মাধ্যমিক জীবন বিজ্ঞানের এই অধ্যায়ে আমরা পরিবেশের সম্পদ এবং তাদের সংরক্ষণ নিয়ে জানব। পরিবেশ হলো আমাদের চারপাশের সবকিছুর সমন্বয় যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ হলো প্রাকৃতিক এবং মানবসংসারের সাথে সম্পর্কিত পরিবেশগত উপাদানগুলোর সমন্বয়ের ফলস্বরূপ তৈরি হওয়া একটি বিশাল নেটওয়ার্ক।
পরিবেশ সম্পদের সংরক্ষণ হলো পরিবেশ উপাদানগুলোর সাথে যত্ন নেওয়া যাতে তা মানবসম্পদের বিপন্নতা হতে দেয় না। পরিবেশ সম্পদের সংরক্ষণে বিভিন্ন উপায় আছে, যেমন বাণিজ্যিক ব্যবস্থাপনা, গবেষণা এবং পরিবেশের উপর সচেতনতা সৃষ্টি করে তা সংরক্ষণ করা।
এখনও পর্যন্ত পৃথিবীতে কতসংখ্যক প্রজাতির অস্তিত্ব পাওয়া গেছে?
পৃথিবীতে এখনও পর্যন্ত প্রায় 1.9 মিলিয়ন প্রজাতির জীব আছে বলে অনুমান করা হয়।
বাস্তুরীতি ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে কী বলে?
বাস্তুরীতি এখনও পর্যন্ত ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।
সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি কী?
সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি হল জীববৈচিত্র্য।
একই ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত দুটি বাসস্থানে উপস্থিত প্রজাতির প্রাচুর্যকে কী বলে?
একই ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত দুটি বাসস্থানে উপস্থিত প্রজাতির প্রাচুর্যকে বিটা বৈচিত্র্য বলে।
বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীবসম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?
বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীবসম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বলে।
একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ সমন্বয়কে কী বলে?
একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ ও সমন্বয়কে জিনগত বৈচিত্র্য বলে।
কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে কী বলে?
কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে।
কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র এলাকায় উপস্থিত বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে কী বলে?
কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র এলাকায় উপস্থিত বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে।
কোন্ বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলে?
বিটা বৈচিত্র্যকে টার্ন ওভার বৈচিত্র্য বলে।
ভারতীয় জীববৈচিত্র্য মন্ত্রকের চতুর্থ রিপোর্ট (2009) অনুযায়ী ভারতে প্রাপ্ত বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
ভারতীয় জীববৈচিত্র্য মন্ত্রকের চতুর্থ রিপোর্ট (2009) অনুযায়ী ভারতে প্রাপ্ত বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা 46000-এর বেশি।
কোন্ প্রকার বৈচিত্র্যের সাহায্যে কোনো একটি অঞ্চলের প্রজাতি প্রাচুর্য সম্বন্ধে ধারণা লাভ করা যায়?
আলফা বৈচিত্র্যের সাহায্যে কোনো একটি অঞ্চলের প্রজাতি প্রাচুর্য সম্বন্ধে ধারণা লাভ করা যায়।
একটি বৃহদাকার ভৌগোলিক পরিমণ্ডলের অন্তর্গত অনেকগুলি অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির প্রাচুর্যকে কী বলে?
একটি বৃহদাকার ভৌগোলিক পরিমণ্ডলের অন্তর্গত অনেকগুলি অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে।
পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির কত শতাংশ অতিবৈচিত্র্য-শালী দেশে অবিস্থত?
পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির 70% অতিবৈচিত্র্যশালী দেশে অবস্থিত।
ভারতে প্রাপ্ত বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ভারতে প্রাপ্ত বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা 91,212-এর অধিক।
ভূপৃষ্ঠের কতভাগ অঞ্চল ভারতের অধীন?
ভূপৃষ্ঠের শতকরা 2 ভাগ অঞ্চল ভারতের অধীন।
একটি ম্যানগ্রোভ উদ্ভিদের নাম লেখো।
একটি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদের নাম হল—গর্জন (সেরিওপ্স ডেকান্ড্রা)।
ক্রান্তীয় অঞ্চলে বিশ্ব উষ্ণায়ণ রোধে কোন্ গ্যাসের বিশেষ ভূমিকা আছে?
ক্রান্তীয় অঞ্চলে বিশ্ব উষ্ণায়ণ রোধে CO2 গ্যাসের বিশেষ ভূমিকা আছে।
ফ্লোরা কী?
কোনো একটি অঞ্চলের উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতি পরিচয়কে ফ্লোরা বলে।
ভেজিটেশন কী?
কোনো একটি অঞ্চলের সামগ্রিক উদ্ভিদের বিস্তার, সংখ্যা, ধরন, প্রকৃতি, ইত্যাদির অপেক্ষাকৃত অবৈজ্ঞানিক পরিচয়কে ভেজিটেশন বলে।
সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পট-এর সংখ্যা কত?
সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পট-এর সংখ্যা 34।
ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (এটি 1986 সালে ঘোষিত হয়)।
বর্তমানে ভারতে কতগুলি অভয়ারণ্য রয়েছে?
2013 সালে বনমন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে 515টি অভয়ারণ্য রয়েছে।
জীববৈচিত্র্যের প্রাচুর্যময় অঞ্চলকে কী বলে?
জীববৈচিত্র্যের প্রাচুর্যময় অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে।
জলদাপাড়া অভয়ারণ্যকে কত সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়?
জলদাপাড়া অভয়ারণ্যকে 2012 সালে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়।
জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে অগ্রণী কয়েকটি বিশ্বসংস্থার নাম লেখো।
জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে অগ্রণী কয়েকটি বিশ্বসংস্থা হল – IUCN, WWF, CITEs, TRAFFIC এবং CI।
NEERI-এর সম্পূর্ণ নাম লেখো।
NEERI-এর সম্পূর্ণ নাম হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (National Environ mental Engineering Research Institute)।
IUCN রেডলিস্টে ক্যাটেগোরির সংখ্যা কত?
IUCN রেডলিস্টে ক্যাটেগোরির সংখ্যা হল 9।
ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কী?
ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম করবেট ন্যাশনাল পার্ক (1936)।
ভারতের কোন্ জীববৈচিত্র্যের হটস্পটে লিফডিয়ারদেখা যায়?
পূর্ব হিমালয় অঞ্চলে লিফডিয়ার দেখা যায়।
সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়?
সাধারণত – 196°C তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়।
JFM-এর সম্পূর্ণ নাম কী?
JFM-এর সম্পূর্ণ নাম হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (Joint Forest Management)।
CITES-এর সম্পূর্ণ নাম লেখো।
CITES-এর সম্পূর্ণ নাম হল কনভেনশন অন ইনটারন্যাশনাল ট্রেড ইন এনডেনজার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora)।
PBR-এর সম্পূর্ণ নাম কী?
PBR-এর সম্পূর্ণ নাম হল পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার (People Biodiversity Resgister)।
IUCN-এর সম্পূর্ণ নাম কী?
IUCN-এর সম্পূর্ণ নাম হল ইনটারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (Internatinal Union for Consevation of Nature and Natural Resources)।
UNDP-এর সম্পূর্ণ নাম কী?
UNDP-এর সম্পূর্ণ নাম হল ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (United Nations Development Programme)।
FAO-এর সম্পূর্ণ নাম কী?
FAO-এর সম্পূর্ণ নাম হল ফুড অ্যান্ড এগ্রিকালচার অরগানাইজেশন (Food and Agriculture Organisation)।
NBPGR-এর সম্পূর্ণ নাম কী?
NBPGR-এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস (National Bureau of Plant Genetic Resources)
BMC-এর সম্পূর্ণ নাম কী?
BMC-এর সম্পূর্ণ নাম হল বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি (Biodiversity Management Committee)।
জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?
জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম ইন-সিটু সংরক্ষণ।
জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে কী বলে?
জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্স-সিটু সংরক্ষণ বলে।
ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের পরিমাণ কত?
ভারতের মোট ভৌগোলিক অঞ্চলের পরিমাণ 32, 87, 263 km2|
ভারতের মোট বনাঞ্চলের পরিমাণ কত?
ভারতের মোট বনাঞ্চলের পরিমাণ 6,92,027 km2|
FSI 2011 অনুযায়ী ভারতে কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
FSI 2011 অনুযায়ী ভারতে 21.05% বনাঞ্চল রয়েছে।
বনমন্ত্রক 2013-এর তথ্য অনুযায়ী, ভারতে কটি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত?
বনমন্ত্রক 2013-এর তথ্য অনুযায়ী ভারতে 102টি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত।
ভারতের জাতীয় উদ্যানগুলি IUCN তালিকায় কোন্ ক্যাটিগোরির আওতাভুক্ত?
ভারতের জাতীয় উদ্যানগুলি IUCN তালিকায় ক্যাটিগোরি II-এর আওতাভুক্ত।
ভারতের মোট সংরক্ষিত অঞ্চলের পরিমাণ কত?
ভারতের মোট সংরক্ষিত অঞ্চলের পরিমাণ 4.9%।
পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কোন্ রাজ্যে অবস্থিত?
পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কেরলে অবস্থিত।
কে, কত সালে প্রথম বায়োডাইভারসিটি কথাটির প্রচলন করেন?
ডব্লিউ জি রোসেন, 1985 সালে প্রথম বায়োডাইভারসিটি কথাটির প্রচলন করেন।
IUCN-এর প্রধান কাজ কী?
IUCN-এর প্রধান কাজ হল জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা।
পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটি?
পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হল অ্যামেরিকার ইয়োলো স্টোন ন্যাশনাল পার্ক।
IUCN তালিকা অনুসারে অভয়ারণ্য কোন্ ক্যাটিগোরির তালিকাভুক্ত সংরক্ষিত অঞ্চলের অধীন?
অভয়ারণ্য IUCN তালিকা অনুসারে ক্যাটিগোরি-IV তালিকাভুক্ত সংরক্ষিত অঞ্চলের অধীন।
সংরক্ষিত অরণ্য IUCN-এর কোন্ ক্যাটিগোরি-এর আওতাধীন?
সংরক্ষিত অরণ্য IUCN-এর ক্যাটিগোরি IV অথবা VI-এর আওতাধীন।
ভারত সরকারের নিয়ন্ত্রণাধীনে বর্তমানে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ IUCN ক্যাটিগোরি V প্রকৃতির সংরক্ষিত অঞ্চল?
বর্তমানে 1৪টি বায়োস্ফিয়ার রিজার্ভ IUCN ক্যাটিগোরি V প্রকৃতির সংরক্ষিত অঞ্চল।
পৃথিবীর কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?
ক্রান্তীয় বর্ষা অরণ্য অঞ্চলগুলিতে পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়।
ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হল ডেজার্ট ন্যাশনাল পার্ক জয়সলমির, রাজস্থান (3162 km 2)।
ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানের নাম কী?
ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যানটি হল সাউথ বাটন জাতীয় উদ্যান আন্দামান (5 km2)।
ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি?
ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান হল জয়সলমির (রাজস্থান) সামুদ্রিক জাতীয় পার্ক।
কত সালে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয়?
1980 সালে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয়।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 22 মে পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালিত হয়।
পৃথিবী সংরক্ষণ দিবস কবে পালিত হয়?
পৃথিবী সংরক্ষণ দিবস 3 ডিসেম্বর পালিত হয়।
রেড ডেটা বুক কী?
WWF-এর অর্থানুকূল্যে IUCN দ্বারা প্রকাশিত যে পুস্তকে পৃথিবীর বিলুপ্ত অথবা বিপদগ্রস্ত প্রাণী বা উদ্ভিদের তথ্য সংবলিত থাকে, তাকে রেড ডেটা বুক বলে।
ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম লেখো।
ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম হল প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস (Panther tigris tigiris)।
ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো।
ভারতীয় একশৃঙ্গ গন্ডারের নাম হল রাইনোসেরস ইউনিকর্নিস (Rhinoceros unicornis)।
এশিয়ান সিংহের বৈজ্ঞানিক নাম লেখো।
এশিয়ান সিংহের বৈজ্ঞানিক নাম প্যানথেরা লিওপারসিকা (Panthera leo perisica)।
ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম লেখো।
ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম হল গ্যাভিয়ালিস গ্যানজেটিকাস (Gavialis gangeticus)।
লবণাক্ত জলের কুমিরের বৈজ্ঞানিক নাম লেখো।
লবণাক্ত জলের কুমিরের বৈজ্ঞানিক নাম হল ক্রোকোডাইলাস পোরোসাস (Crocodilus porosus)|
রেড পান্ডার বৈজ্ঞানিক নাম লেখো।
রেড পান্ডার বৈজ্ঞানিক নাম হল অ্যায়লিউরাস ফালজেন্স (Ailurus fulgens)।
পশ্চিমবঙ্গের যে-কোনো একটি কিস্টোন প্রজাতির নাম উল্লেখ করো।
পশ্চিমবঙ্গের একটি কিস্টোন প্রজাতি হল সুন্দরবনের বাঘ।
ভ্যালি অফ ফ্লাওয়ার কোথাকার রিজার্ভ ফরেস্ট?
ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখণ্ডের রিজার্ভ ফরেস্ট।
বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি কোথায় পাওয়া যেত?
বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি মরিশাসে পাওয়া যেত।
পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো।
পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্য হল চাপড়ামারি।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম লেখো।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম কী?
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
ওড়িশার কোন্ অঞ্চলে কুমির প্রকল্প রয়েছে?
ওড়িশার ভিতরকণিকা নামক অভয়ারণ্যে কুমির প্রকল্প রয়েছে।
পালামৌ অভয়ারণ্যটি কোন্ রাজ্যে অবস্থিত?
পালামৌ অভয়ারণ্যটি ঝাড়খণ্ডে অবস্থিত।
ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA-এর সম্পূর্ণ নাম কী?
ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA-এর সম্পূর্ণ নাম হল ন্যাশনাল টাইগার কনজোরভেশন অথরিটি (National Tiger Conservation Authority)|
JFM -এর সম্পূর্ণ নাম কী?
JMF-এর সম্পূর্ণ নাম হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজম্যান্ট।
JFM-এর অধীনস্থ কয়েকটি কমিটির নাম লেখো।
JFM-এর অধীনস্থ কমিটিগুলি হল — ফরেস্ট প্রোটেকশন কমিটি (FPC), ইকোডেভেলপমেন্ট কমিটি (EDC), ডিলেজ ফরেস্ট কমিটি (VFC) ইত্যাদি।
JFM-এর সূত্রপাত কোথায় ঘটে?
JFM-র সূত্রপাত মেদিনীপুর জেলার আরাবাড়ি অরণ্যে (1971)|
JFM-এর পরিচালনকারী প্রথম ব্যক্তি কে ছিলেন?
JFM পরিচালনকারী প্রথম ব্যক্তি ছিলেন ডক্টর অজিত কুমার ব্যানার্জি, ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO), মেদিনীপুর অঞ্চল।
PBR কোন্ আইন বলে পরিচালিত হয়?
PBR, বায়োলজিক্যাল ডাইভারসিটি অ্যাক্ট বা জৈবিক বৈচিত্র আইন, 2002-এর দ্বারা পরিচালিত হয়।
PBR কোন্ কমিটি তৈরি করে?
PBR বায়োডাইভারসিটি ম্যানজেমেন্ট কমিটি বা BMC তৈরি করে।
পরিবেশ এবং তার সম্পদ সংরক্ষণের মাধ্যমিক জীবন বিজ্ঞান অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ ধারণা সরবরাহ করে। এই অধ্যায়ের মাধ্যমে আমরা সম্পর্কিত পরিবেশ উপাদানগুলোর ভূমিকা এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছি।
আমাদের পরিবেশের সম্পদগুলো অনেকটা আমাদের জীবনের মূল অংশ হিসেবে গণ্য হয়ে থাকে। আমাদের শরীরের খাদ্য, পানীয় এবং অন্যান্য সামগ্রীগুলো পরিবেশ থেকে পাওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক উপাদান আমাদের অপরিহার্যভাবে সৃষ্টি করে স্বাস্থ্যকর এবং সুন্দর মানব জীবন সমর্থন করে। তবে, আমাদের পরিবেশ সম্পদের সংরক্ষণ অবিলম্বে প্রয়োজনীয়।