এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন?

আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন? প্রশ্নটি আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।

উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন?

  • বাধাহীন উপকূল – বাতাস বাধাহীনভাবে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে এগিয়ে আসে তাই উপকূলীয় অংশের বালিকে সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে।
  • সমুদ্রের তরঙ্গ – উপকূলভাগে সমুদ্রের ঢেউ আছাড় খেয়ে খেয়ে শিলা ভেঙে বালিতে পরিণত করে।
  • বালি সঞ্চয় – উপকূলের ওইসব বালি সমুদ্রের বাতাস উড়িয়ে নিয়ে গিয়ে কাছাকাছি কোথাও জমা করে বালিয়াড়ি তৈরি করতে পারে। দিঘা এবং কাথি অঞ্চলে এমন বালিয়াড়ি দেখা যায়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর –

মরু অঞ্চলে বায়ুর কোন কাজের ফলে মরুদ্দ্যান সৃষ্টি হয়?

মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্য উভয় কাজের ফলেই মরুদ্দ্যান সৃষ্টি হয়।

মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন?

মরুভূমির আলগা বালুকণা, বাধাবিহীন অতিরিক্ত বায়ুপ্রবাহ, বৃষ্টির অভাব ও দিন-রাতের তাপমাত্রার বিশাল পার্থক্যের ফলে যান্ত্রিক আবহবিকার ঘটে, যা শিলা ভাঙা সহজ করে। এই কারণেই মরুভূমিতে বায়ু ক্ষয়কার্য ত্বরান্বিত করে, বালি উড়িয়ে নিয়ে যায় এবং বালিয়াড়ি, লোয়েসের মতো সঞ্চয় করে ভূমিরূপ গঠনে প্রধান ভূমিকা রাখে।

উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন?

মরু অঞ্চলে প্রবল বায়ু, কম বৃষ্টিপাত, এবং গাছপালার অভাবের ফলে মাটির ক্ষয় হয়। এই ক্ষয়প্রাপ্ত বালি বায়ুপ্রবাহে চলাচল করে এক জায়গায় জমা হয়ে স্থায়ী বা চলমান বালিয়াড়ি তৈরি করে। এসব বালিয়াড়ি বায়ুমণ্ডলে ধুলোবালি বাড়িয়ে দেয় এবং মানবসমাজ ও পরিবেশের ক্ষতি করে। বৃক্ষরোপণ, ঘাস বপন, এবং বালিয়াড়ি বাঁধের মতো পদ্ধতি নিয়ে মরু অঞ্চলে বালিয়াড়ি নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে।

আরও পড়ুন – বায়ুর ক্ষয়কার্যের প্রভাব কোথায় সর্বাপেক্ষা বেশি?

উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কারণ এখানে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুর গতি এবং উদ্ভিদের প্রভাব বায়ুপ্রবাহকে আরও শক্তিশালী করে তোলে। এই কারণে উপকূল অঞ্চলে ভূমিক্ষয়, নদীর স্রোত বৃদ্ধি, ঢেউয়ের আঘাত, বন্যা, ঘূর্ণিঝড়, এবং লবণাক্ত জলের অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেশি থাকে। উপকূল অঞ্চলে বায়ুর কাজ বেশি কার্যকরী কেন এই প্রশ্নটি দশম শ্রেণীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারলে আপনি এই প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবেন।

Share via:

মন্তব্য করুন