আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির দ্বিতীয় অধ্যায় “Fable” এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
Who had a quarrel with the squirrel? [কার ঝগড়া ছিল কাঠবিড়ালীর সঙ্গে?]
The mountain had a quarrel with the squirrel. [পর্বতের কাঠবিড়ালীর সঙ্গে ঝগড়া ছিল।]
What is not a disgrace to the squirrel? [কাঠবিড়ালীর কাছে কী অপমানের নয়?]
It is not a disgrace to the squirrel that it occupies its own place. [কাঠবিড়ালী যে নিজের জায়গা দখল করে রেখেছে সেটা তার কাছে মোটেই অপমানের নয়।]
What is it that the squirrel doesn’t deny? [কোন্ জিনিসটি কাঠবিড়ালী অস্বীকার করতে পারে না?]
The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track. [কাঠবিড়ালী অস্বীকার করতে পারে না যে পর্বত খুব সুন্দর কাঠবিড়ালীর পথ তৈরি করতে পারে।]
What did the mountain call the squirrel? [পর্বত কাঠবিড়ালীকে কী বলে ডাকে?]
The mountain called the squirrel a little prig. [পর্বত কাঠবিড়ালীকে খুদে নীতিবাগীশ বলে ডাকে।]
Who is referred to as ‘Bun’? [কাকে ‘বান’ বলা হয়েছে?]
The squirrel is referred to as ‘Bun’. [কাঠবিড়ালীকে ‘বান’ বলা হয়েছে।]
What did the squirrel think about occupying its place? [জায়গা দখলের ব্যাপারে কাঠবিড়ালীর কী মত?]
The squirrel thought that it was not a disgrace to occupy its own space. [কাঠবিড়ালী মনে করত যে নিজের জায়গা দখল করা মোটেই অপমানের বিষয় নয়।]
How can one make up a year? [কীভাবে একটি বছর গঠিত হয়?]
One can make up a year by taking in all sorts of things and weather together. [বছর গঠিত হয় সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়াকে একসঙ্গে নিয়ে।]
What, according to the squirrel, always differs? [কাঠবিড়ালীর মতে কোন্ জিনিস সবসময় আলাদা হয়?]
According to the squirrel, talents always differ. [কাঠবিড়ালীর মতে বুদ্ধিমত্তার সবসময় তফাত হয়।]
What can the squirrel do, that a mountain cannot? [কাঠবিড়ালী কী করতে পারে, যা পর্বত করতে পারে না?]
A squirrel can crack a nut, but a mountain cannot. [কাঠবিড়ালী বাদাম ভাঙতে পারে, কিন্তু পর্বত তা পারে না।]
আরও পড়ুন – Class 10 – English Reference – Fable – ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
আজকের এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির দ্বিতীয় অধ্যায় “Fable” এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই অংশ থেকে প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে আমাদের পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।