আজকে আমরা আজকের আর্টিকেলে পদ্মশ্রী পুরস্কার ২০১১ – পদ্মশ্রী পুরস্কার কে কে কিসের জন্য পেয়েছিলেন? নিয়ে আলোচনা করবো। এই পদ্মশ্রী পুরস্কার ২০১১ ট্রপিকটি ক্যাপিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই পদ্মশ্রী পুরস্কার ২০১১ ট্রপিকটি ভালো করে পড়লে চাকরি পরীক্ষায় উত্তর দিতে পারবেন।
Name | Field | State/Region |
---|---|---|
মামরাজ আগরওয়াল | সামাজিক কাজ | পশ্চিমবঙ্গ |
ওম প্রকাশ আগরওয়াল | অন্যান্য | উত্তর প্রদেশ |
মক্কা রফিক আহমেদ | বাণিজ্য ও শিল্প | তামিলনাড়ু |
মদনুর আহমেদ আলী | ওষুধ | তামিলনাড়ু |
এম আন্নামালাই | বিজ্ঞান ও প্রকৌশল | কর্ণাটক |
জকিন আরপুথাম | সামাজিক কাজ | মহারাষ্ট্র |
গ্র্যানভিল অস্টিন | সাহিত্য ও শিক্ষা | |
পুখরাজ বাফনা | ওষুধ | ছত্তিশগড় |
উপেন্দ্র বাক্সী | পাবলিক অ্যাফেয়ার্স | |
মণি লাল ভৌমিক | বিজ্ঞান ও প্রকৌশল | |
মহিম বোরা | সাহিত্য ও শিক্ষা | আসাম |
উর্বশী বুটালিয়া | সাহিত্য ও শিক্ষা | দিল্লী |
অজয় চক্রবর্তী | কলা | পশ্চিমবঙ্গ |
পুল্লেল্লা শ্রীরামা চন্দ্রুদু | সাহিত্য ও শিক্ষা | অন্ধ্র প্রদেশ |
নমিতা চন্ডি | সামাজিক কাজ | কর্ণাটক |
মার্থা চেন | সামাজিক কাজ | |
নীলম মানসিংহ চৌধুরী | কলা | চণ্ডীগড় |
মামাং দাই | সাহিত্য ও শিক্ষা | অরুণাচল প্রদেশ |
প্রবীণ দর্জি | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
মকর ধ্বজা দারোগা | কলা | ঝাড়খণ্ড |
চন্দ্র প্রকাশ দেবল | সাহিত্য ও শিক্ষা | রাজস্থান |
মহাসুন্দরী দেবী | কলা | বিহার |
কুঞ্জরানী দেবী | খেলাধুলা | মণিপুর |
মধুকর কেশব ধাবলীকর | অন্যান্য | মহারাষ্ট্র |
দেবীপ্রসাদ দ্বিবেদী | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
গজম গোবর্ধন | কলা | অন্ধ্র প্রদেশ |
মনসুর হাসান | ওষুধ | উত্তর প্রদেশ |
সুনয়না হাজারীলাল | কলা | মহারাষ্ট্র |
ইন্দিরা হিন্দুজা | ওষুধ | মহারাষ্ট্র |
এস আর জানকিরামন | কলা | তামিলনাড়ু |
জয়রাম | কলা | কেরালা |
কাজল | কলা | মহারাষ্ট্র |
শাজি এন. করুণ | কলা | কেরালা |
গিরিশ কাসারবল্লী | কলা | কর্ণাটক |
ইরফান খান | কলা | মহারাষ্ট্র |
টাবু | কলা | মহারাষ্ট্র |
সাত পাল খট্টর | বাণিজ্য ও শিল্প | |
বলরাজ কোমল | সাহিত্য ও শিক্ষা | দিল্লী |
কলমণ্ডলম ক্ষেমাবতী | কলা | কেরালা |
কৃষ্ণ কুমার | সাহিত্য ও শিক্ষা | দিল্লী |
রজনী কুমার | সাহিত্য ও শিক্ষা | দিল্লী |
সুশীল কুমার | খেলাধুলা | দিল্লী |
শান্তি তেরেসা লাকরা | অন্যান্য | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
ভিভিএস লক্ষ্মণ | খেলাধুলা | অন্ধ্র প্রদেশ |
দেবানুর মহাদেব | সাহিত্য ও শিক্ষা | কর্ণাটক |
শীতল মহাজন | খেলাধুলা | মহারাষ্ট্র |
শ্যামা প্রসাদ মন্ডল | ওষুধ | দিল্লী |
পেরুওয়ানম কুত্তান মারার | কলা | কেরালা |
জীব্য সোমা মাশে | কলা | মহারাষ্ট্র |
বরুন মজুমদার | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
মহেশ হরিভাই মেহতা | বিজ্ঞান ও প্রকৌশল | গুজরাট |
রিতু মেনন | সাহিত্য ও শিক্ষা | দিল্লী |
আজাদ মুপেন | সামাজিক কাজ | |
গুলশান নন্দা | অন্যান্য | দিল্লী |
গগন নারাং | খেলাধুলা | অন্ধ্র প্রদেশ |
অবভাই নটরাজন | সাহিত্য ও শিক্ষা | তামিলনাড়ু |
ভালচন্দ্র নেমাদে | সাহিত্য ও শিক্ষা | হিমাচল প্রদেশ |
শীলা প্যাটেল | সামাজিক কাজ | মহারাষ্ট্র |
হোসে চাকো পেরিয়াপুরাম | ওষুধ | কেরালা |
উঃ মার্থান্ডা পিল্লাই | ওষুধ | কেরালা |
কৃষ্ণা পুনিয়া | খেলাধুলা | রাজস্থান |
কার্ল হ্যারিংটন পটার | সাহিত্য ও শিক্ষা | |
দাদি পুদুমজী | কলা | দিল্লী |
রিয়াজ পাঞ্জাবি | সাহিত্য ও শিক্ষা | জম্মু ও কাশ্মীর |
কোয়েম্বাটোরে নারায়ণ রাও রাঘবেন্দ্রন | বিজ্ঞান ও প্রকৌশল | তামিলনাড়ু |
কৈলাসম রাঘবেন্দ্র রাও | বাণিজ্য ও শিল্প | তামিলনাড়ু |
কোনেরু রামকৃষ্ণ রাও | সাহিত্য ও শিক্ষা | অন্ধ্র প্রদেশ |
অনিতা রেড্ডি | সামাজিক কাজ | কর্ণাটক |
সুমন সাহাই | বিজ্ঞান ও প্রকৌশল | দিল্লী |
বুয়াঙ্গি সাইলো | সাহিত্য ও শিক্ষা | মিজোরাম |
এম কে সরোজ | কলা | তামিলনাড়ু |
প্রণব কে সেন | বেসামরিক চাকুরী | বিহার |
অনন্ত দর্শন শঙ্কর | পাবলিক অ্যাফেয়ার্স | কর্ণাটক |
জি শঙ্কর | বিজ্ঞান ও প্রকৌশল | কেরালা |
দেবী দত্ত শর্মা | সাহিত্য ও শিক্ষা | উত্তরাখণ্ড |
নীলাম্বর দেব শর্মা | সাহিত্য ও শিক্ষা | জম্মু ও কাশ্মীর |
ই এ সিদ্দিক | বিজ্ঞান ও প্রকৌশল | অন্ধ্র প্রদেশ |
হরভজন সিং | খেলাধুলা | পাঞ্জাব |
খঙ্গেম্বম মাঙ্গি সিং | কলা | মণিপুর |
সুব্রা সুরেশ | বিজ্ঞান ও প্রকৌশল | – [D] |
কানুভাই হাসমুখভাই দর্জি | সামাজিক কাজ | গুজরাট |
প্রহ্লাদ টিপণ্য | কলা | মধ্য প্রদেশ |
উষা উথুপ | কলা | পশ্চিমবঙ্গ |
শিবপথম ভিট্টল | ওষুধ | তামিলনাড়ু |
নারায়ণ সিং ভাটি জিপাশনি | বেসামরিক চাকুরী | অন্ধ্র প্রদেশ |
আরও পড়ুন – পদ্মশ্রী পুরস্কার ২০১২ – Padmashri Award 2012 Winner List
আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন বা অসুবিধা হয়, তাহলে আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যাদের এর প্রয়োজন হবে।