মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – পরিবেশদূষন – বিষয়সংক্ষেপ

Rohit

 আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘পরিবেশদূষন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

পরিবেশদূষন - বিষয়সংক্ষেপ
পরিবেশদূষন – বিষয়সংক্ষেপ

বিষয়সংক্ষেপ

  • জীবমণ্ডলের স্বাভাবিক বৈশিষ্ট্যের অনাকাঙ্খিত পরিবর্তনকে বলে দূষণ এবং যে উপাদানগুলি দূষণ ঘটায় তাদের বলে দূষক।
  • বায়ুদূষণের কারণ হল নানাপ্রকার গ্রিনহাউস গ্যাস (যেমন — CO2, CH4)। এ ছাড়াও বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা ও ধোঁয়া নিয়ে তৈরি SPM বায়ুদূষণ ঘটায়। বায়ুদূষণের ফলে অম্লবৃষ্টি ও ফুসফুসের নানা রোগ (COPD) ঘটে।
  • জলদূষণের মূল কারণ হল কৃষিজ ধৌত বর্জ্য, জীবাণু। জলে অতিরিক্ত পুষ্টি উপাদানজনিত শৈবালের অতিবৃদ্ধি ও জলের গুণমানের ঘাটতি দেখা দেয়, এই অবস্থাকে ইউট্রোফিকেশন বলে। জলদূষণের ফলে কলেরা, টাইফয়েড প্রভৃতি রোগও হয়।
  • জীবাণু ও রাসায়নিক সার-কীটনাশক জাতীয় রাসায়নিকগুলি মাটি দূষণ ঘটায়। মাটিদূষণের ফলে দূষকগুলি মানবদেহে সরাসরি প্রবেশ করে। এ ছাড়াও জৈব-অভঙ্গুর দূষকগুলির জীববিবর্ধন ও জৈবসঞ্চয়ন ঘটে ক্ষতি ঘটায়। কোনো জীবস্তরে দূষকগুলি জমা হলে তাকে জৈবসঞ্চয়ন বলে এবং খাদ্যশৃঙ্খল বরাবর ওই সঞ্চিত দূষকগুলির ক্রমশ ঘনত্ব বৃদ্ধিকে জীববিবর্ধন বলে।
  • যানবাহন ও শিল্প-কারখানা থেকে সৃষ্ট আওয়াজ মারাত্মক শব্দদূষণ ঘটায়। শব্দদূষণের ফলে বধিরতা, হৃৎপিণ্ডের ক্ষতি ঘটে থাকে। শব্দ পরিমাপের একক হল ডেসিবেল (dB)।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘পরিবেশদূষন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।

প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।

উত্তল লেন্স কীভাবে সদ্‌, অবশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উত্তল লেন্স কীভাবে সদ্‌, অবশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

অবতল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অপসারী ক্রিয়ার ব্যাখ্যা করো।

অবতল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অপসারী ক্রিয়ার ব্যাখ্যা করো।

About The Author

Rohit

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ চিত্রসহ আলোচনা করো।

উত্তল লেন্স কীভাবে সদ্‌, অবশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও।

অবতল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়রূপে কল্পনা করে অপসারী ক্রিয়ার ব্যাখ্যা করো।

স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে? কীভাবে স্বল্পদৃষ্টিজনিত ত্রুটি দূর করা যায়?

দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি কী? এই ত্রুটি কীভাবে দূর করা যায়?