আজকে আমরা আমাদের আর্টিকেলে দেখবো যে বর্জ্য পদার্থ কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে? এই প্রশ্ন দশম শ্রেণীর পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় বজ্র ব্যাবস্থাপনার প্রশ্ন। বর্জ্য পদার্থ কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে? – আপনি পরীক্ষার জন্য তৈরী করে গেলে আপনি লিখে আস্তে পারবেন।
বর্জ্য পদার্থ কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে?
বর্জ্য পদার্থ মাটিদূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় —
- ডিটারজেন্ট পাউডার, কীটনাশক, রাসায়নিক সার মাটির সাথে মিশে তার স্বাভাবিক চরিত্রকে নষ্ট করে। মাটির উপকারী প্রাণী, জীবাণু, উদ্ভিদকে ধ্বংস করে।
- কলকারখানা, যানবাহন থেকে নির্গত দূষিত বর্জ্য যেমন — সিসা, মলিবডেনাম প্রভৃতি মাটিতে ভয়ানক দূষণ ঘটায়।
- জৈব অবিশ্লেষ্য পদার্থ যেমন পলিথিন, প্লাস্টিক মাটির চরিত্র বদলে দেয়।
- পরমাণু বিস্ফোরণ, পরমাণু শক্তিকেন্দ্রের বর্জ্য মাটিকে বিষাক্ত ও বন্ধ্যা করে দেয়। মাটির তেজস্ক্রিয় দূষণ মাটিকে কয়েক হাজার বছর ধরে বিষাক্ত করে রাখে।
- কলকারখানা, যানবাহনের ধোঁয়া থেকে পরে অ্যাসিড বৃষ্টি হয়, ওই বৃষ্টি মাটিকে দূষিত করে।
আজকে আমরা দেখলাম যে, ফেলে দেওয়া জিনিস, অর্থাৎ বর্জ্য পদার্থ মাটি নষ্ট করে দেয়। পুরনো প্লাস্টিকের ব্যাগ, বিষাক্ত রাসায়নিক, নষ্ট ইলেকট্রনিক জিনিস, কীটনাশক, এমনকি বাড়ির আবর্জনাও মাটিকে দূষিত করে। এর ফলে ফল-ফলানো কম হয়, মাটির মধ্যে থাকা কীটপতঙ্গ মারা যায়, আর আমাদের চারপাশের পরিবেশের জন্য খারাপ হয়ে যায়।
এই সব ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা মাটিকে বাঁচাতে পারি এবং সুন্দর ও স্বাস্থ্যকর পৃথিবীতে থাকতে পারি। মনে রাখবেন, পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব!