নবম শ্রেণী গণিত – লেখচিত্র – কষে দেখি 3.1

Rahul

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নবম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় হলো ‘লেখচিত্র’। এই পোস্টে ‘কষে দেখি – 3.1’-এর সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আশাকরি, এই নোটসগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

1. আমি ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং x অক্ষের উপরদিকে বা নীচের দিকে আছে তা লিখি –

(3,-2), (-4,2), (4,5), (-5,-5), (-2,7), (7,-7), (0,9), (0,-9)

সমাধান –

2. ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডানদিক

(3,-2) বিন্দুটি x অক্ষের নীচের দিকে অবস্থিত।

(-4,2) বিন্দুটি x অক্ষের উপরের দিকে অবস্থিত।

(4,5) বিন্দুটি x অক্ষের উপরের দিকে অবস্থিত।

(-5,-5) বিন্দুটি x অক্ষের নীচের দিকে অবস্থিত।

(-2,7) বিন্দুটি x অক্ষের উপরের দিকে অবস্থিত।

(7,-7) বিন্দুটি x অক্ষের নীচের দিকে অবস্থিত।

(0,9) বিন্দুটি x অক্ষের উপরের দিকে অবস্থিত।

(0,-9) বিন্দুটি x অক্ষের নীচের দিকে অবস্থিত।

2. ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডানদিকে না বামদিকে আছে লিখি –

(5,-7), (-10,10), (-8,-4), (4,3), (-6,2), (11,-3), (4,0), (-4,0)

ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডানদিকে না বামদিকে আছে লিখি

সমাধান –

(5,-7) বিন্দুটি y অক্ষের ডানদিকে অবস্থিত।

(-10,10) বিন্দুটি y অক্ষের বামদিকে অবস্থিত।

(-8,-4) বিন্দুটি y অক্ষের বামদিকে অবস্থিত।

(4,3) বিন্দুটি y অক্ষের ডানদিকে অবস্থিত।

(-6,2) বিন্দুটি y অক্ষের বামদিকে অবস্থিত।

(11,-3) বিন্দুটি y অক্ষের ডানদিকে অবস্থিত।

(4,0) বিন্দুটি y অক্ষের ডানদিকে অবস্থিত।

(-4,0) বিন্দুটি y অক্ষের বামদিকে অবস্থিত।

3. ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় (কোন পাদে বা কোন অক্ষের উপর কোন দিকে) আছে লিখি –

(-11, -7), (0, 5), (9, 0), (-4, -4), (12, -9), (3, 13), (0, -6), (-5, 0)

সমাধান –

ছক কাগজে নীচের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায়

(-11, -7) বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত।

(0, 5) বিন্দুটি y অক্ষের উপর এবং x অক্ষের উপরের দিকে অবস্থিত।

(9, 0) বিন্দুটি x অক্ষের উপর এবং y অক্ষের ডানদিকে অবস্থিত।

(-4, -4) বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত।

(12, -9) বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত।

(3, 13) বিন্দুটি প্রথম পাদে অবস্থিত।

(0, -6) বিন্দুটি y অক্ষের উপর এবং x অক্ষের নীচের দিকে অবস্থিত।

(-5, 0) বিন্দুটি x অক্ষের উপর এবং y অক্ষের বামদিকে অবস্থিত।

4. x অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি।

সমাধান – x অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক হল (3,0), (-5,0), (10,0) এবং (-7,0)

5. y অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক লিখি।

সমাধান – y অক্ষের উপর যেকোনো চারটি বিন্দুর স্থানাঙ্ক হল (0,5), (0,-8), (0,3) এবং (0,-6)

6. প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি।

উত্তর –

প্রথম পাদে অবস্থিত চারটি বিন্দু – (2,3), (5,7), (3,2) এবং (10,9)

দ্বিতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (-5,2), (-7,3), (-9,6) এবং (-1,5)

তৃতীয় পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (-5,-5), (-4,-2), (-7,-1) এবং (-10,-4)

চতুর্থ পাদে অবস্থিত চারটি বিন্দু হল – (7,-2), (6,-3), (8,-4) এবং (2,-1)

7. একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। বিন্দুর স্থানাঙ্ক লিখি।

উত্তর – একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক।

∴ বিন্দুর স্থানাঙ্ক হল – (7,5)


এই আর্টিকেলে নবম শ্রেণির গণিতের ‘লেখচিত্র’ অধ্যায়ের ‘কষে দেখি – 3.1’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী গণিত – লগারিদম – কষে দেখি 21

নবম শ্রেণী গণিত – লগারিদম – কষে দেখি 21

নবম শ্রেণী গণিত - স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল - কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সংজ্ঞাবহ নিউরোন ও আজ্ঞাবহ নিউরোন কাকে বলে? সংজ্ঞাবহ নিউরোন ও আজ্ঞাবহ নিউরোনের পার্থক্য

হরমোন এবং স্নায়ুতন্ত্র কাকে বলে? হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে কার্যপদ্ধতির পার্থক্য লেখো।

গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক কী? গুরুমস্তিষ্ক ও লঘুমস্তিষ্ক -এর মধ্যে পার্থক্য লেখো।

মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের সংজ্ঞা দাও। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে পার্থক্য লেখো।

সমবেদী স্নায়ুতন্ত্র ও পরাসমবেদী স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও। সমবেদী স্নায়ুতন্ত্র এবং পরাসমবেদী স্নায়ুতন্ত্রের পার্থক্য