নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জীবন সংগঠনের স্তর – মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জীবন সংগঠনের স্তর-মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

সঠিক উত্তরটি নির্বাচন করো

কতকগুলি কলা নির্দিষ্ট কাজের জন্য একত্রিত হলে তাকে বলে –

  1. কোশ
  2. কলা
  3. অঙ্গ
  4. তন্ত্র

উত্তর – 3. অঙ্গ

কোনটি অঙ্গের উদাহরণ নয়? –

  1. ত্বক
  2. পাকস্থলী
  3. স্নায়ু
  4. মস্তিষ্ক

উত্তর – 3. স্নায়ু

মানব ত্বকের বাইরের স্তরটি হল –

  1. ডারমিস
  2. এপিডারমিস
  3. হাইপোডারমিস
  4. এক্সোডারমিস

উত্তর – 2. এপিডারমিস

কোনটি পৌষ্টিকনালির অংশ? –

  1. অগ্ন্যাশয়
  2. যকৃৎ
  3. পাকস্থলী
  4. প্লীহা

উত্তর – 3. পাকস্থলী

মানবদেহের কোন্ অঙ্গে HCI ক্ষরিত হয়? –

  1. পাকস্থলী
  2. যকৃৎ
  3. অগ্ন্যাশয়
  4. বৃহদন্ত্র

উত্তর – 1. পাকস্থলী

কোনটি পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত অঙ্গ? –

  1. যকৃৎ
  2. বৃক্ক
  3. সুষুম্নাকাণ্ড
  4. ফুসফুস

উত্তর – 1. যকৃৎ

পিত্তরস ক্ষরণ করে –

  1. অগ্ন্যাশয়
  2. লালাগ্রন্থি
  3. প্লীহা
  4. যকৃৎ

উত্তর – 4. যকৃৎ

মানবদেহের সবচেয়ে বড়ো পৌষ্টিকগ্রন্থি হল –

  1. লসিকা
  2. অগ্ন্যাশয়
  3. যকৃৎ
  4. পিটুইটারি

উত্তর – 3. যকৃৎ

মানুষের দেহে কোন্ অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়? –

  1. যকৃতে
  2. বৃক্কে
  3. অগ্ন্যাশয়ে
  4. ক্ষুদ্রান্ত্রে

উত্তর – 1. যকৃতে

কোন্ অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? –

  1. প্লীহা
  2. ফুসফুস
  3. যকৃৎ
  4. বৃক্ক

উত্তর – 3. যকৃৎ

মানবদেহের রসায়নাগার বলা হয় যে অঙ্গকে, তা হল –

  1. যকৃৎ
  2. বৃক্ক
  3. প্লীহা
  4. অগ্ন্যাশয়

উত্তর – 1. যকৃৎ

মিশ্রগ্রন্থি নয় –

  1. যকৃৎ
  2. অগ্ন্যাশয়
  3. শুক্রাশয়
  4. ডিম্বাশয়

উত্তর – 1. যকৃৎ

বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে –

  1. লালাগ্রন্থি
  2. পাকস্থলী
  3. অগ্ন্যাশয়
  4. আন্ত্রিক গ্রন্থি

উত্তর – 3. অগ্ন্যাশয়

রক্তে RBC মানবদেহের কোন্ অঙ্গে ধ্বংস হয়? –

  1. যকৃৎ
  2. বৃক্ক
  3. ফুসফুস
  4. প্লীহা

উত্তর – 4. প্লীহা

মানবদেহে বৃহত্তম লসিকা গ্রন্থি হল –

  1. যকৃৎ
  2. প্লীহা
  3. লালাগ্রন্থি
  4. অগ্ন্যাশয়

উত্তর – 2. প্লীহা

উদর গহ্বরে মধ্যচ্ছদার ঠিক নীচে বাম দিকে অবস্থিত –

  1. অগ্ন্যাশয়
  2. প্লীহা
  3. যকৃৎ
  4. বৃক্ক

উত্তর – 2. প্লীহা

কোনটি শ্বাসঅঙ্গ? –

  1. যকৃৎ
  2. বৃক্ক
  3. ফুসফুস
  4. পাকস্থলী

উত্তর – 3. ফুসফুস

প্লুরা হল ___ -এর আবরণ। –

  1. ফুসফুস
  2. মস্তিষ্ক
  3. হৃৎপিণ্ড
  4. বৃক্ক

উত্তর – 1. ফুসফুস

হৃৎপিণ্ডের আবরণীটি হল –

  1. এপিকার্ডিয়াম
  2. প্লুরা
  3. পেরিকার্ডিয়াম
  4. এন্ডোকার্ডিয়াম

উত্তর – 3. পেরিকার্ডিয়াম

মানব হৃৎপিণ্ড হল –

  1. দুই প্রকোষ্ঠযুক্ত পেশিবহুল অঙ্গ
  2. তিন প্রকোষ্ঠযুক্ত পেশিবহুল অঙ্গ
  3. চার প্রকোষ্ঠযুক্ত পেশিবহুল অঙ্গ
  4. ছয়টি প্রকোষ্ঠযুক্ত পেশিবহুল অঙ্গ

উত্তর – 3. চার প্রকোষ্ঠযুক্ত পেশিবহুল অঙ্গ

মানব রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি, তা হল –

  1. বৃক্ক
  2. পাকস্থলী
  3. হৃৎপিণ্ড
  4. ত্বক

উত্তর – 1. বৃক্ক

বৃক্কের কার্যগত একক হল –

  1. নিউরোন
  2. নেফ্রন
  3. পিরামিড কোশ
  4. হেনলির লুপ

উত্তর – 2. নেফ্রন

মস্তিষ্ক কোনটির অংশ? –

  1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
  2. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
  3. সমবেদী স্নায়ুতন্ত্র
  4. পরাসমবেদী স্নায়ুতন্ত্র

উত্তর – 1. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

সুষুম্নাকান্ড সুরক্ষিত থাকে –

  1. করোটি দ্বারা
  2. মেরুদণ্ড দ্বারা
  3. দেহগহ্বর দ্বারা
  4. পঞ্জরাস্থি দ্বারা

উত্তর – 2. মেরুদন্ড দ্বারা

পায়ে পিন ফুটলে সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে –

  1. পা
  2. মস্তিষ্ক
  3. সুষুম্নাকাণ্ড
  4. ত্বক

উত্তর – 3. সুষুম্নাকাণ্ড

সারটোলি কোশ থাকে –

  1. বৃক্কে
  2. যকৃতে
  3. ডিম্বাশয়ে
  4. শুক্রাশয়ে

উত্তর – 4. শুক্রাশয়ে

কোনটি থেকে ডিম্বাণু উৎপন্ন হয়? –

  1. গ্রাফিয়ান ফলিকল
  2. ডিম্বাশয়
  3. ডিম্বনালি
  4. পীতগ্রন্থি

উত্তর – 1. গ্রাফিয়ান ফলিকল

স্ত্রীদেহে ডিম্বাশয় অবস্থান করে –

  1. বক্ষগহ্বরে
  2. দেহগহ্বরে
  3. মস্তিষ্কগহ্বরে
  4. শ্রোণিগহ্বরে

উত্তর – 4. শ্রোণিগহ্বরে

শূন্যস্থান পূরণ করো

মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হল ___।

উত্তর – মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হল ত্বক

মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হল ___।

উত্তর – মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি হল যকৃৎ

যকৃৎ থেকে ক্ষরিত পিত্ত ___ -এ সঞ্চিত হয়।

উত্তর – যকৃৎ থেকে ক্ষরিত পিত্ত পিত্তাশয় -এ সঞ্চিত হয়।

পাকস্থলী থেকে ___ হরমোন ক্ষরিত হয়।

উত্তর – পাকস্থলী থেকে গ্যাসট্রিন হরমোন ক্ষরিত হয়।

পেপটিক কোশ পাওয়া যায় ___ অঙ্গে।

উত্তর – পেপটিক কোশ পাওয়া যায় পাকস্থলী অঙ্গে।

পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত অঙ্গটি হল ___।

উত্তর – পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত অঙ্গটি হল বৃক্ক

মানুষের প্রধান রেচন অঙ্গ হল ___।

উত্তর – মানুষের প্রধান রেচন অঙ্গ হল বৃক্ক

প্রোটিনজাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় ___।

উত্তর – প্রোটিনজাতীয় খাদ্যের পরিপাক শুরু হয় পাকস্থলীতে

লৌহ বিপাকে ___ সাহায্য করে।

উত্তর – লৌহ বিপাকে প্লীহা সাহায্য করে।

পুরোনো অণুচক্রিকা বিনষ্টকারী অঙ্গ হল ___।

উত্তর – পুরোনো অণুচক্রিকা বিনষ্টকারী অঙ্গ হল প্লীহা

অগ্ন্যাশয় থেকে ক্ষরিত ___ হরমোনটি রক্তের শর্করা বৃদ্ধি পেলে তা হ্রাস করে স্বাভাবিক করে।

উত্তর – অগ্ন্যাশয় থেকে ক্ষরিত ইনসুলিন হরমোনটি রক্তের শর্করা বৃদ্ধি পেলে তা হ্রাস করে স্বাভাবিক করে।

মানুষের বুদ্ধি বিবেচনা নিয়ন্ত্রণকারী অঙ্গটি হল ___।

উত্তর – মানুষের বুদ্ধি বিবেচনা নিয়ন্ত্রণকারী অঙ্গটি হল মস্তিষ্ক

মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে ___।

উত্তর – মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড

মানুষের বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝে ___ অবস্থিত।

উত্তর – মানুষের বক্ষগহ্বরে দুটি ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড অবস্থিত।

স্ত্রীদেহের প্রধান জনন অঙ্গ হল ___।

উত্তর – স্ত্রীদেহের প্রধান জনন অঙ্গ হল ডিম্বাশয়

শুক্রাশয় হল পুরুষদেহের প্রধান ___ অঙ্গ।

উত্তর – শুক্রাশয় হল পুরুষদেহের প্রধান জনন অঙ্গ।

ডিম্বাশয়ের ___ থেকে প্রোজেস্টেরন হরমোনটি ক্ষরিত হয়।

উত্তর – ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোনটি ক্ষরিত হয়।

শুক্রাশয়ের ___ থেকে টেস্টোস্টেরন হরমোনটি ক্ষরিত হয়।

উত্তর – শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে টেস্টোস্টেরন হরমোনটি ক্ষরিত হয়।

ঠিক বা ভুল নির্বাচন করো

দেহের আচ্ছাদন সৃষ্টিকারী অঙ্গ হল ত্বক।

উত্তর – ঠিক [✓]

ত্বকের এপিডারমিস স্তরে রক্তবাহ থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – থাকে না

ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়।

উত্তর –ভুল [×]
সঠিক উত্তর – ঘর্মগ্রন্থি

পাকস্থলী উদরগহ্বরে অবস্থান করে।

উত্তর – ঠিক [✓]

যকৃৎ থেকে উৎসেচক ক্ষরিত হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পিত্তরস

পাতার মতো আকৃতিযুক্ত পৌষ্টিক গ্রন্থি হল প্লীহা।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অগ্ন্যাশয়

মস্তিষ্ক করোটি দ্বারা সুরক্ষিত থাকে।

উত্তর – ঠিক [✓]

ফুসফুসের ব্র্যাঙ্কিওলে গ্যাসীয় আদানপ্রদান হয়।

উত্তর – [সঠিক উত্তর – অ্যালভিওলাই]

হৃৎপিণ্ড মধ্যচ্ছদার নীচে অবস্থান করে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ওপরে

ফুসফুস মধ্যচ্ছদার ওপর অবস্থিত।

উত্তর – ঠিক [✓]

বৃক্ক দেহে জলসাম্য বজায় রাখে।

উত্তর – ঠিক [✓]

সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে ভিটামিন-C তৈরি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ভিটামিন-D

লোহিত কণিকা তৈরি হয় যকৃতে।

উত্তর – ঠিক [✓]

ত্বকের এপিডারমিস স্তরে সিবেসিয়াস গ্রন্থি থাকে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডারমিস স্তরে

ফুসফুসের গঠনগত একক হল অ্যালভিওলাই।

উত্তর – ঠিক [✓]

হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ ধর্ম বর্তমান।

উত্তর – ঠিক [✓]

অক্সিনটিক কোশ যকৃতে অবস্থিত।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পাকস্থলীতে

শুক্রাশয় স্ক্রোটাম থলির মধ্যে অবস্থান করে।

উত্তর – ঠিক [✓]

ঊজেনেসিস পদ্ধতি সম্পন্ন হয় শুক্রাশয়ে।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ডিম্বাশয়ে

বামদিকের সঙ্গে ডানদিক মিল করো

বামদিকডানদিকউত্তর
1. পিত্তরস ক্ষরণ করে(i) ফুসফুস1. → (iii)
2. ডিম্বাণু উৎপন্ন করে(ii) মস্তিষ্ক2. → (vii)
3. হরমোন ও উৎসেচক ক্ষরণ করে(iii) যকৃৎ3. → (iv)
4. উৎসেচক ক্ষরণ করে(iv) অগ্ন্যাশয়4. → (vi)
5. বুদ্ধি, বিবেচনা নিয়ন্ত্রণ করে(v) শুক্রাশয়5. → (ii)
6. শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে(vi) পাকস্থলী6. → (i)
(vii) ডিম্বাশয়

দু-একটি শব্দে উত্তর দাও

কোন্ ভিটামিন দেহত্বকে সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষিত হয়?

ভিটামিন-D দেহত্বকে সূর্যালোকের উপস্থিতিতে সংশ্লেষিত হয়।

ত্বকের কোন্ স্তরে ঘর্মগ্রন্থি থাকে?

ত্বকের ডারমিস স্তরে ঘর্মগ্রন্থি থাকে।

ত্বকের বাইরের স্তরকে কী বলে?

ত্বকের বাইরের স্তরকে এপিডারমিস বলে।

ত্বকের ভিতরের স্তরকে কী বলে?

ত্বকের ভিতরের স্তরকে ডারমিস বলে।

পাকস্থলীতে কোন্ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে?

পাকস্থলীতে প্রধানত প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে।

পাকস্থলীর যে অংশটি ক্ষুদ্রান্ত্রের সঙ্গে যুক্ত থাকে তাকে কী বলে?

পাকস্থলীর যে অংশটি ক্ষুদ্রান্ত্রের সঙ্গে যুক্ত থাকে তাকে প্রণালিকা পাকস্থলী বা পাইলোরিক পাকস্থলী বলে।

যকৃৎ থেকে কোন্ পদার্থ ক্ষরিত হয়?

যকৃৎ থেকে পিত্তরস ক্ষরিত হয়।

যকৃতের রেচন কাজ কোনটি?

যকৃতের রেচন কাজ হল ইউরিয়া উৎপাদন।

সাধারণ হেপাটিক ডাক্ট কোন্ অঙ্গে থাকে?

সাধারণ হেপাটিক ডাক্ট যকৃতে থাকে।

যকৃতের কোন্ কোশ জীবাণু ধ্বংস করে?

যকৃতের কুফার কোশ জীবাণু ধ্বংস করে।

যকৃতের কার্যকারিতা নষ্ট হলে কোন্ রোগ হয়?

যকৃতের কার্যকারিতা নষ্ট হলে জন্ডিস রোগ হয়।

অগ্ন্যাশয় থেকে নিঃসৃত রস পৌষ্টিকনালির কোন্ অংশে উন্মুক্ত হয়?

অগ্ন্যাশয় থেকে নিঃসৃত রস পৌষ্টিকনালির ক্ষুদ্রান্ত্রের ডিওডিনামে উন্মুক্ত হয়।

অগ্ন্যাশয় রস কোন্ খাদ্য পরিপাকে সাহায্য করে?

অগ্ন্যাশয় রস কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট পরিপাকে সাহায্য করে।

ইনসুলিন কোন্ গ্রন্থি থেকে নির্গত হয়?

ইনসুলিন অগ্ন্যাশয় গ্রন্থি থেকে নির্গত হয়।

অগ্ন্যাশয় রস আম্লিক না ক্ষারীয় প্রকৃতির?

অগ্ন্যাশয় রস ক্ষারীয় প্রকৃতির।

কোন্ অঙ্গকে ‘লোহিত কণিকার কবরখানা’ বলা হয়?

প্লীহা অঙ্গকে ‘লোহিত কণিকার কবরখানা’ বলা হয়।

মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম লেখো।

মানবদেহের প্রধান রেচন অঙ্গের নাম হল একজোড়া বৃক্ক।

স্তন্যপায়ী প্রাণীর বৃক্কের অংশ দুটি কী কী?

স্তন্যপায়ী প্রাণীর বৃক্কের অংশ দুটি হল কর্টেক্স ও মেডালা।

বৃক্ক থেকে ক্ষরিত একটি হরমোনের নাম লেখো।

বৃক্ক থেকে ক্ষরিত একটি হরমোনের নাম হল এরিথ্রোপোয়েটিন্।

ফুসফুসের আবরণের নাম কী?

ফুসফুসের আবরণের নাম হল প্লুরা।

ফুসফুসের কোন্ অংশে গ্যাসীয় আদানপ্রদান ঘটে?

ফুসফুসের অ্যালভিওলাই অংশে গ্যাসীয় আদানপ্রদান ঘটে।

হৃৎপিণ্ডের আবরণের নাম লেখো।

হৃৎপিণ্ডের আবরণের নাম হল পেরিকার্ডিয়াম।

মস্তিষ্ক কী দ্বারা সুরক্ষিত থাকে?

মস্তিষ্ক করোটি (Skull) দ্বারা সুরক্ষিত থাকে।

সুষুম্নাকাণ্ড কী দ্বারা সুরক্ষিত থাকে?

সুষুম্নাকাণ্ড মেরুদণ্ড (Vertebra) দ্বারা সুরক্ষিত থাকে।

মানবদেহের লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?

মানবদেহের লঘুমস্তিষ্কের প্রধান কাজ – দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা।

মেনিনজেস কার আবরণী পর্দা?

মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবরণী পর্দা।

CSF -এর পুরো নাম কী?

CSF -এর পুরো নাম Cerebrospinal fluid (সেরিব্রো স্পাইনাল ফ্লুইড)।

শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে কী বলে?

শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে স্পার্মাটোজেনেসিস বলে।

ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে কী বলা হয়?

ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে ঊজেনেসিস বলা হয়।

পুরুষদেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম উল্লেখ করো।

পুরুষদেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম শুক্রাশয়।

পাচনতন্ত্র বহির্ভূত একটি মিশ্রগ্রন্থির নাম লেখো।

পাচনতন্ত্র বহির্ভূত একটি মিশ্রগ্রন্থির নাম শুক্রাশয়।

সেমিনিফেরাস টিউবিউল কোথায় দেখা যায়?

সেমিনিফেরাস টিউবিউল শুক্রাশয়ে দেখা যায়।

ইস্ট্রোজেন নামক হরমোন কোন্ গ্রন্থি থেকে নিঃসৃত হয়?

ইস্ট্রোজেন নামক হরমোন ডিম্বাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয়।

নিঃসৃত ঘাম গন্ধবিহীন হলেও দুর্গন্ধের সৃষ্টি হয় কেন?

দেহ নিঃসৃত ঘাম গন্ধবিহীন হয়। কিন্তু দেহে উপস্থিত অসংখ্য ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন ঘাম দুর্গন্ধের সৃষ্টি করে।

নাসিকা ও ফুসফুসের সিলিয়া কোন নতুন স্বাদ গ্রহণ করতে সক্ষম?

আমাদের ফুসফুস ও নাসিকা ছিদ্রপথে কিছু সূক্ষ্ম সরু সরু রোম থাকে, যাদের সিলিয়া বলে। এরা জিভের স্বাদকোরকের মতো তেতো বস্তুর স্বাদও গ্রহণ করতে পারে।

মানব মস্তিষ্কে দেহের মোট ফ্যাটের কত শতাংশ থাকে?

মানব মস্তিষ্ক হল দেহের সবচেয়ে ফ্যাটবডিসমৃদ্ধ অঙ্গ। মস্তিষ্কে দেহের প্রায় 60% ফ্যাটবডি সঞ্চিত থাকে।

মানুষের হৃৎপিণ্ড কি সত্যিই জীবনকালে 200টি ট্রেনের ট্যাংকির সমান রক্ত শোধন করে?

মানুষের জীবনকালে হৃৎপিণ্ড প্রায় 1.5 মিলিয়ন রক্ত শোধন করতে পারে, যা দিয়ে প্রায় 200টি ট্রেনের ট্যাংক পূর্ণ করা সম্ভব।

হৃৎপিণ্ড শরীর থেকে বাইরে আনলেও কেন স্পন্দন করতে থাকে?

তোমার শরীরে হৃৎপিণ্ডের হৃদ্গতি শোনা যায়। হৃৎপিণ্ডটি যদি শরীর থেকে বাইরে আনা হয় তবুও হৃৎপিণ্ডের কম্পন হবে কারণ, হৃৎপিণ্ডের নিজস্ব তড়িতাবেগ (Electrical impulse) থাকে।


আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘মানবদেহের প্রধান অঙ্গ ও তাদের কাজ’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

জৈবনিক প্রক্রিয়া-উদ্ভিদ শারীরবিদ্যা-বাষ্পমোচন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – বাষ্পমোচন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – উদ্ভিদ শারীরবিদ্যা – খনিজ পুষ্টি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর