মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন – বিষয়সংক্ষেপ

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন – বিষয়সংক্ষেপ
প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন – বিষয়সংক্ষেপ

বিষয়সংক্ষেপ

  • প্রাণী নানা কারণে এক স্থান থেকে অন্য স্থানে যায় বা গমন করে। গমনের প্রধান কারণ বা চালিকাশক্তিগুলি হল – খাদ্য খোঁজা, আত্মরক্ষা বা নিজেকে বাঁচানোর চেষ্টা, পরিযান বা দেশান্তরে চলে যাওয়া, আশ্রয় বা বাসস্থান খোঁজা এবং প্রজননের তাগিদ।
  • অ্যামিবা সিউডোপোডিয়া বা ক্ষণপদের সাহায্যে গমন করে।
  • প্যারামেসিয়াম অসংখ্য সিলিয়া ইউগ্নিনা একক ফ্ল্যাজেলা একাজে ব্যবহার করে।
  • মাছের সন্তরণ বা সাঁতার কাটতে সাহায্য করে দেহে বিন্যস্ত ‘V’ আকৃতির মায়োটম পেশি এবং নানা জোড় ও বিজোড় পাখনা।
  • পাখির ওড়া বা উড্ডয়নে ডানার পালক রেমিজেস এবং ল্যাজের পালক রেস্ট্রিসেস সাহায্য করে। এ ছাড়াও উড্ডয়ন পেশি, যেমন – পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর।
  • মানুষের গমনকে দ্বিপদ গমন বলে। মানুষের গমনের সময় অন্তঃকর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং লঘুমস্তিষ্ক দেহের ভারসাম্য বজায় রাখে।
  • মানব গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির গুরুত্ব অপরিসীম, সচল অস্থিসন্ধি বা সাইনোভিয়াল সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে যা ঘর্ষণ রোধ করে।
  • সচল সন্ধির মধ্যে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট -এর উদাহরণ হল হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধি। বল ও সকেট সন্ধির উদাহরণ হল কোমর ও কাঁধের অস্থিসন্ধি।
  • মানুষের গমনে কঙ্কাল পেশির ফ্লেক্সন চলনে দুটি হাড় কাছাকাছি আসে। এক্সটেনশন চলনে দুই হাড় পরস্পর থেকে দূরে চলে যায়। দেহের অংশ মধ্যরেখা থেকে দূরে গেলে তাকে অ্যাবডাকশন ও তা মধ্যরেখার কাছে এলে অ্যাডাকশন বলে। এ ছাড়াও পেশি রোটেশন বা কোনো অঙ্গের ঘূর্ণনে সাহায্য করে।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদের সাড়াপ্রদানের একটি প্রকার হিসেবে গমন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

তড়িদবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

তড়িদবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।

অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।

কপার বিশুদ্ধ করতে তড়িৎবিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ ব্যাখ্যা করো। অথবা, তামার বিশুদ্ধিকরণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী পদার্থ ব্যবহার করতে হবে?

কপার বিশুদ্ধ করতে তড়িৎবিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ ব্যাখ্যা করো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

তড়িদবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

অ্যানোড মাড কী? এর একটি অর্থনৈতিক গুরুত্ব লেখো।

কপার বিশুদ্ধ করতে তড়িৎবিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ ব্যাখ্যা করো।

তড়িৎ বিশ্লেষণের মূলনীতিটি লেখো।

ধাতু নিষ্কাশনে তড়িৎবিশ্লেষণের প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো।