এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

জলপ্রপাত, যা waterfall নামেও পরিচিত, নদীর প্রবাহের একটি মনোমুগ্ধকর দৃশ্য। নদীর দৈর্ঘ্য বরাবর যখন ঢালের পরিবর্তন হঠাৎ ঘটে, তখন জলস্রোত প্রবল বেগে খাড়া ঢালের উপর থেকে নিচে আছড়ে পড়ে। এই আছড়ে পড়ার ফলেই জলপ্রপাতের সৃষ্টি হয়।

কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

নানা কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে –

  • কঠিন ও কোমল শিলা – নদীর চলার পথে নরম ও কঠিন শিলা থাকলে নরম শিলা বেশি ক্ষয়ে গিয়ে নীচু হয়ে যায়। কঠিন শিলা উঁচু হয়ে থাকে। নদী উঁচু থেকে নীচুতে জল পড়ে জলপ্রপাত তৈরি করে।
  •  চ্যুতি সৃষ্টি – নদীর প্রবাহপথে চ্যুতি সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে পারে।
  • মালভূমির প্রান্তভাগ – মালভূমির প্রান্তভাগে নদী খাড়াভাবে নেমে এলে সেখানে জলপ্রপাত তৈরি হতে পারে।
  • ঝুলন্ত উপত্যকা – ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে জল নেমে এলে জলপ্রপাত গঠিত হয়।
  • লাভাস্রোত – নদীর প্রবাহপথে লাভাস্রোত বেরিয়ে এলে ওই লাভা উঁচু হয়ে শিখর গঠন করে। ওই উঁচু শিখর থেকে জল নীচে লাফিয়ে পড়ে।

আরও পড়ুন – জলপ্রপাত পশ্চাদপসারণ করে কেন?

জলপ্রপাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

জলপ্রপাত কাকে বলে?

নদীর দৈর্ঘ্য বরাবর হঠাৎ ঢালের পরিবর্তন হলে জলস্রোত খাড়া ঢালের উপর প্রবল বেগে উপর থেকে নিচে আছড়ে পড়ে, একে জলপ্রপাত বা waterfall বলে।

পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি?

ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত। এর উচ্চতা ৯৭৯ মিটার (৩,২১২ ফুট)।

জলপ্রপাতের পশ্চাদপসরণ কী?

জলপ্রপাতের পশ্চাদপসরণ বলতে জলপ্রপাতের অবস্থান ধীরে ধীরে পিছনের দিকে সরে যাওয়াকে বোঝায়। এর ফলে জলপ্রপাতের উচ্চতা ও প্রস্থ কমে যায়।

পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত কোনটি?

খোন (khone) বা গ্রেট র‍্যাপিডস্ (Great Rapids) জলপ্রপাত পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। এটি লাওস দেশে মেকং নদীতে অবস্থিত এবং 10.8 কিমি চওড়া।

পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি?

নায়াগ্রা (Niagara falls) জলপ্রপাত পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত হিসেবে বিবেচিত। এটি U.S.A ও কানাডা সীমান্তে সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত।

পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত কোনটি?

ইগুয়াজু (Iguazu Falls) জলপ্রপাত পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত। এটি ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত এবং 2.7 কিমি বিস্তৃত।

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

কুঞ্চিকল জলপ্রপাত (kunchikal falls) ভারতের উচ্চতম জলপ্রপাত। এটি কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর উপর অবস্থিত এবং 455 মিটার উঁচু।

Share via:

মন্তব্য করুন