মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন –

  1. বেলিস ও স্টারলিং
  2. কুরোসাওয়া
  3. ওয়েন্ট
  4. জগদীশ চন্দ্র বসু

উত্তর – 1. বেলিস ও স্টারলিং

হরমোন হল একটি –

  1. উৎসেচক
  2. গ্রাহক
  3. ভৌত সমন্বয়কারী
  4. রাসায়নিক সমন্বয়কারী

উত্তর – 4. রাসায়নিক সমন্বয়কারী

অক্সিন হল একটি –

  1. উৎসেচক
  2. প্রাণী হরমোন
  3. রেচন পদার্থ
  4. উদ্ভিদ হরমোন

উত্তর – 4. উদ্ভিদ হরমোন

অক্সিন আবিষ্কার করেন –

  1. ওয়েন্ট
  2. জগদীশ চন্দ্র বসু
  3. প্যাভলভ
  4. সোয়ান

উত্তর – 1. ওয়েন্ট

অক্সিন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয়, সেটি হল –

  1. মটর
  2. গম
  3. ধান
  4. যই

উত্তর – 4. যই

উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হল –

  1. জিব্বেরেলিন
  2. সাইটোকাইনিন
  3. অক্সিন
  4. উৎসেচক

উত্তর – 3. অক্সিন

উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে –

  1. সাইটোকাইনিন
  2. ফ্লোরিজেন
  3. অক্সিন
  4. ইথিলিন

উত্তর – 3. অক্সিন

অক্সিনের প্রবাহ –

  1. ঊর্ধ্বমুখী
  2. নিম্নমুখী
  3. পার্শ্বমুখী
  4. সর্বত্র

উত্তর – 2. নিম্নমুখী

সাইটোকাইনিন যে হরমোনটির উপস্থিতিতে ভালো কাজ করে, সেটি হল –

  1. জিব্বেরেলিন
  2. ইথিলিন
  3. অক্সিন
  4. কোনোটিই নয়

উত্তর – 3. অক্সিন

ভ্রূণমুকুলাবরণীতে পাওয়া যায় –

  1. জিব্বেরেলিন
  2. অক্সিন
  3. সাইটোকাইনিন
  4. ফ্লোরিজেন

উত্তর – 2. অক্সিন

জিব্বেরেলিন প্রথম পৃথককরণ এবং নামকরণ করেন –

  1. এইচি কুরোসাওয়া
  2. তেইজিরো ইয়াবুটা
  3. কাওয়াসাকি
  4. বেলিস ও স্টারলিং

উত্তর – 2. তেইজিরো ইয়াবুটা

মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে যে হরমোন, সেটি হল –

  1. অক্সিন
  2. জিব্বেরেলিন
  3. সাইটোকাইনিন
  4. ইথিলিন

উত্তর – 2. জিব্বেরেলিন

বীজের অঙ্কুরোদগম ঘটায় কোন্ হরমোন?

  1. ফ্লোরিজেন
  2. ইথিলিন
  3. অ্যাবসিসিক অ্যাসিড
  4. জিব্বেরেলিন

উত্তর – 4. জিব্বেরেলিন

আলফা অ্যামাইলেজ উৎসেচকটির সংশ্লেষে সাহায্য করে –

  1. সাইটোকাইনিন
  2. অক্সিন
  3. জিব্বেরেলিন
  4. কোনোটিই নয়

উত্তর – 3. জিব্বেরেলিন

উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল –

  1. অক্সিন
  2. জিব্বেরেলিন
  3. সাইটোকাইনিন
  4. ফ্লোরিজেন 

উত্তর – 2. জিব্বেরেলিন

জিব্বেরেলিনের প্রবাহ –

  1. ঊর্ধ্বমুখী
  2. নিম্নমুখী
  3. উর্ধ্ব ও নিম্ন উভয়মুখী
  4. কোনোটিই নয়

উত্তর – 3. উর্ধ্ব ও নিম্ন উভয়মুখী

জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান হল –
অথবা, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিকারী হরমোনটির রাসায়নিক উপাদান হল –

  1. কার্বন-অক্সিজেন-হাইড্রোজেন-নাইট্রোজেন
  2. কার্বন-হাইড্রোজেন-অক্সিজেন
  3. কার্বন-হাইড্রোজেন-নাইট্রোজেন-সালফার
  4. কার্বন-সালফার-ফসফরাস

উত্তর – 2. কার্বন-হাইড্রোজেন-অক্সিজেন

জিব্বেরেলিন হল –

  1. পিউরিন গোষ্ঠীভুক্ত
  2. ইনডোল গোষ্ঠীভুক্ত
  3. পিরিমিডিন গোষ্ঠীভুক্ত
  4. টারপিনয়েড গোষ্ঠীভুক্ত

উত্তর – 4. টারপিনয়েড গোষ্ঠীভুক্ত

নীচের কোন্ ফাইটোহরমোনে নাইট্রোজেন থাকে না?

  1. জিব্বেরেলিন
  2. অক্সিন
  3. সাইটোকাইনিন
  4. ভারনালিন

উত্তর – 1. জিব্বেরেলিন

আখের থেকে চিনি উৎপাদন বৃদ্ধিতে যে হরমোন স্প্রে করা হয় –

  1. IAA
  2. সাইটোকাইনিন
  3. জিব্বেরেলিন
  4. ইথিলিন

উত্তর – 3. জিব্বেরেলিন

নাইট্রোজেনযুক্ত জৈব-ক্ষার প্রকৃতির হরমোন হল –

  1. অক্সিন
  2. সাইটোকাইনিন
  3. ভ্যাসোপ্রেসিন
  4. থাইরক্সিন

উত্তর – 2. সাইটোকাইনিন

প্রধান সাইটোকাইনিন হল –

  1. জিয়াটিন ও কাইনেটিন
  2. 2, 4-D
  3. GA3 ও GA7
  4. কোনোটিই নয়

উত্তর – 1. জিয়াটিন ও কাইনেটিন

অগ্রস্থ প্রকটতায় বাধা দেয় যে হরমোন –

  • জিব্বেরেলিন
  • অক্সিন
  • সাইটোকাইনিন
  • ইথিলিন

উত্তর – 3. সাইটোকাইনিন

গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার বহুদিন পর পর্যন্ত পাতাটিকে সবুজ রাখতে কার্যকরী উপাদানটি হল –
অথবা, ফুলদানীতে রাখা ফুল বা কাটা পাতাবাহার শাখাকে সতেজ রাখতে তুমি কোন্ উপাদানটি স্প্রে করবে?

  1. অক্সিন
  2. GA
  3. সাইটোকাইনিন
  4. IPA

উত্তর – 3. সাইটোকাইনিন

উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী হরমোন হল –

  1. ফ্লোরিজেন
  2. অক্সিটোসিন
  3. ইথিলিন
  4. সাইটোকাইনিন

উত্তর – 4. সাইটোকাইনিন

ডাবের জল, ভুট্টা, গমের সস্যে যে ফাইটোহরমোনটি পাওয়া যায়, সেটি হল –

  1. অক্সিন
  2. জিব্বেরেলিন
  3. সাইটোকাইনিন
  4. IBA

উত্তর – 3. সাইটোকাইনিন

রিচমন্ড ল্যাং এফেক্ট পরীক্ষাটিতে যে হরমোনের প্রভাব ধরা পড়ে তা হল –

  1. GA
  2. অক্সিন
  3. সাইটোকাইনিন
  4. IPA

উত্তর – 3. সাইটোকাইনিন

উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে –

  1. সাইটোকাইনিন
  2. ইথিলিন
  3. অক্সিন
  4. জিব্বেরেলিন

উত্তর – 1. সাইটোকাইনিন

উদ্ভিদের জরা রোধ করে –

  1. সাইটোকাইনিন
  2. ইথিলিন
  3. অক্সিন
  4. জিব্বেরেলিন

উত্তর – 1. সাইটোকাইনিন

সাইটোকাইনিনের একটি অ্যান্টি-অক্সিন বৈশিষ্ট্য হল –

  1. অগ্রস্থ প্রকটতা বৃদ্ধি করা
  2. অগ্রস্থ প্রকটতা হ্রাস করা
  3. পার্শ্বীয় প্রকটতা হ্রাস করা
  4. ট্রপিক চলনে সাহায্য করা

উত্তর – 2. অগ্রস্থ প্রকটতা হ্রাস করা

ল্যাবরেটোরিতে তৈরি করা হয় নীচের কোন্ হরমোনটি?

  1. IAA
  2. NAA
  3. GA
  4. সাইটোকাইনিন

উত্তর – 2. NAA

একটি গ্যাসীয় হরমোন হল –

  1. অক্সিন
  2. IPA
  3. ডরমিন
  4. ইথিলিন

উত্তর – 4. ইথিলিন

একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন হল –

  1. অক্সিন
  2. জিব্বেরেলিন
  3. IBA
  4. ফ্লোরিজেন

উত্তর – 4. ফ্লোরিজেন

উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয় কোন্ হরমোনের ক্রিয়ায়?

  1. ফ্লোরিজেন
  2. অক্সিন
  3. সাইটোকাইনিন
  4. অ্যাবসিসিক অ্যাসিড

উত্তর – 4. অ্যাবসিসিক অ্যাসিড

কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী হরমোন হল –

  1. কৃত্রিম অক্সিন
  2. কাইনিন
  3. ইথিলিন
  4. জিব্বেরেলিন

উত্তর – 1. কৃত্রিম অক্সিন

শাখাকলমে মূল সৃষ্টিতে সাহায্য করে –
অথবা, একটি কর্তিত শাখা থেকে নতুন উদ্ভিদ তৈরিতে নীচের কোনটি প্রয়োগ করা হয়?

  1. কৃত্রিম GA
  2. কৃত্রিম সাইটোকাইনিন
  3. কৃত্রিম অক্সিন
  4. ইথিলিন

উত্তর – 3. কৃত্রিম অক্সিন

নীচের কোন ফলটির ক্ষেত্রে পার্থেনোকার্পির গুরুত্ব নেই?

  1. ডুমুর
  2. আনারস
  3. শসা
  4. চিনাবাদাম

উত্তর – 4. চিনাবাদাম

বীজবিহীন ফল উৎপাদনের জন্য জিব্বেরেলিন বা অক্সিন তুমি কোন্ উদ্ভিদাংশে প্রয়োগ করবে?

  1. পাতায়
  2. ফলের বোঁটায়
  3. ফুলে
  4. কাণ্ডে

উত্তর – 3. ফুলে

বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে –

  1. IAA
  2. GH
  3. কাইটিন
  4. TSH

উত্তর – 1. IAA

শূন্যস্থান পূরণ করো

উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক ও সহায়ক পদার্থ হল ____।

উত্তর – উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক ও সহায়ক পদার্থ হল হরমোন।

উদ্ভিদের ক্ষেত্রে প্রধান রাসায়নিক সমন্বয়কারী হল ____।

উত্তর – উদ্ভিদের ক্ষেত্রে প্রধান রাসায়নিক সমন্বয়কারী হল হরমোন।

প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হল ____।

উত্তর – প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হল অক্সিন।

____ হল একটি নাইট্রোজেনঘটিত হরমোন।

উত্তর – অক্সিন হল একটি নাইট্রোজেনঘটিত হরমোন।

____ হল উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন।

উত্তর – অক্সিন হল উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন।

অক্সিনের স্বল্প ঘনত্বে ____ বেশি বৃদ্ধি পায়।

উত্তর – অক্সিনের স্বল্প ঘনত্বে মূল বেশি বৃদ্ধি পায়।

ফুলের ডিম্বাশয়ে ____ হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে তা ফলে পরিণত হয়।

উত্তর – ফুলের ডিম্বাশয়ে অক্সিন হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে তা ফলে পরিণত হয়।

অক্সিন ____ কলা গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়।

উত্তর – অক্সিন ক্যামবিয়াম কলা গঠনের মাধ্যমে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়।

____ প্রয়োগে কচি আম ঝরে পড়ে না।

উত্তর – IAA প্রয়োগে কচি আম ঝরে পড়ে না।

পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে ____ হরমোনের পরিমাণ বেড়ে যায়।

উত্তর – পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায়।

উদ্ভিদের বর্ধনশীল অংশের কোশগুলির বিভাজনে ____ হরমোন সহায়তা করে।

উত্তর – উদ্ভিদের বর্ধনশীল অংশের কোশগুলির বিভাজনে অক্সিন হরমোন সহায়তা করে।

বৃদ্ধিরোধক একটি হরমোন হল ____।

উত্তর – বৃদ্ধিরোধক একটি হরমোন হল অ্যাবসিসিক অ্যাসিড।

ফ্লোরিজেন হল ____ একটি হরমোন।

উত্তর – ফ্লোরিজেন হল প্রকল্পিত একটি হরমোন।

অক্সিন হরমোনের রাসায়নিক নাম হয় ____।

উত্তর – অক্সিন হরমোনের রাসায়নিক নাম হয় ইনডোল অ্যাসিটিক অ্যাসিড।

উইডিসাইড হরমোন বলা হয় কৃত্রিম ____ -কে।

উত্তর – উইডিসাইড হরমোন বলা হয় কৃত্রিম অক্সিন -কে।

বীজের সুপ্তাবস্থা দূরীকরণ দ্বারা অঙ্কুরোদগমে সাহায্য করে ____।

উত্তর – বীজের সুপ্তাবস্থা দূরীকরণ দ্বারা অঙ্কুরোদগমে সাহায্য করে জিব্বেরেলিন।

জিব্বেরেলিন ____ ভাজক কলাকোশের বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে।

উত্তর – জিব্বেরেলিন নিবেশিত ভাজক কলাকোশের বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে।

____ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

উত্তর – জিব্বেরেলিন হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের কাণ্ডের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়।

বীজপত্র ও ভ্রূণে প্রাপ্ত হরমোনটি হল ____।

উত্তর – বীজপত্র ও ভ্রূণে প্রাপ্ত হরমোনটি হল জিব্বেরেলিন।

ভুট্টার সস্যে প্রাপ্ত হরমোনটি হল ____।

উত্তর – ভুট্টার সস্যে প্রাপ্ত হরমোনটি হল সাইটোকাইনিন।

অক্সিনের বিপরীত ক্রিয়া করে ____ নামক হরমোনটি।

উত্তর – অক্সিনের বিপরীত ক্রিয়া করে সাইটোকাইনিন নামক হরমোনটি।

কোশ বিভাজনের সাইটোকাইনেসিস দশা ____ হরমোনের প্রভাবে দ্রুত সংঘটিত হয়।

উত্তর – কোশ বিভাজনের সাইটোকাইনেসিস দশা সাইটোকাইনিন হরমোনের প্রভাবে দ্রুত সংঘটিত হয়।

সাইটোকাইনিন ____ জাতীয় নাইট্রোজেনঘটিত ক্ষারীয় জৈব পদার্থ।

উত্তর – সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেনঘটিত ক্ষারীয় জৈব পদার্থ।

উদ্ভিদদেহ থেকে বিচ্ছিন্ন কোনো সজীব পদার্থে সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল দেরিতে বিনষ্ট হয়। একে ____ প্রভাব বলে।

উত্তর – উদ্ভিদদেহ থেকে বিচ্ছিন্ন কোনো সজীব পদার্থে সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল দেরিতে বিনষ্ট হয়। একে রিচমন্ড ল্যাং প্রভাব বলে।

____ হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।

উত্তর – ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে।

____ নামক গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে।

উত্তর – ইথিলিন নামক গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে।

বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে ____ বলে।

উত্তর – বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

অক্সিন একমাত্র বৃদ্ধি সহায়ক উদ্ভিদ হরমোন।

উত্তর – মিথ্যা [সূত্র – জিব্বেরেলিন নামক উদ্ভিদ হরমোনও বৃদ্ধি ঘটায়।]

অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়।

উত্তর – সত্য [সূত্র – এর ফলে উদ্ভিদ উল্লম্বভাবে বৃদ্ধি পায়।]

ক্রিয়ার পর হরমোন বিনষ্ট হয়।

উত্তর – সত্য [সূত্র – উৎসেচকের ক্রিয়ায় তা বিনষ্ট হয়।]

প্রধান প্রাকৃতিক অক্সিন হল IPA

উত্তর – মিথ্যা [সূত্র – প্রধান প্রাকৃতিক অক্সিন হল ইন্ডোল-3-অ্যাসিটিক অ্যাসিড, IAA]

জিব্বেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে ইথিলিন নামক হরমোন আবিষ্কৃত হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – এই ছত্রাক জিব্বেরেলিন হরমোনের সংশ্লেষ ঘটায়।]

অঙ্কুরিত বীজ থেকে প্রাপ্ত একটি হরমোন হল জিব্বেরেলিন।

উত্তর – সত্য [সূত্র – বীজের অঙ্কুরোদগমে জিব্বেরেলিন সাহায্য করে।]

GA3 হল প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন হরমোন।

উত্তর – সত্য [সূত্র – এ ছাড়াও উল্লেখযোগ্য জিব্বেরেলিন হল GA7, GA1।]

সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে।

উত্তর – সত্য [সূত্র – এটি উদ্ভিদের জরা প্রতিরোধ করে, তাই এটি ABA-র বিপরীত কার্যকরী হরমোন।]

সাইটোকাইনিনের অপর নাম কাইনিন।

উত্তর – সত্য [সূত্র – এ ছাড়াও ফাইটোকাইনিন, কাইনেটিন প্রভৃতি হল এর অন্য নাম।]

প্রধান সাইটোকাইনিনটি হল 2, 4-D

উত্তর – মিথ্যা [সূত্র – 2, 4-D একটি কৃত্রিম অক্সিন, প্রধান সাইটোকাইনিন হল জিয়াটিন।]

শাখাকলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে সাহায্য করে কৃত্রিম অক্সিন।

উত্তর – সত্য [সূত্র – এইজন্য হরটিকালচারে উদ্ভিদ প্রজননে কৃত্রিম অক্সিন ব্যবহৃত হয়।]

কৃত্রিম ফাইটোহরমোনকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর-ও বলা হয়।

উত্তর – সত্য [সূত্র – এগুলি উদ্ভিদ প্রজনন ও বৃদ্ধিতে ব্যবহৃত হয়।]

ফ্লোরিজেন নামক হরমোনটি ফল গঠনে সাহায্য করে।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি ফুল ফুটতে সাহায্যকারী প্রকল্পিত হরমোন।]

কৃত্রিম অক্সিন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে।

উত্তর – সত্য [সূত্র – 2, 4-D, NAA প্রভৃতি কৃত্রিম অক্সিন এই কাজে ব্যবহৃত হয়।]

কৃত্রিম অক্সিন ফলমোচন রোধ করে।

উত্তর – সত্য [সূত্র – এজন্য হরটিকালচারে ব্যবহৃত হয়।]

MCPA হল একটি আগাছানাশক কৃত্রিম হরমোন।

উত্তর – সত্য [সূত্র – এর পূর্ণ নাম মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।]

জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।

উত্তর – মিথ্যা [সূত্র – সাইটোকাইনিন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে।]

জিব্বেরেলিন অ্যাসিড আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে বীজের অঙ্কুরোদগমে সাহায্য করে।

উত্তর – সত্য [সূত্র – এর ফলে নতুন চারা উদ্ভিদ সৃষ্টি হয়।]

2, 4-D আগাছা দমনে সাহায্য করে।

উত্তর – সত্য [সূত্র – এটি একটি কৃত্রিম অক্সিন।]

N2 অম্ল হল জিব্বেরেলিন।

উত্তর – মিথ্যা [সূত্র – N2 অম্ল হল অক্সিন।]

এজেন্ট অরেঞ্জ কী?

1960 -এর দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী 2, 4, 5-T এবং 2, 4-D এই দুই কৃত্রিম অক্সিন ছড়িয়ে বনাঞ্চল ধ্বংস করেছিল। এই কৃত্রিম অক্সিনগুলির মিশ্রণটি ‘এজেন্ট অরেঞ্জ’ নামে পরিচিত ছিল।

একঝুড়ি কাঁচা আমের সঙ্গে একটি পচা আম মিশে থাকলে সব আমই পচে যায় কেন?

পচা ফলের মধ্যে ইথিলিন নামক হরমোন থাকে যা কাঁচা ফলকে অসময়ে পাকিয়ে নষ্ট করে দেয়। তাই একঝুড়ি কাঁচা আমের সঙ্গে একটি পচা আম মিশে থাকলে সব আমই পচে যায়।

পাতা দীর্ঘদিন সবুজ ও সতেজ থাকে কেন?

সাইটোকাইনিনের উপস্থিতিতে ক্লোরোফিল বিনষ্টকারী ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়া ব্যাহত হয় ফলে পাতা দীর্ঘদিন সবুজ ও সতেজ থাকে।

ক্লাইম্যাকটেরিক ফল কাকে বলে।

ইথিলিন নামক গ্যাসীয় হরমোনের প্রভাবে শ্বসনের হার বৃদ্ধি পায়। একে বলে ক্লাইম্যাকটেরিক বৃদ্ধি। কলা, আম, আপেল, টম্যাটো, পিচ প্রভৃতি ফলকে ইথিলিন প্রয়োগের মাধ্যমে দ্রুত পাকানো হয়। এদের ক্লাইম্যাকটেরিক ফল বলে।

পোমালিন কী?

GA9, GA7 ও কৃত্রিম সাইটোকাইনিনের সংমিশ্রণকে একত্রে বলে পোমালিন।

স্তম্ভ মেলাও

1. স্তম্ভ মেলাও

বামস্তম্ভডানস্তম্ভ
(1) নাইট্রোজেনযুক্ত বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন(A) ফ্লোরিজেন
(2) নাইট্রোজেনবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন(B) ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড
(3) উদ্ভিদের ফুল ফোটায় সাহায্যকারী হরমোন(C) ইনডোল অ্যাসেটিক অ্যাসিড
(4) কলমে শিকড় গজাতে সাহায্যকারী হরমোন(D) জিব্বেরেলিন
(5) উদ্ভিদের রাসায়নিক সমন্বায়ক(E) ইথিলিন
(6) ডাবের জলে অবস্থিত হরমোন(F) ফাইটোহরমোন
(G) সাইটোকাইনিন

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
(1) নাইট্রোজেনযুক্ত বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন(C) ইনডোল অ্যাসেটিক অ্যাসিড
(2) নাইট্রোজেনবিহীন বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদ হরমোন(D) জিব্বেরেলিন
(3) উদ্ভিদের ফুল ফোটায় সাহায্যকারী হরমোন(A) ফ্লোরিজেন
(4) কলমে শিকড় গজাতে সাহায্যকারী হরমোন(B) ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড
(5) উদ্ভিদের রাসায়নিক সমন্বায়ক(F) ফাইটোহরমোন
(6) ডাবের জলে অবস্থিত হরমোন(G) সাইটোকাইনিন

2. স্তম্ভ মেলাও

বামস্তম্ভডানস্তম্ভ
(1) অ্যান্টিজিব্বেরেলিন(A) ইথিলিন
(2) গ্যাসীয় হরমোন(B) অ্যাবসিসিক অ্যাসি
(3) অগ্রস্থ প্রকটতা(C) জিব্বেরেলা ফুজিকুরোই
(4) কুরোসাওয়া(D) অক্সিন
(5) প্রাকৃতিক সাইটোকাইনিন(E) মিউকর
(6) নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন(F) জিয়াটিন
(G) সাইটোকাইনিন

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
(1) অ্যান্টিজিব্বেরেলিন(B) অ্যাবসিসিক অ্যাসিড
(2) গ্যাসীয় হরমোন(A) ইথিলিন
(3) অগ্রস্থ প্রকটতা(D) অক্সিন
(4) কুরোসাওয়া(C) জিব্বেরেলা ফুজিকুরোই
(5) প্রাকৃতিক সাইটোকাইনিন(F) জিয়াটিন
(6) নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় হরমোন(G) সাইটোকাইনিন

3. স্তম্ভ মেলাও

বামস্তম্ভডানস্তম্ভ
(1) জিয়াটিন -এর উৎস(A) শাখাকলম দ্বারা বংশবিস্তার
(2) অক্সিন(B) আগাছানাশক
(3) GA3(C) বীজহীন আঙুর সৃষ্টি
(4) পার্থেনোকার্পি(D) ভুট্টার সস্য
(5) 2, 4-D(E) প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন
(6) IBA(F) ক্ষত নিরাময়কারী প্রাকৃতিক উদ্ভিদ হরমোন
(G) শাখাকলম দ্বারা বংশবিস্তারে ব্যবহৃত হরমোন

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
(1) জিয়াটিন -এর উৎস(D) ভুট্টার সস্য
(2) অক্সিন(F) ক্ষত নিরাময়কারী প্রাকৃতিক উদ্ভিদ হরমোন
(3) GA3(E) প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন
(4) পার্থেনোকার্পি(C) বীজহীন আঙুর সৃষ্টি
(5) 2, 4-D(B) আগাছানাশক
(6) IBA(G) শাখাকলম দ্বারা বংশবিস্তারে ব্যবহৃত হরমোন

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
অক্সিন, অক্সিটোসিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।অক্সিটোসিন। [সূত্র – অক্সিটোসিন ছাড়া বাকিগুলি উদ্ভিদ হরমোন।]
অগ্রস্থ, প্রকটতা, সহপ্রকটতা, পার্থেনোেকাপি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ।সহপ্রকটতা। [সূত্র – সহপ্রকটতা ছাড়া বাকিগুলি অক্সিন হরমোনের সঙ্গে সম্পর্কযুক্ত; সহপ্রকটতা বংশগতি-সংক্রান্ত বিষয়।]
2, 4-ডাই ক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড, ইনডোল অ্যাসেটিক অ্যাসিড।অ্যাবসিসিক অ্যাসিড। [সূত্র — এটি উদ্ভিদ অঙ্গের মোচন রোধ করে, অন্যান্য হরমোনগুলি উদ্ভিদ অঙ্গের মোচন রোধ করে।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

অধিক ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল : বিটপ : : কম ঘনত্বের অক্সিনে অনুভূতিশীল : ____

উত্তর – মূল।

অক্সিন : ইনডোল : : সাইটোকাইনিন : ____

উত্তর – পিউরিন।

রিচমন্ড-ল্যাং প্রভাব : সাইটোকাইনিন : : অগ্রস্থ প্রকটতা : ____

উত্তর – অক্সিন।

IAA : অক্সিন : : GA : ____

উত্তর – জিব্বেরেলিন।

ভাজক কলা : অক্সিন : : বীজ : ____

উত্তর – জিব্বেরেলিন।

ট্রপিক চলন নিয়ন্ত্রণ : অক্সিন : : বীজের অঙ্কুরোদগম : ____

উত্তর – জিব্বেরেলিন।

নাইট্রোজেন-বিহীন উদ্ভিদ হরমোন : জিব্বেরেলিন : : নাইট্রোজেন-যুক্ত উদ্ভিদ হরমোন : ____

উত্তর – অক্সিন।

কাণ্ডের প্রস্থ বৃদ্ধি : সাইটোকাইনিন : : কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি : ____

উত্তর – জিব্বেরেলিন।

জরাগ্রস্ততা ও পত্রমোচন : অ্যাবসিসিক অ্যাসিড : : জরারোধ ও পত্রমোচনে বিলম্ব : ____

উত্তর – সাইটোকাইনিন।

কাণ্ড : জিব্বেরেলিন : : ফল ও সস্য : ____

উত্তর – সাইটোকাইনিন।

অগ্রমুকুলের বৃদ্ধি : অক্সিন : : পার্শ্বীয়/কাক্ষিক মুকুলের বৃদ্ধি : ____

উত্তর – সাইটোকাইনিন।

অধিক অক্সিন : মলসৃষ্টি : : অধিক সাইটোকাইন : ____

উত্তর – বিটপ সৃষ্টি।

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

উদ্ভিদদেহে সংবেদনশীলতা ও সাড়াপ্রদানে সহায়ক উপাদানের নাম কী?

উদ্ভিদদেহে সংবেদনশীলতা ও সাড়াপ্রদানে সহায়ক উপাদানের নাম হরমোন।

হরমোনের রাসায়নিক প্রকৃতি কীরূপ?

হরমোন প্রোটিন-ধর্মী, স্টেরয়েড-ধর্মী, অ্যামিনো-ধর্মী, জৈব-অম্ল-ধৰ্মী — বিভিন্ন প্রকৃতির হতে পারে।

একটি নাইট্রোজেনঘটিত আম্লিক হরমোনের নাম লেখো, যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

অক্সিন হল একটি নাইট্রোজেনঘটিত আম্লিক হরমোন, যা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

টারপিনয়েড গোষ্ঠীভুক্ত একটি অম্লধর্মী উদ্ভিদ হরমোনের নাম লেখো।

টারপিনয়েড গোষ্ঠীভুক্ত একটি অম্লধর্মী উদ্ভিদ হরমোন হল জিব্বেরেলিন।

প্রধান জিব্বেরেলিনটির (GA3) রাসায়নিক সংকেত কী?

প্রধান জিব্বেরেলিনটির (GA3) রাসায়নিক সংকেত হল C19H22O6

জিব্বেরেলিন কে আবিষ্কার করেন?

জাপানী বিজ্ঞানী এইচি কুরোসাওয়া (Eiichi Kurosaw) জিব্বেরেলিন আবিষ্কার করেন।

একটি নাইট্রোজেনঘটিত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনের নাম লেখো।

একটি নাইট্রোজেনঘটিত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোন হল সাইটোকাইনিন।

সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত লেখো।

সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হল C10H9N9O।

জিব্বেরেলিনের প্রাথমিক উৎস কী?

জিব্বেরেলিনের প্রাথমিক উৎস হল পরিণত বীজ।

সাইটোকাইনিনের রাসায়নিক সংশ্লেষ কী থেকে হয়?

সাইটোকাইনিন পিউরিন গোত্রভুক্ত নাইট্রোজেনঘটিত ক্ষারক অ্যাডেনিন থেকে উদ্ভূত হয়।

অক্সিনের জৈব সংশ্লেষ কী থেকে হয়?

ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে অক্সিনের জৈব সংশ্লেষ হয়।

জিব্বেরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়?

জিব্বেরেলিন হরমোনটি জিব্বেরেলা ফুজিকুরো (Gibberella fujikuroi) নামক ছত্রাক থেকে প্রথম আবিষ্কৃত হয়।

জিব্বেরেলিন কার মাধ্যমে পরিবাহিত হয়?

জিব্বেরেলিন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে যথাক্রমে ঊর্ধ্ব ও নিম্ন উভয় দিকেই পরিবাহিত হয়।

বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো।

বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমোন হল — অ্যাবসিসিক অ্যাসিড (ABA)।

হরমোন কথাটির আক্ষরিক অর্থ কী?

হরমোন (গ্রিক হরমাও শব্দজাত) কথাটির আক্ষরিক অর্থ — উত্তেজিত করা বা জাগ্রত করা।

অক্সিনের রাসায়নিক নাম কী?

অক্সিনের রাসায়নিক নাম হল ইনডোল অ্যাসেটিক অ্যাসিড (IAA)।

অক্সিনের রাসায়নিক সংকেত কী?

অক্সিনের রাসায়নিক সংকেত C10H9O2N।

জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী?

জিব্বেরেলিনের রাসায়নিক নাম হল জিব্বেরেলিক অ্যাসিড (GA)।

ডাবের জলে কোন্ হরমোন পাওয়া যায়?

ডাবের জলে সাইটোকাইনিন নামক হরমোন পাওয়া যায়।

বীজপত্রে ও পরিপক্ক বীজে কোন্ হরমোন পাওয়া যায়?

বীজপত্রে এবং পরিপক্ক বীজে জিব্বেরেলিন নামক হরমোন পাওয়া যায়।

কোন্ হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে?

অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।

কোন্ হরমোন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে?

কৃত্রিম অক্সিন কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে।

উদ্ভিদে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে ঝোপের সৃষ্টিতে সাহায্য করে কোন্ হরমোন?

উদ্ভিদে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে ঝোপের সৃষ্টিতে সাহায্য করে সাইটোকাইনিন।

গোলাপ, জবা প্রভৃতির শাখাকলম তৈরিতে কোন্ সংশ্লেষিত হরমোন ব্যবহার করা হয়?

গোলাপ, জবা প্রভৃতির শাখাকলম তৈরিতে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়।

উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন?

উদ্ভিদের অগ্র ও পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন নামক হরমোন।

উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কী বলে?

উদ্ভিদ হরমোন প্রয়োগ করে, নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে পারথেনোকার্পি বলে।

উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ কার সাহায্যে ঘটে?

উদ্ভিদদেহে সমন্বয়সাধনের কাজ উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোনের সাহায্যে ঘটে।

একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম লেখো।

একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোনের নাম হল ফ্লোরিজেন।

IAA -এর পুরো নাম কী?

IAA -এর পুরো নাম হল ইনডোল অ্যাসেটিক অ্যাসিড।

NAA -এর পুরো নাম কী?

NAA -এর পুরো নাম ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড। 

IPA -এর পুরো নাম কী?

IPA -এর পুরো নাম হল ইনডোল প্রোপিওনিক অ্যাসিড।

GA -এর পুরো নাম কী?

GA -এর পুরো নাম জিব্বেরেলিক অ্যাসিড।

বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী প্রধান হরমোনকে কী বলে?

বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী প্রধান হরমোনকে জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড (GA) বলে।

কোন্ হরমোন উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্য করে?

উদ্ভিদের কোশ বিভাজনে সাহায্যকারী প্রধান হরমোন হল সাইটোকাইনিন (কাইনিন)।

অ্যাবসিসিক অ্যাসিডের ক্রিয়া জিব্বেরেলিনের বিপরীতধর্মী হওয়ায় একে কী বলে?

অ্যাবসিসিক অ্যাসিডের ক্রিয়া জিব্বেরেলিনের বিপরীত-ধর্মী হওয়ায় একে অ্যান্টি জিব্বেরেলিন বলে।

সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী?

সাইটোকাইনিনের রাসায়নিক নাম হল – ফুরফুরাইল আমিনোপিউরিন।

কোন্ হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়?

অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে।

প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন হরমোন কোনটি?

GA3 হল প্রধান প্রাকৃতিক জিব্বেরেলিন হরমোন।

একটি ক্ষারধর্মী উদ্ভিদ হরমোনের নাম লেখো।

একটি ক্ষারধর্মী উদ্ভিদ হরমোনের নাম সাইটোকাইনিন।

পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন?

জিব্বেরেলিন হরমোন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে।

ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে কোন্ হরমোন?

ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে জিব্বেরেলিন হরমোন।

দুটি কৃত্রিম বা সংশ্লেষিত অক্সিনের নাম লেখো।

ইনডোল প্রোপিওনিক অ্যাসিড বা IPA এবং ইনডোল বিউটাইরিক অ্যাসিড বা IBA।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

Madhyamik Bengali Suggestion 2026

Madhyamik Bengali Suggestion 2026 – প্রবন্ধ রচনা

Madhyamik Bengali Suggestion 2026 – প্রতিবেদন

Madhyamik Bengali Suggestion 2026 – সংলাপ

Madhyamik Bengali Suggestion 2026 – চলিত গদ্যে বঙ্গানুবাদ