নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের, ‘কর্ভাস’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

কর্ভাস-অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর-নবম শ্রেণী
Contents Show

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

‘কর্ভাস’ গল্পটি কে লেখেন?

‘কর্ভাস’ গল্পটি লেখেন সত্যজিৎ রায়।

গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়?

1379 বঙ্গাব্দে ‘আনন্দমেলা’ পূজাবার্ষিকী-তে গল্পটি প্রকাশিত হয়। পরে ‘কর্ভাস’ গল্পটি ‘সাবাস প্রোফেসর শঙ্কু’ নামক গ্রন্থের অন্তর্ভুক্ত হয়।

‘কর্ভাস’ কোন্ জাতীয় রচনা?

ডায়ারির আদলে লেখা গোয়েন্দাধর্মী ও গবেষণামূলক গল্প হল ‘কর্ভাস’।

‘কর্ভাস’ শব্দের অর্থ কী?

ল্যাটিন শব্দ ‘কর্ভাস’ -এর অর্থ কাক।

গল্পে ডায়ারির কোন্ কোন্ দিনের পৃষ্ঠার উল্লেখ রয়েছে?

গল্পে ডায়ারির মোট 9টি তারিখের উল্লেখ আছে; যথা – 15/8, 20/9, 27/9, 4/10, 20/10, 22/10, 7/11, 10/11, 14/11।

পক্ষীবিষয়ক বিজ্ঞান শাখাটির নাম কী?

পক্ষীবিষয়ক বিজ্ঞান শাখাটির নাম হল ‘অরনিথলজি’।

ভূমিকম্প বলে কে চিৎকার করেছিল?

শঙ্কুদের পরিবারের পোষা ময়না ভূমিকম্প বলে চিৎকার করেছিল।

ভূকম্পন কোন্ যন্ত্রে মাপা হয়?

সিসমোগ্রাফ যন্ত্রে ভূকম্পন মাপা হয়।

পাখি সম্পর্কে কার কৌতূহল ছিল?

প্রফেসার-গবেষক এবং বিজ্ঞানী শঙ্কুর পাখি সম্পর্কে কৌতূহল ছিল।

শঙ্কুর বেড়ালের নাম কী?

শঙ্কুর বেড়াল নিউটন ছিল তাঁর একাকী জীবনের বহুদিনের সাথি।

বয়সের কারণে নিউটন কী ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে?

বয়সের কারণে নিউটন পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে।

কাক, চড়ুই, শালিক কোথায় আসত?

কাক, চড়ুই, শালিক প্রায়শই আসত শঙ্কুর ল্যাবরেটরিতে।

কী দেখে স্তম্ভিত হয়ে যান শঙ্কু?

বাবুই পাখির বাসা বোনার কৌশল দেখে স্তম্ভিত হয়ে যান প্রফেসার শঙ্কু।

মাটির ভিতর কোন্ পাখি বাসা বাঁধে?

অস্ট্রেলিয়ার পাখি ম্যালি-ফাউল মাটির ভিতর বাসা বাঁধে।

মাটির ভিতর ম্যালি-ফাউলের বাসার তাপমাত্রা কত থাকে?

মাটির ভিতর ম্যালি-ফাউলের বাসার তাপমাত্রা থাকে 78° ফারেনহাইট।

গ্রিব পাখির বিশেষত্ব কী?

গ্রিব পাখির বিশেষত্ব হল তারা নিজের পালক ছিঁড়ে নিজে খায় আর তার শাবকদের খাওয়ায়।

গ্রিব কীভাবে আত্মরক্ষা করে?

দেহের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে নিয়ে গলা অবধি জলে ডুবে গ্রিব পাখি আত্মরক্ষা করে।

গল্পে পাখির প্রতিভার কোন্ কোন্ দিকের উল্লেখ আছে?

‘কর্ভাস’ গল্পে পাখিদের দিকনির্ণয়, শিকারক্ষমতা, ঘ্রাণশক্তি ও সংগীতপ্রতিভার উল্লেখ আছে।

‘অরনিথন’ যন্ত্রে কী ঘটবে?

‘অরনিথন’ যন্ত্রের দ্বারা পাখির মস্তিষ্কের মধ্যে মানুষের বুদ্ধি সঞ্চারিত করা সম্ভব হবে।

‘অরনিথন’ -এর কটি অংশ?

‘অরনিথন’ যন্ত্রটির দুটি অংশ – একটি খাঁচা, অন্যটি বৈদ্যুতিক যোগে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধির সঞ্চার ঘটানোর প্রকোষ্ঠ।

শঙ্কুকে বিশেষভাবে কোন্ পাখি আকর্ষণ করত?

একটি সাধারণ কাক শঙ্কুকে বিশেষভাবে আকর্ষণ করত।

কাকটিকে শঙ্কু কীভাবে চিনতেন?

কাকটির ডান চোখের নীচে একটা সাদা ফুটকি দেখে এবং অন্যান্য কাকের চেয়ে হাবেভাবে একটু আলাদা হওয়ার কারণে কাকটিকে সহজেই চিনে নিতে পারতেন শঙ্কু।

কাকটি কী করত?

কাকটি ঠোঁটে পেনসিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটত।

দেশলাই বাক্স নিয়ে কাকটি কী করেছিল?

একটি আধখোলা দেশলাই বাক্স থেকে কাঠি বার করে খচখচ শব্দে কাকটি ঘষছিল।

সানতিয়াগোতে কী হয়েছিল?

চিলির রাজধানী সানতিয়াগোতে বসেছিল বিশ্ব-পক্ষীসম্মেলন।

গ্রেনফেল কোথায় থাকেন?

শঙ্কুর বন্ধুবর রিউফাস গ্রেনফেল থাকেন মিনেসোটাতে।

‘বায়স’ শব্দের অর্থ কী?

‘বায়স’ শব্দের অর্থ হল কাক।

কর্ভাস কোন্ শব্দ উচ্চারণ করত?

কর্ভাস ‘কা’ না বলে ‘কি’ শব্দটি উচ্চারণ করতে পারত।

কর্ভাস কীভাবে বুদ্ধির পরিচয় দিত?

কণ্ঠস্বর দিয়ে নয়, কর্ভাস তার কাজ ও আচরণের মাধ্যমে এবং শরীরি বিভঙ্গের দ্বারা বুদ্ধির পরিচয় দিত।

কর্ভাসের ট্রেনিং পিরিয়ড কখন ছিল?

সকাল 8টা থেকে 9টা – এই একঘণ্টা কর্ভাসের ট্রেনিং পিরিয়ড ছিল।

নিউটনের সঙ্গে কর্ভাসের সম্পর্ক কেমন ছিল?

কর্ভাসের সঙ্গে নিউটনের সম্পর্ক ছিল বেশ গভীর বন্ধুত্বের।

বিশ্ব পক্ষীসম্মেলনের নিমন্ত্রণের খবর কে দিয়েছিল?

বন্ধু গ্রেনফেল বিশ্ব পক্ষীসম্মেলনের নিমন্ত্রণের সুখবর চিঠিতে জানিয়েছিল।

কর্ভাস কী শিখেছিল?

কর্ভাস শিখেছিল সংখ্যাপাঠ, সহজ যোগবিয়োগ, মাস-বার-তারিখ ইত্যাদি। এ ছাড়াও ও শিখেছিল CORVUS ও FRIDAY লিখতে।

‘কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়,’ – প্রোফেসর শঙ্কু কীভাবে তার প্রমাণ পেলেন?

একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নীচে। বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না। এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন।

শঙ্কুর চাকরের নাম কী?

প্রহ্লাদ ছিল শঙ্কুর চাকর। শঙ্কুর একাকী জীবনে সর্বক্ষণের সঙ্গী ছিল প্রহ্লাদ।

অন্য কাকেরা চিৎকার করছিল কেন?

একটি কাক মরে পড়েছিল শিমুলগাছের তলায়, তাই অন্য কাকেরা চিৎকার করছিল। যদিও সে-দলে ছিল না কর্ভাস।

কাকটি মরেছিল কেন?

বজ্রপাতসহ প্রবল ঝড়বৃষ্টির ফলে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে কাকটি মারা যায়।

কর্ভাস সব প্রশ্নের উত্তর কীভাবে দেয়?

অঙ্ক, জ্যামিতি, রসায়ন, ভূগোল, পদার্থবিজ্ঞান ইত্যাদি সব বিষয়ে কর্ভাস উত্তর দেয় সংখ্যা প্রয়োগ করে বা আরও কিছু শব্দ ব্যবহার করে।

অন্য পাখিদের থেকে কর্ভাস আলাদা কেন?

হিউম্যান ইনটেলিজেন্সের দিক থেকে কর্ভাস অন্য পাখিদের থেকে আলাদা।

শঙ্কুর সুটকেসের চাবি কে দিয়েছিল?

সানতিগোয়াতে যাবার জন্য শঙ্কুর গোছানো সুটকেসের চাবি ঠোঁটে করে দিয়েছিল কর্ভাস।

সেমিনারের পেপারে কী ছিল?

পাখির মস্তিষ্ক বিষয়ে দুর্লভ জ্ঞানের কথা প্রবন্ধাকারে লিখেছিলেন প্রফেসার শঙ্কু তার সেমিনারের পেপারে।

পাসপোর্ট বিষয়ে কীভাবে সাহায্য করেছিল কর্ভাস?

রাইটিং টেবিলের দেরাজের মধ্যে থাকা পাসপোর্টের কথা ঠোঁটে টোকা মেরে মনে করিয়ে দিয়েছিল কর্ভাস।

বিদেশযাত্রায় কীরূপ খাঁচা তৈরি হয়েছিল?

আমেরিকা যাত্রাকালে প্লেনের সঙ্গে সহনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কর্ভাসের পক্ষে অনুকূল আবহাওয়াযুক্ত বিশেষ খাঁচা তৈরি করেছিলেন প্রফেসার শঙ্কু।

যাত্রাকালে কর্ভাসের খাবার কেমন ছিল?

বিমানযাত্রাকালে কর্তাসের খাবার ছিল হোমিওপ্যাথিক বড়ির মতো পুষ্টিকর ভিটামিনসমৃদ্ধ মুখরোচক বড়ি।

সানতিয়াগোতে শঙ্কু কোথায় উঠেছিলেন?

সানতিয়াগোতে হোটেল একসেলসিয়র-এ শঙ্কু কর্ভাসকে নিয়ে উঠেছিলেন।

সম্মেলনে শঙ্কু কীভাবে উপস্থাপন করেছিলেন তাঁর বিষয়কে?

সম্মেলনে প্রবন্ধ পড়া হয়েছিল আধ ঘণ্টা আর কর্ভাসবে নিয়ে ডিমন্সট্রেশন চলেছিল এক ঘণ্টা ধরে।

সমবেত করতালির সময় কর্ভাস কী করেছিল?

বক্তৃতা শেষে সমবেত করতালির সঙ্গে কর্ভাস ঠোঁট দিয়ে টেবিল ঠুকে তাল দিয়েছিল।

পাখিটি কীভাবে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল?

ডিমন্সট্রেশনের সময় কর্ভাস তার অধিগত শিক্ষাবলি দেখিয়ে অভ্যাগতদের তাক লাগিয়ে দিয়েছিল।

কর্ভাসের খবর কোথায় প্রকাশিত হয়?

চিলির বিখ্যাত সান্ধ্য দৈনিক ‘কোরিয়েরে দেল সানতিয়াগো’-তে কর্ভাসের খবর প্রকাশিত হয়।

বিশ্ব-পক্ষীসম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন?

বিশ্ব-পক্ষীসম্মেলনের চেয়ারম্যান ছিলেন সিনিয়র কোভারুবিয়াস।

আন্ডিজ কোন্ দেশ দুটির মধ্যে অবস্থিত?

চিলি আর আর্জেন্টিনার মধ্যে আছে আন্ডিজ পর্বতমালা।

আর্গাস কে?

পৃথিবী বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাস, যে পাখি নিয়ে ম্যাজিক দেখাত।

শঙ্কুর ঘরে কখন টেলিফোনটা বেজে ওঠে?

রাত 9টায় ডিনারের পর শঙ্কুর হোটেলের ঘরে টেলিফোনটা বেজে ওঠে।

সেমিনার শেষে কাদের সাক্ষাৎকার দিয়েছিলেন শঙ্কু?

চারজন সাংবাদিককে সেমিনার শেষে সাক্ষাৎকার দিয়েছিলেন শঙ্কু।

গ্রিক উপকথায় আর্গাস কী?

গ্রিক উপকথায় আর্গাস হল কীর্তিমান পুরুষ।

উপকথার আর্গাস স্মরণীয় কেন?

গ্রীক উপকথায় আর্গাসের সুন্দর চোখগুলি তুলে গ্রিক দেবী হেরা ময়ূরের পুচ্ছে বসিয়ে দেয়, সেই থেকে ময়ূরের পুচ্ছে আছে চোখের ছাপ।

হোটেলের ঘর হঠাৎ কীভাবে অন্ধকার হয়ে গেল?

ঘরের একমাত্র আলোর উৎস ল্যাম্পটা কর্ভাস ঠোঁট দিয়ে নিভিয়ে দিলে হোটেলের ঘর হঠাৎ অন্ধকার হয়ে যায়।

নিয়নের আলোর খেলা কেমন ছিল?

আর্গাসের মাইনাস কুড়ি পাওয়ারের চশমার পুরু কাচের ওপর বাইরের নিয়নের আলো সাপের মতো জ্বলছিল নিভছিল বলে মনে হয়েছিল।

‘ম্যানিফিকো’-কে বলেছিল?

ঘরের বাতি হঠাৎ নিভিয়ে দিলে উত্তেজিত আর্গাস ‘ম্যানিফিকো’ অর্থাৎ চমকপ্রদ বা অসামান্য বলে ওঠে।

পাখিটিকে দেখে আর্গাস কী বলেছিল?

“আই ওয়ান্ট দ্যাট ক্রো!” – কর্ভাসকে দেখে আর্গাস বলে উঠেছিল।

আর্গাস জাদু নিয়ে কোথায় কোথায় যাবে?

জাদু নিয়ে বিশ্বভ্রমণে বেরিয়ে আর্গাস যাবে মাদ্রিদ, প্যারিস, লন্ডন, রোম, অ্যাথেন্স, স্টকহোমস, টোকিও, হংকং ইত্যাদি স্থানে।

কর্ভাস শঙ্কর কে ছিল?

শুধু শিষ্যই নয়, কর্ভাস ছিল শঙ্কুর সন্তানের মতো; তাঁর বন্ধু, তাঁর অক্লান্ত পরিশ্রম আর গবেষণার ফসল।

আর্গাস পাখিটিকে কত টাকায় কিনতে রাজি ছিল?

দশ হাজার এসকুডো অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকায় আর্গাস পখিটিকে কিনতে রাজি ছিল।

আর্গাসের কোন গাড়ি ছিল?

চারটি সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল আর্গাসের।

শঙ্কুকে হোটেলে কী বলে আর্গাস বিদায় নিয়েছিল?

স্প্যানিশ ভাষায় ‘গুড নাইট’ বলে আর্গাস বিদায় নিয়েছিল।

কার ভাষণ ক্লান্তিকর ছিল?

জাপানি পক্ষীবিজ্ঞানী তোমাসাকা মোরিমোতোর ভাষণ ছিল খুব ক্লান্তিকর।

হোটেলের কত নং ঘরে শঙ্কু কর্ভাসকে রেখে গিয়েছিলেন?

হোটেলের 71নং ঘরে কর্ভাসকে রেখে শঙ্কু ডেলিগেটদের সঙ্গে লাঞ্চ করতে গিয়েছিলেন।

দ্বাররক্ষক কী জানিয়েছিল?

আধঘণ্টা আগে একটা সিলভার ক্যাডিলক গাড়িতে আর্গাস বেরিয়ে গেছে, তার হাতে ছিল একটা সেলোফোনের ব্যাগ-দ্বাররক্ষক এ কথাই জানিয়েছিল।

চেয়ারম্যান কী ব্যবস্থা করে দিয়েছিল?

মারসেডিস গাড়ি, দুজন সশস্ত্র পুলিশ আর ভালো ড্রাইভারের ব্যবস্থা করে দিয়েছিল সম্মেলনের চেয়ারম্যান কোভারুবিয়াস-তারা হাইওয়ে ধরে ধাওয়া করেছিল পলাতক আর্গাসকে।

আর্গাসের পুরো নাম কী?

আর্গাসের পুরো নাম দ্যেমিনগো বার্তেলেমে সারমিয়েনতো।

আর্গাস সম্পর্কে অনেক তথ্য কে জানত?

তরুণ পুলিশ অফিসার কারেরাস আর্গাস সম্বন্ধে অনেক তথ্য জানত।

হাইওয়ে কোন্ দিকে গিয়েছিল?

দুভাগ হয়ে হাইওয়ে উত্তরে লস্ আনডিজের দিকে আর পশ্চিমে ভালপারাইজো বন্দর -এর দিকে প্রসারিত ছিল।

শঙ্কুদের গাড়ি কেমন ছিল?

শঙ্কুদের গাড়ি ছিল কালো মারসেডিস।

অন্য সিলভার ক্যাডিলাক গাড়িটির মালিক কে ছিল?

অপর সিলভার ক্যাডিলাকের মালিক ছিল ব্যাংকার সিনিয়র গালদামেস।

আর্গাস কখন আত্মসমর্পণ করল?

দুর্ধর্ষ পুলিশ কারেরাসের হুংকারে হাতের বন্দুক ফেলে আর্গাস আত্মসমর্পণ করল।

হারিয়ে যাওয়া কর্ভাসকে কোথায় প্রথম দেখতে পাওয়া গেল?

কর্ভাস বসেছিল রাস্তার উলটোদিকে নেড়া অ্যাকেসিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে। সেখানেই তাকে পাওয়া গেল।


আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের, ‘কর্ভাস’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

কর্ভাস-ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-নবম শ্রেণী-বাংলা

নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

কর্ভাস-লেখক পরিচিতি-নবম শ্রেণী-বাংলা

নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – বিষয়সংক্ষেপ

ব্যোমযাত্রীর ডায়রি-রচনাধর্মী প্রশ্নোত্তর-নবম শ্রেণী-বাংলা

নবম শ্রেণী – বাংলা – ব্যোমযাত্রীর ডায়রি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – বাংলা – কর্ভাস – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণী – বাংলা – ব্যোমযাত্রীর ডায়রি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী – বাংলা – ব্যোমযাত্রীর ডায়রি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর