নবম শ্রেণী – গণিত – রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট) – কষে দেখি 5.6

Souvick

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) নবম শ্রেণির গণিত পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় হলো ‘রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)’। এই পোস্টে ‘কষে দেখি – 5.6‘-এর সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। আশাকরি, এই নোটসগুলো তোমাদের গণিত পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।

নবম শ্রেণী - গণিত - রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট) - কষে দেখি 5.6

1. \(8x+5y = 11\), \(3x-4y = 10\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(8x+5y = 11\)

বা, \(8x+5y-11=0 \quad -(i)\)

এবং, \(3x-4y = 10\)

বা, \(3x-4y-10=0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{5(-10)-(-4)(-11)} = \frac{y}{(-11)(3)-8(-10)} = \frac{1}{8(-4)-5(3)}\)

বা, \(\frac{x}{-50-44} = \frac{y}{-33+80} = \frac{1}{-32-15}\)

বা, \(\frac{x}{-94} = \frac{y}{47} = \frac{1}{-47}\)

সুতরাং, \(\frac{x}{-94} = \frac{1}{-47}\)

বা, \(x = \frac{-94}{-47}\)

বা, \(x = 2\)

এবং, \(\frac{y}{47} = \frac{1}{-47}\)

বা, \(y = \frac{-47}{47}\)

বা, \(y = -1\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 2\) এবং \(y = -1\)।

2. \(3x -4y = 1\), \(4x = 3y +6\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(3x -4y = 1\)

বা, \(3x -4y – 1 = 0 \quad -(i)\)

এবং, \(4x = 3y +6\)

বা, \(4x – 3y – 6 = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-4)(-6)-(-3)(-1)} = \frac{y}{(-1)(4)-(3)(-6)} = \frac{1}{3(-3)-(-4)(4)}\)

বা, \(\frac{x}{24-3} = \frac{y}{-4-(-18)} = \frac{1}{-9+16}\)

বা, \(\frac{x}{21} = \frac{y}{14} = \frac{1}{7}\)

সুতরাং, \(\frac{x}{21} = \frac{1}{7}\)

বা, \(x = \frac{21}{7}\)

বা, \(x = 3\)

এবং, \(\frac{y}{14} = \frac{1}{7}\)

বা, \(y = \frac{14}{7}\)

বা, \(y = 2\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 3\), \(y = 2\)।

3. \(5x+3y = 11\), \(2x-7y = -12\)

সমাধান –

\(5x+3y = 11\)

বা, \(5x+3y-11 = 0 \quad -(i)\)

\(2x-7y = -12\)

বা, \(2x-7y+12 = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(3)(12)-(-7)(-11)} = \frac{y}{(-11)(2)-(5)(12)} = \frac{1}{5(-7)-(3)(2)}\)

বা, \(\frac{x}{36-77} = \frac{y}{-22-60} = \frac{1}{-35-6}\)

বা, \(\frac{x}{-41} = \frac{y}{-82} = \frac{1}{-41}\)

সুতরাং, \(\frac{x}{-41} = \frac{1}{-41}\)

বা, \(x = \frac{-41}{-41}\)

বা, \(x = 1\)

এবং, \(\frac{y}{-82} = \frac{1}{-41}\)

বা, \(y = \frac{-82}{-41}\)

বা, \(y = 2\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 1\), \(y = 2\)

4. \(7x-3y-31 = 0\), \(9x-5y-41 = 0\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(7x-3y-31 = 0\)

\(9x-5y-41 = 0\)

বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-3)(-41)-(-31)(-5)} = \frac{y}{(-31)(9)-(7)(-41)} = \frac{1}{7(-5)-(-3)(9)}\)

বা, \(\frac{x}{123-155} = \frac{y}{-279+287} = \frac{1}{-35+27}\)

বা, \(\frac{x}{-32} = \frac{y}{8} = \frac{1}{-8}\)

সুতরাং, \(\frac{x}{-32} = \frac{1}{-8}\)

বা, \(x = \frac{-32}{-8}\)

বা, \(x = 4\)

এবং, \(\frac{y}{8} = \frac{1}{-8}\)

বা, \(y = \frac{8}{-8}\)

বা, \(y = -1\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 4\), \(y = -1\)।

5. \(\frac{x}{6} – \frac{y}{3} = \frac{x}{12} – \frac{2y}{3} = 4\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{x}{6} – \frac{y}{3} = 4 \quad -(i)\)

\(\frac{x}{12} – \frac{2y}{3} = 4 \quad -(ii)\)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x}{6} – \frac{y}{3} = 4\)

বা, \(\frac{x-2y}{6} = 4\)

বা, \(x-2y = 24\)

বা, \(x -2y -24 = 0 \quad -(iii)\)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x}{12} – \frac{2y}{3} = 4\)

বা, \(\frac{x-8y}{12} = 4\)

বা, \(x- 8y = 48\)

বা, \(x -8y -48 = 0 \quad -(iv)\)

(iii) নং ও (iv) নং সমীকরণকে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-2)(-48)-(-24)(-8)} = \frac{y}{(-24)(1)-1(-48)} = \frac{1}{1(-8)-(-2)(1)}\)

বা, \(\frac{x}{96-192} = \frac{y}{-24+48} = \frac{1}{-8+2}\)

বা, \(\frac{x}{-96} = \frac{y}{24} = \frac{1}{-6}\)

সুতরাং, \(\frac{x}{-96} = \frac{1}{-6}\)

বা, \(x = \frac{-96}{-6}\)

বা, \(x = 16\)

এবং, \(\frac{y}{24} = \frac{1}{-6}\)

বা, \(y = \frac{24}{-6}\)

বা, \(y = -4\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 16\), \(y = -4\)।

6. \(\frac{x}{5} + \frac{y}{3} = \frac{x}{4} – \frac{y}{3} – \frac{3}{20} = 0\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{x}{5} + \frac{y}{3} = \frac{x}{4} – \frac{y}{3} – \frac{3}{20} = 0\)\(\therefore \frac{x}{5} + \frac{y}{3} = 0\)

বা, \(\frac{3x+5y}{15} = 0\)

বা, \(3x+5y = 0 \quad -(i)\)

এবং, \(\frac{x}{4} – \frac{y}{3} – \frac{3}{20} = 0\)

বা, \(\frac{15x-20y-9}{60} = 0\)

বা, \(15x -20y – 9 = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণ দ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(5)(-9)-(0)(-20)} = \frac{y}{(0)(15)-3(-9)} = \frac{1}{3(-20)-(5)(15)}\)

বা, \(\frac{x}{-45} = \frac{y}{27} = \frac{1}{-60-75}\)

বা, \(\frac{x}{-45} = \frac{y}{27} = \frac{1}{-135}\)

সুতরাং, \(\frac{x}{-45} = \frac{1}{-135}\)

বা, \(x = \frac{-45}{-135}\)

বা, \(x = \frac{1}{3}\)

এবং, \(\frac{y}{27} = \frac{1}{-135}\)

বা, \(y = \frac{27}{-135}\)

বা, \(y = -\frac{1}{5}\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = \frac{1}{3}\), \(y = -\frac{1}{5}\)।

7. \(\frac{x+2}{7} + \frac{y-x}{4} = 2x – 8\), \(\frac{2y-3x}{3} + 2y = 3x + 4\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{x+2}{7} + \frac{y-x}{4} = 2x – 8 \quad -(i)\)

\(\frac{2y-3x}{3} + 2y = 3x + 4 \quad -(ii)\)

(i) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{x+2}{7} + \frac{y-x}{4} = 2x – 8\)

বা, \(\frac{4(x+2)+7(y-x)}{28} = 2x-8\)

বা, \(\frac{4x+8+7y-7x}{28} = 2x -8\)

বা, \(7y -3x +8 = 28(2x-8)\)

বা, \(7y -3x +8 = 56x – 224\)

বা, \(-3x -56x +7y = -8 -224\)

বা, \(-59x +7y = -232\)

বা, \(59x -7y – 232 = 0 \quad -(iii)\)

(ii) নং সমীকরণ থেকে পাই,

\(\frac{2y-3x}{3} + 2y = 3x + 4\)

বা, \(\frac{2y-3x+6y}{3} = 3x +4\)

বা, \(8y -3x = 9x +12\)

বা, \(8y -3x -9x = 12\)

বা, \(8y – 12x = 12\)

বা, \(2y -3x = 3\)

বা, \(3x -2y +3 = 0 \quad -(iv)\)

(iii) নং ও (iv) নং সমীকরণ দ্বয়কে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-7)(3)-(-232)(-2)} = \frac{y}{(-232)(3)-(59)(3)} = \frac{1}{(59)(-2)-(-7)(3)}\)

বা, \(\frac{x}{-21-464} = \frac{y}{-696-177} = \frac{1}{-118+21}\)

বা, \(\frac{x}{-485} = \frac{y}{-873} = \frac{1}{-97}\)

সুতরাং, \(\frac{x}{-485} = \frac{1}{-97}\)

বা, \(x = \frac{-485}{-97}\)

বা, \(x = 5\)

এবং, \(\frac{y}{-873} = \frac{1}{-97}\)

বা, \(y = \frac{-873}{-97}\)

বা, \(y = 9\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 5\), \(y = 9\)।

8. \(x+5y = 36\), \(\frac{x+y}{x-y} = \frac{5}{3}\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(x+5y = 36\)

বা, \(x+5y -36 = 0 \quad -(i)\)

এবং, \(\frac{x+y}{x-y} = \frac{5}{3}\)

বা, \(3(x+y) = 5(x-y)\)

বা, \(3x+3y = 5x -5y\)

বা, \(3x -5x = -5y-3y\)

বা, \(-2x = -8y\)

বা, \(x = 4y\)

বা, \(x-4y = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(5)(0)-(-36)(-4)} = \frac{y}{(-36)(1)-(1)(0)} = \frac{1}{(1)(-4)-(5)(1)}\)

বা, \(\frac{x}{-144} = \frac{y}{-36} = \frac{1}{-9}\)

সুতরাং, \(\frac{x}{-144} = \frac{1}{-9}\)

বা, \(x = \frac{-144}{-9}\)

বা, \(x = 16\)

এবং, \(\frac{y}{-36} = \frac{1}{-9}\)

বা, \(y = \frac{-36}{-9}\)

বা, \(y = 4\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 16\), \(y = 4\)।

9. \(13x -12y +15 = 0\), \(8x -7y = 0\)

সমাধান –

\(13x -12y +15 = 0\)

\(8x -7y = 0\)

বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-12)(0)-(15)(-7)} = \frac{y}{(15)(8)-(13)(0)} = \frac{1}{(13)(-7)-(-12)(8)}\)

বা, \(\frac{x}{105} = \frac{y}{120} = \frac{1}{5}\)

সুতরাং, \(\frac{x}{105} = \frac{1}{5}\)

বা, \(x = \frac{105}{5}\)

বা, \(x = 21\)

এবং, \(\frac{y}{120} = \frac{1}{5}\)

বা, \(y = \frac{120}{5}\)

বা, \(y = 24\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = 21\), \(y = 24\)।

10. \(x+y = 2b\), \(x-y = 2a\)

সমাধান –

\(x+y = 2b\)

বা, \(x +y -2b = 0 \quad -(i)\)

\(x-y=2a\)

বা, \(x -y-2a = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{1(-2a)-(-2b)(-1)} = \frac{y}{(-2b)(1)-(1)(-2a)} = \frac{1}{1(-1)-(1)(1)}\)

বা, \(\frac{x}{-2a-2b} = \frac{y}{-2b+2a} = \frac{1}{-1-1}\)

বা, \(\frac{x}{-2(a+b)} = \frac{y}{-2(b-a)} = \frac{1}{-2}\)

সুতরাং, \(\frac{x}{-2(a+b)} = \frac{1}{-2}\)

বা, \(x = \frac{-2(a+b)}{-2}\)

বা, \(x = (a+b)\)

এবং, \(\frac{y}{-2(b-a)} = \frac{1}{-2}\)

বা, \(y = \frac{-2(b-a)}{-2}\)

বা, \(y = (b-a)\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = (a+b)\), \(y = (b-a)\)।

11. \(x -y = 2a\), \(ax+by = a^2+b^2\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(x -y = 2a\)

বা, \(x -y -2a = 0 \quad -(i)\)

এবং, \(ax+by =a^2+b^2\)

বা, \(ax+by -(a^2+b^2) = 0 \quad -(ii)\)

এখন, (i) ও (ii) নং সমীকরণ দুটিকে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{(-1)\{-(a^2+b^2)\}-(-2a)(b)} = \frac{y}{(-2a)(a)-(1)\{-(a^2+b^2)\}} = \frac{1}{1(b)-(-1)(a)}\)

বা, \(\frac{x}{(a^2+b^2)+2ab} = \frac{y}{-2a^2+a^2+b^2} = \frac{1}{b+a}\)

বা, \(\frac{x}{(a+b)^2} = \frac{y}{b^2-a^2} = \frac{1}{b+a}\)

বা, \(\frac{x}{(a+b)^2} = \frac{y}{(b+a)(b-a)} = \frac{1}{b+a}\)

সুতরাং, \(\frac{x}{(a+b)^2} = \frac{1}{b+a}\)

বা, \(x = \frac{(a+b)^2}{(a+b)}\)

বা, \(x = (a+b)\)

এবং, \(\frac{y}{b^2-a^2} = \frac{1}{b+a}\)

বা, \(y = \frac{b^2-a^2}{(b+a)}\)

বা, \(y = \frac{(b+a)(b-a)}{(b+a)}\)

বা, \(y = (b-a)\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = (a+b)\), \(y = (b-a)\)।

12. \(\frac{x}{a} + \frac{y}{b} = 2\), \(ax – by = a^2 – b^2\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(\frac{x}{a} + \frac{y}{b} = 2\)

বা, \(\frac{bx+ay}{ab} = 2\)

বা, \(bx + ay – 2ab = 0 \quad -(i)\)

এবং, \(ax – by = a^2 – b^2\)

বা, \(ax – by – (a^2 – b^2) = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{a\{-(a^2-b^2)\} – (-2ab)(-b)} = \frac{y}{(-2ab)(a) – b\{-(a^2-b^2)\}} = \frac{1}{b(-b) – a(a)}\)

বা, \(\frac{x}{-a^3+ab^2-2ab^2} = \frac{y}{-2a^2b+a^2b-b^3} = \frac{1}{-b^2-a^2}\)

বা, \(\frac{x}{-a^3-ab^2} = \frac{y}{-a^2b-b^3} = \frac{1}{-(b^2+a^2)}\)

বা, \(\frac{x}{-a(a^2+b^2)} = \frac{y}{-b(a^2+b^2)} = \frac{1}{-(b^2+a^2)}\)

সুতরাং, \(\frac{x}{-a(a^2+b^2)} = \frac{1}{-(b^2+a^2)}\)

বা, \(x = \frac{-a(a^2+b^2)}{-(b^2+a^2)}\)

বা, \(x = a\)

এবং, \(\frac{y}{-b(a^2+b^2)} = \frac{1}{-(b^2+a^2)}\)

বা, \(y = \frac{-b(a^2+b^2)}{-(b^2+a^2)}\)

বা, \(y = b\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = a\), \(y = b\)।

13. \(ax + by = 1\), \(bx + ay = \frac{2ab}{a^2+b^2}\)

সমাধান –

প্রদত্ত সমীকরণদ্বয় হল –

\(ax + by = 1\)

বা, \(ax + by – 1 = 0 \quad -(i)\)

এবং, \(bx + ay = \frac{2ab}{a^2+b^2}\)

বা, \(b(a^2+b^2)x + a(a^2+b^2)y = 2ab\)

বা, \(b(a^2+b^2)x + a(a^2+b^2)y – 2ab = 0 \quad -(ii)\)

(i) নং ও (ii) নং সমীকরণদ্বয়কে বজ্রগুণন করে পাই,

বজ্রগুণনের পদ্ধতি-রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)-নবম শ্রেণী-গণিত
\(\frac{x}{b(-2ab) – (-1)a(a^2+b^2)} = \frac{y}{(-1)b(a^2+b^2) – a(-2ab)} = \frac{1}{a \cdot a(a^2+b^2) – b \cdot b(a^2+b^2)}\)

বা, \(\frac{x}{-2ab^2 + a^3 + ab^2} = \frac{y}{-ba^2 – b^3 + 2a^2b} = \frac{1}{a^4 + a^2b^2 – b^2a^2 – b^4}\)

বা, \(\frac{x}{a^3 – ab^2} = \frac{y}{-b^3 + a^2b} = \frac{1}{a^4 – b^4}\)

বা, \(\frac{x}{a(a^2-b^2)} = \frac{y}{b(a^2-b^2)} = \frac{1}{(a^2-b^2)(a^2+b^2)}\)

সুতরাং, \(\frac{x}{a(a^2-b^2)} = \frac{1}{(a^2-b^2)(a^2+b^2)}\)

বা, \(x = \frac{a(a^2-b^2)}{(a^2-b^2)(a^2+b^2)}\)

বা, \(x = \frac{a}{a^2+b^2}\)

এবং, \(\frac{y}{b(a^2-b^2)} = \frac{1}{(a^2-b^2)(a^2+b^2)}\)

বা, \(y = \frac{b(a^2-b^2)}{(a^2-b^2)(a^2+b^2)}\)

বা, \(y = \frac{b}{a^2+b^2}\)

\(\therefore\) নির্ণেয় সমাধান \(x = \frac{a}{a^2+b^2}\), \(y = \frac{b}{a^2+b^2}\)।


এই আর্টিকেলে নবম শ্রেণির গণিতের ‘রৈখিক সহসমীকরণ (দুই চল বিশিষ্ট)’ অধ্যায়ের ‘কষে দেখি – 5.6’-এর সমস্ত গাণিতিক সমস্যার সমাধান তুলে ধরা হয়েছে। আশা করি, এই পোস্টটি আপনাদের বা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

কোনো প্রশ্ন, মতামত বা সাহায্যের প্রয়োজন হলে নিচে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।

Please Share This Article

Related Posts

নবম শ্রেণী গণিত - স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল - কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত - বৃত্তের ক্ষেত্রফল - কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল – কষে দেখি 20

নবম শ্রেণী গণিত – স্থানাঙ্ক জ্যামিতি : সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত – কষে দেখি 19

নবম শ্রেণী গণিত – বৃত্তের ক্ষেত্রফল – কষে দেখি 18

নবম শ্রেণী গণিত – সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য – কষে দেখি 17

নবম শ্রেণী গণিত – বৃত্তের পরিধি – কষে দেখি 16