আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে ‘আবর্জনাই নগদ অর্থ’ ব্যাখ্যা করো। এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, ‘আবর্জনাই নগদ অর্থ’ ব্যাখ্যা করো। – এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যাবস্থাপনার প্রশ্ন। আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।
আজকের আর্টিকেলে আমরা ‘আবর্জনাই নগদ অর্থ’ এই বাক্যটির ব্যাখ্যা করব। এই প্রশ্নটি দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘আবর্জনাই নগদ অর্থ’ ব্যাখ্যা করো।
আবর্জনা বা বর্জ্য পদার্থকে ঠিকমতো ব্যবহার করতে পারলে তা সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে এবং তা অর্থ উপার্জনের রাস্তা হতে পারে। প্রযুক্তির ব্যবহার করে, নিত্যনতুন পদ্ধতিতে বর্জ্যকে সম্পদে পরিণত করা হচ্ছে। যেমন ফ্লাই অ্যাশকে কাজে লাগিয়ে ইট তৈরি, রাস্তা নির্মাণ, নীচু জমি ভরাট করা, এবং অন্যান্য বর্জ্যকে কাজে লাগিয়ে সার, বিদ্যুৎ ও তাপ উৎপাদনের মতো বিভিন্ন কাজ করা হচ্ছে। অর্থাৎ আবর্জনাকে কেবল আবর্জনা হিসেবে পরিত্যাগ না করে তাকে সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে সম্পদে পরিণত করা হচ্ছে। তাই বর্তমানে আবর্জনা নগদ অর্থে পরিণত হয়েছে।
‘আবর্জনাই নগদ অর্থ’ একটি টেকসই ও পরিবেশবান্ধব ধারণা। পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ধারণার ব্যাপক প্রসার ঘটানো জরুরি।