সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার

Souvick

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।

সৌরশক্তি কাকে বলে?

সৌরশক্তি হল সূর্য থেকে নির্গত বিকিরণ, যা তাপ উৎপন্ন করতে, রাসায়নিক বিক্রিয়া ঘটাতে বা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। পৃথিবীতে আপতিত সৌরশক্তির পরিমাণ বিশ্বের বর্তমান ও ভবিষ্যত শক্তির চাহিদার তুলনায় অনেক বেশি। সঠিকভাবেএই শক্তি ব্যবহার করলে, এই প্রাচুর্যময় কিন্তু বিস্তৃত শক্তির উৎস ভবিষ্যতের সমস্ত শক্তির প্রয়োজন মেটাতে পারে।

সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।

সৌরশক্তির ব্যবহার –

  • সৌরকোশ (Solar cell) বা আলোক-ভোল্টীয় কোশ (Photo-voltaic cell)-এর সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরকোশ থেকে উৎপন্ন বিদ্যুৎ রান্নার কাজে, ছোটো পাম্প চালাতে, রেডিয়ো, টেলিভিশন, টেলিফোন চালাতে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে ও সিগনালিং ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে।
  • সৌরচুল্লিতে সৌরশক্তিকে কাজে লাগিয়ে রান্না করা হয়।
  • সৌরশক্তিকে কাজে লাগিয়ে শীতপ্রধান দেশে ঘর গরম রাখা হয়।
  • সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার হিটার ব্যবহার করা হয় যা ঘর গরম রাখতে, জল গরম করতে ব্যবহার করা হয়।
সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সৌরশক্তির প্রধান উৎস কী?

সূর্য হল সৌরশক্তির প্রধান ও একমাত্র উৎস।

সৌরকোশ (Solar Cell) কী?

সৌরকোশ বা ফটোভোলটাইক কোশ (Photovoltaic Cell) হল একটি যন্ত্র যা সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করে।

সৌরশক্তির ব্যবহার কী কী?

সৌরশক্তির ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়, যেমন –
1. বিদ্যুৎ উৎপাদন (সৌর প্যানেলের মাধ্যমে)।
2. সৌরচুল্লিতে রান্না করা।
3. জল গরম করা (সোলার হিটারের মাধ্যমে)।
4. শীতপ্রধান অঞ্চলে ঘর গরম রাখা।
5. স্ট্রিট লাইট, ট্রাফিক সিগনাল ও ইলেকট্রনিক ডিভাইস চালানো।

সৌরশক্তির সুবিধা কী?

সৌরশক্তির কিছু প্রধান সুবিধা হল –
1. এটি নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব শক্তি।
2. জ্বালানির প্রয়োজন হয় না, তাই দীর্ঘমেয়াদে সাশ্রয়ী।
3. দূষণমুক্ত ও কার্বন নিঃসরণ কম।

সৌরশক্তির অসুবিধা কী?

সৌরশক্তির কিছু প্রধান সুবিধা হল –
1. রাত বা মেঘলা দিনে শক্তি উৎপাদন কম হয়।
2. সৌর প্যানেল স্থাপনের প্রাথমিক ব্যয় বেশি।
3. শক্তি সঞ্চয়ের জন্য ব্যাটারি প্রয়োজন, যা ব্যয়বহুল।

সৌরশক্তি কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করে?

সৌর প্যানেলে থাকা ফটোভোলটাইক কোশ সূর্যের আলো শোষণ করে তা ডাইরেক্ট কারেন্ট (DC) তে রূপান্তর করে। পরে ইনভার্টার এই DC -কে অল্টারনেটিং কারেন্ট (AC) -তে পরিণত করে, যা বাড়ি বা শিল্পে ব্যবহারযোগ্য।

সোলার হিটার কীভাবে কাজ করে?

সোলার হিটারে সৌর তাপ শোষক প্লেট থাকে যা সূর্যের তাপ শোষণ করে জল গরম করে। এই গরম জল গৃহস্থালি বা শিল্পে ব্যবহার করা হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “সৌরশক্তি কাকে বলে? সৌরশক্তির ব্যবহার উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতের তিনটি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রে

ভারতের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ

ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের অবস্থান সংক্ষেপে আলোচনা করো

ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের অবস্থান সংক্ষেপে আলোচনা করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

ভারতের গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির কারণ

ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্পের অবস্থান সংক্ষেপে আলোচনা করো।

বর্তমান ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের অধিক উন্নতির কারণ

পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের অধিক উন্নতির কারণ