আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির সপ্তম অধ্যায় “The Cat” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।
Class 10 – English Reference – The Cat – Questions and Answer
When does the cat make an appearance to get his share of food? [কখন বিড়াল খাবারের ভাগ পাওয়ার জন্য দেখা দেয়?]
When the family sits down to tea, the cat makes an appearance to get his share of food. [যখন পরিবারের সদস্যরা চা খেতে বসেন, তখন বিড়াল খাবারের ভাগ পাওয়ার জন্য দেখা দেয়।]
Who is the cat particularly civil to? [কার ক্ষেত্রে বিড়াল বিশেষভাবে ভদ্রসভ্য?]
The cat is particularly civil to the guest at the table. [বিড়াল বিশেষভাবে টেবিলে বসা অতিথির প্রতি ভদ্রসভ্য।]
How does the cat receive the bit of fish handed down by the guest? [বিড়াল মাছের টুকরোটি কীভাবে নেয় যা অতিথি তার হাতে করে নামিয়ে দেন?]
The cat gingerly receives the bit of fish with a look in his eyes that says, “Another time, my friend, you won’t be so slow to understand.” [বিড়ালটি সযত্নে মাছের টুকরোটি নেয় এবং চোখের দৃষ্টিতে বলে, “পরের বার, বন্ধু আমার, তুমি বুঝতে এতটা দেরি আর করবে না।”]
How is a guest normally treated at the table by the family? [সাধারণভাবে একজন অতিথিকে টেবিলে কীভাবে আপ্যায়ন করা হয়?]
A guest is normally treated at the table with the best kind of food by the family. [সাধারণভাবে একজন অতিথিকে পরিবার টেবিলে সবচেয়ে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করে।]
How does a cat try to get food from a guest? [কীভাবে একটি বিড়াল অতিথির কাছ থেকে খাবার পাওয়ার চেষ্টা করে?]
A cat tries to get food from a guest by scratching his legs in a slightly threatening manner. [একটি বিড়াল অতিথির পায়ে আঁচড় বসিয়ে তাঁকে একটু ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে খাবার পাওয়ার চেষ্টা করে।]
What is the expression of the guest when scratched by the cat? [বিড়ালের আঁচড় খেয়ে অতিথির ভাবভঙ্গি কেমন হয়?]
When scratched by the cat, the guest feels anger and pain. But he cannot express his anger in front of the family members. [বিড়ালের আঁচড় খেয়ে অতিথি রাগ ও যন্ত্রণা অনুভব করেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে তিনি তাঁর রাগের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন না।]
What does the guest wish to do with the cat? [বিড়ালটিকে অতিথির কী করতে ইচ্ছা করে?]
The guest wishes to kick the cat out of the window, but he cannot do it in the presence of the host. [অতিথির ইচ্ছা করে বিড়ালটিকে লাথি মেরে জানালা দিয়ে বের করে দিতে, কিন্তু বাড়ির লোকের উপস্থিতিতে তিনি এ কাজ করতে পারেন না।]
How do you know that the cat understands the anger of the guest? [কীভাবে তুমি জানলে যে বিড়াল অতিথির রাগ বুঝতে পারে?]
Evidently, the cat understands the anger of the guest because when he gets the food, he retires to a safe distance from the guest’s boot before eating his food. [নিশ্চিতভাবে বিড়াল অতিথির রাগ বুঝতে পারে কারণ খাবার পেয়ে, খাবার খাওয়ার আগে সে অতিথির বুটের নাগাল থেকে নিরাপদ দুরত্বে গিয়ে বসে।]
আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক ইংরেজির সপ্তম অধ্যায় “The Cat” এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি, এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনারা যদি কোনো প্রশ্ন বা অসুবিধার সম্মুখীন হন, তাহলে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়া, নিচে এই পোস্টটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাদের এটির প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।