আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির পঞ্চম অধ্যায় “Our Runaway Kite” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
How would the narrator and Claude play with kites? [বক্তা ও ক্লড ঘুড়ি নিয়ে কীভাবে খেলা করত?]
The narrator and Claude would go to opposite sides of the island and would play shipwrecked mariners signalling to each other with kites. [বক্তা ও ক্লড দ্বীপের দুই দিকে চলে যেত এবং জাহাজডুবি হওয়া নাবিকদের সংকেত দেওয়ার খেলা খেলত ঘুড়ি নিয়ে।]
How did they decorate their big kite? [তাদের বড়ো ঘুড়িটিকে তারা কীভাবে সাজিয়েছিল?]
They decorated their big kite with gold tinsel stars all over it and wrote their full names on it. [তারা তাদের বড়ো ঘুড়িটিকে সোনালি চুমকি দিয়ে সাজিয়েছিল এবং ঘুড়ির ওপর নিজেদের পুরো নাম লিখেছিল।]
What did they write on their big kite? [বড়ো ঘুড়ির ওপরে তারা কী লিখেছিল?]
They wrote their full names – Claude Leete and Philippa Leete, Big Half Moon Lighthouse, on their big red kite. [তারা তাদের পুরো নাম লিখেছিল—’ক্লড লিট এবং ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন লাইটহাউস’, তাদের বড়ো লাল ঘুড়ির ওপরে।]
How did the kite get a big hole in it? [ঘুড়িতে একটি বড়ো ফুটো কীভাবে হয়েছিল?]
While bringing the kite from the house, the narrator tripped and fell over the rocks and her elbow went clear through the kite, making a big hole. [বাড়ি থেকে ঘুড়িটি আনার সময়, বক্তা হোঁচট খেয়ে পাথরের ওপর পড়ে গিয়েছিল এবং তার কনুইটি পুরো ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, যা একটি বড়ো ফুটো সৃষ্টি করে।]
How did the narrator and Claude fix the hole in the kite? [ঘুড়ির ফুটোটি বক্তা ও ক্লড কীভাবে ঠিক করেছিল?]
Claude and the narrator patched the kite with an old letter, pasting a sheet on each side and dried it by the fire. [ক্লড ও বক্তা একটি পুরোনো চিঠি দিয়ে তাপ্পি দিয়েছিল, দুদিকেই কাগজের টুকরো লাগিয়ে এবং আগুনে ঘুড়িটি শুকিয়ে নেয়।]
Why was Claude looking foolish? [ক্লডকে কেন বোকার মতো দেখাচ্ছিল?]
Claude was standing there looking foolish as the kite had sailed away over to the mainland. [ক্লডকে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোকার মতো দেখাচ্ছিল কারণ ঘুড়িটি উড়ে মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল।]
What did father find when he went back home years afterwards? [অনেক বছর পরে বাবা যখন বাড়ি ফিরে গেলেন, তিনি কী দেখলেন?]
Father found that his brother had already passed away and his sister was nowhere to be found. [বাবা দেখেন তার ভাই আগেই মারা গিয়েছেন এবং বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।]
Where did Aunt Esther live? [এস্থার পিসি কোথায় বাস করতেন?]
Aunt Esther lived hundreds of miles inland. [এস্থার পিসি সমুদ্র উপকূল থেকে শত শত মাইল দূরে মূল ভূখণ্ডে বাস করতেন।]
Why did Aunt Esther turn pale? [এস্থার পিসি বিবর্ণ হয়েছিলেন কেন?]
Aunt Esther turned pale seeing the letter stuck on the kite, as it was the same letter she had once written to her brother and the names Claude and Philippa were the names of her parents. [এস্থার পিসি ঘুড়ির ওপরের চিঠিটা দেখে ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন কারণ এটি ছিল একদা তাঁর ভাইকে লেখা চিঠি এবং ক্লড ও ফিলিপ্পা ছিল তাঁরই বাবা ও মায়ের নাম।]
How did Dick and Mimi find the kite? [ডিক ও মিমি কীভাবে ঘুড়িটি খুঁজে পেল?]
One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on top of a tree. [একদিন ডিক ও মিমি জঙ্গলে ঘুরতে গিয়ে একটি গাছের ওপর ঘুড়িটি দেখতে পেল।]
How are Aunt Esther and her children? [এস্থার পিসি ও তাঁর ছেলেমেয়েরা কেমন ছিল?]
Aunt Esther is dear and Dick and Mimi are too jolly for words. [এস্থার পিসি ছিলেন দারুণ প্রিয় এবং ডিক ও মিমি এত হাসিখুশি ছিল যে ভাষায় বর্ণনা করা যায় না।]
আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির পঞ্চম অধ্যায় “Our Runaway Kite” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি কোনো প্রশ্ন বা অসুবিধার সম্মুখীন হন, তাহলে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে এই পোস্টটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।