আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, ‘সাম্রাজ্য বিস্তার ও শাসন (আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ)’ অধ্যায়ের কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও সহায়ক। কারণ ষষ্ঠ শ্রেণী এবং চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়।
সঠিক উত্তরটি নির্বাচন করো
সাম্রাজ্য হল –
ক. গ্রাম
খ. বিরাট অঞ্চলগ
গ. ছোটো অঞ্চল
উত্তর – খ. বিরাট অঞ্চলগ
সাম্রাজ্য শাসন করতেন –
ক. রাজা
খ. সম্রাট
গ. শাসক
উত্তর – খ. সম্রাট
মহিলা যদি সম্রাট হন, তাঁকে বলা হত —
ক. সম্রাজ্ঞী
খ. রাজ্ঞী
গ. সুলতানা
উত্তর – ক. সম্রাজ্ঞী
আলেকজান্ডার ছিলেন –
ক. ম্যাসিডনের শাসক
খ. মিশরের শাসক
গ. ব্যাকট্রিয়ার শাসক
উত্তর – ক. ম্যাসিডনের শাসক
সেলিউকাস নিকেটর সেনাপতি ছিলেন –
ক. বিম কদফিসেসের
খ. আলেকজান্ডারের
গ. দিয়োদোরসের
উত্তর – খ. আলেকজান্ডারের
পুরুর রাজত্ব যে-দুটি নদীর মাঝে অবস্থিত, তা হল –
ক. ঝিলাম ও চেনাব
খ. ঝিলাম ও সিন্ধু
গ. চেনাব ও সিন্ধু
উত্তর – ক. ঝিলাম ও চেনাব
আলেকজান্ডার উপমহাদেশে ছিলেন
ক. প্রায় দু-বছর
খ. প্রায় তিনবছর
গ. প্রায় পাঁচবছর
উত্তর – খ. প্রায় তিনবছর
মগধের শেষ নন্দরাজা ছিলেন –
ক. মহাপদ্মনন্দ
খ. ধননন্দ
গ. চানক্য
উত্তর – খ. ধননন্দ
মগধকে ঘিরে প্রথম যে-সাম্রাজ্য তৈরি হয়, তা হল –
ক. গুপ্ত সাম্রাজ্য
খ. সাতবাহন সাম্রাজ্য
গ. মৌর্য সাম্রাজ্য
উত্তর – গ. মৌর্য সাম্রাজ্য
প্রথম মৌর্যরাজা হলেন –
ক. চন্দ্রগুপ্ত
খ. বিন্দুসার
গ. অশোক
উত্তর – ক. চন্দ্রগুপ্ত
অর্থশাস্ত্র লিখেছিলেন –
ক. কালিদাস
খ. কৌটিল্য
গ. শূদ্রক
উত্তর – খ. কৌটিল্য
চাণক্যের আসল নাম হল –
ক. শোকুনি
খ. গণেশ
গ. বিষ্ণুগুপ্ত
উত্তর – গ. বিষ্ণুগুপ্ত
‘পিয়দসি’ বলা হত –
ক. অশোককে
খ. পুরুকে
গ. মহাপদ্মনন্দকে
উত্তর – ক. অশোককে
‘সব মুনিষে পজা মম’ উক্তিটি করেছেন –
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. সম্রাট অশোক
গ. বিন্দুসার
উত্তর – খ. সম্রাট অশোক
সম্রাট অশোক বলি কর ছাড় দিয়েছিলেন –
ক. পাটলিপুত্রে
খ. লুম্বিনী গ্রামে
গ. মগধে
উত্তর – খ. লুম্বিনী গ্রামে
সারনাথ স্তম্ভের মাথায় পিঠোপিঠি সিংহ আছে –
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
উত্তর – গ. চারটি
মৌর্য শাসনব্যবস্থায় সম্রাটের পর স্থান ছিল –
ক. অমাত্যদের
খ. সেনাপতিদের
গ. রাজুকদের
উত্তর – ক. অমাত্যদের
প্রথম গুপ্তচর ব্যবস্থার প্রচলন করেন –
ক. নন্দরা
খ. গুপ্তরা
গ. মৌর্যরা
উত্তর – গ. মৌর্যরা
শেষ মৌর্যসম্রাট বৃহদ্রথকে পরাজিত করেন –
ক. পুষ্যমিত্র শুঙ্গ
খ. অগ্নিমিত্র
গ. মহাপদ্মনন্দ
উত্তর – ক. পুষ্যমিত্র শুঙ্গ
মৌর্যদের পর মগধে যে রাজবংশের শাসন শুরু হয় –
ক. শুঙ্গ
খ. গুপ্ত
গ. কাণ্ব
উত্তর – ক. শুঙ্গ
শুভঙ্গদের প্রায় পঞ্চাশ বছর শাসনের পরে মগধের শাসক হন
ক. মৌর্যরা
খ. কুষাণরা
গ. কাণ্বরা
উত্তর – গ. কাণ্বরা
ইউয়ে-ঝি গোষ্ঠীর যে-শাখা কুষাণ নামে পরিচিত তারা হল –
ক. কেইষাণ
খ. কু-এই-যুয়াং
গ. কুইষাণ
উত্তর – খ. কু-এই-যুয়াং
কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন –
ক. বিম কদফিসেস
খ. হুবিষ্ক
গ. কুজুল কদফিসেস
উত্তর – গ. কুজুল কদফিসেস
কুজুল কদফিসেস-এর পুত্র ছিলেন –
ক. বিম কদফিসেস
খ. সাতকর্ণী
গ. রুদ্রদামন
উত্তর – ক. বিম কদফিসেস
‘দ্বিতীয় অশোক’ নামে পরিচিত –
ক. রাহুল
খ. কনিষ্ক
গ. বৃহদ্রথ
উত্তর – খ. কনিষ্ক
কুষাণদের প্রধান শাসনকেন্দ্র ছিল –
ক. পার্থীয়া
খ. ব্যাকট্রিয়া বা বাহ্লিক
গ. ভারত
উত্তর – খ. ব্যাকট্রিয়া বা বাহ্লিক
কলিঙ্গরাজ খারবেল ছিলেন –
ক. চেদি বংশীয় রাজা
খ. কাহ্ন বংশের রাজা
গ. রাজপুত বংশের রাজা
উত্তর – ক. চেদি বংশীয় রাজা
ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা প্রথম চালু করেন –
ক. বিম কদফিসেস
খ. কনিষ্ক
গ. বাসিঙ্ক
উত্তর – ক. বিম কদফিসেস
সাতবাহনরা রাজত্ব করত –
ক. দক্ষিণ ভারতে
খ. উত্তর ভারতে
গ. পশ্চিম ভারতে
উত্তর – ক. দক্ষিণ ভারতে
কনিষ্কের রাজধানী ছিল –
ক. পুরুষপুর
খ. মগধ
গ. কনৌজ
ঘ. কলিঙ্গ
উত্তর – ক. পুরুষপুর
শকাব্দ গণনা শুরু হয় –
ক. 78 খ্রিস্টাব্দ থেকে
খ. খ্রিস্টপূর্ব 325 অব্দ থেকে
গ. 230 খ্রিস্টাব্দ থেকে
ঘ. 42 খ্রিস্টাব্দ থেকে
উত্তর – ক. 78 খ্রিস্টাব্দ থেকে
কনিষ্কের সিংহাসন আরোহণের সময় থেকে যে অব্দ গণনা চালু হয়, তা হল –
ক. শকাব্দ
খ. গুপ্তাব্দ
গ. খ্রিস্টাব্দ
উত্তর – ক. শকাব্দ
সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন –
ক. প্রথম সাতকর্ণি
খ. দ্বিতীয় সাতকর্ণি
গ. সিমুক
উত্তর – গ. সিমুক
কুষাণ সম্রাটরা নিজেদের বলতেন –
ক. পিয়দসি
খ. দেবপুত্র
গ. দেবকুল
উত্তর – খ. দেবপুত্র
‘দমঅর্ত’ উপাধি ধারণ করেছিলেন –
ক. রুদ্রদামন
খ. বিম কদফিসেস
গ. অশোক
উত্তর – খ. বিম কদফিসেস
কুষাণ যুগে প্রাদেশিক শাসকদের বলা হত –
ক. ক্ষত্রপ
খ. চস্টন
গ. রাজুক
উত্তর – ক. ক্ষত্রপ
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা –
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. শ্রীগুপ্ত
উত্তর – গ. শ্রীগুপ্ত
গুপ্ত সাম্রাজ্য সবথেকে বড়ো আকার নেয় –
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
খ. সমুদ্রগুপ্তের আমলে
গ. স্কন্দগুপ্তের আমলে
উত্তর – খ. সমুদ্রগুপ্তের আমলে
সমুদ্রগুপ্ত সম্রাট হন আনুমানিক –
ক. 365 খ্রিস্টাব্দে
খ. 359 খ্রিস্টাব্দে
গ. 335 খ্রিস্টাব্দে
উত্তর – গ. 335 খ্রিস্টাব্দে
সমুদ্রগুপ্ত আর্যাবর্তের যতজন রাজাকে পরাজিত করেন –
ক. 5 জন
খ. 7 জন
গ. 9 জন
উত্তর – গ. 9 জন
এলাহাবাদ প্রশস্তি রচনা করেন –
ক. কৌটিল্য
খ. হরিষেণ
গ. শূলপাণি
উত্তর – খ. হরিষেণ
‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন –
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. স্কন্দগুপ্ত
গ. প্রথম কুমারগুপ্ত
উত্তর – ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
হর্ষচরিত লিখেছিলেন –
ক. বাণভট্ট
খ. কৌটিল্য
গ. হরিষেণ
উত্তর – ক. বাণভট্ট
প্রথম রূপোর মুদ্রা চালু হয় –
ক. অশোকের আমলে
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
গ. কনিষ্কের আমলে
উত্তর – খ. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
স্কন্দগুপ্ত সফলভাবে প্রতিহত করেন –
ক. হুন আক্রমণ
খ. শক আক্রমণ
গ. গ্রিক আক্রমণ
উত্তর – ক. হুন আক্রমণ
বাকাটক রাজারা উপাধি ধারণ করতেন –
ক. রাজা
খ. রাজাধিরাজ
গ. মহারাজা
উত্তর – গ. মহারাজা
দ্বিতীয় রুদ্রসেন ছিলেন –
ক. বাকাটক রাজা
খ. কুষাণ সম্রাট
গ. গুপ্ত সম্রাট
উত্তর – ক. বাকাটক রাজা
কুতুবমিনারের কাছে লৌহস্তম্ভটি প্রতিষ্ঠা করেন –
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. চন্দ্রবর্মা
উত্তর – খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গুপ্ত শাসন কাঠামোয় প্রধান ছিলেন –
ক. মন্ত্রী
খ. অর্থমন্ত্রী
গ. সম্রাট
উত্তর – গ. সম্রাট
গুপ্তযুগে প্রদেশগুলিকে বলা হত –
ক. ভুক্তি
খ. আহার
গ. বিষয়
উত্তর – ক. ভুক্তি
বাকাটক আমলে জেলাগুলি পরিচিত হত –
ক. বিষয়রূপে
খ. আহাররূপে
গ. ভুক্তিরূপে
উত্তর – খ. আহাররূপে
গুপ্তদের সময় দক্ষিণ ভারতের যে শাসকরা কোনো মুদ্রা চালু করেননি, তারা হলেন –
ক. শক
খ. পল্লব
গ. বাকাটক
উত্তর – গ. বাকাটক
পুষ্যভূতি রাজাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল –
ক. থানেশ্বরে
খ. কনৌজে
গ. পাটলিপুত্রে
উত্তর – ক. থানেশ্বরে
পুষ্যভূতি বংশের ক্ষমতা বাড়তে থাকে যে-রাজার আমল থেকে, তিনি হলেন –
ক. দেবগুপ্ত
খ. গ্রহবর্মা
গ. প্রভাকরবর্ধন
উত্তর – গ. প্রভাকরবর্ধন
মালবের রাজা ছিলেন –
ক. রামগুপ্ত
খ. দেবগুপ্ত
গ. চন্দ্রগুপ্ত
উত্তর – খ. দেবগুপ্ত
সকলোত্তরপথনাথ’ উপাধি গ্রহণ করেছিলেন –
ক. রাজ্যবর্ধন
খ. প্রভাকরবর্ধন
গ. হর্ষবর্ধন
উত্তর – গ. হর্ষবর্ধন
‘শিলাদিত্য’ উপাধি নিয়েছিলেন –
ক. হর্ষবর্ধন
খ. অশোক
গ. সমুদ্রগুপ্ত
উত্তর – ক. হর্ষবর্ধন
এর মধ্যে যেটি হর্ষবর্ধনের লেখা নয়।
ক. অমরকোশ
খ. রত্নাবলী
গ. প্রিয়দর্শিকা
উত্তর – ক. অমরকোশ
পুষ্যভূতি বংশের শাসনব্যবস্থায় সবচাইতে নীচে ছিল –
ক. শহরগুলি
খ. গ্রামগুলি
গ. জেলাগুলি
উত্তর – খ. গ্রামগুলি
সুয়ান জাং-এর লেখা গ্রন্থটি হল –
ক. ইন্ডিকা
খ. অর্থশাস্ত্র
গ. সি-ইউ-কি
উত্তর – গ. সি-ইউ-কি
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
সাম্রাজ্য শাসন করেন যিনি তাঁকে_____বলে।
ক. সম্রাট
খ. সুলতান
গ. রাজা
উত্তর – ক. সম্রাট
মহিলা সম্রাট হলে তাঁকে বলা হত_____।
ক. রানি
খ. বেগম
গ. সম্রাজ্ঞী
উত্তর – গ. সম্রাজ্ঞী
আলেকজান্ডারের সেনাপতি ছিলেন_____।
ক. মিনান্দার
খ. সেলিউকাস নিকেটর
গ. মেগাস্থিনিস
উত্তর – খ. সেলিউকাস নিকেটর
_____নামের এক পণ্ডিত নন্দরাজাদের রোষের মুখে পড়েন।
ক. ভবভূতি
খ. শূদ্রক
গ. চাণক্য
উত্তর – গ. চাণক্য
_____এর সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামে।
ক. আলেকজান্ডার
খ. চাণক্য
গ. সেলিউকাস
উত্তর – খ. চাণক্য
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল_____।
ক. পাটলিপুত্র
খ. রাজগির
গ. চম্পা
উত্তর – ক. পাটলিপুত্র
কৌটিল্য লিখেছিলেন_____।
ক. ধর্মশাস্ত্র
খ. আইনগ্রন্থ
গ. অর্থশাস্ত্র
উত্তর – গ. অর্থশাস্ত্র
_____যুদ্ধের পর সম্রাট অশোক আর যুদ্ধ করেননি।
ক. কলিঙ্গ
খ. হিদাসপিস
গ. মগধ
উত্তর – ক. কলিঙ্গ
সম্রাট_____যুদ্ধনীতি ছেড়ে ধর্মনীতি নিয়েছিলেন।
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. দশরথ
উত্তর – ক. অশোক
অশোক সাম্রাজ্যের সব জায়গায়_____কথা পৌঁছে দেন।
ক. নিষেধের
খ. ধম্মের
গ. প্রতিবাদের
উত্তর – খ. ধম্মের
সম্রাট অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল_____।
ক. মগধ
খ. পাটলিপুত্র
গ. তক্ষশিলা
উত্তর – খ. পাটলিপুত্র
‘দেবানংপিয় পিয়দসি’ উপাধি ধারণ করেছিলেন সম্রাট_____।
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. বিন্দুসার
গ. অশোক
উত্তর – গ. অশোক
মৌর্যদের রাজধানী ছিল_____।
ক. বারাণসী
খ. কলিঙ্গ
গ. পাটলিপুত্র
উত্তর – গ. পাটলিপুত্র
মৌর্য সাম্রাজ্যের সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল_____।
ক. চোল
খ. বঙ্গ
গ. মগধ
উত্তর – গ. মগধ
‘রাজা মাগধে’ কথার অর্থ_____।
ক. চালুক্যরাজ
খ. মগধরাজ
গ. মহারাজাধিরাজ
উত্তর – খ. মগধরাজ
মৌর্য আমলে মেয়েদেরও_____হিসেবে নিয়োগ করা হত।
ক. অমাত্য
খ. মহামাত্র
গ. রাজকুমার
উত্তর – খ. মহামাত্র
_____সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেন।
ক. কুষাণ
খ. মৌর্য
গ. সাতবাহন
উত্তর – খ. মৌর্য
গ্রিক দূত_____চন্দ্রগুপ্তের রাজসভায় গিয়েছিলেন।
ক. মেগাস্থিনিস
খ. ফাসিয়ান
গ. সুয়ান জাং
উত্তর – ক. মেগাস্থিনিস
গ্রিক শাসক সেলিউকাসের দূত হয়ে কান্দাহার থেকে পাটলিপুত্রের রাজদরবারে যান_____।
ক. ফাসিয়ান
খ. সুয়ান জাং
গ. মেগাস্থিনিস
উত্তর – গ. মেগাস্থিনিস
মৌর্য আমলের জেলা প্রশাসনকে বলা হত_____।
ক. ভুক্তি
খ. দেশ
গ. আহার
উত্তর – গ. আহার
শেষ মৌর্যসম্রাট_____কে সরিয়ে রাজা হলেন পুষ্যমিত্র শুঙ্গ।
ক. বুধগুপ্ত
খ. বৃহদ্রথ
গ. ধননন্দ
উত্তর – খ. বৃহদ্রথ
পুষ্যমিত্র শুঙ্গ রাজা হন খ্রিস্টপূর্ব_____অব্দ নাগাদ।
ক. 187
খ. 188
গ. 189
উত্তর – ক. 187
_____রাজধানী ছিল পুরুষপুর বা পেশাওয়ার।
ক. চন্দ্রগুপ্ত মৌর্যের
খ. কনিষ্কের
গ. সম্রাট অশোকের
উত্তর – খ. কনিষ্কের
পুষ্যমিত্র এবং_____ছিলেন শুভঙ্গদের দু-জন প্রধান শাসক।
ক. অগ্নিমিত্র
খ. কাথ
গ. শূদ্রক
উত্তর – ক. অগ্নিমিত্র
_____গোষ্ঠীর একটি শাখা ছিল কুষাণরা।
ক. ইউয়ে-ঝি
খ. কি উযান
গ. কিউ সুয়ান
উত্তর – ক. ইউয়ে-ঝি
বিম কদফিসেসের উপাধি ছিল_____।
ক. দমঅর্ত
খ. রাজাধিরাজ
গ. মহাক্ষত্রপ
উত্তর – ক. দমঅর্ত
আনুমানিক_____খ্রিস্টাব্দের পরে উত্তর ভারতে কুষাণ শাসন লোপ পায়।
ক. 210
খ. 220
গ. 230
উত্তর – গ. 230
হাতিগুম্ফা শিলালেখ থেকে_____এর বিষয়ে জানা যায়।
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. খারবেল
গ. কনিষ্ক
উত্তর – গ. কনিষ্ক
সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন_____।
ক. সিমুক
খ. প্রথম সাতকর্ণি
গ. গৌতমীপুত্র সাতকর্ণি
উত্তর – ক. সিমুক
সাতবাহন বংশের রাজা_____এর আমলে সাতবাহনদের প্রভাব-প্রতিপত্তি বেড়ে যায়।
ক. সিমুক
খ. যজ্ঞশ্রী সাতকর্ণি
গ. প্রথম সাতকর্ণি
উত্তর – গ. প্রথম সাতকর্ণি
সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন_____।
ক. সিমুক
খ. গৌতমীপুত্র সাতকর্ণি
গ. যজ্ঞশ্রী সাতকর্ণি
উত্তর – খ. গৌতমীপুত্র সাতকর্ণি
আনুমানিক_____খ্রিস্টাব্দে বা এর কিছু পরে সাতবাহন ক্ষমতা লোপ পায়।
ক. 220
খ. 224
গ. 225
উত্তর – গ. 225
কুষাণ সম্রাটদের মাথার পিছনে এক রকমের_____দেখা যায়।
ক. গ্রহবলয়
খ. জ্যোতির্বলয়
গ. নক্ষত্রবলয়
উত্তর – খ. জ্যোতির্বলয়
কুষাণ আমলে প্রদেশের শাসককে বলা হত_____।
ক. ক্ষত্রপ
খ. মহাক্ষত্রপ
গ. সেনাপতি
উত্তর – ক. ক্ষত্রপ
_____উপাধি নিয়েছিলেন মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী।
ক. সমুদ্রগুপ্ত
খ. নহপান
গ. কনিষ্ক
উত্তর – গ. কনিষ্ক
_____খ্রিস্টাব্দ থেকে ‘গুপ্তাব্দ’ গণনা শুরু হয়।
ক. 319-320
খ. 324-326
গ. 410-411
উত্তর – ক. 319-320
যে-রাজার সিংহাসনে আরোহণের দিন থেকে ‘গুপ্তাব্দ’ গণনা করা হয় তিনি হলেন_____।
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. স্কন্দগুপ্ত
উত্তর – ক. প্রথম চন্দ্রগুপ্ত
গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন_____।
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. শ্রীগুপ্ত
গ. সমুদ্রগুপ্ত
উত্তর – গ. সমুদ্রগুপ্ত
গুপ্ত সাম্রাজ্য কতকগুলি_____বিভক্ত ছিল।
ক. রাজ্যে
খ. প্রদেশে
গ. জেলায়
উত্তর – খ. প্রদেশে
উত্তর ভারতের_____জন শাসককে সমুদ্রগুপ্ত পরাজিত করেন।
ক. 5
খ. 9
গ. 12
উত্তর – খ. 9
‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন_____।
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. কুমারগুপ্ত
উত্তর – খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
যে-গুপ্তরাজা হুন আক্রমণ রুখে দিয়েছিলেন, তিনি হলেন_____।
ক. প্রথম কুমারগুপ্ত
খ. নরসিংহ গুপ্ত
গ. স্কন্দগুপ্ত
উত্তর – গ. স্কন্দগুপ্ত
গুপ্ত শাসনের সময়েই_____বাকাটক শাসন শুরু হয়েছিল।
ক. আর্যাবর্তে
খ. পূর্ব ভারতে
গ. দাক্ষিণাত্যে
উত্তর – ক. আর্যাবর্তে
গুপ্ত ও বাকাটক আমলে পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল_____শাসন।
ক. রাজতান্ত্রিক
খ. প্রজাতান্ত্রিক
গ. গোষ্ঠীতান্ত্রিক
উত্তর – ক. রাজতান্ত্রিক
গুপ্ত শাসনের কাঠামোয়_____ছিলেন প্রধান।
ক. সম্রাট
খ. মন্ত্রী
গ. বিচারক
উত্তর – ক. সম্রাট
পুষ্যভূতিরা_____শাসক ছিলেন।
ক. কনৌজের
খ. থানেশ্বরের
গ. গৌড়ের
উত্তর – খ. থানেশ্বরের
হর্ষবর্ধন_____খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন।
ক. 602
খ. 606
গ. 630
উত্তর – খ. 606
হর্ষবর্ধনের সিংহাসনে বসার দিন থেকেই_____গোনা শুরু হয়।
ক. গুপ্তাব্দ
খ. শকাব্দ
গ. হর্ষাব্দ
উত্তর – গ. হর্ষাব্দ
চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন_____।
ক. হরিষেণ
খ. বাণভট্ট
গ. রবিকীর্তি
উত্তর – গ. রবিকীর্তি
হর্ষবর্ধনের রাজত্বকালে যে-চিনা পরিব্রাজক ভারতে আসেন তিনি হলেন_____।
ক. ইৎ সিং
খ. সুয়ান জাং
গ. ফাসিয়ান
উত্তর – খ. বাণভট্ট
ঠিক-ভুল নির্ণয় করো
বড়ো শাসন এলাকাই হল সাম্রাজ্য।
উত্তর – ঠিক
সম্রাট মানে বড়ো রাজা।
উত্তর – ঠিক
সম্রাট যদি মহিলা হত তাহলে তাঁকে মহিলা সম্রাট বলা হত।
উত্তর – ভুল
সাম্রাজ্য তৈরি হয় যুদ্ধ করে।
উত্তর – ঠিক
এক-একটি মহাজনপদ ছিল এক-একটি রাজ্য।
উত্তর – ঠিক
পাটলিপুত্রকে ঘিরেই ভারতে প্রথম সাম্রাজ্য তৈরি হয়।
উত্তর – ভুল
আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধ শাসন করতেন নন্দ রাজারা।
উত্তর – ঠিক
আলেকজান্ডারের সেনাপতি ছিলেন নিয়ারকাস।
উত্তর – ভুল
মগধে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য হিসেবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
উত্তর – ঠিক
শেষ নন্দরাজা ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান।
উত্তর – ঠিক
মগধ ছিল মৌর্যদের রাজধানী।
উত্তর – ভুল
কৌটিল্য রাজাদের কাজ করার সময় ঠিক করে দিয়েছিলেন।
উত্তর – ঠিক
অশোক বৌদ্ধধর্মে দীক্ষা নেন।
উত্তর – ঠিক
সাম্রাজ্যের কেবল মূল অংশেই অশোক ধন্মের কথা পৌঁছে দেন।
উত্তর – ভুল
অশোকের স্তম্ভটি 1930 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।
উত্তর – ভুল
মৌর্য আমলে মেয়েদেরও মহামাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হত।
উত্তর – ঠিক
মৌর্য সম্রাটরা প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন।
উত্তর – ঠিক
মৌর্য আমলে সম্রাটরাও গুপ্তচরদের নজরের আওতায় থাকতেন।
উত্তর – ভুল
মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত ‘আহার’।
উত্তর – ঠিক
শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।
উত্তর – ঠিক
মৌর্য বংশের পর মগধে গুপ্ত বংশের শাসন শুরু হয়।
উত্তর – ভুল
ব্যাকট্রিয়ায় রাজত্ব করত গ্রিকরা।
উত্তর – ঠিক
কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক।
উত্তর – ঠিক
কুষাণদের মুদ্রায় রাজার মূর্তি পাওয়া যায় না।
উত্তর – ভুল
সাতবাহন বংশের প্রথম রাজা ছিলেন প্রথম সাতকর্ণি।
উত্তর – ভুল
সাতবাহনদের সঙ্গে যে শক-ক্ষত্রপ রাজার যুদ্ধ হয়েছিল তিনি হলেন ‘মহাক্ষত্রপ’ রুদ্রদামন।
উত্তর – ঠিক
কুষাণ সাম্রাজ্যে প্রদেশের শাসককে ‘ক্ষত্রপা’ বলা হত।
উত্তর – ভুল
সাতবাহন শাসনব্যবস্থায়ও প্রধান ছিলেন রাজা।
উত্তর – ঠিক
প্রথম চন্দ্রগুপ্ত ‘গুপ্তাব্দ’ গোনা চালু করেন।
উত্তর – ঠিক
সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের নয়জন রাজাকে হারিয়ে। দিয়েছিলেন।
উত্তর – ভুল
দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল ‘বিক্রমাদিত্য’।
উত্তর – ঠিক
দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিন্ধুর উপাসক ছিলেন।
উত্তর – ঠিক
দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সম্রাট হন প্রথম কুমারগুপ্ত।
উত্তর – ঠিক
দ্বিতীয় চন্দ্রগুপ্ত হুনদের বাধা দিয়েছিলেন।
উত্তর – ভুল
প্রথম দিকের গুপ্তশাসকরা ‘মহারাজাধিরাজ’ উপাধি নিতেন।
উত্তর – ভুল
হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের রাজা।
উত্তর – ঠিক
হর্ষবর্ধন ছিলেন শেষ মৌর্য সম্রাট।
উত্তর – ভুল
হর্ষবর্ধন ‘শিলাদিত্য’ উপাধি নিয়েছিলেন।
উত্তর – ঠিক
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. অশোক | অ. অশোক স্তম্ভ |
খ. জাতীয় প্রতীক | আ. সম্রাজ্ঞী |
গ. সাম্রাজ্য | ই. কলিঙ্গ |
ঘ. মহিলা সম্রাট | ঈ. বিরাট অঞ্চল |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. অশোক | ই. কলিঙ্গ |
খ. জাতীয় প্রতীক | অ. অশোক স্তম্ভ |
গ. সাম্রাজ্য | ঈ. বিরাট অঞ্চল |
ঘ. মহিলা সম্রাট | আ. সম্রাজ্ঞী |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. মগধ | অ. ষোড়শ মহাজনপদ |
খ. জনপদ | আ. প্রথম সাম্রাজ্য |
গ. ম্যাসিডন | ই. বুকেফেলাস |
ঘ. আলেকজান্ডার | ঈ. আলেকজান্ডার |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. মগধ | আ. প্রথম সাম্রাজ্য |
খ. জনপদ | অ. ষোড়শ মহাজনপদ |
গ. ম্যাসিডন | ঈ. আলেকজান্ডার |
ঘ. আলেকজান্ডার | ই. বুকেফেলাস |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. চন্দ্রগুপ্ত মৌর্য | অ. নন্দরাজা |
খ. ধননন্দ | আ. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী |
গ. সেলিউকাস | ই. আলেকজান্ডার |
ঘ. পাটলিপুত্র | ঈ. প্রথম মৌর্যসম্রাট |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. চন্দ্রগুপ্ত মৌর্য | ঈ. প্রথম মৌর্যসম্রাট |
খ. ধননন্দ | অ. নন্দরাজা |
গ. সেলিউকাস | ই. আলেকজান্ডার |
ঘ. পাটলিপুত্র | আ. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. অশোক | অ. ধর্মপ্রচারক |
খ. অশোকের রাজধানী | আ. শেষ মৌর্যশাসক |
গ. মহামাত্র | ই. মৌর্যরাজা |
ঘ. বৃহদ্রথ | ঈ. পাটলিপুত্র |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. অশোক | ই. মৌর্যরাজা |
খ. অশোকের রাজধানী | ঈ. পাটলিপুত্র |
গ. মহামাত্র | অ. ধর্মপ্রচারক |
ঘ. বৃহদ্রথ | আ. শেষ মৌর্যশাসক |
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. কনিষ্ক | অ. প্রথম চন্দ্রগুপ্ত |
খ. গুপ্তাব্দ | আ. শকারি |
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত | ই. স্কন্দগুপ্ত |
ঘ. ভারতের রক্ষাকারী | ঈ. দ্বিতীয় অশোক |
উত্তর –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
ক. কনিষ্ক | ঈ. দ্বিতীয় অশোক |
খ. গুপ্তাব্দ | অ. প্রথম চন্দ্রগুপ্ত |
গ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত | আ. শকারি |
ঘ. ভারতের রক্ষাকারী | ই. স্কন্দগুপ্ত |
বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে লেখো
বিবৃতি – সম্রাট অশোক যুদ্ধবিজয় নীতি ত্যাগ করে ছিলেন।
ব্যাখ্যা –
- যুদ্ধ করতে তাঁর ভয় হত।
- তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।
- কলিঙ্গ যুদ্ধ করার পর তাঁর মনে গভীর অনুশোচনা হয়েছিল।
উত্তর – কলিঙ্গ যুদ্ধ করার পর তাঁর মনে গভীর অনুশোচনা হয়েছিল।
বিবৃতি – এলাহাবাদ লেখটি আসলে একটি প্রশস্তিমূলক লেখ।
ব্যাখ্যা –
- এতে সমুদ্রগুপ্তের গুণকীর্তন বর্ণিত হয়েছে।
- এতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যবিস্তার নীতি বর্ণনা করা হয়েছে।
- এই লেখটি লেখেন হরিষেণ।
উত্তর – এতে সমুদ্রগুপ্তের গুণকীর্তন বর্ণিত হয়েছে।
বিবৃতি – স্কন্দগুপ্তকে ‘ভারতের রক্ষাকারী’ বলা হয়।
ব্যাখ্যা –
- তিনি যবনদের আক্রমণ প্রতিরোধ করে – ছিলেন।
- তিনি হুন আক্রমণ প্রতিরোধ করে ভারত – বর্ষকে রক্ষা করেছিলেন।
- তিনি কুষাণদের প্রতিরোধ করেছিলেন।
উত্তর – তিনি হুন আক্রমণ প্রতিরোধ করে ভারত- বর্ষকে রক্ষা করেছিলেন।
বিবৃতি – হর্ষবর্ধন একজন শিক্ষানুরাগী ছিলেন।
ব্যাখ্যা –
- তার পরিচয় পাওয়া যায় তাঁর নানাবিধ শিক্ষামূলক কাজে।
- তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য করতেন।
- তিনি নিজে একটি মহাবিহারে শিক্ষকতা করতেন।
উত্তর – তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে অর্থ সাহায্য করতেন।
বেমানান শব্দটি চিহ্নিত করো
সাম্রাজ্য, বিরাট অঞ্চল, সম্রাট, বড়ো শাসন এলাকা
উত্তর – সাম্রাজ্য
মহারাজ, সম্রাজ্ঞী, সম্রাট, রাজাধিরাজ
উত্তর – সম্রাজ্ঞী
ম্যাসিডন, সেলিউকাস, আলেকজান্ডার, ঝিলাম
উত্তর – ঝিলাম
প্রথম কুমারগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চাণক্য
উত্তর – চাণক্য
বৃহদ্রথ, অশোক, কলিঙ্গ যুদ্ধ, ধম্ম
উত্তর – বৃহদ্রথ
মগধ, মৌর্য, বঙ্গদেশ, কলিঙ্গ
উত্তর – মৌর্য
গঙ্গানদীর মোহানা, বঙ্গ, গঙ্গারিদাই, গঙ্গাদেশ
উত্তর – বঙ্গ
সমুদ্রগুপ্ত, পাটলিপুত্র, সিমুক, বিম কদফিসেস
উত্তর – পাটলিপুত্র
সিমুক, হাল, সাতকর্ণি, নাসিকলেখ
উত্তর – নাসিকলেখ
দেবাদিদেব, দেবপুত্র, দমঅর্ত, দেবপুত্রশাহি
উত্তর – দেবাদিদেব
গঙ্গা, যমুনা, মথুরা, তাপ্তি
উত্তর – মথুরা
চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, মেগাস্থিনিস
উত্তর – মেগাস্থিনিস
মহাসেন গুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত
উত্তর – মহাসেন গুপ্ত
বাণভট্ট, হরিষেণ, সুয়ান জাং, রবিকীর্তি
উত্তর – সুয়ান জাং
দমঅর্ত, পাটলিপুত্র, দেবানংপিয়, সকলোরপথনাথ
উত্তর – পাটলিপুত্র
গুপ্ত ও বাকাটক শাসন, অমাত্য বা সচিব, মহকুমা বা জেলা, বিষয় বা আহার
উত্তর – মহকুমা বা জেলা
খারবেল, কনিষ্ক, বাসিষ্ক, হুবিষ্ক
উত্তর – খারবেল
প্রভাকরবর্ধন, বাণভট্ট, হর্ষবর্ধন, রাজ্যবর্ধন
উত্তর – বাণভট্ট
বৌদ্ধ সম্মেলন, হর্ষবর্ধন, মন্দির প্রতিষ্ঠা, প্রয়াগের মহাদান
উত্তর – মন্দির প্রতিষ্ঠা
নাসিক প্রশস্তি, হাতিগুম্ফা লেখ, এলাহাবাদ প্রশস্তি, রাজতরঙ্গিনী
উত্তর – রাজতরঙ্গিনী
সমুদ্রগুপ্ত, ধম্মপ্রচার, কবিরাজ, গ্রহণ-মোক্ষ-অনুগ্রহ নীতি
উত্তর – ধম্মপ্রচার
চন্দ্ররাজার স্তম্ভ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কৃষির উন্নতি, শকারি
উত্তর – কৃষির উন্নতি
সঠিক জোড়টি খুঁজে লেখো
ক. আলেকজান্ডার – ম্যাসিডন
খ. হিন্দুকুশ – নদী
গ. উপমহাদেশ – ইংল্যান্ড
ঘ. পোরোস – কৌটিল্য
উত্তর – ক. আলেকজান্ডার – ম্যাসিডন
ক. কৌটিল্য – অর্থশাস্ত্র
খ. আলেকজান্ডার – 325 খ্রিস্টাব্দ
গ. ধননন্দ – পুরু
ঘ. অশোক – হাতিগুম্ফা লেখ
উত্তর – ক. কৌটিল্য – অর্থশাস্ত্র
ক. নন্দরাজা – সমুদ্রগুপ্ত
খ. চন্দ্রগুপ্ত মৌর্য – প্রিয়দর্শী
গ. মেগাস্থিনিস – ইন্ডিকা
ঘ. কনিষ্ক – কলিঙ্গ যুদ্ধ
উত্তর – গ. মেগাস্থিনিস – ইন্ডিকা
ক. চন্দ্রগুপ্ত – বুকেফেলাস
খ. বাণভট্ট – এলাহাবাদ
গ. সেলিউকাস – সুয়ান জাং
ঘ. অশোক – উপগুপ্ত
উত্তর – ঘ. অশোক – উপগুপ্ত
ক. আলেকজান্ডার – সেলিউকাস
খ. শেষ নন্দরাজা – মহাপদ্মনন্দ
গ. সেলিউকাস – লেখক
ঘ. দেবানংপিয় – রাজধানী
উত্তর – ক. আলেকজান্ডার – সেলিউকাস
ক. ব্যাবিলন – মহামতি অশোক
খ. বুকেফেলাস ঘোড়া
গ. মৌর্যসম্রাট – কৌটিল্য
ঘ. মগধ – রাজধানী
উত্তর – খ. বুকেফেলাস ঘোড়া
ক. পাটলিপুত্র – মৌর্য সাম্রাজ্যের রাজধানী
খ. চন্দ্রগুপ্ত মৌর্য – উপগুপ্ত
গ. দশরাজার যুদ্ধ – গোপাল
ঘ. মহামাত্র – বিন্দুসার
উত্তর – ক. পাটলিপুত্র – মৌর্য সাম্রাজ্যের রাজধানী
ক. মৌর্যদের রাজধানী – মগধ
খ. মগধরাজ – অশোক
গ. দেবানংপিয় – চাণক্য
ঘ. আহার – রাজ্যশাসন
উত্তর – খ. মগধরাজ – অশোক
ক. প্রিয়দর্শী – সুদাস
খ. উপগুপ্ত – বৌদ্ধপণ্ডিত
গ. অশোক – মহামাত্র
ঘ. অমাত্য – সেনাপতি
উত্তর – খ. উপগুপ্ত – বৌদ্ধপণ্ডিত
ক. বাংলাদেশ – বগুড়া
খ. অশোক – দশরাজার যুদ্ধ
গ. গ্রিক শাসকের দূত – বাণভট্ট
ঘ. বগুড়া – দেশ
উত্তর – ক. বাংলাদেশ – বগুড়া
ক. আটবিক – জেলা প্রশাসন
খ. মৌর্যকর – বলি ও ভাগ
গ. মহাবীর – লুম্বিনী
ঘ. কৌটিল্য – চিকিৎসক
উত্তর – খ. মৌর্যকর – বলি ও ভাগ
ক. গৌতম বুদ্ধ – লুম্বিনী
খ. শেষ মৌর্যসম্রাট – ধননন্দ
গ. অষ্টাঙ্গিক মার্গ – অশোক
ঘ. বলি ও ভাগ – মুদ্রা
উত্তর – ক. গৌতম বুদ্ধ – লুম্বিনী
ক. আটবিক – রাজপ্রাসাদ
খ. অশোক – ধম্ম
গ. শুঙ্গ – কুজুল কদফিসেস
ঘ. বিম কদফিসেস – তামার মুদ্রা
উত্তর – খ. অশোক-ধম্ম
ক. অশোক – প্রজার অনিষ্ট করত
খ. আটবিক – বনে যারা থাকে
গ. কলিঙ্গ যুদ্ধ – বিহার
ঘ. গঙ্গারিদ – পাটলিপুত্র
উত্তর – খ. আটবিক – বনে যারা থাকে
ক. গঙ্গারিদ – গঙ্গা
খ. গঙ্গা – গ্রাম
গ. তাম্রলিপ্ত – রাজধানী
ঘ. কু এই ষুয়াং – গুপ্ত
উত্তর – ক. গঙ্গারিদ – গঙ্গা
ক. তাম্রলিপ্ত – ব্যাকট্রিয়া
খ. অশোক – নেপোলিয়ন
গ. কু এই ষুয়াং – কুষাণ
ঘ. অগ্নিমিত্র – কর্মচারী
উত্তর – গ. কু এই ষুয়াং – কুষাণ
ক. কুজুল কদফিসেস – সাতবাহন
খ. হাতিগুম্ফা – গৌতমীপুত্র সাতকর্ণি
গ. পুরুষপুর – খারবেল
ঘ. কনিষ্ক – শকাব্দ
উত্তর – ঘ. কনিষ্ক-শকাব্দ
ক. রুদ্রদামন – মহাক্ষত্রপ
খ. গৌতমীপুত্র সাতকর্ণি – কলিঙ্গরাজ
গ. নাসিকলেখ – খারবেল
ঘ. 78 খ্রিস্টাব্দ প্রথম চন্দ্রগুপ্ত
উত্তর – ক. রুদ্রদামন – মহাক্ষত্রপ
ক. প্রথম রূপোর মুদ্রা – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. শকারি – সমুদ্রগুপ্ত
গ. হুন প্রতিহতকারী – কুমারগুপ্ত
ঘ. কুতুবমিনার – পাঞ্জাব
উত্তর – ক. প্রথম রূপোর মুদ্রা – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ক. শিলাদিত্য – দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. হর্ষবর্ধন দেশপ্রিয়
গ. সকলোত্তরপথনাথ – হর্ষবর্ধন
ঘ. সি-ইউ-কি – মেগাস্থিনিস
উত্তর – গ. সকলোত্তরপথনাথ – হর্ষবর্ধন
ফাঁকা ঘরে সঠিক অক্ষর/বর্ণ বসিয়ে শব্দ গঠন করো
অ_ _স্তম্ভ
উত্তর – অশোকস্তম্ভ
_ম্রা_
উত্তর – সাম্রাজ্য
স_ট
উত্তর – সম্রাট
মহা_ _ _ _
উত্তর – মহাজনপদ
_ _ধিরাজ
উত্তর – রাজাধিরাজ
_সিড_
উত্তর – ম্যাসিডন
_ন _ন্দ
উত্তর – ধননন্দ
সে _উ _স
উত্তর – সেলিউকাস
_ র্থ _ স্ত্র
উত্তর – অর্থশাস্ত্র
_ ট _ পু _
উত্তর – পাটলিপুত্র
_ _ _ _পিয়
উত্তর – দেবানংপিয়
_য় _সি
উত্তর – পিয়দসি
_হা _ত্র
উত্তর – মহামাত্র
_হা_
উত্তর – আহার
_ _ত
উত্তর – প্রাকৃত
সা _ বা _ _
উত্তর – সাতবাহন
প _ব
উত্তর – পত্নব
কু _ _ষুয়াং
উত্তর – কু এই যুয়াং
_মুক
উত্তর – সিমুক
_বপু_
উত্তর – দেবপুত্র
_ব_ল
উত্তর – দেবকুল
_ত্রপ
উত্তর – ক্ষত্রপ
_ _ সংঘ
উত্তর – গণসংঘ
_ _ _ _ধিরাজ
উত্তর – মহারাজাধিরাজ
_ _রি
উত্তর – শকারি
_ভা_তী_ _
উত্তর – প্রভাবতী গুপ্তা
_ _ট ক
উত্তর – বাকাটক
ম _ধ_জ
উত্তর – মগধরাজ
রা_শ্রী
উত্তর – রাজ্যশ্রী
দে_গু_
উত্তর – দেবগুপ্ত
_ _দি_
উত্তর – শিলাদিত্য
ভু_
উত্তর – ভুক্তি
প্র_ _
উত্তর – প্রদেশ
সম্পূর্ণ বাক্যে উত্তর দাও
ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য কোনটি?
মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
সম্রাট কথার অর্থ কী?
সম্রাট কথার অর্থ হল যিনি সাম্রাজ্য শাসন করতেন।
ভারতীয় উপমহাদেশে প্রথম কারা সাম্রাজ্য স্থাপন করেছিল?
ভারতীয় উপমহাদেশে প্রথম মৌর্যরা সাম্রাজ্য স্থাপন করেছিল।
‘শ্রেণিক’ উপাধি কে ধারণ করেছিলেন?
বিম্বিসার ‘শ্রেণিক’ উপাধি ধারণ করেছিলেন।
‘কুনিক’ উপাধি কে গ্রহণ করেন?
অজাতশত্রু ‘কুনিক’ উপাধি গ্রহণ করেন।
কোন্ গ্রিক শাসক পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন?
গ্রিক শাসক আলেকজান্ডার পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন।
আলেকজান্ডার কোন্ পর্বত পেরিয়ে ভারতে পৌঁছে ছিলেন?
আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে পৌঁছে ছিলেন।
আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন?
327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন।
মৌর্য রাজবংশের পূর্বে মগধে কোন্ রাজবংশ রাজত্ব করত?
মৌর্য রাজবংশের পূর্বে মগধে নন্দ রাজবংশ রাজত্ব করত।
নন্দবংশের প্রতিষ্ঠাতা কে?
নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ।
ভদ্রশালক কে ছিলেন?
ভদ্রশালক ছিলেন ধননন্দের সেনাপতি।
চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে কোন্ বিদেশি শাসকের শরণাপন্ন হয়?
চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে আলেকজান্ডারের শরণাপন্ন হয়।
মগধের রাজধানী কোথায় ছিল?
মগধের রাজধানী ছিল পাটলিপুত্র।
পাটলিপুত্রের বর্তমান নাম কী?
পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা।
মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন?
মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
কে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন?
চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট।
সেলিউকাস নিকেটর কে ছিলেন?
সেলিউকাস নিকেটর ছিলেন আলেকজান্ডারের সেনাপতি।
অর্থশাস্ত্র কার লেখা?
অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা।
চাণক্যের প্রকৃত নাম কী?
চাণক্যের প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত।
‘ভারতের মেকিয়াভেলি’ বলা হয় কাকে?
কৌটিল্যকে ‘ভারতের মেকিয়াভেলি’ বলা হয়।
‘অমিত্রঘাত’ উপাধি কে গ্রহণ করেন?
সম্রাট বিন্দুসার ‘অমিত্রঘাত’ উপাধি গ্রহণ করেন।
বিন্দুসার কে ছিলেন?
বিন্দুসার মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় নরপতি ছিলেন।
সম্রাট অশোক কবে সিংহাসনে আরোহণ করেন?
খ্রিস্টপূর্ব 273 অব্দে সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেন।
অশোক কবে কলিঙ্গরাজ্য আক্রমণ করেন?
খ্রিস্টপূর্ব 261 অব্দে অশোক কলিঙ্গরাজ্য আক্রমণ করেন।
মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন।
ধম্ম কথাটি অশোক কোন্ লেখতে ব্যবহার করেন?
মাস্কি লেখ-তে অশোক ধম্ম কথাটি ব্যবহার করেন।
সম্রাট অশোকের শিলালেখগুলিতে বেশিরভাগ কোন্ লিপি ব্যবহার করা হয়েছে?
সম্রাট অশোকের শিলালেখগুলিতে বেশিরভাগ ব্রাহ্মীলিপি ব্যবহার করা হয়েছে।
সম্রাট অশোকের সময়ে তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
সম্রাট অশোকের সময়ে তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল পাটলিপুত্রে।
‘প্রিয়দর্শী’ উপাধি কে গ্রহণ করেন?
সম্রাট অশোক ‘প্রিয়দর্শী’ উপাধি গ্রহণ করেন।
‘মানবজাতির প্রথম ধর্মগুরু’ কাকে বলা হয়?
সম্রাট অশোককে ‘মানবজাতির প্রথম ধর্মগুরু’ বলা হয়।
ভারতের জাতীয় প্রতীক কী?
ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ।
অশোকস্তম্ভটি কোথায় আবিষ্কৃত হয়েছে?
অশোক স্তম্ভটি সারনাথে আবিষ্কৃত হয়েছে।
অশোক স্তম্ভটি কবে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়?
1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি অশোকস্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়।
মেগাস্থিনিস কার দূত ছিলেন?
মেগাস্থিনিস ছিলেন সেলিউকাসের দূত।
মেগাস্থিনিস কার রাজদরবারে এসেছিলেন?
মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন।
ইন্ডিকা গ্রন্থটির লেখক কে?
ইন্ডিকা গ্রন্থটির লেখক গ্রিক দূত মেগাস্থিনিস।
কোন্ শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন?
মৌর্য বংশীয় শাসকরা প্রথম গুপ্তচর নিয়োগ করেন।
মহাস্থানগড় কী?
মহাস্থানগড় হল বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল।
শেষ মৌর্যসম্রাট কে ছিলেন?
শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ।
কুষাণরা কোন্ গোষ্ঠীর বংশধর?
কুষাণরা ইউয়ে-ঝি গোষ্ঠীর বংশধর।
কুষাণ বংশের শেষ রাজা কে ছিলেন?
কুষাণ বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বাসুদেব।
কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী?
কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কুজুল কদফিসেস।
কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম কনিষ্ক।
কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন।
শকাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দে থেকে?
78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়।
কনিষ্ক যে-অব্দের প্রচলন করেন তার নাম কী?
কনিষ্ক যে – অব্দের প্রচলন করেন তার নাম শকাব্দ।
কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর।
ভারতের ‘দ্বিতীয় অশোক’ কাকে বলা হয়?
প্রথম কনিষ্ককে ভারতের ‘দ্বিতীয় অশোক’ বলা হয়।
ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা কে প্রচলন করেন? ইনি কোন্ অঞ্চল শাসন করতেন?
ভারতীয় উপমহাদেশে প্রথম সোনার মুদ্রা প্রচলন করেন বিম কদফিসেস। ইনি সিন্ধুনদের অববাহিকা অঞ্চলে। শাসন করতেন।
হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়?
হাতিগুম্ফা শিলালেখ থেকে কলিঙ্গরাজ খারবেল এর বিষয়ে জানা যায়।
‘ভারতবর্ষ’ নামটি কোন্ লেখতে উল্লেখিত হয়েছে?
হাতিগুম্ফা শিলালেখ তে ‘ভারতবর্ষ’ নামটি উল্লেখিত হয়েছে।
খারবেল কে ছিলেন?
অথবা, চেদি বংশের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন?
খারবেল ছিলেন কলিঙ্গের চেদি বংশের প্রথম শক্তিশালী রাজা।
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অথবা, সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিলেন?
সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম শাসক ছিলেন সিমুক।
সাতবাহন রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
সাতবাহন রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণি।
নহপানকে কে পরাজিত ও নিহত করেছিলেন?
নহপানকে গৌতমীপুত্র সাতকর্ণি পরাজিত ও নিহত করেছিলেন।
কত খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন?
৩২০ খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন।
নাসিক লেখ থেকে কার রাজ্যবিস্তারের কথা জানা যায়?
নাসিক লেখ থেকে সাতবাহন বংশীয় রাজা গৌতমীপুত্র সাতকর্ণির রাজ্যবিস্তারের কথা জানা যায়।
‘দমঅর্ত’ উপাধি কে ধারণ করেন?
‘দমঅর্ত’ উপাধি ধারণ করেন বিম কদফিসেস।
কুষাণ যুগে প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হত?
কুষাণ যুগে প্রাদেশিক শাসনকর্তাদের বলা হত ক্ষত্রপ।
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত।
গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত।
কোন্ বছর থেকে গুপ্তাব্দ চালু হয়?
319-320 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ চালু হয়।
প্রথম গুপ্তাব্দ কে চালু করেন?
প্রথম গুপ্তাব্দ চালু করেন প্রথম চন্দ্রগুপ্ত।
সমুদ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
আনুমানিক 335 খ্রিস্টাব্দে সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন।
‘লিচ্ছবি দৌহিত্র’ কাকে বলা হয়?
সমুদ্রগুপ্তকে ‘লিচ্ছবি দৌহিত্র’ বলা হয়।
সমুদ্রগুপ্তের মাতার নাম কী?
সমুদ্রগুপ্তের মাতার নাম কুমারদেবী।
এলাহাবাদ প্রশস্তির রচনাকার কে ছিলেন?
হরিষেণ (সমুদ্রগুপ্তের সভাকবি) এলাহাবাদ প্রশস্তির রচনাকার ছিলেন।
‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হয়?
সমুদ্রগুপ্তকে ‘ভারতের নেপোলিয়ন’ বলা হয়।
‘প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত’ কাকে বলা হয়?
সমুদ্রগুপ্তকে ‘প্রাচীন ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত’ বলা হয়।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে শাসক হন?
376 খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম কী?
দ্বিতীয় চন্দ্রগুপ্তের পিতার নাম সমুদ্রগুপ্ত।
‘শকারি’ বলা হয় কোন্ গুপ্ত সম্রাটকে?
গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ‘শকারি’ বলা হয়।
দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ‘শকারি’ বলা হয় কেন?
তিনি শকরাজ তৃতীয় রুদ্রসিংহকে পরাজিত করেছিলেন বলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে ‘শকারি’ বলা হয়।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী উপাধি ধারণ করেন?
দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘বিক্রমাদিত্য’ উপাধি ধারণ করেন।
কোন্ গুপ্তরাজ ‘পরম ভাগবৎ’ উপাধি গ্রহণ করেন?
গুপ্তরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘পরম ভাগবৎ’ উপাধি গ্রহণ করেন।
মহাকবি কালিদাস কোন্ গুপ্তসম্রাটের রাজসভা অলংকৃত করেছিলেন?
মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলংকৃত করেছিলেন।
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন্ চিনা পর্যটক। ভারতে আসেন?
চিনা পর্যটক ফাসিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন।
ফাসিয়ানের ভারত বিষয়ক ভ্রমণ বৃত্তান্তটির নাম কী?
ফাসিয়ানের ভারত বিষয়ক ভ্রমণ বৃত্তান্তটির নাম ফো-কুয়ো-কি।
কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতিলাভ করেন?
গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতিলাভ করেন।
কোন্ গুপ্ত সম্রাটকে ‘ভারতের রক্ষাকারী’ বলা হয়?
গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ‘ভারতের রক্ষাকারী’ বলা হয়।
গুপ্ত বংশের শেষ নৃপতি কে ছিলেন?
গুপ্ত বংশের শেষ নৃপতি ছিলেন বিষ্ণুগুপ্ত।
দ্বিতীয় রুদ্রসেন কে ছিলেন?
দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক বংশীয় রাজা।
বাকাটক শাসনকালে সেনাপতি কাকে বলা হত?
বাকটিক শাসনকালে রাজ্যের শাসকদের সেনাপতি বলা হত।
‘শিলাদিত্য’ উপাধি কে নিয়েছিলেন?
‘শিলাদিত্য’ উপাধি নিয়েছিলেন রাজা হর্ষবর্ধন।
মৌখরি বংশ ভারতের কোথায় রাজত্ব করত?
মৌখরি বংশ ভারতের কনৌজে রাজত্ব করত।
গ্রহবর্মন কে ছিলেন?
গ্রহবর্মন ছিলেন মৌখরি বংশের শেষ স্বাধীন রাজা।
হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।
পুষ্যভূতি বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?
পুষ্যভূতি বংশের রাজাদের রাজধানী ছিল থানেশ্বরে।
হর্ষাব্দ গণনা কবে চালু হয়?
606 খ্রিস্টাব্দে হর্ষাব্দ গণনা হর্ষসম্বৎ চালু হয়।
সকলোত্তরপথনাথ কাকে বলা হয়?
সকলোত্তরপথনাথ বলা হয় রাজা হর্ষবর্ধনকে।
শশাঙ্ক কে ছিলেন?
শশাঙ্ক গৌড়ের শাসক ছিলেন।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণে।
দক্ষিণ ভারতের যে – রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তাঁর নাম কী?
দক্ষিণ ভারতের চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির কাছে হর্ষবর্ধন পরাজিত হন।
আইহোল প্রশস্তি কার লেখা?
আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশির সভাকবি রবিকীর্তির লেখা।
কোন্ সময় সুয়ান জাং ভারতে আসেন?
630 খ্রিস্টাব্দে সুয়ান জাং ভারতে আসেন।
হর্ষবর্ধনের রাজত্বকালে কোন্ চিনা পর্যটক ভারতে আসেন?
হর্ষবর্ধনের রাজত্বকালে চিনা পর্যটক সুয়ান জাং ভারতে আসেন।
হর্ষচরিত কে রচনা করেন?
হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষচরিত রচনা করেন।
আজকের এই আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়, “সাম্রাজ্য বিস্তার ও শাসন (আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ)” অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত। ধন্যবাদ!