আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে পৃথিবীর দীর্ঘতম, দ্রুততম এবং ভারতের দীর্ঘতম হিমবাহের সম্পর্কে কী জান? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, পৃথিবীর দীর্ঘতম, দ্রুততম এবং ভারতের দীর্ঘতম হিমবাহের সম্পর্কে কী জান? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।
পৃথিবীর দীর্ঘতম, দ্রুততম এবং ভারতের দীর্ঘতম হিমবাহের সম্পর্কে কী জান?
- পৃথিবীর দীর্ঘতম হিমবাহ – অ্যান্টার্কটিকার ল্যামবার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এটি প্রায় 700 কিলোমিটার দীর্ঘ।
- পৃথিবীর দ্রুততম হিমবাহ – গ্রিনল্যান্ডের জ্যাকোবসাভো ইসব্রে পৃথিবীর প্রধান হিমবাহগুলির মধ্যে দ্রুততম। এটি দিনে প্রায় 20 মিটার প্রবাহিত হয়।
- ভারতের দীর্ঘতম হিমবাহ – কারাকোরাম পর্বতশ্রেণির অন্তর্গত সিয়াচেন ভারতের দীর্ঘতম তথা বৃহত্তম হিমবাহ। এই হিমবাহের দৈর্ঘ্য প্রায় 76 কিলোমিটার।
আরও পড়ুন – হিমবাহ কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে?
পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি?
ল্যামবার্ট-ফিশার হিমবাহ (Lambert-Fisher Glacier)
পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি?
জিল্লা হিমবাহ।
ভারতের ক্ষুদ্রতম হিমবাহের নাম কি?
নির্দিষ্টভাবে কোন হিমবাহটি ভারতের ক্ষুদ্রতম তা নির্ধারণ করা কঠিন কারণ দেশটিতে অসংখ্য ছোট ছোট হিমবাহ রয়েছে।
ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি?
সিয়াচেন হিমবাহ (Siachen Glacier)
ভারতের দ্রুততম হিমবাহের নাম কি?
গঙ্গোত্রী হিমবাহ (Gangotri Glacier)
পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহের নাম কি?
নির্দিষ্টভাবে কোন হিমবাহটি পৃথিবীর ক্ষুদ্রতম তা নির্ধারণ করা কঠিন কারণ বিশ্বজুড়ে অসংখ্য ছোট ছোট হিমবাহ রয়েছে।
পৃথিবীর বৃহত্তম উপত্যকার নাম কি?
মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench)
এই আর্টিকেলে, আমরা পৃথিবীর দীর্ঘতম, দ্রুততম এবং ভারতের দীর্ঘতম হিমবাহ সম্পর্কে জানতে পেরেছি। এই বিষয়টি দশম শ্রেণীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই আশা করি এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে।