নবম শ্রেণী জীবনবিজ্ঞান – জৈবনিক প্রক্রিয়া – শ্বসন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘শ্বসন’ অংশের গুরুত্বপূর্ণ পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

জৈবনিক প্রক্রিয়া-শ্বসন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী
Contents Show

শ্বসন (Respiration) ও শ্বাসকার্যের (Breathing) মধ্যে পার্থক্য লেখো।

শ্বসন (Respiration) ও শ্বাসকার্যের (Breathing) মধ্যে পার্থক্য –

বিষয়শ্বসনশ্বাসকার্য
প্রকৃতিশ্বসন একপ্রকার জৈব-রাসায়নিক প্রক্রিয়া।শ্বাসকার্য একপ্রকার ভৌত প্রক্রিয়া।
সংঘটন স্থানসজীবকোশের অভ্যন্তরে ঘটে।শ্বাসঅঙ্গ ও পরিবেশের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে।
শক্তিATP রূপে শক্তির মুক্তি ঘটে।শক্তির মুক্তি ঘটে না।
প্রক্রিয়াএটি অন্তঃকোশীয় প্রক্রিয়া।এটি বহিঃকোশীয় প্রক্রিয়া।
উৎসেচকের ভূমিকাউৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উৎসেচকের কোনো ভূমিকা নেই।
গুরুত্বখাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তির মুক্তি ঘটে।পরিবেশ থেকে O₂ গ্রহণ ও পরিবেশে CO₂ বর্জনে সাহায্য করে।
পর্যায়শ্বসনের প্রধান দুটি পর্যায় হল – 1. গ্লাইকোলাইসিস ও 2. ক্রেবস চক্র।শ্বাসকার্যের প্রধান পর্যায় দুটি হল – 1. প্রশ্বাস ও 2. নিশ্বাস।

শ্বসন (Respiration) ও দহনের (Combustion) মধ্যে পার্থক্য লেখো।

শ্বসন (Respiration) ও দহনের (Combustion) মধ্যে পার্থক্য –

বিষয়শ্বসনদহন
প্রকৃতিনিয়ন্ত্রিত জৈব-রাসায়নিক প্রক্রিয়া।অনিয়ন্ত্রিত ভৌত-রাসায়নিক প্রক্রিয়া।
অক্সিজেনঅক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে।কেবলমাত্র অক্সিজেনের উপস্থিতিতেই ঘটে।
উৎসেচকউৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উৎসেচকের কোনো ভূমিকা নেই।
শক্তির মুক্তিশক্তির মুক্তি ধাপে ধাপে ঘটে।শক্তির মুক্তি দ্রুত ঘটে।
তাপ ও আলোতাপ উৎপাদন নিয়ন্ত্রিত এবং আলো উৎপন্ন হয় না।তাপ ও আলো উভয়েই উচ্চমাত্রায় অনিয়ন্ত্রিতভাবে উৎপন্ন হয়।
ATPATP উৎপন্ন হয়।ATP উৎপন্ন হয় না।

উদ্ভিদ শ্বসন (Plant Respiration) ও প্রাণী শ্বসনের (Animal Respiration) মধ্যে পার্থক্য লেখো।

উদ্ভিদ শ্বসন (Plant Respiration) ও প্রাণী শ্বসনের (Animal Respiration) মধ্যে পার্থক্য –

বিষয়উদ্ভিদ শ্বসনপ্রাণী শ্বসন
শ্বাসঅঙ্গকোনো নির্দিষ্ট শ্বাসঅঙ্গ নেই (পত্ররন্ধ্র, লেন্টিসেল প্রভৃতির মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে মাত্র)।অধিকাংশ প্রাণীরই সুনির্দিষ্ট শ্বাসঅঙ্গ বর্তমান।
শ্বাসকৌশলব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থের বিনিময় ঘটে।উন্নত প্রাণীদের শ্বাসকার্য প্রশ্বাস ও নিশ্বাস পর্যায়ে বিভক্ত থাকে।
পরিবহণ মাধ্যমকোনো নির্দিষ্ট মাধ্যম থাকে না।উন্নত প্রাণীদেহে রক্ত ও লসিকার মাধ্যমে বাহিত হয়।

ফুসফুস (Lungs) ও ফুলকার (Gill) মধ্যে পার্থক্য লেখো।

ফুসফুস (Lungs) ও ফুলকার (Gill) মধ্যে পার্থক্য –

বিষয়ফুসফুসফুলকা
প্রকৃতিব্যাং, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রভৃতি প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ।জলজ প্রাণী মাছের প্রধান শ্বাসঅঙ্গ।
অবস্থানবক্ষদেশে, অঙ্কিয়লে।মাথার দুপাশে।
সংখ্যাদুটি, ডান ও বাম ফুসফুস।চার জোড়া (রুইমাছ), পাঁচ জোড়া (হাঙর)।
আবরণদ্বিস্তরীয় প্লুরা দ্বারা আবৃত থাকে।কানকো দ্বারা আবৃত থাকতে পারে আবার নাও থাকতে পারে।
গঠনউপক্লোমশাখা, অ্যালভিওলার ডাক্ট ও অ্যালভিওলাই -এর সমন্বয়ে গঠিত।ফুলকা ফিলামেন্ট ও ফুলকা ল্যামেলার সমন্বয়ে গঠিত।
কাজবাতাস থেকে অক্সিজেন গ্রহণ ও বাতাসে কার্বন ডাইঅক্সাইড বর্জনে সাহায্য করে।জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাইঅক্সাইড বর্জন করে।

প্রশ্বাস (Inspiration) ও নিশ্বাস (Expiration) কার্যের মধ্যে পার্থক্য দেখাও।

প্রশ্বাস (Inspiration) ও নিশ্বাস (Expiration) কার্যের মধ্যে পার্থক্য –

বিষয়প্রশ্বাসনিশ্বাস
সংজ্ঞাশ্বাসকার্যের যে পর্যায়ে পরিবেশের থেকে অধিক O₂ যুক্ত বায়ু শ্বাসঅঙ্গে প্রবেশ করে, তাকে প্রশ্বাস বলে।শ্বাসকার্যের যে পর্যায়ে শ্বাসঅঙ্গ থেকে অধিক CO₂ যুক্ত বায়ু পরিবেশে নির্গত হয়, তাকে নিশ্বাস বলে।
প্রকৃতিসক্রিয় পদ্ধতি।নিষ্ক্রিয় পদ্ধতি।
উদ্দেশ্যপরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করা।পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা।
সাহায্যকারী পেশিমধ্যচ্ছদা ও বহিস্থ ইন্টারকস্টাল পেশি।মধ্যচ্ছদা, অন্তস্থ ইন্টারকস্টাল পেশি ও উদর পেশি।
নির্ভরশীলতানিশ্বাসের ওপর নির্ভর করে না।প্রশ্বাসের ওপর নির্ভর করে।
ডায়াফ্রামের সংকোচনডায়াফ্রাম বা মধ্যচ্ছদার সংকোচন ঘটে।ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার প্রসারণ হয়।
বক্ষপিঞ্জরপ্রসারিত হয়।সংকুচিত হয়।
গুরুত্বগৃহীত O₂ কোশস্থ খাদ্য জারণে ব্যবহৃত হয় ও শক্তির মুক্তি ঘটে।নির্গত CO₂ উদ্ভিদ গ্রহণ করে ও সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

সবাত শ্বসন (Aerobic Respiration) ও অবাত শ্বসনের (Anaerobic Respiration) মধ্যে পার্থক্য দেখাও।

সবাত শ্বসন (Aerobic Respiration) ও অবাত শ্বসনের (Anaerobic Respiration) মধ্যে পার্থক্য –

বিষয়সাবাত শ্বসনঅবাত শ্বসন
অক্সিজেনের উপস্থিতিমুক্ত অক্সিজেনের (O₂) উপস্থিতিতে ঘটে।মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সাইড যৌগের অক্সিজেনের (NO₂) উপস্থিতিতে ঘটে।
সংঘটন স্থানসাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়া।সাইটোপ্লাজম।
জারণখাদ্যের সম্পূর্ণ জারণ ঘটে।খাদ্যের অসম্পূর্ণ জারণ ঘটে।
নির্গত শক্তিসম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে এবং এর পরিমাণ 686 kcal।আংশিক শক্তির মুক্তি ঘটে এবং এর পরিমাণ 50 kcal।
উৎপন্ন পদার্থCO₂ ও জল।CO₂, জল ও অক্সিজেনযুক্ত যৌগ।
সংশ্লিষ্ট জীববায়ুজীবী সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব।অবায়ুজীবী জীব (প্রধানত ব্যাকটেরিয়া)।

অবাত শ্বসন (Anaerobic Respiration) ও কোহল সন্ধানের (Alcoholic Fermentation) মধ্যে পার্থক্য দেখাও।

অবাত শ্বসন (Anaerobic Respiration) ও কোহল সন্ধানের (Alcoholic Fermentation) মধ্যে পার্থক্য –

বিষয়অবাত শ্বসনকোহল সন্ধান
অক্সিজেনের উপস্থিতিমুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের সাহায্যে ঘটে।সম্পূর্ণরূপে O₂ নিরপেক্ষ পদ্ধতি।
উৎপন্ন শক্তির পরিমাণ50 kcal।25-28 kcal
সংশ্লিষ্ট জীবঅবায়ুজীবী।বায়ুজীবী ও অবায়ুজীবী।
উৎপন্ন পদার্থCO₂, জল এবং অক্সিজেনযুক্ত যৌগ।CO₂ ও ইথাইল অ্যালকোহল।
উৎপন্ন পদার্থের সঞ্চয়কোশের মধ্যে সঞ্চিত হয়।কোশের বাইরে সঞ্চিত হয়।

কোহল সন্ধান (Alcoholic Fermentation) ও ল্যাকটিক অ্যাসিড সন্ধানের (Lactic Acid Fermentation) মধ্যে পার্থক্য লেখো।

কোহল সন্ধান (Alcoholic Fermentation) ও ল্যাকটিক অ্যাসিড সন্ধানের (Lactic Acid Fermentation) মধ্যে পার্থক্য –

বিষয়কোহল সন্ধানল্যাকটিক অ্যাসিড সন্ধান
সংশ্লিষ্ট জীব ও স্থানইস্ট নামক এককোশী ছত্রাক।ল্যাকটোব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়া, প্রাণীর পেশিকোশ।
উৎপন্ন পদার্থইথাইল অ্যালকোহল।ল্যাকটিক অ্যাসিড।
CO₂CO₂ উৎপন্ন হয়।CO₂ উৎপন্ন হয় না।

গ্লাইকোলাইসিস (Glycolysis) ও ক্রেবস চক্র (Creb’s Cycle) -এর মধ্যে পার্থক্য লেখো।

গ্লাইকোলাইসিস (Glycolysis) ও ক্রেবস চক্র (Creb’s Cycle) -এর মধ্যে পার্থক্য –

বিষয়গ্লাইকোলাইসিসক্রেবস চক্র
ঘটনাস্থলকোশের সাইটোপ্লাজম।কোশের মাইটোকনড্রিয়া।
প্রকৃতিসমস্ত প্রকার শ্বসনের প্রথম ও সাধারণ পর্যায়।সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়।
জারণখাদ্যবস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে।খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে।
অংশগ্রহণকারী খাদ্যবস্তুকেবলমাত্র গ্লুকোজ।পাইরুভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল প্রভৃতি।
উৎপন্ন পদার্থ2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু ATP ও 2 অণু NADH + H+CO₂, H₂O, বিভিন্ন জৈব অ্যাসিড, 2 অণু ATP, 2 অণু FADH₂ ও 6 অণু NADH + H+
সংশ্লিষ্ট জীববায়ুজীবী, অবায়ুজীবী সমস্ত জীবে ঘটে।কেবলমাত্র বায়ুজীবী জীবে ঘটে।

সালোকসংশ্লেষ (Photosynthesis) ও শ্বসনের (Respiration) মধ্যে পার্থক্য লেখো।

সালোকসংশ্লেষ (Photosynthesis) ও শ্বসনের (Respiration) মধ্যে পার্থক্য –

বিষয়সালোকসংশ্লেষশ্বসন
প্রকৃতিউপচিতি বিপাক।অপচিতি বিপাক।
স্থানকেবলমাত্র উদ্ভিদের সবুজ অংশের কোশে ও কয়েকটি অণুজীব দেহে ঘটে।সমস্ত সজীব কোশে ঘটে।
সময়কালদিনেরবেলা, সূর্যালোকের উপস্থিতিতে ঘটে।দিনরাত সবসময় ঘটে।
সংশ্লিষ্ট গ্যাসীয় পদার্থCO₂ গৃহীত হয় এবং O₂ বর্জিত হয়।O₂ গৃহীত হয় ও CO₂ বর্জিত হয়।
উৎপন্ন পদার্থখাদ্য, O₂ ও জল।CO₂, জল ও শক্তি।
গুরুত্বসৌরশক্তি উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিকশক্তিরূপে আবদ্ধ হয়।খাদ্যমধ্যস্থ স্থৈতিকশক্তি গতিশক্তিরূপে মুক্ত হয়।

গ্লাইকোলাইসিস ও ফোটোলাইসিসের মধ্যে পার্থক্য লেখো।

গ্লাইকোলাইসিস ও ফোটোলাইসিসের মধ্যে পার্থক্য –

বিষয়গ্লাইকোলাইসিসফোটোলাইসিস
প্রকৃতিগ্লুকোজের ভাঙন ঘটে।আলোর উপস্থিতিতে জলের ভাঙন ঘটে।
সময়কালশ্বসন, দিবারাত্র সব সময়ই ঘটে।সালোকসংশ্লেষ কেবলমাত্র দিনেরবেলা ঘটে।
সংঘটন স্থানসজীবকোশের সাইটোপ্লাজম।কেবলমাত্র উদ্ভিদকোশের ক্লোরোপ্লাস্টের প্রাণা অংশ।
উৎপন্ন বস্তুপাইরুভিক অ্যাসিড (3C), ATP ও NADH + H+হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়ন (OH)

আজকের এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় ‘জৈবনিক প্রক্রিয়া’ -এর অন্তর্গত ‘শ্বসন’ অংশের পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

পরিবেশ ও তার সম্পদ-বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন-জীবনবিজ্ঞান-নবম শ্রেণী

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – টীকা

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – বাস্তুবিদ্যা ও বাস্তুবিদ্যার সংগঠন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর