আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” অধ্যায়ের ‘বংশগতি‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

বংশগতি ও প্রকরণ, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা
সঠিক উত্তরটি নির্বাচন করো
যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বলে –
- অভিব্যক্তি
- বংশগতি
- অভিযোজন
- জিনোম
উত্তর – 2. বংশগতি
জেনেটিকস্ কথাটি প্রথম ব্যবহার করেন –
- জোহানসেন
- খোরানা
- বেটসন
- ডারউইন
উত্তর – 3. বেটসন
মেন্ডেল যে দেশের মানুষ ছিলেন –
- অস্ট্রেলিয়া
- ইংল্যান্ড
- সুইডেন
- অস্ট্রিয়া
উত্তর – 4. অস্ট্রিয়া
সুপ্রজননবিদ্যা বা বংশগতির জনক হলেন –
- মরগান
- বেটসন
- জোহানসেন
- মেন্ডেল
উত্তর – 4. মেন্ডেল
জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল –
- DNA
- RNA
- উভয়ই
- DNA অথবা RNA
উত্তর – 1. DNA
বংশগতির একক হল –
- ক্রোমোজোম
- জিন
- DNA
- RNA
উত্তর – 2. জিন
মেন্ডেল বর্ণিত চরিত্রের জন্য দায়ী ফ্যাক্টর -কে জিন নামে অভিহিত করেন –
- মেন্ডেল
- জোহানসেন
- বেটসন
- মরগান
উত্তর – 2. জোহানসেন
এক একটি প্রজাতির জীবসমষ্টির যত জিন আছে, তাদের সমষ্টিকে বলে –
- জিনপুল
- জিনোম
- জাইগোট
- অ্যালিল
উত্তর – 1. জিনপুল
জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে —
- অ্যালিল
- অভিব্যক্তি
- অভিযোজন
- পরিব্যক্তি
উত্তর – 4. পরিব্যক্তি
পরিব্যক্তির ধারণা প্রথম দেন –
- মেন্ডেল
- ডারউইন
- মরগ্যান
- দ্য ভ্রিস
উত্তর – 4. দ্য ভ্রিস
জিনগত পরিবর্তনে জীবের বৈশিষ্ট্যের পার্থক্য সৃষ্টির ঘটনাকে বলে –
- অভিযোজন
- প্রকরণ
- বংশগতি
- জিন
উত্তর – 2. প্রকরণ
মেন্ডেলীয় বংশগতির উদাহরণ হল –
- রোলার ও স্বাভাবিক জিভ
- মুক্ত ও সংযুক্ত কানের লতি
- বাদামি ও নীল মণি
- সবকটি
উত্তর – 4. সবকটি
মানুষের অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত বৈশিষ্ট্য হল —
- সংযুক্ত কানের লতি
- মুক্ত কানের লতি
- হিমোফিলিয়া
- বর্ণান্ধতা
উত্তর – 1. সংযুক্ত কানের লতি
মানুষের রোলার জিভ যেপ্রকার বৈশিষ্ট্য, তা হল –
- প্রকট
- প্রচ্ছন্ন
- অসম্পূর্ণ প্রকট
- কোনোটিই নয়
উত্তর – 1. প্রকট
একই জিনের বিভিন্ন রূপগুলি হল –
- অ্যালিল
- জিনপুল
- জিনোটাইপ
- লোকাস
উত্তর – 1. অ্যালিল
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাকে বলে –
- লোকাস
- ফ্যাক্টর
- অ্যালিল
- সবগুলি
উত্তর – 1. লোকাস
AA × aa হল –
- মনোহাইব্রিড ক্রস
- ডাইহাইব্রিড ক্রস
- টেস্ট ক্রস
- ব্যাক ক্রস
উত্তর – 1. মনোহাইব্রিড ক্রস
জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে বলে –
- জিনোটাইপ
- অ্যালিল
- জিন
- ফিনোটাইপ
উত্তর – 4. ফিনোটাইপ
জীবের অ্যালিল তথা জিনগত বৈশিষ্ট্যকে বলে –
- অ্যালিলোমর্ফ
- জিন
- জিনোটাইপ
- ফিনোটাইপ
উত্তর – 3. জিনোটাইপ
শূন্যস্থান পূরণ করো
বংশগতির গঠনগত ও কার্যগত একক হল ___।
উত্তর – বংশগতির গঠনগত ও কার্যগত একক হল জিন।
ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে ___ বলে।
উত্তর – ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে পরিব্যক্তি/মিউটেশন বলে।
পরিব্যক্তি বা মিউটেশনের ফলে ___ সৃষ্টি হয়।
উত্তর – পরিব্যক্তি বা মিউটেশনের ফলে প্রকরণ সৃষ্টি হয়।
একজোড়া ___ জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে।
উত্তর – একজোড়া প্রকট জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে।
জিভ রোল করার ক্ষমতাসম্পন্ন জিনটি ___ প্রকৃতির।
উত্তর – জিভ রোল করার ক্ষমতাসম্পন্ন জিনটি অটোজোমীয় প্রকট প্রকৃতির।
একই জিনের বিভিন্ন রূপকে ___ বলে।
উত্তর – একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে।
মেন্ডেল বর্ণিত ___ পরবর্তীকালে জিন হিসেবে শনাক্ত হয়।
উত্তর – মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর পরবর্তীকালে জিন হিসেবে শনাক্ত হয়।
একটি চরিত্রের সাপেক্ষে জীবের সংকরায়ণকে ___ বলে।
উত্তর – একটি চরিত্রের সাপেক্ষে জীবের সংকরায়ণকে একসংকরায়ণ বলে।
হেটেরোজাইগাস জীবে ___ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।
উত্তর – হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।
পৃথক অ্যালিলযুক্ত গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটকে ___ বলে।
উত্তর – পৃথক অ্যালিলযুক্ত গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটকে হেটেরোজাইগোট বলে।
পিতামাতার যে বৈশিষ্ট্যটি অপত্যে প্রকাশিত হয়, তাকে ___ বৈশিষ্ট্য বলে।
উত্তর – পিতামাতার যে বৈশিষ্ট্যটি অপত্যে প্রকাশিত হয়, তাকে হেটেরোজাইগোট বৈশিষ্ট্য বলে।
পিতামাতার যে বৈশিষ্ট্যটি অপত্যে অপ্রকাশিত থাকে, তাকে ___ বৈশিষ্ট্য বলে।
উত্তর – পিতামাতার যে বৈশিষ্ট্যটি অপত্যে অপ্রকাশিত থাকে, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।
প্রকট ও প্রচ্ছন্ন উভয় অ্যালিলযুক্ত জীবকে ___ জীব বলে।
উত্তর – প্রকট ও প্রচ্ছন্ন উভয় অ্যালিলযুক্ত জীবকে প্রচ্ছন্ন জীব বলে।
Bb বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে বলে ___ জীব।
উত্তর – Bb বৈশিষ্ট্যযুক্ত জীবটিকে বলে সংকর জীব।
___ অবস্থায় জীবদেহে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়।
উত্তর – হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থায় জীবদেহে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়।
মেন্ডেল কতটি মটর গাছ নিয়ে গবেষণা করেছিলেন এবং তিনি আর কী ধরনের প্রজনন পরীক্ষা করেছিলেন?
মেন্ডেল দুই হেক্টর জমিতে রোপণ করা প্রায় 30,000 মটর গাছ নিয়ে পরীক্ষানিরীক্ষা করেন। মটর গাছ ছাড়াও তিনি মৌমাছির প্রজননের পরীক্ষাও করেছিলেন।
হিমোফিলিয়া, বর্ণান্ধতা এবং ব্র্যাকি-ড্যাকটাইলি (হাত ও পায়ের ছোট আঙুল) হল মেন্ডেলীয় চরিত্রের উদাহরণ। এগুলি একজোড়া অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই বৈশিষ্ট্যগুলি কী ধরনের উত্তরাধিকার সূত্র মেনে চলে? ব্যাখ্যা করো।
হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ব্র্যাকি-ড্যাকটাইলি (হাত ও পায়ের ছোটো আঙুল) হল মেন্ডেলীয় চরিত্রের উদাহরণ। এগুলি একজোড়া অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়।
প্লিওট্রপি কী?
কিছু ক্ষেত্রে একটি জিন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে। জিনের এইরূপ ধর্মকে প্লিওট্রপি বলে।
স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলাও – 1
ডানস্তম্ভ | বামস্তম্ভ |
1. জীবের জিনগত বৈশিষ্ট্য | A. ফিনোটাইপ |
2. বংশগতির একক/ফ্যাক্টর | B. Tt |
3. সংকর অ্যালিল | C. জিনোটাইপ |
4. বিশুদ্ধ অ্যালিল | D. হোমোজাইগাস |
5. বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য | E. হেটেরোজাইগাস |
6. একটি চরিত্রের সমপ্রকৃতির অ্যালিলযুক্ত জীব | F. জিন |
G. vv |
উত্তর –
ডানস্তম্ভ | বামস্তম্ভ |
1. জীবের জিনগত বৈশিষ্ট্য | C. জিনোটাইপ |
2. বংশগতির একক/ফ্যাক্টর | F. জিন |
3. সংকর অ্যালিল | B. Tt |
4. বিশুদ্ধ অ্যালিল | G. vv |
5. বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্য | A. ফিনোটাইপ |
6. একটি চরিত্রের সমপ্রকৃতির অ্যালিলযুক্ত জীব | D. হোমোজাইগাস |
বিসদৃশ শব্দটি বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
মুক্ত কানের লতি, রোলার টাং, গিনিপিগের কালো লোম, সংযুক্ত কানের লতি। | সংযুক্ত কানের লতি। [সূত্র – বাকিগুলি প্রকট অ্যালিল নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য।] |
অ্যালিল, লোকাস, জিন, গ্যামেট। | গ্যামেট। [সূত্র – গ্যামেট ছাড়া বাকিগুলি বংশগতি ও ক্রোমোজোম সংক্রান্ত বিষয়।] |
RrTt, Vv, BbSs, BB। | BB। [সূত্র – বিসদৃশটি হোমোজাইগাস, বাকিগুলি হেটেরোজাইগাস জিনোটাইপ।] |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
জিনের রূপভেদ : অ্যালিল : : জিনের অবস্থান : ___।
উত্তর – লোকাস।
লম্বা মটর উদ্ভিদ : ফিনোটাইপ : : TT : ___।
উত্তর – জিনোটাইপ।
bbss : হোমোজাইগাস : : BbSs : ___।
উত্তর – হেটেরোজাইগাস।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
বংশগতিবিদ্যা, একসংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকর জীব। | বংশগতিবিদ্যা। [সূত্র – একসংকর জনন, দ্বিসংকর জনন, সমসংকরজীব সবই বংশগতিবিদ্যায় আলোচিত হয়।] |
মেন্ডেলীয় চরিত্র, মুক্ত-সংযুক্ত কানের লতি, রোলার-নন্ রোলার জিভ, সাদা-বেগুনি মটর ফুল। | মেন্ডেলীয় চরিত্র। [সূত্র – একজোড়া অ্যালিল কোনো চরিত্র নিয়ন্ত্রণ করলে তাকে মেন্ডেলীয় চরিত্র বলে।] |
লম্বা-বেঁটে, কালো লোম, ফিনোটাইপ, বেগুনি ফুল। | ফিনোটাইপ। [সূত্র – ফিনোটাইপ বা বাইরে প্রকাশিত বৈশিষ্ট্যের নানা উদাহরণ দেওয়া হয়েছে।] |
প্রকট, TT, WW, BBSS। | প্রকট। [সূত্র – বাকি তিনটি বিভিন্ন প্রকট জিনোটাইপ।] |
BbSs, Tt, হেটেরোজাইগাস, হলদে-কুঞ্চিত মটর। | হেটেরোজাইগাস। [সূত্র – নানারকম হেটেরোজাইগাস অবস্থার কথা বলা হয়েছে।] |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
যে পদ্ধতিতে জনিতৃর বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয়, তাকে কী বলে?
যে পদ্ধতিতে জনিতৃর বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে।
জেনেটিক্স কাকে বলে?
জীববিজ্ঞানের যে শাখায় জিন ও বংশগতি-সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়, তাকে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা বা সুপ্রজননবিদ্যা বলে।
মেন্ডেল কী কারণে বিখ্যাত?
মেন্ডেল হলেন জেনেটিক্স -এর জনক। তিনি পৃথকীভবন সূত্র এবং স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কার করেন।
মেন্ডেলকে কেন সুপ্রজননবিদ্যার জনক বলা হয়?
গ্রেগর জোহান মেন্ডেলই সর্বপ্রথম জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশগত অনুসরণের প্রাথমিক সূত্র প্রণয়ন করেন। এই কারণে তাঁকে সুপ্রজননবিদ্যার জনক বলা হয়।
মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কী?

মেন্ডেল আবিষ্কৃত বংশগতি-সংক্রান্ত মৌলিক সূত্র সমন্বিত তত্ত্বকে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে।
জিন কী?
জিন হল DNA -এর বিশেষ অংশ যা বংশগতির ধারক ও বাহক।
জিন কোথায় অবস্থিত?
জিন ক্রোমোজোমে অবস্থিত।
জিন কথাটি সর্বপ্রথম কে, কত সালে ব্যবহার করেন?
জিন কথাটি সর্বপ্রথম বিজ্ঞানী জোহানসেন, 1909 সালে ব্যবহার করেন।
জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ কী?
DNA বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড।
মানুষের দুটি প্রকরণের উদাহরণ দাও।
অথবা, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।

মুক্ত ও যুক্ত কানের লতি, রোলার ও স্বাভাবিক বা নন্-রোলার জিভ হল মানুষের দুটি প্রকরণের উদাহরণ।
গিনিপিগের একটি চরিত্র ও তাদের বৈশিষ্ট্য উল্লেখ করো।
গিনিপিগের একটি চরিত্র হল লোমের বর্ণ ও তাদের বৈশিষ্ট্য হল কালো ও সাদা।
কোনো হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে অবস্থিত জিনের রূপভেদগুলিকে কী বলে?
কোনো হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে অবস্থিত জিনের রূপভেদগুলিকে অ্যালিল বলে।
লোকাস কাকে বলে?

ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থিত, তাকে লোকাস বলে।
দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ণ পদ্ধতিকে কী বলা হয়?
দুটি বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তিতে সংকরায়ণ পদ্ধতিকে একসংকর জনন বলা হয়।
বংশগতিতে Tt থেকে তুমি কী বোঝ?
বংশগতিতে Tt দ্বারা একটি সংকর জীবের জিনোটাইপকে বোঝায়, যেখানে T একটি প্রকট অ্যালিল এবং t একটি প্রচ্ছন্ন অ্যালিলকে নির্দেশ করে।
সংকরায়ণের সময়ে নির্বাচিত বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন জীব দুটিকে কী বলে?
সংকরায়ণের সময়ে নির্বাচিত বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন জীব দুটিকে জনিতৃ জনু বলে।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রথম অপত্য জনু (F₁ জনু) -তে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাকে কী বলে?
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রথম অপত্য জনু (F1 জনু) -তে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।
মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য কোনটি?
মটর গাছের ফুলের রঙের প্রকট বৈশিষ্ট্য বেগুনি রং।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F1 জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, তাকে কী বলে?

মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F1 জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
সংকরায়ণ পরীক্ষায় অপত্য জনুর বাহ্যিক লক্ষণের অনুপাতকে কী বলে?
সংকরায়ণ পরীক্ষায় অপত্য জনুর বাহ্যিক লক্ষণের অনুপাতকে ফিনোটাইপিক অনুপাত বলে।
সংকরায়ণ পরীক্ষায় অপত্য জনুর জিনগত লক্ষণের অনুপাতকে কী বলে?
সংকরায়ণ পরীক্ষায় অপত্য জনুর জিনগত লক্ষণের অনুপাতকে জিনোটাইপিক অনুপাত বলে।
মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, মেন্ডেলের সাফল্যের কারণ, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মেন্ডেলের পরীক্ষা, সূত্র এবং সূত্রের বিচ্যুতি
সঠিক উত্তরটি নির্বাচন করো
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছে কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
- তিন জোড়া
- দুই জোড়া
- সাত জোড়া
- আট জোড়া
উত্তর – 3. সাত জোড়া
মটর ফুলে স্বপরাগযোগ ঘটা সম্ভব, কারণ ফুলটি –
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- একলিঙ্গ
- উভলিঙ্গ
উত্তর – 4. উভলিঙ্গ
মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি জোড়া হল –
- লম্বা কান্ড ও বেগুনি ফুল
- সবুজ ফল ও হলদে ফল
- কুঞ্চিত বীজ ও শীর্ষমুকুল
- হলদে বীজ ও সাদা ফুল
উত্তর – 2. সবুজ ফল ও হলদে ফল
মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল –
- কুঞ্চিত বীজ
- বেগুনি রং -এর ফুল
- হলদে রং -এর বীজ
- কাক্ষিক ফুল
উত্তর – 1. কুঞ্চিত বীজ
নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –
- কান্ডের দৈর্ঘ্য – বেঁটে
- বীজের আকার – কুঞ্চিত
- বীজপত্রের বর্ণ – হলদে
- ফুলের বর্ণ – সাদা
উত্তর – 3. বীজপত্রের বর্ণ – হলদে
নীচের কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য?
- ফুলের অবস্থান – কাক্ষিক
- শুঁটির রং – সবুজ
- পরিপক্ক ফলের আকৃতি – খাঁজযুক্ত
- বীজপত্রের রং – হলদে
উত্তর – 3. পরিপক্ক ফলের আকৃতি – খাঁজযুক্ত
মেন্ডেলের নির্বাচিত মটর গাছের একটি প্রচ্ছন্ন গুণ হল –
- ফুলের কাক্ষিক অবস্থানে
- সবুজ বীজপত্র
- রঙিন ফুল
- গোল আকৃতির বীজ
উত্তর – 2. সবুজ বীজপত্র
♂ কীসের প্রতীক?
- উভলিঙ্গ
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- কোনোটিই নয়
উত্তর – 2. পুংলিঙ্গ
মেন্ডেলের আবিষ্কৃত সূত্র যে নামে পরিচিত –
- মেন্ডেলবাদ
- একসংকর জনন
- জেনেটিক্স
- দ্বিসংকর জনন
উত্তর – 1. মেন্ডেলবাদ
প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?
- জ্যাঁ ব্যাপ্তিস্ত দ্য ল্যামার্ক
- গ্রেগর জোহান মেন্ডেল
- চার্লস ডারউইন
- স্ট্যানলি মিলার
উত্তর – 2. গ্রেগর জোহান মেন্ডেল
মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত একসংকর ও দ্বিসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনু ও প্রথম অপত্য জনুতে যথাক্রমে ___ ও ___ করেছিলেন।
- স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ
- ইতর পরাগযোগ ও ইতর পরাগযোগ
- ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ
- স্বপরাগযোগ ও স্বপরাগযোগ
উত্তর – 3. ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ
প্রদত্ত কোন্ ক্রসটিতে F1 জনুতে লম্বা : বেঁটে = 1 : 1 হবে?
- TT × tt
- TT × Tt
- Tt × Tt
- Tt × tt
উত্তর – 4. Tt × tt
লম্বা মটর উদ্ভিদের জিনোটাইপ কয় প্রকার হতে পারে?
- এক
- দুই
- তিন
- চার
উত্তর – 2. দুই
বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপ হল –
- TT
- Tt
- tt
- কোনোটিই নয়
উত্তর – 3. tt
Tt জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা যায়?
- বিশুদ্ধ লম্বা
- সংকর লম্বা
- বিশুদ্ধ বেঁটে
- কোনোটিই নয়
উত্তর – 2. সংকর লম্বা
খর্ব মটর গাছ সবসময়ই হয় –
- হোমোজাইগাস
- হেটেরোজাইগাস
- সংকর দীর্ঘ
- কোনোটিই নয়
উত্তর – 1. হোমোজাইগাস
সংকর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে –
- একপ্রকার
- দু-প্রকার
- তিনপ্রকার
- চারপ্রকার
উত্তর – 2. দু-প্রকার
একসংকর জননে প্রথম F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, তা হল –
- প্রচ্ছন্ন
- প্রকট
- প্রকরণ
- বংশগতি
উত্তর – 2. প্রকট
একটি খাঁটি সাদা (প্রচ্ছন্ন) ফুলযুক্ত মটর গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি (প্রকট) ফুলযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হল। এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে –
- 100% সাদা
- সমস্তই বেগুনি
- 50% সাদা এবং 50% বেগুনি
- 75% বেগুনি এবং 25% সাদা
উত্তর – 2. সমস্তই বেগুনি
দুটি সংকর লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে F1 জনুতে শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে?
- 50% এবং 25%
- 25% এবং 25%
- 50% এবং 50%
- 25% এবং 75%
উত্তর – 4. 25% এবং 75%
Tt × Tt ক্রসের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর অপত্য হবে?
- 100টি
- 250টি
- 350টি
- 500টি
উত্তর – 2. 250টি
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় কয় প্রকারের জিনোটাইপ F2 -তে পাওয়া যায়?
- 1
- 2
- 3
- 4
উত্তর – 3. 3
একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ জিনোটাইপগুলির অনুপাত হল –
- 1 : 1
- 1 : 2
- 3 : 1
- 4 : 1
উত্তর – 1. 1 : 1
মেন্ডেলের একসংকর জননের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত হল –
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 1
উত্তর – 2. 3 : 1
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F₂ জনুর জিনোটাইপিক অনুপাত?
- 2 : 1 : 2
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
উত্তর – 2. 1 : 2 : 1
মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি যে পরীক্ষা থেকে প্রাপ্ত, তা হল –
- একসংকর জনন
- দ্বিসংকর জনন
- সংকরায়ণ
- প্রকরণ
উত্তর – 1. একসংকর জনন
মেন্ডেলের প্রথম সূত্রটি হল –
- পৃথককণের সূত্র
- প্রকটতা সূত্র
- মুক্ত সঞ্চারণ সূত্র
- প্রচ্ছন্নতার সূত্র
উত্তর – 1. পৃথককণের সূত্র
একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা ও সংকর কালো গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে –
- 1 : 1
- 1 : 2
- 1 : 3
- 2 : 1
উত্তর – 2. 1 : 2
একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে –
- 1 : 1
- 1 : 2
- 2 : 1
- 3 : 1
উত্তর – 1. 1 : 1
দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে কতগুলি সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে?
- 25%
- 100%
- 75%
- 50%
উত্তর – 4. 50%
একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়ণে কালো গিনিপিগ জন্মাবে –
- 100%
- 75%
- 50%
- 25%
উত্তর – 1. 100%
Bb × bb -এর সংকরায়ণে উৎপন্ন হেটেরোজাইগাস ও হোমোজাইগাস গিনিপিগের অনুপাত হল –
- 3 : 1
- 2 : 1
- 1 : 1
- 1 : 2
উত্তর – 3. 1 : 1
যখন কোনো F₁ সংকরকে প্রকট জনিতৃ জনুর সঙ্গে ক্রস করানো হয়, তখন ক্রসটিকে বলা হয় –
- ডাইহাইব্রিড
- ব্যাক ক্রস
- টেস্ট ক্রস
- মনোহাইব্রিড
উত্তর – 2. ব্যাক ক্রস
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার একটি ব্যাক ক্রস?
- Vv × Vv
- Vv × VV
- VV × VV
- vv × vv
উত্তর – 2. Vv × VV
টেস্ট ক্রসের সাহায্যে আমরা কী জানতে পারি?
- জিনোটাইপ
- ফিনোটাইপ
- ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই
- কোনোটিই নয়
উত্তর – 1. জিনোটাইপ
টেস্ট ক্রস হয় –
- F₁ জনু × F₁ জনু
- F₁ জনু × প্রকট জনিতৃ জনু
- F₁ জনু × প্রচ্ছন্ন জনিতৃ জনু
- কোনোটিই নয়
উত্তর – 3. F₁ জনু × প্রচ্ছন্ন জনিতৃ জনু
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার টেস্ট ক্রস?
- Tt × TT
- Tt × Tt
- Tt × tt
- TT × TT
উত্তর – 3. Tt × tt
একটি সংকর লম্বা (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে –
- সবকটিই লম্বা
- সবকটিই খর্ব
- 50% লম্বা এবং 50% খর্ব
- 75% লম্বা এবং 25% খর্ব
উত্তর – 3. 50% লম্বা এবং 50% খর্ব
RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো।
- এক ধরনের
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
উত্তর – 1. এক ধরনের
YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
- 1 ধরনের
- 4 ধরনের
- 2 ধরনের
- 3 ধরনের
উত্তর – 2. 4 ধরনের
মেন্ডেলের দ্বিসংকর জননে প্রাপ্ত ফিনোটাইপগুলির সংখ্যা হল –
- 3
- 4
- 5
- 9
উত্তর – 2. 4
মেন্ডেলের দ্বিসংকর জননের F₂ প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত হল –
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 1
উত্তর – 3. 9 : 3 : 3 : 1
মেন্ডেলের দ্বিসংকর জননে F₂ জনুতে কত প্রকারের জিনোটাইপ পাওয়া যায়?
- 4 প্রকার
- 6 প্রকার
- 8 প্রকার
- 9 প্রকার
উত্তর – 4. 9 প্রকার
দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল –
A. পৃথকীভবন সূত্র
B. অসম্পূর্ণ প্রকটতার সূত্র
C. প্রকটতার সূত্র
D. স্বাধীন বিন্যাস সূত্র
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র
নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলদে ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো।
A. RRYyও RrYy
B. RRyy ও Rryy
C. RRYY ও rryy
D. rrYY ও rrYy
উত্তর – rrYY ও rrYy
TtRr × TtRr ক্রসটিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে?
A. 8 প্রকার
B. 9 প্রকার
C. 4 প্রকার
D. 2 প্রকার
উত্তর – 9 প্রকার
দ্বিসংকর জননে F₂ জনুতে সবুজ-গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে যত ভাগ তা হল –
- \( \frac1{16} \)
- \( \frac3{16} \)
- \( \frac7{16} \)
- \( \frac9{16} \)
উত্তর – 2. \( \frac3{16} \)
Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
অনুরূপ প্রশ্ন, Aabb জিনোটাইপ থেকে কতরকমের গ্যামেট তৈরি হবে?
- 2
- 3
- 1
- 4
উত্তর – 1. 2
বিশুদ্ধ কালো কর্কশ (BBRR) × বিশুদ্ধ সাদা মসৃণ (bbrr) হলে F₁ জনুতে কী ফল হবে?
- BbRr
- BBRr
- BRBr
- BbRR
উত্তর – 1. BbRr
দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত হল –
- 9 : 3 : 3 : 1
- 15 : 1
- 1 : 2 : 1
- 1 : 1 : 1 : 1
উত্তর – 4. 1 : 1 : 1 : 1
কোন্ ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে?
- পৃথকীভবন সূত্রের ক্ষেত্রে
- প্রকটতার ক্ষেত্রে
- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
- স্বাধীন বিন্যাস সূত্রের ক্ষেত্রে
উত্তর – 3. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে জীবে –
- পাইসাম স্যাটিভাম
- ড্রসোফিলা মেলানোগ্যাসটার
- মিরাবিলিস জালাপা
- সবগুলিতে
উত্তর – 3. মিরাবিলিস জালাপা
যে ক্ষেত্রে F₂ জনুতে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়েই 1 : 2 : 1 হয়, তাকে বলে –
- সম্পূর্ণ প্রকটতা
- অসম্পূর্ণ প্রকটতা
- অতিপ্রকটতা
- মেন্ডেলীয় প্রকটতা
উত্তর – 2. অসম্পূর্ণ প্রকটতা
সন্ধ্যামালতীর লাল ফুলের (RR) সঙ্গে সাদা ফুলের (rr) সংকরায়ণ ঘটানো হল। অপত্য জনুতে যে ফুল উৎপন্ন হল তা হল গোলাপি (Rr)। এটি কোন্ ঘটনার উদাহরণ?
- সংকরায়ণ
- প্রচ্ছন্নতা
- অসম্পূর্ণ প্রকটতা
- মিউটেশন
উত্তর – 3. অসম্পূর্ণ প্রকটতা
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে?
- 3 : 1
- 2 : 1 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 2 : 1
উত্তর – 4. 1 : 2 : 1
শূন্যস্থান পূরণ করো
মেন্ডেল জিনকে ___ নামে অভিহিত করেন।
উত্তর – মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন।
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের ___ টি চরিত্র নির্বাচন করেছিলেন।
উত্তর – মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের 7টি চরিত্র নির্বাচন করেছিলেন।
মেন্ডেল পরীক্ষার জন্য মটর উদ্ভিদের ফুলের ___ টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
উত্তর – মেন্ডেল পরীক্ষার জন্য মটর উদ্ভিদের ফুলের 4টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
বীজপত্রের বর্ণ সবুজ একটি ___ বৈশিষ্ট্য।
উত্তর – বীজপত্রের বর্ণ সবুজ একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেল F₁ জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে ___ পরাগযোগ ঘটিয়েছিলেন।
উত্তর – মেন্ডেল F₁ জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনুকে ___ সংকেত দ্বারা চিহ্নিত করা হয়।
উত্তর – মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনুকে P সংকেত দ্বারা চিহ্নিত করা হয়।
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত লম্বা ও বেঁটে গাছের অনুপাত হল ___।
উত্তর – মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত লম্বা ও বেঁটে গাছের অনুপাত হল 3 : 1।
মটর গাছের ভিন্ন ভিন্ন ___ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তর – মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে।
মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে ___ প্রকারের ফিনোটাইপ পেয়েছিলেন।
উত্তর – মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে 2 প্রকারের ফিনোটাইপ পেয়েছিলেন।
মেন্ডেলের একসংকর পরীক্ষায় F₂ জনুতে TT : Tt : tt অনুপাত হল ___।
উত্তর – মেন্ডেলের একসংকর পরীক্ষায় F₂ জনুতে TT : Tt : tt অনুপাত হল 1 : 2 : 1।
একটি সংকর কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রসে F₁ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা গিনিপিগের সংখ্যা হবে ___।
উত্তর – একটি সংকর কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রসে F₁ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা গিনিপিগের সংখ্যা হবে 50%।
মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ___ প্রকার জিনোটাইপ F₂ জনুতে পাওয়া যায়।
উত্তর – মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় 9 প্রকার জিনোটাইপ F₂ জনুতে পাওয়া যায়।
গিনিপিগের সাদা ও মসৃণ লোম হল ___ বৈশিষ্ট্য।
উত্তর – গিনিপিগের সাদা ও মসৃণ লোম হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি ___ সূত্র নামে পরিচিত।
উত্তর – মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি স্বাধীন বিন্যাস সূত্র নামে পরিচিত।
RrYy জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে ___ ধরনের গ্যামেট উৎপন্ন হবে।
উত্তর – RrYy জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে।
মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল ___।
উত্তর – মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা।
সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল ___।
উত্তর – সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল 1 : 2 : 1।
প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হল ___ মুরগি।
উত্তর – প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হল আন্দুলেশিয়ান মুরগি।
সত্য/মিথ্যা নির্বাচন করো
মেন্ডেলের মটর গাছের পরীক্ষার জন্য সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য শনাক্ত করা হয়।
উত্তর – সত্য [সূত্র – সবগুলি বিপরীত চরিত্র বা বৈশিষ্ট্য নিয়েই তিনি পরীক্ষানিরীক্ষা করেন।]
গোলাকার বীজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
উত্তর – মিথ্যা [সূত্র – গোলাকার মটর বীজ প্রকট বৈশিষ্ট্য।]
মেন্ডেল নির্ধারিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ছিল বলে তিনি সাফল্য লাভ করেছিলেন।
উত্তর – সত্য [সূত্র – একই ক্রোমোজোমে দুটি জিন থাকলে স্বাধীন বিন্যাসের সম্ভাবনা কমে যায়।]
মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।
উত্তর – সত্য [সূত্র – মটর ফুল উভলিঙ্গ হওয়ায়, এই ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।]
কান্ডে ফুল ও ফলের অবস্থান মেন্ডেলের দ্বারা নির্বাচিত একটি চরিত্র।
উত্তর – সত্য [সূত্র – এর দুটি বৈশিষ্ট্য দেখা যায় কাক্ষিক (প্রকট) এবং শীর্ষস্থ (প্রচ্ছন্ন)।]
মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্যগুলি বহু অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
উত্তর – মিথ্যা [সূত্র – প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই তিনি সাফল্য পেয়েছিলেন।]
মেন্ডেল বিশুদ্ধ লম্বা মটর গাছ (TT) -এর সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছ (tt) -এর স্বপরাগযোগ ঘটান।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষাতে বিশুদ্ধ জনিতৃ জনুর উদ্ভিদগুলির ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটান।]
মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।
উত্তর – মিথ্যা [সূত্র – প্রথম অপত্য জনু তিনি 100% সংকর লম্বা মটর গাছ পেয়েছিলেন।]
একটি হেটেরোজাইগাস লম্বা মটর গাছের সঙ্গে একটি হোমোজাইগাস লম্বা মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে হোমোজাইগাস লম্বা মটর গাছ পাওয়া যায় 75%।
উত্তর – মিথ্যা [সূত্র – হেটেরোজাইগাস লম্বা (Tt) মটর গাছের T বা অ্যালিলযুক্ত গ্যামেটের সাথে হোমোজাইগাস লম্বা (TT) মটরগাছের T অ্যালিলবিশিষ্ট গ্যামেটের মিলনে উৎপন্ন অপত্যের মধ্যে 50% হবে হেটেরোজাইগাস লম্বা (Tt) প্রকৃতির ও 50% হবে হোমোজাইগাস লম্বা প্রকৃতির।]
সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকরায়ণে সর্বদা F₁ অপত্যগুলি কালো বর্ণের হবে।
উত্তর – মিথ্যা [সূত্র – যদি কালো বর্ণের গিনিপিগটি বিশুদ্ধ হয় তবেই F₁ -এর অপত্যগুলি কালো হবে। কিন্তু কালো গিনিপিগটি সংকর হলে F₁ জনুতে কালো বর্ণের গিনিপিগের সাথে সাদা বর্ণের গিনিপিগও দেখা যাবে।]
গিনিপিগের কর্কশ লোমের জন্য দায়ী জিন হল প্রকট।
উত্তর – সত্য [সূত্র – এই জিনটির প্রচ্ছন্ন অ্যালিল হল মসৃণ লোম।]
ব্যাক ক্রস মাত্রই টেস্ট ক্রস।
উত্তর – মিথ্যা [সূত্র – যদি ব্যাকক্রসে প্রকট বৈশিষ্ট্যযুক্ত জনিতৃ জনু ব্যবহৃত হয়, তবে তা টেস্ট ক্রস হবে না।]
মেন্ডেল নির্ধারিত একটি ডাইহাইব্রিড ক্রস হল হলদে-কুঞ্চিত × সবুজ-গোল।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেল নির্ধারিত একটি ডাইহাইব্রিড ক্রস হল হলদে-গোল বীজযুক্ত মাটর গাছ × সবুজ-কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ।]
মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত হল 9 : 3 : 3 : 1।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত হল 1 : 2 : 2 : 4 : 1 : 2 : 1 : 2 : 1।]
সন্ধ্যামালতী গাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাজাডির্যাকটা ইন্ডিকা।
উত্তর – মিথ্যা [সূত্র – সন্ধ্যামালতী গাছের বিজ্ঞানসম্মত নাম হল – Mirabilis jalapa (মিরাবিলিস জালাপা)।]
সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়।
উত্তর – সত্য [সূত্র – অসম্পূর্ণ প্রকটতার ফলে সাদা ও লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের ক্রসে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ তৈরি হয়।]
জিনের প্রকটতা বলতে কী বোঝায়? মেন্ডেলের তৃতীয় সূত্রের সাহায্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কীভাবে প্রকাশ পায় তা ব্যাখ্যা করুন।
মেন্ডেলের দ্বারা প্রবর্তিত তৃতীয় সূত্রটি হল প্রকটতার সূত্র। এই সূত্র অনুসারে কোনো জীবে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন উপস্থিত থাকলে, একটি জিন হেটেরোজাইগাস অবস্থায় অপর জিনের বৈশিষ্ট্যকে অবদমিত করে, নিজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এই জিনটিকে বলে প্রকট জিন ও বৈশিষ্ট্যটি হল প্রকট বৈশিষ্ট্য। অপর জিনটি হল প্রচ্ছন্ন জিন ও বৈশিষ্ট্যটি হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
গো দ্য ভিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন সেরম্যাক – এই তিন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে কখন এবং কীভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেন?
মেন্ডেল, 1865 খ্রিস্টাব্দে তাঁর গবেষণালব্ধ ফলাফল ও সিদ্ধান্ত একটি জার্মান পত্রিকায় গবেষণাপত্ররূপে প্রকাশ হয়। কিন্তু সেই সময় তাঁর গবেষণা বিজ্ঞানীদের কাছে সমাদৃত হয়নি। তাঁর মৃত্যুর 35 বছর পর 1900 সালে হুগো দ্য ভিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন সেরম্যাক নামে তিন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে মেন্ডেল -এর তত্ত্বকে পুনরাবিষ্কার এবং পুনঃপ্রতিষ্ঠিত করেন।
মেন্ডেল মটরগাছের কোন্ কোন্ বৈশিষ্ট্যের জিনগুলি 1, 4, 5 ও 7 নং ক্রোমোজোমে বিন্যস্ত ছিল?
মেন্ডেল মটরগাছে যে সকল বৈশিষ্ট্যগুলি নির্বাচন করেছিলেন সেগুলির জিনগুলি মোট চারটি ক্রোমোজোমে বিন্যস্ত ছিল। বীজ, বীজত্বক ও ফুলের বর্ণ নির্ধারক জিনগুলি 1 নং ক্রোমোজোমে, ফলের আকৃতি, কাণ্ডে ফুল-ফলের অবস্থান ও গাছের দৈর্ঘ্য নির্ধারক জিনগুলি 4 নং ক্রোমোজোমে এবং ফলের বর্ণ ও বীজের আকৃতি নির্ধারক জিন যথাক্রমে 5 এবং 7 নং ক্রোমোজোমে অবস্থান করে।
কোন ক্ষেত্রে সহপ্রকটতা (Codominance) পরিলক্ষিত হয়? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
কোনো কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন তথা অ্যালিলিক জিন থাকলে উভয় জিনেরই বাহ্যিক প্রকাশ অর্থাৎ, প্রকটতা দেখা যায়। এই ঘটনাকে বলে সহপ্রকটতা। যেমন – বিশুদ্ধ লাল বর্ণের লোমযুক্ত ষাঁড়ের সাথে বিশুদ্ধ সাদা বর্ণের লোমযুক্ত গাভীর সংকরায়ণে উৎপন্ন অপত্যগুলির কিছু লোম লাল ও কিছু লোম সাদা বর্ণের হয়। মানুষের ABO রক্তশ্রেণির ক্ষেত্রে AB শ্রেণিযুক্ত লোকেদের ক্ষেত্রে সহপ্রকটতা দেখা যায়।
বোভারি ও সাটন কী পর্যবেক্ষণ করে এই সমান্তরালতা প্রতিষ্ঠা করেছিলেন?
মেন্ডেল নিজে ক্রোমোজোম এবং জিনের অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না। জিন ও ক্রোমোজোমের সমান্তরালতা পর্যবেক্ষণ করে। বিজ্ঞানী বোভারি এবং বিজ্ঞানী সাটন সিদ্ধান্তে আসেন যে মেন্ডেলীয় সূত্রগুলি ক্রোমোজোমের আচরণের সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানী থমাস মরগ্যান ও কেলভিন ব্রিজেস ক্রোমোজোমের ওপর জিনের উপস্থিতি এবং ক্রোমোজোমের মাধ্যমে ঘটা বংশগত বৈশিষ্ট্যের জনিতৃ থেকে অপত্যে সঞ্চারণ প্রমাণ করেন।
স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলাও – 1
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. হলদে ও সবুজ বীজত্বক | A. মেন্ডেলের জনিতৃ জনুর ক্রস |
2. হোমোজাইগাস | B. AABB |
3. স্বপরাগযোগ | C. মেন্ডেল নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য |
4. হেটেরোজাইগাস | D. মেন্ডেলের প্রথম অপত্য জনুর ক্রস |
5. ইতর পরাগযোগ | E. প্রকরণের কারণ |
6. যৌন জনন | F. AABb |
G. AaBb |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. হলদে ও সবুজ বীজত্বক | C. মেন্ডেল নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য |
2. হোমোজাইগাস | B. AABB |
3. স্বপরাগযোগ | D. মেন্ডেলের প্রথম অপত্য জনুর ক্রস |
4. হেটেরোজাইগাস | G. AaBb |
5. ইতর পরাগযোগ | A. মেন্ডেলের জনিতৃ জনুর ক্রস |
6. যৌন জনন | E. প্রকরণের কারণ |
স্তম্ভ মেলাও – 2
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত | A. গ্রেগর জোহান মেন্ডেল |
2. বংশগতির সূত্র | B. TT × tt |
3. চেকার বোর্ড ধারণা | C. 1 : 2 : 1 |
4. একসংকর জনন | D. ওয়াটসন ও ক্রিক |
5. দ্বিসংকর জনন | E. রেজিনাল্ড পানেট |
6. একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত | F. 9 : 3 : 3 : 1 |
G. YYRR × yyrr |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত | F. 9 : 3 : 3 : 1 |
2. বংশগতির সূত্র | A. গ্রেগর জোহান মেন্ডেল |
3. চেকার বোর্ড ধারণা | E. রেজিনাল্ড পানেট |
4. একসংকর জনন | B. TT × tt |
5. দ্বিসংকর জনন | G. YYRR × yyrr |
6. একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত | C. 1 : 2 : 1 |
স্তম্ভ মেলাও – 3
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মেন্ডেলের প্রথম সূত্র | A. স্বাধীন বিন্যাস সূত্র |
2. BB × bb | B. 3 : 1 |
3. একসংকর ফিনোটাইপিক অনুপাত | C. YYRr |
4. বংশগতি সূত্রের বিচ্যুতি | D. পৃথকীভবন সূত্র |
5. মেন্ডেলের দ্বিতীয় সূত্র | E. YyRr |
6. YYRR × yyrr | F. অসম্পূর্ণ প্রকটতা |
G. Bb |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মেন্ডেলের প্রথম সূত্র | D. পৃথকীভবন সূত্র |
2. BB × bb | G. Bb |
3. একসংকর ফিনোটাইপিক অনুপাত | B. 3 : 1 |
4. বংশগতি সূত্রের বিচ্যুতি | F. অসম্পূর্ণ প্রকটতা |
5. মেন্ডেলের দ্বিতীয় সূত্র | A. স্বাধীন বিন্যাস সূত্র |
6. YYRR × yyrr | E. YyRr |
স্তম্ভ মেলাও – 4
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. বেগুনি মটর ফুল | A. টেস্ট ক্রস |
2. TT × Tt | B. অসম্পূর্ণ প্রকটতা |
3. সন্ধ্যামালতী | C. লিঙ্গ নির্ধারণ |
4. সাত জোড়া | D. ব্যাক ক্রস |
5. Tt | E. মটর গাছের বৈশিষ্ট্য |
6. Tt × tt | F. প্রকট বৈশিষ্ট্য |
G. সংকর লম্বা মটর গাছ |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. বেগুনি মটর ফুল | F. প্রকট বৈশিষ্ট্য |
2. TT × Tt | D. ব্যাক ক্রস |
3. সন্ধ্যামালতী | B. অসম্পূর্ণ প্রকটতা |
4. সাত জোড়া | E. মটর গাছের বৈশিষ্ট্য |
5. Tt | G. সংকর লম্বা মটর গাছ |
6. Tt × tt | A. টেস্ট ক্রস |
বিসদৃশ শব্দাট বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
মটরের দ্রুত প্রজনন, মটরের বৈশিষ্ট্যগুলির পৃথক ক্রোমোজোমে অবস্থান, বিজ্ঞানসম্মত গণনা, মটরের ইতর পরাগযোগে অক্ষমতা। | মটরের ইতর পরাগযোগে অক্ষমতা। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষায় সাফল্যলাভের কারণ]। |
মটর বীজের আকার, মটর বীজের ওজন, মটর ফুলের বর্ণ, মটরের পরিপক্ক ফলের আকৃতি। | মটর বীজের ওজন। [সূত্র – মটর বীজের ওজন ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্যসূচক চরিত্র]। |
কান্ড দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, বীজপত্রের রং হলদে, ফুলের অবস্থান শীর্ষ। | ফুলের অবস্থান শীর্ষ। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য। বিসদৃশ্যটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য]। |
সবুজ মটর ফল, কাক্ষিক ফুল, খাঁজযুক্ত মটর ফল, হলদে মটর ফল। | হলদে মটর ফল। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রকট চরিত্র বৈশিষ্ট্য]। |
বেগুনি ফুল, সাদা ফুল, সবুজ মটর দানা, শীর্ষস্থ ফল। | বেগুনি ফুল। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য]। |
TT, Tt, tt, rr। | rr। [সূত্র – বাদে বাকিগুলি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F₂ জনুর ফিনোটাইপ (মটর গাছের দৈর্ঘ্য সংক্রান্ত)]। |
বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ বেঁটে মটর গাছ, সংকর লম্বা মটর গাছ, সংকর বেঁটে মটর গাছ। | সংকর বেঁটে মটর গাছ। [সূত্র – সংকর বেঁটে মটর গাছ ছাড়া বাকিগুলি মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত বিভিন্ন বৈশিষ্ট্যের মটর গাছ]। |
বেগুনি ফুল × সাদা ফুল, হলদে বীজ সবুজ বীজ, গোল বীজ কুঞ্চিত বীজ, হলদে-গোল বীজ × সবুজ-কুঞ্চিত বীজ। | হলদে-গোল বীজ × সবুজ-কুঞ্চিত বীজ। [সূত্র – বাকিগুলি মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা, বিসদৃশটি দ্বিসংকর জননের পরীক্ষা]। |
9 : 3 : 3 : 1, স্বাধীন বিন্যাস সূত্র, 3 : 1, BBSS × bbss। | 3 : 1। [সূত্র – 3 : 1 হল একসংকর জননের ফিনোটাইপিক অনুপাত, বাকিগুলি দ্বিসংকর জনন সংক্রান্ত সূত্র, ফিনোটাইপিক অনুপাত ও ক্রস]। |
হলদে-গোল, সাদা-নীল, হলদে-কুঞ্চিত, সবুজ-কুঞ্চিত। | সাদা-নীল। [সূত্র – সাদা-নীল বাদে বাকিগুলি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F₂ জনুর ফিনোটাইপিক বৈশিষ্ট্য]। |
বেগুনি ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, লাল ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, হলদে বীজ × সবুজ বীজ 🠒 হলদে বীজ, কালো গিনিপিগ × সাদা গিনিপিগ 🠒 কালো গিনিপিগ। | লাল ফুল সাদা ফুল গোলাপি ফুল। [সূত্র – বিসদৃশটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ, বাকিগুলি সম্পূর্ণ প্রকটতা (মেন্ডেলের সূত্রানুযায়ী) -র উদাহরণ]। |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
মটর ফুলের বেগুনি বর্ণ : প্রকট বৈশিষ্ট্য : : মটর ফুলের সাদা বর্ণ : ___।
উত্তর – প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মটর বীজের প্রকট বৈশিষ্ট্য : গোলাকার : : মটর বীজের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য : ___।
উত্তর – কুঞ্চিত।
কাক্ষিক ফুলের অবস্থান : প্রকট বৈশিষ্ট্য : : শীর্ষস্থ ফুলের অবস্থান : ___।
উত্তর – প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেলের P জনুর ক্রস : ইতর পরাগরোগ : : মেন্ডেলের F₁ জনুর ক্রস : ___।
উত্তর – স্বপরাগযোগ।
মেন্ডেলের প্রথম সূত্র : পৃথকীভবন সূত্র : : মেন্ডেলের দ্বিতীয় সূত্র : ___।
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র।
সবুজ শুঁটি × হলদে শুঁটি : একসংকর জনন : : বেগুনি ফুলযুক্ত লম্বা মটর উদ্ভিদ × সাদা ফুলযুক্ত বেঁটে মটর উদ্ভিদ : ___।
উত্তর – দ্বিসংসকর জনন।
একসংকর ফিনোটাইপিক অনুপাত : 3 : 1 : : দ্বিসংকর ফিনোটাইপিক অনুপাত : ___।
উত্তর – 9 : 3 : 3 : 1।
একসংকর জনন : পৃথকীভবন সূত্র : : দ্বিসংকর জনন : ___।
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র।
মেন্ডেলীয় বংশানুসরণ : মটর : : মেন্ডেল সূত্রের বিচ্যুতি : ___।
উত্তর – সন্ধ্যামালতী।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
সংকরায়ণের পরীক্ষা, জনিতৃ জনু, F₁ জনু, F₂ জনু। | সংকরায়ণের পরীক্ষা। [সূত্র – মেন্ডেলের সংকরায়ণের পরীক্ষার বিভিন্ন জনুর উল্লেখ করা হয়েছে]। |
TT × tt, একসংকর জনন, Tt × Tt, BB × bb। | একসংকর জনন। [সূত্র – নানাপ্রকার একক চরিত্রের ক্রস, অর্থাৎ একসংকর জননের উদাহরণ]। |
মটর দ্রুত প্রজননক্ষম, মেন্ডেলের সাফল্য, মটর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে সক্ষম, চরিত্রগুলির পৃথক ক্রোমোজোমে অবস্থান। | মেন্ডেলের সাফল্য। [সূত্র – মেন্ডেল তাঁর পরীক্ষায় মটর গাছের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ব্যবহার করায় সাফল্য পেয়েছিলেন]। |
সবুজ-গোল, F₂ ফিনোটাইপ, হলদে-কুঞ্চিত, হলদে-গোল। | F₂ ফিনোটাইপ। [সূত্র – মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F₂ জনুর ফিনোটাইপগুলি উল্লেখ করা হয়েছে]। |
Tt × TT, Tt × tt, টেস্ট ক্রস, ব্যাক ক্রস। | ব্যাক ক্রস। [সূত্র – টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস, যেমন – Tt × tt। এ ছাড়াও Tt × TT হল ব্যাক ক্রস -এর অপর একটি উদাহরণ]। |
সন্ধ্যামালতী, গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, 1 : 2 : 1। | অসম্পূর্ণ প্রকটতা। [সূত্র – অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ এবং জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করা হয়েছে]। |
লাল ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, F₁ জনুতে একই জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত, সন্ধ্যামালতী। | অসম্পূর্ণ প্রকটতা। [সূত্র – মেন্ডেলের সূত্রের বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা। এর নানা বৈশিষ্ট্য ও উদাহরণ উল্লেখ করা হয়েছে।] |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
মটর গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।
মটর গাছের বিজ্ঞানসম্মত নাম – Pisum sativum (পাইসাম স্যাটিভাম)।
গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ দাও।
গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ হল লোমের কালো রং -এর বৈশিষ্ট্য।
একসংকর জননে F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কত?
একসংকর জননে F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত হল প্রকট : প্রচ্ছন্ন = 3 : 1।
একসংকর জননে F₂ জনুতে জিনোটাইপের অনুপাত কত?
অথবা, মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
একসংকর জননে F₂ জনুতে অর্থাৎ, দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপের অনুপাত হল বিশুদ্ধ প্রকট : সংকর প্রকট : বিশুদ্ধ প্রচ্ছন্ন = 1 : 2 : 1।
বংশগতিতে 3 : 1 -কে কী অনুপাত বলে?
একসংকর জননের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত।
বংশগতিতে 1 : 2 : 1 -কে কী অনুপাত বলে?
একসংকর জননের F₂ জনুর জিনোটাইপিক অনুপাত।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কী?
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল পৃথকীভবন সূত্র।
মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল। এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো।
পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম হল – কান্ডের দৈর্ঘ্য – লম্বা ও বেঁটে এবং বীজের আকার – গোল ও কুঞ্চিত।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল 9 : 3 : 3 : 1।
চেকার বোর্ড আবিষ্কার করেন কোন্ বিজ্ঞানী?
ব্রিটিশ বংশগতিবিদ রেজিনাল্ড ক্রামডাল পানেট।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কী?
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র।
ttRr -এর ফিনোটাইপ কী হবে?
t অ্যালিলটি (প্রচ্ছন্ন) মটর গাছের বেঁটে বৈশিষ্ট্যটি প্রকাশ করে। R (প্রকট) এবং r (প্রচ্ছন্ন) অ্যালিল দুটি মটর বীজের যথাক্রমে গোল ও কুঞ্চিত বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে। সুতরাং, ttRr জিনোটাইপ বিশিষ্ট মটর উদ্ভিদের ফিনোটাইপ হবে বেঁটে এবং গোল বীজ।
BbRr -এর ফিনোটাইপ কী হবে?
BbRr -এর ফিনোটাইপ হবে কালো-কর্কশ লোম।
গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই?
হ্যাঁ, একই। কারণ, RR বা Rr উভয়ক্ষেত্রেই ফিনোটাইপ R অ্যালিলটি অনুযায়ী হবে।
কোনো একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3 : 1 -এর স্থানে 1 : 2 : 1 পাওয়া গেলে তা কোন্ ঘটনাকে নির্দেশ করে?
একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3 : 1 -এর স্থানে 1 : 2 : 1 পাওয়া গেলে তা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে।
একই ক্রোমোজোমে অবস্থিত অসংখ্য জিনের একসঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে কী বলে?
একই ক্রোমোজোমে অবস্থিত অসংখ্য জিনের একসঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে লিংকেজ বলে।
মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, মেন্ডেলের সাফল্যের কারণ, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মেন্ডেলের পরীক্ষা, সূত্র এবং সূত্রের বিচ্যুতি
সঠিক উত্তরটি নির্বাচন করো
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছে কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন?
- তিন জোড়া
- দুই জোড়া
- সাত জোড়া
- আট জোড়া
উত্তর – 3. সাত জোড়া
মটর ফুলে স্বপরাগযোগ ঘটা সম্ভব, কারণ ফুলটি –
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- একলিঙ্গ
- উভলিঙ্গ
উত্তর – 4. উভলিঙ্গ
মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি জোড়া হল –
- লম্বা কান্ড ও বেগুনি ফুল
- সবুজ ফল ও হলদে ফল
- কুঞ্চিত বীজ ও শীর্ষমুকুল
- হলদে বীজ ও সাদা ফুল
উত্তর – 2. সবুজ ফল ও হলদে ফল
মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল –
- কুঞ্চিত বীজ
- বেগুনি রং -এর ফুল
- হলদে রং -এর বীজ
- কাক্ষিক ফুল
উত্তর – 1. কুঞ্চিত বীজ
নীচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো –
- কান্ডের দৈর্ঘ্য – বেঁটে
- বীজের আকার – কুঞ্চিত
- বীজপত্রের বর্ণ – হলদে
- ফুলের বর্ণ – সাদা
উত্তর – 3. বীজপত্রের বর্ণ – হলদে
নীচের কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য?
- ফুলের অবস্থান – কাক্ষিক
- শুঁটির রং – সবুজ
- পরিপক্ক ফলের আকৃতি – খাঁজযুক্ত
- বীজপত্রের রং – হলদে
উত্তর – 3. পরিপক্ক ফলের আকৃতি – খাঁজযুক্ত
মেন্ডেলের নির্বাচিত মটর গাছের একটি প্রচ্ছন্ন গুণ হল –
- ফুলের কাক্ষিক অবস্থানে
- সবুজ বীজপত্র
- রঙিন ফুল
- গোল আকৃতির বীজ
উত্তর – 2. সবুজ বীজপত্র
♂ কীসের প্রতীক?
- উভলিঙ্গ
- পুংলিঙ্গ
- স্ত্রীলিঙ্গ
- কোনোটিই নয়
উত্তর – 2. পুংলিঙ্গ
মেন্ডেলের আবিষ্কৃত সূত্র যে নামে পরিচিত –
- মেন্ডেলবাদ
- একসংকর জনন
- জেনেটিক্স
- দ্বিসংকর জনন
উত্তর – 1. মেন্ডেলবাদ
প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?
- জ্যাঁ ব্যাপ্তিস্ত দ্য ল্যামার্ক
- গ্রেগর জোহান মেন্ডেল
- চার্লস ডারউইন
- স্ট্যানলি মিলার
উত্তর – 2. গ্রেগর জোহান মেন্ডেল
মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত একসংকর ও দ্বিসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনু ও প্রথম অপত্য জনুতে যথাক্রমে ___ ও ___ করেছিলেন।
- স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ
- ইতর পরাগযোগ ও ইতর পরাগযোগ
- ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ
- স্বপরাগযোগ ও স্বপরাগযোগ
উত্তর – 3. ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ
প্রদত্ত কোন্ ক্রসটিতে F1 জনুতে লম্বা : বেঁটে = 1 : 1 হবে?
- TT × tt
- TT × Tt
- Tt × Tt
- Tt × tt
উত্তর – 4. Tt × tt
লম্বা মটর উদ্ভিদের জিনোটাইপ কয় প্রকার হতে পারে?
- এক
- দুই
- তিন
- চার
উত্তর – 2. দুই
বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপ হল –
- TT
- Tt
- tt
- কোনোটিই নয়
উত্তর – 3. tt
Tt জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা যায়?
- বিশুদ্ধ লম্বা
- সংকর লম্বা
- বিশুদ্ধ বেঁটে
- কোনোটিই নয়
উত্তর – 2. সংকর লম্বা
খর্ব মটর গাছ সবসময়ই হয় –
- হোমোজাইগাস
- হেটেরোজাইগাস
- সংকর দীর্ঘ
- কোনোটিই নয়
উত্তর – 1. হোমোজাইগাস
সংকর গোল বীজযুক্ত মটর গাছ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা হবে –
- একপ্রকার
- দু-প্রকার
- তিনপ্রকার
- চারপ্রকার
উত্তর – 2. দু-প্রকার
একসংকর জননে প্রথম F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, তা হল –
- প্রচ্ছন্ন
- প্রকট
- প্রকরণ
- বংশগতি
উত্তর – 2. প্রকট
একটি খাঁটি সাদা (প্রচ্ছন্ন) ফুলযুক্ত মটর গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি (প্রকট) ফুলযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হল। এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে –
- 100% সাদা
- সমস্তই বেগুনি
- 50% সাদা এবং 50% বেগুনি
- 75% বেগুনি এবং 25% সাদা
উত্তর – 2. সমস্তই বেগুনি
দুটি সংকর লম্বা মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে F1 জনুতে শতকরা কত ভাগ লম্বা এবং খর্ব মটর উদ্ভিদ উৎপন্ন হবে?
- 50% এবং 25%
- 25% এবং 25%
- 50% এবং 50%
- 25% এবং 75%
উত্তর – 4. 25% এবং 75%
Tt × Tt ক্রসের ক্ষেত্রে 500টি উদ্ভিদের মধ্যে কয়টি সংকর অপত্য হবে?
- 100টি
- 250টি
- 350টি
- 500টি
উত্তর – 2. 250টি
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় কয় প্রকারের জিনোটাইপ F2 -তে পাওয়া যায়?
- 1
- 2
- 3
- 4
উত্তর – 3. 3
একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ জিনোটাইপগুলির অনুপাত হল –
- 1 : 1
- 1 : 2
- 3 : 1
- 4 : 1
উত্তর – 1. 1 : 1
মেন্ডেলের একসংকর জননের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত হল –
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 1
উত্তর – 2. 3 : 1
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F₂ জনুর জিনোটাইপিক অনুপাত?
- 2 : 1 : 2
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
উত্তর – 2. 1 : 2 : 1
মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি যে পরীক্ষা থেকে প্রাপ্ত, তা হল –
- একসংকর জনন
- দ্বিসংকর জনন
- সংকরায়ণ
- প্রকরণ
উত্তর – 1. একসংকর জনন
মেন্ডেলের প্রথম সূত্রটি হল –
- পৃথককণের সূত্র
- প্রকটতা সূত্র
- মুক্ত সঞ্চারণ সূত্র
- প্রচ্ছন্নতার সূত্র
উত্তর – 1. পৃথককণের সূত্র
একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা ও সংকর কালো গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে –
- 1 : 1
- 1 : 2
- 1 : 3
- 2 : 1
উত্তর – 2. 1 : 2
একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষার F₂ জনুতে উৎপন্ন বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে –
- 1 : 1
- 1 : 2
- 2 : 1
- 3 : 1
উত্তর – 1. 1 : 1
দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ণ ঘটানো হলে প্রথম অপত্য জনুতে কতগুলি সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে?
- 25%
- 100%
- 75%
- 50%
উত্তর – 4. 50%
একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়ণে কালো গিনিপিগ জন্মাবে –
- 100%
- 75%
- 50%
- 25%
উত্তর – 1. 100%
Bb × bb -এর সংকরায়ণে উৎপন্ন হেটেরোজাইগাস ও হোমোজাইগাস গিনিপিগের অনুপাত হল –
- 3 : 1
- 2 : 1
- 1 : 1
- 1 : 2
উত্তর – 3. 1 : 1
যখন কোনো F₁ সংকরকে প্রকট জনিতৃ জনুর সঙ্গে ক্রস করানো হয়, তখন ক্রসটিকে বলা হয় –
- ডাইহাইব্রিড
- ব্যাক ক্রস
- টেস্ট ক্রস
- মনোহাইব্রিড
উত্তর – 2. ব্যাক ক্রস
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার একটি ব্যাক ক্রস?
- Vv × Vv
- Vv × VV
- VV × VV
- vv × vv
উত্তর – 2. Vv × VV
টেস্ট ক্রসের সাহায্যে আমরা কী জানতে পারি?
- জিনোটাইপ
- ফিনোটাইপ
- ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই
- কোনোটিই নয়
উত্তর – 1. জিনোটাইপ
টেস্ট ক্রস হয় –
- F₁ জনু × F₁ জনু
- F₁ জনু × প্রকট জনিতৃ জনু
- F₁ জনু × প্রচ্ছন্ন জনিতৃ জনু
- কোনোটিই নয়
উত্তর – 3. F₁ জনু × প্রচ্ছন্ন জনিতৃ জনু
নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার টেস্ট ক্রস?
- Tt × TT
- Tt × Tt
- Tt × tt
- TT × TT
উত্তর – 3. Tt × tt
একটি সংকর লম্বা (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে –
- সবকটিই লম্বা
- সবকটিই খর্ব
- 50% লম্বা এবং 50% খর্ব
- 75% লম্বা এবং 25% খর্ব
উত্তর – 3. 50% লম্বা এবং 50% খর্ব
RRYY জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো।
- এক ধরনের
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
উত্তর – 1. এক ধরনের
YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
- 1 ধরনের
- 4 ধরনের
- 2 ধরনের
- 3 ধরনের
উত্তর – 2. 4 ধরনের
মেন্ডেলের দ্বিসংকর জননে প্রাপ্ত ফিনোটাইপগুলির সংখ্যা হল –
- 3
- 4
- 5
- 9
উত্তর – 2. 4
মেন্ডেলের দ্বিসংকর জননের F₂ প্রজন্মের ফিনোটাইপিক অনুপাত হল –
- 1 : 2 : 1
- 3 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 1
উত্তর – 3. 9 : 3 : 3 : 1
মেন্ডেলের দ্বিসংকর জননে F₂ জনুতে কত প্রকারের জিনোটাইপ পাওয়া যায়?
- 4 প্রকার
- 6 প্রকার
- 8 প্রকার
- 9 প্রকার
উত্তর – 4. 9 প্রকার
দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল –
A. পৃথকীভবন সূত্র
B. অসম্পূর্ণ প্রকটতার সূত্র
C. প্রকটতার সূত্র
D. স্বাধীন বিন্যাস সূত্র
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র
নীচের কোন্ দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলদে ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো।
A. RRYyও RrYy
B. RRyy ও Rryy
C. RRYY ও rryy
D. rrYY ও rrYy
উত্তর – rrYY ও rrYy
TtRr × TtRr ক্রসটিতে কত প্রকারের জিনোটাইপ উৎপন্ন হবে?
A. 8 প্রকার
B. 9 প্রকার
C. 4 প্রকার
D. 2 প্রকার
উত্তর – 9 প্রকার
দ্বিসংকর জননে F₂ জনুতে সবুজ-গোল বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে যত ভাগ তা হল –
- \( \frac1{16} \)
- \( \frac3{16} \)
- \( \frac7{16} \)
- \( \frac9{16} \)
উত্তর – 2. \( \frac3{16} \)
Bbrr জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
অনুরূপ প্রশ্ন, Aabb জিনোটাইপ থেকে কতরকমের গ্যামেট তৈরি হবে?
- 2
- 3
- 1
- 4
উত্তর – 1. 2
বিশুদ্ধ কালো কর্কশ (BBRR) × বিশুদ্ধ সাদা মসৃণ (bbrr) হলে F₁ জনুতে কী ফল হবে?
- BbRr
- BBRr
- BRBr
- BbRR
উত্তর – 1. BbRr
দ্বিসংকর জননের টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত হল –
- 9 : 3 : 3 : 1
- 15 : 1
- 1 : 2 : 1
- 1 : 1 : 1 : 1
উত্তর – 4. 1 : 1 : 1 : 1
কোন্ ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে?
- পৃথকীভবন সূত্রের ক্ষেত্রে
- প্রকটতার ক্ষেত্রে
- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
- স্বাধীন বিন্যাস সূত্রের ক্ষেত্রে
উত্তর – 3. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে
অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় যে জীবে –
- পাইসাম স্যাটিভাম
- ড্রসোফিলা মেলানোগ্যাসটার
- মিরাবিলিস জালাপা
- সবগুলিতে
উত্তর – 3. মিরাবিলিস জালাপা
যে ক্ষেত্রে F₂ জনুতে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়েই 1 : 2 : 1 হয়, তাকে বলে –
- সম্পূর্ণ প্রকটতা
- অসম্পূর্ণ প্রকটতা
- অতিপ্রকটতা
- মেন্ডেলীয় প্রকটতা
উত্তর – 2. অসম্পূর্ণ প্রকটতা
সন্ধ্যামালতীর লাল ফুলের (RR) সঙ্গে সাদা ফুলের (rr) সংকরায়ণ ঘটানো হল। অপত্য জনুতে যে ফুল উৎপন্ন হল তা হল গোলাপি (Rr)। এটি কোন্ ঘটনার উদাহরণ?
- সংকরায়ণ
- প্রচ্ছন্নতা
- অসম্পূর্ণ প্রকটতা
- মিউটেশন
উত্তর – 3. অসম্পূর্ণ প্রকটতা
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে?
- 3 : 1
- 2 : 1 : 1
- 9 : 3 : 3 : 1
- 1 : 2 : 1
উত্তর – 4. 1 : 2 : 1
শূন্যস্থান পূরণ করো
মেন্ডেল জিনকে ___ নামে অভিহিত করেন।
উত্তর – মেন্ডেল জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন।
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের ___ টি চরিত্র নির্বাচন করেছিলেন।
উত্তর – মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের 7টি চরিত্র নির্বাচন করেছিলেন।
মেন্ডেল পরীক্ষার জন্য মটর উদ্ভিদের ফুলের ___ টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
উত্তর – মেন্ডেল পরীক্ষার জন্য মটর উদ্ভিদের ফুলের 4টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
বীজপত্রের বর্ণ সবুজ একটি ___ বৈশিষ্ট্য।
উত্তর – বীজপত্রের বর্ণ সবুজ একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেল F₁ জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে ___ পরাগযোগ ঘটিয়েছিলেন।
উত্তর – মেন্ডেল F₁ জনু উৎপাদনের জন্য বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনুকে ___ সংকেত দ্বারা চিহ্নিত করা হয়।
উত্তর – মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় জনিতৃ জনুকে P সংকেত দ্বারা চিহ্নিত করা হয়।
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত লম্বা ও বেঁটে গাছের অনুপাত হল ___।
উত্তর – মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত লম্বা ও বেঁটে গাছের অনুপাত হল 3 : 1।
মটর গাছের ভিন্ন ভিন্ন ___ একই ফিনোটাইপ দেখাতে পারে।
উত্তর – মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে।
মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে ___ প্রকারের ফিনোটাইপ পেয়েছিলেন।
উত্তর – মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে 2 প্রকারের ফিনোটাইপ পেয়েছিলেন।
মেন্ডেলের একসংকর পরীক্ষায় F₂ জনুতে TT : Tt : tt অনুপাত হল ___।
উত্তর – মেন্ডেলের একসংকর পরীক্ষায় F₂ জনুতে TT : Tt : tt অনুপাত হল 1 : 2 : 1।
একটি সংকর কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রসে F₁ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা গিনিপিগের সংখ্যা হবে ___।
উত্তর – একটি সংকর কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রসে F₁ জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা গিনিপিগের সংখ্যা হবে 50%।
মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ___ প্রকার জিনোটাইপ F₂ জনুতে পাওয়া যায়।
উত্তর – মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় 9 প্রকার জিনোটাইপ F₂ জনুতে পাওয়া যায়।
গিনিপিগের সাদা ও মসৃণ লোম হল ___ বৈশিষ্ট্য।
উত্তর – গিনিপিগের সাদা ও মসৃণ লোম হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি ___ সূত্র নামে পরিচিত।
উত্তর – মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্রটি স্বাধীন বিন্যাস সূত্র নামে পরিচিত।
RrYy জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে ___ ধরনের গ্যামেট উৎপন্ন হবে।
উত্তর – RrYy জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হবে।
মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল ___।
উত্তর – মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা।
সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল ___।
উত্তর – সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলযুক্ত গাছের একসংকর জনন পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল 1 : 2 : 1।
প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হল ___ মুরগি।
উত্তর – প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার একটি উদাহরণ হল আন্দুলেশিয়ান মুরগি।
সত্য/মিথ্যা নির্বাচন করো
মেন্ডেলের মটর গাছের পরীক্ষার জন্য সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য শনাক্ত করা হয়।
উত্তর – সত্য [সূত্র – সবগুলি বিপরীত চরিত্র বা বৈশিষ্ট্য নিয়েই তিনি পরীক্ষানিরীক্ষা করেন।]
গোলাকার বীজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
উত্তর – মিথ্যা [সূত্র – গোলাকার মটর বীজ প্রকট বৈশিষ্ট্য।]
মেন্ডেল নির্ধারিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত ছিল বলে তিনি সাফল্য লাভ করেছিলেন।
উত্তর – সত্য [সূত্র – একই ক্রোমোজোমে দুটি জিন থাকলে স্বাধীন বিন্যাসের সম্ভাবনা কমে যায়।]
মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।
উত্তর – সত্য [সূত্র – মটর ফুল উভলিঙ্গ হওয়ায়, এই ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়।]
কান্ডে ফুল ও ফলের অবস্থান মেন্ডেলের দ্বারা নির্বাচিত একটি চরিত্র।
উত্তর – সত্য [সূত্র – এর দুটি বৈশিষ্ট্য দেখা যায় কাক্ষিক (প্রকট) এবং শীর্ষস্থ (প্রচ্ছন্ন)।]
মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্যগুলি বহু অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত ছিল।
উত্তর – মিথ্যা [সূত্র – প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই তিনি সাফল্য পেয়েছিলেন।]
মেন্ডেল বিশুদ্ধ লম্বা মটর গাছ (TT) -এর সঙ্গে বিশুদ্ধ বেঁটে মটর গাছ (tt) -এর স্বপরাগযোগ ঘটান।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেল তাঁর একসংকর জনন পরীক্ষাতে বিশুদ্ধ জনিতৃ জনুর উদ্ভিদগুলির ফুলের মধ্যে ইতর পরাগযোগ ঘটান।]
মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন।
উত্তর – মিথ্যা [সূত্র – প্রথম অপত্য জনু তিনি 100% সংকর লম্বা মটর গাছ পেয়েছিলেন।]
একটি হেটেরোজাইগাস লম্বা মটর গাছের সঙ্গে একটি হোমোজাইগাস লম্বা মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে হোমোজাইগাস লম্বা মটর গাছ পাওয়া যায় 75%।
উত্তর – মিথ্যা [সূত্র – হেটেরোজাইগাস লম্বা (Tt) মটর গাছের T বা অ্যালিলযুক্ত গ্যামেটের সাথে হোমোজাইগাস লম্বা (TT) মটরগাছের T অ্যালিলবিশিষ্ট গ্যামেটের মিলনে উৎপন্ন অপত্যের মধ্যে 50% হবে হেটেরোজাইগাস লম্বা (Tt) প্রকৃতির ও 50% হবে হোমোজাইগাস লম্বা প্রকৃতির।]
সাদা ও কালো বর্ণের গিনিপিগের সংকরায়ণে সর্বদা F₁ অপত্যগুলি কালো বর্ণের হবে।
উত্তর – মিথ্যা [সূত্র – যদি কালো বর্ণের গিনিপিগটি বিশুদ্ধ হয় তবেই F₁ -এর অপত্যগুলি কালো হবে। কিন্তু কালো গিনিপিগটি সংকর হলে F₁ জনুতে কালো বর্ণের গিনিপিগের সাথে সাদা বর্ণের গিনিপিগও দেখা যাবে।]
গিনিপিগের কর্কশ লোমের জন্য দায়ী জিন হল প্রকট।
উত্তর – সত্য [সূত্র – এই জিনটির প্রচ্ছন্ন অ্যালিল হল মসৃণ লোম।]
ব্যাক ক্রস মাত্রই টেস্ট ক্রস।
উত্তর – মিথ্যা [সূত্র – যদি ব্যাকক্রসে প্রকট বৈশিষ্ট্যযুক্ত জনিতৃ জনু ব্যবহৃত হয়, তবে তা টেস্ট ক্রস হবে না।]
মেন্ডেল নির্ধারিত একটি ডাইহাইব্রিড ক্রস হল হলদে-কুঞ্চিত × সবুজ-গোল।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেল নির্ধারিত একটি ডাইহাইব্রিড ক্রস হল হলদে-গোল বীজযুক্ত মাটর গাছ × সবুজ-কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ।]
মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত হল 9 : 3 : 3 : 1।
উত্তর – মিথ্যা [সূত্র – মেন্ডেলের দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত হল 1 : 2 : 2 : 4 : 1 : 2 : 1 : 2 : 1।]
সন্ধ্যামালতী গাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাজাডির্যাকটা ইন্ডিকা।
উত্তর – মিথ্যা [সূত্র – সন্ধ্যামালতী গাছের বিজ্ঞানসম্মত নাম হল – Mirabilis jalapa (মিরাবিলিস জালাপা)।]
সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়।
উত্তর – সত্য [সূত্র – অসম্পূর্ণ প্রকটতার ফলে সাদা ও লাল ফুলযুক্ত সন্ধ্যামালতী উদ্ভিদের ক্রসে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ তৈরি হয়।]
জিনের প্রকটতা বলতে কী বোঝায়? মেন্ডেলের তৃতীয় সূত্রের সাহায্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কীভাবে প্রকাশ পায় তা ব্যাখ্যা করুন।
মেন্ডেলের দ্বারা প্রবর্তিত তৃতীয় সূত্রটি হল প্রকটতার সূত্র। এই সূত্র অনুসারে কোনো জীবে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন উপস্থিত থাকলে, একটি জিন হেটেরোজাইগাস অবস্থায় অপর জিনের বৈশিষ্ট্যকে অবদমিত করে, নিজের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এই জিনটিকে বলে প্রকট জিন ও বৈশিষ্ট্যটি হল প্রকট বৈশিষ্ট্য। অপর জিনটি হল প্রচ্ছন্ন জিন ও বৈশিষ্ট্যটি হল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
গো দ্য ভিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন সেরম্যাক – এই তিন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে কখন এবং কীভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেন?
মেন্ডেল, 1865 খ্রিস্টাব্দে তাঁর গবেষণালব্ধ ফলাফল ও সিদ্ধান্ত একটি জার্মান পত্রিকায় গবেষণাপত্ররূপে প্রকাশ হয়। কিন্তু সেই সময় তাঁর গবেষণা বিজ্ঞানীদের কাছে সমাদৃত হয়নি। তাঁর মৃত্যুর 35 বছর পর 1900 সালে হুগো দ্য ভিস, কার্ল কোরেন্স এবং এরিক ভন সেরম্যাক নামে তিন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে মেন্ডেল -এর তত্ত্বকে পুনরাবিষ্কার এবং পুনঃপ্রতিষ্ঠিত করেন।
মেন্ডেল মটরগাছের কোন্ কোন্ বৈশিষ্ট্যের জিনগুলি 1, 4, 5 ও 7 নং ক্রোমোজোমে বিন্যস্ত ছিল?
মেন্ডেল মটরগাছে যে সকল বৈশিষ্ট্যগুলি নির্বাচন করেছিলেন সেগুলির জিনগুলি মোট চারটি ক্রোমোজোমে বিন্যস্ত ছিল। বীজ, বীজত্বক ও ফুলের বর্ণ নির্ধারক জিনগুলি 1 নং ক্রোমোজোমে, ফলের আকৃতি, কাণ্ডে ফুল-ফলের অবস্থান ও গাছের দৈর্ঘ্য নির্ধারক জিনগুলি 4 নং ক্রোমোজোমে এবং ফলের বর্ণ ও বীজের আকৃতি নির্ধারক জিন যথাক্রমে 5 এবং 7 নং ক্রোমোজোমে অবস্থান করে।
কোন ক্ষেত্রে সহপ্রকটতা (Codominance) পরিলক্ষিত হয়? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
কোনো কোনো জীবে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন তথা অ্যালিলিক জিন থাকলে উভয় জিনেরই বাহ্যিক প্রকাশ অর্থাৎ, প্রকটতা দেখা যায়। এই ঘটনাকে বলে সহপ্রকটতা। যেমন – বিশুদ্ধ লাল বর্ণের লোমযুক্ত ষাঁড়ের সাথে বিশুদ্ধ সাদা বর্ণের লোমযুক্ত গাভীর সংকরায়ণে উৎপন্ন অপত্যগুলির কিছু লোম লাল ও কিছু লোম সাদা বর্ণের হয়। মানুষের ABO রক্তশ্রেণির ক্ষেত্রে AB শ্রেণিযুক্ত লোকেদের ক্ষেত্রে সহপ্রকটতা দেখা যায়।
বোভারি ও সাটন কী পর্যবেক্ষণ করে এই সমান্তরালতা প্রতিষ্ঠা করেছিলেন?
মেন্ডেল নিজে ক্রোমোজোম এবং জিনের অস্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না। জিন ও ক্রোমোজোমের সমান্তরালতা পর্যবেক্ষণ করে। বিজ্ঞানী বোভারি এবং বিজ্ঞানী সাটন সিদ্ধান্তে আসেন যে মেন্ডেলীয় সূত্রগুলি ক্রোমোজোমের আচরণের সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানী থমাস মরগ্যান ও কেলভিন ব্রিজেস ক্রোমোজোমের ওপর জিনের উপস্থিতি এবং ক্রোমোজোমের মাধ্যমে ঘটা বংশগত বৈশিষ্ট্যের জনিতৃ থেকে অপত্যে সঞ্চারণ প্রমাণ করেন।
স্তম্ভ মেলাও
স্তম্ভ মেলাও – 1
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. হলদে ও সবুজ বীজত্বক | A. মেন্ডেলের জনিতৃ জনুর ক্রস |
2. হোমোজাইগাস | B. AABB |
3. স্বপরাগযোগ | C. মেন্ডেল নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য |
4. হেটেরোজাইগাস | D. মেন্ডেলের প্রথম অপত্য জনুর ক্রস |
5. ইতর পরাগযোগ | E. প্রকরণের কারণ |
6. যৌন জনন | F. AABb |
G. AaBb |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. হলদে ও সবুজ বীজত্বক | C. মেন্ডেল নির্বাচিত চারিত্রিক বৈশিষ্ট্য |
2. হোমোজাইগাস | B. AABB |
3. স্বপরাগযোগ | D. মেন্ডেলের প্রথম অপত্য জনুর ক্রস |
4. হেটেরোজাইগাস | G. AaBb |
5. ইতর পরাগযোগ | A. মেন্ডেলের জনিতৃ জনুর ক্রস |
6. যৌন জনন | E. প্রকরণের কারণ |
স্তম্ভ মেলাও – 2
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত | A. গ্রেগর জোহান মেন্ডেল |
2. বংশগতির সূত্র | B. TT × tt |
3. চেকার বোর্ড ধারণা | C. 1 : 2 : 1 |
4. একসংকর জনন | D. ওয়াটসন ও ক্রিক |
5. দ্বিসংকর জনন | E. রেজিনাল্ড পানেট |
6. একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত | F. 9 : 3 : 3 : 1 |
G. YYRR × yyrr |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. দ্বিসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত | F. 9 : 3 : 3 : 1 |
2. বংশগতির সূত্র | A. গ্রেগর জোহান মেন্ডেল |
3. চেকার বোর্ড ধারণা | E. রেজিনাল্ড পানেট |
4. একসংকর জনন | B. TT × tt |
5. দ্বিসংকর জনন | G. YYRR × yyrr |
6. একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত | C. 1 : 2 : 1 |
স্তম্ভ মেলাও – 3
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মেন্ডেলের প্রথম সূত্র | A. স্বাধীন বিন্যাস সূত্র |
2. BB × bb | B. 3 : 1 |
3. একসংকর ফিনোটাইপিক অনুপাত | C. YYRr |
4. বংশগতি সূত্রের বিচ্যুতি | D. পৃথকীভবন সূত্র |
5. মেন্ডেলের দ্বিতীয় সূত্র | E. YyRr |
6. YYRR × yyrr | F. অসম্পূর্ণ প্রকটতা |
G. Bb |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. মেন্ডেলের প্রথম সূত্র | D. পৃথকীভবন সূত্র |
2. BB × bb | G. Bb |
3. একসংকর ফিনোটাইপিক অনুপাত | B. 3 : 1 |
4. বংশগতি সূত্রের বিচ্যুতি | F. অসম্পূর্ণ প্রকটতা |
5. মেন্ডেলের দ্বিতীয় সূত্র | A. স্বাধীন বিন্যাস সূত্র |
6. YYRR × yyrr | E. YyRr |
স্তম্ভ মেলাও – 4
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. বেগুনি মটর ফুল | A. টেস্ট ক্রস |
2. TT × Tt | B. অসম্পূর্ণ প্রকটতা |
3. সন্ধ্যামালতী | C. লিঙ্গ নির্ধারণ |
4. সাত জোড়া | D. ব্যাক ক্রস |
5. Tt | E. মটর গাছের বৈশিষ্ট্য |
6. Tt × tt | F. প্রকট বৈশিষ্ট্য |
G. সংকর লম্বা মটর গাছ |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. বেগুনি মটর ফুল | F. প্রকট বৈশিষ্ট্য |
2. TT × Tt | D. ব্যাক ক্রস |
3. সন্ধ্যামালতী | B. অসম্পূর্ণ প্রকটতা |
4. সাত জোড়া | E. মটর গাছের বৈশিষ্ট্য |
5. Tt | G. সংকর লম্বা মটর গাছ |
6. Tt × tt | A. টেস্ট ক্রস |
বিসদৃশ শব্দাট বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
মটরের দ্রুত প্রজনন, মটরের বৈশিষ্ট্যগুলির পৃথক ক্রোমোজোমে অবস্থান, বিজ্ঞানসম্মত গণনা, মটরের ইতর পরাগযোগে অক্ষমতা। | মটরের ইতর পরাগযোগে অক্ষমতা। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেলের সংকরায়ণ পরীক্ষায় সাফল্যলাভের কারণ]। |
মটর বীজের আকার, মটর বীজের ওজন, মটর ফুলের বর্ণ, মটরের পরিপক্ক ফলের আকৃতি। | মটর বীজের ওজন। [সূত্র – মটর বীজের ওজন ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্যসূচক চরিত্র]। |
কান্ড দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, বীজপত্রের রং হলদে, ফুলের অবস্থান শীর্ষ। | ফুলের অবস্থান শীর্ষ। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মটর গাছের প্রকট বৈশিষ্ট্য। বিসদৃশ্যটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য]। |
সবুজ মটর ফল, কাক্ষিক ফুল, খাঁজযুক্ত মটর ফল, হলদে মটর ফল। | হলদে মটর ফল। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রকট চরিত্র বৈশিষ্ট্য]। |
বেগুনি ফুল, সাদা ফুল, সবুজ মটর দানা, শীর্ষস্থ ফল। | বেগুনি ফুল। [সূত্র – বিসদৃশটি ছাড়া বাকিগুলি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য]। |
TT, Tt, tt, rr। | rr। [সূত্র – বাদে বাকিগুলি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F₂ জনুর ফিনোটাইপ (মটর গাছের দৈর্ঘ্য সংক্রান্ত)]। |
বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ বেঁটে মটর গাছ, সংকর লম্বা মটর গাছ, সংকর বেঁটে মটর গাছ। | সংকর বেঁটে মটর গাছ। [সূত্র – সংকর বেঁটে মটর গাছ ছাড়া বাকিগুলি মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত বিভিন্ন বৈশিষ্ট্যের মটর গাছ]। |
বেগুনি ফুল × সাদা ফুল, হলদে বীজ সবুজ বীজ, গোল বীজ কুঞ্চিত বীজ, হলদে-গোল বীজ × সবুজ-কুঞ্চিত বীজ। | হলদে-গোল বীজ × সবুজ-কুঞ্চিত বীজ। [সূত্র – বাকিগুলি মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা, বিসদৃশটি দ্বিসংকর জননের পরীক্ষা]। |
9 : 3 : 3 : 1, স্বাধীন বিন্যাস সূত্র, 3 : 1, BBSS × bbss। | 3 : 1। [সূত্র – 3 : 1 হল একসংকর জননের ফিনোটাইপিক অনুপাত, বাকিগুলি দ্বিসংকর জনন সংক্রান্ত সূত্র, ফিনোটাইপিক অনুপাত ও ক্রস]। |
হলদে-গোল, সাদা-নীল, হলদে-কুঞ্চিত, সবুজ-কুঞ্চিত। | সাদা-নীল। [সূত্র – সাদা-নীল বাদে বাকিগুলি মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষার F₂ জনুর ফিনোটাইপিক বৈশিষ্ট্য]। |
বেগুনি ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, লাল ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, হলদে বীজ × সবুজ বীজ 🠒 হলদে বীজ, কালো গিনিপিগ × সাদা গিনিপিগ 🠒 কালো গিনিপিগ। | লাল ফুল সাদা ফুল গোলাপি ফুল। [সূত্র – বিসদৃশটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ, বাকিগুলি সম্পূর্ণ প্রকটতা (মেন্ডেলের সূত্রানুযায়ী) -র উদাহরণ]। |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
মটর ফুলের বেগুনি বর্ণ : প্রকট বৈশিষ্ট্য : : মটর ফুলের সাদা বর্ণ : ___।
উত্তর – প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মটর বীজের প্রকট বৈশিষ্ট্য : গোলাকার : : মটর বীজের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য : ___।
উত্তর – কুঞ্চিত।
কাক্ষিক ফুলের অবস্থান : প্রকট বৈশিষ্ট্য : : শীর্ষস্থ ফুলের অবস্থান : ___।
উত্তর – প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।
মেন্ডেলের P জনুর ক্রস : ইতর পরাগরোগ : : মেন্ডেলের F₁ জনুর ক্রস : ___।
উত্তর – স্বপরাগযোগ।
মেন্ডেলের প্রথম সূত্র : পৃথকীভবন সূত্র : : মেন্ডেলের দ্বিতীয় সূত্র : ___।
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র।
সবুজ শুঁটি × হলদে শুঁটি : একসংকর জনন : : বেগুনি ফুলযুক্ত লম্বা মটর উদ্ভিদ × সাদা ফুলযুক্ত বেঁটে মটর উদ্ভিদ : ___।
উত্তর – দ্বিসংসকর জনন।
একসংকর ফিনোটাইপিক অনুপাত : 3 : 1 : : দ্বিসংকর ফিনোটাইপিক অনুপাত : ___।
উত্তর – 9 : 3 : 3 : 1।
একসংকর জনন : পৃথকীভবন সূত্র : : দ্বিসংকর জনন : ___।
উত্তর – স্বাধীন বিন্যাস সূত্র।
মেন্ডেলীয় বংশানুসরণ : মটর : : মেন্ডেল সূত্রের বিচ্যুতি : ___।
উত্তর – সন্ধ্যামালতী।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
সংকরায়ণের পরীক্ষা, জনিতৃ জনু, F₁ জনু, F₂ জনু। | সংকরায়ণের পরীক্ষা। [সূত্র – মেন্ডেলের সংকরায়ণের পরীক্ষার বিভিন্ন জনুর উল্লেখ করা হয়েছে]। |
TT × tt, একসংকর জনন, Tt × Tt, BB × bb। | একসংকর জনন। [সূত্র – নানাপ্রকার একক চরিত্রের ক্রস, অর্থাৎ একসংকর জননের উদাহরণ]। |
মটর দ্রুত প্রজননক্ষম, মেন্ডেলের সাফল্য, মটর স্বপরাগযোগ ও ইতর পরাগযোগে সক্ষম, চরিত্রগুলির পৃথক ক্রোমোজোমে অবস্থান। | মেন্ডেলের সাফল্য। [সূত্র – মেন্ডেল তাঁর পরীক্ষায় মটর গাছের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি ব্যবহার করায় সাফল্য পেয়েছিলেন]। |
সবুজ-গোল, F₂ ফিনোটাইপ, হলদে-কুঞ্চিত, হলদে-গোল। | F₂ ফিনোটাইপ। [সূত্র – মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত F₂ জনুর ফিনোটাইপগুলি উল্লেখ করা হয়েছে]। |
Tt × TT, Tt × tt, টেস্ট ক্রস, ব্যাক ক্রস। | ব্যাক ক্রস। [সূত্র – টেস্ট ক্রস একপ্রকার ব্যাক ক্রস, যেমন – Tt × tt। এ ছাড়াও Tt × TT হল ব্যাক ক্রস -এর অপর একটি উদাহরণ]। |
সন্ধ্যামালতী, গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, 1 : 2 : 1। | অসম্পূর্ণ প্রকটতা। [সূত্র – অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ এবং জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উল্লেখ করা হয়েছে]। |
লাল ফুল × সাদা ফুল 🠒 গোলাপি ফুল, অসম্পূর্ণ প্রকটতা, F₁ জনুতে একই জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত, সন্ধ্যামালতী। | অসম্পূর্ণ প্রকটতা। [সূত্র – মেন্ডেলের সূত্রের বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা। এর নানা বৈশিষ্ট্য ও উদাহরণ উল্লেখ করা হয়েছে।] |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
মটর গাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।
মটর গাছের বিজ্ঞানসম্মত নাম – Pisum sativum (পাইসাম স্যাটিভাম)।
গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ দাও।
গিনিপিগের বংশগতিতে একটি প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ হল লোমের কালো রং -এর বৈশিষ্ট্য।
একসংকর জননে F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত কত?
একসংকর জননে F₂ জনুতে ফিনোটাইপের অনুপাত হল প্রকট : প্রচ্ছন্ন = 3 : 1।
একসংকর জননে F₂ জনুতে জিনোটাইপের অনুপাত কত?
অথবা, মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
একসংকর জননে F₂ জনুতে অর্থাৎ, দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপের অনুপাত হল বিশুদ্ধ প্রকট : সংকর প্রকট : বিশুদ্ধ প্রচ্ছন্ন = 1 : 2 : 1।
বংশগতিতে 3 : 1 -কে কী অনুপাত বলে?
একসংকর জননের F₂ জনুর ফিনোটাইপিক অনুপাত।
বংশগতিতে 1 : 2 : 1 -কে কী অনুপাত বলে?
একসংকর জননের F₂ জনুর জিনোটাইপিক অনুপাত।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কী?
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল পৃথকীভবন সূত্র।
মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হল। এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো।
পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম হল – কান্ডের দৈর্ঘ্য – লম্বা ও বেঁটে এবং বীজের আকার – গোল ও কুঞ্চিত।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত হল 9 : 3 : 3 : 1।
চেকার বোর্ড আবিষ্কার করেন কোন্ বিজ্ঞানী?
ব্রিটিশ বংশগতিবিদ রেজিনাল্ড ক্রামডাল পানেট।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি কী?
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা থেকে পাওয়া সূত্রটি হল স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র।
ttRr -এর ফিনোটাইপ কী হবে?
t অ্যালিলটি (প্রচ্ছন্ন) মটর গাছের বেঁটে বৈশিষ্ট্যটি প্রকাশ করে। R (প্রকট) এবং r (প্রচ্ছন্ন) অ্যালিল দুটি মটর বীজের যথাক্রমে গোল ও কুঞ্চিত বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে। সুতরাং, ttRr জিনোটাইপ বিশিষ্ট মটর উদ্ভিদের ফিনোটাইপ হবে বেঁটে এবং গোল বীজ।
BbRr -এর ফিনোটাইপ কী হবে?
BbRr -এর ফিনোটাইপ হবে কালো-কর্কশ লোম।
গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই?
হ্যাঁ, একই। কারণ, RR বা Rr উভয়ক্ষেত্রেই ফিনোটাইপ R অ্যালিলটি অনুযায়ী হবে।
কোনো একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3 : 1 -এর স্থানে 1 : 2 : 1 পাওয়া গেলে তা কোন্ ঘটনাকে নির্দেশ করে?
একসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত 3 : 1 -এর স্থানে 1 : 2 : 1 পাওয়া গেলে তা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে।
একই ক্রোমোজোমে অবস্থিত অসংখ্য জিনের একসঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে কী বলে?
একই ক্রোমোজোমে অবস্থিত অসংখ্য জিনের একসঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে লিংকেজ বলে।
মানুষের লিঙ্গ নির্ধারণ
সঠিক উত্তরটি নির্বাচন করো
একজন পুরুষ ও মহিলার বিবাহে পুত্রসন্তান বা কন্যাসন্তান হওয়ার সম্ভাবনা –
- 2 : 1
- 1 : 2
- 1 : 1
- কোনোটিই নয়
উত্তর – 3. 1 : 1
ক্রোমোজোমের সংখ্যা বা তার গুণগত বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত লিঙ্গ নির্ধারণ হল –
- প্রাথমিক লিঙ্গ নির্ধারণ
- গৌণ লিঙ্গ নির্ধারণ
- 1 ও 2 উভয়ই
- কোনোটিই নয়
উত্তর – 1. প্রাথমিক লিঙ্গ নির্ধারণ
মানুষের দেহকোশে ক্রোমোজোম সংখ্যা –
- 44টি
- 23টি
- 22টি
- 46টি
উত্তর – 4. 46টি
মানুষের দেহকোশে অটোজোম সংখ্যা –
- 44টি
- 1টি
- 2টি
- 46টি
উত্তর – 1. 44টি
মানুষের জনন মাতৃকোশে ক্রোমোজোম সংখ্যা –
- 46টি
- 23টি
- 44টি
- 22টি
উত্তর – 2. 23টি
মানুষের জননকোশে অটোজোম সংখ্যা –
- 44টি
- 22টি
- 23টি
- 46টি
উত্তর – 2. 22টি
মানুষের দেহকোশে সেক্স ক্রোমোজোম সংখ্যা –
- 2টি
- 4টি
- 44টি
- 46টি
উত্তর – 1. 2টি
মানুষের ক্ষেত্রে নীচের জিনোটাইপগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের জন্য প্রযোজ্য?
- 44A + XX
- 44A + XY
- 44A + XXY
- 44A + XYY
উত্তর – 2. 44A + XY
মানুষের প্রতি দেহকোশে যৌন ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা –
- 1টি
- 2টি
- 22টি
- 22 জোড়া
উত্তর – 2. 2টি
পুরুষের যৌন ক্রোমোজোমগুলি হল –
- AX
- BY
- XY
- XX
উত্তর – 3. XY
মহিলাদের যৌন ক্রোমোজোমগুলি হল –
- AX
- BY
- XY
- XX
উত্তর – 4. XX
মানব শুক্রাণুতে অবস্থিত সেক্স ক্রোমোজোম হল –
- X অথবা Y
- শুধুমাত্র X
- শুধুমাত্র Y
- XY
উত্তর – 1. X অথবা Y
লিঙ্গ নির্ধারণ প্রধানত নির্ভর করে –
- X ক্রোমোজোমের ওপর
- Y ক্রোমোজোমের ওপর
- X ও Y ক্রোমোজোমের ওপর
- অটোজোমের ওপর
উত্তর – 2. Y ক্রোমোজোমের ওপর
নিম্নলিখিত কোটি মানুষের শুক্রাণুকে সূচিত করে না?
- 22A + X
- 22A + Y
- n
- 44A + XY
উত্তর – 4. 44A + XY
অ্যান্ড্রোস্পার্ম -কে নির্দেশ করে কোনটি?
- 22A + Z
- 22A + Y
- 22A + X
- কোনোটিই নয়
উত্তর – 2. 22A + Y
পিতা তার পুত্রকে কোন্ গ্যামেটটি প্রদান করে?
- 22A + X
- 44A + X
- 22A + XX
- 22A + Y
উত্তর – 4. 22A + Y
পিতার কাছ থেকে পাওয়া কোনো গ্যামেটটি কন্যাসন্তান জন্মানোর জন্য দায়ী?
- 22A + Y
- 44A + X
- 44A + Y
- 22A + X
উত্তর – 4. 22A + X
মানুষের স্ত্রী-গ্যামেটে ক্রোমোজোম বিন্যাস –
- 22A + X
- 22A + Y
- 44A + X
- 22A + XX
উত্তর – 1. 22A + X
একটি ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা –
- 1টি
- 44টি
- 2টি
- 46টি
উত্তর – 1. 1টি
হোলানড্রিক জিনের বহিঃপ্রকাশ মানুষের কোন্ অঙ্গে দেখা যায়?
- লোমযুক্ত পিনা
- চোখ
- ত্বক
- সবকটিতে
উত্তর – 1. লোমযুক্ত পিনা
লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ?
- পিতার ভূমিকা
- মাতার ভূমিকা
- পিতা ও মাতার ভূমিকা
- মাতার ভূমিকা 75%, পিতার ভূমিকা 25%
উত্তর – 1. পিতার ভূমিকা
তিনটি কন্যা, আছে এমন ব্যক্তির চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা কত?
- 25%
- 50%
- 75%
- 100%
উত্তর – 2. 50%
শূন্যস্থান পূরণ করো
সেক্স ক্রোমোজোমের অপর নাম হল ___।
উত্তর – সেক্স ক্রোমোজোমের অপর নাম হল অ্যালোজোম।
Y ক্রোমোজোমকে ___ বলে।
উত্তর – Y ক্রোমোজোমকে অ্যান্ড্রোজোম বলে।
পুরুষদেহে বর্তমান ___ অ্যালোজোম স্ত্রীদেহে অনুপস্থিত।
উত্তর – পুরুষদেহে বর্তমান Y অ্যালোজোম স্ত্রীদেহে অনুপস্থিত।
স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটি হল ___।
উত্তর – স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটি হল X।
গৌণ লিঙ্ক নির্ধারণে হরমোন সাহায্য করে, আর প্রাথমিক লিঙ্গ নির্ধারণ সাহায্য করে ___।
উত্তর – গৌণ লিঙ্ক নির্ধারণে হরমোন সাহায্য করে, আর প্রাথমিক লিঙ্গ নির্ধারণ সাহায্য করে সেক্স ক্রোমোজোম।
SRY অবস্থান করে মানুষের ___ ক্রোমোজোমে।
উত্তর – SRY অবস্থান করে মানুষের Y ক্রোমোজোমে।
সত্য/মিথ্যা নির্বাচন করো
মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা 23টি।
উত্তর – মিথ্যা [সূত্র – মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা 46টি।]
স্ত্রীজনন মাতৃকোশে ক্রোমোজোম বিন্যাস 22A + XX।
উত্তর – মিথ্যা [সূত্র – স্ত্রীজনন মাতৃকোশে ক্রোমোজোম বিন্যাস 44A + XX।]
মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম উপস্থিত থাকে।
উত্তর – মিথ্যা [সূত্র – মানুষের ডিম্বাণুতে একটি X -প্রকৃতির সেক্স ক্রোমোজোম উপস্থিত থাকে।]
মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক।
উত্তর – সত্য [সূত্র – XX সেক্স ক্রোমোজোম থাকে বলে তারা হোমোগ্যামেটিক।]
পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে।
উত্তর – সত্য [সূত্র – ভিন্ন ধরনের গ্যামেট সৃষ্টি হয়।]
পুংগ্যামেটকে হেটেরোগ্যামেট বলে।
উত্তর – সত্য [সূত্র – দুই প্রকার গ্যামেট তৈরি হয় যথা – (22A + X) এবং (22A + Y)।]
মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের কোনো ভূমিকা নেই।
উত্তর – মিথ্যা [সূত্র – মানুষের লিঙ্গ নির্ধারিত হয় পুরুষের শুক্রাণুর প্রকৃতি দ্বারা।]
একটি X ক্রোমোজোম বহনকারী শুক্রাণু নিষেকে অংশ নিলে ভ্রুণটি পুরুষরূপে বিকশিত হয়।
উত্তর – মিথ্যা [সূত্র – Y ক্রোমোজোম পুরুষ লিঙ্গ নির্ধারক জিন বহন করে।]
পুত্র ও কন্যা জন্ম হওয়ার স্বাভাবিক সম্ভাবনা 1 : 1।
উত্তর – সত্য [সূত্র – মানব পপুলেশনে সেই কারণে পুরুষ ও মহিলার ঘনত্ব সাধারণত সমান হয়।]
TDF -এর কার্যকারিতায় মানব ভ্রূণের ডিম্বাশয় গঠিত হয়।
উত্তর – মিথ্যা [সূত্র – শুক্রাশয় গঠিত হয়।]
স্তম্ভ মেলাও
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. পুত্র ও কন্যাসন্তান হওয়ার স্বাভাবিক সম্ভাবনা | A. 1 : 1 |
2. মাতৃ অ্যালোজোম | B. 22A + Y |
3. পুরুষ সৃষ্টির জন্য দায়ী গ্যামেট | C. 44 |
4. মানব দেহকোশে অটোজোম সংখ্যা | D. 22A + X |
5. মহিলা সৃষ্টির জন্য দায়ী গ্যামেট | E. 2 |
6. মানব দেহকোশে অ্যালোজোম সংখ্যা | F. আলোক উদ্দীপকের দিকে চলন |
G. জলবৃত্তীয় |
উত্তর –
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
1. পুত্র ও কন্যাসন্তান হওয়ার স্বাভাবিক সম্ভাবনা | A. 1 : 1 |
2. মাতৃ অ্যালোজোম | F. XX |
3. পুরুষ সৃষ্টির জন্য দায়ী গ্যামেট | B. 22A + Y |
4. মানব দেহকোশে অটোজোম সংখ্যা | C. 44 |
5. মহিলা সৃষ্টির জন্য দায়ী গ্যামেট | D. 22A + X |
6. মানব দেহকোশে অ্যালোজোম সংখ্যা | E. 2 |
বিসদৃশ শব্দটি বেছে লেখো
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
লিঙ্গ নির্ধারণ, Y ক্রোমোজোম, শুক্রাণু, অটোজোম। | অটোজোম। [সূত্র – অটোজোম ছাড়া বাকিগুলি লিঙ্গ নির্ধারণের সাথে জড়িত বিষয়।] |
শুক্রাণু, Y ক্রোমোজোম, পুরুষ, মহিলা। | মহিলা। [সূত্র – লিঙ্গ নির্ধারণে শুক্রাণু, Y ক্রোমোজোম তথা পুরুষের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, মহিলার ভূমিকা পরোক্ষ।] |
22A + X, 22A + Y, 44A + XY, 23A + X। | 23A + X। [সূত্র – বিসদৃশটি বাদে বাকিগুলি শুক্রাণু ও পুরুষের দেহকোশের ক্রোমোজোমীয় প্রকৃতি নির্দেশ করছে।] |
44A + XY, 44A + XX, 22A + Y, হেটেরোগ্যামেট। | 44A+XX। [সূত্র – বিসদৃশটি হল মহিলাদের ক্রোমোজোম বিন্যাস, বাকিগুলি পুরুষ গ্যামেট-সংক্রান্ত।] |
মহিলা, হোমোগ্যামেটিক লিঙ্গ, 44A + XX, হেটেরোগ্যামেটিক লিঙ্গ। | হেটেরোগ্যামেটিক লিঙ্গ। [সূত্র – পুরুষ হল হেটেরোগ্যামেটিক লিঙ্গ, কারণ তারা ভিন্ন প্রকারের গ্যামেট তৈরি করে, বাকিগুলি মহিলা-সংক্রান্ত বিষয় ও তাদের জিনোটাইপ।] |
লিঙ্গ নির্ধারক লিঙ্গ, হেটেরোগ্যামেটিক সেক্স, 44A + XY, 44A+XX। | 44A + XX। [সূত্র – বাকিগুলি পুরুষ লিঙ্গকে বোঝাচ্ছে।] |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
46 ক্রোমোজোম : দেহকোশ : : 23 ক্রোমোজোম : ___।
উত্তর – জননকোশ।
কন্যাসন্তান : 44A + XX : : পুত্রসন্তান : ___।
উত্তর – 44A + XY।
22A + Y : অ্যান্ড্রোস্পার্ম : : 22A + X : ___।
উত্তর – গাইনোস্পার্ম।
মানব অটোজোম সংখ্যা : 44 : : মানব সেক্স ক্রোমোজোম সংখ্যা : ___।
উত্তর – 21।
44A + XY : হেটেরোগ্যামেটিক পুরুষ : : 44A + XX : ___।
উত্তর – হোমোগ্যামেটিক মহিলা।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।
প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
X ক্রোমোজোম, Y ক্রোমোজোম, অ্যালোজোম, জননগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। | অ্যালোজোম। [সূত্র – অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের প্রকারভেদ ও কাজ উল্লেখ করা হয়েছে।] |
ডিম্বাণু, 22A + X, মহিলা, হোমোগ্যামেটিক সেক্স। | মহিলা। [সূত্র – মহিলার দেহে ডিম্বাণু উৎপন্ন হয়, মহিলাদের জননকোশের ক্রোমোজোমীয় প্রকৃতি 22A + X, মহিলাদের হোমোগ্যামেটিক সেক্স বলা হয়।] |
পুরুষ, শুক্রাণু, 22A + Y, হেটেরোগ্যামেটিক সেক্স। | পুরুষ। [সূত্র – পুরুষের নানা বৈশিষ্ট্য, যেমন – শুক্রাণু সৃষ্টি, শুক্রাণুর জিনোটাইপ, পুরুষের জননগত নাম উল্লেখ করা হয়েছে।] |
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কাকে বলে?
যে প্রক্রিয়ার দ্বারা ভ্রুনের যৌনতা নির্ধারিত হয়, তাকে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বলে।
মানুষের দেহকোশে কী কী প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়?
মানুষের দেহকোশে X ও Y নামক দু-প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায়।
একটি শুক্রাণু 22A + Y হলে, নিষেকের পরে ভ্রুনের লিঙ্গ কী হবে?
একটি শুক্রাণু 22A + Y হলে, নিষেকের পরে ভ্রুন পুরুষ লিঙ্গের হবে।
কন্যাসন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে কোন্ প্রকৃতির সেক্স ক্রোমোজোম থাকা উচিত?
কন্যাসন্তান সৃষ্টির জন্য পিতার শুক্রাণুতে X ক্রোমোজোম থাকা উচিত।
হোলানড্রিক জিন কাকে বলে?
যে সকল জিন কেবল Y ক্রোমোজোমে অবস্থিত, তাদের হোলানড্রিক জিন বলে।
Y ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য লেখো।

Y ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য হল পুরুষের কানের লতিতে চুল বা অরিকুলার হাইপারট্রাইকোসিস।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় “বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ” অধ্যায়ের ‘বংশগতি‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন