কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

Rahul

জলপ্রপাত, যা waterfall নামেও পরিচিত, নদীর প্রবাহের একটি মনোমুগ্ধকর দৃশ্য। নদীর দৈর্ঘ্য বরাবর যখন ঢালের পরিবর্তন হঠাৎ ঘটে, তখন জলস্রোত প্রবল বেগে খাড়া ঢালের উপর থেকে নিচে আছড়ে পড়ে। এই আছড়ে পড়ার ফলেই জলপ্রপাতের সৃষ্টি হয়।

কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

কী কী কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে?

নানা কারণে জলপ্রপাত সৃষ্টি হতে পারে –

  • কঠিন ও কোমল শিলা – নদীর চলার পথে নরম ও কঠিন শিলা থাকলে নরম শিলা বেশি ক্ষয়ে গিয়ে নীচু হয়ে যায়। কঠিন শিলা উঁচু হয়ে থাকে। নদী উঁচু থেকে নীচুতে জল পড়ে জলপ্রপাত তৈরি করে।
  •  চ্যুতি সৃষ্টি – নদীর প্রবাহপথে চ্যুতি সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত সৃষ্টি হতে পারে।
  • মালভূমির প্রান্তভাগ – মালভূমির প্রান্তভাগে নদী খাড়াভাবে নেমে এলে সেখানে জলপ্রপাত তৈরি হতে পারে।
  • ঝুলন্ত উপত্যকা – ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে জল নেমে এলে জলপ্রপাত গঠিত হয়।
  • লাভাস্রোত – নদীর প্রবাহপথে লাভাস্রোত বেরিয়ে এলে ওই লাভা উঁচু হয়ে শিখর গঠন করে। ওই উঁচু শিখর থেকে জল নীচে লাফিয়ে পড়ে।

আরও পড়ুন – জলপ্রপাত পশ্চাদপসারণ করে কেন?

জলপ্রপাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

জলপ্রপাত কাকে বলে?

নদীর দৈর্ঘ্য বরাবর হঠাৎ ঢালের পরিবর্তন হলে জলস্রোত খাড়া ঢালের উপর প্রবল বেগে উপর থেকে নিচে আছড়ে পড়ে, একে জলপ্রপাত বা waterfall বলে।

পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি?

ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত। এর উচ্চতা ৯৭৯ মিটার (৩,২১২ ফুট)।

জলপ্রপাতের পশ্চাদপসরণ কী?

জলপ্রপাতের পশ্চাদপসরণ বলতে জলপ্রপাতের অবস্থান ধীরে ধীরে পিছনের দিকে সরে যাওয়াকে বোঝায়। এর ফলে জলপ্রপাতের উচ্চতা ও প্রস্থ কমে যায়।

পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত কোনটি?

খোন (khone) বা গ্রেট র‍্যাপিডস্ (Great Rapids) জলপ্রপাত পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত। এটি লাওস দেশে মেকং নদীতে অবস্থিত এবং 10.8 কিমি চওড়া।

পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি?

নায়াগ্রা (Niagara falls) জলপ্রপাত পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত হিসেবে বিবেচিত। এটি U.S.A ও কানাডা সীমান্তে সেন্ট লরেন্স নদীর উপর অবস্থিত।

পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত কোনটি?

ইগুয়াজু (Iguazu Falls) জলপ্রপাত পৃথিবীর সর্বাধিক বিস্তৃত জলপ্রপাত। এটি ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে অবস্থিত এবং 2.7 কিমি বিস্তৃত।

ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

কুঞ্চিকল জলপ্রপাত (kunchikal falls) ভারতের উচ্চতম জলপ্রপাত। এটি কর্ণাটক রাজ্যের ভারাহি নদীর উপর অবস্থিত এবং 455 মিটার উঁচু।

Please Share This Article

Related Posts

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য লেখো।

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

আলোক কেন্দ্র কাকে বলে? অথবা, পাতলা লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?

আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

আলোর বিক্ষেপণ কাকে বলে? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন?

আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের মধ্যে পার্থক্য

আলোক কেন্দ্র কাকে বলে? আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব

উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে? উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা