মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” অধ্যায়ের ‘অভিব্যক্তি‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
অভিব্যক্তির ধারণা, জীবনের উৎপত্তি,  – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

অভিব্যক্তির ধারণা, জীবনের উৎপত্তি, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো

যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় কোনো উদবংশীয় সরল জীব থেকে অপেক্ষাকৃত জটিল জীবের সৃষ্টি হয়, তাকে বলে –

  1. জৈব অভিব্যক্তি
  2. অভিযোজন
  3. পরিবৃত্তি
  4. পরিব্যক্তি

উত্তর – 1. জৈব অভিব্যক্তি

আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে বলে –

  1. প্রকরণ
  2. অভিব্যক্তি
  3. অভিযোজন
  4. আচরণ

উত্তর – 2. অভিব্যক্তি

Evolution শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী –

  1. ল্যামার্ক
  2. ডারউইন
  3. হুগো দ্য ভ্রিস
  4. হারবার্ট স্পেনসার

উত্তর – 4. হারবার্ট স্পেনসার

অভিব্যক্তি অধ্যয়নের একক হল –

  1. DNA
  2. RNA
  3. প্রোটিন
  4. প্রজাতি

উত্তর – 4. প্রজাতি

পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল –

  1. বিপাক
  2. গমন
  3. অভিব্যক্তি
  4. অভিযোজন

উত্তর – 3. অভিব্যক্তি

জীবনের উৎপত্তি তত্ত্ব বা রাসায়নিক বিবর্তনবাদ প্রথম প্রবর্তন করেন –

  1. পাস্তুর
  2. ওপারিন ও হ্যালডেন
  3. ডারউইন
  4. মেন্ডেল

উত্তর – 2. ওপারিন ও হ্যালডেন

The Origin of Life গ্রন্থটি রচনা করেন –

  1. ডারউইন
  2. ওপারিন
  3. পাস্তুর
  4. এস ডাব্লু ফক্স

উত্তর – 2. ওপারিন

জীবনের উৎপত্তির সঙ্গে সংশ্লিষ্ট সরল যৌগগুলি হল –

  1. CH4, H2S
  2. NH3, CO
  3. CH4, NH3
  4. CO2, CO

উত্তর – 3. CH4, NH3

পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল –

  1. হাইড্রোজেন
  2. অক্সিজেন
  3. অ্যামোনিয়া
  4. মিথেন

উত্তর – 2. অক্সিজেন

বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক্ পরিবেশটি ছিল –

  1. সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ
  2. নদীরে জলে ঠান্ডা লঘু স্যুপ
  3. সমুদ্রের জলে ঠান্ডা লঘু স্যুপ
  4. মাটির তলার জলে তপ্ত ঘন স্যুপ

উত্তর – 1. সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ

পৃথিবীতে সর্বপ্রথম জীবনের বা প্রাণের আবির্ভাব ঘটে –

  1. সমুদ্রে
  2. স্থলে
  3. অন্তরীক্ষে
  4. ভূগর্ভে

উত্তর – 1. সমুদ্রে

প্রথম কোশীয় সংগঠন দেখা যায় যেখানে, সেটি হল –

  1. নিউক্লিওপ্রোটিন
  2. কোয়াসারভেট
  3. বায়োন্ট
  4. প্রোটোবায়োন্ট

উত্তর – 2. কোয়াসারভেট

পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয় –

  1. 270 কোটি বছর আগে
  2. 370 কোটি বছর আগে
  3. 100 কোটি বছর আগে
  4. কোনোটিই নয়

উত্তর – 2. 370 কোটি বছর আগে

জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেছেন –

  1. ল্যামার্ক ও ডারউইন
  2. মিলার ও উরে
  3. প্লেটো ও দান্তে
  4. স্টারলিং ও বেলিস

উত্তর – 2. মিলার ও উরে

নীচের কোন্ সজ্জাক্রমটি সঠিক?

  1. জীবনের উৎপত্তি → পৃথিবীর সৃষ্টি → অক্সিজেনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি
  2. পৃথিবীর সৃষ্টি → জীবনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি → অক্সিজেনের উৎপত্তি
  3. পৃথিবীর উৎপত্তি → অক্সিজেনের উৎপত্তি → জীবনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি
  4. পৃথিবীর উৎপত্তি → জীবনের উৎপত্তি → মুক্ত অক্সিজেনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি

উত্তর – 4. পৃথিবীর উৎপত্তি → জীবনের উৎপত্তি → মুক্ত অক্সিজেনের উৎপত্তি → বহুকোশী জীবের উৎপত্তি

বিজ্ঞানী মিলার ও উরে নীচের যেটি থেকে সরল অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করেন, তা হল –

  1. H2, O2, N2 এবং H2O
  2. H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প
  3. NH3, CH4, HCN
  4. D. N2, NH3, HCN এবং O2

উত্তর – 2. H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প

জীবনের উৎপত্তিতে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল –

  1. নিউক্লিওটাইড
  2. নিউক্লিওসাইড
  3. প্রোটিন
  4. অ্যামিনো অ্যাসিড

উত্তর – 1. নিউক্লিওটাইড

জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে -এই উক্তিটির প্রবক্তা হলেন –

  1. লুই পাস্তুর
  2. ওপারিন
  3. অ্যারিস্টটল
  4. মরগ্যান

উত্তর – 1. লুই পাস্তুর

শূন্যস্থান পূরণ করো

জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ___ যেখানে তুলনামূলক সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটে।

উত্তর – জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অভিব্যক্তি যেখানে তুলনামূলক সরল জীব থেকে জটিল জীবের উৎপত্তি ঘটে।

জীবের পপুলেশনে ___ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে।

উত্তর – জীবের পপুলেশনে প্রকরণ বা ভেদ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে।

জীবন সৃষ্টির বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা হলেন ___।

উত্তর – জীবন সৃষ্টির বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা হলেন লুই পাস্তুর

প্রথম সৃষ্ট নিউক্লিওটাইড ___ প্রকৃতির ছিল।

উত্তর – প্রথম সৃষ্ট নিউক্লিওটাইড RNA প্রকৃতির ছিল।

অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি বিজ্ঞানী ___ -এর লেখা।

উত্তর – অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি বিজ্ঞানী ওপারিন -এর লেখা।

জীবনের রাসায়নিক উৎপত্তিকে ___ বলা হয়।

উত্তর – জীবনের রাসায়নিক উৎপত্তিকে কেমোজেনি বলা হয়।

বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোনো জীব সৃষ্টি হয় ___ থেকে।

উত্তর – বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোনো জীব সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে।

হট ডাইলিউট স্যুপের অপর নাম হল ___।

উত্তর – হট ডাইলিউট স্যুপের অপর নাম হল প্রিবায়োটিক স্যুপ

ওপারিনের মতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত যে আদিকোশ গঠিত হয়েছিল, তাকে ___ বলে।

উত্তর – ওপারিনের মতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত যে আদিকোশ গঠিত হয়েছিল, তাকে কোয়াসারভেট বলে।

জৈব অভিব্যক্তির একটি পর্যায়ে এককোশী জীবের উৎপত্তির পর ___ ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে।

উত্তর – জৈব অভিব্যক্তির একটি পর্যায়ে এককোশী জীবের উৎপত্তির পর সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে।

প্রোটোসেল ___ পর্দাবৃত।

উত্তর – প্রোটোসেল দ্বিস্তরীয় পর্দাবৃত।

জীবন উৎপত্তির আদি পর্যায়ে ___ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়।

উত্তর – জীবন উৎপত্তির আদি পর্যায়ে কোয়াসারভেট ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়।

মিলার ও ___ কেমোজেনির পরীক্ষালব্ধ প্রমাণ প্রথম দিয়েছিলেন।

উত্তর – মিলার ও উরে কেমোজেনির পরীক্ষালব্ধ প্রমাণ প্রথম দিয়েছিলেন।

মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত প্রধান জৈবরাসায়নিক পদার্থ ছিল ___।

উত্তর – মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত প্রধান জৈবরাসায়নিক পদার্থ ছিল অ্যামিনো অ্যাসিড

মিলার ও উরে CH4, NH3, H2 এবং ___ নিয়ে তাঁদের পরীক্ষা করেছিলেন।

উত্তর – মিলার ও উরে CH4, NH3, H2 এবং H2O নিয়ে তাঁদের পরীক্ষা করেছিলেন।

___ মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন ঘটলে পরবর্তী পর্যায়ে ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটে।

উত্তর – মাছের মতো মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন ঘটলে পরবর্তী পর্যায়ে ডাঙার উদ্ভিদের বিবর্তন ঘটে।

গ্রিক দার্শনিক ___ -এর মতে অজৈব বস্তুর রূপান্তরের মাধ্যমেই পৃথিবীতে জৈববস্তুর আবির্ভাব ঘটেছে।

উত্তর – গ্রিক দার্শনিক অ্যারিস্টটল -এর মতে অজৈব বস্তুর রূপান্তরের মাধ্যমেই পৃথিবীতে জৈববস্তুর আবির্ভাব ঘটেছে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

বিজ্ঞানী ডারউইন Evolution শব্দটি প্রবর্তন করেন।

উত্তর – মিথ্যা [সূত্র – বিজ্ঞানী হারবার্ট স্পেনসার Evolution শব্দটি প্রবর্তন করেন।]

বিজ্ঞানী ডারউইন ‘অরিজিন অফ লাইফ অন আর্থ’ নামক বইটি রচনা করেন।

উত্তর – মিথ্যা [সূত্র – অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি বিজ্ঞানী ওপারিন -এর লেখা।]

ধূলিকণা ঘনীভূত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছিল।

উত্তর – সত্য [সূত্র – নেবুলার উৎপত্তি প্রকল্প অনুযায়ী মহাকাশে ধূলিকণা ঘনীভূত হয়ে গ্রহের উৎপত্তি ঘটে।]

প্রাচীন পৃথিবীতে প্রাণসৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলি স্থলে অবস্থান করত।

উত্তর – মিথ্যা [সূত্র – প্রাচীন পৃথিবীতে প্রাণ সৃষ্টির উপাদানগুলি তপ্ত সমুদ্রে অবস্থান করত যা হট ডাইলিউট স্যুপ নামে পরিচিত।]

কোয়াসারভেট মতবাদের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী মিলার।

উত্তর – মিথ্যা [সূত্র – বিজ্ঞানী সিডনি ফক্স হলেন কোয়াসারভেট মতবাদের প্রবক্তা।]

জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন বিজ্ঞানী মিলার ও বিজ্ঞানী উরে।

উত্তর – সত্য [সূত্র – তাঁদের পরীক্ষা বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিনের প্রাণের উৎপত্তি তত্ত্বকে সমর্থন করে।]

জীবনের জৈবরাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল।

উত্তর – সত্য [সূত্র – এই পরীক্ষায় ব্যবহৃত উপাদান হল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, জলীয় বাষ্প।]

প্রথম সৃষ্ট প্রাণ সালোকসংশ্লেষে সক্ষম ছিল।

উত্তর – মিথ্যা [সূত্র – প্রথম সৃষ্ট প্রাণ রাসায়নিক পরভোজী বা কেমোহেটেরোট্রফ ছিল, এরা সালোকসংশ্লেষে অক্ষম ছিল।]

কেমোহেটেরোট্রফ থেকে অবাত ফোটোঅটোট্রফের বিবর্তন কীভাবে ঘটেছে?

সামুদ্রিক জৈব পদার্থই ছিল কেমোহেটেরোট্রফদের শক্তির উৎস। পরবর্তী সময়ে, জৈব পদার্থের অভাবে কেমোঅটোট্রফদের সৃষ্টি হয়। ক্রমে ক্রমবিবর্তনের ফলে সালফার ব্যাকটেরিয়ার মতো অবাত ফোটোঅটোট্রফদের সৃষ্টি হয়।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. হট ডাইলিউট স্যুপA. বিজ্ঞানী মিলার ও উরে
2. অরিজিন অফ লাইফ অন আর্থB. বিজ্ঞানী ডারউইন
3. কেমোজেনির পরীক্ষাC. বিজ্ঞানী ওপারিন
4. ইভোলিউশনD. বিজ্ঞানী হ্যালডেন
5. মাইক্রোস্ফিয়ারE. বিজ্ঞানী স্পেনসার
6. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত প্রকল্পF. বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন
G. বিজ্ঞানী সিডনি ফক্স

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. হট ডাইলিউট স্যুপD. বিজ্ঞানী হ্যালডেন
2. অরিজিন অফ লাইফ অন আর্থC. বিজ্ঞানী ওপারিন
3. কেমোজেনির পরীক্ষাA. বিজ্ঞানী মিলার ও উরে
4. ইভোলিউশনE. বিজ্ঞানী স্পেনসার
5. মাইক্রোস্ফিয়ারG. বিজ্ঞানী সিডনি ফক্স
6. জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত প্রকল্পF. বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত কোলয়েড বিন্দুA. বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন
2. মুক্ত নিউক্লিওটাইড থেকে গঠিত নিউক্লিক অ্যাসিডB. প্রোটোসেল
3. নিউক্লিক অ্যাসিডযুক্ত আদি কোশC. কোয়াসারভেট
4. অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণুD. নগ্ন জিন
5. ATP ব্যবহারে সক্ষম প্রাণ সৃষ্টির আদি অণুE. প্রোটিনয়েড
6. বিজ্ঞানী ফ্লুজারF. মাইক্রোস্ফিয়ার
G. সায়ানোজেন

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত কোলয়েড বিন্দুC. কোয়াসারভেট
2. মুক্ত নিউক্লিওটাইড থেকে গঠিত নিউক্লিক অ্যাসিডD. নগ্ন জিন
3. নিউক্লিক অ্যাসিডযুক্ত আদি কোশB. প্রোটোসেল
4. অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণুE. প্রোটিনয়েড
5. ATP ব্যবহারে সক্ষম প্রাণ সৃষ্টির আদি অণুF. মাইক্রোস্ফিয়ার
6. বিজ্ঞানী ফ্লুজারG. সায়ানোজেন

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন, অ্যামোনিয়া।অ্যামোনিয়া। [সূত্র – অ্যামোনিয়া ছাড়া বাকিগুলি হাইড্রোকার্বন যা পৃথিবীতে সৃষ্ট প্রথম কার্বন যৌগের অন্তর্গত।]
কোয়াসারভেট, নিউক্লিওয়েড, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়োন্ট।নিউক্লিওয়েড। [সূত্র – নিউক্লিওয়েড ছাড়া বাকিগুলি প্রোটোসেল সৃষ্টির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।]
CH4, NH3, H2, H2S।H2S। [সূত্র – বাকিগুলি মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসসমূহ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

আদি কোশের উৎপত্তি : বায়োজেনি : : জীবদেহের পক্ষে গুরুত্বপূর্ণ জৈব যৌগের উৎপত্তি : ___।

উত্তর – কেমোজেনি।

কোয়াসারভেট : হ্যালডেন : : মাইক্রোস্ফিয়ার : ___।

উত্তর – সিডনি ফক্স।

প্রাণের উৎপত্তির তত্ত্ব : হ্যালডেন ও ওপারিন : : প্রাণের উৎপত্তি-সংক্রান্ত পরীক্ষা : ___।

উত্তর – মিলার ও উরে।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
শর্করা সৃষ্টি, স্নেহপদার্থ গঠন, জৈব যৌগের উৎপত্তি, অ্যামিনো অ্যাসিড গঠনজৈব যৌগের উৎপত্তি। [সূত্র – অপর তিনটি হল জৈব যৌগের উৎপত্তির বিভিন্ন পর্যায়।]
প্রাণের অভিব্যক্তির পর্যায়, এককোশী জীবের উৎপত্তি, সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার উৎপত্তি, ডাঙায় উদ্ভিদের বিবর্তনপ্রাণের অভিব্যক্তির পর্যায়। [সূত্র – অপর তিনটি হল প্রাণের অভিব্যক্তির বিভিন্ন পর্যায়।]
কোমোজেনি, বায়োজেনি, প্রাণের উৎপত্তি-সংক্রান্ত তত্ত্ব, কোয়াসারভেট সৃষ্টিপ্রাণের উৎপত্তি-সংক্রান্ত তত্ত্ব। [সূত্র – অপর তিনটি হল প্রাণের উৎপত্তি-সংক্রান্ত তত্ত্ব-সংক্রান্ত বিষয়।]
দ্বিপর্দা আবরণ, ATP ব্যবহার, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েডজাত উপাদানমাইক্রোস্ফিয়ার। [সূত্র – অপর তিনটি হল মাইক্রোস্ফিয়ারের নানা বৈশিষ্ট্য।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

Evolution শব্দটি কে প্রবর্তন করেন?

Evolution শব্দটি কে প্রবর্তন করেন বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

অভিব্যক্তির জনক কে?

অভিব্যক্তির জনক হলেন বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন।

অভিব্যক্তির দুটি কারণ লেখো।

অভিব্যক্তির দুটি কারণ হল মিউটেশন ও অভিযোজন।

পৃথিবীর আনুমানিক বয়স কত?

পৃথিবীর আনুমানিক বয়স হল 460 কোটি বছর।

পৃথিবীতে প্রাণের আবির্ভাব কত বছর আগে হয়েছিল?

পৃথিবীতে প্রাণের আর্বিভাব 370 কোটি বছর আগে হয়েছিল।

প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব কোথায় হয়েছিল?

প্রথম প্রাণের বা জীবনের আবির্ভাব হয়েছিল জলে (সমুদ্রে)।

প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কী প্রকারের ছিল?

বিজ্ঞানীদের মতে, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড RNA প্রকৃতির ছিল।

আদি পৃথিবীতে কার্বন কীরূপে ছিল?

আদি পৃথিবীতে কার্বন বিজারিতরূপে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ হিসেবে ছিল।

আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি কী কী?

আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হাইড্রোকার্বনগুলি হল – মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি।

কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কী বলা হয়?

কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে প্রোটোসেল বলা হয়।

মাইক্রোস্ফিয়ার জীবন উৎপত্তি গুরুত্বপূর্ণ -এটি কার ধারণা?

মাইক্রোস্ফিয়ার জীবন উৎপত্তি গুরুত্বপূর্ণ -এটি বিজ্ঞানী সিডনি ফক্স -এর ধারণা।

মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের মধ্যে কোনটি ATP ব্যবহারে সক্ষম ছিল?

মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেটের মধ্যে মাইক্রোস্ফিয়ার ATP ব্যবহারে সক্ষম ছিল।

কোয়াসারভেট ধারণাটি প্রথম কে উপস্থাপন করেন?

আলেকজান্ডার ওপারিন ও জে বি এস হ্যালডেন কোয়াসারভেট ধারণাটি প্রথম উপস্থাপন করেন।

প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে কে অভিহিত করেন?

প্রাচীন উত্তপ্ত সমুদ্রকে হট ডাইলিউট স্যুপ বা প্রিবায়োটিক স্যুপ বলে অভিহিত করেন বিজ্ঞানী হ্যালডেন।

প্রাচীন পৃথিবীর তপ্ত সমুদ্রকে বিশাল রান্নার পাত্র (huge cooking pot) বলে কে অভিহিত করেন?

প্রাচীন পৃথিবীর তপ্ত সমুদ্রকে বিশাল রান্নার পাত্র (huge cooking pot) বলে অভিহিত করেন বিজ্ঞানী হ্যালডেন।

মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস কী ছিল?

মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস ছিল ইলেকট্রোড দ্বারা সৃষ্ট তড়িৎ বিচ্ছুরণ।

মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বড়ো ও ছোটো ফ্লাস্কের আয়তন লেখো।

মিলার ও উরে পরীক্ষায় 5L আয়তনের বড়ো ফ্লাস্ক ও 500ml আয়তনের ছোটো ফ্লাস্ক ব্যবহার করেছিলেন।

মিলার ও উরের পরীক্ষায় U আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম লেখো।

মিলার ও উরের পরীক্ষায় U আকৃতির নলে সংশ্লেষিত দুটি জৈব অ্যাসিডের নাম গ্লাইসিন ও অ্যালানিন।

বায়োজেনি কী?

প্রাচীন পৃথিবীতে আদিকোশের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তির সৃষ্টির ধারাবাহিক ঘটনাকে বায়োজেনি বলে।

জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে কী বলে?

জড়বস্তু থেকে জীব সৃষ্টি হওয়ার মতবাদকে অজীবজনি বা অ্যাবায়োজেনেসিস বলে।


জৈব অভিব্যক্তির মতবাদ

সঠিক উত্তরটি নির্বাচন করো

ফিলোজফি জুলজিক নামক গ্রন্থের লেখক হলেন –

  1. হ্যালডেন
  2. ওয়াইসম্যান
  3. ল্যামার্ক
  4. Dভ্রিস

উত্তর – 3. ল্যামার্ক

অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ -এর প্রণেতা কে?

  1. ডারউইন
  2. হুগো দ্য ভ্রিস
  3. রাসেল ওয়ালেস
  4. ল্যামার্ক

উত্তর – 4. ল্যামার্ক

ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরুপণ করো।

  1. অস্তিত্বের জন্য সংগ্রাম
  2. প্রকরণের উৎপত্তি
  3. অর্জিত গুণের বংশানুসরণ
  4. প্রাকৃতিক নির্বাচন

উত্তর – 3. অর্জিত গুণের বংশানুসরণ

ব্যবহার ও অব্যবহার ধারণা প্রবর্তন করেন –

  1. হুগো দ্য ভ্রিস
  2. ডারউইন
  3. ওপারিন
  4. ল্যামার্ক

উত্তর – 4. ল্যামার্ক

ইঁদুর নিয়ে পরীক্ষা চালিয়ে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেন –

  1. মেন্ডেল
  2. জেনোফেন
  3. হুগো দ্য ভ্রিস
  4. ওয়াইসম্যান

উত্তর – 4. ওয়াইসম্যান

জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন –

  1. গোল্ডস্মিথ
  2. স্পেনসার
  3. দ্য ভ্রিস
  4. ওয়াইসম্যান

উত্তর – 4. ওয়াইসম্যান

অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম মতবাদের প্রবক্তা হলেন –

  1. বিজ্ঞানী ডারউইন
  2. বিজ্ঞানী ল্যামার্ক
  3. বিজ্ঞানী দ্য ভ্রিস
  4. বিজ্ঞানী ফ্লুজার

উত্তর – 1. বিজ্ঞানী ডারউইন

নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম?

  1. শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
  2. ইগল ও চিলের মধ্যে সংগ্রাম
  3. পুকুরের রুইমাছদের মধ্যে সংগ্রাম
  4. বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম

উত্তর – 3. পুকুরের রুইমাছদের মধ্যে সংগ্রাম

নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো।

  1. মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছদের মধ্যে সংগ্রাম
  2. ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম
  3. একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণীদের মধ্যে সংগ্রাম
  4. হরিণ শিকারের জন্য একটি জঙ্গলের বাঘদের মধ্যে সংগ্রাম

উত্তর – 2. ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম

প্রাকৃতিক নির্বাচন মতবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় –

  1. অত্যধিক বিশিষ্টতা
  2. বিচ্ছিন্ন প্রকরণ
  3. যোগ্যতমের উদবর্তন
  4. লুপ্তপ্রায় অঙ্গ

উত্তর – 3. যোগ্যতমের উদবর্তন

ডারউইন তত্ত্বের মূল বক্তব্য হল –

  1. পৃথকভবন
  2. স্বাধীন বণ্টন
  3. প্রাকৃতিক নির্বাচন
  4. অর্জিত গুণের বংশানুসরণ

উত্তর – 3. প্রাকৃতিক নির্বাচন

যোগ্যতমের উদবর্তনের জন্য দায়ী হল –

  1. অনুকূল প্রকরণ
  2. ত্রুটিমুক্ত প্রকরণ
  3. পূর্বপুরুষের অনুরূপ বৈশিষ্ট্য
  4. প্রাকৃতিক নির্বাচন

উত্তর – 4. প্রাকৃতিক নির্বাচন

ডারউইনের মতবাদের সপক্ষে নিম্নলিখিত কোন্ বক্তব্যটি সঠিক নয়?

  1. নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রকরণগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়
  2. অনুকূল প্রকরণ যুক্ত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়
  3. মিউটেশন বা পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে
  4. জীবের অন্যতম বৈশিষ্ট্য হল অত্যধিক হারে বংশবৃদ্ধি

উত্তর – 3. মিউটেশন বা পরিব্যক্তির ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে

এর মধ্যে কোনটি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের বিষয় নয়?

  1. প্রাকৃতিক নির্বাচন
  2. যোগ্যতমের উদবর্তন
  3. অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র
  4. অস্তিত্বের জন্য সংগ্রাম

উত্তর – 3. অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র

মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন –

  1. ওয়াইসম্যান
  2. হুগো দ্য ভ্রিস
  3. ডারউইন
  4. হেকেল

উত্তর – 2. হুগো দ্য ভ্রিস

শূন্যস্থান পূরণ করো

জৈব অভিব্যক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মতবাদ দেন বিজ্ঞানী ___ ও ডারউইন।

উত্তর – জৈব অভিব্যক্তির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মতবাদ দেন বিজ্ঞানী ল্যামার্ক ও ডারউইন।

ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে ___ বইটি প্রকাশ করেন।

উত্তর – ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে ফিলজফি জুলজিক বইটি প্রকাশ করেন।

___ এর মতে দীর্ঘকাল ধরে জিরাফের লম্বাতর গাছের পাতা খাওয়ার চেষ্টার বৈশিষ্ট্য অর্জিত হয়। ফলে বর্তমানকালে জিরাফের গলা লম্বা হয়।

উত্তর – ল্যামার্ক এর মতে দীর্ঘকাল ধরে জিরাফের লম্বাতর গাছের পাতা খাওয়ার চেষ্টার বৈশিষ্ট্য অর্জিত হয়। ফলে বর্তমানকালে জিরাফের গলা লম্বা হয়।

বর্তমানে প্রমাণিত হয়েছে যে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে ___ দ্বারা।

উত্তর – বর্তমানে প্রমাণিত হয়েছে যে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে জননকোশ দ্বারা।

1831 খ্রিস্টাব্দে ডারউইন ___ নামক জাহাজে করে সমুদ্রযাত্রায় বের হন।

উত্তর – 1831 খ্রিস্টাব্দে ডারউইন HMS বিগল নামক জাহাজে করে সমুদ্রযাত্রায় বের হন।

ডারউইন ___ পাখির ঠোঁটের গঠনবৈচিত্র্য গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে লক্ষ করেছিলেন।

উত্তর – ডারউইন ফিঞ্চ পাখির ঠোঁটের গঠনবৈচিত্র্য গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে লক্ষ করেছিলেন।

আলফ্রেড রাসেল ওয়ালেস ও_মিলিতভাবে অভিব্যক্তি-সংক্রান্ত একটি আলেখ্য তৈরি করেন।

উত্তর – আলফ্রেড রাসেল ওয়ালেস ও চার্লস ডারউইন মিলিতভাবে অভিব্যক্তি-সংক্রান্ত একটি আলেখ্য তৈরি করেন।

খাদ্য ও বাসস্থানের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে ___ সংগ্রাম বলে।

উত্তর – খাদ্য ও বাসস্থানের জন্য ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে আন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।

খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে ___ সংগ্রাম বলে।

উত্তর – খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে।

ডারউইনের মতে দুটি জীবের মধ্যে যে পার্থক্য তা ___ নামে পরিচিত।

উত্তর – ডারউইনের মতে দুটি জীবের মধ্যে যে পার্থক্য তা প্রকরণ নামে পরিচিত।

ডারউইন ছোটো ছোটো অস্থায়ী ___ এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

উত্তর – ডারউইন ছোটো ছোটো অস্থায়ী প্রকরণ এর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

___ এর মতে লম্বা গলার জিরাফগুলি প্রাকৃতিকভাবে নির্বাচিত হয় ও জিরাফের লম্বা গলা বৈশিষ্ট্য সৃষ্টি করে।

উত্তর – ডারউইন এর মতে লম্বা গলার জিরাফগুলি প্রাকৃতিকভাবে নির্বাচিত হয় ও জিরাফের লম্বা গলা বৈশিষ্ট্য সৃষ্টি করে।

ডারউইন ___ কে প্রকৃতির খেলা (freak of nature) বলে উপেক্ষা করেছিলেন।

উত্তর – ডারউইন মিউটেশন কে প্রকৃতির খেলা (freak of nature) বলে উপেক্ষা করেছিলেন।

সত্য/মিথ্যা নির্বাচন করো

ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ হল প্রাকৃতিক নির্বাচন।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি ডারউইনের ধারণা, ল্যামার্কের মতে অঙ্গের ব্যবহার ও অব্যবহার এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হল বিবর্তনের কারণ।]

প্রাকৃতিক নির্বাচন দ্বারা নতুন জীবের উৎপত্তি প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী ল্যামার্ক।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি ডারউইনের তত্ত্বের অন্তর্গত বিষয়, হারবার্ট স্পেনসার তা ব্যাখ্যা করেন।]

ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

উত্তর – সত্য [সূত্র – ল্যামার্কবাদের অন্যতম প্রতিপাদ্য হল চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।]

কোনো জীব তার জীবৎকালেই নতুন বৈশিষ্ট্য অর্জন করে এবং তা পরবর্তী প্রজন্মে সঞ্চারণ করতে পারে। এই তত্ত্বটি ব্যবহার ও অব্যবহারের সূত্র হিসেবে পরিচিত।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ধারণা।]

ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার ঘটনাটি ব্যবহার ও অব্যবহার সূত্র অনুসারে ঘটে।

উত্তর – সত্য [সূত্র – বর্তমানে এটি পরিত্যাজ্য হয়েছে।]

প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য।

উত্তর – সত্য [সূত্র – জীবনসংগ্রামের পক্ষে সহায়ক জীব প্রাকৃতিক নির্বাচনের দ্বারা টিকে থাকে।]

দ্য ভ্রিস, ডবজ্যানস্কি প্রমুখ বিজ্ঞানীরা নয়া ডারউইনিজমের প্রবক্তা।

উত্তর – সত্য [সূত্র – আধুনিক জীববিদ্যার আলোকে তাঁরা ডারউইনিজম ব্যাখ্যা করেন।]

ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে।

উত্তর – সত্য [সূত্র – ডারউইন তার মতবাদে বলেছিলেন জীবের সংখ্যা বৃদ্ধি সাধারণত জ্যামিতিক হারে ঘটে থাকে।]

যোগ্যতমের উদবর্তন বিজ্ঞানী হ্যালডেন -এর মতবাদ।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি বিজ্ঞানী হারবার্ট স্পেনসার – এর মতবাদ।]

ডারউইন তাঁর তত্ত্বে মিউটেশন -কে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।

উত্তর – মিথ্যা [সূত্র – ডারউইনের মিউটেশন সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা ছিল না। তিনি তা প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছিলেন।]

ল্যামার্কবাদের সপক্ষে গ্রিফিথ ও ডেটলিফসনের পরীক্ষার ফলাফলটি ব্যাখ্যা করুন।

ল্যামার্কবাদের সপক্ষে পরীক্ষা – গ্রিফিথ (Griffith) ও ডেটলিফসন (Detlef-sen) একটি ঘূর্ণায়মান টেবিলে ইঁদুরদের কয়েক মাস রেখে দেখেন যে, টেবিলের ঘূর্ণন বন্ধ হলে ইঁদুরগুলি অবসাদগ্রস্ত হয়ে ঝিমিয়ে পড়ে এবং তাদের এই অবস্থা পরবর্তী জনুর ইঁদুরগুলিতে অনুসৃত হয়।

পাতাপোকার দেহাকৃতি ও বর্ণ পাতার মতো হওয়া কীভাবে ডারউইনের তত্ত্বকে সমর্থন করে? এই অভিযোজন তাদের জীবনসংগ্রামে জয়ী হতে কীভাবে সাহায্য করে?

পাতাপোকার দেহাকৃতি ও বর্ণ পাতার মতো হয় যা তাদের আত্মরক্ষায় সাহায্য করার মাধ্যমে জীবনসংগ্রামে জয়ী করে। এই ঘটনা ডারউইন তত্ত্বকেই সমর্থন করে।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. যোগ্যতমের উদবর্তনA. বিজ্ঞানী ওয়াইসম্যান
2. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণB. বিজ্ঞানী ডারউইন
3. জার্মপ্লাজমবাদC. বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস
4. নিও-ডারউইনবাদD. বিজ্ঞানী ল্যামার্ক
5. প্রাকৃতিক নির্বাচনE. বিজ্ঞানী ওপারিন
6. ল্যামার্কবাদের সপক্ষে পরীক্ষাF. বিজ্ঞানী স্পেনসার
G. বিজ্ঞানী গ্রিফিথ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. যোগ্যতমের উদবর্তনF. বিজ্ঞানী স্পেনসার
2. অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণD. বিজ্ঞানী ল্যামার্ক
3. জার্মপ্লাজমবাদA. বিজ্ঞানী ওয়াইসম্যান
4. নিও-ডারউইনবাদC. বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস
5. প্রাকৃতিক নির্বাচনB. বিজ্ঞানী ডারউইন
6. ল্যামার্কবাদের সপক্ষে পরীক্ষাG. বিজ্ঞানী গ্রিফিথ

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
ল্যামার্কিজম, ডারউইনিজম, হ্যালডেন-ওপারিন তত্ত্ব, মেন্ডেলবাদ।মেন্ডেলবাদ। [সূত্র – বাকিগুলি জৈব অভিব্যক্তি-সংক্রান্ত তত্ত্ব, মেন্ডেলবাদ বংশগতি-সংক্রান্ত তত্ত্ব।]
ল্যামার্ক, মেন্ডেল, ডারউইন, হুগো দ্য ভিস।মেন্ডেল। [সূত্র – মেন্ডেল ছাড়া বাকিরা অভিব্যক্তির বিষয়ে গবেষণা করেছেন।]
অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন।প্রাকৃতিক নির্বাচন। [সূত্র – প্রাকৃতিক নির্বাচন ছাড়া বাকিগুলি ল্যামার্কবাদের অন্তর্গত বিষয়।]
ওয়াইসম্যানের পরীক্ষা, জার্মপ্লাজম মতবাদ, মেন্ডেল তত্ত্ব, ওপারিন তত্ত্ব।ওপারিন তত্ত্ব। [সূত্র – বাকি বিষয়গুলি ল্যামার্ক তত্ত্বের বিপক্ষে কার্যকরী ধারণা, ওপারিন তত্ত্ব জীবন উৎপত্তি-সংক্রান্ত ভিন্ন বিষয়ের তত্ত্ব।]
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, প্রকরণ, যোগ্যতমের উদবর্তন।অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। [সূত্র – অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ছাড়া বাকিগুলি ডারউইনের তত্ত্বের অন্তর্গত।]
অভ্যন্তরীণ চাহিদা, ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আন্তঃপ্রজাতি সংগ্রাম।আন্তঃপ্রজাতি সংগ্রাম। [সূত্র – বাকিগুলি ল্যামার্ক তত্ত্বের বিষয়, বিসদৃশটি ডারউইনিজম -এর অন্তর্গত বিষয়।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

প্রাকৃতিক নির্বাচন : ডারউইন : : অঙ্গের ব্যবহার এবং অব্যবহার : ___।

উত্তর – ল্যামার্ক।

ফিলোজফি জুলজিক : ল্যামার্ক : : অন দ্য অরিজিন অফ স্পিসিস : ___।

উত্তর – ডারউইন।

ল্যামার্কবাদ : অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ : : ডারউইনবাদ : ___।

উত্তর – প্রাকৃতিক নির্বাচন।

যোগ্যতমের উদ্বর্তন : হারবার্ট স্পেনসার : : প্রাকৃতিক নির্বাচন : ___।

উত্তর – ডারউইন।

নয়া ল্যামার্কবাদ : হারবার্ট স্পেনসার : : নয়া ডারউইনবাদ : ___।

উত্তর – হুগো দ্য ভিস।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
ডারউইনবাদ, জৈব অভিব্যক্তিবাদ, ল্যামার্কবাদ, হ্যালডেন-ওপারিন মতবাদজৈব অভিব্যক্তিবাদ। [সূত্র – অপর তিনটি হল জীবন ও জীবের উৎপত্তি-সংক্রান্ত নানা তত্ত্ব।]
ল্যামার্কের তত্ত্ব, পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণল্যামার্কের তত্ত্ব। [সূত্র – অপর তিনটি হল ল্যামার্কের তত্ত্ব-সংক্রান্ত বিভিন্ন বিষয়]
ল্যামার্কবাদ, ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, চাহিদা থেকে অঙ্গের উৎপত্তিল্যামার্কবাদ। [সূত্র – অপর তিনটি হল ল্যামার্কের তত্ত্বের অংশ।]
অত্যধিক হারে বংশবৃদ্ধি, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের উদ্‌দ্বর্তন, ডারউইনবাদডারউইনবাদ। [সূত্র – অপর তিনটি হল ডারউইনের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়।]
প্রাকৃতিক নির্বাচন, ডারউইনিজম, অত্যধিক বংশবৃদ্ধি, পরিবেশের সঙ্গে সংগ্রামডারউইনিজম। [সূত্র – অপর তিনটি হল ডারউইনের জৈব অভিব্যক্তির ধারণার প্রধান বক্তব্য।]
এইচ এম এস বিগল, প্রাকৃতিক নির্বাচন, ডারউইন, অন দ্য অরিজিন অফ স্পিসিসডারউইন। [সূত্র – অপর তিনটি হল ডারউইনের সঙ্গে সম্পর্কিত বিষয়।]
অনাবৃষ্টি, শিকার, অস্তিত্বের জন্য সংগ্রাম, খাদ্যের জন্য লড়াইঅস্তিত্বের সংগ্রাম। [সূত্র – অপর তিনটি হল জীবের নানাপ্রকার অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি ও পরিবেশগত সংগ্রাম।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

ল্যামার্ক তাঁর মতবাদ যে পুস্তকে লিপিবদ্ধ করেন তার নাম কী?

ল্যামার্ক তাঁর মতবাদ যে পুস্তকে লিপিবদ্ধ করেন তার নাম ফিলোজফি জুলজিক।

নিও-ল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম লেখো।

নিও-ল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম অগস্ট হারবার্ট স্পেনসার।

অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি কার?

অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি ল্যামার্ক -এর।

ব্যবহার ও অব্যবহার মতবাদটি কার?

ব্যবহার ও অব্যবহার মতবাদটি বিজ্ঞানী ল্যার্মাক -এর।

ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কী?

ল্যামার্কের মতে জিরাফের গলা লম্বা হওয়ার কারণ জীবের প্রচেষ্টা ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।

ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম লেখো।

ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম বিজ্ঞানী ওয়াইসম্যান।

ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে কোন্ তত্ত্ব প্রকাশ করেন?

ওয়াইসম্যান 1892 খ্রিস্টাব্দে জার্মপ্লাজম তত্ত্ব প্রকাশ করেন।

যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন তার নাম কী?

গ্যালাপাগোস দ্বীপের ফিঞ্চ পাখি

যে দ্বীপে ডারউইন ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন তার নাম গ্যালাপাগোস।

ডারউইন রচিত পুস্তকের নাম কী?
অনুরূপ প্রশ্ন, কোন্ গ্রন্থে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব প্রকাশ করেন?

অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন।

জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থানে যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে কী অ্যাখ্যা দিয়েছেন?

জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থানে যে অবস্থার সৃষ্টি করে ডারউইন তাকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অ্যাখ্যা দিয়েছেন।

ডারউইনবাদ অনুযায়ী প্রকরণ সৃষ্টির কারণ কী?

ডারউইন প্রকরণ সৃষ্টির কারণ যুক্তিসংগতভাবে ব্যাখ্যা করতে পারেননি, পরিবেশগত কারণে জীবের বিকাশকালে প্রকরণ সৃষ্টি হয় বলে তিনি মনে করেন।

প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ?

প্রাকৃতিক নির্বাচন চার্লস ডারউইন -এর মতবাদ।

যোগ্যতমের উদবর্তনের মাপকাঠি কী?

যোগ্যতমের উদবর্তনের মাপকাঠি হল অনুকূল প্রকরণ ও প্রাকৃতিক নির্বাচন।

যোগ্যতমের উদবর্তন মতবাদটির প্রথম প্রস্তাবনা করেন কোন্ বিজ্ঞানী?

যোগ্যতমের উদবর্তন মতবাদটির প্রথম প্রস্তাবনা করেন বিজ্ঞানী হারবার্ট স্পেনসার।

ডারউইনবাদের একটি ত্রুটি লেখো।

ডারউইনবাদ প্রকরণ সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারেনি, তা ছাড়া মিউটেশনকে প্রকৃতির খেলা বলে ডারউইন এড়িয়ে গেছিলেন।

অভিব্যক্তির অন্যতম একটি কারণ লেখো।

অভিব্যক্তির অন্যতম একটি কারণ হল মিউটেশন বা পরিব্যক্তি।


অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ

সঠিক উত্তরটি নির্বাচন করো

জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবার পদ্ধতিকে বলে –

  1. প্রত্নজীববিদ্যা
  2. প্যালিওভূগোল
  3. হারপেটোলজি
  4. এমব্রায়োলজি

উত্তর – 1. প্রত্নজীববিদ্যা

জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ হল –

  1. কেঁচো
  2. রুইমাছ
  3. লিমিউলাস
  4. গিরগিটি

উত্তর – 3. লিমিউলাস

একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ হল –

  1. ট্রি ফার্ন
  2. রাইনিয়া
  3. নিটাম
  4. গিংকগো বাইলোবা

উত্তর – 4. গিংকগো বাইলোবা

যেটি জীবন্ত জীবাশ্ম নয়, সেটি হল —

  1. পেরিপেটাস
  2. আর্কিওপটেরিক্স
  3. লিমিউলাস
  4. স্ফেনোডন

উত্তর – 2. অ্যার্কিওপটেরিক্স

মিসিং লিংকের একটি উদাহরণ হল –

  1. ইকুয়াস
  2. অ্যার্কিওপটেরিক্স
  3. ইওহিপ্পাস
  4. উটপাখি

উত্তর – 2. আর্কিওপটেরিক্স

সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটি হল –

  1. আর্কিওপটেরিক্স
  2. প্ল্যাটিপাস
  3. পেরিপেটাস
  4. অক্টোপাস

উত্তর – 2. প্ল্যাটিপাস

আর্কিওপটেরিক্স নামক জীবাশ্মীভূত প্রাণীটি নীচের যে প্রাণীগোষ্ঠী জোড়ার হারানো সূত্র হিসেবে বিবেচিত হয় সেটি হল –

  1. সরীসৃপ ও স্তন্যপায়ী
  2. পক্ষী ও স্তন্যপায়ী
  3. উভচর ও সরীসৃপ
  4. সরীসৃপ ও পক্ষী

উত্তর – 4. সরীসৃপ ও পক্ষী

ঘোড়ার জীবাশ্ম আবিষ্কার ও বিবর্তন প্রথম বর্ণনা করেন –

  1. ডারউইন
  2. ল্যামার্ক
  3. ওয়ালস
  4. চালর্স মার্কা

উত্তর – 4. চালর্স মার্কা

ঘোড়ার উৎপত্তি হয় –

  1. 40 মিলিয়ন বছর পূর্বে
  2. 65 মিলিয়ন বছর পূর্বে
  3. 100 মিলিয়ন বছর পূর্বে
  4. 55 মিলিয়ন বছর পূর্বে

উত্তর – 4. 55 মিলিয়ন বছর পূর্বে

ঘোড়ার আদিপুরুষ বা প্রাচীনতম জীবাশ্মের নাম হল –

  1. প্লিওহিপ্পাস
  2. মেসোহিপ্পাস
  3. মেরিচিপ্পাস
  4. ইওহিপ্পাস

উত্তর – 4. ইওহিপ্পাস

ঘোড়ার আদিপুরুষ ইওহিপ্পাস বিরাজ করত –

  1. ইওসিন যুগে
  2. মিওসিন যুগে
  3. প্লিওসিন যুগে
  4. অলিগোসিন যুগে

উত্তর – 1. ইওসিন যুগে

ইওহিপ্পাস -এর উচ্চতা ছিল –

  1. 11 ইঞ্চি
  2. 51 ইঞ্চি
  3. 71 ইঞ্চি
  4. 81 ইঞ্চি

উত্তর – 1. 11 ইঞ্চি

ঊষাকালের ঘোড়া বলা হয় –

  1. ইওহিপ্পাস -কে
  2. মেরিচিপ্পাস -কে
  3. মেসোহিপ্পাস -কে
  4. প্লিওহিপ্পাস -কে

উত্তর – 1. ইওহিপ্পাস -কে

অন্তর্বর্তী (intermediate) ঘোড়া হল –

  1. প্লিওহিপ্পাস
  2. মেসোহিপ্পাস
  3. মেরিচিপ্পাস
  4. ইকুয়াস

উত্তর – 2. মেসোহিপ্পাস

অলিগোসিন যুগে ঘোড়ার যে পূর্বপুরুষ বিরাজ করত, তারা হল –

  1. ইওহিপ্পাস
  2. মেরিচিপ্পাস
  3. মেসোহিপ্পাস
  4. প্লিওহিপ্পাস

উত্তর – 3. মেসোহিপ্পাস

মায়োসিন যুগের যে ঘোড়ার অগ্র ও পশ্চাদে তিনটি করে আঙুল ছিল, সেটি হল –

  1. মেরিচিপ্পাস
  2. মেসোহিপ্পাস
  3. ইওহিপ্পাস
  4. প্লিওহিপ্পাস

উত্তর – 1. মেরিচিপ্পাস

মেরিচিপ্পাস নামক ঘোড়ার আদিপুরুষের উচ্চতা ছিল –

  1. 100 cm
  2. 60 cm
  3. 28 cm
  4. 160 cm

উত্তর – 1. 100 cm

রোমন্থক ঘোড়া বলা হয় –

  1. ইওহিপ্পাস -কে
  2. প্লিওহিপ্পাস -কে
  3. মেসোহিপ্পাস -কে
  4. মেরিচিপ্পাস -কে

উত্তর – 4. মেরিচিপ্পাস -কে

প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া হল –

  1. মেসোহিপ্পাস
  2. মেরিচিপ্পাস
  3. প্লিওহিপ্পাস
  4. ইকুয়াস

উত্তর – 3. প্লিওহিপ্পাস

আধুনিক ঘোড়ার আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় –

  1. 5 লক্ষ বছর আগে
  2. 10 লক্ষ বছর আগে
  3. 15 লক্ষ বছর আগে
  4. 20 লক্ষ বছর আগে

উত্তর – 2. 10 লক্ষ বছর আগে

আধুনিক ঘোড়ার নাম হল –

  1. প্লিওহিপ্পাস
  2. ইকুয়াস
  3. মেরিচিপ্পাস
  4. মেসোহিপ্পাস

উত্তর – 2. ইকুয়াস

অলিগোসিন ঘোড়ার পূর্বপুরুষ কে? –

  1. মেসোহিপ্পাস
  2. মেরিহিপ্পাস
  3. ইওহিপ্পাস
  4. প্লিওহিপ্পাস

উত্তর – 3. ইওহিপ্পাস

ঘোড়ার বিবর্তনে যে আঙুলটি ক্রমশ দীর্ঘ ও সুগঠিত হয় সেটি হল –

  1. প্রথম আঙুল
  2. দ্বিতীয় আঙুল
  3. তৃতীয় আঙুল
  4. চতুর্থ আঙুল

উত্তর – 3. তৃতীয় আঙুল

নীচের কোনটি সঠিক সজ্জাক্রম? –

  1. ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → ইকুয়াস → প্লিওহিপ্পাস → মেসোহিপ্পাস
  2. ইকুয়াস → প্লিওহিপ্পাস → মেরিচিপ্পাস → মেসেহিপ্পাস → ইওহিপ্পাস
  3. মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইওহিপ্পাস → ইকুয়াস → প্লিওহিপ্পাস
  4. ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লিওহিপ্পাস → ইকুয়াস

উত্তর – 4. ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লিওহিপ্পাস → ইকুয়াস

নীচের কোন্ পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? –

  1. পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
  2. পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
  3. পায়ের শুধু আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি
  4. সমগ্র দেহের আকার বৃদ্ধি

উত্তর – 2. পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি

মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ হল –

  1. নিষ্ক্রিয় অঙ্গ
  2. সমবৃত্তীয় অঙ্গ
  3. সমসংস্থ অঙ্গ
  4. বৃদ্ধিজ অঙ্গ

উত্তর – 2. সমবৃত্তীয় অঙ্গ

মৌমাছি ও কাঁকড়াবিছার হুল হল –

  1. সমসংস্থ অঙ্গ
  2. সমবৃত্তীয় অঙ্গ
  3. 1 ও 2 উভয়েই
  4. কোনোটিই নয়

উত্তর – 2. সমবৃত্তীয় অঙ্গ

ওভিপোজিটরের পরিবর্তিত রূপ হল –

  1. রেশম মথের গ্রন্থি
  2. মৌমাছির হুল
  3. কাঁকড়াবিছের চোয়াল
  4. কোনোটিই নয়

উত্তর – 2. মৌমাছির হুল

নীচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য? –

  1. কার্যগতভাবে ভিন্ন
  2. উৎপত্তিগত ভাবে ও গঠনগতভাবে এক
  3. কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন
  4. অপসারী বিবর্তন নির্দেশ করে

উত্তর – 3. কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন

নীচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য? –

  1. উৎপত্তিগতভাবে ভিন্ন
  2. গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা
  3. কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
  4. অভিসারী বিবর্তনকে নির্দেশ করে

উত্তর – 3. কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

নীচের কোন্ বিকল্পটি সমসংস্থ অঙ্গ নয়? –

  1. ফণীমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড
  2. পাখির ডানা মানুষের হাত ও তিমির ফ্লিপার
  3. ব্যাঙের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ ও পায়রার ডানা
  4. পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা

উত্তর – 4. পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম ও পতঙ্গের ডানা

যেসব অঙ্গের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা তারা হল –

  1. সমবৃত্তীয় অঙ্গ
  2. সমসংস্থ অঙ্গ
  3. সক্রিয় অঙ্গ
  4. লুপ্তপ্রায় অঙ্গ

উত্তর – 2. সমসংস্থ অঙ্গ

মানুষের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? –

  1. সিকাম
  2. উদরের পেশি
  3. কান
  4. কক্সিস

উত্তর – 3. কান

উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল –

  1. বীজপত্র
  2. ফুল
  3. মুকুল
  4. শল্কপত্র

উত্তর – 4. শল্কপত্র

কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল –

  1. পাপড়ি
  2. বৃতি
  3. গর্ভকেশর
  4. পুংকেশর

উত্তর – 4. পুংকেশর

কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? –

  1. অ্যাপেনডিক্স
  2. ফুসফুস
  3. বৃক্ক
  4. যকৃৎ

উত্তর – 1. অ্যাপেনডিক্স

উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল –

  1. পুংকেশর
  2. পত্র
  3. স্ট্যামিনোড
  4. কোনোটিই নয়

উত্তর – 3. স্ট্যামিনোড

নিম্নলিখিত পাখিগুলির মধ্যে কার পাখা (ডানা) নিষ্ক্রিয়? –

  1. পায়রা
  2. চড়ুই
  3. হর্নবিল
  4. কিউই

উত্তর – 4. কিউই

সরীসৃপের হৃৎপিণ্ডে সাধারণত প্রকোষ্ঠ সংখ্যা হল –

  1. তিনটি
  2. চারটি
  3. অসম্পূর্ণ চারটি
  4. দুই প্রকোষ্ঠযুক্ত

উত্তর – 3. অসম্পূর্ণ চারটি

শুধুমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহণকারী হৃৎপিণ্ড রয়েছে এমন প্রাণী হল –

  1. কুনোব্যাং
  2. মাছ
  3. সাপ
  4. কুমির

উত্তর – 2. মাছ

সরীসৃপের হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে। এর ব্যতিক্রম হল –

  1. সাপ
  2. গিরগিটি
  3. কচ্ছপ
  4. কুমির

উত্তর – 4. কুমির

নীচের কোন্ উৎপত্তিগত অনুক্রমটি সঠিক? –

  1. মাছ → উভচর→ পাখি ও স্তন্যপায়ী → সরীসৃপ
  2. উভচর → মাছ → সরীসৃপ → পাখি ও স্তন্যপায়ী
  3. পাখি ও স্তন্যপায়ী → মাছ → উভচর → সরীসৃপ
  4. মাছ → উভচর → সরীসৃপ → পাখি ও স্তন্যপায়ী

উত্তর – 4. মাছ → উভচর → সরীসৃপ → পাখি ও স্তন্যপায়ী

নীচের কোনটি মাছ, ব্যাং, পায়রা ও মানুষের ভ্রুণের গঠনে একটি সাধারণ বৈশিষ্ট্য? –

  1. ল্যাজ ও মায়োটম পেশি
  2. গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ
  3. অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

ব্যক্তিজনি জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে -এই সূত্রের প্রবক্তা হলেন –

  1. মেন্ডেল
  2. ল্যামার্ক
  3. ডারউইন
  4. হেকেল

উত্তর – 4. হেকেল

শূন্যস্থান পূরণ করো

সুদীর্ঘকাল যাবৎ ভূগর্ভে সংরক্ষিত অধুনালুপ্ত জীবদেহের প্রস্তরীভূত অবস্থা বা ছাপকে ___ বলে।

উত্তর – সুদীর্ঘকাল যাবৎ ভূগর্ভে সংরক্ষিত অধুনালুপ্ত জীবদেহের প্রস্তরীভূত অবস্থা বা ছাপকে জীবাশ্ম বলে।

একটি প্রাণীজ জীবন্ত-জীবাশ্ম হল ___।

উত্তর – একটি প্রাণীজ জীবন্ত-জীবাশ্ম হল লিমুলাস

যেসব জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে ___ বলে।

উত্তর – যেসব জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোফসিল বলে।

পৃথিবীতে আদি ঘোড়ার আবির্ভাব হয় ___ মিলিয়ন বছর আগে।

উত্তর – পৃথিবীতে আদি ঘোড়ার আবির্ভাব হয় 55 মিলিয়ন বছর আগে।

ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ___।

উত্তর – ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ইওহিপ্পাস

ঘোড়ার বিবর্তনে বিভিন্ন পূর্বপুরুষদের মধ্যে ___ ঘোড়াটি ছিল প্রথম ক্ষুরযুক্ত ঘোড়া।

উত্তর – ঘোড়ার বিবর্তনে বিভিন্ন পূর্বপুরুষদের মধ্যে মেরিচিপ্পাস ঘোড়াটি ছিল প্রথম ক্ষুরযুক্ত ঘোড়া।

মেরিচিপ্পাস -এর অগ্রপদে আঙুল ছিল ___ টি।

উত্তর – মেরিচিপ্পাস -এর অগ্রপদে আঙুল ছিল 3টি।

আধুনিক ঘোড়ার নাম হল ___।

উত্তর – আধুনিক ঘোড়ার নাম হল ইকুয়াস

ফণীমনসার পর্ণকান্ড ও আলুর স্ফীতকন্দ ___ অঙ্গের উদাহরণ।

উত্তর – ফণীমনসার পর্ণকান্ড ও আলুর স্ফীতকন্দ সমসংস্থ অঙ্গের উদাহরণ।

___ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।

উত্তর – অপসারী বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।

সমবৃত্তীয় অঙ্গ ___ অভিব্যক্তিকে প্রমাণ করে।

উত্তর – সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিব্যক্তিকে প্রমাণ করে।

ফণীমনসার পর্ণকান্ড ও আকাশমণি গাছের পর্ণবৃত্ত ___ অঙ্গের উদাহরণ।

উত্তর – ফণীমনসার পর্ণকান্ড ও আকাশমণি গাছের পর্ণবৃত্ত সমসংস্থ অঙ্গের উদাহরণ।

কক্সিস হল মানুষের একটি ___ অঙ্গ।

উত্তর – কক্সিস হল মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গ।

মাছের হৃৎপিণ্ডে কেবল কম অক্সিজেন-যুক্ত রক্ত প্রবাহিত হয় বলে একে ___ হৃৎপিণ্ড বলা হয়।

উত্তর – মাছের হৃৎপিণ্ডে কেবল কম অক্সিজেন-যুক্ত রক্ত প্রবাহিত হয় বলে একে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়।

পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ড ___ টি প্রকোষ্ঠবিশিষ্ট।

উত্তর – পাখি ও স্তন্যপায়ীর হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠবিশিষ্ট।

হেকেলের মতে জীবজনি ___ -র পুনরাবৃত্তি ঘটায়।

উত্তর – হেকেলের মতে জীবজনি জাতিজনি -র পুনরাবৃত্তি ঘটায়।

জীববিদ্যায় যে শাখার ভ্রুণবিকাশের তুলনামূলক অধ্যয়ন করা হয় তাকে ___ বলে।

উত্তর – জীববিদ্যায় যে শাখার ভ্রুণবিকাশের তুলনামূলক অধ্যয়ন করা হয় তাকে তুলনামূলক ভ্রুণতত্ত্ব বলে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

জীববিদ্যার যে শাখায় জীবের উৎপত্তি ও অভিব্যক্তির সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বলা হয়।

উত্তর – সত্য [সূত্র – নানা সময়কালের জীবাশ্ম থেকে জীবের প্রাচীন গঠন ও পরিবর্তন সম্পর্কে ধারণা করা যায়।]

ঘোড়ার আদিপুরুষের নাম মেসোহিপ্পাস।

উত্তর – মিথ্যা [সূত্র – ইওহিপ্পাস হল প্রাচীনতম ঘোড়া।]

বর্তমানের ইকুয়াস নামক আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ হল ইওহিপ্পাস।

উত্তর – সত্য [সূত্র – এর অপর নাম হাইর‍্যাকোথেরিয়াম (বা ঊষাকালের ঘোড়া)।]

রোমন্থক ঘোড়া বলা হয় প্লিওহিপ্পাস -কে।

উত্তর – মিথ্যা [সূত্র – মেরিচিপ্পাস হল রোমন্থক ঘোড়া।]

ইকুয়াস ঘোড়ার আবির্ভাব প্লিস্টোসিন যুগে।

উত্তর – সত্য [সূত্র – এটি আধুনিক ঘোড়া।]

ঝুমকোলতার আকর্ষ ও বেলের শাখাকণ্টক সমসংস্থ অঙ্গের উদাহরণ।

উত্তর – সত্য [সূত্র – উভয়েই গঠনগতভাবে পরিবর্তিত শাখা কিন্তু প্রথম ক্ষেত্রে তা অবলম্বনকে জড়িয়ে ধরতে ও দ্বিতীয় ক্ষেত্রে আত্মরক্ষায় সাহায্য করে।]

পাখি ও পতঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ।

উত্তর – সত্য [সূত্র – এদের গঠন আলাদা, কাজ এক তাই সমবৃত্তীয় অঙ্গ।]

বিভিন্ন জীবদেহে অবস্থিত যে সকল অঙ্গ উৎপত্তি ও অন্তর্গঠনগত ভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলা হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – বিভিন্ন জীবদেহে অবস্থিত যে সকল অঙ্গ উৎপত্তি ও অন্তর্গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন, তাদের সমসংস্থ অঙ্গ বলা হয়।]

মানুষের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল কর্ণছত্রের পেশি।

উত্তর – সত্য [সূত্র – এটি গোরু, ছাগলজাতীয় প্রাণীতে সক্রিয়, মানুষে তার ব্যবহার নেই, তাই নিষ্ক্রিয়।]

কক্সিস মানুষের মেরুদণ্ডের শেষপ্রান্তের একটি নিষ্ক্রিয় অঙ্গ।

উত্তর – সত্য [সূত্র – এটি ল্যাজযুক্ত প্রাণীর (বাঁদর) ক্ষেত্রে সক্রিয় হলেও মানুষের ক্ষেত্রে তা নিষ্ক্রিয়।]

মানুষের চোখের নিকটিটেটিং পর্দা একটি সক্রিয় অঙ্গ।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি ব্যাঙের ক্ষেত্রে সক্রিয়। কিন্তু মানুষের ক্ষেত্রে তা নিষ্ক্রিয় অঙ্গবিশেষ।]

উভচর শ্রেণির হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়।

উত্তর – মিথ্যা [সূত্র – ব্যাং-জাতীয় সব উভচর প্রাণীর নিলয় একক প্রকোষ্ঠযুক্ত হয়।]

পৃথিবীতে মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাবের ক্রম হল – মাছ উভচর সরীসৃপ পক্ষী ও স্তন্যপায়ী।

উত্তর – সত্য [সূত্র – হৃৎপিণ্ডের গঠন অধ্যয়ন, ভ্রুণতত্ত্ব-সংক্রান্ত অধ্যয়নে মেরুদণ্ডী প্রাণীগুলির অভিব্যক্তি জানা যায়।]

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. ইওহিপ্পাস -এর উচ্চতাA. 150 cm
2. মেসোহিপ্পাস -এর উচ্চতাB. 180 cm
3. ইকুয়াস -এর উচ্চতাC. 28 cm
4. মেরিচিপ্পাস -এর উচ্চতাD. 100 cm
5. প্লিওহিপ্পাস -এর আবির্ভাবE. 60 cm
6. আধুনিক ঘোড়ার আবির্ভাবF. 10 লক্ষ বছর আগে
G. 10 মিলিয়ন বছর আগে

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. ইওহিপ্পাস -এর উচ্চতাC. 28 cm
2. মেসোহিপ্পাস -এর উচ্চতাE. 60 cm
3. ইকুয়াস -এর উচ্চতাA. 150 cm
4. মেরিচিপ্পাস -এর উচ্চতাD. 100 cm
5. প্লিওহিপ্পাস -এর আবির্ভাবG. 10 মিলিয়ন বছর আগে
6. আধুনিক ঘোড়ার আবির্ভাবF. 10 লক্ষ বছর আগে

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. মানুষের হাত ও বাদুড়ের ডানাA. নিষ্ক্রিয় অঙ্গ
2. মানুষের কক্সিসB. সমসংস্থ অঙ্গ
3. মটর গাছের আকর্ষ ও ঝুমকোলতার আকর্ষC. লুপ্তপ্রায় অঙ্গ
4. আদার শল্কপত্রD. সমবৃত্তীয় অঙ্গ
5. অভিসারী অভিব্যক্তিE. সক্রিয় অঙ্গ
6. অপসারী অভিব্যক্তিF. সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি
G. সমসংস্থ অঙ্গের উৎপত্তি

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. মানুষের হাত ও বাদুড়ের ডানাB. সমসংস্থ অঙ্গ
2. মানুষের কক্সিসA. নিষ্ক্রিয় অঙ্গ
3. মটর গাছের আকর্ষ ও ঝুমকোলতার আকর্ষD. সমবৃত্তীয় অঙ্গ
4. আদার শল্কপত্রC. লুপ্তপ্রায় অঙ্গ
5. অভিসারী অভিব্যক্তিF. সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি
6. অপসারী অভিব্যক্তিG. সমসংস্থ অঙ্গের উৎপত্তি

স্তম্ভ মেলাও – 3

বামস্তম্ভডানস্তম্ভ
1. প্রাচীন পরিবেশA. ইওহিপ্পাস
2. ইওসিন যুগের ঘোড়াB. তিন প্রকোষ্ঠ
3. মাছের হৃৎপিণ্ডC. মুক্ত O₂ বিহীন
4. ব্যাঙের হৃৎপিণ্ডD. দুই প্রকোষ্ঠ
5. মায়োসিন যুগের ঘোড়াE. সমবৃত্তীয় অঙ্গ
6. বেলের কাঁটা ও ফণীমনসার কাঁটাF. মেরিচিপ্পাস
G. সমসংস্থ অঙ্গ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. প্রাচীন পরিবেশC. মুক্ত O₂ – বিহীন
2. ইওসিন যুগের ঘোড়াA. ইওহিপ্পাস
3. মাছের হৃৎপিণ্ডD. দুই প্রকোষ্ঠ
4. ব্যাঙের হৃৎপিণ্ডB. তিন প্রকোষ্ঠ
5. মায়োসিন যুগের ঘোড়াF. মেরিচিপ্পাস
6. বেলের কাঁটা ও ফণীমনসার কাঁটাG. সমসংস্থ অঙ্গ

স্তম্ভ মেলাও – 4

বামস্তম্ভডানস্তম্ভ
1. রাসায়নিক যৌগ থেকে প্রাণের উৎপত্তিA. কেমোজেনি
2. জীবন্ত উদ্ভিদ জীবাশ্মB. গিংকগো বাইলোবা
3. সরীসৃপ ও পাখির হৃতযোজকC. বায়োজেনি
4. রাসায়নিক যৌগের উৎপত্তিD. আর্কিওপটেরিক্স
5. প্রথম সৃষ্ট জীবE. 1953
6. মিলার-উরের পরীক্ষাF. কেমোহেটারোট্রফ
G. অন্টোজেনি

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. রাসায়নিক যৌগ থেকে প্রাণের উৎপত্তিC. বায়োজেনি
2. জীবন্ত উদ্ভিদ জীবাশ্মB. গিংকগো বাইলোবা
3. সরীসৃপ ও পাখির হৃতযোজকD. আর্কিওপটেরিক্স
4. রাসায়নিক যৌগের উৎপত্তিA. কেমোজেনি
5. প্রথম সৃষ্ট জীবF. কেমোহেটারোট্রফ
6. মিলার-উরের পরীক্ষাE. 1953

জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝ? অভিব্যক্তি বোঝার ক্ষেত্রে এদের গুরুত্ব কী?

অভিব্যক্তির সপক্ষে একটি প্রমাণ হল জীবন্ত জীবাশ্ম। কিছু কিছু জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করলেও প্রায় কোনোরকম পরিবর্তন ছাড়াই আজও পৃথিবীতে বিরাজমান। যদিও তাদের সমসাময়িক অধিকাংশ জীবই বর্তমানে বিলুপ্ত। যেমন – সিলাকান্থ মাছ, লিমিউলাস বা রাজকাঁকড়া। প্রাচীনকালে জীবের গঠন কেমন ছিল সে সম্বন্ধে এর থেকে ধারণা করা যায়।

ক্যাকটাসের পর্ণকাণ্ড ও বাগানবিলাসের কণ্টক কী ধরনের অঙ্গের উদাহরণ? এদের গঠন ও কাজের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো।

উদ্ভিদের সমসংস্থ অঙ্গের আরও একটি উদাহরণ হল – ক্যাকটাসের পর্ণকাণ্ড ও বাগানবিলাসের কণ্টক। ক্যাকটাসের কাণ্ড সবুজ ও প্রসারিত হয়ে পাতার মতো হয় যা সালোকসংশ্লেষ করে এবং বাগানবিলাসের শাখা কাঁটায় পরিণত হয়ে প্রতিরক্ষায় সাহায্য করে।

বিসদৃশ শব্দাট বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
ইওহিপ্পাস, ডাইনোসর, আর্কিও পটেরিক্স, কুমির।কুমির। [সূত্র – কুমির ভিন্ন বাকিগুলি হল জীবাশ্মের উদাহরণ।]
এক পরিবেশে অভিযোজন, সমবৃত্তীয় অঙ্গ, অভিসারী অভিব্যক্তি, অপসারী অভিব্যক্তি।অপসারী অভিব্যক্তি। [সূত্র – অপসারী অভিব্যক্তি সমসংস্থ অঙ্গে দেখা যায়, সেক্ষেত্রে প্রাণীরা নানা পরিবেশে ছড়িয়ে পড়ে। একই পরিবেশে আগত জীবে অভিসারী অভিব্যক্তি ঘটে, ফলে সমসংস্থ অঙ্গের উৎপত্তি হয়।]
পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, তিমির ল্যাজ।তিমির ল্যাজ। [সূত্র – তিমির ল্যাজ ব্যতীত বাকিগুলি সমসংস্থ অঙ্গ।]
পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, নিকটিটেটিং পর্দা।নিকটিটেটিং পর্দা। [সূত্র – বাকিগুলি সমবৃত্তীয় অঙ্গ।]
উটপাখির ডানা, কর্ণছত্র সঞ্চালনের পেশি, হৃৎপিণ্ড, ক্যানাইন।হৃৎপিণ্ড। [সূত্র – হৃৎপিণ্ড বাদে বাকিগুলি হল মানুষের নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ।]
কক্সিস, প্লিহা, নিকটিটেটিং পর্দা, অ্যাপেনডিক্স।প্লিহা। [সূত্র – বাকিগুলি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

ইওসিন যুগ : ইওহিপ্পাস : : অলিগোসিন যুগ : ___।

উত্তর – মেসোহিপ্পাস।

মেরিচিপ্পাস : রোমন্থক ঘোড়া : : হাইর‍্যাকোথেরিয়াম : ___।

উত্তর – ঊষাকালের ঘোড়া।

কার্যগত ভিন্নতা : সমসংস্থ অঙ্গ : : উৎপত্তিগত ভিন্নতা : ___।

উত্তর – সমবৃত্তীয় অঙ্গ।

উটপাখির ডানা : নিষ্ক্রিয় অঙ্গ : : মটর ও ঝুমকোলতার আকর্ষ : ___।

উত্তর – সমবৃত্তীয় অঙ্গ।

সমসংস্থ অঙ্গ : অপসারী অভিব্যক্তি : : সমবৃত্তীয় অঙ্গ : ___।

উত্তর – অভিসারী অভিব্যক্তি।

গিনিপিগের অ্যাপেনডিক্স : সক্রিয় অঙ্গ : : মানুষের অ্যাপেনডিক্স : ___।

উত্তর – নিষ্ক্রিয় অঙ্গ।

দ্বিচক্রী হৃৎপিণ্ড : মানুষ : : একচক্রী হৃৎপিণ্ড : ___।

উত্তর – মাছ।

পাখির হৃৎপিণ্ড : 4টি প্রকোষ্ঠ : : কুনোব্যাঙের হৃৎপিণ্ড : ___।

উত্তর – 3টি প্রকোষ্ঠ।

অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ : ল্যামার্ক : : বায়োজেনেটিক সূত্র : ___।

উত্তর – হেকেল।

ঘোড়ার অগ্রপদ : সমসংস্থ অঙ্গ : : ভার্মিফর্ম অ্যাপেনডিক্স : ___।

উত্তর – নিষ্ক্রিয়/লুপ্তপ্রায় অঙ্গ।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
প্লিওহিপ্পাস, ঘোড়ার জীবাশ্ম, মেরিচিপ্পাস, হাইর‍্যাকোথেরিয়াম।ঘোড়ার জীবাশ্ম। [সূত্র – অপর তিনটি হল বিভিন্ন সময়কালে আগত ঘোড়ার জীবাশ্ম।]
বাদুড়ের ডানা, পাখির ডানা, তিমির ফ্লিপার, সমসংস্থ অঙ্গ।সমসংস্থ অঙ্গ। [সূত্র – অপর তিনটি হল অগ্রপদের পরিবর্তিত রূপ অর্থাৎ সমসংস্থ অঙ্গের অন্তর্গত।]
মানুষের অ্যাপেনডিক্স, কক্সিস, মানুষের চোখের তৃতীয় পর্দা, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ।মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। [সূত্র – অপর তিনটি হল মানুষের নিষ্ক্রিয় অঙ্গ।]
কালকাসুন্দার স্ট্যামিনোড, এমুর ডানা, শতমূলীর পিস্টিলোড, নিষ্ক্রিয় অঙ্গ।নিষ্ক্রিয় অঙ্গ। [সূত্র – অপর তিনটি হল নানা জীবের লুপ্তপ্রায়, অব্যবহৃত অঙ্গসমূহ।]
বেলের কাঁটা, সমসংস্থ অঙ্গ, হাড়জোড়ার আকর্ষ, ফণীমনসার ফাইলোক্ল্যাড।সমসংস্থ অঙ্গ। [সূত্র – অপর তিনটি হল নানা উদ্ভিদের পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ সমসংস্থ অঙ্গ।]
জীব উৎপত্তির ধারণা, জীবাশ্মের গুরুত্ব, জীবের ক্রমবিবর্তনের ধারণা, প্রাচীন পরিবেশ সম্পর্কে ধারণা।জীবাশ্মের গুরুত্ব। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রেই জীবাশ্মের নানা অভিব্যক্তিগত গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে।]
অজগরের পশ্চাৎপদ, উটপাখির ডানা, নিষ্ক্রিয় অঙ্গ, পুরুষদের স্তনগ্রন্থি।নিষ্ক্রিয় অঙ্গ। [সূত্র – অপর তিনটি হল নানা প্রকার নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ।]
মানব হৃৎপিণ্ড, দ্বিচক্রী হৃৎপিণ্ড, পাখির হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড।দ্বিচক্রী হৃৎপিণ্ড। [সূত্র – অপর তিনটির ক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্ত দুইবার আবর্তিত হয়।।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে কী বলে?

জীবাশ্ম-

আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে জীবাশ্ম বলে।

যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে কী বলে?

যে জীবাশ্মকে পর্যবেক্ষণ করার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, তাদেরকে মাইক্রোফসিল বলে।

প্যালিওন্টলজি কাকে বলে?

জীববিদ্যার যে শাখায় জীবাশ্ম নমুনা নিরীক্ষণ করে জীবের অতীত ও অভিব্যক্তি সম্বন্ধে ধারণা করা হয়, তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টলজি বলে।

একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

লিমিউলাস-

একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল রাজকাঁকড়া বা Limulus (লিমিউলাস)।

একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম লেখো।

একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম হল Ginkgo biloba (গিংকগো বাইলোবা)।

মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।

মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল Sphenodon (স্ফেনোডন), হংসচঞ্চু বা প্ল্যাটিপাস।

আর্কিওস্টেরিক্স কী?

Archaeopteryx (আর্কিওস্টেরিক্স) হল সরীসৃপ ও পক্ষীর হৃতযোজক বা মিসিং লিংক।

ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম লেখো।
অথবা, ডিম পাড়ে এমন একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো।

প্ল্যাটিপাস-

ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম হল প্ল্যাটিপাস।

ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ-রক্ষাকারী জীবটির নাম কী?

ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ-রক্ষাকারী জীবটির নাম হল Gnetum (নিটাম)।

আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?

আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হল Equus ferus caballus (ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস)।

ঘোড়ার কোন্ আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে?

ঘোড়ার তৃতীয় আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে।

ঘোড়ার বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।

ঘোড়ার বিবর্তনের ধারায় প্রাপ্ত প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম হল Eiohippus (ইওহিপ্পাস)।

ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল?

ইওহিপ্পাসের উচ্চতা 28 cm।

ইওহিপ্পাস -এর সামনের পায়ে ও পেছনের পায়ে কতগুলি আঙুল ছিল?

ইওহিপ্পাস -এর সামনের পায়ে 4টি ও পেছনের পায়ে 3টি আঙুল ছিল।

মেরিচিপ্পাস কোন্ যুগের ঘোড়া?

মেরিচিপ্পাস মায়োসিন যুগের ঘোড়া।

অলিগোসিন যুগের ঘোড়ার নাম কী?

অলিগোসিন যুগের ঘোড়ার নাম হল Mesohippus (মেসোহিপ্পাস)।

মেসোহিপ্পাসের উচ্চতা কত ছিল?

মেসোহিপ্পাসের উচ্চতা 24 ইঞ্চি।

তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ কী জাতীয় অঙ্গের উদাহরণ?

তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপদ সমসংস্থ অঙ্গ।

ঝুমকোলতার আবর্ত ও বেলের শাখাকণ্টক কী ধরনের অঙ্গের উদাহরণ।

ঝুমকোলতার আবর্ত ও বেলের শাখাকণ্টক সমসংস্থ অঙ্গ।

পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন্ অঙ্গের মিল দেখা যায়?

পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার অগ্রপদের মিল দেখা যায়।

পতঙ্গের ডানা ও পাখির ডানা কী জাতীয় অঙ্গের উদাহরণ?

পতঙ্গের ডানা ও পাখির ডানা সমবৃত্তীয় অঙ্গ।

দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল মানুষের ভারমিফর্ম অ্যাপেনডিক্স ও আদার শল্কপত্র।

আলুর স্ফীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড কীপ্রকার অঙ্গ?

আলুর স্ফীতকন্দ ও আদার গ্রন্থিকাণ্ড সমসংস্থ অঙ্গ।

পুরুষের স্তনগ্রন্থি কী প্রকারের অঙ্গ?

পুরুষের স্তনগ্রন্থি নিষ্ক্রিয় অঙ্গ।

পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম লেখো।

পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম তিমির ফ্লিপার।

উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।

1. ভূনিম্নস্থ কাণ্ডের শল্কপত্র (আদা, হলুদ)।
2. কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।

মানুষের কোন্ দাঁতটি নিষ্ক্রিয় অঙ্গ?

মানুষের সর্বশেষ মোলার দাঁতটি নিষ্ক্রিয় অঙ্গ।

কোন্ সরীসৃপের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত?

কুমিরের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত।

ভেনাস হৃৎপিণ্ড কাদের মধ্যে দেখা যায়?

ভেনাস হৃৎপিণ্ড মাছেদের মধ্যে দেখা যায়।

পাখির হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি?

পাখির হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 4টি।

বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কী বলে?

বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বলে।

উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম কী?

উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম ডানা।

কে কত খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন?

ভ্রুণতত্ত্ববিদ আর্স্ট হেকেল 1874 খ্রিস্টাব্দে বায়োজেনেটিক সূত্রটি প্রণয়ন করেন।

বায়োজেনেটিক সূত্রটি আর কী নামে পরিচিত?

বায়োজেনেটিক সূত্রটি রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তিবাদ নামে পরিচিত।

গলবিলীয় ফুলকা খাঁজ কোথায় দেখা যায়?

মাছ থেকে স্তন্যপায়ী অবধি সমস্ত মেরুদণ্ডী প্রাণীতে ভ্রুণ গঠনকালে দেখা যায়।

স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ভ্রুণ অবস্থায় গঠিত ফুলকাথলি ও ফুলকা খাঁজের পরিণতি কী?

স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে ভ্রুণ অবস্থায় গঠিত ফুলকাথলি ও ফুলকা খাঁজ পূর্ণাঙ্গ দশায় থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস প্রভৃতি গ্রন্থিরূপে অবস্থান করে।

ভ্রুণের গঠনে এমন দুটি অঙ্গ বা অংশের নাম লেখো যা সমস্ত মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়।

গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ ও ল্যাজ সদৃশ অংশে মায়োটম পেশির বিন্যাস।

ছদ্ম জীবাশ্ম (pseudofossil) কাকে বলে।

অনেকসময় স্তরীভূত শিলার মধ্যে বিভিন্ন অজৈব পদার্থ এমনভাবে জমা হয় যে উদ্ভিদ বা প্রাণীর দেহের অনুরূপ আকার সৃষ্টি হয়, একে ছদ্ম জীবাশ্ম (pseudofossil) বলে।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন” অধ্যায়ের ‘অভিব্যক্তি‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পোট্টি শ্রীরামালু কে ছিলেন? পোট্টি শ্রীরামালু কেন স্মরণীয়?

পোট্টি শ্রীরামালু কে ছিলেন? পোট্টি শ্রীরামালু কেন স্মরণীয়?

আজাদ কাশ্মীর বলতে কী বোঝো? কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?

আজাদ কাশ্মীর ও কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – বিষয়সংক্ষেপ

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

পোট্টি শ্রীরামালু কে ছিলেন? পোট্টি শ্রীরামালু কেন স্মরণীয়?

আজাদ কাশ্মীর ও কাশ্মীর সমস্যা বলতে কী বোঝো?

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

মাধ্যমিক জীবন বিজ্ঞান – অভিব্যক্তি ও অভিযোজন – অভিব্যক্তি – বিষয়সংক্ষেপ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ – কয়েকটি সাধারণ জিনগত রোগ – রচনাধর্মী প্রশ্নোত্তর