আজকে আমরা এই আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, “উনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত” এর প্রশ্ন কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

সঠিক উত্তর নির্বাচন করো।
ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত –
- ভার্সাই সম্মেলন
- ভিয়েনা সম্মেলন
- জেনেভা সম্মেলন
- বান্দুং সম্মেলন
উত্তর – 2. ভিয়েনা সম্মেলন
ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়ার প্রতিনিধি ছিলেন –
- মুসোলিনি
- মেটারনিখ
- হিটলার
- ম্যাৎসিনি
উত্তর – 2. মেটারনিখ
ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধিত্ব করেন –
- হার্ডেনবার্গ
- ফ্রেডরিখ উইলিয়ম
- তৃতীয় ফ্রেডরিখ
- তালেরাঁ
উত্তর – 1. হার্ডেনবার্গ
ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল –
- 3টি
- 4টি
- 5টি
- 1টি
উত্তর – 1. 3টি
‘ন্যায্য অধিকার নীতির’ মূল কথা হল –
- সকলকে সমান অধিকার প্রদান
- আইনগত অধিকার প্রদান
- ফরাসি বিপ্লবের পূর্বকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা
- উপরের কোনোটিই নয়
উত্তর – 3. ফরাসি বিপ্লবের পূর্বকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা
‘বুন্ড’ বা রাজ্য সমবায় গঠিত হয়েছিল –
- ফ্রান্সে
- ইংল্যান্ডে
- জার্মানিতে
- প্রাশিয়ায়
উত্তর – 3. জার্মানিতে
ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে উঠতে না পারে সেজন্য ফ্রান্সের প্রতি প্রয়োগ করা হয়েছিল –
- ক্ষতিপূরণ নীতি
- ন্যায্য অধিকার নীতি
- শক্তিসাম্য নীতি
- সহাবস্থান নীতি
উত্তর – 3. শক্তিসাম্য নীতি
‘শক্তিসাম্য নীতি’ অনুসারে ফরাসি ভূখণ্ডে নিয়োজিত হয় –
- ব্রিটিশ সেনা
- ফরাসি সেনা
- জার্মান সেনা
- মিত্রপক্ষের সেনা
উত্তর – 4. মিত্রপক্ষের সেনা
ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের আগ্রাসন বন্ধ করার জন্য –
- ফ্রান্সের অর্থ কেড়ে নেওয়া হয়
- ফ্রান্সের সীমানাকে বিপ্লবপূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয়
- ফ্রান্সের সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়
- ফ্রান্সের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হয়
উত্তর – 2. ফ্রান্সের সীমানাকে বিপ্লবপূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয়
‘শক্তিসাম্য নীতি’ অনুসারে ফ্রান্স ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় –
- 70 কোটি ফ্রাঙ্ক
- 80 কোটি ফ্রাঙ্ক
- 90 কোটি ফ্রাঙ্ক
- 100 কোটি ফ্রাঙ্ক
উত্তর – 1. 70 কোটি ফ্রাঙ্ক
ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে সবচেয়ে লাভবান হয়েছিল –
- ইংল্যান্ড
- অস্ট্রিয়া
- রাশিয়া
- প্রাশিয়া
উত্তর – 1. ইংল্যান্ড
আই-লা-স্যাপেল কংগ্রেস অনুষ্ঠিত হ য়-
- 1818 খ্রিস্টাব্দে
- 1819 খ্রিস্টাব্দে
- 1820 খ্রিস্টাব্দে
- 1821 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1818 খ্রিস্টাব্দে
ট্রপো বৈঠক আহুত হয় –
- 1820 খ্রিস্টাব্দে
- 1821 খ্রিস্টাব্দে
- 1822 খ্রিস্টাব্দে
- 1823 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1820 খ্রিস্টাব্দে
শক্তি সমবায়ের তৃতীয় বৈঠক হয়েছিল –
- ফ্রান্সে
- অস্ট্রিয়ায়
- হল্যান্ডে
- লাইব্যাকে
উত্তর – 4. লাইব্যাকে
ভেরেনা বৈঠক অনুষ্ঠিত হয়-
- 1820 খ্রিস্টাব্দে
- 1821 খ্রিস্টাব্দে
- 1822 খ্রিস্টাব্দে
- 1823 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1822 খ্রিস্টাব্দে
ভেরেনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন –
- ভিক্টোরিয়া
- ক্যাসালরি
- প্রথম চার্লস
- ডিউক অফ ওয়েলিংটন
উত্তর – 4. ডিউক অফ ওয়েলিংটন
মনরো ছিলেন –
- ব্রিটিশ প্রধানমন্ত্রী
- মার্কিন রাষ্ট্রপতি
- ফরাসি রাষ্ট্রদূত
- রুশ জার
উত্তর – 2. মার্কিন রাষ্ট্রপতি
“আমেরিকা শুধুমাত্র আমেরিকাবাসীর জন্য” – এই বিখ্যাত উক্তিটি করেন –
- ওয়াশিংটন
- ক্লিনটন
- ক্লিমেন্ট এটলি
- জেমস মনরো
উত্তর – 4. জেমস মনরো
মনরো ঘোষণা প্রকাশিত হয় –
- 1819 খ্রিস্টাব্দে
- 1821 খ্রিস্টাব্দে
- 1823 খ্রিস্টাব্দে
- 1831 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1823 খ্রিস্টাব্দে
সেন্ট পিটারসবার্গ বৈঠক অনুষ্ঠিত হয় –
- 1822 খ্রিস্টাব্দে
- 1823 খ্রিস্টাব্দে
- 1825 খ্রিস্টাব্দে
- 1826 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1825 খ্রিস্টাব্দে
শক্তি সমবায়ের পতন ঘটে –
- জানুয়ারি, 1825 খ্রিস্টাব্দে
- মে, 1825 খ্রিস্টাব্দে
- মে, 1826 খ্রিস্টাব্দে
- জুন, 1826 খ্রিস্টাব্দে
উত্তর – 2. মে, 1825 খ্রিস্টাব্দে
‘কনসার্ট অফ ইউরোপ’ স্থায়ী হয়েছিল-
- 8 বছর
- 10 বছর
- 20 বছর
- 40 বছর
উত্তর – 2. 10 বছর
1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় –
- নেপোলিয়নের যুগ
- যুদ্ধের যুগ
- বিপ্লবের যুগ
- মেটারনিখের যুগ
উত্তর – 4. মেটারনিখের যুগ
মেটারনিখ অস্ট্রিয়া সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োগ করেন-
- দমনমূলক আলোচনা
- প্রতিরক্ষা বলয়
- রক্ষণশীল নীতি
- উপরের সবকটিই
উত্তর – 3. রক্ষণশীল নীতি
মেটারনিখ বিপ্লবের কণ্ঠরোধ করার জন্য প্রয়োগ করেন –
- গ্রেফতার নীতি
- স্বৈরাচারী নীতি
- দমননীতি
- প্রতিরক্ষা বলয়
উত্তর – 3. দমননীতি
সমগ্র ইউরোপে উদারনীতি ও জাতীয়তাবাদকে প্রতিহত করার জন্য মেটারনিখ গঠন করেন –
- প্রতিরক্ষা বলয়
- আত্মরক্ষা বলয়
- নিরাপত্তা বলয়
- উপরের কোনোটিই নয়
উত্তর – 1. প্রতিরক্ষা বলয়
‘মধ্যবিত্তশ্রেণির উত্থান হল এক নৈতিক ক্ষত’ (moral gangrene) – এই মত পোষণ করতেন –
- বিসমার্ক
- দ্বিতীয় আলেকজান্ডার
- মেটারনিখ
- অষ্টাদশ লুই
উত্তর – 3. মেটারনিখ
মেটারনিখ ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন –
- 1818 খ্রিস্টাব্দে
- 1819 খ্রিস্টাব্দে
- 1820 খ্রিস্টাব্দে
- 1821 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1819 খ্রিস্টাব্দে
বুরশেনস্যাফট (Burschenschaften) ছিল জার্মানির একটি –
- বিশ্ববিদ্যালয়
- গুপ্ত সমিতি
- সংবাদপত্র
- ছাত্র সংগঠন
উত্তর – 4. ছাত্র সংগঠন
মেটারনিখ পদ্ধতি ব্যর্থ হয়েছিল তাঁর –
- কুসংস্কার ও বিদেশনীতির জন্য
- অমিতব্যয়িতা ও ভ্রান্তনীতির জন্য
- নেতিবাচক ও সংস্কারবিমুখতার জন্য
- কুসংস্কার ও ভ্রান্তনীতির জন্য
উত্তর – 3. নেতিবাচক ও সংস্কারবিমুখতার জন্য
‘পুনঃপ্রতিষ্ঠার যুগ’ বলা হয় –
- 1814 খ্রিস্টাব্দকে
- 1820 খ্রিস্টাব্দকে
- 1821 খ্রিস্টাব্দকে
- 1822 খ্রিস্টাব্দকে
উত্তর – 1. 1814 খ্রিস্টাব্দকে
দশম চার্লস উপাধি নেন –
- অষ্টাদশ লুই
- মেটারনিখ
- ডিউক অফ আর্টয়েস
- লুই ফিলিপ
উত্তর – 3. ডিউক অফ আর্টয়েস
দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী ছিলেন –
- রিশল্যু
- পলিগন্যাক্
- দেকাজে
- ভিলিল
উত্তর – 2. পলিগন্যাক্
জুলাই বিপ্লব হয়েছিল –
- 1830 খ্রিস্টাব্দে
- 1835 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
- 1942 খ্রিস্টাব্দে
উত্তর – 1. 1830 খ্রিস্টাব্দে
জুলাই বিপ্লব হয়েছিল –
- পঞ্চম চার্লসের আমলে
- দশম চার্লসের আমলে
- অষ্টাদশ লুই-এর আমলে
- প্রথম চার্লসের আমলে
উত্তর – 2. দশম চার্লসের আমলে
‘রক্ষণশীল বিপ্লব’ বলা হয় –
- ফরাসি বিপ্লবকে
- জুলাই বিপ্লবকে
- ফেব্রুয়ারি বিপ্লবকে
- রুশ বিপ্লবকে
উত্তর – 2. জুলাই বিপ্লবকে
জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন –
- হিটলার
- নেপোলিয়ন
- দশম চার্লস
- থিয়ার্স
উত্তর – 4. থিয়ার্স
যাঁর রাজত্বকালকে ‘জুলাই রাজতন্ত্র’ বলা হয় তিনি হলেন –
- অষ্টাদশ লুই
- দশম চার্লস
- লুই ফিলিপ
- ষোড়শ লুই
উত্তর – 3. লুই ফিলিপ
যে কারণে লুই ফিলিপের রাজত্বকাল বিখ্যাত তা হল –
- জুলাই বিপ্লব
- ফেব্রুয়ারি বিপ্লব
- হত্যাকাণ্ড
- শাসনসংস্কার
উত্তর – 2. ফেব্রুয়ারি বিপ্লব
ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয় –
- 1789 খ্রিস্টাব্দে
- 1830 খ্রিস্টাব্দে
- 1848 খ্রিস্টাব্দে
- 1852 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1848 খ্রিস্টাব্দে
‘অর্ধ বিপ্লব’ বলা হয় –
- ফরাসি বিপ্লবকে
- জুলাই বিপ্লবকে
- ফেব্রুয়ারি বিপ্লবকে
- আমেরিকার স্বাধীনতা যুদ্ধকে
উত্তর – 3. ফেব্রুয়ারি বিপ্লবকে
লুই কসুথ ছিলেন –
- ইটালির নেতা
- জার্মানির নেতা
- ফ্রান্সের নেতা
- হাঙ্গেরির নেতা
উত্তর – 1. ইটালির নেতা
ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতি অনুসারে ‘ভৌগোলিক সংজ্ঞা’-য় পরিণত হয় –
- জার্মানি
- স্পেন
- ফ্রান্স
- ইটালি
উত্তর – 4. ইটালি
‘রিসঅর্গিমেন্টো’ (Risorgimento) কথাটি যুক্ত –
- ইটালির সঙ্গে
- জার্মানির সঙ্গে
- হাঙ্গেরির সঙ্গে
- গ্রিসের ঐক্য আন্দোলনের সঙ্গে
উত্তর – 1. ইটালির সঙ্গে
‘কার্বোনারি’ কথার অর্থ হল-
- অত্যাচারী
- জ্বলন্ত অঙ্গারবাহী
- সন্ত্রাসবাদী
- আইনজ্ঞ
উত্তর – 2. জ্বলন্ত অঙ্গারবাহী
ম্যাৎসিনি ‘ইয়ং ইটালি’ দল গঠন করেন –
- 1830 খ্রিস্টাব্দে
- 1832 খ্রিস্টাব্দে
- 1834 খ্রিস্টাব্দে
- 1836 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1832 খ্রিস্টাব্দে
‘অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ (Associazone Agraria) গঠন করেন –
- ম্যাৎসিনি
- ক্যাভুর
- গ্যারিবল্ডি
- ভিক্টর ইমান্যুয়েল
উত্তর – 2. ক্যাভুর
ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য বিদেশিশক্তির সাহায্য গ্রহণ করেন-
- ম্যাৎসিনি
- ক্যাভুর
- গ্যারিবল্ডি
- লুই কসুথ
উত্তর – 2. ক্যাভুর
ভিক্টর ইমান্যুয়েল ছিলেন –
- ফ্রান্সের শাসক
- ইটালির শাসক
- স্পেনের শাসক
- পিডমন্ট-সার্ডিনিয়ার শাসক
উত্তর – 4. পিডমন্ট-সার্ডিনিয়ার শাসক
ইটালিতে লালকোর্তা বাহিনী গড়ে তোলেন –
- ম্যাৎসিনি
- ক্যাভুর
- গ্যারিবল্ডি
- এঁরা কেউই নন
উত্তর – 3. গ্যারিবল্ডি
জোলভেরেইন স্থাপিত হয় –
- 1814 খ্রিস্টাব্দে
- 1818 খ্রিস্টাব্দে
- 1819 খ্রিস্টাব্দে
- 1830 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1819 খ্রিস্টাব্দে
ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টকে ‘বৃদ্ধদের সমাবেশ’ বলে ব্যঙ্গ করেছিলেন –
- ডেভিড থমসন
- হ্যাজেন
- কার্ল মার্কস
- রাইকার
উত্তর – 3. কার্ল মার্কস
লন্ডন প্রোটোকল (London Protocol) স্বাক্ষরিত হয় –
- 1830 খ্রিস্টাব্দে
- 1848 খ্রিস্টাব্দে
- 1852 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1852 খ্রিস্টাব্দে
ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয় –
- 1852 খ্রিস্টাব্দে
- 1860 খ্রিস্টাব্দে
- 1864 খ্রিস্টাব্দে
- 1870 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1864 খ্রিস্টাব্দে
‘সাত সপ্তাহের যুদ্ধ’ বলা হয় –
- স্যাডোয়ার যুদ্ধকে
- সেডানের যুদ্ধকে
- ওয়াটারলুর যুদ্ধকে
- জেনার যুদ্ধকে
উত্তর – 1. স্যাডোয়ার যুদ্ধকে
‘এমস টেলিগ্রাম’ (Ems Telegram) ঘটনার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন –
- মেটারনিখ
- ক্যাভুর
- বিসমার্ক
- জার দ্বিতীয় আলেকজান্ডার
উত্তর – 3. বিসমার্ক
সেডানের যুদ্ধে পরাজিত হয় –
- অস্ট্রিয়া
- ফ্রান্স
- প্রাশিয়া
- ইংল্যান্ড
উত্তর – 2. ফ্রান্স
ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় –
- 1812 খ্রিস্টাব্দে
- 1832 খ্রিস্টাব্দে
- 1844 খ্রিস্টাব্দে
- 1854 খ্রিস্টাব্দে
উত্তর – 4. 1854 খ্রিস্টাব্দে
ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে –
- প্যারিসের সন্ধির মাধ্যমে
- প্লোমবিয়ার্সের সন্ধির মাধ্যমে
- প্রাগের সন্ধির মাধ্যমে
- জুরিখ সন্ধির মাধ্যমে
উত্তর – 1. প্যারিসের সন্ধির মাধ্যমে
পূর্ণবাক্যে উত্তর দাও।
কোন সময়ে ইউরোপে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছিল?
পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতি-রাষ্ট্রের উদ্ভব হয়েছিল।
প্রথম কোথায় জাতি-রাষ্ট্র গঠিত হয়?
প্রথম স্পেনে জাতি-রাষ্ট্র গঠিত হয়।
ভিয়েনা কোন দেশে অবস্থিত?
ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত।
নেপোলিয়নের পতনের পর কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়?
নেপোলিয়নের পতনের পর 1814-1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোন সম্মেলনকে বলা হয়?
বিশ্বের ইতিহাসে ভিয়েনা সম্মেলনকে (1814-1815 খ্রিস্টাব্দ) প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়।
ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন?
ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ।
ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন?
ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক ছিলেন মেটারনিখ।
ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন?
ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি ছিলেন জার প্রথম আলেকজান্ডার।
ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি কে ছিলেন?
ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রথম প্রতিনিধি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি।
ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন?
ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরাঁ।
ভিয়েনা সম্মেলনের ‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সিংহাসনে কোন বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?
ভিয়েনা সম্মেলনের ‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সিংহাসনে বুরবোঁ বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
ভিয়েনা সম্মেলনের ‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সম্রাট কে হয়েছিলেন?
ভিয়েনা সম্মেলনের ‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন অষ্টাদশ লুই।
ভিয়েনা সম্মেলনের পর (1815 খ্রিস্টাব্দ) বেলজিয়ামকে কোন দেশের সঙ্গে যুক্ত করা হয়েছিল?
ভিয়েনা সম্মেলনের পর বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
ভিয়েনা সম্মেলনের পর (1815 খ্রিস্টাব্দ) নরওয়েকে কোন দেশের সঙ্গে যুক্ত করা হয়েছিল?
ভিয়েনা সম্মেলনের পর নরওয়েকে সুইডেনের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
মেটারনিখ কে ছিলেন? অথবা, মেটারনিখ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী।
কোন সময়কে ‘মেটারনিখের যুগ’ বলা হয়?
1815-1848 খ্রিস্টাব্দকে ‘মেটারনিখের যুগ’ বলা হয়।
‘কূটনীতির রাজকুমার’ কাকে বলা হত?
‘কূটনীতির রাজকুমার’ বলা হত প্রিন্স মেটারনিখকে।
কে নিজেকে ‘নেপোলিয়ন বিজেতা’ বলে মনে করতেন?
মেটারনিখ নিজেকে ‘নেপোলিয়ন বিজেতা’ বলে মনে করতেন।
‘কার্লসবাড ডিক্রি’ কে জারি করেন?
‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন প্রিন্স মেটারনিখ।
‘কার্লসবাড ডিক্রি’ কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
‘কার্লসবাড ডিক্রি’ 1819 খ্রিস্টাব্দে জারি করা হয়।
‘কার্লসবাড ডিক্রি’ কোথায় জারি করা হয়?
‘কার্লসবাড ডিক্রি’ জার্মানিতে জারি করা হয়।
‘ইউরোপীয় শক্তি সমবায়’ বা ‘কনসার্ট অফ ইউরোপ’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
‘ইউরোপীয় শক্তি সমবায়’ বা ‘কনসার্ট অফ ইউরোপ’ 1815 খ্রিস্টাব্দে গঠিত হয়।
পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন?
পবিত্র চুক্তির উদ্ভাবক ছিলেন রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার।
পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?
পবিত্র চুক্তি 1815 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়।
চতুঃশক্তি চুক্তির উদ্ভাবক কে ছিলেন?
চতুঃশক্তি চুক্তির উদ্ভাবক ছিলেন প্রিন্স মেটারনিখ।
চতুঃশক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
চতুঃশক্তি চুক্তি 1815 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক কত খ্রিস্টাব্দে হয়?
চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক 1818 খ্রিস্টাব্দে হয়।
চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
চতুঃশক্তি চুক্তি বা শক্তি সমবায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় জার্মানির আই-লা-শ্যাপেল শহরে।
শক্তি সমবায়ের ট্রপো বৈঠক কত খ্রিস্টাব্দে হয়েছিল?
শক্তি সমবায়ের ট্রপো বৈঠক 1820 খ্রিস্টাব্দে হয়েছিল।
শক্তি সমবায়ের বা চতুঃশক্তি চুক্তির দ্বিতীয় বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
শক্তি সমবায়ের বা চতুঃশক্তি চুক্তির দ্বিতীয় বৈঠক ট্রপো-তে অনুষ্ঠিত হয়।
‘ট্রপো প্রোটোকল’ বা ট্রপোর ঘোষণাপত্র কত খ্রিস্টাব্দে জারি করা হয়?
‘ট্রপো প্রোটোকল’ বা ট্রপোর ঘোষণাপত্র 1820 খ্রিস্টাব্দে জারি করা হয়।
কাকে ‘ইউরোপের প্রধানমন্ত্রী’ বলা হত?
প্রিন্স মেটারনিখকে ‘ইউরোপের প্রধানমন্ত্রী’ বলা হত।
কাকে ‘ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ বলা হয়?
প্রিন্স মেটারনিখকে ‘ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ বলা হয়।
কত খ্রিস্টাব্দে মেটারনিখতন্ত্রের পতন ঘটে?
1848 খ্রিস্টাব্দে মেটারনিখতন্ত্রের পতন ঘটে।
ফ্রান্সে কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল?
ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল।
ফরাসি সম্রাট অষ্টাদশ লুই -এর পর কে ফ্রান্সের সম্রাট হন?
ফরাসি সম্রাট অষ্টাদশ লুই -এর পর ফ্রান্সের সম্রাট হন দশম চার্লস।
দশম চার্লস কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন?
দশম চার্লস 1824 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হন।
পলিগন্যাক্ কে ছিলেন?
পলিগন্যাক্ ছিলেন সম্রাট দশম চার্লসের প্রধানমন্ত্রী।
জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হন?
জুলাই বিপ্লবের ফলে সম্রাট দশম চার্লস সিংহাসনচ্যুত হন।
দশম চার্লস কে ছিলেন?
দশম চার্লস ছিলেন ফ্রান্সের বুরবোঁ বংশের সম্রাট।
জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট কে হয়েছিলেন?
জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের নতুন সম্রাট হয়েছিলেন লুই ফিলিপ।
কোন ভারতীয় মনীষী জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন?
রাজা রামমোহন রায় জুলাই বিপ্লবের সাফল্যে আনন্দিত হয়ে ফরাসিদের অভিনন্দন জানিয়েছিলেন।
কোন বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল?
জুলাই বিপ্লবের প্রভাবে চার্টিস্ট আন্দোলন হয়েছিল।
লুই ফিলিপ কোন বংশের লোক ছিলেন?
লুই ফিলিপ অর্লিয়েন্স বংশের লোক ছিলেন।
ফ্রান্সে কাকে ‘নাগরিক রাজা’ বলা হয়?
ফ্রান্সে লুই ফিলিপকে ‘নাগরিক রাজা’ বলা হয়।
ফ্রান্সে কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়?
ফ্রান্সে 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়।
‘ব্রেড অর লেড’ স্লোগানটি কোন বিপ্লবের সময়কার?
‘ব্রেড অর লেড’ স্লোগানটি ফেব্রুয়ারি বিপ্লবের সময়কার।
কত খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে?
1848 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে।
কবে ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়?
1848 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়।
কোন বছরকে ‘ইউরোপের বিপ্লবের বছর’ বলা হয়?
1848 খ্রিস্টাব্দকে ‘ইউরোপের বিপ্লবের বছর’ বলা হয়।
গিজো কে ছিলেন?
গিজো ছিলেন সম্রাট লুই ফিলিপের প্রধানমন্ত্রী।
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন লুই নেপোলিয়ন।
কে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান?
লুই নেপোলিয়ন ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটান।
কে ‘তৃতীয় নেপোলিয়ন’ উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন?
লুই নেপোলিয়ন ‘তৃতীয় নেপোলিয়ন’ উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন।
কে ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য’ প্রতিষ্ঠা করেন?
তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সে ‘দ্বিতীয় সাম্রাজ্য’ প্রতিষ্ঠা করেন।
‘কার্বোনারি’ কী?
‘কার্বোনারি’ হল ইটালির বিপ্লবী গুপ্ত সমিতি।
‘ইয়ং ইটালি’ বা ‘নব্য ইটালি দল’ কে প্রতিষ্ঠা করেন?
‘ইয়ং ইটালি’ বা ‘নব্য ইটালি দল’ জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠা করেন।
‘রিসঅর্গিমেন্টো’ শব্দের অর্থ কী?
‘রিসঅর্গিমেন্টো’ শব্দের অর্থ নবজাগরণ বা পুনরুত্থান।
কাকে ‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হত?
ক্যাভুরকে ‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হত।
‘অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ কে প্রতিষ্ঠা করেন?
‘অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ ক্যাভুর প্রতিষ্ঠা করেন।
ক্যাভুর কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন?
ক্যাভুর রাজা ভিক্টর ইমান্যুয়েল -এর প্রধানমন্ত্রী ছিলেন।
ভিক্টর ইমান্যুয়েল কোন রাজ্যের রাজা ছিলেন?
ভিক্টর ইমান্যুয়েল পিডমন্ট-সার্ডিনিয়া রাজ্যের রাজা ছিলেন।
প্লোমবিয়ার্সের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
প্লোমবিয়ার্সের সন্ধি ক্যাভুর এবং ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।
প্লোমবিয়ার্সের গোপন সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
প্লোমবিয়ার্সের গোপন সন্ধি 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি অস্ট্রিয়া ও ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি 1859 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
দ্বিতীয় ফ্রান্সিস কোন রাজ্যের রাজা ছিলেন?
দ্বিতীয় ফ্রান্সিস নেপলস ও সিসিলি রাজ্যের রাজা ছিলেন।
জোসেফ গ্যারিবল্ডি কে ছিলেন?
জোসেফ গ্যারিবল্ডি ছিলেন ইটালির জাতীয়তাবাদী নেতা।
‘লালকোর্তা’ বাহিনী কে গঠন করেন?
‘লালকোর্তা’ বাহিনী গঠন করেন গ্যারিবল্ডি।
‘আধুনিক ইটালির স্রষ্টা’ কাকে বলা হয়?
ক্যাভুরকে ‘আধুনিক ইটালির স্রষ্টা’ বলা হয়।
কত খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়?
1870 খ্রিস্টাব্দে ইতালি ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
নেপোলিয়ন জার্মানি জয়ের পর জার্মানিতে কটি রাজ্যের সৃষ্টি হয়?
নেপোলিয়ন জার্মানি জয়ের পর জার্মানিতে 39টি রাজ্যের সৃষ্টি হয়।
কনফেডারেশন অফ দ্য রাইন কোথায় গড়ে ওঠে?
জার্মানিতে 39টি রাজ্যকে নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে ওঠে।
‘জোলভেরেইন’ কী?
‘জোলভেরেইন’ হল জার্মানির শুল্কসংঘ।
জোলভেরেইন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
জোলভেরেইন 1819 খ্রিস্টাব্দে গড়ে ওঠে।
কার উদ্যোগে জোলভেরেইন গড়ে ওঠে?
জার্মান অর্থনীতিবিদ মাজেন -এর উদ্যোগে জোলভেরেইন গড়ে ওঠে।
জার্মানির কোন্ রাজ্যের নেতৃত্বে জোলভেরেইন গড়ে ওঠে?
জার্মানির প্রাশিয়ার নেতৃত্বে জোলভেরেইন গড়ে ওঠে।
প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়মের মৃত্যুর পর কে প্রাশিয়ার রাজা হন?
প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়মের মৃত্যুর পর প্রাশিয়ার রাজা হন প্রথম উইলিয়ম।
প্রথম উইলিয়ম কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার সিংহাসনে বসেন?
প্রথম উইলিয়ম 1861 খ্রিস্টাব্দে প্রাশিয়ার সিংহাসনে বসেন।
‘জাংকার’ কাদের বলা হত?
প্রাশিয়ার বড়ো ভূস্বামীদের বলা হত জাংকার।
অটো ভন বিসমার্ক কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন?
অটো ভন বিসমার্ক 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
কে বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন?
প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ম বিসমার্ককে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
বিসমার্ক কত খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন?
বিসমার্ক 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের সময় ডেনমার্কের রাজা কে ছিলেন?
ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের সময় ডেনমার্কের রাজা ছিলেন নবম ক্রিস্টিয়ান।
গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
গ্যাস্টিনের সন্ধি 1865 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
গ্যাস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
গ্যাস্টিনের সন্ধি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
বিয়ারিটৎসের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
বিয়ারিটৎসের চুক্তি 1865 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
বিয়ারিটৎসের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
বিয়ারিটৎসের চুক্তি প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়।
স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
স্যাডোয়ার যুদ্ধ হয় 1866 খ্রিস্টাব্দে।
স্যাডোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়?
স্যাডোয়ার যুদ্ধ প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়।
স্যাডোয়ার যুদ্ধে কোন্ দেশ জয়লাভ করে?
স্যাডোয়ার যুদ্ধে প্রাশিয়া জয়লাভ করে।
কোন্ সন্ধির দ্বারা প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটে?
প্রাগের সন্ধির দ্বারা প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে যুদ্ধের অবসান ঘটে।
প্রাগের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দের 23 আগস্ট স্বাক্ষরিত হয়।
প্রাগের সন্ধি কাদের মধ্যে হয়?
প্রাগের সন্ধি প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়।
‘এমস টেলিগ্রাম’ কী?
এমস শহর থেকে প্রাশিয়ার রাজার বিসমার্ককে পাঠানো টেলিগ্রামই এমস টেলিগ্রাম নামে পরিচিত।
এমস টেলিগ্রাম কবে পাঠানো হয়?
1870 খ্রিস্টাব্দের 13 জুলাই এমস টেলিগ্রাম পাঠানো হয়।
কাউন্ট বেনেদিতি কে ছিলেন?
কাউন্ট বেনেদিতি ছিলেন ফরাসি রাষ্ট্রদূত।
সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে হয়।
সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়?
সেডানের যুদ্ধ প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে হয়।
সেডানের যুদ্ধে কে জয়লাভ করে?
সেডানের যুদ্ধে প্রাশিয়া জয়লাভ করে।
কোন্ সন্ধির দ্বারা ফ্রান্স-প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে?
ফ্রাঙ্কফোর্টের সন্ধির দ্বারা ফ্রান্স-প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে।
ফ্রাঙ্কফোর্টের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
ফ্রাঙ্কফোর্টের সন্ধি 1871 খ্রিস্টাব্দের 10 মে স্বাক্ষরিত হয়।
ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন?
ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট ছিলেন কাইজার প্রথম উইলিয়ম।
‘কূটনীতির জাদুকর’ কাকে বলা হয়?
‘কূটনীতির জাদুকর’ বলা হয় বিসমার্ককে।
‘জার্মানি হল পরিতৃপ্ত দেশ’ – কার উক্তি?
‘জার্মানি হল পরিতৃপ্ত দেশ’ – এটি বিসমার্কের উক্তি।
কোন্ দেশকে ‘ইউরোপের রুগ্ণ ব্যক্তি’ বলা হত?
তুরস্ককে ‘ইউরোপের রুগ্ণ ব্যক্তি’ বলা হত।
তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ কী?
তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ হল পর্বত।
কোন্ অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়?
ইজিয়ান সাগর ও দানিয়ুব নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলকান অঞ্চল বলা হয়।
‘বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা’ কাকে বলা হয়?
বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা বলা হয় রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে।
কোন্ দেশ ‘উষ্ণ জলনীতি’ কে গ্রহণ করেছিল?
রাশিয়া ‘উষ্ণ জলনীতি’ কে গ্রহণ করেছিল।
‘উষ্ণ জলনীতি’ কী?
‘উষ্ণ জলনীতি’ হল বরফমুক্ত জলপথ অধিকার করার নীতি।
কত খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়?
1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
ক্রিমিয়ার যুদ্ধের কারণ কী ছিল?
ক্রিমিয়ার যুদ্ধের কারণ ছিল – গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে
গ্রিক ও রোমান ধর্মযাজকদের বিরোধ।
কোন্ যুদ্ধকে ‘সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ’ বলা হয়?
ক্রিমিয়ার যুদ্ধকে ‘সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ’ বলা হয়।
‘জার’ কাদের বলা হয়?
‘জার’ বলা হয় রাশিয়ার শাসকদের।
ডেকাব্রিস্ট বা ডিসেমব্রিস্ট আন্দোলন কোন্ দেশে হয়েছিল?
ডেকাব্রিস্ট বা ডিসেমব্রিস্ট আন্দোলন রাশিয়ায় হয়েছিল।
কোন রুশ জারের আমলে রাশিয়ায় ডিসেমব্রিস্ট আন্দোলন হয়েছিল?
জার প্রথম নিকোলাসের আমলে (1825-1855 খ্রিস্টাব্দ) রাশিয়ায় ডিসেমব্রিস্ট আন্দোলন হয়েছিল।
‘মুক্তিদাতা জার’ কাকে বলা হয়?
‘মুক্তিদাতা জার’ দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়।
জার দ্বিতীয় আলেকজান্ডার কবে মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন?
জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
‘জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে’ – কার উক্তি?
‘জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে’ – এটি কাইজার দ্বিতীয় উইলিয়মের উক্তি।
হেটাইরিয়া ফিলিকে কী?
হেটাইরিয়া ফিলিকে হল গ্রিক বিপ্লবী গুপ্ত সমিতি।
হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ কী?
হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ হল স্বাধীনতার অনুরাগী।
কত খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠিত হয়?
1814 খ্রিস্টাব্দে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠিত হয়।
কে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন?
স্কুপাস নামে জনপ্রিয় গ্রিক বণিক হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন।
প্রিন্স আলেকজান্ডার ইপসিল্যান্টি কে ছিলেন?
প্রিন্স আলেকজান্ডার ইপসিল্যান্টি ছিলেন মোলদাভিয়া প্রদেশের শাসক ও হেটাইরিয়া ফিলিকের সভাপতি।
কত খ্রিস্টাব্দে অটোমান রাজাদের ইউরোপে বিজয়ী হিসেবে প্রথম প্রবেশ?
1354 খ্রিস্টাব্দে অটোমান রাজাদের ইউরোপে বিজয়ী হিসেবে প্রথম প্রবেশ করেন।
কত খ্রিস্টাব্দে বলকান অঞ্চলে অটোমান রাজাদের আধিপত্য স্থাপন?
1389 খ্রিস্টাব্দে বলকান অঞ্চলে অটোমান রাজাদের আধিপত্য স্থাপন করেন।
রাশিয়ায় জারতন্ত্রের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
রাশিয়ায় জারতন্ত্রের প্রতিষ্ঠা হয় 1547 খ্রিস্টাব্দে।
নেপোলিয়ন কর্তৃক ইটালি জয় করেন কত খ্রিস্টাব্দে?
নেপোলিয়ন কর্তৃক ইটালি জয় করেন 1796 খ্রিস্টাব্দে।
অষ্টাদশ লুই কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন?
অষ্টাদশ লুই 1814 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন।
হেটাইরিয়া ফিলিকে গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
হেটাইরিয়া ফিলিকে গঠিত হয় 1814 খ্রিস্টাব্দে।
অষ্টাদশ লুই -এর রাজত্বকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
অষ্টাদশ লুই -এর রাজত্বকাল 1814-1824 খ্রিস্টাব্দ পর্যন্ত।
ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল?
ভিয়েনা সম্মেলন 1814 খ্রিস্টাব্দে 15 জুন হয়েছিল।
‘কনসার্ট অফ ইউরোপ’ বা ‘ইউরোপীয় শক্তি সমবায়’ গঠিত হয় কত খ্রিস্টাব্দে?
‘কনসার্ট অফ ইউরোপ’ বা ‘ইউরোপীয় শক্তি সমবায়’ গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে।
রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ‘পবিত্র চুক্তি’ ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে?
রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ‘পবিত্র চুক্তি’ ঘোষণা করেন 1815 খ্রিস্টাব্দে 26 সেপ্টেম্বর।
মেটারনিখের যুগ কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
মেটারনিখের যুগ 1815-1848 খ্রিস্টাব্দ পর্যন্ত।
কত খ্রিস্টাব্দে শক্তি সমবায় বা চতুঃশক্তি চুক্তির প্রথম বৈঠক হয় জার্মানির আই-লা-স্যাপেল শহরে?
1818 খ্রিস্টাব্দে শক্তি সমবায় বা চতুঃশক্তি চুক্তির প্রথম বৈঠক হয় জার্মানির আই-লা-স্যাপেল শহরে।
মেটারনিখ ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন কত খ্রিস্টাব্দে?
মেটারনিখ ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন 1819 খ্রিস্টাব্দে।
‘জোলভেরেইন’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
‘জোলভেরেইন’ প্রতিষ্ঠিত হয় 1819 খ্রিস্টাব্দে।
শক্তি সমবায়ের ট্রপো বৈঠক হয় কত খ্রিস্টাব্দে?
শক্তি সমবায়ের ট্রপো বৈঠক হয় 1820 খ্রিস্টাব্দে।
‘ট্রপো প্রোটোকল’ বা ট্রপোর ঘোষণাপত্র জারি করা হয় কত খ্রিস্টাব্দে?
‘ট্রপো প্রোটোকল’ বা ট্রপোর ঘোষণাপত্র জারি করা হয় 1820 খ্রিস্টাব্দে।
‘কার্বোনারি’ সমিতির উদ্যোগে নেপলস-এ বিদ্রোহ দেখা দেয় কত খ্রিস্টাব্দে?
‘কার্বোনারি’ সমিতির উদ্যোগে নেপলস-এ বিদ্রোহ দেখা দেয় 1820 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের তৃতীয় বৈঠক হয় লাইব্যাক-এ?
1821 খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের তৃতীয় বৈঠক হয় লাইব্যাক-এ।
কত খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের চতুর্থ বৈঠক হয় ভেরোনা শহরে?
1822 খ্রিস্টাব্দে শক্তি সমবায়ের চতুর্থ বৈঠক হয় ভেরোনা শহরে।
আমেরিকার রাষ্ট্রপতি জেমস মনরো ‘মনরো নীতি’ ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে?
আমেরিকার রাষ্ট্রপতি জেমস মনরো ‘মনরো নীতি’ ঘোষণা করেন 1823 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে।
দশম চার্লস সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে?
দশম চার্লস সিংহাসনে আরোহণ করেন 1824 খ্রিস্টাব্দে।
ডেকাব্রিস্ট বিদ্রোহ দেখা দেয় কত খ্রিস্টাব্দে?
ডেকাব্রিস্ট বিদ্রোহ দেখা দেয় 1825 খ্রিস্টাব্দে।
নাভারিনোর নৌযুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
নাভারিনোর নৌযুদ্ধ সংঘটিত হয় 1827 খ্রিস্টাব্দে।
অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয় 1829 খ্রিস্টাব্দে।
ফ্রান্সে জুলাই বিপ্লব হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সে জুলাই বিপ্লব হয় 1830 খ্রিস্টাব্দে 27-29 জুলাই।
লুই ফিলিপের সিংহাসন লাভ কত খ্রিস্টাব্দে?
লুই ফিলিপের সিংহাসন লাভ 1830 খ্রিস্টাব্দে।
‘ইয়ং ইটালি’ (নব্য ইটালি) দল প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
‘ইয়ং ইটালি’ (নব্য ইটালি) দল প্রতিষ্ঠিত হয় 1832 খ্রিস্টাব্দে।
ক্যাভুর কর্তৃক ‘অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ সমিতি প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক্যাভুর কর্তৃক ‘অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া’ সমিতি প্রতিষ্ঠা করেন 1832 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে লন্ডনের সন্ধি স্বাক্ষরিত হয়, গ্রিস স্বাধীনতা লাভ করে?
1832 খ্রিস্টাব্দে লন্ডনের সন্ধি স্বাক্ষরিত হয়, গ্রিস স্বাধীনতা লাভ করে।
ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয় 1848 খ্রিস্টাব্দে 22-28 ফেব্রুয়ারি।
‘বিপ্লবের বছর’ বলা হয় কত খ্রিস্টাব্দে?
‘বিপ্লবের বছর’ বলা হয় 1848 খ্রিস্টাব্দে।
ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে 18 মে।
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি।
কত খ্রিস্টাব্দে প্রথম নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
1848 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে প্রথম নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
ক্যাভুর প্রধানমন্ত্রী হন কত খ্রিস্টাব্দে?
ক্যাভুর প্রধানমন্ত্রী হন 1852 খ্রিস্টাব্দে।
ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে?
ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় 1852 খ্রিস্টাব্দে 2 ডিসেম্বর।
ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত খ্রিস্টাব্দে?
ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় 1854 খ্রিস্টাব্দে।
প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় 1856 খ্রিস্টাব্দে।
প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
প্লোমবিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে।
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয় 1859 খ্রিস্টাব্দে।
প্রথম উইলিয়ম প্রাশিয়ার রাজা হন কত খ্রিস্টাব্দে?
প্রথম উইলিয়ম প্রাশিয়ার রাজা হন 1861 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন?
1861 খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন কত খ্রিস্টাব্দে?
বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন 1862 খ্রিস্টাব্দে।
ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
ডেনমার্কের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ হয় 1864 খ্রিস্টাব্দে।
প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয় 1866 খ্রিস্টাব্দে।
প্রাগের সন্ধির মাধ্যমে প্রাশিয়া-অস্ট্রিয়া যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
প্রাগের সন্ধির মাধ্যমে প্রাশিয়া-অস্ট্রিয়া যুদ্ধের অবসান ঘটে 1866 খ্রিস্টাব্দে।
প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে?
প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয় 1870 খ্রিস্টাব্দে।
ফ্রাঙ্কফোর্ট সন্ধির দ্বারা প্রাশিয়া-ফ্রান্স যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে?
ফ্রাঙ্কফোর্ট সন্ধির দ্বারা প্রাশিয়া-ফ্রান্স যুদ্ধের অবসান ঘটে 1870 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফোর্ট সন্ধি দ্বারা আনুষ্ঠানিকভাবে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে এবং ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্রের সূচনা হয়?
1871 খ্রিস্টাব্দে 10 মে ফ্রাঙ্কফোর্ট সন্ধি দ্বারা আনুষ্ঠানিকভাবে ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধের অবসান ঘটে এবং ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্রের সূচনা হয়।
রাশিয়া ও তুরস্কের মধ্যে সানস্টিফানোর সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
রাশিয়া ও তুরস্কের মধ্যে সানস্টিফানোর সন্ধি স্বাক্ষরিত হয় 1878 খ্রিস্টাব্দে মার্চ মাসে।
বিসমার্কের নেতৃত্বে বার্লিনে রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, অস্ট্রিয়া, ফ্রান্স প্রভৃতি দেশের মধ্যে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
বিসমার্কের নেতৃত্বে বার্লিনে রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, অস্ট্রিয়া, ফ্রান্স প্রভৃতি দেশের মধ্যে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় 1878 খ্রিস্টাব্দে জুলাই মাসে।
সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।
নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাষ্ট্রপ্রধানরা ___ (ভিয়েনা/প্যারিস/ফ্রাঙ্কফোর্ট/ভার্সাই) সম্মেলনে সমবেত হয়েছিলেন।
উত্তর – নেপোলিয়নের পতনের পর ইউরোপের রাষ্ট্রপ্রধানরা ভিয়েনা সম্মেলনে সমবেত হয়েছিলেন।
ভিয়েনা সম্মেলন হয়েছিল ___ (1789/1815/1860/1947) খ্রিস্টাব্দে।
উত্তর – ভিয়েনা সম্মেলন হয়েছিল 1815 খ্রিস্টাব্দে।
ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি ___ (ইংল্যান্ড/তুরস্ক/ফ্রান্স/অস্ট্রিয়া)।
উত্তর – ভিয়েনা সম্মেলনে যোগদান করেনি তুরস্ক।
ভিয়েনা (1814-1815 খ্রিস্টাব্দ) সম্মেলনের সভাপতি ছিলেন ___ (ক্যাসালরি/তালেরাঁ/মেটারনিখ/ভলতেয়ার)।
উত্তর – ভিয়েনা (1814-1815 খ্রিস্টাব্দ) সম্মেলনের সভাপতি ছিলেন মেটারনিখ।
মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার ___ (প্রধানমন্ত্রী/রাজা/মুখ্যমন্ত্রী/অর্থমন্ত্রী)।
উত্তর – মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী।
‘কূটনীতির রাজকুমার’ বলা হয় ___ (রাজকুমার হেনরিকে/দশম চার্লসকে/মেটারনিখকে/বিসমার্ককে)।
উত্তর – ‘কূটনীতির রাজকুমার’ বলা হয় মেটারনিখকে।
‘মেটারনিখের যুগ’ -এর অবসান ঘটে ___ (1815/1830/1848/1871) খ্রিস্টাব্দে।
উত্তর – ‘মেটারনিখের যুগ’ -এর অবসান ঘটে 1848 খ্রিস্টাব্দে।
‘ইউরোপের প্রধানমন্ত্রী’ বলা হত ___ (তালেরাঁকে/ক্যাসালরিকে/মেটারনিখকে/ইন্দিরা গান্ধিকে)।
উত্তর – ‘ইউরোপের প্রধানমন্ত্রী’ বলা হত মেটারনিখকে।
‘ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ বলা হয় ___ (আলেকজান্ডারকে/নিকোলাসকে/মেটারনিখকে/দশম চার্লসকে)।
উত্তর – ‘ইউরোপীয় রক্ষণশীলতার জনক’ বলা হয় মেটারনিখকে।
ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ___ (বিসমার্ক/তালেরাঁ/ক্যাসালরি/মেটারনিখ)।
উত্তর – ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরাঁ।
মেটারনিখ ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন ___ (1789/1819/1870/1890) খ্রিস্টাব্দে।
উত্তর – মেটারনিখ ‘কার্লসবাড ডিক্রি’ জারি করেন 1819 খ্রিস্টাব্দে।
‘কনসার্ট অফ ইউরোপ’ বা ‘ইউরোপীয় শক্তি সমবায়’ গঠিত হয় ___ (1570/1761/1815/1850) খ্রিস্টাব্দে।
উত্তর – ‘কনসার্ট অফ ইউরোপ’ বা ‘ইউরোপীয় শক্তি সমবায়’ গঠিত হয় 1815 খ্রিস্টাব্দে।
‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসেন ___ (পঞ্চদশ লুই/ষোড়শ লুই/অষ্টাদশ লুই/সপ্তদশ লুই)।
উত্তর – ‘ন্যায্য অধিকার নীতি’ অনুসারে ফ্রান্সের সিংহাসনে বসেন অষ্টাদশ লুই।
অষ্টাদশ লুই -এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন ___ (সপ্তদশ লুই/দশম চার্লস/উনবিংশ লুই/প্রথম আলেকজান্ডার)।
উত্তর – অষ্টাদশ লুই -এর মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে বসেন দশম চার্লস।
দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন ___ (পলিগন্যাক্/ক্যাভুর/বিসমার্ক/ব্রিয়াঁ)।
উত্তর – দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিলেন পলিগন্যাক্।
ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল ___ (1830/1840/1848/1850) খ্রিস্টাব্দে।
উত্তর – ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল 1830 খ্রিস্টাব্দে।
ফ্রান্সে জুলাই বিপ্লবের পর সম্রাট হন ___ (অষ্টাদশ লুই/লুই ফিলিপ/পলিগন্যাক্/লুই ব্ল্যাঙ্ক)।
উত্তর – ফ্রান্সে জুলাই বিপ্লবের পর সম্রাট হন লুই ফিলিপ।
লুই ফিলিপ ছিলেন ___ (বুরবোঁ/অরেঞ্জ/অর্লিয়েন্স/টিউডর) বংশের রাজা।
উত্তর – লুই ফিলিপ ছিলেন অর্লিয়েন্স বংশের রাজা।
জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে ___ (মে/আগস্ট/অক্টোবর/জুলাই) রাজতন্ত্র বলা হত।
উত্তর – জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে জুলাই রাজতন্ত্র বলা হত।
জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে ___ (ফেব্রুয়ারি/স্বাধীনতা/চার্টিস্ট/স্বৈরতান্ত্রিক) আন্দোলন শুরু হয়।
উত্তর – জুলাই বিপ্লবের ফলে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন শুরু হয়।
জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে ___ (1830/1848/1889/1901) খ্রিস্টাব্দে।
উত্তর – জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে 1848 খ্রিস্টাব্দে।
লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন ___ (গিজো/ক্যাভুর/পলিগন্যাক্/বিসমার্ক)।
উত্তর – লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন গিজো।
ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ___ (1789/1830/1848/1911) খ্রিস্টাব্দে।
উত্তর – ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে।
ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্স আবার ___ (রাজতন্ত্র/সামন্ততন্ত্র/প্রজাতন্ত্র/গণতন্ত্র) বলে ঘোষিত হয়।
উত্তর – ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্স আবার প্রজাতন্ত্র বলে ঘোষিত হয়।
ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্র বলা হয় ___ (প্রথম/দ্বিতীয়/তৃতীয়/সপ্তম)।
উত্তর – ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্র বলা হয় দ্বিতীয়।
সাধারণভাবে 1848 খ্রিস্টাব্দকে ___ (রক্তাক্ত বছর/বিপ্লবের বছর/রক্ষণশীলতার মাস/বিপ্লবের সুদিন) বলা হয়।
উত্তর – সাধারণভাবে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়।
‘হাঙ্গেরির ম্যাৎসিনি’ বলা হয় ___ (ক্যাভুর/গ্যারিবল্ডি/লুই কসুথ/তালেরী) কে।
উত্তর – ‘হাঙ্গেরির ম্যাৎসিনি’ বলা হয় লুই কসুথকে।
Organization of Labour গ্রন্থটি লেখেন ___ (রুশো/সেন্ট সাইমন/চার্লস ফ্যুরিয়র/লুই ব্ল্যাঙ্ক)।
উত্তর – Organization of Labour গ্রন্থটি লেখেন লুই ব্ল্যাঙ্ক।
দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন ___ (নেপোলিয়ন বোনাপার্ট/লুই নেপোলিয়ন/অষ্টাদশ লুই/দশম চার্লস)।
উত্তর – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন লুই নেপোলিয়ন।
মেটারনিখতন্ত্রের অবসান ঘটে ___ (1830/1840/1848/1862) খ্রিস্টাব্দে।
উত্তর – মেটারনিখতন্ত্রের অবসান ঘটে 1848 খ্রিস্টাব্দে।
ইয়ং ইটালি দল গঠন করেছিলেন ___ (জোসেফ ম্যাৎসিনি/ক্যাভুর/গ্যারিবল্ডি/বিসমার্ক)।
উত্তর – ইয়ং ইটালি দল গঠন করেছিলেন জোসেফ ম্যাৎসিনি।
‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হয় ___ (ম্যাৎসিনিকে/ক্যাভুরকে/গ্যারিবল্ডিকে/বিসমার্ককে)।
উত্তর – ‘ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক’ বলা হয় ক্যাভুরকে।
‘রিসঅর্গিমেন্টো’ পত্রিকার সম্পাদনা করেন ___ (ক্যাভুর/জার প্রথম আলেকজান্ডার/দ্বিতীয় নিকোলাস/গ্যারিবল্ডি)।
উত্তর – ‘রিসঅর্গিমেন্টো’ পত্রিকার সম্পাদনা করেন ক্যাভুর।
ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ___ (ভিয়েনা চুক্তি/ভার্সাই সন্ধি/প্লোমবিয়ার্সের চুক্তি/গ্যাস্টিনের সন্ধি)।
উত্তর – ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল প্লোমবিয়ার্সের চুক্তি।
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্সের সঙ্গে ___ (রাশিয়ার/অস্ট্রিয়ার/জার্মানির/ইংল্যান্ডের)।
উত্তর – ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার।
ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ___ (1801/1815/1830/1859) খ্রিস্টাব্দে।
উত্তর – ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে।
গ্যারিবল্ডির সেনাবাহিনী ___ (লাল/হলুদ/কালো/নীল) কোর্তা বাহিনী নামে পরিচিত।
উত্তর – গ্যারিবল্ডির সেনাবাহিনী লাল কোর্তা বাহিনী নামে পরিচিত।
‘ভৌগোলিক সংজ্ঞার দেশ’ বলা হত ___ (ফ্রান্সকে/ইংল্যান্ডকে/ইটালিকে/জার্মানিকে)।
উত্তর – ‘ভৌগোলিক সংজ্ঞার দেশ’ বলা হত ইটালিকে।
নেপোলিয়নের জার্মানি জয়ের পরে জার্মানি ___ (10/19/39/49)টি রাজ্যে পরিণত হয়।
উত্তর – নেপোলিয়নের জার্মানি জয়ের পরে জার্মানি 39টি রাজ্যে পরিণত হয়।
জোলভেরেইন হল জার্মানির ___ (পার্লামেন্ট/বিপ্লবী দল/শুল্কসংঘ/রাজা)।
উত্তর – জোলভেরেইন হল জার্মানির শুল্কসংঘ।
জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়েছিল ___ (1712/1777/1809/1819) খ্রিস্টাব্দে।
উত্তর – জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে।
জোলভেরেইন প্রতিষ্ঠা করেছিলেন জার্মান অর্থনীতিবিদ ___ (মাজেন/কার্লসবাড/বিসমার্ক/ক্যাভুর)।
উত্তর – জোলভেরেইন প্রতিষ্ঠা করেছিলেন জার্মান অর্থনীতিবিদ মাজেন।
প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়মের প্রধানমন্ত্রী ছিলেন ___ (ক্যাভুর/বিসমার্ক/গিজো/পলিগন্যাক্)।
উত্তর – প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়মের প্রধানমন্ত্রী ছিলেন বিসমার্ক।
গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয় ___ (ফ্রান্স-ইংল্যান্ড/প্রাশিয়া-অস্ট্রিয়া/রাশিয়া-ইংল্যান্ড/ফ্রান্স-জার্মানি)-র মধ্যে।
উত্তর – গ্যাস্টিনের সন্ধি স্বাক্ষরিত হয় প্রাশিয়া-অস্ট্রিয়া-র মধ্যে।
প্রাশিয়া বিয়ারিটৎসের গোপন চুক্তি স্বাক্ষর করে ___ (অস্ট্রিয়ার/ফ্রান্সের/আমেরিকার/রাশিয়ার) সঙ্গে।
উত্তর – প্রাশিয়া বিয়ারিটৎসের গোপন চুক্তি স্বাক্ষর করে অস্ট্রিয়ার সঙ্গে।
অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে ___ (স্যাভয়/সেডান/রোম/স্যাডোয়া)-র যুদ্ধ হয়।
উত্তর – অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্যাডোয়া-র যুদ্ধ হয়।
অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল ___ (1850/1866/1870/1876) খ্রিস্টাব্দে।
উত্তর – অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে।
অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের (1866 খ্রিস্টাব্দ) অবসান ঘটেছিল ___ (গ্যাস্টিনের/প্যারিস/ভার্সাই/প্রাগের) সন্ধির দ্বারা।
উত্তর – অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার যুদ্ধের (1866 খ্রিস্টাব্দ) অবসান ঘটেছিল প্রাগের সন্ধির দ্বারা।
কাউন্ট বেনেদিতি ছিলেন ___ (জার্মান/ইতালীয়/ফরাসি/ব্রিটিশ) দূত।
উত্তর – কাউন্ট বেনেদিতি ছিলেন ফরাসি দূত।
সেডানের যুদ্ধ হয় প্রাশিয়ার সঙ্গে ___ (ডেনমার্কের/ফ্রান্সের/অস্ট্রিয়ার/ইংল্যান্ডের)।
উত্তর – সেডানের যুদ্ধ হয় প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের।
প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল ___ (1866/1870/1888/1889) খ্রিস্টাব্দে।
উত্তর – প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে।
প্রাশিয়া-ফ্রান্স যুদ্ধের অবসান হয় ___ (বার্লিন/ওয়াশিংটন/ফ্রাঙ্কফোর্ট/প্রাগ) -এর সন্ধির দ্বারা।
উত্তর – প্রাশিয়া-ফ্রান্স যুদ্ধের অবসান হয় ফ্রাঙ্কফোর্ট -এর সন্ধির দ্বারা।
জার্মানির সম্রাটকে বলা হয় ___ (মহারাজা/জার/কাইজার/ম্যানেজার)।
উত্তর – জার্মানির সম্রাটকে বলা হয় কাইজার।
বলকান অঞ্চল ইউরোপের ___ (পূর্ব/পশ্চিম/উত্তর/দক্ষিণ) দিকে অবস্থিত।
উত্তর – বলকান অঞ্চল ইউরোপের পূর্ব দিকে অবস্থিত।
ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় ___ (ইংল্যান্ডকে/ফ্রান্সকে/বেলজিয়ামকে/তুরস্ককে)।
উত্তর – ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে।
জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন ___ (ক্যাভুর/গ্যারিবল্ডি/বিসমার্ক/ম্যাৎসিনি)।
উত্তর – জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন বিসমার্ক।
ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল ___ (1850/1854/1874/1889) খ্রিস্টাব্দে।
উত্তর – ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল 1854 খ্রিস্টাব্দে।
‘মুক্তিদাতা জার’ বলা হয় ___ (প্রথম আলেকজান্ডারকে/দ্বিতীয় আলেকজান্ডারকে/প্রথম উইলিয়মকে/ম্যাৎসিনিকে)।
উত্তর – ‘মুক্তিদাতা জার’ বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে।
জার দ্বিতীয় আলেকজান্ডার ___ (1849/1861/1871/1931) খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
উত্তর – জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা হয় ___ (1814/1818/1914/1918) খ্রিস্টাব্দে।
উত্তর – হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা হয় 1814 খ্রিস্টাব্দে।
হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ হল ___ (স্বাধীনতার অনুরাগী/ফিলিপকে হটাও/মহামারি/বিপ্লব)।
উত্তর – হেটাইরিয়া ফিলিকে কথার অর্থ হল স্বাধীনতার অনুরাগী।
হেটাইরিয়া ফিলিকের প্রতিষ্ঠাতা ছিলেন গ্রিক বণিক ___ (কেলভিন/স্কুপাস/কলম্বাস/ভাস্কো-ডা-গামা)।
উত্তর – হেটাইরিয়া ফিলিকের প্রতিষ্ঠাতা ছিলেন গ্রিক বণিক স্কুপাস।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. প্রাগের সন্ধি | A. 1866 খ্রিস্টাব্দ | 1. → A. |
2. ফ্রাঙ্কফোর্ট সন্ধি | B. 1829 খ্রিস্টাব্দ | 2. → C. |
3. অ্যাড্রিয়ানোপলের সন্ধি | C. 1871 খ্রিস্টাব্দ | 3. → B. |
4. ভিল্লাফ্রাঙ্কার সন্ধি | D. 1859 খ্রিস্টাব্দ | 4. → D. |
ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
1. ইয়ং ইটালি | A. জোসেফ ম্যাৎসিনি | 1. → A. |
2. রক্ত ও লৌহ নীতি | B. বিসমার্ক | 2. → B. |
3. মেটারনিখ ব্যবস্থা | C. ভূমিদাসদের মুক্তিদান | 3. → D. |
4. জার দ্বিতীয় আলেকজান্ডার | D. ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা | 4. → C. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
ভিয়েনা সম্মেলনে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে তিনটি রাষ্ট্র।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – ভিয়েনা সম্মেলনে বিশিষ্ট ভূমিকা নেয় চারটি রাষ্ট্র (ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও প্রাশিয়া)।
ন্যায্য অধিকার নীতি অনুযায়ী মধ্য ইটালিতে পোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক।
কার্লসবাড ডিক্রি জারি করে অস্ট্রিয়ায় প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা কায়েম করা হয়।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – কার্লসবাড ডিক্রি জারি করে জার্মানিতে প্রতিক্রিয়াশীল শাসনব্যবস্থা কায়েম করা হয়।
ফ্রান্সে সংস্কারপন্থী নেতা ছিলেন থিয়ার্স।
উত্তর – ঠিক।
1848 -এর ফেব্রুয়ারি বিপ্লব ছিল ধনী বুর্জোয়া শ্রেণির স্বার্থে পরিচালিত।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1848 -এর ফেব্রুয়ারি বিপ্লব ছিল নিম্ন ও বুদ্ধিজীবী শ্রেণির স্বার্থে পরিচালিত।
নব্য ইটালি দল গঠন করেন ক্যাভুর।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1832 খ্রিস্টাব্দে ম্যাৎসিনি নব্য ইটালি দল গঠন করেন।
পিডমন্ট-সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ক্যাভুর।
উত্তর – ঠিক।
রিসঅর্গিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর।
উত্তর – ঠিক।
ম্যাজেন্টা ও সালফেরিনোর যুদ্ধে জয়ী হয় পিডমন্ট-সার্ডিনিয়া।
উত্তর – ঠিক।
গ্যারিবল্ডি সিসিলি ও নেপলস জয় করেন।
উত্তর – ঠিক।
স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়া জয়ী হয়েছিল।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – 1866 খ্রিস্টাব্দে স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়া প্রাশিয়ার কাছে পরাজিত হয়।
বিসমার্ক তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন।
উত্তর – ঠিক।
এমস নামক স্থানে ফরাসি দূত রাশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – এমস নামক স্থানে ফরাসি দূত কাউন্ট বেনেদিতি প্রাশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রাশিয়ার রাজা তুরস্ককে ইউরোপের রুণ ব্যক্তি বলেছিলেন।
উত্তর – ভুল।
ভুলের ব্যাখ্যা – রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলেছিলেন।
ধর্মীয় কারণ ছিল ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ।
উত্তর – ঠিক।
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে।
উত্তর – ঠিক।
জার্মানির রাজাদের ‘কাইজার’ বলে অভিহিত করা হয়।
উত্তর – ঠিক।
প্রথম ওসমান যার নাম থেকে অটোমান কথাটি এসেছে।
উত্তর – ঠিক।
অটোমান রাজাদের মধ্যে প্রথম মহম্মদ ছিলেন বিখ্যাত।
উত্তর – ঠিক।
বিখ্যাত গ্রিক পণ্ডিত ছিলেন কোরায়েস।
উত্তর – ঠিক।
মোলদাভিয়া প্রদেশের শাসনকর্তা ছিলেন আলেকজান্ডার ইপসিল্যান্টি।
উত্তর – ঠিক।
বেমানান শব্দটি খুঁজে বার করো।
অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, পোর্তুগাল।
উত্তর – পোর্তুগাল।
ব্যাখ্যা – পোর্তুগাল ছাড়া বাকি তিনটি দেশ ভিয়েনা সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি, পোড়ামাটির নীতি।
উত্তর – পোড়ামাটির নীতি।
ব্যাখ্যা – পোড়ামাটির নীতি ছাড়া বাকি তিনটি নীতি ভিয়েনা সম্মেলনে গৃহীত হয়েছিল। পোড়ামাটির নীতি রাশিয়া গ্রহণ করেছিল নেপোলিয়নের বিরুদ্ধে।
নেপোলিয়ন বোনাপার্ট, প্রথম আলেকজান্ডার, মেটারনিখ, তালেরাঁ।
উত্তর – নেপোলিয়ন বোনাপার্ট।
ব্যাখ্যা – নেপোলিয়ন বোনাপার্ট ব্যতীত বাকি তিনজন যথাক্রমে রাশিয়া, অস্ট্রিয়া ও ফ্রান্সের হয়ে ভিয়েনা সম্মেলনে প্রতিনিধিত্ব করেছিলেন।
ম্যাৎসিনি, ক্যাভুর, গ্যারিবল্ডি, বিসমার্ক।
উত্তর – বিসমার্ক।
ব্যাখ্যা – ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডি ছিলেন ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। আর বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী।
থিয়ার্স, তালেরাঁ, গিজো, রোবসপিয়র।
উত্তর – রোবসপিয়র।
ব্যাখ্যা – থিয়ার্স, তালেরাঁ ও গিজো জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিলেন। রোবসপিয়র ছিলেন সন্ত্রাসের রাজত্বের অন্যতম প্রধান নায়ক।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন্ ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি – শক্তিসাম্য নীতি অনুযায়ী ফ্রান্সের সীমানাকে বিপ্লব-পূর্ব সীমারেখায় ঠেলে দেওয়া হয়।
ব্যাখ্যা-1: যাতে আগামী দিনে ফ্রান্স শক্তিশালী হয়ে উঠে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে।
ব্যাখ্যা-2: যাতে ফ্রান্স বাণিজ্যে উন্নত হতে না পারে।
ব্যাখ্যা-3: ফ্রান্সের পক্ষে অত বড়ো সাম্রাজ্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।
উত্তর – ব্যাখ্যা-1: যাতে আগামী দিনে ফ্রান্স শক্তিশালী হয়ে উঠে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে।
বিবৃতি – 1815 খ্রিস্টাব্দে ‘কনসার্ট অফ ইউরোপ’ গঠিত হয়।
ব্যাখ্যা-1: ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে।
ব্যাখ্যা-2: মেটারনিখের ক্ষমতা ও মর্যাদা হ্রাস করার উদ্দেশ্যে।
ব্যাখ্যা-3: প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে।
উত্তর – ব্যাখ্যা-1: ফরাসি বিপ্লবের পূর্বেকার অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে।
বিবৃতি – লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন।
ব্যাখ্যা-1: 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পরে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে।
ব্যাখ্যা-2: উত্তরাধিকার সূত্রে তিনি ফ্রান্সের শাসনভার পান।
ব্যাখ্যা-3: যুদ্ধের মাধ্যমে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করে নেন।
উত্তর – ব্যাখ্যা-1: 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পরে ফরাসি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে।
আজকে এই আমাদের আর্টিকেলে নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, “উনবিংশ শতকের ইউরোপ: রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।
মন্তব্য করুন