আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন? আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।
মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য লক্ষ করা যায় কেন?
মরু অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে বায়ুর কার্যের প্রাধান্য লাভের প্রধান কারণ —
- উষ্ণতার প্রসর – মরু অঞ্চলে দৈনিক ও বার্ষিক উষ্ণতার প্রসর খুব বেশি হওয়ায় যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়ায় শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। পরে বায়ু এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি দিয়ে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলায় যেমন ক্ষয় করে, তেমনি এগুলি উড়িয়ে নিয়ে অন্যত্র জমা করে ভূমিরূপ গঠন করে।
- বৃষ্টিপাতের স্বল্পতা – বৃষ্টিপাতের স্বল্পতার জন্য মরু অঞ্চলে গাছপালা দেখা যায় না। গাছ বায়ুপ্রবাহকে বাধা প্রদান করে এবং বালিকণাকে একস্থান থেকে অন্যস্থানে অগ্রসর হতে দেয় না। বৃক্ষশূন্যতাও মরু অঞ্চলে বায়ুর সক্রিয়তাকে সাহায্য করে।
আরও পড়ুন – সিফ বালিয়াড়ির বৈশিষ্ট্যগুলি লেখো
মরু অঞ্চলে বায়ু ভূমিরূপ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুর ক্ষয়কার্য, বহনকার্য ও সঞ্চয়কার্যের ফলে এ অঞ্চলে বিভিন্ন আকর্ষণীয় ভূমিরূপের সৃষ্টি হয়। মরু অঞ্চলে বায়ুর কার্য সম্পর্কে জানা দশম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই জরুরি।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর –
মরু অঞ্চলে বায়ুর কোন কার্যের ফলে মরুদ্দ্যান সৃষ্টি হয়?
মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য ও সঞ্চয়কার্য এই দুটি কার্যের ফলে মরুদ্দ্যান সৃষ্টি হয়
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি ?
মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে বিভিন্ন ধরণের ভূমিরূপের সৃষ্টি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ভূমিরূপ হলো – ওয়াদি, বাঁকানো ওয়াদি, পেডিস্ট্রাল, লোয়েস মালভূমি, শুষ্ক হ্রদ, প্যান, বালিয়াড়ি।