বিশ্বকাপ ক্রিকেট 2019 – প্রবন্ধ রচনা

Rahul

আজকের এই আর্টিকেলে আমরা ‘বিশ্বকাপ ক্রিকেট 2019’ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় এই রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা। একবার ভালোভাবে আয়ত্ত করলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি—যেকোনো ক্লাসের পরীক্ষাতেই তোমরা এই রচনার প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে।

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ - প্রবন্ধ রচনা

বিশ্বকাপ ক্রিকেট 2019 – প্রবন্ধ রচনা

“No Cricket should be played for at least a month
anywhere in the world after a World Cup”

– কপিল দেব

ভূমিকা –

বিশ্ব ক্রিকেটের বর্ণময় উদযাপন বিশ্বকাপ ক্রিকেট। এখন টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার কালেও ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয় একদিনের ক্রিকেট থেকেই। গত 30 মে থেকে 14 জুলাই ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ডে অনুষ্ঠিত হল এবারের বিশ্বকাপ ক্রিকেট।

বিশ্বকাপ সংগঠন –

2019 -এর বিশ্বকাপ হল বিশ্বকাপ ক্রিকেটের বারোতম সংস্করণ এবং ইংল্যান্ডে অনুষ্ঠিত পঞ্চম বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আই সি সি-র পূর্ণ সদস্য 10টি দেশ। যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল দুটি পূর্ণসদস্য দেশ জিম্বাবোয়ে এবং আয়ার্ল্যান্ড। রাউন্ড-রবিন ও নকআউট পদ্ধতিতে মোট আটচল্লিশটি খেলা হয় ইংল্যান্ড এবং ওয়েলস্-এর এগারোটি স্টেডিয়ামে। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে উদবোধন ম্যাচটি হয় ওভালে। আর নিউজিল্যান্ড-ইংল্যান্ডের ফাইনাল ম্যাচটি হয় লর্ডস্-এ।

বিশ্বকাপের ইতিহাস –

1975 খ্রিস্টাব্দে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম আয়োজন হয়। 2019 -এর আগে সব থেকে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া – 5 বার। 2015 -র বিশ্বচ্যাম্পিয়নও তারাই। ভারত এই প্রতিযোগিতায় দু-বার চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক শচীন তেন্ডুলকর (2,278 রান)। সর্বোচ্চ উইকেট শিকারি গ্রেন ম্যাকগ্রা (71 উইকেট)।

বিশ্বকাপ 2019 –

রাউন্ড-রবিন লিগ শেষে সেমিফাইনালে উঠেছিল চারটি দেশ- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং আয়োজক ইংল্যান্ড। সেমিফাইনালে ফেভারিট অস্ট্রেলিয়া এবং ভারত-দুটি দলই পরাজিত হয়। বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনাল সম্পূর্ণ হয় দু-দিনে এবং নিউজিল্যান্ড 18 রানে ভারতকে হারিয়ে 2015 -র পরে আবারও একবার ফাইনালে চলে যায়। অন্য সেমিফাইনালে ইংল্যান্ড অনায়াসে আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় নতুন চ্যাম্পিয়নের আবির্ভাব মঞ্চ।

ফাইনাল –

গোটা বিশ্ব দেখল সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনাল, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের খেলায় উত্তেজক, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে আট উইকেটে 241। জবাবে ইংল্যান্ডের ইনিংস ও শেষ হয়ে যায় 241 রানে। টাই ম্যাচের নিষ্পত্তির জন্য সুপার ওভার খেলা হয়। কিন্তু তাও টাই হয়। অতঃপর বিশ্বকাপের নিয়মে ম্যাচে বেশি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার। 1975 -এ লর্ডসে যে বিশ্বকাপের সূচনা হয়েছিল সেই লর্ডসেই ইংল্যান্ডের অধরা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে যেন এক বৃত্ত সম্পূর্ণ হল।

উপসংহার –

এই বিশ্বকাপ নতুন অনেক নক্ষত্রের জন্ম দিয়েছে। এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। এই বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক (648)। চেতন শর্মার-র পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে উইকেট সংগ্রহে হ্যাটট্রিক করেছেন মহম্মদ শামি। বাংলাদেশের সাকিব উল হাসান ব্যাট-বলে তাঁর সাফল্যে গোটা বিশ্বের সমাদর আদায় করে নিয়েছেন। কিন্তু সব কিছুর পরে এই বিশ্বকাপ মনে থাকবে অবিশ্বাস্য ফাইনালের জন্য। ইংল্যান্ডের স্টোকস্-এর অতিমানবীয় ব্যাটিং, সুপার ওভারে আর্চারের হিমশীতল মস্তিষ্কে বোলিং, নিউজিল্যান্ডের বোল্টের বোলিং দক্ষতা দেখিয়ে দিল ক্রিকেট কোন্ উচ্চতায় পৌঁছাতে পারে। শেষপর্যন্ত রেকর্ড বইয়ে হয়তো লেখা থাকবে বিজয়ী হিসেবে ইংল্যান্ডের নাম। কিন্তু আসলে জিতল ক্রিকেট-লড়াই-এর অসামান্য দ্যুতি বিচ্ছুরণে।


আজকের এই আর্টিকেলে আমরা ‘বিশ্বকাপ ক্রিকেট 2019’ প্রবন্ধ রচনাটি নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক বা স্কুল পরীক্ষায় ‘বিশ্বকাপ ক্রিকেট 2019’ রচনাটি প্রায়ই আসে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি অচল পয়সার আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি প্রাচীন বটগাছের আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি প্রাচীন বটগাছের আত্মকথা – প্রবন্ধ রচনা

একটি মেলা দেখার অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

একটি মেলা দেখার অভিজ্ঞতা – প্রবন্ধ রচনা

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

চুম্বকের উপর তড়িৎপ্রবাহের ক্রিয়া দেখাতে ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করো।

বৈদ্যুতিক ফিউজ তারের কার্যনীতি ব্যাখ্যা করো।

একটি বৈদ্যুতিক বাতির বর্ণনা দাও।

ইলেকট্রিক ইস্ত্রির বর্ণনা দাও। ইলেকট্রিক ইস্ত্রি কীভাবে কাজ করে?

ওহমের সূত্রের সীমাবদ্ধতা লেখো।