আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘নাইট্রোজেন চক্র‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

বিষয়সংক্ষেপ
- আমাদের আশেপাশের সজীব ও জড় উপাদান নিয়ে তৈরি হয় পরিবেশ।
- পরিবেশের জড় উপাদানগুলির মধ্য নাইট্রোজেন গুরুত্বপূর্ণ। বায়ুর 78.09% হল নাইট্রোজেন। নাইট্রোজেন ও অন্যান্য মৌলগুলি চক্রাকারে পরিবেশ ও জীবদেহে আবর্তিত হয়। একে বলা হয় পরিপোষক চক্র বা জৈব-ভূরাসায়নিক চক্র।
- নাইট্রোজেনের চক্রাকার আবর্তন বা নাইট্রোজেন চক্রের মূল ধাপগুলি হল – নাইট্রোজেন আবদ্ধকরণ, মাটি থেকে নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ, অ্যামোনিফিকেশন ও নাইট্রিফিকেশন পদ্ধতিতে জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশ এবং ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেনের মুক্তি।
- নাইট্রোজেন মাটিতে নানাভাবে নাইট্রোজেন-ঘটিত যৌগরূপে আবদ্ধ হয়। যেমন – বজ্রপাত-জাতীয় প্রাকৃতিক পদ্ধতি, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া Clostridium (ক্লসট্রিডিয়াম), সায়ানোব্যাকটেরিয়া, Nostoc (নস্টক) প্রভৃতি জীবজ পদ্ধতিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটায়। এ ছাড়া বিভিন্ন শিল্প পদ্ধতিতে নাইট্রোজেন অন্য যৌগে পরিণত হয় ও মাটিতে আবদ্ধ হয়।
- অ্যামোনিফিকেশন পদ্ধতিতে জীবাণুর Bacillus mycoides (ব্যাসিলাস মাইকয়ডিস) দ্বারা জীবের রেচন পদার্থ ও মৃতদেহ থেকে মাটিতে নাইট্রোজেন প্রবেশ করে। পরিবেশের অ্যামোনিয়া ব্যাকটেরিয়ার Nitrosomonus (নাইট্রোসোমোনাস) ক্রিয়ায় নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত হয়, একে বলে নাইট্রিফিকেশন। মাটির নাইট্রোজেন বা নাইট্রোজেন-ঘটিত যৌগ ব্যাকটেরিয়ার Pseudo-monas denitrificans (সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যানস) ক্রিয়ায় বায়ুতে মুক্ত হয়, একে বলে ডিনাইট্রিফিকেশন।
- মানুষের নানা ক্রিয়াকলাপ পরিবেশের নাইট্রোজেন চক্রের ক্ষতিসাধন করে। জীবাশ্ম জ্বালানির দহন ও নাইট্রোজেন সার ব্যবহার N2O বৃদ্ধি করে। এটি একটি গ্রিনহাউস গ্যাস। আবার NO গ্যাসটির ঘনত্ব বাড়ায় গাড়ির থেকে নির্গত ধোঁয়া। নাইট্রোজেনের অক্সাইডগুলি অ্যাসিড বৃষ্টি ঘটায়, ফলে জলের অম্লীকরণ ঘটে।
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘নাইট্রোজেন চক্র‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
মন্তব্য করুন