সাময়িক বায়ু কাকে বলে? সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ

Rohit Mondal

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।
সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।

সাময়িক বায়ু

সংজ্ঞা – দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের ওপর তাপ ও চাপের পার্থক্যে যে বায়ুপ্রবাহ সাময়িকভাবে গতিপথ পরিবর্তন করে প্রবাহিত হয় তাকে ‘সাময়িক বায়ুপ্রবাহ’ বলে।

সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ –

সাময়িক বায়ুর প্রবাহকাল স্বল্প এবং প্রবাহিত অঞ্চলকে সাময়িকভাবে প্রভাবিত করে। প্রবাহকালের স্থায়িত্ব, প্রবাহের দিক ও প্রভাবিত অঞ্চলের বিস্তৃতি অনুসারে সাময়িক বায়ুকে দু-ভাগে ভাগ করা যায়, যথা –

  1. দিনরাত্রি ভেদে প্রবাহিত সাময়িক বায়ুপ্রবাহ।
  2. ঋতু ভেদে প্রবাহিত সাময়িক বায়ুপ্রবাহ।

দিনরাত্রি ভেদে প্রবাহিত সাময়িক বায়ুপ্রবাহ –

স্থলভাগ (কঠিন) ও জলভাগ (তরল) -এর প্রকৃতিগত পার্থক্যের কারণে দিনরাত্রি ভেদে স্থল ও জলভাগের ওপর তাপ ও চাপের পার্থক্যে এই প্রকার বায়ু প্রবাহের সৃষ্টি হয়। দিনরাত্রি ভেদে প্রবাহিত সাময়িক বায়ু দুই প্রকার –

  1. সমুদ্র বায়ু।
  2. স্থলবায়ু।
  • সমুদ্রবায়ু – সমুদ্র তীরবর্তী অঞ্চলে দিনেরবেলা স্থলভাগ, জলভাগ অপেক্ষা বেশি উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত স্থলভাগের সংস্পর্শে উত্তপ্ত ও হালকা হয়ে ওপরে উঠে গেলে স্থলভাগে নিম্নচাপের সৃষ্টি হয়। জলভাগ অপেক্ষাকৃত কম উত্তপ্ত হওয়ায় জলভাগের ওপরে বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। তাই, দিনেরবেলা অপেক্ষাকৃত উচ্চচাপযুক্ত জলভাগ থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়। সমুদ্র থেকে প্রবাহিত হয় বলে একে ‘সমুদ্রবায়ু’ বলে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থল ও জলভাগের মধ্যে চাপের পার্থক্য বাড়তে থাকে ফলে বায়ুর বেগও বাড়তে থাকে এবং অপরাহ্নে সর্বাধিক বেগে প্রবাহিত হয়।
  • স্থলবায়ু – সূর্যাস্তের পর স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে ফলে স্থলভাগের ওপর বায়ু শীতল ও ভারী হয়ে উচ্চচাপের সৃষ্টি করে। কিন্তু, জলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হতে পারে না। ফলে জলভাগের ওপর অপেক্ষাকৃত নিম্নচাপ বিরাজ করে। তাই রাত্রিবেলা অপেক্ষাকৃত উচ্চচাপযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। স্থলভাগ থেকে প্রবাহিত হয় বলে একে ‘স্থলবায়ু’ বলে। এই বায়ু মধ্যরাত্রির পর, বিশেষ করে রাত্রির শেষ ভাগে সর্বাধিক বেগে প্রবাহিত হয়।

ঋতুভেদে প্রবাহিত সাময়িক বায়ুপ্রবাহ –

উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে ঋতুর বৈপরীত্য লক্ষ করা যায়। বছরের শীতলতম ও উষ্ণতম ঋতুগুলিতে উত্তর ও দক্ষিণ গোলার্ধের মধ্যে তাপ ও চাপের পার্থক্যে এই প্রকার বায়ু প্রবাহের সৃষ্টি হয়। ঋতুভেদে প্রবাহিত সাময়িক বায়ু হল মৌসুমি বায়ু।

মৌসুমি বায়ু – ‘মৌসিম’ একটি আরবি শব্দ। এর অর্থ ‘ঋতু’। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুপ্রবাহ গতিপথ পরিবর্তন করে প্রবাহিত হয়। মৌসুমি বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, কারণ উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতু বৈপরীত্যের কারণে স্থলভাগ ও জলভাগে চাপের পার্থক্যের ফলে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মতো মৌসুমি বায়ুরও সৃষ্টি হয়। গ্রীষ্মকালে, মৌসুমি বায়ু দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুরূপে এবং শীতকালে, মৌসুমি বায়ু উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয়।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সাময়িক বায়ু কী?

দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের তাপ ও চাপের পার্থক্যের কারণে যে বায়ুপ্রবাহ সাময়িকভাবে গতিপথ পরিবর্তন করে প্রবাহিত হয়, তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলে।

সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ কী?

সাময়িক বায়ুকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় —
1. দিনরাত্রি ভেদে প্রবাহিত সাময়িক বায়ু (যেমন – সমুদ্রবায়ু ও স্থলবায়ু)
2. ঋতুভেদে প্রবাহিত সাময়িক বায়ু (যেমন – মৌসুমি বায়ু)

সমুদ্রবায়ু কী? এটি কীভাবে সৃষ্টি হয়?

দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে।

কারণ – দিনে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি করে, অন্যদিকে জলভাগ তুলনামূলক শীতল ও উচ্চচাপযুক্ত থাকে। ফলে বায়ু সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত হয়।

স্থলবায়ু কী? এটি কখন প্রবাহিত হয়?

রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে।

কারণ – রাতে স্থলভাগ দ্রুত শীতল হয়ে উচ্চচাপ সৃষ্টি করে, অন্যদিকে জলভাগ তুলনামূলক উষ্ণ ও নিম্নচাপযুক্ত থাকে। ফলে বায়ু স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়।

মৌসুমি বায়ু কী? এটি কেন গুরুত্বপূর্ণ?

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুপ্রবাহের দিক পরিবর্তন করাকে মৌসুমি বায়ু বলে।
1. গ্রীষ্মকালে – দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (সমুদ্র থেকে স্থলের দিকে) প্রবাহিত হয় এবং বৃষ্টিপাত ঘটায়।
2. শীতকালে – উত্তর-পূর্ব মৌসুমি বায়ু (স্থল থেকে সমুদ্রের দিকে) প্রবাহিত হয় এবং শুষ্ক আবহাওয়া আনে।
3. গুরুত্ব – কৃষি, জলবায়ু ও অর্থনীতিতে এর প্রভাব অপরিসীম (বিশেষত ভারতে)।

মৌসুমি বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন?

মৌসুমি বায়ুও স্থল ও জলভাগের তাপ-চাপের পার্থক্যে সৃষ্টি হয়, তবে এটি বৃহৎ আকারে এবং ঋতুভিত্তিক। যেমন —
1. গ্রীষ্মে সমুদ্র থেকে স্থলের দিকে বায়ুপ্রবাহ (সমুদ্রবায়ুর মতো)।
2. শীতে স্থল থেকে সমুদ্রের দিকে বায়ুপ্রবাহ (স্থলবায়ুর মতো)।
3. তাই একে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়।

সাময়িক বায়ুর উদাহরণ দাও।

1. দিনরাত্রিভিত্তিক – সমুদ্রবায়ু, স্থলবায়ু।
2. ঋতুভিত্তিক – মৌসুমি বায়ু (গ্রীষ্মকালীন ও শীতকালীন)।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Job Posts

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও

আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ুপ্রবাহ কাকে বলে? আকস্মিক বায়ুর শ্রেণিবিভাগ

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো।

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো।

About The Author

Rohit Mondal

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দাও।

আকস্মিক বায়ু বা অনিয়মিত বায়ুপ্রবাহ কাকে বলে? আকস্মিক বায়ুর শ্রেণিবিভাগ

সাময়িক বায়ু কাকে বলে? সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ

নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ লেখো।

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো।