নবম শ্রেণী – গণিত – রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট) – কষে দেখি 5.4

Souvick

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নবম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় হলো ‘রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)’। এই পোস্টে ‘কষে দেখি – 5.4‘-এর সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আশাকরি, এই নোটসগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

নবম শ্রেণী গণিত রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট কষে দেখি 5.4
Contents Show

1. \(\frac{x}{3} + \frac{y}{2} = 8\) সমীকরণের \(x\)-কে \(y\) চলের মাধ্যমে প্রকাশ করি।

সমাধান –

\(\frac{x}{3} + \frac{y}{2} = 8\)

বা, \(\frac{x}{3} = 8 – \frac{y}{2}\)

বা, \(x = 3\left(8 – \frac{y}{2}\right)\)

বা, \(x = 24 – \frac{3y}{2}\)

2. \(\frac{2}{x} + \frac{7}{y} = 1\) সমীকরণের \(y\)-কে \(x\) চলের মাধ্যমে প্রকাশ করি।

সমাধান –

\(\frac{2}{x} + \frac{7}{y} = 1\)

বা, \(\frac{7}{y} = 1 – \frac{2}{x}\)

বা, \(\frac{7}{y} = \frac{x-2}{x}\)

বা, \(\frac{y}{7} = \frac{x}{x-2}\)

বা, \(y = \frac{7x}{x-2}\)

3. নীচের সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করি।

(a) \(2(x-y) = 3\), \(5x+8y = 14\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(2(x-y) = 3\) — (i)

\(5x+8y = 14\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(2(x-y) = 3\)

বা, \(2x – 2y = 3\)

বা, \(2x = 3 + 2y\)

বা, \(x = \frac{3+2y}{2}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(5x+8y = 14\)

বা, \(5x = 14 – 8y\)

বা, \(x = \frac{14-8y}{5}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{3+2y}{2} = \frac{14-8y}{5}\)

বা, \(5(3+2y) = 2(14-8y)\)

বা, \(15 + 10y = 28 – 16y\)

বা, \(10y + 16y = 28 – 15\)

বা, \(26y = 13\)

বা, \(y = \frac{13}{26}\)

বা, \(y = \frac{1}{2}\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{3+2 \times \frac{1}{2}}{2}\)

বা, \(x = \frac{4}{2}\)

বা, \(x = 2\)

∴ নির্ণেয় সমাধান \(x = 2\) এবং \(y = \frac{1}{2}\)

\(x\) ও \(y\)-এর প্রাপ্ত মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই,

\(2(x-y) = 2\left(2-\frac{1}{2}\right) = 2 \times \frac{3}{2} = 3\)

\(5x+8y = 5(2) + 8 \times \frac{1}{2} = 10 + 4 = 14\)

∴ নির্ণেয় সমাধানগুলি প্রদত্ত সমীকরণগুলোকে সিদ্ধ করছে।

(b) \(2x + \frac{3}{y} = 5\), \(5x – \frac{2}{y} = 3\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(2x + \frac{3}{y} = 5\) — (i)

\(5x – \frac{2}{y} = 3\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(2x + \frac{3}{y} = 5\)

বা, \(2x = 5 – \frac{3}{y}\)

বা, \(2x = \frac{5y – 3}{y}\)

বা, \(x = \frac{5y – 3}{2y}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(5x – \frac{2}{y} = 3\)

বা, \(5x = 3 + \frac{2}{y}\)

বা, \(x = \frac{3y + 2}{5y}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{5y – 3}{2y} = \frac{3y + 2}{5y}\)

বা, \(5y(5y – 3) = 2y(3y + 2)\)

বা, \(25y – 15 = 6y + 4\)

বা, \(25y – 6y = 15 + 4\)

বা, \(19y = 19\)

বা, \(y = \frac{19}{19}\)

বা, \(y = 1\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{5(1) – 3}{2(1)}\)

বা, \(x = \frac{5 – 3}{2}\)

বা, \(x = \frac{2}{2}\)

বা, \(x = 1\)

∴ নির্ণেয় সমাধান \(x = 1\) এবং \(y = 1\)

এখন, \(2x + \frac{3}{y} = 2(1) + \frac{3}{1} = 2 + 3 = 5\)

আবার, \(5x – \frac{2}{y} = 5(1) – \frac{2}{1} = 5 – 2 = 3\)

∴ \(x\) ও \(y\)-এর প্রাপ্ত মান প্রদত্ত সহ-সমীকরণদ্বয়কে সিদ্ধ করে।

(c) \(\frac{x}{2} + \frac{y}{3} = 1\), \(\frac{x}{3} + \frac{y}{2} = 1\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{x}{2} + \frac{y}{3} = 1\) — (i)

এবং \(\frac{x}{3} + \frac{y}{2} = 1\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x}{2} + \frac{y}{3} = 1\)

বা, \(\frac{x}{2} = 1 – \frac{y}{3}\)

বা, \(\frac{x}{2} = \frac{3-y}{3}\)

বা, \(x = \frac{6-2y}{3}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x}{3} + \frac{y}{2} = 1\)

বা, \(\frac{x}{3} = 1 – \frac{y}{2}\)

বা, \(x = \frac{3(2-y)}{2}\)

বা, \(x = \frac{6-3y}{2}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{6-2y}{3} = \frac{6-3y}{2}\)

বা, \(2(6-2y) = 3(6-3y)\)

বা, \(12 – 4y = 18 – 9y\)

বা, \(9y – 4y = 18 – 12\)

বা, \(5y = 6\)

বা, \(y = \frac{6}{5}\)

বা, \(y = 1\frac{1}{5}\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{6-2y}{3}\)

বা, \(x = \frac{6 – 2 \times \frac{6}{5}}{3}\)

বা, \(x = \frac{6 – \frac{12}{5}}{3}\)

বা, \(x = \frac{\frac{30-12}{5}}{3}\)

বা, \(x = \frac{18}{15}\)

বা, \(x = \frac{6}{5}\)

বা, \(x = 1\frac{1}{5}\)

∴ নির্ণেয় সমাধান \(x = 1\frac{1}{5}\) এবং \(y = 1\frac{1}{5}\)

এখন, \(\frac{x}{2} + \frac{y}{3}\)

= \( \frac{1\frac{1}{5}}{2} + \frac{1\frac{1}{5}}{3}\)

= \( \frac{6}{10} + \frac{6}{15}\)

= \( \frac{18+12}{30}\)

= \( \frac{30}{30}\)

= \( 1\)

এবং \(\frac{x}{3} + \frac{y}{2}\)

= \( \frac{1\frac{1}{5}}{3} + \frac{1\frac{1}{5}}{2}\)

= \( \frac{6}{15} + \frac{6}{10}\)

= \( \frac{12+18}{30}\)

= \( \frac{30}{30}\)

= \( 1\)

∴ \(x\) ও \(y\)-এর প্রাপ্ত মান প্রদত্ত সহ-সমীকরণদ্বয়কে সিদ্ধ করে।

(d) \(4x -3y = 18\), \(4y -5x = -7\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(4x -3y = 18\) — (i)

\(4y -5x = -7\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(4x -3y = 18\)

বা, \(4x = 18+3y\)

বা, \(x = \frac{18+3y}{4}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(4y -5x = -7\)

বা, \(4y +7 = 5x\)

বা, \(x = \frac{4y+7}{5}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{18+3y}{4} = \frac{4y+7}{5}\)

বা, \(5(18+3y) = 4(4y+7)\)

বা, \(90 + 15y = 16y +28\)

বা, \(15y-16y = 28 -90\)

বা, \(-y = -62\)

বা, \(y = 62\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{18+3(62)}{4}\)

বা, \(x = \frac{18+186}{4}\)

বা, \(x = \frac{204}{4}\)

বা, \(x = 51\)

∴ নির্ণেয় সমাধান \(x = 51\) এবং \(y = 62\)

এখন, \(4x -3y = 4(51) -3(62) = 204 – 186 = 18\)

আবার, \(4y -5x = 4(62) – 5(51) = 248 – 255 = -7\)

∴ \(x\) ও \(y\)-এর প্রাপ্ত মান প্রদত্ত সহ-সমীকরণদ্বয়কে সিদ্ধ করে।

4. \(2x+y = 8\) ও \(2y -3x = -5\) সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি।

সমাধানঃ প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(2x+y = 8\) — (i)

\(2y -3x = -5\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(2x = 8-y\)

বা, \(x = \frac{8-y}{2}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(2y -3x = -5\)

বা, \(2y +5 = 3x\)

বা, \(x = \frac{2y+5}{3}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{8-y}{2} = \frac{2y+5}{3}\)

বা, \(3(8-y) = 2(2y+5)\)

বা, \(24 – 3y = 4y +10\)

বা, \(-3y -4y = 10-24\)

বা, \(-7y = -14\)

বা, \(y = \frac{-14}{-7}\)

বা, \(y = 2\)

\(y\)–এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{8-2}{2}\)

বা, \(x = \frac{6}{2}\)

বা, \(x = 3\)

∴ নির্ণেয় সমাধান \(x = 3\) এবং \(y = 2\)

লেখচিত্রের মাধ্যমে সমাধান –

\(2x+y = 8\)

বা, \(2x = 8-y\)

বা, \(x = \frac{8-y}{2}\)

x021
y846
\(2y -3x = -5\)

বা, \(2y +5 = 3x\)

বা, \(x = \frac{2y+5}{3}\)

x579
y5811
রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত

ছক কাগজে \(XOX’\) এবং \(YOY’\) যথাক্রমে পরস্পর লম্ব দুটি অক্ষ। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 1 একক ধরে \((0,8)\), \((2,4)\) এবং \((1,6)\) বিন্দুগুলি স্থাপন করে এবং যুক্ত করে \(AB\) সরলরেখা এবং \((5,5)\), \((7,8)\) ও \((9,11)\) বিন্দুগুলি স্থাপন করে এবং যুক্ত করে \(CD\) সরলরেখা অঙ্কন করা হল। \(AB\) ও \(CD\) সরলরেখা পরস্পরকে \(P\) বিন্দুতে ছেদ করে। \(P\) বিন্দুর স্থানাঙ্ক \((3,2)\)। সুতরাং নির্ণেয় সমাধান \(x = 3\) এবং \(y = 2\)।

সুতরাং তুলনামূলক পদ্ধতিতে নির্ণেয় সমাধান এবং লেখচিত্রের মাধ্যমে নির্ণেয় সমাধান সমান। [প্রমাণিত]

5. নীচের দুইচল বিশিষ্ট সমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করিঃ

(i) \(3x -2y = 2\), \(7x+3y = 43\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(3x -2y = 2\) — (i)

\(7x+3y = 43\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(3x – 2y = 2\)

বা, \(3x = 2y +2\)

বা, \(x = \frac{2y+2}{3}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(7x+3y = 43\)

বা, \(7x = 43 -3y\)

বা, \(x = \frac{43-3y}{7}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{2y+2}{3} = \frac{43-3y}{7}\)

বা, \(7(2y+2) = 3(43-3y)\)

বা, \(14y +14 = 129 -9y\)

বা, \(14y+9y = 129-14\)

বা, \(23y = 115\)

বা, \(y = \frac{115}{23}\)

বা, \(y = 5\)

\(y\)-এর মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{2y+2}{3}\)

বা, \(x = \frac{2(5)+2}{3}\)

বা, \(x = \frac{12}{3}\)

বা, \(x = 4\)

∴ নির্ণেয় সমাধান \(x = 4\) এবং \(y = 5\)

(ii) \(2x-3y = 8\), \(\frac{x+y}{x-y} = \frac{7}{3}\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(2x-3y = 8\) — (i)

\(\frac{x+y}{x-y} = \frac{7}{3}\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(2x-3y = 8\)

বা, \(2x = 8+3y\)

বা, \(x = \frac{8+3y}{2}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+y}{x-y} = \frac{7}{3}\)

বা, \(3(x+y) = 7(x-y)\)

বা, \(3x+3y = 7x-7y\)

বা, \(3x-7x = -3y-7y\)

বা, \(-4x = -10y\)

বা, \(x = \frac{5y}{2}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{8+3y}{2} = \frac{5y}{2}\)

বা, \(8+3y = 5y\)

বা, \(8 = 5y-3y\)

বা, \(8 = 2y\)

বা, \(y = \frac{8}{2}\)

বা, \(y = 4\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{8+3y}{2}\)

বা, \(x = \frac{8+3(4)}{2}\)

বা, \(x = \frac{20}{2}\)

বা, \(x = 10\)

∴ নির্ণেয় সমাধান \(x = 10\) এবং \(y = 4\)

(iii) \(\frac{1}{3}(x-y) = \frac{1}{4}(y-1)\), \(\frac{1}{7}(4x-5y) = x-7\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{1}{3}(x-y) = \frac{1}{4}(y-1)\) — (i)

\(\frac{1}{7}(4x-5y) = x-7\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{1}{3}(x-y) = \frac{1}{4}(y-1)\)

বা, \(4(x-y) = 3(y-1)\)

বা, \(4x-4y = 3y-3\)

বা, \(4x = 4y+3y-3\)

বা, \(4x = 7y -3\)

বা, \(x = \frac{7y-3}{4}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{1}{7}(4x-5y) = x-7\)

বা, \(4x-5y = 7(x-7)\)

বা, \(4x-5y = 7x-49\)

বা, \(4x-7x = 5y-49\)

বা, \(-3x = 5y-49\)

বা, \(3x = 49-5y\)

বা, \(x = \frac{49-5y}{3}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{7y-3}{4} = \frac{49-5y}{3}\)

বা, \(3(7y-3) = 4(49-5y)\)

বা, \(21y -9 = 196 -20y\)

বা, \(21y +20y = 196 +9\)

বা, \(41y = 205\)

বা, \(y = \frac{205}{41}\)

বা, \(y = 5\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{7y-3}{4}\)

বা, \(x = \frac{7(5)-3}{4}\)

বা, \(x = \frac{35-3}{4}\)

বা, \(x = \frac{32}{4}\)

বা, \(x = 8\)

∴ নির্ণেয় সমাধান \(x = 8\) এবং \(y = 5\)

(iv) \(\frac{x+1}{y+1} = \frac{4}{5}\), \(\frac{x-5}{y-5} = \frac{1}{2}\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{x+1}{y+1} = \frac{4}{5}\) — (i)

\(\frac{x-5}{y-5} = \frac{1}{2}\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+1}{y+1} = \frac{4}{5}\)

বা, \(5(x+1) = 4(y+1)\)

বা, \(5x+5 = 4y+4\)

বা, \(5x = 4y+4-5\)

বা, \(5x = 4y-1\)

বা, \(x = \frac{4y-1}{5}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x-5}{y-5} = \frac{1}{2}\)

বা, \(2(x-5) = y-5\)

বা, \(2x-10 = y-5\)

বা, \(2x = 10+y-5\)

বা, \(2x = 5+y\)

বা, \(x = \frac{5+y}{2}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{4y-1}{5} = \frac{5+y}{2}\)

বা, \(2(4y-1) = 5(5+y)\)

বা, \(8y-2 = 25+5y\)

বা, \(8y-5y = 25+2\)

বা, \(3y = 27\)

বা, \(y = \frac{27}{3}\)

বা, \(y = 9\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{4y-1}{5}\)

বা, \(x = \frac{4(9)-1}{5}\)

বা, \(x = \frac{35}{5}\)

বা, \(x = 7\)

∴ নির্ণেয় সমাধান \(x = 7\) এবং \(y = 9\)

(v) \(x+y = 11\), \(y+2 = \frac{1}{8}(10y+x)\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(x+y = 11\) — (i)

\(y+2 = \frac{1}{8}(10y+x)\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(x = 11-y\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(y+2 = \frac{1}{8}(10y+x)\)

বা, \(8(y+2) = 10y + x\)

বা, \(8y + 16 = 10y+x\)

বা, \(16 -2y = x\)

বা, \(x = 16-2y\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(11-y = 16-2y\)

বা, \(2y-y = 16-11\)

বা, \(y = 5\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = 11-5\)

বা, \(x = 6\)

∴ নির্ণেয় সমাধান \(x = 6\) এবং \(y = 5\)

(vi) \(\frac{x}{3} + \frac{y}{4} = 1\), \(2x+4y=11\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{x}{3} + \frac{y}{4} = 1\) — (i)

\(2x+4y = 11\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x}{3} + \frac{y}{4} = 1\)

বা, \(\frac{x}{3} = 1 – \frac{y}{4}\)

বা, \(\frac{x}{3} = \frac{4-y}{4}\)

বা, \(x = \frac{3(4-y)}{4}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(2x+4y = 11\)

বা, \(2x = 11-4y\)

বা, \(x = \frac{11-4y}{2}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{3(4-y)}{4} = \frac{11-4y}{2}\)

বা, \(6(4-y) = 4(11-4y)\)

বা, \(24-6y = 44 -16y\)

বা, \(24-44 = 6y-16y\)

বা, \(-20 = -10y\)

বা, \(y = \frac{-20}{-10}\)

বা, \(y = 2\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{3(4-y)}{4}\)

বা, \(x = \frac{3(4-2)}{4}\)

বা, \(x = \frac{6}{4}\)

বা, \(x = \frac{3}{2}\)

∴ নির্ণেয় সমাধান \(x = \frac{3}{2}\) এবং \(y = 2\)

(vii) \(x + \frac{2}{y} = 7\), \(2x – \frac{6}{y} = 9\)

সমাধান – প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(x + \frac{2}{y} = 7\) — (i)

\(2x – \frac{6}{y} = 9\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(x + \frac{2}{y} = 7\)

বা, \(x = 7 – \frac{2}{y}\)

বা, \(x = \frac{7y-2}{y}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(2x – \frac{6}{y} = 9\)

বা, \(2x = 9 + \frac{6}{y}\)

বা, \(x = \frac{9y+6}{2y}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{7y-2}{y} = \frac{9y+6}{2y}\)

বা, \(\frac{7y-2}{1} = \frac{9y+6}{2}\)

বা, \(2(7y-2) = 9y+6\)

বা, \(14y – 4 = 9y+6\)

বা, \(14y – 9y = 4+6\)

বা, \(5y = 10\)

বা, \(y = \frac{10}{5}\)

বা, \(y = 2\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{7y-2}{y}\)

বা, \(x = \frac{7(2)-2}{2}\)

বা, \(x = \frac{14-2}{2}\)

বা, \(x = \frac{12}{2}\)

বা, \(x = 6\)

∴ নির্ণেয় সমাধান \(x = 6\) এবং \(y = 2\)

(viii) \(\frac{1}{x} + \frac{1}{y} = \frac{5}{6}\), \(\frac{1}{x} – \frac{1}{y} = \frac{1}{6}\)

সমাধান – প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{1}{x} + \frac{1}{y} = \frac{5}{6}\) — (i)

\(\frac{1}{x} – \frac{1}{y} = \frac{1}{6}\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{1}{x} + \frac{1}{y} = \frac{5}{6}\)

বা, \(\frac{1}{x} = \frac{5}{6} – \frac{1}{y}\)

বা, \(\frac{1}{x} = \frac{5y-6}{6y}\)

বা, \(x = \frac{6y}{5y-6}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{1}{x} – \frac{1}{y} = \frac{1}{6}\)

বা, \(\frac{1}{x} = \frac{1}{6} + \frac{1}{y}\)

বা, \(\frac{1}{x} = \frac{y+6}{6y}\)

বা, \(x = \frac{6y}{y+6}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{6y}{5y-6} = \frac{6y}{y+6}\)

বা, \(\frac{1}{5y-6} = \frac{1}{y+6}\)

বা, \(y+6 = 5y-6\)

বা, \(y-5y = -6-6\)

বা, \(-4y = -12\)

বা, \(y = \frac{-12}{-4}\)

বা, \(y = 3\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{6y}{y+6}\)

বা, \(x = \frac{6(3)}{3+6}\)

বা, \(x = \frac{18}{9}\)

বা, \(x = 2\)

∴ নির্ণেয় সমাধান \(x = 2\) এবং \(y = 3\)

(ix) \(\frac{x+y}{xy}=2\), \(\frac{x-y}{xy}=1\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{x+y}{xy}=2\) — (i)

\(\frac{x-y}{xy}=1\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+y}{xy}=2\)

বা, \(\frac{x}{xy} + \frac{y}{xy} = 2\)

বা, \(\frac{1}{y} + \frac{1}{x} = 2\)

বা, \(\frac{1}{x} = 2 – \frac{1}{y}\)

বা, \(\frac{1}{x} = \frac{2y-1}{y}\)

বা, \(x = \frac{y}{2y-1}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x-y}{xy}=1\)

বা, \(\frac{x}{xy} – \frac{y}{xy} = 1\)

বা, \(\frac{1}{y} – \frac{1}{x} = 1\)

বা, \(\frac{1}{x} = \frac{1}{y} – 1\)

বা, \(\frac{1}{x} = \frac{1-y}{y}\)

বা, \(x = \frac{y}{1-y}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\)-এর মান তুলনা করে পাই,

\(\frac{y}{2y-1} = \frac{y}{1-y}\)

বা, \(\frac{1}{2y-1} = \frac{1}{1-y}\)

বা, \(1-y = 2y-1\)

বা, \(-y-2y = -1-1\)

বা, \(-3y = -2\)

বা, \(y = \frac{2}{3}\)

\(y\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{y}{2y-1}\)

বা, \(x = \frac{\frac{2}{3}}{2 \times \frac{2}{3} – 1}\)

বা, \(x = \frac{\frac{2}{3}}{\frac{4}{3} – 1}\)

বা, \(x = \frac{\frac{2}{3}}{\frac{1}{3}}\)

বা, \(x = \frac{2}{3} \div \frac{1}{3}\)

বা, \(x = \frac{2}{3} \times 3\)

বা, \(x = 2\)

∴ নির্ণেয় সমাধান \(x = 2\) এবং \(y = \frac{2}{3}\)

(x) \(\frac{x+y}{5} + \frac{x-y}{4} = 5\), \(\frac{x+y}{4} + \frac{x-y}{5} = 5\frac{4}{5}\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{x+y}{5} + \frac{x-y}{4} = 5\) — (i)

\(\frac{x+y}{4} + \frac{x-y}{5} = 5\frac{4}{5}\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+y}{5} + \frac{x-y}{4} = 5\)

বা, \(\frac{4(x+y)+5(x-y)}{20} = 5\)

বা, \(4x+4y+5x-5y = 100\)

বা, \(9x – y = 100\)

বা, \(9x = 100+y\)

বা, \(x = \frac{100+y}{9}\) — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+y}{4} + \frac{x-y}{5} = 5\frac{4}{5}\)

বা, \(\frac{5(x+y)+4(x-y)}{20} = \frac{29}{5}\)

বা, \(\frac{5x+5y+4x-4y}{20} = \frac{29}{5}\)

বা, \(\frac{9x+y}{20} = \frac{29}{5}\)

বা, \(5(9x+y) = 580\)

বা, \(9x+y = 116\)

বা, \(9x = 116 – y\)

বা, \(x = \frac{116-y}{9}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(x\) এর মান তুলনা করে পাই,

\(\frac{100+y}{9} = \frac{116-y}{9}\)

বা, \(100+y = 116-y\)

বা, \(100 – 116 = -y-y\)

বা, \(-16 = -2y\)

বা, \(y = \frac{16}{2}\)

বা, \(y = 8\)

\(y\) এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{100+y}{9}\)

বা, \(x = \frac{100+8}{9}\)

বা, \(x = \frac{108}{9}\)

বা, \(x = 12\)

∴ নির্ণেয় সমাধান \(x = 12\) এবং \(y = 8\)

(xi) \(\frac{4}{x} – \frac{y}{2} = -1\), \(\frac{8}{x} + 2y = 10\)

সমাধান –

প্রদত্ত সহ-সমীকরণদ্বয় হল –

\(\frac{4}{x} – \frac{y}{2} = -1\) — (i)

\(\frac{8}{x} + 2y = 10\) — (ii)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{4}{x} = \frac{y}{2} – 1\)

বা, \(\frac{4}{x} = \frac{y-2}{2}\)

বা, \(\frac{x}{4} = \frac{2}{y-2}\)

বা, \(x = \frac{8}{y-2}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iii)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{8}{x} + 2y = 10\)

বা, \(\frac{8}{x} = 10 – 2y\)

বা, \(\frac{x}{8} = \frac{1}{10-2y}\)

বা, \(x = \frac{8}{10-2y}\) [উভয়পক্ষে অনোন্যক নিয়ে পাই] — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ তুলনা করে পাই,

\(\frac{8}{y-2} = \frac{8}{10-2y}\)

বা, \(10-2y = y-2\)

বা, \(10+2 = 2y+y\)

বা, \(3y = 12\)

বা, \(y = \frac{12}{3}\)

বা, \(y = 4\)

\(y\) এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(x = \frac{8}{y-2}\)

বা, \(x = \frac{8}{4-2}\)

বা, \(x = \frac{8}{2}\)

বা, \(x = 4\)

∴ নির্ণেয় সমাধান \(x = 4\) এবং \(y = 4\)

(xii) \(2 – 2(3x-y) = 10(4-y) – 5x = 4(y-x)\)

সমাধান –

প্রদত্ত সমীকরণটি হল –

প্রথমত, \(2 – 2(3x-y) = 10(4-y) – 5x\)

দ্বিতীয়ত, \(10(4-y) – 5x = 4(y-x)\)

প্রথম সমীকরণ থেকে পাই,

\(2 – 2(3x-y) = 10(4-y) – 5x\)

বা, \(2 – 6x + 2y = 40 – 10y – 5x\)

বা, \(10y+2y = 6x-5x+40-2\)

বা, \(12y = x + 38\)

বা, \(y = \frac{x+38}{12}\) — (iii)

দ্বিতীয় সমীকরণ থেকে পাই,

\(10(4-y) – 5x = 4(y-x)\)

বা, \(40 – 10y – 5x = 4y – 4x\)

বা, \(-10y – 4y = 5x – 4x – 40\)

বা, \(-14y = x – 40\)

বা, \(y = \frac{x-40}{-14}\) — (iv)

(iii) নং ও (iv) নং সমীকরণ থেকে প্রাপ্ত \(y\) এর মান তুলনা করে পাই,

\(\frac{x+38}{12} = \frac{x-40}{-14}\)

বা, \(\frac{x+38}{6} = \frac{x-40}{-7}\)

বা, \(7(x+38) = 6(40-x)\)

বা, \(7x + 266 = 240 – 6x\)

বা, \(7x + 6x = 240 – 266\)

বা, \(13x = -26\)

বা, \(x = \frac{-26}{13}\)

বা, \(x = -2\)

\(x\)-এর প্রাপ্ত মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই,

\(y = \frac{x+38}{12}\)

বা, \(y = \frac{-2+38}{12}\)

বা, \(y = \frac{36}{12}\)

বা, \(y = 3\)

∴ নির্ণেয় সমাধান \(x = -2\) এবং \(y = 3\)


এই আর্টিকেলে নবম শ্রেণির গণিতের ‘রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)’ অধ্যায়ের ‘কষে দেখি – 5.4’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী গণিত - স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল - কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত - বৃত্তের ক্ষেত্রফল - কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17

নবম শ্রেণী গণিত – বৃত্তের পরিধি – কষে দেখি 16