন
  3. সত্যজিৎ রায়
  4. তপন সিংহ

উত্তর – 1. ঋত্বিক ঘটক

সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. ‘কাউন্সিল অফ এডুকেশন’ গঠিত হয় –

  1. 1813 খ্রিস্টাব্দে
  2. 1823 খ্রিস্টাব্দে
  3. 1835 খ্রিস্টাব্দে
  4. 1842 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1842 খ্রিস্টাব্দে

2. গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ পুস্তিকাটি প্রকাশিত হয় –

  1. 1817 খ্রিস্টাব্দে
  2. 1822 খ্রিস্টাব্দে
  3. 1825 খ্রিস্টাব্দে
  4. 1835 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1822 খ্রিস্টাব্দে

3. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন –

  1. স্যার রমেশচন্দ্র মিত্র
  2. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
  3. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  4. স্যার জেমস উইলিয়াম কোলভিল

উত্তর – 2. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

4. বঙ্কিমচন্দ্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন –

  1. তিন বছর
  2. চার বছর
  3. দশ বছর
  4. বারো বছর

উত্তর – 2. চার বছর

5. রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন –

  1. 1822 খ্রিস্টাব্দে
  2. 1823 খ্রিস্টাব্দে
  3. 1815 খ্রিস্টাব্দে
  4. 1826 খ্রিস্টাব্দে

উত্তর – (1822 খ্রিঃ রামমোহন রায় 1816 খ্রিঃ একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করেন যা 1822 খ্রিঃ থেকে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়)

6. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন –

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. বিদ্যাসাগর
  3. আনন্দমোহন বসু
  4. আশুতোষ মুখোপাধ্যায়

উত্তর – 4. আশুতোষ মুখোপাধ্যায়

7. ‘রেনেসাঁস’ শব্দটি হল, একটি –

  1. ইংরেজি শব্দ
  2. ফরাসি শব্দ
  3. ইতালিয় শব্দ
  4. ল্যাটিন শব্দ

উত্তর – 2. ফরাসি শব্দ

8. রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন –

  1. অক্ষয়কুমার দত্ত
  2. দেবেন্দ্রনাথ ঠাকুর
  3. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  4. তারচাঁদ চক্রবর্তী

উত্তর – 2. দেবেন্দ্রনাথ ঠাকুর

9. বাঙালী পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল –

  1. সমাচার দর্পণ
  2. সংবাদ প্রভাকর
  3. ব্রাহ্ম সেবধি
  4. বেঙ্গল গেজেট

উত্তর – 4. বেঙ্গল গেজেট

10. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন –

  1. সৈয়দ আমীর আলি
  2. আব্দুল লতিফ
  3. দেলওয়ার হোসেন আহমদ
  4. সৈয়দ আহমদ

উত্তর – 3. দেলওয়ার হোসেন আহমদ

11. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় –

  1. 1872 খ্রিস্টাব্দে
  2. 1878 খ্রিস্টাব্দে
  3. 1882 খ্রিস্টাব্দে
  4. 1853 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1882 খ্রিস্টাব্দে

12. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন –

  1. 1833 খ্রিস্টাব্দে
  2. 1843 খ্রিস্টাব্দে
  3. 1850 খ্রিস্টাব্দে
  4. 1860 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1843 খ্রিস্টাব্দে

13. বাংলার নবজাগরণ ছিল –

  1. ব্যক্তিকেন্দ্রিক
  2. প্রতিষ্ঠান কেন্দ্রিক
  3. কলকাতাকেন্দ্রিক
  4. গ্রামকেন্দ্রিক

উত্তর – 3. কলকাতাকেন্দ্রিক

14. ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল –

  1. নদীয়াতে
  2. ঢাকায়
  3. শ্রীরামপুরে
  4. কলকাতায়

উত্তর – 2. ঢাকায়

15. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয় –

  1. 1857 খ্রিস্টাব্দে
  2. 1858 খ্রিস্টাব্দে
  3. 1859 খ্রিস্টাব্দে
  4. 1860 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1858 খ্রিস্টাব্দে

16. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –

  1. ডা. এম. জে. ব্রামলি
  2. ডা. এন. ওয়ান্সি
  3. ডা. এইচ. এইচ. গুডিভ
  4. ডা. জে গ্রান্ট

উত্তর – 1. ডা. এম. জে. ব্রামলি

17. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক ছিলেন –

  1. কালীপ্রসন্ন সিংহ
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  4. রেভাঃ জেমস লঙ্

উত্তর – 2. মাইকেল মধুসূদন দত্ত

18. সতীদাহ প্রথা রদ হয় –

  1. 1828 খ্রিস্টাব্দে
  2. 1829 খ্রিস্টাব্দে
  3. 1830 খ্রিস্টাব্দে
  4. 1831 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1829 খ্রিস্টাব্দে

19. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন –

  1. বিজয়কৃষ্ণ গোস্বামী
  2. স্বামী বিবেকানন্দ
  3. শ্রীরামকৃষ্ণ
  4. কেশবচন্দ্র সেন

উত্তর – 3. শ্রীরামকৃষ্ণ

20. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. উমেশচন্দ্র দত্ত
  2. শিশির কুমার ঘোষ
  3. কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তর – 1. উমেশচন্দ্র দত্ত

21. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় –

  1. 1753 খ্রিস্টাব্দে
  2. 1813 খ্রিস্টাব্দে
  3. 1823 খ্রিস্টাব্দে
  4. 1833 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1823 খ্রিস্টাব্দে

22. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন –

  1. দয়ানন্দ সরস্বতী
  2. কেশবচন্দ্র সেন
  3. স্বামী বিবেকানন্দ
  4. মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 2. কেশবচন্দ্র সেন

23. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত –

  1. যশোহর থেকে
  2. রানাঘাট থেকে
  3. কুষ্টিয়া থেকে
  4. বারাসাত থেকে

উত্তর – 3. কুষ্টিয়া থেকে

24. ‘হুতোম প্যাঁচার নকশা’-য় প্রথম প্রকাশিত নকশা হল –

  1. চড়ক
  2. রথ
  3. রামলীলা
  4. দুর্গোৎসব

উত্তর – 1. চড়ক

25. ‘হুতোম প্যাঁচার নকশা’-র লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল –

  1. হুতোম প্যাঁচা
  2. পাঁঠা
  3. নকশা
  4. কালী

উত্তর – 1. হুতোম প্যাঁচা

26. ‘বাউল সম্রাট’ নামে পরিচিত ছিলেন –

  1. কাঙাল হরিনাথ
  2. লালন ফকির
  3. দীনলাল
  4. জয়দেব

উত্তর – 2. লালন ফকির

27. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1817 খ্রিস্টাব্দে
  2. 1814 খ্রিস্টাব্দে
  3. 1820 খ্রিস্টাব্দে
  4. 1824 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1817 খ্রিস্টাব্দে

28. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা –

  1. হিকির গেজেট
  2. বামাবোধিনী
  3. হিন্দু প্যাট্রিয়ট
  4. বঙ্গ দর্শন

উত্তর – 1. হিকির গেজেট

29. বেথুন স্কুল প্রতিষ্ঠিত করেন –

  1. রামমোহন রায়
  2. বেথুন
  3. রাধাকান্ত দেব
  4. ডেভিড হেয়ার

উত্তর – 2. বেথুন

30. কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন –

  1. তারকানাথ পালিত
  2. মধুসূদন দত্ত
  3. মধুসূদন গুপ্ত
  4. দীনবন্ধু মিত্র

উত্তর – 3. মধুসূদন গুপ্ত

31. ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন –

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. ডিরোজিও
  3. ডেভিড হেয়ার
  4. রামমোহন রায়

উত্তর – 4. রামমোহন রায়

32. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় –

  1. 1895 খ্রিস্টাব্দে
  2. 1897 খ্রিস্টাব্দে
  3. 1898 খ্রিস্টাব্দে
  4. 1899 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1897 খ্রিস্টাব্দে

33. কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1816 খ্রিস্টাব্দে
  2. 1817 খ্রিস্টাব্দে
  3. 1818 খ্রিস্টাব্দে
  4. 1819 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1817 খ্রিস্টাব্দে

34. ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র প্রথম সম্পাদক ছিলেন –

  1. কাঙাল হরিনাথ
  2. তারকানাথ পালিত
  3. অমৃতলাল বসু
  4. মধুসূদন দত্ত

উত্তর – 1. কাঙাল হরিনাথ

35. ‘নীলদর্পণ’ নাটিকার লেখক ছিলেন –

  1. দীনবন্ধু মিত্র
  2. কালীপ্রসন্ন সিংহ
  3. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
  4. সুবোধ ঘোষ

উত্তর – 1. দীনবন্ধু মিত্র

36. কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন –

  1. রাধাকান্ত দেব
  2. রামমোহন রায়
  3. ডেভিড হেয়ার
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর – 3. ডেভিড হেয়ার

37. ‘যিনি সতীদাহপ্রথা নিবারণ আইন’ পাস করেন –

  1. লর্ড কর্নওয়ালিস
  2. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  3. লর্ড রিপন
  4. লর্ড কার্জন

উত্তর – 2. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

38. কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন –

  1. রামমোহন রায়
  2. রামতন্ত্র বিদ্যাবাগীশ
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. শিবনাথ শাস্ত্রী

উত্তর – 3. দেবেন্দ্রনাথ ঠাকুর

39. ‘নব্যবঙ্গ’ কথাটি প্রথম ব্যবহার করেন –

  1. ডিরোজিও
  2. ডেভিড হেয়ার
  3. রামমোহন রায়
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর – 4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

40. ‘নব্যবঙ্গ’ বলা হয় –

  1. ডিরোজিওর শিষ্যদের
  2. বিদ্যাসাগরের শিষ্যদের
  3. রাজা রামমোহন রায়ের শিষ্যদের
  4. বিবেকানন্দের শিষ্যদের

উত্তর – 1. ডিরোজিওর শিষ্যদের

41. বিধবাবিবাহ আইন পাস হয় –

  1. 1817 খ্রিস্টাব্দে
  2. 1855 খ্রিস্টাব্দে
  3. 1856 খ্রিস্টাব্দে
  4. 1857 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1856 খ্রিস্টাব্দে

42. বিধবাবিবাহ আইন পাস করেন –

  1. লর্ড এলেনবরা
  2. লর্ড ময়রা
  3. লর্ড ডালহৌসি
  4. লর্ড ক্যানিং

উত্তর – 4. লর্ড ক্যানিং

43. ‘বামাবোধিনী’ তে ‘বামা’ কথাটির অর্থ হল –

  1. বিধবা
  2. শিশু কন্যা
  3. নববিবাহিতা
  4. নারীজাতি

উত্তর – 4. নারীজাতি

44. ‘মানুষ তৈরির ধর্ম’ কথাটির প্রবক্তা –

  1. স্বামী বিবেকানন্দ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. বিদ্যাসাগর
  4. দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 1. স্বামী বিবেকানন্দ

45. ভারতের প্রথম ছাত্রসংসদ ছিল –

  1. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন
  2. পার্থেনন
  3. অনুশীলন সমিতি
  4. এম. এম. সি.

উত্তর – 1. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন

46. নিম্নমুখী পরিশ্রুতনীতির প্রবক্তা ছিলেন –

  1. চার্লস উড
  2. টমাস বাবিন্টন মেকলে
  3. হান্টার
  4. উইলিয়াম কেরি

উত্তর – 2. টমাস বাবিন্টন মেকলে

47. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন –

  1. রামমোহন রায়
  2. তারাচাঁদ মিত্র
  3. ডিরোজিও
  4. কেশবচন্দ্র সেন

উত্তর – 3. ডিরোজিও

48. জেনারেল অ্যাসেম্বলিস্ -এর প্রতিষ্ঠাতা –

  1. আলেকজান্ডার ডাফ
  2. রামমোহন রায়
  3. রাধাকান্ত দেব
  4. ডেভিড হেয়ার

উত্তর – 1. আলেকজান্ডার ডাফ

49. মেকলে মিনিটস চালু হয়েছিল –

  1. 1812 খ্রিস্টাব্দে
  2. 1830 খ্রিস্টাব্দে
  3. 1835 খ্রিস্টাব্দে
  4. 1838 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1835 খ্রিস্টাব্দে

50. পাশ্চাত্য শিক্ষাবিস্তারের সাথে যে নামটি বেমানান—

  1. রাজা রামমোহন রায়
  2. কালীপ্রসন্ন সিংহ
  3. ডেভিড হেয়ার
  4. বেথুন

উত্তর – 2. কালীপ্রসন্ন সিংহ

51. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় –

  1. 1781 খ্রিস্টাব্দে
  2. 1782 খ্রিস্টাব্দে
  3. 1783 খ্রিস্টাব্দে
  4. 1784 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1781 খ্রিস্টাব্দে

52. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –

  1. 1835 খ্রিস্টাব্দে
  2. 1837 খ্রিস্টাব্দে
  3. 1840 খ্রিস্টাব্দে
  4. 1837 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1835 খ্রিস্টাব্দে

53. কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করেন –

  1. লর্ড ওয়েলেসলি
  2. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
  3. লর্ড ক্যানিং
  4. লর্ড ডালহৌসি

উত্তর – 2. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

54. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয় –

  1. 1855 খ্রিস্টাব্দে
  2. 1856 খ্রিস্টাব্দে
  3. 1857 খ্রিস্টাব্দে
  4. 1860 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1857 খ্রিস্টাব্দে

55. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন –

  1. জেমস উইলিয়াম কোলভিল
  2. আশুতোষ মুখোপাধ্যায়
  3. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর – 3. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

56. ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা –

  1. তারকানাথ মজুমদার
  2. ঈশ্বর গুপ্ত
  3. বিদ্যাসাগর
  4. মধুসূদন গুপ্ত

উত্তর – 3. বিদ্যাসাগর

57. ‘উডস ডেসপ্যাচ’ প্রকাশিত হয় –

  1. 1852 খ্রিস্টাব্দে
  2. 1854 খ্রিস্টাব্দে
  3. 1856 খ্রিস্টাব্দে
  4. 1858 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1854 খ্রিস্টাব্দে

58. ‘বামাবোধিনী’ পত্রিকাটির প্রথম প্রকাশিত হয় –

  1. 1863 খ্রিস্টাব্দে
  2. 1854 খ্রিস্টাব্দে
  3. 1880 খ্রিস্টাব্দে
  4. 1922 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1863 খ্রিস্টাব্দে

59. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন –

  1. সরলাদেবী চৌধুরানি
  2. লীলা নাগ
  3. চন্দ্রমুখী বসু
  4. কাদম্বিনী ব্যানার্জী

উত্তর – 3. চন্দ্রমুখী বসু

60. ‘গোলদিঘির গোলামখানা’ নামে পরিচিত ছিল –

  1. হিন্দু কলেজ
  2. সংস্কৃত কলেজ
  3. কলকাতা বিশ্ববিদ্যালয়
  4. কলকাতা মাদ্রাসা

উত্তর – 3. কলকাতা বিশ্ববিদ্যালয়

61. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক –

  1. কল্পনা যোশি
  2. ইন্দিরা দেবী
  3. সরোজিনী নাইডু
  4. কাদম্বিনী গাঙ্গুলী

উত্তর – 4. কাদম্বিনী গাঙ্গুলী

62. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন –

  1. স্যার এলিজা ইম্পে
  2. উইলিয়াম কোলভিল
  3. আশুতোষ মুখোপাধ্যায়
  4. লর্ড ক্যানিং

উত্তর – 4. লর্ড ক্যানিং

63. আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন –

  1. রামমোহন রায়
  2. কেশবচন্দ্র সেন
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. বিজয়কৃষ্ণ গোস্বামী

উত্তর – 1. রামমোহন রায়

64. কলকাতা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন –

  1. বেথুন
  2. উইলিয়াম কেরি
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ডেভিড হেয়ার

উত্তর – 1. বেথুন

65. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় –

  1. 1830 খ্রিস্টাব্দে
  2. 1800 খ্রিস্টাব্দে
  3. 1829 খ্রিস্টাব্দে
  4. 1832 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1830 খ্রিস্টাব্দে

66. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশ করেন –

  1. অক্ষয়কুমার দত্ত
  2. রামচন্দ্র বিদ্যাবাগীশ
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. কেশবচন্দ্র সেন

উত্তর – 3. দেবেন্দ্রনাথ ঠাকুর

67. প্রথম বিশ্ববিবাদ অনুষ্ঠিত হয় –

  1. 1856 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর
  2. 1856 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর
  3. 1857 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর
  4. 1857 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর

উত্তর – 1. 1856 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর

68. ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’ এর প্রতিষ্ঠাতা ছিলেন –

  1. রাধাকান্ত দেব
  2. রাজা রামমোহন রায়
  3. ডেভিড হেয়ার
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর – 4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

69. আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় –

  1. 1810 খ্রিস্টাব্দে
  2. 1814 খ্রিস্টাব্দে
  3. 1815 খ্রিস্টাব্দে
  4. 1818 খ্রিস্টাব্দে

উত্তর 3. 1815 খ্রিস্টাব্দে

70. ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন –

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রামমোহন রায়
  3. দেবেন্দ্রনাথ ঠাকুর
  4. প্যারীচাঁদ মিত্র

উত্তর – 2. রামমোহন রায়

71. হিন্দু কলেজকে আমরা বর্তমানে কী নামে জানি? –

  1. স্কটিশ চার্চ কলেজ
  2. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
  3. সুরেন্দ্রনাথ কলেজ
  4. বিদ্যাসাগর কলেজ

উত্তর – 2. প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

72. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন –

  1. দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. রাধাকান্ত দেব
  3. কেশবচন্দ্র সেন
  4. শিবনাথ শাস্ত্রী

উত্তর – 3. কেশবচন্দ্র সেন

73. ‘নববিধান’ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয় –

  1. 1870 খ্রিস্টাব্দে
  2. 1876 খ্রিস্টাব্দে
  3. 1878 খ্রিস্টাব্দে
  4. 1800 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1800 খ্রিস্টাব্দে

74. বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন –

  1. ধর্ম ও সমাজসংস্কারক
  2. রাজনীতিবিদ
  3. ঐতিহাসিক
  4. দার্শনিক

উত্তর – 1. ধর্ম ও সমাজসংস্কারক

75. হিন্দু কলেজের (1817) অন্যতম প্রতিষ্ঠাতা হলেন –

  1. আলেকজান্ডার ডাফ
  2. টমাস মেকলে
  3. ডিরোজিও
  4. ডেভিড হেয়ার

উত্তর – 4. ডেভিড হেয়ার

76. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. কেশবচন্দ্র সেন
  3. অক্ষয়কুমার দত্ত
  4. অক্ষয়কুমার সরকার

উত্তর – 3. অক্ষয়কুমার দত্ত

77. ‘বামাবোধিনী’ পত্রিকাটি ছিল –

  1. দৈনিক
  2. সাপ্তাহিক
  3. পাক্ষিক
  4. মাসিক

উত্তর – 4. মাসিক

78. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

  1. দ্বারকানাথ মুখার্জী
  2. মধুসূদন দত্ত
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. সুভাষচন্দ্র বসু

উত্তর – 3. গিরিশচন্দ্র ঘোষ

79. হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় –

  1. 1853 খ্রিস্টাব্দে
  2. 1857 খ্রিস্টাব্দে
  3. 1858 খ্রিস্টাব্দে
  4. 1905 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1905 খ্রিস্টাব্দে

80. ‘হুতোম প্যাঁচার নকশা’ একটি –

  1. ছবির বই
  2. কবিতার বই
  3. গানের সংকলন
  4. তৎকালীন কলকাতার সমাজদর্পণ

উত্তর – 4. তৎকালীন কলকাতার সমাজদর্পণ

81. ‘হুতোম প্যাঁচার নকশা’-র প্রথম ভাগ প্রকাশিত হয় –

  1. 1860 খ্রিস্টাব্দে
  2. 1861 খ্রিস্টাব্দে
  3. 1862 খ্রিস্টাব্দে
  4. 1863 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1861 খ্রিস্টাব্দে

প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1. ঔপনিবেশিক অরণ্য আইনের (1878 খ্রিঃ) বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল –

  1. সাঁওতাল হুল
  2. মুণ্ডা বিদ্রোহ
  3. কোল বিদ্রোহ
  4. রম্পা বিদ্রোহ

উত্তর – 4. রম্পা বিদ্রোহ

2. নীলবিদ্রোহের দু’জন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি ছিল –

  1. পাবনা জেলায়
  2. খুলনা জেলায়
  3. নদিয়া জেলায়
  4. ফরিদপুর জেলায়

উত্তর – 3. নদিয়া জেলায়

3. ‘জঙ্গলমহল’ নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল –

  1. সাঁওতাল বিদ্রোহের পরে
  2. কোল বিদ্রোহের পরে
  3. চুয়াড় বিদ্রোহের পরে
  4. মুণ্ডা বিদ্রোহের পরে

উত্তর – 3. চুয়াড় বিদ্রোহের পরে

4. ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন –

  1. জোহান ক্রুগার
  2. এলিয়াস ফিসার
  3. ডিয়েট্রিস ব্রান্ডিস
  4. ফ্রেডারিক হফম্যান

উত্তর – 3. ডিয়েট্রিস ব্রান্ডিস

5. ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত একটি আদিবাসী বিদ্রোহ হল –

  1. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  2. চুয়াড় বিদ্রোহ
  3. কোল বিদ্রোহ
  4. রম্পা বিদ্রোহ

উত্তর – 4. রম্পা বিদ্রোহ

6. ‘সন্ন্যাসী বিদ্রোহ’ কথাটি প্রথম ব্যবহার করেন –

  1. ভিনসেন্ট স্মিথ
  2. জেমস মিল
  3. ওয়ারেন হেস্টিংস
  4. লর্ড কর্নওয়ালিশ

উত্তর – 3. ওয়ারেন হেস্টিংস

7. সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হল –

  1. চুয়াড় বিদ্রোহ
  2. ফরাজি আন্দোলন
  3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  4. সাঁওতাল বিদ্রোহ

উত্তর – 3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

8. মির-নিশার-আলি নেতৃত্ব দিয়েছিলেন –

  1. বাংলার ওয়াহাবি আন্দোলনে
  2. ফরাজি আন্দোলনে
  3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
  4. নীল বিদ্রোহে

উত্তর – 1. বাংলার ওয়াহাবি আন্দোলনে

9. দ্বিতীয় অরণ্য আইনে (1878) লাভবান হয়েছিল –

  1. আদিবাসী সম্প্রদায়
  2. ব্রিটিশ সরকার
  3. ব্যবসায়ী শ্ৰেণী
  4. ব্রিটিশ সরকার ও আদিবাসী শ্রেণী উভয়েই

উত্তর – 2. ব্রিটিশ সরকার

10. ‘হুল’ কথাটির অর্থ ছিল –

  1. ঈশ্বর
  2. স্বাধীনতা
  3. অস্ত্র
  4. বিদ্রোহ

উত্তর – 4. বিদ্রোহ

11. তিতুমিরের প্রকৃত নাম ছিল –

  1. চিরাগ আলি
  2. হায়দর আলি
  3. মির নিশার আলি
  4. তোরাপ আলি

উত্তর – 3. মির নিশার আলি

12. সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –

  1. রানী কর্ণাবতী
  2. রানী শিরোমণি
  3. দেবী চৌধুরানী
  4. রানী দুর্গাবতী

উত্তর – 3. দেবী চৌধুরানী

13. ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় –

  1. 1865 খ্রিস্টাব্দে
  2. 1860 খ্রিস্টাব্দে
  3. 1859 খ্রিস্টাব্দে
  4. 1878 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1865 খ্রিস্টাব্দে

14. সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন –

  1. চুয়াড় বিদ্রোহে
  2. কোল বিদ্রোহে
  3. সাঁওতাল বিদ্রোহে
  4. মুণ্ডা বিদ্রোহে

উত্তর – 2. কোল বিদ্রোহে

15. 1878 খ্রিস্টাব্দের -এর অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় –

  1. দুটি স্তরে
  2. তিনটি স্তরে
  3. চারটি স্তরে
  4. পাঁচটি স্তরে

উত্তর – 2. তিনটি স্তরে

16. কোল বিদ্রোহ (1831-1832) অনুষ্ঠিত হয়েছিল –

  1. মেদিনীপুরে
  2. ঝাড়গ্রামে
  3. ছোটনাগপুরে
  4. রাঁচিতে

উত্তর – 3. ছোটনাগপুরে

17. চুয়াড় অর্থ –

  1. উচ্চবর্ণের মানুষ
  2. নিম্নবর্ণের মানুষ
  3. আদিবাসী
  4. সভ্য মানুষ

উত্তর – 2. নিম্নবর্ণের মানুষ

18. মুণ্ডা বিদ্রোহের পরবর্তীকালে মুণ্ডারা বীরসাকে –

  1. ভগবানরূপে পূজা করত
  2. বন্ধু মনে করত
  3. বড়ো দাদ মনে করত
  4. শিক্ষাগুরু মনে করত

উত্তর – 1. ভগবানরূপে পূজা করত

19. ভিল বিদ্রোহ সংঘটিত হয় –

  1. 1819 খ্রিস্টাব্দে
  2. 1869 খ্রিস্টাব্দে
  3. 1879 খ্রিস্টাব্দে
  4. 1899 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1819 খ্রিস্টাব্দে

20. রংপুর বিদ্রোহে যার বিরুদ্ধে হয়েছিল –

  1. দেবী সিংহ
  2. মানসিংহ
  3. অচল সিংহ
  4. কালীপ্রসন্ন সিংহ

উত্তর – 1. দেবী সিংহ

21. রংপুর বিদ্রোহ হয়েছিল –

  1. 1782 খ্রিস্টাব্দে
  2. 1783 খ্রিস্টাব্দে
  3. 1784 খ্রিস্টাব্দে
  4. 1785 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1783 খ্রিস্টাব্দে

22. বাংলাদেশের প্রথম কৃষক বিদ্রোহ ছিল –

  1. নীল বিদ্রোহ
  2. মুন্ডা বিদ্রোহ
  3. রংপুর বিদ্রোহ
  4. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

উত্তর – 4. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

23. ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ বিদ্রোহ ছিল –

  1. কোল বিদ্রোহ
  2. মুন্ডা বিদ্রোহ
  3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ
  4. নীল বিদ্রোহ

উত্তর – 3. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

24. 1855 খ্রিস্টাব্দের কোন দিনে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল –

  1. 20 জুন
  2. 23 জুন
  3. 28 জুন
  4. 30 জুন

উত্তর – 4. ৩০ জুন

25. বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন –

  1. মহম্মদ আব্দুল
  2. সৈয়দ আহমেদ
  3. তিতুমীর
  4. মজনু শাহ

উত্তর – 3. তিতুমীর

26. প্রথম ভিল বিদ্রোহ শুরু হয়েছিল –

  1. রাজস্থান
  2. মহারাষ্ট্র
  3. গুজরাট
  4. আসাম

উত্তর – 2. মহারাষ্ট্র

27. দুদু-মিঞার প্রকৃত নাম ছিল –

  1. মোতা খান
  2. মির নিসার আলি
  3. মহম্মদ মহসিন
  4. হাজী শরিয়ত উল্লাহ

উত্তর – 3. মহম্মদ মহসিন

28. নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন –

  1. দুদু মিঞা
  2. ভবানী পাঠক
  3. তিতুমীর
  4. বিরসা মুন্ডা

উত্তর – 3. তিতুমীর

29. মুন্ডা বিদ্রোহকে বলা হয় –

  1. হুল
  2. সিঙ বোঙা
  3. উলগুলান
  4. দামিন-ই-কোহ

উত্তর 3. উলগুলান

30. মুন্ডা বিদ্রোহ হয়েছিল –

  1. বীরভূমে
  2. রাঁচীতে
  3. মেদিনীপুরে
  4. উড়িষ্যায়

উত্তর – 2. রাঁচীতে

31. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. দীনবন্ধু মিত্র
  2. জেমস লঙ
  3. হরিনাথ মজুমদার
  4. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর – 4. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

32. নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন –

  1. আলেকজান্ডার ডাফ
  2. জেমস্ লঙ
  3. কালীপ্রসন্ন সিংহ
  4. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর – 2. জেমস্ লঙ

33. ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ গঠন করা হয় –

  1. কোল বিদ্রোহের পরে
  2. মুন্ডা বিদ্রোহের পরে
  3. সাঁওতাল বিদ্রোহের পরে
  4. ভিল বিদ্রোহের পরে

উত্তর – 1. কোল বিদ্রোহের পরে

34. পাবনা বিদ্রোহের নেতা ছিলেন –

  1. ঈশানচন্দ্র রায়
  2. দিগম্বর বিশ্বাস
  3. রফিক মণ্ডল
  4. নূরলউদ্দিন

উত্তর – 1. ঈশানচন্দ্র রায়

35. সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ‘পেশাদার ডাকাতদের উপদ্রব’ বলেছেন –

  1. উইলিয়াম বেন্টিঙ্ক
  2. ওয়ারেন হেস্টিংস
  3. লর্ড কর্নওয়ালিস
  4. উইলিয়াম হান্টার

উত্তর – 2. ওয়ারেন হেস্টিংস

36. ‘পাগলপন্থী’ বিদ্রোহ হয়েছিল –

  1. ঢাকাতে
  2. যশোরে
  3. খুলনাতে
  4. ময়মনসিংহে

উত্তর – 4. ময়মনসিংহে

37. সাঁওতাল বিদ্রোহে নিধন হয় –

  1. 20 হাজার সাঁওতাল
  2. 30 হাজার সাঁওতাল
  3. 15 হাজার সাঁওতাল
  4. 5 হাজার সাঁওতাল

উত্তর – 1. 20 হাজার সাঁওতাল

38. মুন্ডাদের একটি চিরাচরিত নিষিধাজ্ঞা ‘খুৎকাঠি’ হল একটি –

  1. আইনবিধি
  2. শাসনবিধি
  3. বিচারবিধি
  4. সামাজিক বিধি

উত্তর – 4. সামাজিক বিধি

39. ‘এই শয়তানদের হত্যা করলেই এই দেশ হবে আমাদের, জমির মালিক হব আমরা’ — কথাটি বলেছিলেন –

  1. সিধু
  2. কানুহু
  3. বিদ্যুচরণ মুন্ডা
  4. বীরসা মুন্ডা

উত্তর – 4. বীরসা মুন্ডা

40. ‘খুৎকাঠি’ প্রথার অর্থ –

  1. ব্যক্তিগত মালিকানা
  2. যৌথ মালিকানা
  3. ভাগজারি মালিকানা
  4. জমিদারি মালিকানা

উত্তর – 2. যৌথ মালিকানা

41. ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শেষ উপজাতি বিদ্রোহ ছিল –

  1. সাঁওতাল বিদ্রোহ
  2. চুয়াড় বিদ্রোহ
  3. মুন্ডা বিদ্রোহ
  4. কোল বিদ্রোহ

উত্তর – 3. মুন্ডা বিদ্রোহ

42. ‘মুন্ডা বিদ্রোহ’ শুরু হয় –

  1. 1899 খ্রিস্টাব্দে
  2. 1901 খ্রিস্টাব্দে
  3. 1902 খ্রিস্টাব্দে
  4. 1900 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1899 খ্রিস্টাব্দে

43. ‘উলগুলান’ শব্দটি যে আন্দোলনের সঙ্গে জড়িত –

  1. মুন্ডা বিদ্রোহ
  2. ফরাজি আন্দোলন
  3. ওয়াহাবি আন্দোলন
  4. সাঁওতাল বিদ্রোহ

উত্তর – 1. মুন্ডা বিদ্রোহ

44. মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন –

  1. বীরসা মুন্ডা
  2. সুই মুন্ডা
  3. তানা ভকত
  4. সিউরাম মুন্ডা

উত্তর – 1. বীরসা মুন্ডা

45. মুন্ডা উপজাতির মানুষেরা ছিল –

  1. অরণ্যচারী
  2. কৃষিজীবী
  3. ব্যবসায়ী
  4. শ্রমজীবী

উত্তর – 2. কৃষিজীবী

46. মুন্ডা বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল –

  1. পাটনা
  2. ভাগলপুর
  3. রাঁচি
  4. সম্বলপুর

উত্তর – 3. রাঁচি

47. মুন্ডা বিদ্রোহ ছিল একটি –

  1. জমিদার-বিরোধী বিদ্রোহ
  2. মহাজন-বিরোধী বিদ্রোহ
  3. ব্রিটিশ-বিরোধী বিদ্রোহ
  4. নীল বিদ্রোহী উপজাতি বিদ্রোহ

উত্তর – 3. ব্রিটিশ-বিরোধী বিদ্রোহ

48. বীরসা মুন্ডার মৃত্যু হয় –

  1. 1897 খ্রিস্টাব্দে
  2. 1998 খ্রিস্টাব্দে
  3. 1900 খ্রিস্টাব্দে
  4. 1901 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1900 খ্রিস্টাব্দে

49. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয় –

  1. 1757 খ্রিস্টাব্দে
  2. 1760 খ্রিস্টাব্দে
  3. 1763 খ্রিস্টাব্দে
  4. 1770 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1763 খ্রিস্টাব্দে

50. ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হল –

  1. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
  2. রংপুরের বিদ্রোহ
  3. বারাসাত বিদ্রোহ
  4. নীল বিদ্রোহ

উত্তর – 1. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

51. সন্ন্যাসী বিদ্রোহের অবসান হয় –

  1. 1963 খ্রিস্টাব্দে
  2. 1800 খ্রিস্টাব্দে
  3. 1802 খ্রিস্টাব্দে
  4. 1805 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1800 খ্রিস্টাব্দে

52. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ছিলেন –

  1. সিধু
  2. মজনু শাহ
  3. বীরসা
  4. দুর্জন সিংহ

উত্তর – 2. মজনু শাহ

53. পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল যে স্থান –

  1. রংপুর
  2. ময়মনসিংহ
  3. ফরিদপুর
  4. পাবনা

উত্তর – 2. ময়মনসিংহ

54. বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন –

  1. দুদু-মিঞা
  2. দিগম্বর বিশ্বাস
  3. তিতুমীর
  4. বিরসা মুন্ডা

উত্তর – 3. তিতুমীর

55. ইন্ডিয়া কমিশন প্রতিষ্ঠিত হয় –

  1. 1860 খ্রিস্টাব্দে
  2. 1865 খ্রিস্টাব্দে
  3. 1870 খ্রিস্টাব্দে
  4. 1875 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1875 খ্রিস্টাব্দে

56. সাঁওতাল বিদ্রোহের প্রতীক চিহ্ন ছিল –

  1. বটগাছ
  2. আপেল গাছ
  3. কলাগাছ
  4. শালগাছ

উত্তর – 4. শালগাছ

57. দ্বিতীয় চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –

  1. সিধু
  2. দুর্জন সিংহ
  3. বিরসা মুন্ডা
  4. সুজন শাহ

উত্তর – 2. দুর্জন সিংহ

58. কোল বিদ্রোহের নেতা ছিলেন –

  1. সিধু
  2. দুর্জন সিংহ
  3. বুদ্ধ ভগত
  4. গোবর্ধন দিকপতি

উত্তর – 3. বুদ্ধ ভগত

59. সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন –

  1. সিধু
  2. মুসা আলি
  3. ভবানী পাঠক
  4. তিতুমীর

উত্তর – 3. ভবানী পাঠক

60. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন –

  1. শরিয়ত উল্লাহ
  2. তিতুমীর
  3. দুদু-মিঞা
  4. সৈয়দ আহমেদ

উত্তর – 1. শরিয়ত উল্লাহ

সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

1. ব্রিটিশ পার্লামেন্ট ‘উন্নততর ভারতশাসন আইন’ পাশ করেছিল –

  1. 19 জুলাই, 1858 খ্রিঃ
  2. 2 আগস্ট, 1858 খ্রিঃ
  3. 10 অক্টোবর, 1858 খ্রিঃ
  4. 5 ডিসেম্বর, 1858 খ্রিঃ

উত্তর – 2. 2 আগস্ট, 1858 খ্রিঃ

2. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

  1. ভারত সভা
  2. বঙ্গভাষা প্রকাশিকা সভা
  3. ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
  4. ভারতের জাতীয় কংগ্রেস

উত্তর – 1. ভারত সভা

3. নবগোপাল মিত্র ছিলেন হিন্দুমেলার –

  1. সভাপতি
  2. সহ-সভাপতি
  3. সম্পাদক
  4. সহ-সম্পাদক

উত্তর – 4. সহ-সম্পাদক

4. মহাবিদ্রোহকে (1857) যে ব্রিটিশ লেখক ‘সিপাহি বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন –

  1. চার্লস রেইকস্
  2. নর্টন
  3. ম্যালেসন
  4. ডিসরেলি

উত্তর – 1. চার্লস রেইকস্

5. চৈত্রমেলা, ‘হিন্দুমেলা’ রূপে পরিচিত হয় –

  1. 1867 খ্রিঃ থেকে
  2. 1870 খ্রিঃ থেকে
  3. 1872 খ্রিঃ থেকে
  4. 1875 খ্রিঃ থেকে

উত্তর – 1. 1867 খ্রিঃ থেকে

6. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  2. আনন্দমোহন বসু
  3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  4. শিবনাথ শাস্ত্রী

উত্তর – 3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

7. ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন –

  1. রামমোহন রায়
  2. রাজনারায়ণ বসু
  3. নবগোপাল মিত্র
  4. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তর – 4. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

8. মহাবিদ্রোহকে (1857) ‘কৃষকবিদ্রোহ’ আখ্যা দিয়েছেন –

  1. সুরেন্দ্রনাথ সেন
  2. রমেশচন্দ্র মজুমদার
  3. শশীভূষণ চৌধুরী
  4. বিনায়ক দামোদর সাভারকর

উত্তর – 3. শশীভূষণ চৌধুরী

9. আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার –

  1. প্রতিষ্ঠাতা
  2. সভাপতি
  3. সহ-সভাপতি
  4. সচিব

উত্তর – 4. সচিব

10. ‘বন্দেমাতরম্‌’ সংগীতটি রচনা করেন –

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সত্যেন্দ্রনাথ ঠাকুর
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. স্বামী বিবেকানন্দ

উত্তর – 3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

11. মহারানির ঘোষণাপত্রের (1858) প্রধান উদ্দেশ্য ছিল –

  1. ভারতবাসীর আনুগত্য অর্জন
  2. ভারতের ব্রিটিশদের একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ।
  3. ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান
  4. মহাবিদ্রোহে (1857) বন্দী ভারতীয়দের মুক্তিদান

উত্তর – 1. ভারতবাসীর আনুগত্য অর্জন

12. ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন –

  1. রাজা রাধাকান্ত দেব
  2. প্রসন্নকুমার ঠাকুর
  3. রাজা রামমোহন রায়
  4. দ্বারকানাথ ঠাকুর

উত্তর – 1. রাজা রাধাকান্ত দেব

13. হিন্দুমেলার সম্পাদক ছিলেন –

  1. নবগোপাল মিত্র
  2. গগনেন্দ্রনাথ ঠাকুর
  3. রাজনারায়ণ বসু
  4. গণেন্দ্রে ঠাকুর

উত্তর – 1. নবগোপাল মিত্র

14. ‘বন্দেমাতরম্‌’ সংগীতটি রচিত হয় –

  1. 1875 খ্রিস্টাব্দে
  2. 1872 খ্রিস্টাব্দে
  3. 1875 খ্রিস্টাব্দে
  4. 1878 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1875 খ্রিস্টাব্দে

15. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন –

  1. অক্ষয় কুমার দত্ত
  2. রাজনারায়ণ বসু
  3. স্বামী বিবেকানন্দ
  4. রমেশচন্দ্র মজুমদার

উত্তর – 3. স্বামী বিবেকানন্দ

16. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন –

  1. সংগীত শিল্পী
  2. নাট্যকার
  3. কবি
  4. ব্যঙ্গ চিত্রশিল্পী

উত্তর – 4. ব্যঙ্গ চিত্রশিল্পী

17. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে –

  1. 1857 খ্রিস্টাব্দে
  2. 1858 খ্রিস্টাব্দে
  3. 1919 খ্রিস্টাব্দে
  4. 1947 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1858 খ্রিস্টাব্দে

18. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন –

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  2. আনন্দমোহন বসু
  3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
  4. শিবনাথ শাস্ত্রী

উত্তর – 3. রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

19. 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন –

  1. সুভাষচন্দ্র বসু
  2. জওহরলাল নেহরু
  3. বি. ডি. সাভারকর
  4. রাসবিহারী বসু

উত্তর – 3. বি. ডি. সাভারকর

20. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –

  1. অবনীন্দ্রনাথ ঠাকুর
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. নন্দলাল বসু
  4. গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 1. অবনীন্দ্রনাথ ঠাকুর

21. মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় –

  1. 1883 খ্রিস্টাব্দে
  2. 1885 খ্রিস্টাব্দে
  3. 1884 খ্রিস্টাব্দে
  4. 1882 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1884 খ্রিস্টাব্দে

22. ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় –

  1. 1882 খ্রিস্টাব্দে
  2. 1883 খ্রিস্টাব্দে
  3. 1884 খ্রিস্টাব্দে
  4. 1885 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1885 খ্রিস্টাব্দে

23. ভারতে প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল –

  1. বঙ্গভাষা প্রকাশিকা সভা
  2. জমিদার সভা
  3. হিন্দুমেল
  4. ভারতসভা

উত্তর – 4. ভারতসভা

24. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ ছিল একটি –

  1. সাহিত্য সভা
  2. ব্যবসায়ী সংগঠন
  3. রাজনৈতিক সভা
  4. শিক্ষক সভা

উত্তর – 3. রাজনৈতিক সভা

25. দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন প্রচলিত হয় –

  1. 1878 খ্রিস্টাব্দে
  2. 1879 খ্রিস্টাব্দে
  3. 1876 খ্রিস্টাব্দে
  4. 1880 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1878 খ্রিস্টাব্দে

26. জমিদার সভা প্রতিষ্ঠিত হয় –

  1. 1836 খ্রিস্টাব্দে
  2. 1837 খ্রিস্টাব্দে
  3. 1838 খ্রিস্টাব্দে
  4. 1839 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1837 খ্রিস্টাব্দে

27. হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় –

  1. 1865 খ্রিস্টাব্দে
  2. 1867 খ্রিস্টাব্দে
  3. 1868 খ্রিস্টাব্দে
  4. 1869 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1867 খ্রিস্টাব্দে

28. ‘জাতীয়তাবাদের গীতা’ বলা হয় –

  1. নীলদর্পণকে
  2. আনন্দমঠকে
  3. গোরাকে
  4. বর্তমান ভারতকে

উত্তর – 2. আনন্দমঠকে

29. ‘সত্যানন্দ’ চরিত্রটির উল্লেখ পাওয়া যায় –

  1. গোরাতে
  2. আনন্দমঠ-এ
  3. কমলাকান্তের দপ্তর-এ
  4. ঘরে-বাইরে-এ

উত্তর – 2. আনন্দমঠ-এ

30. সমসাময়িক যে সংবাদপত্রটি সিপাহি বিদ্রোহীদের সমর্থন করেছিল, সেটি ছিল –

  1. সংবাদ প্রভাকর
  2. সমাচার সুধাবর্ষণ
  3. বঙ্গদূত
  4. অরুণোদয়

উত্তর – 2. সমাচার সুধাবর্ষণ

31. ‘মহারানির ঘোষণাপত্র’ কবে জারি হয়?

  1. 2রা আগস্ট, 1858 খ্রিস্টাব্দে
  2. 7ই মার্চ 1857 খ্রিস্টাব্দে
  3. 1লা নভেম্বর 1858 খ্রিস্টাব্দে
  4. 19শে নভেম্বর, 1858 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1লা নভেম্বর 1858 খ্রিস্টাব্দে

32. বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল –

  1. সরকারি দমননীতির জন্য
  2. সদস্যদের পদত্যাগের জন্য
  3. দলবাদলির জন্য
  4. জনস্বার্থ বিরোধী কাজের জন্য

উত্তর – 3. দলবাদলির জন্য

33. মহাবিদ্রোহকে প্রথম ‘সিপাহি বিদ্রোহ’ বলে অভিহিত করেন –

  1. আর্ল স্ট্যানলি
  2. ইউজিন মন্টেগু
  3. লর্ড চেমসফোর্ড
  4. লর্ড ক্যানিং

উত্তর – 1. আর্ল স্ট্যানলি

34. মীরাট বিদ্রোহ শুরু হয় –

  1. মার্চ, 1857
  2. সেপ্টেম্বর, 1857
  3. মে, 1857
  4. অক্টোবর, 1857

উত্তর – 3. মে, 1857

35. ‘জমিদার সভা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন –

  1. প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
  2. কালীনাথ রায়চৌধুরী
  3. রাধাকান্ত দেব
  4. প্রসন্নকুমার ঠাকুর

উত্তর – 3. রাধাকান্ত দেব

36. ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় –

  1. 1850 খ্রিস্টাব্দে
  2. 1851 খ্রিস্টাব্দে
  3. 1852 খ্রিস্টাব্দে
  4. 1853 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1851 খ্রিস্টাব্দে

37. ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1875 খ্রিস্টাব্দে
  2. 1876 খ্রিস্টাব্দে
  3. 1877 খ্রিস্টাব্দে
  4. 1878 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1876 খ্রিস্টাব্দে

38. মহাবিদ্রোহকে ‘সিপাহী বিদ্রোহ’ বলে প্রথম অভিহিত করেন এমন একজন বাঙালি বুদ্ধিজীবীর নাম –

  1. কিশোরীচাঁদ মিত্র
  2. রমেশচন্দ্র মজুমদার
  3. শশীভূষণ চৌধুরি
  4. সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়

উত্তর – 1. কিশোরীচাঁদ মিত্র

39. মহাবিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন এমন একজন ভারতীয় ঐতিহাসিকের নাম –

  1. তারচাঁদ মুখোপাধ্যায়
  2. দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
  3. শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়
  4. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর – 1. তারচাঁদ মুখোপাধ্যায়

40. মহাবিদ্রোহকে ‘সামন্ত বিদ্রোহ’ বলেছেন –

  1. বিপান চন্দ্র
  2. ইরফান হাবিব
  3. রোমিলা থাপার
  4. রজনীপাম দত্ত

উত্তর – 4. রজনীপাম দত্ত

41. অধিকাংশ ইংরেজ ঐতিহাসিকদের মতে, 1857-র মহাবিদ্রোহ হল –

  1. জাতীয় বিদ্রোহ
  2. সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া
  3. সিপাহি বিদ্রোহ
  4. কৃষক বিদ্রোহ

উত্তর – 3. সিপাহি বিদ্রোহ

42. মহারানির ঘোষণাপত্রটি (এলাহাবাদে) ঘোষণা করেন –

  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড এলগিন
  4. রবার্ট নেপিয়ার

উত্তর – 2. লর্ড ক্যানিং

43. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –

  1. লর্ড এলগিন
  2. স্যার রবার্ট নেপিয়ার
  3. লর্ড ক্যানিং
  4. লর্ড মাউন্টব্যাটেন

উত্তর – 3. লর্ড ক্যানিং

44. জমিদার সভার প্রচলন করেন –

  1. দ্বারকানাথ ঠাকুর
  2. রাজা রামমোহন রায়
  3. রাধাকান্ত দেব
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 1. দ্বারকানাথ ঠাকুর

45. মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –

  1. লর্ড ডালহৌসি
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড বেন্টিঙ্ক
  4. লর্ড মাউন্টবব্যাটেন

উত্তর – 2. লর্ড ক্যানিং

46. ভারতসভার প্রতিষ্ঠাতা ছিলেন –

  1. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
  2. রামমোহন রায়
  3. আনন্দমোহন বোস
  4. মনমোহন ঘোষ

উত্তর – 1. সুরেন্দ্রনাথ ব্যানার্জি

47. বেমানানটি চিহ্নিত কর –

  1. ভারতমাতা
  2. গোরা
  3. আনন্দমঠ
  4. বর্তমান ভারত

উত্তর – 1. ভারতমাতা

48. মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল –

  1. 1858 খ্রিস্টাব্দে
  2. 1859 খ্রিস্টাব্দে
  3. 1860 খ্রিস্টাব্দে
  4. 1861 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1858 খ্রিস্টাব্দে

49. বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1836 খ্রিস্টাব্দে
  2. 1837 খ্রিস্টাব্দে
  3. 1838 খ্রিস্টাব্দে
  4. 1839 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1836 খ্রিস্টাব্দে

50. সারাজগতে জাতীয় কংগ্রেস আহ্বান করা হয়েছিল –

  1. 1883 খ্রিস্টাব্দে
  2. 1884 খ্রিস্টাব্দে
  3. 1885 খ্রিস্টাব্দে
  4. 1886 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1885 খ্রিস্টাব্দে

51. উনিশ শতকে ‘সভা-সমিতির যুগ’ আখ্যা দিয়েছিলেন –

  1. ড. অনিল শীল
  2. তারচাঁদ মুখার্জী
  3. সুকুমার মিত্র
  4. কালীপ্রসন্ন সিংহ

উত্তর – 1. ড. অনিল শীল

বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, অধ্যাপক ছিলেন –

  1. গণিত শাস্ত্রের
  2. রসায়ন শাস্ত্রের
  3. পদার্থ বিদ্যার
  4. জীববিদ্যার

উত্তর – 3. পদার্থ বিদ্যার

2. বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন –

  1. উইলিয়াম কেরি
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

উত্তর – 3. গঙ্গাকিশোর ভট্টাচার্য

3. বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন –

  1. উইলিয়াম কেরি
  2. রামমোহন রায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তর – 4. গঙ্গাকিশোর ভট্টাচার্য

4. বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় –

  1. 1935 খ্রিঃ
  2. 1938 খ্রিঃ
  3. 1925 খ্রিঃ
  4. 1930 খ্রিঃ

উত্তর – 1. 1935 খ্রিঃ

5. বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা, জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন –

  1. গণিত শাস্ত্রের
  2. রসায়ন শাস্ত্রের
  3. পদার্থবিদ্যার
  4. উদ্ভিদবিদ্যার

উত্তর – 3. পদার্থবিদ্যার

6. ‘বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1856 খ্রিস্টাব্দে
  2. 1857 খ্রিস্টাব্দে
  3. 1880 খ্রিস্টাব্দে
  4. 1853 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1856 খ্রিস্টাব্দে

7. ‘জাতীয় শিক্ষা পরিষদ’ (1906) -এর প্রথম সভাপতি ছিলেন –

  1. রাসবিহারী বসু
  2. অরবিন্দ ঘোষ
  3. তারকনাথ পালিত
  4. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

উত্তর – 1. রাসবিহারী বসু

8. ‘দিগ্‌দর্শন’ এর সম্পাদক ছিলেন –

  1. উইলিয়াম কেরি
  2. জোশুয়া মার্শম্যান
  3. ফেলিক্স কেরি
  4. জন ক্লার্ক মার্শম্যান

উত্তর – 4. জন ক্লার্ক মার্শম্যান

9. বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় –

  1. 1756 খ্রিস্টাব্দে
  2. 1778 খ্রিস্টাব্দে
  3. 1785 খ্রিস্টাব্দে
  4. 1800 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1778 খ্রিস্টাব্দে

9. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন –

  1. অরবিন্দ ঘোষ
  2. সতীশচন্দ্র বসু
  3. যোগেশচন্দ্র ঘোষ
  4. প্রমথনাথ বসু

উত্তর – 4. প্রমথনাথ বসু

10. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয় –

  1. 1845 খ্রিস্টাব্দে
  2. 1850 খ্রিস্টাব্দে
  3. 1855 খ্রিস্টাব্দে
  4. 1860 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1855 খ্রিস্টাব্দে

11. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় –

  1. 1905 খ্রিস্টাব্দে
  2. 1906 খ্রিস্টাব্দে
  3. 1911 খ্রিস্টাব্দে
  4. 1912 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1906 খ্রিস্টাব্দে

12. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল –

  1. বর্ণপরিচয়
  2. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  3. মঙ্গল সমাচার মতিয়ের
  4. অন্নদামঙ্গল

উত্তর – 2. এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

13. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স’ -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন –

  1. জগদীশচন্দ্র বসু
  2. সি. ভি. রামন
  3. প্রফুল্ল চন্দ্র রায়
  4. সত্যেন্দ্রনাথ বসু

উত্তর – 2. সি. ভি. রামন

14. ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন –

  1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  2. সুকুমার রায়
  3. পঞ্চানন কর্মকার
  4. চার্লস উইলকিন্স

উত্তর – 1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

15. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন –

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. স্বামী বিবেকানন্দ
  4. দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 2. রবীন্দ্রনাথ ঠাকুর

16. ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন –

  1. মাদারি পাসি
  2. ড. আম্বেদকর
  3. মহাত্মা গান্ধি
  4. বাবা রামচন্দ্র

উত্তর – 1. মাদারি পাসি

17. ‘সংবাদ কৌমুদী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

  1. দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়
  2. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  3. রামমোহন রায়
  4. ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তর – 3. রামমোহন রায়

18. যিনি ‘বিদ্যারবণিক’ নামে পরিচিত –

  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. স্বামী বিবেকানন্দ
  4. গুরুদাস বন্দ্যোপাধ্যায়

উত্তর – 2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

19. 1821 খ্রিস্টাব্দে প্রকাশিত ‘বাঙ্গলা শিক্ষাগ্রন্থ’ -এর লেখক ছিলেন –

  1. রামমোহন রায়
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. রামজয় বিদ্যালঙ্কার
  4. রাধাকান্ত দেব

উত্তর – 4. রাধাকান্ত দেব

20. ‘ইউ. এন. রায় অ্যান্ড সন্স’ নামক প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন –

  1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  2. সুকুমার রায়
  3. হেমচন্দ্র রায়
  4. সত্যজিৎ রায়

উত্তর – 1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

21. ‘আবোল-তাবোল’ নামক মজার কবিতার বইটি যে ছাপাখানা থেকে প্রকাশিত হয় তা হল –

  1. রোজারিও কোম্পানি
  2. ইউ. রায় অ্যান্ড সন্স
  3. ফেরিস অ্যান্ড কোম্পানি
  4. ব্যাপটিস্ট মিশনারি প্রেস

উত্তর – 1. রোজারিও কোম্পানি

22. ‘ছেলেদের রামায়ণ’ গ্রন্থটি রচনা করেন –

  1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  2. যোগীন্দ্রনাথ সরকার
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রাধাকান্ত দেব

উত্তর – 1. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

23. হ্যালহেডের বাংলা ব্যাকরণ মুদ্রিত হয়েছিল –

  1. অ্যান্ড্রুজের ছাপাখানা
  2. হিকির ছাপাখানা
  3. ক্রনিকেল ছাপাখানা
  4. রোরারিও ছাপাখানা

উত্তর – 1. অ্যান্ড্রুজের ছাপাখানা

24. বাংলায় উন্নত ‘লাইনোটাইপ’ তৈরী করেন –

  1. চার্লস উইলকিন্স
  2. পঞ্চানন কর্মকার
  3. সুরেশচন্দ্র মজুমদার
  4. ব্রাসি হ্যালহেড

উত্তর – 3. সুরেশচন্দ্র মজুমদার

25. ‘ভারতমাতার’ ‘অন্নদামঙ্গল’ বইটির প্রকাশক হলেন –

  1. বিদ্যাসাগর
  2. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
  3. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  4. রামমোহন রায়

উত্তর – 3. গঙ্গাকিশোর ভট্টাচার্য

26. ‘জাতীয় মূর্তিগড়ার জনক’ বলা হয় –

  1. মহেন্দ্রলাল সরকারকে
  2. স্যার আশুতোষ মুখার্জীকে
  3. তারকনাথ পালিতকে
  4. রাসবিহারী ঘোষকে

উত্তর – 1. মহেন্দ্রলাল সরকারকে

27. সি. ভি. রামন পদার্থবিদ্যায় ‘নোবেল’ পুরস্কার পান –

  1. 1928 খ্রিস্টাব্দে
  2. 1929 খ্রিস্টাব্দে
  3. 1930 খ্রিস্টাব্দে
  4. 1935 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1930 খ্রিস্টাব্দে

28. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. রথীন্দ্রনাথ ঠাকুর
  3. সত্যেন্দ্রনাথ ঠাকুর
  4. গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তর – 2. রথীন্দ্রনাথ ঠাকুর

29. কোম্পানি প্রেস প্রতিষ্ঠিত হয় –

  1. 1780 খ্রিস্টাব্দে
  2. 1792 খ্রিস্টাব্দে
  3. 1793 খ্রিস্টাব্দে
  4. 1794 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1793 খ্রিস্টাব্দে

30. ‘ইংরাজি ও বাঙ্গালি বোকেবিলরি’ প্রকাশিত হয় যে প্রেস থেকে, তা হল –

  1. কোম্পানি প্রেস
  2. ফেরিস কোম্পানি
  3. ক্যালকাটা ক্রনিকল প্রেস
  4. রোরারিও কোম্পানি

উত্তর – 3. ক্যালকাটা ক্রনিকল প্রেস

31. শ্রীরামপুর মিশনে হরফ খোদাই করবার নেতৃত্ব ছিলেন –

  1. উইলিয়াম কেরি
  2. ওয়ার্ড
  3. উইলিয়াম মার্শম্যান
  4. পঞ্চানন কর্মকার

উত্তর – 4. পঞ্চানন কর্মকার

32. শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় –

  1. 1800 খ্রিস্টাব্দে
  2. 1810 খ্রিস্টাব্দে
  3. 1805 খ্রিস্টাব্দে
  4. 1815 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1800 খ্রিস্টাব্দে

33. ভারতের প্রথম সংবাদপত্র হল –

  1. বেঙ্গল গেজেট
  2. দিগ্‌দর্শন
  3. সমাচার দর্পণ
  4. সংবাদ সমাচার

উত্তর – 1. বেঙ্গল গেজেট

34. বাংলার প্রথম ‘বাংলা সংবাদপত্র’ হল –

  1. কলকাতা গেজেট
  2. সমাচার দর্পণ
  3. দিগ্‌দর্শন
  4. হিন্দু প্যাট্রিয়ট

উত্তর – 3. দিগ্‌দর্শন

35. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় –

  1. 1798 খ্রিস্টাব্দে
  2. 1799 খ্রিস্টাব্দে
  3. 1800 খ্রিস্টাব্দে
  4. 1801 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1800 খ্রিস্টাব্দে

36. ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ব্যক্তি ছিলেন –

  1. উইলিয়াম কেরি
  2. রাধাকান্ত দেব
  3. ডেভিড হেয়ার
  4. রামমোহন রায়

উত্তর – 3. ডেভিড হেয়ার

37. উনিশ শতকের প্রথমে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে প্রধান প্রতিষ্ঠানটি হল –

  1. হিন্দু কলেজ
  2. সংস্কৃত কলেজ
  3. হেয়ার স্কুল
  4. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি

উত্তর – 4. ক্যালকাটা স্কুল বুক সোসাইটি

38. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় –

  1. 1820 খ্রিস্টাব্দে
  2. 1822 খ্রিস্টাব্দে
  3. 1824 খ্রিস্টাব্দে
  4. 1825 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1825 খ্রিস্টাব্দে

39. প্রথম সচিত্র ভারতবর্ষের ‘অন্নদামঙ্গল’ গ্রন্থটি প্রকাশ করেন –

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. মদনমোহন তর্কালঙ্কার
  3. রামচাঁদ রায়
  4. গঙ্গাকিশোর ভট্টাচার্য

উত্তর – 4. গঙ্গাকিশোর ভট্টাচার্য

40. ‘অব্যক্ত’ গ্রন্থটির লেখক –

  1. জগদীশচন্দ্র বসু
  2. প্রফুল্লচন্দ্র রায়
  3. লীলা মজুমদার
  4. সত্যেন্দ্রনাথ বসু

উত্তর – 1. জগদীশচন্দ্র বসু

41. ‘বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’ এর অধ্যক্ষ নিযুক্ত হন –

  1. প্রসন্ন কুমার ঠাকুর
  2. অরবিন্দ ঘোষ
  3. গুরুদাস বন্দ্যোপাধ্যায়
  4. রাসবিহারী বসু

উত্তর – 2. অরবিন্দ ঘোষ

42. ‘জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ’ বলা হয় –

  1. রাজেন্দ্রলাল মিত্রকে
  2. নবগোপাল মিত্রকে
  3. সি. ভি. রামনকে
  4. মেঘনাদ সাহাকে

উত্তর – 1. রাজেন্দ্রলাল মিত্রকে

43. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত –

  1. বঙ্গাবাজার সায়েন্স কলেজ
  2. যাদবপুর বিশ্ববিদ্যালয়
  3. বালিগঞ্জ সায়েন্স কলেজ
  4. কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর – 2. যাদবপুর বিশ্ববিদ্যালয়

44. ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন –

  1. নন্দলাল বসু
  2. ব্রজেন্দ্রনাথ শীল
  3. বিদ্যাসাগর
  4. রামমোহন রায়

উত্তর – 2. ব্রজেন্দ্রনাথ শীল

45. ‘ইউ. এন. রায় অ্যান্ড সন্স’ প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1895 খ্রিস্টাব্দে
  2. 1887 খ্রিস্টাব্দে
  3. 1891 খ্রিস্টাব্দে
  4. 1893 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1895 খ্রিস্টাব্দে

46. মুদ্রণ জগতের পথপ্রদর্শক ছিলেন –

  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. রামমোহন রায়
  3. মথুরন্দন দত্ত
  4. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উত্তর – 4. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

47. জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1905 খ্রিস্টাব্দে
  2. 1906 খ্রিস্টাব্দে
  3. 1907 খ্রিস্টাব্দে
  4. 1908 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1906 খ্রিস্টাব্দে

48. বেঙ্গল গেজেট -এর প্রথম সম্পাদক ছিলেন –

  1. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  2. মার্শম্যান
  3. রামমোহন রায়
  4. প্রসন্নকুমার ঠাকুর

উত্তর – 1. গঙ্গাকিশোর ভট্টাচার্য

49. ‘মিরাট-উল-আখবার’ কোন ভাষায় রচিত হয়েছিল –

  1. হিন্দি
  2. আরবি
  3. পারসি
  4. উর্দু

উত্তর – 3. পারসি

50. ‘কলকাতা বিজ্ঞান কলেজ’ প্রতিষ্ঠিত করেছিলেন –

  1. তারকনাথ পালিত
  2. স্যার আশুতোষ মুখোপাধ্যায়
  3. জগদীশচন্দ্র বসু
  4. প্রফুল্লচন্দ্র রায়

উত্তর – 2. স্যার আশুতোষ মুখোপাধ্যায়

বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন –

  1. বাবা রামচন্দ্র
  2. এন. জি. রঙ্গ
  3. স্বামী সহজানন্দ
  4. ফজলুল হক

উত্তর – 3. স্বামী সহজানন্দ

2. কৃষক আন্দোলনে মহিলারা তেভাগারও নেতৃত্ব দিয়েছিলেন –

  1. বিহারে
  2. গুজরাটে
  3. রাজস্থানে
  4. যুক্তপ্রদেশে

উত্তর – 3. রাজস্থানে

3. নিখিল কম্পাউন্ড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. 1925 খ্রিঃ
  2. 1922 খ্রিঃ
  3. 1928 খ্রিঃ
  4. 1931 খ্রিঃ

উত্তর – 3. 1928 খ্রিঃ

4. ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন –

  1. অম্বিকুমার দত্ত
  2. সতীশচন্দ্র সামন্ত
  3. যতীন্দ্রমোহন সেনগুপ্ত
  4. বীরেন্দ্রনাথ শাসমল

উত্তর – 4. বীরেন্দ্রনাথ শাসমল

5. ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল –

  1. নিরিনি কামগার ইউনিয়ন
  2. মাদ্রাজ লেবার ইউনিয়ন
  3. ইন্ডিয়ান মিলহ্যান্ডস ইউনিয়ন
  4. ভারতীয় ট্রেডইউনিয়ন কংগ্রেস

উত্তর – 2. মাদ্রাজ লেবার ইউনিয়ন

6. কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন –

  1. ধীরেন্দ্রনাথ শাসমল
  2. প্রফুল্লচন্দ্র সেন
  3. বাবা রামচন্দ্র
  4. ফজলুল হক

উত্তর – 4. ফজলুল হক

7. দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন –

  1. সতীশচন্দ্র সামন্ত
  2. অশ্বিনীকুমার দত্ত
  3. বীরেন্দ্রনাথ শাসমল
  4. যতীন্দ্রমোহন সেনগুপ্ত

উত্তর – 3. বীরেন্দ্রনাথ শাসমল

8. মোপলা বিদ্রোহ (1921) হয়েছিল –

  1. মালাবার উপকূলে
  2. কোঙ্কণ উপকূলে
  3. গোদাবরী উপত্যকায়
  4. তেলেঙ্গানা অঞ্চলে

উত্তর – 1. মালাবার উপকূলে

9. ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ (1929) হয়েছিল –

  1. জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে
  2. বিপ্লবীদের বিরুদ্ধে
  3. শ্রমিক নেতাদের বিরুদ্ধে
  4. কৃষক নেতাদের বিরুদ্ধে

উত্তর – 3. শ্রমিক নেতাদের বিরুদ্ধে

10. সর্বভারতীয় কিষাণসভার প্রথম সভাপতি ছিলেন –

  1. এন. জি. রঙ্গ
  2. স্বামী সহজানন্দ
  3. বাবা রামচন্দ্র
  4. লালা লাজপত রায়

উত্তর – 2. স্বামী সহজানন্দ

11. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. কলকাতায়
  2. দিল্লিতে
  3. বোম্বাইতে
  4. মাদ্রাজে

উত্তর – 2. দিল্লিতে

12. ‘ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি’ যুক্ত ছিল –

  1. রাওলাট সত্যাগ্রহে
  2. অসহযোগ আন্দোলনে
  3. বারদৌলি সত্যাগ্রহে
  4. সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

উত্তর – 4. সাইমন কমিশন বিরোধী আন্দোলনে

13. বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল –

  1. বাংলার কৃষক শ্রেণি
  2. মধ্যবিত্ত শ্রেণি
  3. জমিদার শ্রেণি
  4. ছাত্র সমাজ

উত্তর – 1. বাংলার কৃষক শ্রেণি

14. বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন –

  1. বিহারে
  2. যুক্তপ্রদেশে
  3. রাজস্থানে
  4. মহারাষ্ট্রে

উত্তর – 2. যুক্তপ্রদেশে

15. রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় –

  1. মালাবার অঞ্চলে
  2. কোঙ্কণ উপকূলে
  3. উড়িষ্যায়
  4. গোদাবরী উপত্যকায়

উত্তর – 4. গোদাবরী উপত্যকায়

16. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল –

  1. 1917 খ্রিস্টাব্দে
  2. 1918 খ্রিস্টাব্দে
  3. 1919 খ্রিস্টাব্দে
  4. 1920 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1920 খ্রিস্টাব্দে

17. বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল –

  1. বোম্বাই-এ
  2. পাঞ্জাবে
  3. মাদ্রাজে
  4. গুজরাটে

উত্তর – 4. গুজরাটে

18. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল –

  1. 1904 খ্রিস্টাব্দে
  2. 1905 খ্রিস্টাব্দে
  3. 1906 খ্রিস্টাব্দে
  4. 1911 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1905 খ্রিস্টাব্দে

19. ‘প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লিগ’ গঠিত হয় –

  1. বোম্বাই-এ
  2. কলকাতায়
  3. মাদ্রাজ-এ
  4. কানপুরে

উত্তর – 2. কলকাতায়

20. ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ গঠন করেন –

  1. মুজাফ্ফর আহমেদ
  2. বি. পি. ওয়াদিয়া
  3. ব্যোমকেশ চক্রবর্তী
  4. এম. এস. যেশি

উত্তর – 2. বি. পি. ওয়াদিয়া

21. ভারতে প্রথম মে দিবস পালনের উদ্যোক্তা ছিলেন –

  1. এম. এন. রায়
  2. মহাত্মা গান্ধি
  3. সিঙ্গারাভেলু চেট্টিয়ার
  4. পি. সি. যোশী

উত্তর – 3. সিঙ্গারাভেলু চেট্টিয়ার

22. ভারতে প্রথম মে দিবস পালিত হয় –

  1. কলকাতায়
  2. দিল্লিতে
  3. বোম্বাই-এ
  4. মাদ্রাজ-এ

উত্তর – 4. মাদ্রাজ-এ

23. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন –

  1. দেওয়ান চমনলাল
  2. লালা লাজপত রায়
  3. বালগঙ্গাধর তিলক
  4. ব্যোমকেশ চক্রবর্তী

উত্তর – 2. লালা লাজপত রায়

24. গান্ধিজির নেতৃত্বে প্রথম শ্রমিক আন্দোলন ছিল –

  1. খেদা সত্যাগ্রহ
  2. আমেদাবাদের মিল শ্রমিকদের আন্দোলন
  3. শোলাপুর সুভাষচন্দ্র শ্রমিক ধর্মঘট
  4. আইন অমান্য আন্দোলন

উত্তর – 2. আমেদাবাদের মিল শ্রমিকদের আন্দোলন

25. তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন –

  1. এস. এ. ডাঙ্গে
  2. মরু আলি
  3. অবনী মুখার্জি
  4. এম. এন. রায়

উত্তর – 4. এম. এন. রায়

26. ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন –

  1. এস. এ. ডাঙ্গে
  2. মুজাফ্ফর আহমেদ
  3. মানবেন্দ্রনাথ রায়
  4. সিঙ্গারাভেলু চেট্টিয়ার

উত্তর – 3. মানবেন্দ্রনাথ রায়

27. ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় –

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1921 খ্রিস্টাব্দে
  3. 1925 খ্রিস্টাব্দে
  4. 1929 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1925 খ্রিস্টাব্দে

28. গান্ধিজি বারদৌলি সত্যাগ্রহের প্রচারকার্যে চালিয়েছিলেন যে দুটি পত্রিকায় সেগুলি হল –

  1. ইয়ং ইন্ডিয়া ও নবজীবন
  2. হরিজন ও বঙ্গাশ্রম
  3. কেশরি ও বঙ্গেশ্বর
  4. মারাঠা ও কেশরী

উত্তর – 1. ইয়ং ইন্ডিয়া ও নবজীবন

29. ‘তিনকাঠিয়া প্রথা’ যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হল –

  1. নীল
  2. পাট
  3. আখ
  4. ধান

উত্তর – 1. নীল

30. ‘লাঙ্গল যার জমি তার’—এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল –

  1. তেভাগা আন্দোলন
  2. তেলেঙ্গানা আন্দোলন
  3. অরণ্যঅড়া আন্দোলন
  4. আইন অমান্য আন্দোলন

উত্তর – 1. তেভাগা আন্দোলন

31. বাংলায় ‘কৃষক প্রজাপার্টি’ প্রতিষ্ঠা করেন –

  1. ফজলুল হক
  2. কাজী নজরুল ইসলাম
  3. চমনলাল
  4. বি. পি. ওয়াদিয়া

উত্তর – 1. ফজলুল হক

32. মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল –

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1921 খ্রিস্টাব্দে
  3. 1922 খ্রিস্টাব্দে
  4. 1923 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1921 খ্রিস্টাব্দে

33. রম্পা বিদ্রোহের নেতা ছিলেন –

  1. আল্লুরি সীতারাম রাজু
  2. বুদ্ধ ভগত
  3. দুর্জন সিংহ
  4. টিপু পাটোয়া

উত্তর – 1. আল্লুরি সীতারাম রাজু

34. ‘কুনবি পতিদার’ বলা হয় –

  1. উত্তরপ্রদেশের কৃষকদের
  2. বাংলার কৃষকদের
  3. গুজরাটের কৃষকদের
  4. পাঞ্জাবের কৃষকদের

উত্তর – 3. গুজরাটের কৃষকদের

35. মোপালা বিদ্রোহ হয়েছিল –

  1. মালাবার অঞ্চলে
  2. উড়িষ্যায়
  3. গুজরাট অঞ্চলে
  4. মেদিনীপুরে

উত্তর – 1. মালাবার অঞ্চলে

36. তেলেঙ্গানা বিদ্রোহ হয়েছিল –

  1. 1945 খ্রিস্টাব্দে
  2. 1946 খ্রিস্টাব্দে
  3. 1947 খ্রিস্টাব্দে
  4. 1948 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1946 খ্রিস্টাব্দে

37. তেভাগা আন্দোলন কোন্ কমিশনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল –

  1. হান্টার কমিশন
  2. স্যাডলার কমিশন
  3. ফ্ল্যাউড কমিশন
  4. সাইমন কমিশন

উত্তর – 3. ফ্ল্যাউড কমিশন

38. তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল –

  1. দিনাজপুরে
  2. মালদাতে
  3. মেদিনীপুরে
  4. দক্ষিণ 24 পরগণায়

উত্তর – 1. দিনাজপুরে

39. বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন –

  1. স্বামী সহজানন্দ
  2. স্বামী বিদ্যানন্দ
  3. বল্লভভাই প্যাটেল
  4. গান্ধিজি

উত্তর – 3. বল্লভভাই প্যাটেল

40. আইন অমান্য আন্দোলনের ডাক দেন –

  1. মহাত্মা গান্ধি
  2. বল্লভভাই প্যাটেল
  3. জওহরলাল নেহরু
  4. লর্ড আরউইন

উত্তর – 1. মহাত্মা গান্ধি

41. ভারত ছাড়ো আন্দোলন বাংলার যে জেলায় বিশেষ জঙ্গিরূপ নিয়েছিল তা হল –

  1. হুগলি
  2. হাওড়া
  3. চব্বিশ পরগনা
  4. মেদিনীপুর

উত্তর – 4. মেদিনীপুর

42. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় –

  1. 1940 খ্রিস্টাব্দে
  2. 1941 খ্রিস্টাব্দে
  3. 1943 খ্রিস্টাব্দে
  4. 1942 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1942 খ্রিস্টাব্দে

43. ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ প্রতিষ্ঠিত হয় –

  1. মালদহ জেলায়
  2. মেদিনীপুর জেলায়
  3. হাওড়া জেলায়
  4. বর্ধমান জেলায়

উত্তর – 2. মেদিনীপুর জেলায়

44. ‘লাঙ্গল যার, জমি তার’—স্লোগানটি ছিল –

  1. তেলেঙ্গানার কৃষকদের
  2. বাংলার কৃষকদের
  3. ত্রিপুরার কৃষকদের
  4. গুজরাটের কৃষকদের

উত্তর – 2. বাংলার কৃষকদের

45. তেভাগা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন –

  1. জাতীয় কংগ্রেস
  2. মুসলিম লিগ
  3. হিন্দু মহাসভা
  4. কমিউনিস্ট পার্টি

উত্তর – 4. কমিউনিস্ট পার্টি

46. ‘লাঙ্গল’ পত্রিকা কোন্ দলের মুখপত্র ছিল?

  1. স্বরাজ্য দল
  2. বাংলার শ্রমিক কৃষক দল
  3. যুগান্তর দল
  4. কংগ্রেস সমাজতন্ত্রী দল

উত্তর – 2. বাংলার শ্রমিক কৃষক দল

47. ভারতে শ্রমিক আন্দোলনের সূচনাকাল ছিল –

  1. স্বদেশি আন্দোলন
  2. অসহযোগ আন্দোলন
  3. আইন অমান্য আন্দোলন
  4. ভারত ছাড়ো আন্দোলন

উত্তর – 1. স্বদেশি আন্দোলন

48. বাংলার নব্যশূদ্ররা ছিলেন মূলত –

  1. কারখানার শ্রমিক
  2. কৃষিজীবী
  3. কেরানি
  4. শিক্ষক

উত্তর – 2. কৃষিজীবী

49. গুজরাটের জমিদারশ্রেণি পরিচিত ছিল যে নামে তা হল –

  1. সাহুকার
  2. পাতিদার
  3. তালুকদার
  4. জয়সমাজ

উত্তর – 2. পাতিদার

50. ‘বিজোলিয়া সত্যাগ্রহ’ সংঘটিত হয়েছিল –

  1. মেবারে
  2. গুজরাটে
  3. বিহারে
  4. পুনাতে

উত্তর – 1. মেবারে

51. মাদারি পাসি যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –

  1. চম্পারণ সত্যাগ্রহ
  2. খেদা সত্যাগ্রহ
  3. বারদৌলি সত্যাগ্রহ
  4. একা আন্দোলন

উত্তর – 4. একা আন্দোলন

52. মোপালা কৃষক বিদ্রোহ শুরু হয় –

  1. স্বদেশি আন্দোলনকালে
  2. অসহযোগ আন্দোলনকালে
  3. আইন অমান্য আন্দোলনকালে
  4. ভারত ছাড়ো আন্দোলন কালে

উত্তর – 2. অসহযোগ আন্দোলনকালে

53. ‘সর্বভারতীয় কিষাণ সভা’ প্রতিষ্ঠিত হয় –

  1. 1920 খ্রিস্টাব্দে
  2. 1928 খ্রিস্টাব্দে
  3. 1919 খ্রিস্টাব্দে
  4. 1936 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1936 খ্রিস্টাব্দে

54. ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের উদ্যোগে ‘স্বরাজ পঞ্চায়েত’ গড়ে উঠেছিল –

  1. বাংলায়
  2. বিহারে
  3. পাঞ্জাবে
  4. উড়িষ্যায়

উত্তর – 4. উড়িষ্যায়

55. বারদৌলিতে ভূমিরাজস্ব বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলেন –

  1. মহাত্মা গান্ধি
  2. বল্লভভাই প্যাটেল
  3. সহজানন্দ সরস্বতী
  4. মাদারি পাসি

উত্তর – 2. বল্লভভাই প্যাটেল

বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

1. ভারতছাড়ো আন্দোলনে (1942) ভোগেশ্বরী ফুকননী শহিদ হয়েছিলেন –

  1. গুজরাটে
  2. পাঞ্জাবে
  3. আসামে
  4. উড়িষ্যায়

উত্তর – 3. আসামে

2. অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন –

  1. শচীন্দ্র প্রসাদ বসু
  2. কৃষ্ণকুমার মিত্র
  3. চিত্তরঞ্জন দাস
  4. আনন্দমোহন বসু

উত্তর – 1. শচীন্দ্র প্রসাদ বসু

3. বীণা দাস বাংলার ছোটোলাট স্ট্যানলী জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –

  1. 1928 খ্রিঃ
  2. 1930 খ্রিঃ
  3. 1932 খ্রিঃ
  4. 1935 খ্রিঃ

উত্তর – 3. 1932 খ্রিঃ

4. ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন –

  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. অবনীন্দ্রনাথ ঠাকুর
  3. রজনীকান্ত সেন
  4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

উত্তর – 4. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

5. নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন –

  1. ঊর্মিলা দেবী
  2. বাসন্তী দেবী
  3. সরলাদেবী চৌধুরানী
  4. সুনীতি দেবী

উত্তর – 1. ঊর্মিলা দেবী

6. প্রভাত সংগ্রামী সংঘের অন্যতম নেতা ছিলেন –

  1. রামস্বামী নাইকার
  2. ত্যাগরাজা চেট্টি
  3. নারায়ণ গুরু
  4. ভীমরাও আম্বেদকর

উত্তর – 3. নারায়ণ গুরু

7. ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল –

  1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়
  2. অসহযোগ আন্দোলনের সময়
  3. আইন-অমান্য আন্দোলনের সময়
  4. ভারত ছাড়ো আন্দোলনের সময়

উত্তর – 2. অসহযোগ আন্দোলনের সময়

8. ‘মাস্টার-দা’ নামে পরিচিত ছিলেন –

  1. বেণীমাধব দাস
  2. সূর্য সেন
  3. কৃষ্ণকুমার মিত্র
  4. হেমচন্দ্র ঘোষ

উত্তর – 2. সূর্য সেন

9. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন –

  1. বীণা দাস
  2. কল্পনা দত্ত
  3. প্রীতিলতা ওয়াদ্দেদার
  4. সুনীতি চৌধুরী

উত্তর – 1. বীণা দাস

10. অ্যান্টি-সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন –

  1. শচীন্দ্রপ্রসাদ বসু
  2. কৃষ্ণকুমার মিত্র
  3. চিত্তরঞ্জন দাশ
  4. আনন্দমোহন বসু

উত্তর – 1. শচীন্দ্রপ্রসাদ বসু

11. ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল –

  1. মালাবারে
  2. মাদ্রাজে
  3. মহারাষ্ট্রে
  4. গোদাবরী উপত্যকায়

উত্তর – 1. মালাবারে

12. ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন –

  1. ঊর্মিলা দেবী
  2. বাসন্তী দেবী
  3. কল্পনা দত্ত
  4. লীলা রায় (নাগ)

উত্তর – 1. ঊর্মিলা দেবী

13. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল –

  1. অনুশীলন সমিতি
  2. গদর দল
  3. ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মি
  4. বেঙ্গল ভলান্টিয়ার্স

উত্তর – 3. ইণ্ডিয়ান রিপাবলিকান আর্মি

14. দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন –

  1. জ্যোতিবা ফুলে
  2. নারায়ণ গুরু
  3. গান্ধিজি
  4. ড. আম্বেদকর

উত্তর – 3. গান্ধিজি

14. মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে –

  1. তমলুক
  2. সুতাহাটা
  3. বরিশাল
  4. কাঁথি

উত্তর – 1. তমলুক

15. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন –

  1. কল্পনা দত্ত
  2. লীলা নাগ (রায়)
  3. বাসন্তী দেবী
  4. বীণা দাস

উত্তর – 2. লীলা নাগ (রায়)

16. স্বদেশি আন্দোলনের কালে দুঃসাহসিক কাজের জন্য বাংলার নারীদের যে উপাধি দেওয়া হত –

  1. বঙ্গরত্ন
  2. বঙ্গলক্ষ্মী
  3. বঙ্গবিজয়িনী
  4. বঙ্গমাতা

উত্তর – 2. বঙ্গলক্ষ্মী

17. বঙ্গভঙ্গ রদ হয় –

  1. 1911 খ্রিস্টাব্দে
  2. 1912 খ্রিস্টাব্দে
  3. 1913 খ্রিস্টাব্দে
  4. 1914 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1911 খ্রিস্টাব্দে

18. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন –

  1. অ্যানি বেসান্ত
  2. যূথুলক্ষ্মী রেড্ডি
  3. কমলাদেবী চট্টোপাধ্যায়
  4. সরোজিনী নাইডু

উত্তর – 4. সরোজিনী নাইডু

19. ‘ভারতের নাইটিঙ্গেল’ নামে পরিচিত ছিলেন –

  1. মাদাম কামা
  2. সরোজিনী নাইডু
  3. অরুনা আসফ আলি
  4. কুমুদিনী মিত্র

উত্তর – 2. সরোজিনী নাইডু

20. ভারতের প্রথম মহিলা Legislative Council -এর সদস্য ছিলেন –

  1. সরোজিনী নাইডু
  2. মুথুলক্ষ্মী রেড্ডি
  3. কমলা নেহরু
  4. স্বর্ণকুমারী দেবী

উত্তর – 2. মুথুলক্ষ্মী রেড্ডি

21. ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন –

  1. স্বর্ণকুমারী দেবী
  2. চপলা দেবী
  3. সরলা দেবী চৌধুরানী
  4. অনিন্দিতা দেবী

উত্তর – 3. সরলা দেবী চৌধুরানী

22. অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন –

  1. সতীশচন্দ্র বসু
  2. অরবিন্দ ঘোষ
  3. বারীন্দ্র ঘোষ
  4. সূর্য সেন

উত্তর – 1. সতীশচন্দ্র বসু

23. বিনয়-বাদল-দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল –

  1. 1928 খ্রিস্টাব্দে
  2. 1930 খ্রিস্টাব্দে
  3. 1931 খ্রিস্টাব্দে
  4. 1934 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1930 খ্রিস্টাব্দে

24. মতুয়া সংঘ প্রতিষ্ঠা করেন –

  1. প্রমথরঞ্জন ঠাকুর
  2. হরিচাঁদ ঠাকুর
  3. যোগেন ঠাকুর
  4. গৌরীচাঁদ ঠাকুর

উত্তর – 3. যোগেন ঠাকুর

25. ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিল –

  1. স্বদেশি মহিলা সংঘ
  2. নারীবাহিনী
  3. দীপালি সংঘ
  4. মিতালী সংঘ

উত্তর – 3. দীপালি সংঘ

26. ‘গান্ধি বুড়ি’ নামে পরিচিত ছিলেন –

  1. সরোজিনী নাইডু
  2. মাতঙ্গিনী হাজরা
  3. লীলা নাগ
  4. বেলা দত্ত

উত্তর – 2. মাতঙ্গিনী হাজরা

27. বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলারা ঘরে ঘরে পালন করে –

  1. পিকেটিং
  2. স্বদেশি
  3. বয়কট উৎসব
  4. অরন্ধন

উত্তর – 4. অরন্ধন

28. বাংলায় অরন্ধন দিবস পালনের আহ্বান জানান –

  1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  4. কুমুদিনী বসু

উত্তর – 3. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

29. ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন –

  1. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  2. কৃষ্ণকুমার মিত্র
  3. প্রমথনাথ মিত্র
  4. গিরিজাসুন্দরী দেবী

উত্তর – 1. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

30. ‘ভারতী’ পত্রিকার সম্পাদিকা ছিলেন –

  1. সরলাদেবী চৌধুরানী
  2. কল্পনা দত্ত
  3. বাসন্তী দেবী
  4. লীলা নাগ

উত্তর – 1. সরলাদেবী চৌধুরানী

31. কলকাতায় ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয় –

  1. 1928 খ্রিস্টাব্দে
  2. 1930 খ্রিস্টাব্দে
  3. 1935 খ্রিস্টাব্দে
  4. 1942 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1930 খ্রিস্টাব্দে

32. তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন –

  1. সতীশচন্দ্র সামন্ত
  2. গণেশ ঘোষ
  3. দীনেশ গুপ্ত
  4. বাঘা যতীন

উত্তর – 1. সতীশচন্দ্র সামন্ত

33. বাংলা তথা ভারতের বিপ্লবী দলের কাজে প্রথম শান্তি-প্রাপ্ত নারী হলেন –

  1. দু’কড়ি বালা দেবী
  2. ননীবালা দেবী
  3. প্রীতিলতা ওয়াদ্দেদার
  4. ঊর্মিলা দাশ

উত্তর – 2. ননীবালা দেবী

34. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী হলেন –

  1. লীলাবতী মিত্র
  2. পুণ্যলতা গুপ্ত
  3. হেমাঙ্গিনী দাস
  4. এঁদের সকলেই

উত্তর – 4. এঁদের সকলেই

35. “নারী কর্মমন্দির” (1921 খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠা করেন –

  1. ঊর্মিলা দেবী
  2. বাসন্তী দেবী
  3. লীলা নাগ
  4. বীণা দাস

উত্তর – 2. বাসন্তী দেবী

36. লবণ আইন অমান্য আন্দোলনে গান্ধিজির সত্যাগ্রহী ছিলেন –

  1. বিজয়লক্ষ্মী পণ্ডিত
  2. সুহাসিনী দেবী
  3. সরোজিনী নাইডু
  4. ঊর্মিলা দেবী

উত্তর – 3. সরোজিনী নাইডু

37. ‘ভারতে বিপ্লববাদের জননী’ বলা হয় –

  1. সরোজিনী নাইডুকে
  2. মাতঙ্গিনী হাজরাকে
  3. ভিখাজী রুস্তম কামাকে
  4. অরুনা আসফ আলিকে

উত্তর – 3. ভিখাজী রুস্তম কামাকে

38. দীপালি সংঘ (1923 খ্রিঃ) প্রতিষ্ঠিত হয় –

  1. কৃষ্ণনগরে
  2. কলকাতায়
  3. চট্টগ্রামে
  4. ঢাকায়

উত্তর – 4. ঢাকায়

39. দীপালি সংঘের মুখপত্র ছিল –

  1. ভারতী
  2. সুপ্রভাত
  3. বেণু
  4. জয়শ্রী

উত্তর – 4. জয়শ্রী

40. ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ -এর নেতৃত্ব দিয়েছিলেন –

  1. ভগৎ সিং
  2. বিনয় বসু
  3. সূর্য সেন
  4. রাসবিহারী বসু

উত্তর – 3. সূর্য সেন

41. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন –

  1. বীণা দাস
  2. কমলাদেবী চট্টোপাধ্যায়
  3. কল্পনা দত্ত
  4. রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর – 2. কমলাদেবী চট্টোপাধ্যায়

42. আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন –

  1. লক্ষ্মী স্বামীনাথন
  2. কনকলতা বড়ুয়া
  3. প্রীতিলতা ওয়াদ্দার
  4. ঊষা মেহতা

উত্তর – 1. লক্ষ্মী স্বামীনাথন

43. ‘গুলামগিরি’-র রচয়িতা ছিলেন –

  1. শ্রীনারায়ণ গুরু
  2. জ্যোতিরাও ফুলে
  3. কেশবচন্দ্র সেন
  4. ড. বি. আর. আম্বেদকর

উত্তর – 2. জ্যোতিরাও ফুলে

44. বাংলায় নমঃশূদ্র আন্দোলন চালু করেছিলেন –

  1. প্রমথরঞ্জন ঠাকুর
  2. হরিচাঁদ ঠাকুর
  3. গুরুচাঁদ ঠাকুর
  4. যোগেন ঠাকুর

উত্তর – 2. হরিচাঁদ ঠাকুর

45. জয়শ্রী পত্রিকা প্রকাশনা করেন –

  1. কল্পনা দত্ত
  2. লীলা নাগ (রায়)
  3. বেলা দেবী
  4. সরলা দেবী চৌধুরানী

উত্তর – 2. লীলা নাগ (রায়)

46. কেরালার দলিত আন্দোলনের নেতৃত্বে ছিলেন –

  1. জ্যোতিরাও ফুলে
  2. শ্রীনারায়ণ গুরু
  3. বাবা রামচন্দ্র
  4. হরিচাঁদ ঠাকুর

উত্তর – 2. শ্রীনারায়ণ গুরু

ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)

1. স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহিদ ছিলেন –

  1. হৃদয়নাথ কুঞ্জর
  2. বল্লভ ভাই প্যাটেল
  3. পট্টি শ্রীরামালু
  4. পট্টভি সীতারামাইয়া

উত্তর – 3. পট্টি শ্রীরামালু

2. গোয়া ভারতভুক্ত হয় –

  1. 1947 খ্রিঃ
  2. 1949 খ্রিঃ
  3. 1961 খ্রিঃ
  4. 1971 খ্রিঃ

উত্তর – 3. 1961 খ্রিঃ

3. ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল –

  1. 1947 খ্রিঃ
  2. 1950 খ্রিঃ
  3. 1953 খ্রিঃ
  4. 1956 খ্রিঃ

উত্তর – 3. 1953 খ্রিঃ

4. পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় –

  1. 1947 খ্রিঃ
  2. 1952 খ্রিঃ
  3. 1956 খ্রিঃ
  4. 1960 খ্রিঃ

উত্তর – 3. 1956 খ্রিঃ

5. ভারতের ‘লৌহমানব’ বলা হয় –

  1. মহাত্মা গান্ধি
  2. সর্দার বল্লভভাই প্যাটেল
  3. মহম্মদ আলি জিন্নাকে
  4. রাজেন্দ্র প্রসাদ

উত্তর – 2. সর্দার বল্লভভাই প্যাটেল

6. ‘এ ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন –

  1. জওহরলাল নেহরু
  2. ভি. পি. মেনন
  3. খুশবন্ত সিং
  4. সলমন রুশদি

উত্তর – 3. খুশবন্ত সিং

7. স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় –

  1. 1947 খ্রিস্টাব্দে
  2. 1950 খ্রিস্টাব্দে
  3. 1953 খ্রিস্টাব্দে
  4. 1956 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1953 খ্রিস্টাব্দে

8. গোয়া ভারতভুক্ত হয় –

  1. 1947 খ্রিস্টাব্দে
  2. 1950 খ্রিস্টাব্দে
  3. 1961 খ্রিস্টাব্দে
  4. 1971 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1961 খ্রিস্টাব্দে

9. যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় –

  1. কাশ্মীর
  2. হায়দ্রাবাদ
  3. জুনাগড়
  4. জয়পুর

উত্তর – 3. জুনাগড়

10. ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় –

  1. 1953 খ্রিস্টাব্দে
  2. 1956 খ্রিস্টাব্দে
  3. 1960 খ্রিস্টাব্দে
  4. 1965 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1960 খ্রিস্টাব্দে

11. মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন –

  1. রামস্বামী নাইকার
  2. নারায়ণ গুরু
  3. ভীমরাও আম্বেদকর
  4. গান্ধিজি

উত্তর – 1. রামস্বামী নাইকার

12. স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল –

  1. কাশ্মীর
  2. জুনাগড়
  3. হায়দ্রাবাদ
  4. জয়পুর

উত্তর – 3. হায়দ্রাবাদ

13. পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত –

  1. গোদাবরী উপত্যকায়
  2. দক্ষিণ উড়িষ্যায়
  3. কাথিয়াবাড় উপত্যকায়
  4. মালাবার উপকূলে

উত্তর – 4. মালাবার উপকূলে

14. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল –

  1. পশ্চিমবঙ্গ
  2. বিহার
  3. অন্ধ্রপ্রদেশ
  4. উত্তরপ্রদেশ

উত্তর – 3. অন্ধ্রপ্রদেশ

15. রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল –

  1. 1947 খ্রিস্টাব্দে
  2. 1950 খ্রিস্টাব্দে
  3. 1953 খ্রিস্টাব্দে
  4. 1956 খ্রিস্টাব্দে

উত্তর – 3. 1953 খ্রিস্টাব্দে

16. ‘একাত্তরের ডায়েরী’ কী ধরনের গ্রন্থ?

  1. জীবনস্মৃতি
  2. স্মৃতিকথা
  3. আত্মজীবনী
  4. পৌরাণিক

উত্তর – 2. স্মৃতিকথা

17. সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?

  1. 1949 খ্রিস্টাব্দে
  2. 1975 খ্রিস্টাব্দে
  3. 1982 খ্রিস্টাব্দে
  4. 1987 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1975 খ্রিস্টাব্দে

18. হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দের –

  1. 10 জানুয়ারি
  2. 12 জানুয়ারি
  3. 23 জানুয়ারি
  4. 26 জানুয়ারি

উত্তর – 4. 26 জানুয়ারি

19. তেলেঙ্গানা বিদ্রোহ সংঘটিত হয় –

  1. হায়দ্রাবাদে
  2. জুনাগড়ে
  3. কাশ্মীরে
  4. বরোদায়

উত্তর – 1. হায়দ্রাবাদে

20. হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান যে নামে পরিচিত –

  1. অপারেশন প্রিজম
  2. অপারেশন ইন্ডিয়া
  3. অপারেশন পোলো
  4. অপারেশন ভেভেল

উত্তর – 3. অপারেশন পোলো

21. হায়দ্রাবাদ অধিকারে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন –

  1. জয়ন্তনাথ চৌধুরী
  2. জয়ন্ত চক্রবর্তী
  3. হায়দ্রাবাদের নিজাম
  4. সর্দার প্যাটেল

উত্তর – 1. জয়ন্তনাথ চৌধুরী

22. ‘ন্যাশনাল কনফারেন্স’ দলের নেতা ছিলেন –

  1. হরি সিং
  2. শেখ আবদুল্লা
  3. রণজিৎ সিং
  4. খাজা সিং

উত্তর – 2. শেখ আবদুল্লা

23. ‘Midnight’s Children’ গ্রন্থের রচয়িতা হলেন –

  1. অমিতাভ ঘোষ
  2. সলমন রুশদি
  3. আয়েশা জালাল
  4. সুনন্দা শিকদার

উত্তর – 2. সলমন রুশদি

24. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন –

  1. লর্ড মাউন্টব্যাটেন
  2. জওহরলাল নেহরু
  3. বাবু রাজেন্দ্রপ্রসাদ
  4. চক্রবর্তী রাজা গোপালাচারী

উত্তর – 4. চক্রবর্তী রাজা গোপালাচারী

25. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন –

  1. লর্ড মাউন্টব্যাটেন
  2. বল্লভভাই প্যাটেল
  3. বাবু রাজেন্দ্রপ্রসাদ
  4. জওহরলাল নেহরু

উত্তর – 3. বাবু রাজেন্দ্রপ্রসাদ

26. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন –

  1. লর্ড মাউন্টব্যাটেন
  2. লর্ড ওয়াভেল
  3. চক্রবর্তী রাজা গোপালাচারী
  4. বল্লভভাই প্যাটেল

উত্তর – 1. লর্ড মাউন্টব্যাটেন

27. ভারতে স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন –

  1. চক্রবর্তী গোপালাচারী
  2. ক্লিমেন্ট এটলি
  3. লর্ড মাউন্টব্যাটেন
  4. ভি. পি. মেনন

উত্তর – 3. লর্ড মাউন্টব্যাটেন

28. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন –

  1. লালবাহাদুর শাস্ত্রী
  2. গুলজারীলাল নন্দ
  3. বল্লভভাই প্যাটেল
  4. ভি. কে. কৃষ্ণমেনন

উত্তর – 3. বল্লভভাই প্যাটেল

29. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন –

  1. অশোক সেন
  2. মোহিত মৈত্র
  3. ড. নারায়ণ রায়
  4. ড. বি. আর. আম্বেদকর

উত্তর – 4. ড. বি. আর. আম্বেদকর

30. ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল –

  1. 545
  2. 562
  3. 570
  4. 580

উত্তর – 2. 562

31. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল –

  1. হায়দ্রাবাদ
  2. গোয়া
  3. কাশ্মীর
  4. মণিপুর

উত্তর – 1. হায়দ্রাবাদ

32. বাংলায় ফরাসিদের উপনিবেশ ছিল –

  1. চট্টগ্রাম
  2. কলকাতা
  3. চন্দননগর
  4. মুর্শিদাবাদ

উত্তর – 3. চন্দননগর

33. গান্ধীবাদী নেতা আব্দুল গফ্ফর খান যেখানে যোগদানের সিদ্ধান্ত নেন, তা হল –

  1. ভারতে
  2. পাকিস্তানে
  3. কাশ্মীরে
  4. হায়দ্রাবাদে

উত্তর – 2. পাকিস্তানে

34. পাঞ্জাবকে বিভক্ত করে ভারতের সঙ্গে যে অংশ যোগ করা হয় তা হল –

  1. পূর্ব পাঞ্জাব
  2. পশ্চিম পাঞ্জাব
  3. উত্তর পাঞ্জাব
  4. দক্ষিণ পাঞ্জাব

উত্তর – 1. পূর্ব পাঞ্জাব

35. ভারতের স্বাধীনতাপ্রাপ্তির পর কোন্ সমস্যাটি তীব্র হয়ে দেখা দেয়?

  1. খাদ্য সংকট
  2. উদবাস্তু সংকট
  3. বেকার সমস্যা
  4. শিক্ষা সংকট

উত্তর – 2. উদবাস্তু সংকট

36. দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার কথা কবে ঘোষণা করা হয়?

  1. 1947 খ্রিস্টাব্দে
  2. 1948 খ্রিস্টাব্দে
  3. 1949 খ্রিস্টাব্দে
  4. 1950 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1947 খ্রিস্টাব্দে

37. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন –

  1. জওহরলাল নেহরু
  2. বল্লভভাই প্যাটেল
  3. বাবু রাজেন্দ্রপ্রসাদ
  4. লর্ড মাউন্টব্যাটেন

উত্তর – 2. বল্লভভাই প্যাটেল

38. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম হল –

  1. বিল অব অ্যাকসেশন
  2. ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন
  3. ভিউ অব অ্যাকসেশন
  4. কোড অব কনট্র্যাক্ট

উত্তর – 2. ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন

39. ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর ছিল –

  1. ভারতের অধীন
  2. পাকিস্তানের অধীন
  3. স্বাধীন রাজ্য
  4. রাজপুতানার অধীন

উত্তর – 3. স্বাধীন রাজ্য

40. 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন –

  1. হরি সিং
  2. রাধানাভ সিং
  3. ভৈরব সিং
  4. শেখ আবদুল্লা

উত্তর – 1. হরি সিং

41. দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন –

  1. হরি সিং
  2. ভূপালের নবাব
  3. জুনাগড়ের নবাব
  4. ওসমান আলি

উত্তর – 4. ওসমান আলি

42. হায়দ্রাবাদের অধিবাসীদের সর্বাধিক সংখ্যক জনগণ ছিলেন –

  1. হিন্দু
  2. মুসলিম
  3. বৌদ্ধ
  4. খ্রিস্টান

উত্তর – 1. হিন্দু

43. দেশীয় রাজ্য ছিল না –

  1. বোম্বে
  2. ভুপাল
  3. হায়দ্রাবাদ
  4. জয়পুর

উত্তর – 1. বোম্বে

44. জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় –

  1. 1949 খ্রিস্টাব্দে
  2. 1948 খ্রিস্টাব্দে
  3. 1950 খ্রিস্টাব্দে
  4. 1951 খ্রিস্টাব্দে

উত্তর – 1. 1949 খ্রিস্টাব্দে

45. হায়দ্রাবাদ ভারতের সঙ্গে ‘স্থিতাবস্থা চুক্তি’ করেছিল –

  1. 1946 খ্রিস্টাব্দে
  2. 1947 খ্রিস্টাব্দে
  3. 1948 খ্রিস্টাব্দে
  4. 1949 খ্রিস্টাব্দে

উত্তর – 2. 1947 খ্রিস্টাব্দে

46. ভারতের পণ্ডিচেরি, মাহে ও চন্দননগর ছিল –

  1. ইংল্যান্ডের অধীনে
  2. পোর্তুগালের অধীনে
  3. জার্মানির অধীনে
  4. ফ্রান্সের অধীনে

উত্তর – 4. ফ্রান্সের অধীনে

47. উদ্বাস্তুদের মধ্যে যারা বেশি করে আক্রমণের শিকার হয়েছিল তারা হল –

  1. পুরুষ
  2. নারী
  3. শিশু
  4. বৃদ্ধ-বৃদ্ধা

উত্তর – 2. নারী

48. উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে নামে পরিচিত, তা হল –

  1. সোপান
  2. টোল
  3. ডোল
  4. খোল

উত্তর – 3. ডোল

49. নেহরু-লিয়াকৎ চুক্তি হয় –

  1. 1947 খ্রিস্টাব্দে
  2. 1948 খ্রিস্টাব্দে
  3. 1949 খ্রিস্টাব্দে
  4. 1950 খ্রিস্টাব্দে

উত্তর – 4. 1950 খ্রিস্টাব্দে

50. হায়দ্রাবাদে নিজামকে চরমপত্র পাঠায় –

  1. জুনাগড়
  2. কাশ্মীর
  3. ভারত
  4. পাকিস্তান

উত্তর – 3. ভারত

51. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন –

  1. বিধানচন্দ্র রায়
  2. সর্বপল্লী রাধাকৃষ্ণন
  3. বল্লভভাই প্যাটেল
  4. জওহরলাল নেহরু

উত্তর – 3. বল্লভভাই প্যাটেল

52. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন –

  1. বল্লভভাই প্যাটেল
  2. ভি. পি. মেনন
  3. জওহরলাল নেহেরু
  4. রাজেন্দ্র প্রসাদ

উত্তর – 2. ভি. পি. মেনন

53. হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক সেনাবাহিনী গড়ে তোলেন তাদের বলা হয় –

  1. রাজাকার সম্প্রদায়
  2. গুরুমুখী সম্প্রদায়
  3. জাঠ সম্প্রদায়
  4. গুর্খা বাহিনী

উত্তর – 1. রাজাকার সম্প্রদায়


2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের ইতিহাস (MCQ) সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!

এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

Madhyamik Result 2025 – wbresults.nic.in

Madhyamik Result 2025 – wbresults.nic.in

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik History MCQ Suggestion 2026 Wbbse

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.1