নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – শব্দদূষণ – প্রশ্ন ও উত্তর

Gopi

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় “শব্দ” এর “শব্দদূষণ” থেকে সহজ ও সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর শেয়ার করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণির ইউনিট টেস্ট থেকে বার্ষিক পরীক্ষা এর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি চাকরি বা বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষাতেও কাজে লাগবে। এই অধ্যায় থেকে স্কুল পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নোত্তরগুলো সবাইকে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ভাষায় লেখা হয়েছে, যাতে সবাই বুঝতে পারেন। পড়ার শেষে এই অধ্যায়ের মুখ্য বিষয়গুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং যেকোনো পরীক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে লিখতে পারবেন।

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - শব্দদূষণ - প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

Contents Show

ডেসিবেল ও বেল কী?

বেল ও ডেসিবেল – বেল ও ডেসিবেল হল শব্দের তীব্রতা পরিমাপের একক। টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে এককটি রাখা হয়।

যে ন্যূনতম তীব্রতাসম্পন্ন শব্দশক্তি আমাদের শ্রুতিগোচর হয়, তাকে ‘শূন্যস্তর তীব্রতা’ বা ‘Zero level intensity’ বলে। কোনো শব্দের তীব্রতা ওই শূন্যস্তর তীব্রতার মানের দশগুণ হলে বেল এককে তার তীব্রতাকে 1 ‘বেল’ বলা হয়। 1 ডেসিবেল (dB) = 0.1 বেল।

শব্দের নিরাপদ তীব্রতা স্তর কত?

শব্দের নিরাপদ তীব্রতা স্তর – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর হল 45 dB। শব্দের তীব্রতার মান 65 dB অপেক্ষা বেশি হলে তা স্বাস্থ্যহানির কারণ হয়ে ওঠে।

ডেসিবেল স্কেলের শূন্য (0) বিন্দু কী নির্দেশ করে এবং এই স্কেলে শব্দের তীব্রতার মানের সামান্য পরিবর্তনে প্রাবল্যের কী ধরনের পরিবর্তন ঘটে?

ডেসিবেল স্কেলের শূন্য (0) বিন্দু কখনোই শূন্য তীব্রতা নির্দেশ করে না, বরং সেই ন্যূনতম তীব্রতাকে সূচিত করে যা মানুষ শুনতে পায়। ডেসিবেল স্কেলে শব্দের তীব্রতার মানের অল্প পরিবর্তনে প্রাবল্যের বহুগুণ পরিবর্তন ঘটে।

কিছু পরিচিত শব্দের আনুমানিক তীব্রতা স্তর নীচের তালিকায় দেওয়া হল –

শব্দের পরিচয়dBস্কেলে তীব্রতাস্তর
সূচনা তীব্রতা বা শূন্য তীব্রতা স্তর/শ্রাব্যতার সীমা0
পাতা খসার শব্দ0-20
ফিশফিশ করে কথা বলা20
কথোপকথন (স্বাভাবিক আওয়াজ)60
দ্রুতগামী যান60-80
কলকারখানার শব্দ80-90
পটকার আওয়াজ90-95
50 m দূরত্বে থাকা জেটবিমান130

শব্দদূষণ কাকে বলে? এই দূষণের উৎসগুলি উল্লেখ করো।

শব্দদূষণ (Sound pollution) – সহনক্ষমতার অধিক প্রাবল্য ও কম্পাঙ্কবিশিষ্ট শব্দ পারস্পরিক যোগাযোগে বিঘ্ন ঘটায়, আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যহানি করে এবং সমগ্র জীবজগৎ ও তার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই অবাঞ্ছিত প্রভাব বা ঘটনাগুলিকে শব্দদূষণ বলা হয়।

শব্দদূষণের উৎসগুলি হল –

  • শিল্পক্ষেত্রে, কলকারখানায় ব্যবহৃত যন্ত্রপাতির তীব্র শব্দ সংশ্লিষ্ট অঞ্চলে শব্দদূষণ সৃষ্টি করে।
  • ট্রাক, মোটর, লরি, বাস, অটো, স্কুটার প্রভৃতির বিকট শব্দ শব্দদূষণ সৃষ্টি করে।
  • লাউড স্পিকার, রেডিয়ো, টিভি, উচ্চগ্রামে বাজানো এয়ার হর্ন, ইলেকট্রিক হর্ন ইত্যাদি শব্দদূষণের উৎস।
  • জেনারেটর, এরোপ্লেন, এয়ারক্রাফট ইঞ্জিনের বিকট শব্দ শব্দদূষণের উৎস।
  • বোমা, পটকা ইত্যাদি শব্দবাজির শব্দও শব্দদূষণ ঘটায়।

মানুষের স্বাস্থ্যের ওপর শব্দদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো।

শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী (Chronic) দুরকম প্রভাব দেখা যায়। ক্ষতির মাত্রা শব্দের তীব্রতা ও স্থায়িত্বের ওপর নির্ভর করে থাকে।

ক্ষণস্থায়ী প্রভাব – ক্ষণস্থায়ী বা তাৎক্ষণিক প্রভাবের মধ্যে উল্লেখযোগ্য হল –

  • প্রয়োজনীয় শব্দগ্রহণে বাধা সৃষ্টি,
  • অডিটরি স্নায়ুর কার্যক্ষমতা হ্রাস, মস্তিষ্কের ওপর প্রভাব,
  • মানসিক স্থিতিশীলতা, একাগ্রতা বিনষ্ট করা, বিরক্তি ও ক্রোধের উদ্রেক ইত্যাদি।

দীর্ঘমেয়াদি প্রভাব – দীর্ঘস্থায়ী প্রভাবের মধ্যে গুরুত্বপূর্ণ হল –

  • উচ্চগ্রামের শব্দ হৃদরোগীদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। 
  • দীর্ঘ সময় ধরে উচ্চ তীব্রতাযুক্ত শব্দ পরিবেশে থাকার ফলে মাথাধরা, মাইগ্রেনজনিত সমস্যা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ সৃষ্টি হয়ে থাকে।
  • রক্তে ক্যালশিয়াম ও শর্করা মাত্রার পরিবর্তন হতে পারে।
  • নিদ্রাহীনতা, উত্তেজনা, মানসিক অবসাদ ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
  • গর্ভবতী মহিলা দীর্ঘকাল শব্দযন্ত্রণার মধ্যে থাকলে গর্ভস্থ সন্তান জড়বুদ্ধি, বিকলাঙ্গ ও ওজন কম হওয়াজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে।
  • কর্ণপটহ ক্ষতিগ্রস্ত হওয়া এবং তার ফলে বধিরতার সৃষ্টি হতে পারে।
মানুষের স্বাস্থ্যের ওপর শব্দদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো।

শব্দের তীব্রতা স্তর অনুযায়ী মানুষের উপর কী কী প্রভাব পড়ে? উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো।

80 dB -এর সমান তীব্রতার শব্দ আমাদের ক্রোধের উদ্রেক ঘটায়। তীব্রতা স্তর 85 dB হলে সেই শব্দ কর্ণপটহের ক্ষতি করে। 110 dB -এর আওয়াজ মানুষের কাছে অস্বস্তির কারণ হয় এবং 150 dB – 160 dB তীব্রতাস্তরের আওয়াজ মানুষকে চিরতরে বধির করে দিতে পারে।

শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

শব্দদূষণ নিয়ন্ত্রণ – নিম্নবর্ণিত পদক্ষেপগুলি গ্রহণে শব্দদূষণ সংক্রান্ত সমস্যার প্রতিকার সম্ভব –

  • শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা জনসমক্ষে অপ্রয়োজনে বা প্রয়োজনের ক্ষেত্রে কোনোভাবেই নির্ধারিত মাত্রার শব্দ সৃষ্টি যাতে না হয়, তা সুনিশ্চিত করা।
  • কারখানায় শব্দ প্রতিরোধক আচ্ছাদন ব্যবহার এবং শব্দ উৎপাদক যন্ত্র, জেনারেটর ইত্যাদির সামনে কর্তব্যরত ব্যক্তির ব্যক্তিগত প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ যেমন – কান ঢেকে রাখা, HPD (Hear Protecting Device) যেমন – Ear muff, Ear plug -এর ব্যবহার ইত্যাদি।
  • গাড়িতে উন্নত মানের সাইলেন্সার লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক করা।
  • অ্যামপ্লিফায়ার প্রস্তুতকারক কোম্পানিগুলিকে 65 dB অপেক্ষা বেশি তীব্রতার ইউনিট তৈরি করার অনুমতি না দেওয়া।
  • মিটিং বা জমায়েত, সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে লাউড স্পিকারের, অ্যামপ্লিফায়ার ইত্যাদি যন্ত্রের যথেচ্ছ ব্যবহার না করা।
  • বাজি, পটকা ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ করা এবং নিষেধাজ্ঞা যাতে মান্য হয় তা নিশ্চিত করা।
  • হাসপাতাল, স্কুল-কলেজের চারদিকে গাছপালার বেষ্টনী তৈরি করা, করিডোরে কাঠ নির্মিত শব্দশোষক, সিনেমাহলে নরম রবারের প্যাডজাতীয় শব্দশোষক ব্যবহার করে শব্দের প্রাবল্য হ্রাসের চেষ্টা করা।
  • এই ব্যাপারে আইন প্রণয়ন ও তা কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ গ্রহণ এবং সর্বোপরি, বিদ্যালয়স্তর থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত পর্যায়ে শব্দদূষণ ও তার ক্ষতিকর প্রভাব সম্বন্ধে জনসচেতনতা বৃদ্ধি।
শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়?

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

বস্তুর কম্পনে উৎপন্ন হয় –

  1. আলো
  2. শব্দ
  3. তড়িৎ 
  4. চুম্বক

উত্তর – 2. শব্দ

কম্পাঙ্কের একক –

  1. CPS
  2. PCS
  3. SPC
  4. CP/S2

উত্তর – 1. CPS

শব্দ যেতে পারে না –

  1. বাতাস -এর মধ্য দিয়ে
  2. জল -এর মধ্য দিয়ে
  3. স্টিল -এর মধ্য দিয়ে
  4. শূন্যস্থানের মধ্য দিয়ে

উত্তর – 4. শূন্যস্থানের মধ্য দিয়ে

শব্দ তরঙ্গের সর্বোচ্চ দ্রুতি –

  1. কঠিন মাধ্যমে
  2. তরল মাধ্যমে
  3. উভয় মাধ্যমে
  4. গ্যাস মাধ্যমে

উত্তর – 1. কঠিন মাধ্যমে

অনুদৈর্ঘ্য তরঙ্গ চলাচল করে –

  1. কঠিন মাধ্যমে
  2. তরল মাধ্যমে
  3. গ্যাসীয় মাধ্যমে
  4. সব মাধ্যমে

উত্তর – 4. সব মাধ্যমে

তির্যক তরঙ্গ নয় –

  1. CFL নিঃসৃত আলো
  2. উপগ্রহ দ্বারা সম্প্রচারিত TV সিগন্যাল
  3. অর্কেস্ট্রাতে উৎপন্ন সুরেলা ধ্বনি
  4. দড়িতে সৃষ্ট তরঙ্গ

উত্তর – 3. অর্কেস্ট্রাতে উৎপন্ন সুরেলা ধ্বনি

এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হলেও শব্দ তরঙ্গের কোন্ ধর্মটির পরিবর্তন হয় না? –

  1. বেগ
  2. তরঙ্গদৈর্ঘ্য
  3. কম্পাঙ্ক
  4. বিস্তার

উত্তর – 3. কম্পাঙ্ক

শব্দতরঙ্গের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাপ হল –

  1. ঘনীভবনের দৈর্ঘ্য
  2. তনুভবনের দৈর্ঘ্য
  3. পরপর অবস্থিত একটি ঘনীভবন ও একটি তনুভবনের দৈর্ঘ্য
  4. কোনোটিই নয়

উত্তর – 3. পরপর অবস্থিত একটি ঘনীভবন ও একটি তনুভবনের দৈর্ঘ্য

শব্দের তরঙ্গদৈর্ঘ্য λ হলে, বায়ুমাধ্যমে পরপর দুটি সংকোচনের মধ্যবর্তী দূরত্ব হল –

  1. \(\lambda\)
  2. \(2\lambda\)
  3. \(\frac\lambda2\)
  4. \(\frac{2\lambda}3\)

উত্তর – 1. \(\lambda\)

একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ z-অক্ষ অভিমুখে অগ্রসর হচ্ছে। মাধ্যমের কণাগুলির কম্পন হবে –

  1. x-অক্ষের সমান্তরালে
  2. y-অক্ষের সমান্তরালে
  3. z-অক্ষের সমান্তরালে
  4. xy সমতলে

উত্তর – 3. z-অক্ষের সমান্তরালে

একটি সরল দোলকের 20 বার দুলতে 40 sec সময় লাগে। দোলকটির দোলনের কম্পাঙ্ক হল –

  1. 0.1 Hz
  2. 0.2 Hz
  3. 0.3 Hz
  4. 0.5 Hz

উত্তর – 4. 0.5 Hz

বায়ুতে শব্দের গতিবেগ 332 m/s হলে, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলনের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে –

  1. 15.6 m
  2. 16.6 m
  3. 33.2 m
  4. 34.2 m

উত্তর – 2. 16.6 m

শব্দ নির্বন্ধের সময়কাল –

  1. 0.05 সেকেন্ড
  2. 0.1 সেকেন্ড
  3. 0.2 সেকেন্ড
  4. 1 সেকেন্ড

উত্তর – 2. 0.1 সেকেন্ড

মেঘের গুরুগুরু শব্দের কারণ –

  1. অনুঘটক
  2. অনুরণন
  3. অনুনাদ
  4. পরবশ কম্পন

উত্তর – 2. অনুরণন

বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে –

  1. শ্রুতিগোচর শব্দ
  2. শব্দেতর শব্দ
  3. শব্দোত্তর তরঙ্গ
  4. কোনোটিই নয়

উত্তর – 3. শব্দোত্তর তরঙ্গ

শূন্য হলঘরে শব্দ করলে মূল শব্দ থেমে যাওয়ার পর গমগম শব্দ শোনা যায় কেন? –

  1. প্রতিধ্বনি -এর জন্য
  2. প্রতিসরণ -এর জন্য
  3. প্রতিফলন -এর জন্য
  4. অনুরণন -এর জন্য

উত্তর – 4. অনুরণন -এর জন্য

মা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব x মিটার হলে, ‘বাবা’ শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দু রত্ব হবে –

  1. \(x\) মিটার
  2. \(2x\) মিটার
  3. \(\frac35\) মিটার
  4. \(4x\) মিটার

উত্তর – 2. \(2x\) মিটার

শব্দেতর শব্দ শুনতে পায় –

  1. মানুষ
  2. গরু
  3. তিমি
  4. পাখি

উত্তর – 3. তিমি

SONAR -এ আমরা ব্যবহার করি –

  1. রেডিয়ো তরঙ্গ
  2. শব্দেতর শব্দ
  3. শব্দোত্তর শব্দ
  4. শ্রবণযোগ্য শব্দ তরঙ্গ

উত্তর – 3. শব্দোত্তর শব্দ

ভূমিকম্প উৎপন্ন করে –

  1. শ্রবণযোগ্য শব্দ
  2. শব্দোত্তর শব্দ
  3. শব্দেতর শব্দ
  4. কোনোটিই নয়

উত্তর – 3. শব্দেতর শব্দ

আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় –

  1. শব্দোত্তর শব্দ
  2. শব্দেতর শব্দ
  3. আলোকতরঙ্গ
  4. কোনোটিই নয়

উত্তর – 1. শব্দোত্তর শব্দ

চাঁদ থেকে শব্দ পৃথিবীতে আসতে সময় লাগে –

  1. \(5\;sec\)
  2. \(\frac12\;sec\)
  3. \(0\;sec\)
  4. শব্দ আসবে না

উত্তর – 4. শব্দ আসবে না

প্রদত্ত কোন্ যন্ত্রটি শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে চলে না? –

  1. রাডার
  2. সোনার
  3. স্পেকট্রোমিটার
  4. স্টেথোস্কোপ

উত্তর – 2. সোনার

কোন্ কম্পাঙ্কটির তরঙ্গ আমাদের কাছে শ্রুতিগ্রাহ্য নয়? –

  1. 30 Hz
  2. 300 Hz
  3. 3000 Hz
  4. 30,000 Hz

উত্তর – 4. 30,000 Hz

সুরবর্জিত শব্দ হল –

  1. বেহালা -এর শব্দ
  2. গিটার -এর শব্দ
  3. পটকা -এর শব্দ
  4. হারমোনিয়াম -এর শব্দ

উত্তর – 3. পটকা -এর শব্দ

শব্দের তীব্রতা পরিমাপের একক –

  1. হার্জ
  2. জুল
  3. বেল
  4. ওয়াট

উত্তর – 3. বেল

ডেসিবেল এককে পরিমাপ করা হয় –

  1. প্রাবল্য
  2. কম্পাঙ্ক
  3. তরঙ্গদৈর্ঘ্য
  4. পর্যায়কাল

উত্তর – 1. প্রাবল্য

এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হলেও শব্দতরঙ্গের কোন্ ধর্মটির পরিবর্তন হয় না? –

  1. বেগ
  2. তরঙ্গদৈর্ঘ্য
  3. কম্পাঙ্ক
  4. বিস্তার

উত্তর – 3. কম্পাঙ্ক

256 Hz কম্পাঙ্কের সমমেল কোনটি? –

  1. 652 Hz
  2. 562 Hz
  3. 512 Hz
  4. 128 Hz

 উত্তর – 3. 512 Hz

শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা –

  1. বাড়ে
  2. কমে
  3. উভয়ই
  4. একই থাকে

 উত্তর – 1. বাড়ে

পুরুষের কণ্ঠস্বর অপেক্ষা স্ত্রীলোকের কণ্ঠস্বরের –

  1. তীক্ষ্ণতা বেশি
  2. তীক্ষ্ণতা কম
  3. প্রাবল্য বেশি
  4. প্রাবল্য কম

উত্তর – 1. তীক্ষ্ণতা বেশি

সুরযুক্ত শব্দের জাতি নির্ভর করে কীসের ওপর? –

  1. বিস্তার
  2. তরঙ্গরূপ
  3. কম্পাঙ্ক
  4. তরঙ্গদৈর্ঘ্য

উত্তর – 2. তরঙ্গরূপ

শব্দের প্রাবল্য বাড়ে যদি –

  1. স্বনকের আকার ছোটো হয়
  2. স্বনকের আকার বড়ো হয়
  3. মাধ্যমের ঘনত্ব কম হয়
  4. স্বনকের থেকে শ্রোতার দূরত্ব বাড়ে

উত্তর – 4. স্বনকের আকার বড়ো হয়

দুটি শব্দযন্ত্রের মধ্যে কোনটির শব্দের প্রাবল্য বেশি? –

  1. যার তরঙ্গ বিস্তার বেশি
  2. তরঙ্গদৈর্ঘ্য বেশি
  3. তরঙ্গবেগ বেশি
  4. কোনোটিই নয়

উত্তর – 1. যার তরঙ্গ বিস্তার বেশি

শব্দ উদ্দীপনাকে তড়িৎসংকেতের চেহারায় মস্তিষ্কে বহন করে নিয়ে যায় –

  1. কক্লিয়া
  2. স্নায়ুকোশ
  3. কর্টির অঙ্গ
  4. অডিটরি স্নায়ু

উত্তর – 4. অডিটরি স্নায়ু

মধ্যকর্ণ ও গলবিলের মধ্যে বায়ুচাপের সমতা রক্ষা করে –

  1. ইউস্টেচিয়ান নালি
  2. অর্ধবৃত্তাকার নালি
  3. ভেস্টিবিউলার অ্যাপারেটাস
  4. কক্লিয়া

উত্তর – 1. ইউস্টেচিয়ান নালি

শূন্যস্থান পূরণ করো

পরপর দুটি তরঙ্গশীর্ষের মধ্যে দূরত্বকে বলে ___।

উত্তর – পরপর দুটি তরঙ্গশীর্ষের মধ্যে দূরত্বকে বলে তরঙ্গদৈর্ঘ্য

শব্দ একপ্রকার ___ অনুদৈর্ঘ্য তরঙ্গ।

উত্তর – শব্দ একপ্রকার স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ।

স্থিতিস্থাপক তরঙ্গ মাধ্যমের এক অংশ থেকে অন্য অংশে ___ সঞ্চালিত করে।

উত্তর – স্থিতিস্থাপক তরঙ্গ মাধ্যমের এক অংশ থেকে অন্য অংশে শক্তি সঞ্চালিত করে।

সমুদ্রে ডোবা পাহাড়ের অবস্থান নির্ণয় করা হয় ___ -এর সাহায্যে। 

উত্তর – সমুদ্রে ডোবা পাহাড়ের অবস্থান নির্ণয় করা হয় সোনার -এর সাহায্যে।

মানুষের হৃৎপিন্ডের কম্পন ___ শব্দ।

উত্তর – মানুষের হৃৎপিন্ডের কম্পন শ্রুতিবোধ্য শব্দ।

মানুষ সেকেন্ডে ___ -টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না।

উত্তর – মানুষ সেকেন্ডে 5টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না।

দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব ___।

উত্তর – দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব 66.4 মিটার

একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে ___ বলে। 

উত্তর – একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। 

শব্দের কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা ___ হবে।

উত্তর – শব্দের কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হবে।

অষ্টকের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের ___।

উত্তর – অষ্টকের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের দ্বিগুণ

গর্ভাবস্থায় ভ্রুণের ছবি তোলার জন্য ___ করা হয়।

উত্তর – গর্ভাবস্থায় ভ্রুণের ছবি তোলার জন্য আল্ট্রাসনোগ্রাফি করা হয়।

কুকুরেরা মানুষের থেকে অনেক ___ কথা শুনতে পায়, যা মানুষও শুনতে পায় না।

উত্তর – কুকুরেরা মানুষের থেকে অনেক কম কম্পাঙ্কের কথা শুনতে পায়, যা মানুষও শুনতে পায় না।

___ সাদা বিড়ালেরা সাধারণত কানে শুনতে পায় না।

উত্তর – নীল চোখের সাদা বিড়ালেরা সাধারণত কানে শুনতে পায় না।

ঠিক বা ভুল নির্বাচন করো

50 KHz কম্পাঙ্কযুক্ত শব্দ মানুষের কানে শ্রবণানুভূতি সৃষ্টি করে না।

উত্তর – ঠিক।

ডেসিবেল স্কেলে শূন্য বিন্দু শূন্য তীব্রতা নির্দেশ করে।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – ন্যূনতম তীব্রতা।

ঘনীভবন ও তনুভবন সৃষ্টি শুধুমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গেই সম্ভব।

উত্তর – ঠিক।

প্রাবল্য ব্যক্তিনির্ভর ধর্ম হলেও তীক্ষ্ণতা ব্যক্তিনির্ভর ধর্ম নয়।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – ব্যক্তিনির্ভর ধর্ম।

মানুষের কান সর্বোচ্চ 55 ডেসিবেল তীব্রতার শব্দ সহ্য করতে পারে।

উত্তর – ভুল।

সঠিক উত্তর – 85 ডেসিবেল।

শূন্যস্থানের মধ্য দিয়ে তড়িৎচুম্বকীয় তরঙ্গ চলাচল করতে পারলেও অনুদৈর্ঘ্য তরঙ্গ পারে না।

উত্তর – ঠিক।

দু-একটি শব্দে উত্তর দাও

কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী?

কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক – কম্পাঙ্ক = 1 ÷ পর্যায়কাল।

বায়ু ও লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি?

বায়ু ও লোহার মধ্যে লোহাতে শব্দের বেগ বেশি।

জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তারলাভের সময় মাধ্যমের স্থানচ্যুতি হয় কি?

জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তারলাভের সময় মাধ্যমের স্থানচ্যুতি হয় না।

শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমের ভৌত ধর্ম কী?

শব্দের বিস্তারের জন্য জড় মাধ্যমের ভৌত ধর্ম স্থিতিস্থাপক হতে হবে।

শব্দতরঙ্গ কী জাতীয় তরঙ্গ?

শব্দতরঙ্গ স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ জাতীয় তরঙ্গ।

পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গ সৃষ্টি হয়, তা অনুদৈর্ঘ্য না তির্যক?

পুকুরে ঢিল ফেললে জলে যে তরঙ্গ সৃষ্টি হয়, তা তির্যক তরঙ্গ।

কম্পাঙ্কের একক কী?

কম্পাঙ্কের একক হার্জ (Hz)।

চাঁদে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও তা শোনা যায় না কেন?

কারণ, চাঁদে বায়ু নেই অর্থাৎ, কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যম নেই।

একটি প্রাকৃতিক ঘটনার উল্লেখ করো, যার দ্বারা বোঝা যায়, শব্দের বেগ আলোর বেগের তুলনায় অনেক কম।

বিদ্যুতের ঝলকানি দেখার কিছু সময় পর শব্দ শোনা যায়।

স্টেথোস্কোপ শব্দের কোন্ নীতির ওপর ভিত্তি করে কাজ করে?

স্টেথোস্কোপ শব্দের প্রতিফলন নীতির ওপর ভিত্তি করে কাজ করে।

1000 Hz কম্পাঙ্কের শব্দের ক্ষেত্রে শ্রাব্যতার সীমা ও অনুভূতি সীমার মধ্যে সম্পর্ক লেখো।

1000 Hz কম্পাঙ্কের শব্দের ক্ষেত্রে শ্রাব্যতার সীমা ও অনুভূতি সীমার মধ্যে সম্পর্ক শ্রাব্যতার সীমা = 10-12 × অনুভূতি সীমা।

SONAR -এর পুরো নাম কী?

SONAR -এর পুরো নাম হল Sound Navigation and Ranging.

ময়লা জামাকাপড় পরিষ্কার করতে কোন্ ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়?

ময়লা জামাকাপড় পরিষ্কার করতে শব্দোত্তর ধরনের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।

অমিল শব্দটি কোনটি? প্রাবল্য, তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি।

অমিল শব্দটি তীব্রতা (যেহেতু, পরিমাপযোগ্য)।

20 Hz কম্পাঙ্কের নীচে থাকা শব্দতরঙ্গের নাম কী?

20 Hz কম্পাঙ্কের নীচে থাকা শব্দতরঙ্গের নাম শব্দেতর শব্দ।

20,000 Hz -এর বেশি কম্পাঙ্কের তরঙ্গের নাম কী?

20,000 Hz -এর বেশি কম্পাঙ্কের তরঙ্গের নাম শব্দোত্তর তরঙ্গ।

শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা কত?

শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা 20 Hz – 20 kHz।

শ্রুতিগোচর শব্দের একটি উৎসের নাম লেখো।

শ্রুতিগোচর শব্দের একটি উৎসের নাম হল মানুষের কথার শব্দ।

শব্দোত্তর শব্দ ব্যবহৃত হয়, এমন একটি যন্ত্রের নাম লেখো।

শব্দোত্তর শব্দ ব্যবহৃত হয়, এমন একটি যন্ত্রের নাম হল সোনার।

শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম করো।

শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এমন একটি প্রাণীর নাম হল বাদুড়।

সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দদূষণ ঘটাতে পারে?

সুরযুক্ত শব্দের প্রাবল্য বৈশিষ্ট্যটি শব্দদূষণ ঘটাতে পারে।

একটি মাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে কী বলে?

একটি মাত্র কম্পাঙ্কবিশিষ্ট শব্দকে সুর বলে।

এয়ারহর্ন শব্দের তীব্রতা কত ডেসিবেল?

এয়ারহর্ন শব্দের তীব্রতা 120 ডেসিবেল।

মাইকের শব্দের তীব্রতা কত ডেসিবেল?

মাইকের শব্দের তীব্রতা 110 ডেসিবেল।

একটি প্রাকৃতিক ও একটি মনুষ্যকৃত শব্দদূষণের উল্লেখ করো।

একটি প্রাকৃতিক ও একটি মনুষ্যকৃত শব্দদূষণের উল্লেখ হল বজ্রপাতের শব্দ; বাজির শব্দ।

শব্দের প্রাকৃতিক প্রতিবন্ধক কী?

শব্দের প্রাকৃতিক প্রতিবন্ধক হল গাছ।

তোমার ঘরে থাকা একটি শব্দশোষক জিনিসের নাম লেখো।

তোমার ঘরে থাকা একটি শব্দশোষক জিনিসের নাম হল পর্দা (জানালা বা দরজা)।

For High-Types

শব্দবাধা কাকে বলে?

কোনো মাধ্যমে শব্দের বেগ (v) ও মাধ্যমের ঘনত্বের (D) গুণফলকে ওই মাধ্যমের শব্দবাধা বা ‘শব্দীয় প্রতিরোধ’ (Sonic impedance) বলা হয়। বায়ু ও কাচ মাধ্যমের ক্ষেত্রে এর মান যথাক্রমে 40 একক ও 106 একক। দুটি মাধ্যমের শব্দবাধার পার্থক্য যত বেশি হয়, শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় তার বিস্তার তত হ্রাস পায়। বায়ু ও কাচ মাধ্যমের মধ্যে শব্দবাধার পার্থক্য খুব বেশি হওয়ার কারণে যুগ্ম কাচবিশিষ্ট জানালার বাইরের শব্দ ঘরে সহজে বিস্তারলাভ করতে পারে না।

সনিক বুম কী?

শব্দের থেকে বেশি বেগে চলমান কোনো বিমান (যেমন – সুপারসনিক জেট), রকেট ইত্যাদি গতিশীল হওয়ার সময় উৎপন্ন অভিঘাত তরঙ্গ (Shock waves) থেকে যে তীব্র বিস্ফোরক শব্দ সৃষ্টি হয়, তাকেই ‘সনিক বুম’ (Sonic boom) বলে।

সংশ্লিষ্ট যানটির উচ্চ বেগের কারণেই বায়ুতে এই অভিঘাত তরঙ্গ সৃষ্টি হয়, যা বিপুল পরিমাণ শক্তি বহন করে। অভিঘাত তরঙ্গ সৃষ্টির ফলে অঞ্চলটিতে যে বিপুল চাপের পরিবর্তন হয়, তার ফলেই এই উচ্চ প্রাবল্যসম্পন্ন শব্দ শোনা যায়। তীব্রতা উচ্চ হওয়ায় সনিক বুম কানে যন্ত্রণার সৃষ্টি করে থাকে। চাপ তরঙ্গের শক্তি এতটাই বেশি হয় যে কোনো বহুতল বাড়ির ওপর দিয়ে সুপারসনিক বিমান উড়ে গেলে বাড়ির কাচের জানালা ভেঙে যায় বা তাতে ফাটল সৃষ্টি হয়।

বর্তমানে শব্দোত্তর তরঙ্গ কীভাবে উৎপাদন করা হয়?

শব্দোত্তর তরঙ্গের আধুনিক উৎস হল বিশেষভাবে কাটা কেলাসজাতীয় উপাদান যেমন – কোয়ার্জ অথবা বেরিয়াম টাইটানেট, লেড জিরকোনেট ইত্যাদির সেরামিক। এদের বলা হয় চাপ-বিদ্যুৎ সন্ধানী (Piezo-electric detectors)। এ ধরনের কেলাস বা সেরামিকের দুই বিপরীত তলের মধ্যে পরিবর্তী (AC) বিভবপ্রভেদ প্রযুক্ত হলে পৃষ্ঠ দুটি ক্রমান্বয়ে সংকুচিত ও প্রসারিত হয় এবং প্রযুক্ত পরিবর্তী বিভবের সমকম্পাঙ্কযুক্ত শব্দোত্তর তরঙ্গ উৎপাদন করে।

একটি শব্দোত্তর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান হলেও তাদের মধ্যে কী কী পার্থক্য দেখা যায়?

শব্দোত্তর তরঙ্গ ও লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সমান হলেও তাদের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি দেখা যায়।

  • শব্দোত্তর তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ, লাল আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
  • শব্দোত্তর তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ হলেও লাল আলো তির্যক তরঙ্গ হিসেবে চিহ্নিত।
  • শব্দের বেগ আলোর বেগের তুলনায় অনেক কম। তাই, শব্দোত্তর তরঙ্গের বেগও আলোর বেগের চেয়ে অনেক কম।
  • আবার, v = nλ সমীকরণ থেকে বোঝা যায়, তরঙ্গদৈর্ঘ্য সমান হলেও শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক আলোর কম্পাঙ্কের থেকে কম হবে।

গিটারের তারের দৈর্ঘ্য কমলে শব্দের তীক্ষ্ণতার পরিবর্তন হয়। ব্যাখ্যা করো।

টান করা তারে কম্পনের ফলে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক তারের টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং ব্যাসার্ধের ও দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ, সমীকরণের সাহায্যে প্রকাশ করলে পাই, \(n=\frac K{2l}\sqrt{\frac T{\pi r^2\rho}}\)। \(K\) → ধ্রুবক। সুতরাং, তারের দৈর্ঘ্য কমলে কম্পাঙ্ক বাড়ে, ফলে উৎপন্ন শব্দের তীক্ষ্ণতা বাড়ে।

গিটার, সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রে বিভিন্ন কম্পাঙ্কের সুর উৎপন্ন করার জন্য কেন ভিন্ন প্রস্থচ্ছেদের একাধিক তার ব্যবহার করা হয় এবং তাদের ভিন্ন ভিন্ন টানে রাখা হয়?

এই কারণে বিভিন্ন কম্পাঙ্কের সুর উৎপন্ন করার প্রয়োজনে গিটার, সেতার ইত্যাদি যে-কোনো বাদ্যযন্ত্রে ভিন্ন প্রস্থচ্ছেদের একাধিক তার ব্যবহৃত হয় এবং তাদের ভিন্ন ভিন্ন টানে রাখা হয়।

Class 9 Physical Science – Notes for All Chapters

Chapter NameTropics
পরিমাপ পরিমাপ ও একক
বিভিন্ন মাপের একক
মাত্রা
পরিমাপ
বল ও গতিস্থিতি ও গতি
গতির সমীকরণ
নিউটনের প্রথম গতিসূত্র
নিউটনের দ্বিতীয় গতি সূত্র
নিউটনের তৃতীয় গতিসূত্র
বিভিন্ন ধরণের বল
রৈখিক ভরবেগ
রৈখিক ভরবেগ সংরক্ষণ
পদার্থ : গঠন ও ধর্মতরল ও বায়ুর চাপ
আর্কিমিডিসের নীতি
পৃষ্ঠটান
সান্দ্রতা
বার্নোলির নীতি
স্থিতিস্থাপকতা
পদার্থ : পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহপরমাণুর গঠন
মোলের ধারণা
দ্রবণ
অ্যাসিড, ক্ষার, লবণ
মিশ্রণের উপাদানের পৃথকীকরণ
জল
শক্তির ক্রিয়া , কার্য, ক্ষমতাশক্তির ক্রিয়া , কার্য, ক্ষমতা
তাপক্যালোরিমিতি
কার্য ও তাপের তুল্যতা
লীনতাপ
সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প
জলের ব্যতিক্রান্ত প্রসারণ
শব্দশব্দের উৎস : কম্পন
শব্দের বিস্তার : তরঙ্গ
শব্দের কয়েকটি ধর্ম
শব্দের বৈশিষ্ট্য
মানুষের কান ও শব্দ শোনার কৌশল
শব্দদূষণ

আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় “শব্দ” এর “শব্দদূষণ” থেকে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা, এমনকি চাকরি বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও উপযোগী। কারণ, এই অধ্যায়ের প্রশ্ন প্রায়ই বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হয়, নিচে কমেন্ট করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি সর্বদা প্রস্তুত।

ধন্যবাদ সবাইকে।

Please Share This Article

Related Job Posts

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - মানুষের কান ও শব্দ শোনার কৌশল - প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – মানুষের কান ও শব্দ শোনার কৌশল – প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - শব্দের বৈশিষ্ট্য - প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – শব্দের বৈশিষ্ট্য – প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী - ভৌতবিজ্ঞান - শব্দ - শব্দের কয়েকটি ধর্ম - প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – ভৌতবিজ্ঞান – শব্দ – শব্দের কয়েকটি ধর্ম – প্রশ্ন ও উত্তর

About The Author

Gopi

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ুপ্রবাহ কাকে বলে? আকস্মিক বায়ুর শ্রেণিবিভাগ

সাময়িক বায়ু কাকে বলে? সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো।

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।