আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” অধ্যায়ের ‘আচরণ এবং অভিযোজন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
বেঁচে থাকার কৌশল হল –
- অভিযোজন
- জনন
- বংশগতি
- পরিব্যক্তি
উত্তর – 1. অভিযোজন
জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তন হল –
- অভিব্যক্তি
- বিবর্তন
- অভিযোজন
- উপযোজন
উত্তর – 3. অভিযোজন
পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পন্ন করে থাকে। এই ঘটনাকে কী নামে অভিহিত করা হয়? –
- জনন
- বিবর্তন
- পরিভ্রমণ
- আচরণ
উত্তর – 4. আচরণ
প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে –
- আবর্তন
- আবরণ
- আরোহণ
- আচরণ
উত্তর – 4. আচরণ
অঙ্গসংস্থানগত অভিযোজনের একটি উদাহরণ হল –
- সুন্দরীর শ্বাসমূল
- ক্যাকটাসের কাঁটা
- উটের লোহিত রক্তকণিকার আকার
- কোনোটিই নয়
উত্তর – 2. ক্যাকটাসের কাঁটা
ভৌত শুষ্ক মৃত্তিকাতে জন্মায় এমন একটি উদ্ভিদ হল –
- গরান
- তরমুজ
- ক্যাকটাস
- গেঁওয়া
উত্তর – 3. ক্যাকটাস
নীচের যে উদ্ভিদটি হ্যালোফাইট নয় সেটি হল –
- সুন্দরী
- ক্যাকটাস
- গরান
- গেঁওয়া
উত্তর – 2. ক্যাকটাস
মরুভূমির উদ্ভিদকে বলা হয় –
- জাঙ্গল উদ্ভিদ
- জলজ উদ্ভিদ
- পরাশ্রয়ী উদ্ভিদ
- ক্ষণজীবী উদ্ভিদ
উত্তর – 1. জাঙ্গল উদ্ভিদ
ফণীমনসার কাণ্ডকে বলা হয় –
- গ্রন্থিকাণ্ড
- পর্ণকাণ্ড
- পর্ণবৃত্ত
- মৃদগতকাণ্ড
উত্তর – 2. পর্ণকাণ্ড
জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয় –
A. কাঁটায়
B. আকর্ষে
C. শল্কে
D. ফুলে
উত্তর – কাঁটায়
মাছকে জলের মধ্যে গভীরতা পরিবর্তন করতে সাহায্য করে –
A. পটকা
B. পাখনা
C. আঁশ
D. ল্যাজ
উত্তর – পটকা
নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?
A. রেডগ্রন্থি
B. অগ্র প্রকোষ্ঠ
C. গ্যস্ট্রিক গ্রন্থি
D. রেটি মিরাবিলি
উত্তর – রেটি মিরাবিলি
বায়ুথলি দেখা যায় –
A. মানুষে
B. পায়রায়
C. হরিণে
D. তিমিতে
উত্তর – পায়রায়
ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য পায়রার দেহে থাকে –
A. কীল
B. পালক
C. বায়ুথলি
D. ল্যাজ
উত্তর – বায়ুথলি
সুন্দরবন অঞ্চলে লবণপূর্ণ মাটি থেকে জল ও অক্সিজেন গ্রহণ অসুবিধাজনক বলে একে বলে –
A. ভৌত শুষ্ক মৃত্তিকা
B. শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
C. লবণাক্ত মৃত্তিকা
D. ল্যাটারাইট মৃত্তিকা
উত্তর – শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় মূলত যে উপাদানগুলি গ্রহণে উদ্ভিদের অসুবিধা হয় –
A. CO₂ ও জল
B. লবণ ও জল
C. জল ও O₂
D. কোনোটিই নয়
উত্তর – জল ও O₂
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয়, সেটি হল –
A. ক্যাকটাস
B. পদ্ম
C. সুন্দরী
D. কোনোটিই নয়
উত্তর – সুন্দরী
জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হল –
A. পাতার সংখ্যা হ্রাস
B. পাতার কাঁটায় পরিণত হওয়া
C. শ্বাসমূল
D. কিউটিকল
উত্তর – কিউটিকল
লবণ সহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে তার নাম –
A. পলাশ
B. ক্যাকটাস
C. তেঁতুল
D. সুন্দরী
উত্তর – সুন্দরী
শ্বাসমূল দেখা যায় –
A. সুন্দরী গাছে
B. ক্যাকটাসে
C. মটর গাছে
D. খেজুর গাছে
উত্তর – সুন্দরী গাছে
নিউম্যাটোফোর থাকে –
A. হ্যালোফাইটে
B. মেসোসাইটে
C. হাইড্রোফাইটে
D. জেরোফাইটে
উত্তর – হ্যালোফাইটে
জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় –
A. গরান গাছে
B. ক্যাকটাসে
C. ওক গাছে
D. পাইন গাছে
উত্তর – গরান গাছে
জলক্ষয় সহনের জন্য উটের অভিযোজনগত বৈশিষ্ট্য নয় –
A. ঘাম নিঃসরণ কম হওয়া
B. গাঢ় মূত্র ত্যাগ করা
C. ভেষজ উদ্ভিদ খাওয়া
D. পাকস্থলীতে জলসঞ্চয় ক্ষমতা
উত্তর – ভেষজ উদ্ভিদ খাওয়া
উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ হল –
A. এদের RBC লম্বাটে
B. এদের মল-মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
C. এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে
D. কুঁজে জল সঞ্চিত থাকে
উত্তর – এদের RBC লম্বাটে
উঠের RBC প্রাথমিক আকারের প্রায় যত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা হল –
A. 120%
B. 60%
C. 240%
D. 360%
উত্তর – 240%
মরু অঞ্চলের প্রাণীদের দেহত্বক –
A. খুব পাতলা
B. পাতলা
C. মাঝারি
D. পুরু
উত্তর – পুরু
উট দীর্ঘদিন জলপান না করলে কী পরিবর্তন দেখা যায়?
A. মারা যায়
B. প্রখর রৌদ্রে ভ্রমণ বন্ধ করে দেয়
C. উটের কুঁজ ক্রমশ ছোটো হয়ে যায়
D. কোনোটিই নয়
উত্তর – উটের কুঁজ ক্রমশ ছোটো হয়ে যায়
চক্ষুপল্লব লম্বা লম্বা রোম দ্বারা ঘেরা থাকে –
A. কুকুরের
B. বেড়ালের
C. উটের
D. শেয়ালের
উত্তর – উটের
দেহে জল সংরক্ষণের ব্যবস্থা থাকে –
A. গোরুর
B. ঘোড়ার
C. উটের
D. শিম্পাঞ্জির
উত্তর – উটের
নিম্নলিখিত প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোশ দেখা যায় সেটি হল –
A. শেয়াল
B. উট
C. বাঘ
D. সিংহ
উত্তর – উট
নিম্নলিখিত যে প্রাণীর লোহিত রক্ত কণিকা স্বাভাবিক আকারের 240% বৃদ্ধি পেতে পারে, সেটি হল –
A. মানুষ
B. ইঁদুর
C. উট
D. শিম্পাঞ্জি
উত্তর – উট
নীচের যে প্রাণীটির লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, সেটি হল –
A. উট
B. পাখি
C. ব্যাং
D. কোনোটিই নয়
উত্তর – উট
উইপোকার ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই শিকারে অভ্যস্ত প্রাণী হল –
A. বাঘ
B. হাতি
C. শিম্পাঞ্জি
D. বানর
উত্তর – শিম্পাঞ্জি
পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার সময় অ্যাসপিলিয়া রুডিস অথবা অন্যান্য ভেষজ উদ্ভিদ গ্রহণ করে যে প্রাণী, তা হল –
A. হাতি
B. বাঘ
C. শেয়াল
D. শিম্পাঞ্জি
উত্তর – শিম্পাঞ্জি
শিম্পাঞ্জির আচরণ নিয়ে কাজ করেন ইংল্যান্ডের যে বিজ্ঞানী –
A. কার্ল ভন ফ্রিশ
B. ল্যামার্ক
C. ডারউইন
D. জেন গুডাল
উত্তর – জেন গুডাল
মৌমাছির ভাষা আবিষ্কার করেন যে অস্ট্রিয়ান বিজ্ঞানী –
A. নিকো টিনবারজেন
B. কার্ল ভন ফ্রিশ
C. জেন গুডাল
D. কনরাড লোরেঞ্জ
উত্তর – কার্ল ভন ফ্রিশ
নীচের কোন্ প্রাণটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদানপ্রদান করে তা শনাক্ত করো –
A. শিম্পাঞ্জি
B. আরশোলা
C. ময়ূর
D. মৌমাছি
উত্তর – মৌমাছি
শ্রমিক স্কাউট মৌমাছিরা বৃত্তাকার নাচের মাধ্যমে অন্যদের কী বোঝায়?
A. জলের সন্ধান পাওয়া গেছে
B. খাবারের সন্ধানপাওয়া গেছে
C. মধুর সন্ধান পাওয়া গেছে
D. মোমের সন্ধান পাওয়া গেছে
উত্তর – খাবারের সন্ধানপাওয়া গেছে
ওয়াগল কথার অর্থ হল –
A. আন্দোলন বা কম্পন
B. বৃত্ত
C. কোণ
D. কোনোটিই নয়
উত্তর – আন্দোলন বা কম্পন
মৌমাছির ওয়াগলটেল নৃত্যের মহড়া দেখতে কেমন?
A. S আকৃতির
B. J আকৃতির
C. 9 আকৃতির
D. ৪ আকৃতির
উত্তর – ৪ আকৃতির
ওয়াগল নৃত্যে অংশ নেয় –
A. রানি মৌমাছি
B. শ্রমিক মৌমাছি
C. পুরুষ মৌমাছি
D. রাজা মৌমাছি
উত্তর – শ্রমিক মৌমাছি
শূন্যস্থান পূরণ করো
আচরণ প্রাণীদের_ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে।
উত্তর – আচরণ প্রাণীদের অস্তিত্ব রক্ষা ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে।
ফণীমনসা হল একপ্রকার_উদ্ভিদ।
উত্তর – ফণীমনসা হল একপ্রকার জাঙ্গল উদ্ভিদ।
অভিযোজনের লক্ষ্যে পাতা কাঁটায় পরিবর্তিত হলে কাঁটাগুলিকে_বলে।
উত্তর – অভিযোজনের লক্ষ্যে পাতা কাঁটায় পরিবর্তিত হলে কাঁটাগুলিকে পত্রকণ্টক বলে।
_ এর দেহকোশগুলি মিউসিলেজ সমন্বিত হওয়ায় এদের জল সঞ্চয় করার ক্ষমতা বৃদ্ধি পায়।
উত্তর – ক্যাকটাস -এর দেহকোশগুলি মিউসিলেজ সমন্বিত হওয়ায় এদের জল সঞ্চয় করার ক্ষমতা বৃদ্ধি পায়।
মাছের জলজ অভিযোজন হল একপ্রকার_অভিযোজন।
উত্তর – মাছের জলজ অভিযোজন হল একপ্রকার মুখ্য অভিযোজন।
রুইমাছের উদ্স্থৈতিক অঙ্গটি হল_।
উত্তর – রুইমাছের উদ্স্থৈতিক অঙ্গটি হল পটকা।
রুইমাছের_অঙ্গসংস্থানগত অভিযোজনের উদাহরণ।
উত্তর – রুইমাছের পটকা অঙ্গসংস্থানগত অভিযোজনের উদাহরণ।
বায়বীয় পরিবেশে বিচরণের জন্য প্রাণীদেহে যে অভিযোজন দেখা যায় তাকে_অভিযোজন বলে।
উত্তর – বায়বীয় পরিবেশে বিচরণের জন্য প্রাণীদেহে যে অভিযোজন দেখা যায় তাকে খেচর অভিযোজন বলে।
পায়রার ফুসফুসের সঙ্গে_টি বায়ুথলি থাকে।
উত্তর – পায়রার ফুসফুসের সঙ্গে 9 টি বায়ুথলি থাকে।
পায়রার উড্ডয়নে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সরবরাহে সাহায্য করে_।
উত্তর – পায়রার উড্ডয়নে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি সরবরাহে সাহায্য করে বায়ুথলি।
লবণাম্বু উদ্ভিদ হলেও_গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না।
উত্তর – লবণাম্বু উদ্ভিদ হলেও সুন্দরী গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না।
সুন্দরীর শ্বাসকার্যে সাহায্যকারী মূলকে_বলে।
উত্তর – সুন্দরীর শ্বাসকার্যে সাহায্যকারী মূলকে শ্বাসমূল বলে।
সুন্দরীর শ্বাসমূল বা নিউম্যাটোফোরের মাথায় যে ছিদ্র থাকে তাকে বলে_।
উত্তর – সুন্দরীর শ্বাসমূল বা নিউম্যাটোফোরের মাথায় যে ছিদ্র থাকে তাকে বলে শ্বাসছিদ্র/নিউম্যাথোড।
উইপোকা শিকারের ক্ষেত্রে শিম্পাঞ্জির ফিশিং টুল -এর ব্যবহার একটি_অভিযোজন।
উত্তর – উইপোকা শিকারের ক্ষেত্রে শিম্পাঞ্জির ফিশিং টুল -এর ব্যবহার একটি আচরণগত অভিযোজন।
মৌনৃত্য প্রদর্শন করে মূলত_নামক কর্মী মৌমাছিরা।
উত্তর – মৌনৃত্য প্রদর্শন করে মূলত স্কাউট নামক কর্মী মৌমাছিরা।
_একজন ব্রিটিশ প্রাইমেটোলজিস্ট ছিলেন যিনি শিম্পাঞ্জির সামাজিক ও পারিবারিক জীবন সংক্রান্ত বিষয়ে কাজ করেন।
উত্তর – জেন গুডাল একজন ব্রিটিশ প্রাইমেটোলজিস্ট ছিলেন যিনি শিম্পাঞ্জির সামাজিক ও পারিবারিক জীবন সংক্রান্ত বিষয়ে কাজ করেন।
মৌমাছির ৪ আকারের ন্যায় নৃত্য করাকে_বলে।
উত্তর – মৌমাছির ৪ আকারের ন্যায় নৃত্য করাকে ওয়াগল নৃত্য বলে।
সত্য/মিথ্যা নির্বাচন করো
অভিব্যক্তির অন্যতম কারণ হল অভিযোজন।
উত্তর – সত্য [সূত্র – অভিযোজনের ফলে কোনো প্রজাতির জীবদেহে যেসব পরিবর্তন হয়, সেগুলি পুঞ্জীভূত হয়েই জীবপ্রজাতিটির অভিব্যক্তি ঘটায়।]
জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়।
উত্তর – সত্য [সূত্র – মরু অঞ্চলে জলসংরক্ষণে বাষ্পমোচন রোধে এই প্রকার অভিযোজন দেখা যায়।]
রুইমাছ একটি প্রাথমিক জলজ প্রাণী।
উত্তর – সত্য [সূত্র – কারণ উৎপত্তির সময় থেকেই রুইমাছ জলে বসবাস করে।]
মাছের পটকায় রিটি মিরাবিলি উপস্থিত থাকে।
উত্তর – সত্য [সূত্র – এটি পটকার গ্যাস শোষণ করে মাছকে জলের গভীরে যেতে সাহায্য করে।]
পায়রার দেহে 13টি বায়ুথলি থাকে।
উত্তর – মিথ্যা [সূত্র – পায়রার দেহে ৭টি বায়ুথলি থাকে।]
শ্বাসমূল সুন্দরী গাছে দেখা যায়।
উত্তর – সত্য [সূত্র – মাটি থেকে অক্সিজেন গ্রহণ সম্ভব হয় না বলে শ্বাসমূল সুন্দরীকে বায়ু থেকে O2 গ্রহণে সাহায্য করে।]
মাটি থেকে গৃহীত অতিরিক্ত লবণ নির্গমনে সুন্দরীর অভিযোজন দেখা যায়।
উত্তর – সত্য [সূত্র – পাতা ও কান্ডে লবণ গ্রন্থির উপস্থিতি এইরূপ অভিযোজনগত বৈশিষ্ট্য।]
উটের লোহিত কণিকা গোলাকার ও নিউক্লিয়াসযুক্ত হয়।
উত্তর – মিথ্যা [সূত্র – উটের লোহিত রক্ত কণিকা ডিম্বাকৃতি ও নিউক্লিয়াস-বিহীন। মারজিনাল ব্যান্ড নামক গঠন থাকায় তা ডিম্বাকার হয়। এটি জল ধারণে সাহায্য করে। অন্য স্তন্যপায়ীর RBC দ্বি-অবতল হয়।]
শিম্পাঞ্জিরা মাছ ধরার জন্য ফিশিংটুল ব্যবহার করে।
উত্তর – মিথ্যা [সূত্র – শিম্পাঞ্জিরা উইপোকা ধরার জন্য ফিশিং টুল ব্যবহার করে।]
মরু অভিযোজন দেখা যায় এমন একটি প্রাণী হল পায়রা।
উত্তর – মিথ্যা [সূত্র – পায়রার খেচর অভিযোজন দেখা যায়, মরু অভিযোজন উটে দেখা যায়।]
খাদ্যের সন্ধান পেলে রানি মৌমাছি মৌনৃত্য প্রদর্শন করে।
উত্তর – মিথ্যা [সূত্র – খাদ্যের সন্ধান পেলে স্কাউট মৌমাছিরা মৌনৃত্য প্রদর্শন করে।]
খাদ্যের উৎস 100m -এর বেশি দূরত্বে হলে মৌমাছি চক্রাকার নৃত্য পরিবেশন করে।
উত্তর – মিথ্যা [সূত্র – খাদ্যের উৎস 100m -এর বেশি দূরত্বে হলে মৌমাছি রাউন্ড নৃত্য পরিবেশন করে।]
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. গাছের পাতার কাঁটায় রূপান্তর | A. সুন্দরীর অভিযোজন |
2. বায়ুথলির উপস্থিতি | B. উটের অভিযোজন |
3. ডিম্বাকৃতি RBC | C. মৌমাছির অভিযোজন |
4. খাদ্যের দিক নির্দেশ দেওয়ার জন্য নৃত্য প্রদর্শন | D. ক্যাকটাসের অভিযোজন |
5. ভেষজ ঔষধির ব্যবহার | E. পায়রার অভিযোজন |
6. শ্বাসমূল | F. রুইমাছের অভিযোজন |
G. শিম্পাঞ্জির অভিযোজন |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. গাছের পাতার কাঁটায় রূপান্তর | D. ক্যাকটাসের অভিযোজন |
2. বায়ুথলির উপস্থিতি | E. পায়রার অভিযোজন |
3. ডিম্বাকৃতি RBC | B. উটের অভিযোজন |
4. খাদ্যের দিক নির্দেশ দেওয়ার জন্য নৃত্য প্রদর্শন | C. মৌমাছির অভিযোজন |
5. ভেষজ ঔষধির ব্যবহার | G. শিম্পাঞ্জির অভিযোজন |
6. শ্বাসমূল | A. সুন্দরীর অভিযোজন |
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. সুন্দরীর শারীরবৃত্তীয় অভিযোজন | A. পটকা |
2. ক্যাকটাসের অঙ্গসংস্থানগত অভিযোজন | B. ডিম্বাকৃতি RBC |
3. উটের শারীরবৃত্তীয় অভিযোজন | C. শ্বাসমূল |
4. রুইমাছের অঙ্গসংস্থানগত অভিযোজন | D. বায়ুথলি |
5. মৌমাছির আচরণগত অভিযোজন | E. পত্রকণ্টক |
6. পায়রার শারীরবৃত্তীয় অভিযোজন | F. ওয়াগল নৃত্য |
G. ঘন লোমের উপস্থিতি |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. সুন্দরীর শারীরবৃত্তীয় অভিযোজন | C. শ্বাসমূল |
2. ক্যাকটাসের অঙ্গসংস্থানগত অভিযোজন | E. পত্রকণ্টক |
3. উটের শারীরবৃত্তীয় অভিযোজন | B. ডিম্বাকৃতি RBC |
4. রুইমাছের অঙ্গসংস্থানগত অভিযোজন | A. পটকা |
5. মৌমাছির আচরণগত অভিযোজন | F. ওয়াগল নৃত্য |
6. পায়রার শারীরবৃত্তীয় অভিযোজন | D. বায়ুথলি |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
একটি আচরণগত অভিযোজনের উদাহরণ দাও।
মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব অনুযায়ী মৌনৃত্য।
পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের পরিবর্তনকে কী বলে?
পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জীবদেহের পরিবর্তনকে অভিযোজন বলে।
প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে?
গৌণ অভিযোজন।
দুটি ভিন্ন পরিবেশে বাস করবার জন্য জীবের মধ্যে উভয় পরিবেশের উপযোগী অভিযোজন ঘটলে তাকে কী বলে?
দ্বি-অভিযোজন।
জাঙ্গল উদ্ভিদের একটি উদাহরণ দাও।
জাঙ্গল উদ্ভিদের একটি উদাহরণ ফণীমনসা।
ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড কী?

ক্যাকটাসের কাণ্ড চ্যাপটা, পুরু, রসালো ও সবুজ বর্ণের হয়, একে ফাইলোক্ল্যাড বলে।
ক্যাকটাসের কাঁটাগুলি কী ধরনের অঙ্গ?
ক্যাকটাসের কাঁটাগুলি প্রকৃতপক্ষে রূপান্তরিত পাতা।
ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন?
বাষ্পমোচনের হার কমানোর জন্য ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।
বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতার কাঁটায় রূপান্তর একটি অঙ্গ-সংস্থানগত অভিযোজন।
কোন্ গাছে পর্ণকাণ্ড দেখা যায়?
ক্যাকটাস-জাতীয় গাছে পর্ণকান্ড দেখা যায়।
ক্যাকটাসের পর্ণকান্ডের গুরুত্ব লেখো।
ক্যাকটাসের পর্ণকান্ড সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ও জল সঞ্চয়ে সাহায্য করে।
ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাতার সংখ্যা হ্রাস পাওয়া কী জাতীয় অভিযোজন?
অঙ্গসংস্থানগত অভিযোজন।
কয়েকটি জেরোফাইটের নাম বলো।
কয়েকটি জেরোফাইটের নাম ফণীমনসা, ঘৃতকুমারী।
একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম মাছ।
একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম তিমি।
মাছের দেহের কোথায় পটকা অবস্থিত?
মাছের পটকা দেহে উদরগহ্বরের ওপরের দিকে পৌষ্টিকনালী ও বৃক্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
রুইমাছের পটকার গাত্র থেকে বায়ু নির্গত হয় না কেন?
রুইমাছের পটকার গাত্রে গুয়ানিন কেলাসের আবরণ থাকে, যা গ্যাসের পক্ষে অভেদ্য। সেইজন্য পটকার গাত্র থেকে বায়ু নির্গত হতে পারে না।
রুইমাছের পটকায় অবস্থিত রক্ত জালকটির নাম কী?
রুইমাছের পটকায় অবস্থিত রক্ত জালকটির নাম রেটি মিরাবিলি।
রুইমাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি?
অথবা, রুইমাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে কোন্ অঙ্গ?
রুইমাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ পটকা।
রুইমাছের পটকার গ্যাস সৃষ্টিকারী গ্রন্থিটির নাম কী?
রুইমাছের পটকার গ্যাস সৃষ্টিকারী গ্রন্থিটির নাম রেড গ্রন্থি।
একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম পায়রা।
একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম লেখো।
একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম বাদুড়।
পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ুথলি আছে?
পায়রার 4টি যুগ্ম এবং 1টি একক বায়ুথলি আছে।
পায়রার খেচর অভিযোজন বায়ুথলির যে – কোনো একটি ভূমিকা লেখো।
পায়রার খেচর অভিযোজনে বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হলে দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, যার ফলে পায়রা সহজে বাতাসে ভেসে থাকতে পারে।
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোথায় দেখা যায়?
সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষত উপকূলের লবণাক্ত মৃত্তিকাই হল শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা।
একটি হ্যালোফাইটের নাম বলো।
একটি হ্যালোফাইটের নাম সুন্দরী।
লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো।
লবণাম্বু উদ্ভিদ বা সুন্দরী গাছের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য হল শ্বাসমূলের উপস্থিতি।
লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতায় লবণগ্রন্থি উপস্থিত, যার দ্বারা জলের মাধ্যমে শোষিত অতিরিক্ত লবণ নির্গত হয়।
কোন্ উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে?
সুন্দরী, গরান ইত্যাদি লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে।
নিউম্যাথোড কী?
লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরীর শ্বাসমূলের শীর্ষে অবস্থিত যে ছিদ্রপথে অক্সিজেন গৃহীত হয়, তাকে নিউম্যাথোড বা শ্বাসছিদ্র বলে।
লবণগ্রন্থি সুন্দরী উদ্ভিদের কোথায় দেখা যায়? এটি কী করে?

সুন্দরী উদ্ভিদের পাতায় লবণগ্রন্থি থাকে যা দেহে গৃহীত অতিরিক্ত লবণ মুক্ত করে।
গাঢ় মূত্র ত্যাগের মাধ্যমে দেহে জল নির্গমনের পরিমাণ কমায় এমন একটি প্রাণীর উদাবরণ দাও।
উট।
উটের RBC -এর আকৃতি ডিম্বাকার হওয়ার সুবিধা কী?
উটের RBC -এর ডিম্বাকৃতি হওয়ার ফলে জলহীন অবস্থাতেও সরু রক্তবাহের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে।
উঠের কুঁজে কোন্ পদার্থ সঞ্চিত থাকে?
ফ্যাট।
উইঢিপিতে কাঠি ঢুকিয়ে উইপোকা বের করে কোন্ প্রাণীরা খায়?

শিম্পাঞ্জি।
কোন্ আচরণ-বিজ্ঞানী সর্বপ্রথম বন্য শিম্পাঞ্জিদের আচার-আচরণ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করেন?
জেন গুডাল।
শিম্পাঞ্জির বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হাতুড়ি ও নেহাই -এর মধ্যে নেহাই ‘টি কী?
শিম্পাঞ্জির বাদামের খোলা ভাঙার ক্ষেত্রে ব্যবহৃত হাতুড়ি ও নেহাই -এর নেহাই’টি হল শক্ত পাথরের পাটাতন বিশেষ।
শিম্পাঞ্জির ঔষধি ভক্ষণের অভিযোজনগত গুরুত্ব বলো।
পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা বনৌষধি ভক্ষণের মাধ্যমে রোগ নিরাময়ের জন্য চেষ্টা করে।
কোন্ বিজ্ঞানী মৌনৃত্যের রীতিনীতির (মৌমাছির ভাষা) ব্যাখ্যা প্রদান করেন?
জার্মান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ।
মৌমাছির আচরণে কোন্ রাসায়নিক পদার্থ অংশগ্রহণ করে?
ফেরোমোন।
50-75m দূরত্বের খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা কোন্ প্রকার নৃত্য পরিবেশন করে?
চক্রাকার নৃত্য বা রাউন্ড ডান্স।
75-100m -এর দূরত্বের মধ্যে খাদ্যের উৎস শনাক্ত করার জন্য মৌমাছিরা কোন্ প্রকার নৃত্য পরিবেশন করে?
ওয়াগ্ল নৃত্য।
মৌমাছির ওয়াগ্ল নৃত্যের গতিপথ কেমন হয়?
মৌমাছির ওয়াগ্ল নৃত্যের গতিপথ ইংরেজি সংখ্যা ‘৪’ আকৃতির হয়।
ওয়াগ্ল নৃত্যের সাহায্যে স্কাউট বা বার্তাবহ কর্মী মৌমাছিরা কীসের দিক নির্দেশ করতে পারে?
ওয়াগ্ল নৃত্যের সাহায্যে স্কাউট বা বার্তাবহ কর্মী মৌমাছিরা খাবারের বা মকরন্দের উৎসের দিক নির্দেশ করতে পারে।
ওয়াগ্ল নৃত্য কারা করে?
স্কাউট মৌমাছিরা।
জীব উৎপত্তির ভিনগ্রহ উদ্ভব তত্ত্ব বা কসমিক অরিজিন অফ লাইফ বলতে কী বোঝ?
রাশিয়ান বিজ্ঞানী এরিক ফন্ দানিকেন মনে করেন যে অন্য কোনো গ্রহ থেকে পৃথিবীতে জীবের সর্বপ্রথম আবির্ভাব হয়। বিজ্ঞানী দানিকেন -এর ধারণাকে জীব উৎপত্তির ভিনগ্রহ উদ্ভব তত্ত্ব বলা হয়।
জীব উৎপত্তির সায়ানোজেন তত্ত্ব সম্পর্ক কী জান?
জার্মান বিজ্ঞানী ফ্লুজার -এর মতে পৃথিবীর শীতলীকরণের সময় কার্বন ও নাইট্রোজেন মিলিত হয়ে সায়ানোজেন নামক প্রোটিন যৌগ উৎপন্ন করে। সায়ানোজেন থেকে প্রোটোপ্লাজমের উৎপত্তি ঘটে। এই ধারণাকে সায়ানোজেন মতবাদ বলে।
জীব উৎপত্তির অ্যাবায়োজেনেসিস বা স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব কাকে বলে?
গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, ভন হেলমন্ট প্রভৃতি ব্যক্তি অ্যাবায়োজেনেসিস মতবাদ বা স্বতস্ফূর্ত উদ্ভব তত্ত্বের প্রবক্তা। তাঁদের মতে অজৈব উপাদান থেকে স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীতে জীবের উৎপত্তি ঘটেছিল। অ্যাবায়োজেনেসিসের অপর নাম বায়োপোয়েসিস।
মিসিং লিংক বা হৃতযোজক বা সংযোগরক্ষাকারী জীব কাকে বলে?
বিবর্তনের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দুটি পৃথক জীবগোষ্ঠীর মধ্যে সংযোগকারী বহু প্রাণী লুপ্ত হওয়ায় সেই স্থানে ফাঁক সৃষ্টি হয়েছে। এই ধরনের প্রাণীদের মিসিং লিংক বা হৃতযোজক বলা হয়। জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে এই ফাঁকগুলি পূরণ করা সম্ভব হয়েছে। এইরূপ একটি প্রাণী হল আর্কিওটেরিক্স। এদের মধ্যে সরীসৃপ ও পক্ষী-উভয় শ্রেণির বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এই কারণে এদের এই দুটি শ্রেণির মিসিং লিংক হিসেবে গণ্য করা হয়।
ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও।
যে হৃৎপিন্ডের মধ্যে দিয়ে শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত প্রবাহিত হয় তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে। যেমন – মাছের হৃৎপিণ্ড।
ওড়ার জন্য পায়রার দেহাকৃতির কী পরিবর্তন ঘটেছে?
ওড়ার সময়ে দ্রুতগতি লাভ করার জন্য ও বাতাসের প্রতিরোধ কমানোর জন্য পায়রার দেহ মাকুর মতো আকৃতি লাভ করেছে।
রুই মাছের চিত্র অঙ্কন করে জলজ অভিযোজনের মূল বৈশিষ্ট্য চিহ্নিত করো।
রুইমাছের জলজ অভিযোজনের চিহ্নিত চিত্র –
সাধারণত দুই প্রকারের অভিযোজন দেখা যায়-মুখ্য অভিযোজন ও গৌণ অভিযোজন। কোনো জীবের উৎপত্তি যে পরিবেশে হয়েছে বা পূর্বপুরুষ যে পরিবেশে অভিযোজিত হয়েছে সেই স্থানে সেই জীবের অভিযোজনকে মুখ্য অভিযোজন বলে। যেমন – যে-কোনো মাছ। আবার কোনো জীবের উৎপত্তি যে পরিবেশে হয়েছে সেই স্থানে অভিযোজিত না হয়ে সেই জীব যদি অন্য পরিবেশে অভিযোজিত হয়, তাকে গৌণ অভিযোজন বলা হয়। যেমন – তিমির অভিযোজন। তিমি স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও এদের জলজ অভিযোজন হয়েছে।
লবণাম্বু উদ্ভিদ সমুদ্র তীরবর্তী নরম মাটিতে জন্মায়। এদের মূল নরম মাটিকে আঁকড়ে ধরতে পারে না। ফলে কান্ড মাটিতে সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই লবণাম্বু উদ্ভিদে ঠেসমূল ও অধিমূল দেখা যায়। ওই মূল দুটি কান্ডের গোড়া থেকে বেরিয়ে মাটিতে প্রবেশ করে গাছটিকে খাড়াভাবে ধরে রাখতে সাহায্য করে।
পায়রার বক্ষ অঞ্চলের স্টারনাম অস্থি নৌকো আকৃতির কীল অস্থি গঠন করে, যা উড্ডয়ন পেশিগুলিকে ধরে রাখে।
মৌমাছি সাধারণত ঘণ্টায় 15-20 মাইল বেগে উড়তে পারে। গবেষণায় জানা গেছে মৌমাছিদের নিউরোনের সংখ্যা প্রায় লক্ষাধিক এবং মৌমাছিরা খুব ভালো মানুষের মুখ চিনতে পারে।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” অধ্যায়ের ‘আচরণ এবং অভিযোজন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন