আজকের আর্টিকেলে আমরা নবম শ্রেণীর ইংরেজির তৃতীয় অধ্যায় ‘Autumn’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করবো। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘Autumn’ কবিতাটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে।
Autumn – ইংরেজি উচ্চারণ
আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস
দ্য কেসমেন্ট অল ডে,
অ্যান্ড ফ্রম দ্য মসি এল্ম-ট্রি টেকস
দ্য ফেডেড লিভস অ্যাওয়ে,
টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন
উইথ থাউজেন্ড আদারস ডাউন দ্য লেন।
আই লাভ টু সি দ্য শেকিং টুইগ
ডান্স টিল দ্য শাট অফ ইভ,
দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ,
হুজ চার্প উড মেক বিলিভ
দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই
ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই।
আই লাভ টু সি দ্য কটেজ স্মোক
কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ,
দ্য পিজিয়নস নেসেল্ড রাউন্ড দ্য কোট
অন ডাল নভেম্বর ডেজ লাইক দিজ;
দ্য কক আপন দ্য ডাং-হিল ক্রোইং,
দ্য মিল সেইলস অন দ্য হিথ আ-গোইং।
দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেনস ব্রেস্ট
ফলস অন দ্য স্টাবল লি,
দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট
ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি;
দ্য গ্রান্টিং পিগস, দ্যাট ওয়েট ফর অল,
স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়্যার দে ফল।
Autumn – বঙ্গানুবাদ
আমি ভালোবাসি এলোমেলো দমকা হাওয়া যা নাড়ায়
জানালার পাল্লা দিনভর,
সার শ্যাওলামাখা এল্ম-গাছ থেকে উড়িয়ে নিয়ে যায়
রাশিরাশি পাতা বিবর্ণ ধূসর,
জানালার ধারে তাদের আবর্তিত করে
অন্য হাজারের সাথে গলিপথ ধরে।
আমি দেখতে ভালোবাসি দোদুল্যমান কুটো
সন্ধ্যা রুদ্ধ হওয়া পর্যন্ত নৃত্যরত
কুঁড়েঘরের চালের ওপর চড়াই পাখিরা,
যাদের কলতান করে তোলে কল্পিত
যে বসন্ত যেন খুনসুটি করছে সবে
গ্রীষ্মের কোলে, ফুলেদের সাথে জিরোবে বলে।
আমি ভালোবাসি দেখতে কুঁড়েঘরের ধোঁয়া কুন্ডলী পাকায়
নিষ্পত্র গাছগুলির মধ্যে দিয়ে ওঠে ওপরপানে,
পায়রারা গুটিশুটি তাদের বাসায়
নভেম্বরের এই নিষ্প্রভ দিনে;
আস্তাকুঁড়ের ওপর মোরগ করছে গান,
পেষাই কল পাল তুলে যেন তৃণভূমিতে চলমান।
দাঁড়কাকের বুক থেকে পালক খসে পড়ে
খোঁচা খোঁচা ঘাসভরা প্রান্তরে,
বুড়ো কাকের বাসার কাছে ওকফল
পড়ে গাছ থেকে নিচে টুপটাপ;
ঘোঁতঘোঁতে শুয়োরেরা, করে সবের অপেক্ষা,
গুঁতোগুঁতি হুড়োহুড়ি করে তারা যেখানেই পড়ে।
আজকে আমরা আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইংরেজির তৃতীয় অধ্যায় ‘Autumn’ এর ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় নবম শ্রেণীর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই আসে। এই বঙ্গানুবাদ ও ইংরেজি উচ্চারণ তোমাদের ‘Autumn’ কবিতাটি সম্পর্কে জানতে ও বুঝতে সাহায্য করবে। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের জন্য খুবই উপকারী হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকে, আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি তোমার প্রিয়জনের সাথে শেয়ার করো, যার এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।