Class 10 English – My Own True Family – Question and Answer

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির চতুর্থ অধ্যায় “My Own True Family” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

Class 10 English – My Own True Family – Question and Answer

When did the poet come twice awake? [কবি কখন দ্বিগুণ জেগে উঠলেন?]

Tied to a stake and surrounded by a staring tribe, the poet came twice awake when the old woman opened her bag. [একটি দণ্ডের সঙ্গে বাঁধা এবং একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিদের দ্বারা পরিবেষ্টিত কবি দ্বিগুণভাবে জেগে উঠেছিলেন যখন বৃদ্ধ মহিলা তাঁর থলিটি খুললেন।]

What would happen to the poet if he failed to make the promise? [কবির কী হবে যদি তিনি প্রতিজ্ঞা রাখতে না পারেন?]

The poet would die if he failed to make the promise. [যদি তিনি প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হন তবে কবি মারা যাবেন।]

What was it that altered the poet? [কী কবিকে পরিবর্তিত করেছিল?]

The dream altered the poet by bringing his heart close to the oak trees. [স্বপ্ন কবির হৃদয়কে ওকগাছের কাছাকাছি এনে তাঁকে পরিবর্তিত করেছিল।]

Where did the poet creep in? [কবি কোথায় নিঃশব্দে ঢুকেছিলেন?]

The poet crept into an oakwood. [কবি নিঃশব্দে একটি ওকগাছের জঙ্গলে ঢুকেছিলেন।]

How did the old woman look? [বৃদ্ধ মহিলাটি কেমন দেখতে ছিলেন?]

The old woman had with her a knobbly stick and rag. [বৃদ্ধ মহিলাটির সঙ্গে ছিল গাঁটওয়ালা লাঠি এবং পুরোনো ছেঁড়া কাপড়।]

Why did the poet begin to quake? [কবি কেন কাঁপতে শুরু করলেন?]

The poet began to quake as the old woman began to cackle. [কবি কাঁপতে শুরু করলেন যখন বৃদ্ধ মহিলা অদ্ভুত আওয়াজ করে হেসে উঠেছিলেন।]

What did the poet promise to do? [কবি কী করার প্রতিজ্ঞা করেছিলেন?]

The poet promised to plant two trees whenever he would see an oak-tree felled. [কবি প্রতিজ্ঞা করেন যে, যখন তিনি একটি ওকগাছকে কাটা হচ্ছে দেখবেন, তখন তিনি দুটি গাছ লাগাবেন।]

Where did the poet dream this? [কবি এ স্বপ্ন কোথায় দেখেছিলেন?]

The poet dreamt this beneath the boughs of oak trees. [কবি স্বপ্নটি দেখেছিলেন ওকগাছের ডালের নিচে।]

আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির চতুর্থ অধ্যায় “My Own True Family” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি কোনো প্রশ্ন বা অসুবিধার সম্মুখীন হন, তাহলে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে এই পোস্টটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Share via:

মন্তব্য করুন