আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক (দশম শ্রেণীর) ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়, “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” এর “বিষয়সংক্ষেপ” নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বিষয়বস্তু অধ্যায়টির কাঠামো ও প্রধান বিষয়াবলি বুঝতে সাহায্য করবে, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সংক্ষিপ্ত বিবেচনা আপনাদের প্রস্তুতি আরও ভালো করতে সাহায্য করবে।

ঔপনিবেশিক অরণ্য আইন –
1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতে বনবিভাগ গঠন করে। এরপর 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। 1865 খ্রিস্টাব্দের অরণ্য আইনের সংশোধনীরূপে ঔপনিবেশিক সরকার ভারতে 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় বার যে আইন পাস করে, তা 1878 খ্রিস্টাব্দের ভারতীয় অরণ্য আইন (Indian Forest Act, 1878) নামে পরিচিত।
এই আইন অনুযায়ী অরণ্য অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয় –
ভারতীয় অরণ্য অঞ্চল –
- সংরক্ষিত অরণ্য (Reserved Forest) – সম্পদে পরিপূর্ণ সেরা অরণ্যগুলি ছিল এই পর্যায়ভুক্ত। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এই – সকল অরণ্য থেকে ভারতীয়দের জ্বালানি – কাঠ ও রসদ সংগ্রহ এবং পশুচারণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
- সুরক্ষিত অরণ্য (Protected Forest) – এই ধরনের অরণ্যের ক্ষেত্রে নির্ধারিত কিছু কিছু বৃক্ষ কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে স্থানীয় বসবাসকারীদের জ্বালানি কাঠ সংগ্রহ ও পশুচারণ-সহ কতকগুলি প্রথাগত অধিকার দেওয়া হয়।
- শ্রেণি বহির্ভূত অরণ্য (Unclassed or Village Forest) – শ্রেণি বহির্ভূত অরণ্য বা Village Forest হল স্থানীয় সরকার দ্বারা যে-কোনো গ্রাম্যগোষ্ঠীকে চুক্তিপ্রদত্ত বনভূমি, যা সংরক্ষিত অরণ্য হিসেবে গঠিত হবে। সরকার ইচ্ছা করলে একে Village Forest হিসেবেও ঘোষণা করতে পারে। সরকার এই অরণ্য নিয়ন্ত্রণের জন্য আইন তৈরি করতে পারে। গ্রাম্যগোষ্ঠী এই অরণ্য থেকে প্রয়োজনীয় কাঠ বা অন্যান্য দ্রব্য সংগ্রহ ও চারণের সুবিধা লাভ করতে পারবে। যদিও ব্রিটিশ সরকার ভারতের বেশিরভাগ অংশে এই প্রকার অরণ্যের বিষয়টি প্রয়োগ করেনি।
ঔপনিবেশিক শাসনে সংঘটিত বিভিন্ন উপজাতি এবং কৃষক বিদ্রোহের তালিকা –
বিদ্রোহ/আন্দোলন | সময়কাল | প্রধান নেতা | বিদ্রোহ/আন্দোলনের এলাকা |
চুয়াড় বিদ্রোহ (দ্বিতীয় পর্ব) | 1798-1799 খ্রিস্টাব্দ | দুর্জন সিং, গোবর্ধন দিকপতি, মোহনলাল, লালসিং | মেদিনীপুরের উত্তর, বাঁকুড়ার দক্ষিণ-পশ্চিম ও মানভূমের পূর্বাঞ্চল। |
কোল বিদ্রোহ | 1831-1832 খ্রিস্টাব্দ | বুদ্ধু ভগত, জোয়া ভগত, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা | সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালামৌ (ছোটোনাগপুর অঞ্চল)। |
সাঁওতাল বিদ্রোহ (বিদ্রোহ-হুল) | 1855-1856 খ্রিস্টাব্দ | সিধু, কানু, চাঁদ, ভৈরব | দামিন-ই-কোহ (রাজমহল পাহাড়ের প্রান্তদেশ, ভগনাডিহির মাঠ থেকে সূত্রপাত হয় এবং মুরশিদাবাদের একাংশ)। |
মুন্ডা বিদ্রোহ (বিদ্রোহ-উলগুলান) | 1899-1900 খ্রিস্টাব্দ | বিরসা মুন্ডা, গয়া মুন্ডা | ছোটোনাগপুর অঞ্চল (রাঁচি, সিংভূম, হাজারিবাগ)। |
রংপুর বিদ্রোহ | 1783 খ্রিস্টাব্দ | নুরুলউদ্দিন | রংপুর, দিনাজপুর। |
ভিল বিদ্রোহ | 1819 খ্রিস্টাব্দ (পরবর্তীকালে 1825, 1836, 1846 খ্রিস্টাব্দেও হয়) | শিউরাম | খান্দেশ, ধার, মালব। |
সন্ন্যাসী-ফকির বিদ্রোহ | 1763-1800 খ্রিস্টাব্দ | ভবানী পাঠক, দেবী চৌধুরাণী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলি। | বাংলাদেশের ঢাকা, বগুড়া, রংপুর, কোচবিহার, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর। |
ওয়াহাবি আন্দোলন বাংলা-বারাসত বিদ্রোহ | 1820 খ্রিস্টাব্দ 1831 খ্রিস্টাব্দ | ভারতে-শাহ ওয়ালিউল্লাহ, আজিজ, সৈয়দ আহমদ ব্রেলভি। বাংলায়-তিতুমির (মির নিশার আলি) | ভারতে-দিল্লি, যুক্তপ্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বাংলায়-বারাসত, নারকেলবেড়িয়া (বাঁশের কেল্লা), 24 পরগনা, নদিয়া, যশোহর, রাজশাহি, ঢাকা, মালদহ। |
ফরাজি আন্দোলন | 1818-1906 খ্রিস্টাব্দ | হাজি শরিয়ঊল্লাহ, মহম্মদ মহসিন (দুদু মিঞা), নোয়া মিঞা, বাদশাহ মিঞা। | বাংলা-প্রধান কেন্দ্র-বাহাদুরপুর, ফরিদপুর, 24 পরগনা, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, যশোহর। |
পাগলপন্থী বিদ্রোহ | 1824-1827 খ্রিস্টাব্দ | টিপু শাহ | শেরপুর, ময়মনসিংহ। |
নীল বিদ্রোহ | 1859-1860খ্রিস্টাব্দ | বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস | বাংলা-সূচনা-নদিয়ার চৌগাছা গ্রাম। নদিয়া, 24 পরগনা, মুরশিদাবাদ, মালদহ, ফরিদপুর, রাজশাহি, খুলনা, যশোহর। |
পাবনা বিদ্রোহ | 1870 খ্রিস্টাব্দ | ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল | বাংলা-পাবনা, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বগুড়া । |
ঔপনিবেশিক ভারতে সংঘটিত আরও কতকগুলি উল্লেখযোগ্য বিদ্রোহ –
বিদ্রোহ | সময়কাল | নেতা | বিদ্রোহের এলাকা |
সন্দীপ বিদ্রোহ | 1769 খ্রিস্টাব্দ | আবু তোরাপ চৌধুরি | নোয়াখালি। |
পলিগার বিদ্রোহ | 1799-1805 খ্রিস্টাব্দ | ভিপি কাট্টাবোম্মান | তামিলনাড়ু। |
মোপলা বিদ্রোহ | 1835-1921 | সৈয়দ আলাবি | মালাবার উপকূল। |
থাম্পি বিদ্রোহ | 1808-1809 খ্রিস্টাব্দ | দেওয়ান ভেলুথাম্পি | ত্রিবাঙ্কুর। |
বেরিলি বিদ্রোহ | 1816 খ্রিস্টাব্দ | মুফতি মহম্মদ আইওয়াজ | বেরিলি, রামপুর, আলিগড়। |
পাইক বিদ্রোহ | 1817-1818 খ্রিস্টাব্দ | বিদ্যাধর মহাপাত্র | উড়িষ্যার খুরদা। |
বাঘেরা বিদ্রোহ | 1818-1820 খ্রিস্টাব্দ | বাঘেরা সর্দার | ওখা ডিভিসন। |

বিভিন্ন ভাষার শব্দ এবং তার অর্থসমূহ –
শব্দ | অর্থ |
দামিন-ই-কোহ | পাহাড়ের প্রান্তদেশ। |
দিকু | বহিরাগত অত্যাচারী ব্যক্তি। |
হুল | বিদ্রোহ। |
উলগুলান | বিরাট তোলপাড়, প্রবল বিক্ষোভ/ভয়ংকর বিশৃঙ্খলা। |
সিং বোঙা | সূর্য দেবতা। |
ওয়াহাবি | নবজাগরণ। |
ফরাজি | ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। |
তারিকা-ই-মহম্মদীয়া | মহম্মদ প্রদর্শিত পথ। |
রায়ত | কৃষক। |
দাদন | অগ্রিম অর্থ নেওয়া। |
ডহর | খোলা বা উন্মুক্ত ক্ষেত্র। |
দার-উল-হারব | শত্রুর দেশ/বিধর্মীর দেশ। |
বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা কয়েকটি বিখ্যাত বাংলা রচনা এবং তার রচয়িতাগণ –
রচনা | প্রেক্ষাপট | রচয়িতা |
আনন্দমঠ | সন্ন্যাসী-ফকির বিদ্রোহ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। |
নীলদর্পণ | নীল বিদ্রোহ | দীনবন্ধু মিত্র। |
অরণ্যের অধিকার | মুন্ডা বিদ্রোহ | মহাশ্বেতা দেবী। |
চট্টি মুন্ডা এবং তার তির | মুন্ডা বিদ্রোহ | মহাশ্বেতা দেবী। |
তিতুমির | বারাসত বিদ্রোহ | মহাশ্বেতা দেবী। |

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার গভর্নর –
রবার্ট ক্লাইভ (প্রথম বার) | 1757-1760 খ্রিস্টাব্দ |
ভ্যান্সিটার্ট | 1760-1764 খ্রিস্টাব্দ |
রবার্ট ক্লাইভ (দ্বিতীয় বার) | 1765-1767 খ্রিস্টাব্দ |
ভেরেলেস্ট | 1767-1769 খ্রিস্টাব্দ |
কার্টিয়ার | 1769-1772 খ্রিস্টাব্দ |
ওয়ারেন হেস্টিংস | 1772-1774 খ্রিস্টাব্দ |
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার গভর্নর জেনারেলগণ – (1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে নিযুক্ত) –
ওয়ারেন হেস্টিংস | 1774-1785 খ্রিস্টাব্দ |
স্যার জন ম্যাকফারসন | 1785-1786 খ্রিস্টাব্দ |
লর্ড কর্নওয়ালিস (প্রথম বার) | 1786-1793 খ্রিস্টাব্দ |
স্যার জন শোর | 1793-1798 খ্রিস্টাব্দ |
স্যার এ ক্লার্ক | 1798 খ্রিস্টাব্দ |
লর্ড ওয়েলেসলি | 1798-1805 খ্রিস্টাব্দ |
লর্ড কর্নওয়ালিস (দ্বিতীয় বার) | 1805 খ্রিস্টাব্দ |
স্যার জর্জ বার্লো | 1805-1807 খ্রিস্টাব্দ |
প্রথম লর্ড মিন্টো | 1807-1813 খ্রিস্টাব্দ |
লর্ড হেস্টিংস (লর্ড ময়রা) | 1813-1823 খ্রিস্টাব্দ |
জন অ্যাডাম | 1823 খ্রিস্টাব্দ |
লর্ড আমহার্স্ট | 1823-1828 খ্রিস্টাব্দ |
উইলিয়ম বি বেইলি | 1828 খ্রিস্টাব্দ |
লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক | 1828-1833 খ্রিস্টাব্দ |
(1833 খ্রিস্টাব্দে সনদ আইন অনুসারে নিযুক্ত) –
লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক | 1833-1835 খ্রিস্টাব্দ |
স্যার চার্লস মেটকাফ | 1835-1836 খ্রিস্টাব্দ |
লর্ড অকল্যান্ড | 1836-1842 খ্রিস্টাব্দ |
লর্ড এলেনবরা | 1842-1844 খ্রিস্টাব্দ |
উইলিয়ম ডব্লিউ বার্ড | 1844 খ্রিস্টাব্দ |
প্রথম লর্ড হার্ডিঞ্জ | 1844-1848 খ্রিস্টাব্দ |
লর্ড ডালহৌসি | 1848-1856 খ্রিস্টাব্দ |
লর্ড ক্যানিং | 1856-1858 খ্রিস্টাব্দ |
আজকের আর্টিকেলে আমরা মাধ্যমিক (দশম শ্রেণীর) ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায়, “প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” এর “বিষয়সংক্ষেপ” নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ের বিষয়বস্তু অধ্যয়নের সময় অধ্যায়টির কাঠামো ও প্রধান বিষয়াবলি বুঝতে সাহায্য করবে, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, এই আর্টিকেলটি আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন, মতামত বা সহায়তার প্রয়োজন হয়, নিচে মন্তব্য করে জানাতে পারেন কিংবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন—আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত।
মন্তব্য করুন