মাধ্যমিক জীবন বিজ্ঞান – পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ – জীববৈচিত্র্য এবং সংরক্ষণ – অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rahul

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘জীববৈচিত্র্য এবং সংরক্ষণ‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান - পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ - জীববৈচিত্র্য এবং সংরক্ষণ - অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের হটস্পট, জীববৈচিত্র্যের হ্রাস ও সুন্দরবনের পরিবেশগত সমস্যা

সঠিক উত্তরটি নির্বাচন করো

বায়োডাইভারসিটি শব্দটি প্রথম ব্যবহার করেন –

  1. জিম্মারম্যান
  2. ডব্লিউ জি রোসেন
  3. চার্লস ডারউইন
  4. ল্যামার্ক

উত্তর – 2. ডব্লিউ জি রোসেন

বর্তমান পৃথিবীতে মোট জীবপ্রজাতির সংখ্যা (2011, নেচার পত্রিকা) –

  1. 1 মিলিয়ন
  2. 8.7 মিলিয়ন
  3. 5.7 মিলিয়ন
  4. 13.5 মিলিয়ন

উত্তর – 2. 8.7 মিলিয়ন

জীববৈচিত্র্যের কারণ হল –

  1. বিবর্তন
  2. অভিযোজন
  3. মিউটেশন
  4. সবকটি

উত্তর – 4. সবকটি

প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় –

  1. জিনগত জীববৈচিত্র্যের জন্য
  2. বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের জন্য
  3. প্রাণী বৈচিত্র্যের জন্য
  4. উদ্ভিদ বৈচিত্র্যের জন্য

উত্তর – 1. জিনগত জীববৈচিত্র্যের জন্য

বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কথাটির সমার্থক হল –

  1. জিনগত বৈচিত্র্য
  2. প্রজাতিগত বৈচিত্র্য
  3. আবাসস্থলের বৈচিত্র্য
  4. প্রাণী বৈচিত্র্য

উত্তর – 3. আবাসস্থলের বৈচিত্র্য

স্থানীয় বৈচিত্র্য হল –

  1. ডেল্টা বৈচিত্র্য
  2. আলফা বৈচিত্র্য
  3. গামা বৈচিত্র্য
  4. বিটা বৈচিত্র্য

উত্তর – 2. আলফা বৈচিত্র্য

পৃথিবীতে অতিবৈচিত্র্যশালী দেশের সংখ্যা হল –

  1. 10টি
  2. 13টি
  3. 15টি
  4. 17টি

উত্তর – 4. 17টি

জীববৈচিত্র্যপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম হল –

  1. ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া
  2. কানাডা, জাপান, নরওয়ে
  3. উত্তর কোরিয়া, ইরান, লিবিয়া
  4. বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা

উত্তর – 1. ভারত, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া

নীচের যেখানে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় –

  1. বাদাবন
  2. কোরাল রীফ
  3. উষ্ণমণ্ডলীয় বর্ষার অরণ্য
  4. তৈগা

উত্তর – 3. উষ্ণমণ্ডলীয় বর্ষার অরণ্য

ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি, সমগ্র পৃথিবীর উদ্ভিদ প্রজাতির –

  1. 10%
  2. 11%
  3. 12%
  4. 13%

উত্তর – 2. 11%

মালদায় যেসব আম পাওয়া যায়, সেগুলির স্বাদ, রং, তন্তুর পরিমাণ ও শর্করার পরিমাণ বিভিন্ন। এই বৈচিত্র্য যার পরিমাপ তা হল –

  1. সংকরায়ণ
  2. প্রজাতিগত বৈচিত্র্য
  3. প্রণোদিত পরিব্যক্তি
  4. জিনগত বৈচিত্র্য

উত্তর – 4. জিনগত বৈচিত্র্য

উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত ভেষজ উদ্ভিদটি হল –

  1. সর্পগন্ধা
  2. সিনকোনা
  3. পেয়ারা
  4. কালমেঘ

উত্তর – 1. সর্পগন্ধা

ক্যাশমিয়ার উল প্রস্তুত হয় যে প্রাণীর থেকে, তা হল –

  1. ভেড়া
  2. ছাগল
  3. খরগোশ
  4. বিড়াল

উত্তর – 2. ছাগল

যে প্রজাতি সংখ্যায় স্বল্প হলেও অন্য প্রজাতি তথা বাস্তুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে, তাকে বলে –

  1. কিস্টোন প্রজাতি
  2. বিপন্ন প্রজাতি
  3. লুপ্তপ্রায় প্রজাতি
  4. বিরল প্রজাতি

উত্তর – 1. কিস্টোন প্রজাতি

জীববৈচিত্র্য দিবস উদযাপন করা হয় –

  1. 5 জুন
  2. 22 মার্চ
  3. 29 নভেম্বর
  4. 22 মে

উত্তর – 4. 22 মে

হটস্পট ধারণাটির প্রবর্তক হলেন –

  1. ডেভিড
  2. সিম্পসন
  3. মেয়ার
  4. নরম্যান মায়ার্স

উত্তর – 4. নরম্যান মায়ার্স

সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পটের মোট সংখ্যা হল –

  1. 14টি
  2. 24টি
  3. 34টি
  4. 44টি

উত্তর – 3. 34টি

সারা পৃথিবীতে স্বীকৃত 34টি জীববৈচিত্র্যের হটস্পটের মধ্যে ভারতে রয়েছে –

  1. 2টি
  2. 4টি
  3. 8টি
  4. 16টি

উত্তর – 2. 4টি

আমাদের দেশের একটি জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিগণিত হয়েছে –

  1. নীলগিরি পর্বত
  2. পশ্চিমঘাট
  3. পূর্বঘাট
  4. আরাবল্লী পর্বত

উত্তর – 2. পশ্চিমঘাট

কোনটি হটস্পট নয়?

  1. ইন্দো-বার্মা
  2. পশ্চিমঘাট
  3. সুন্দরবন
  4. পূর্ব হিমালয়

উত্তর – 3. সুন্দরবন

সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশের অন্তর্ভুক্ত হটস্পট অঞ্চলটি হল –

  1. ইন্দো-বার্মা
  2. পূর্ব হিমালয়
  3. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা
  4. সুন্দাল্যান্ড

উত্তর – 2. পূর্ব হিমালয়

পূর্ব-হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল —

  1. লায়ন-টেলড ম্যাকাক
  2. ওরাং ওটাং
  3. রেড পান্ডা
  4. নীলগিরি থর

উত্তর – 3. রেড পান্ডা

হটস্পট অঞ্চলে যতগুলি সংবহনকলাযুক্ত এনডেমিক উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব থাকবে, তা হল –

  1. 1500
  2. 1600
  3. 1700
  4. 1800

উত্তর – 1. 1500

ভারতের যে অংশ ইন্দো-বার্মা হটস্পটের অন্তর্গত তা হল –

  1. আন্দামান ও নিকোবর
  2. মেঘালয় ও অরুণাচল প্রদেশ
  3. তামিলনাড়ু ও নীলগিরি পার্বত্য অঞ্চল
  4. সিকিম ও দার্জিলিং

উত্তর – 2. মেঘালয় ও অরুণাচল প্রদেশ

সুন্দাল্যান্ড হল –

  1. জাতীয় উদ্যান
  2. হটস্পট
  3. অভয়ারণ্য
  4. বায়োস্ফিয়ার রিজার্ভ

উত্তর – 2. হটস্পট

সুন্দাল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হল —

  1. উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে
  2. আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে
  3. বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চলে
  4. ভারতের পশ্চিম উপকূল সিকিম, দার্জিলিং এবং তরাই অঞ্চলে

উত্তর – 2. আন্দামান-নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে

সুন্দাল্যান্ডে মোট যত সংখ্যক সংবহনকলাযুক্ত উদ্ভিদ আছে, তা হল –

  1. 25,000
  2. 30,000
  3. 35,000
  4. 40,000

উত্তর – 1. 25,000

ভারতে যত শতাংশ উদ্ভিদ প্রজাতি এনডেমিক, তা হল –

  1. প্রায় 11%
  2. প্রায় 22%
  3. প্রায় 33%
  4. প্রায় 44%

উত্তর – 3. প্রায় 33%

নিম্নলিখিত মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবথেকে বেশি বিপন্ন হল –

  1. মাছ
  2. সরীসৃপ
  3. পাখি
  4. স্তন্যপায়ী

উত্তর – 4. স্তন্যপায়ী

পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত উদ্ভিদ হল —

  1. ছত্রাক জাতীয় উদ্ভিদ
  2. শৈবাল জাতীয় উদ্ভিদ
  3. সপুষ্পক উদ্ভিদ
  4. মস জাতীয় উদ্ভিদ

উত্তর – 3. সপুষ্পক উদ্ভিদ

ভারতের বিলুপ্তপ্রায় প্রাণী হল –

  1. ভারতীয় বাঘ, কস্তুরীমৃগ
  2. ভারতীয় গাধা, শূকর
  3. গৃহপালিত বিড়াল, বেজি
  4. গৃহপালিত গোরু, ঘোড়া

উত্তর – 1. ভারতীয় বাঘ, কস্তুরীমৃগ

ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল –

  1. সুন্দরী, কলসপত্রী, চন্দন
  2. আম, জাম, কাঁঠাল
  3. ধান, গম, বাজরা
  4. শিমুল, অর্জুন, তেঁতুল

উত্তর – 1. সুন্দরী, কলসপত্রী, চন্দন

ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল –

  1. ধনেশ
  2. কাকাতুয়া
  3. টিয়া
  4. গোলাপি মাথাওয়ালা হাঁস

উত্তর – 4. গোলাপি মাথাওয়ালা হাঁস

বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা গত শতকে বেড়েছে প্রায় –

  1. 0.4°C
  2. 0.5°C
  3. 0.6°C
  4. 0.7°C

উত্তর – 3. 0.6°C

জীববৈচিত্র্য ধ্বংসের কারণ কোনটি? –

  1. বনভূমি বিনাশ
  2. সংরক্ষণ ব্যবস্থা
  3. শব্দদূষণ
  4. কোনোটিই নয়

উত্তর – 1. বনভূমি বিনাশ

নিরক্ষীয় অঞ্চল থেকে প্রজাতি বিলুপ্তির প্রধান কারণ হল –

  1. অরণ্য ধ্বংস
  2. ভূমিক্ষয়
  3. ভূমিকম্প
  4. সুপার সাইক্লোন

উত্তর – 1. অরণ্য ধ্বংস

ভারতে কচুরিপানার অনুপ্রবেশ যে দেশ থেকে হয়েছে, তা হল –

  1. অস্ট্রেলিয়া
  2. দক্ষিণ আমেরিকা
  3. জাপান
  4. নেপাল

উত্তর – 2. দক্ষিণ আমেরিকা

এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ তা হল –

  1. পার্থেনিয়াম ও কচুরিপানা
  2. পাথরকুচি ও বেগোনিয়া
  3. জাম ও কলা
  4. লজ্জাবতী ও আকন্দ

উত্তর – 1. পার্থেনিয়াম ও কচুরিপানা

ভারতে পার্থেনিয়াম -এর আগমন ঘটে –

  1. বাংলাদেশ থেকে পাট আমদানির সময়ে
  2. অস্ট্রেলিয়া থেকে ধান আমদানির সময়ে
  3. আমেরিকা থেকে গম আমদানির সময়ে
  4. ইংল্যান্ড বার্লি থেকে আমদানির সময়ে

উত্তর – 3. আমেরিকা থেকে গম আমদানির সময়ে

সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল –

  1. বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
  2. বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ
  3. অতিব্যবহার
  4. দূষণ

উত্তর – 3. অতিব্যবহার

বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের সমূহ ক্ষতিসাধন করে যে গাছ, সেটি হল –

  1. শিমুল
  2. আম
  3. অর্জুন
  4. ইউক্যালিপ্টাস

উত্তর – 4. ইউক্যালিপ্টাস

ম্যানগ্রোভ-জাতীয় বনভূমি দেখা যায় –

  1. শুষ্ক মরু অঞ্চলে
  2. পাহাড়ি অঞ্চলে
  3. মালভূমি অঞ্চলে
  4. লবণাক্ত জলাভূমিতে

উত্তর – 4. লবণাক্ত জলাভূমিতে

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবস্থিত –

  1. জলপাইগুড়িতে
  2. পুরুলিয়াতে
  3. মেদিনীপুরে
  4. সুন্দরবনে

উত্তর – 4. সুন্দরবনে

সুন্দরবনের কিস্টোন প্রজাতি হল –

  1. ম্যানগ্রোভ
  2. বেঙ্গল টাইগার
  3. বন্য শূকর
  4. মাছ

উত্তর – 2. বেঙ্গল টাইগার

সুন্দরবনে বাঘের সংখ্যা হ্রাসের কারণ হল –

  1. বসতি অঞ্চলের বিনাশ
  2. চোরাশিকার
  3. বন পরিচালনে ব্যর্থতা
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

নীচের কোনটি/কোনগুলি নিমজ্জিত বদ্বীপ? –

  1. লোহাচারা
  2. বেডফোর্ড
  3. ঘোরামারা
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

শূন্যস্থান পূরণ করো

ভূপৃষ্ঠের মাত্র 2 শতাংশ ভারতে উপস্থিত, কিন্তু পৃথিবীর জীববৈচিত্র্যের ___ শতাংশ ভারতে বিদ্যমান।

উত্তর – ভূপৃষ্ঠের মাত্র 2 শতাংশ ভারতে উপস্থিত, কিন্তু পৃথিবীর জীববৈচিত্র্যের 7.7 শতাংশ ভারতে বিদ্যমান।

জীবজাত ওষুধের একটি উৎস হল ___ গাছ।

উত্তর – জীবজাত ওষুধের একটি উৎস হল সিনকোনা গাছ।

ম্যালেরিয়ার ওষুধরূপে ব্যবহৃত হয় ___।

উত্তর – ম্যালেরিয়ার ওষুধরূপে ব্যবহৃত হয় কুইনাইন

একটি উপকারী ছত্রাক হল ___।

উত্তর – একটি উপকারী ছত্রাক হল পেনিসিলিয়াম

সর্পগন্ধা গাছের মূলের থেকে ___ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর – সর্পগন্ধা গাছের মূলের থেকে রেসারপিন পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

___ একটি ভেষজ উদ্ভিদ।

উত্তর – কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ।

বাস্তুতন্ত্রে উদ্ভিদের প্রধান ভূমিকা হল ___ হিসেবে।

উত্তর – বাস্তুতন্ত্রে উদ্ভিদের প্রধান ভূমিকা হল উৎপাদক হিসেবে।

কাগজ প্রস্তুতির মণ্ড প্রকৃতপক্ষে উদ্ভিদের ___ তন্তু।

উত্তর – কাগজ প্রস্তুতির মণ্ড প্রকৃতপক্ষে উদ্ভিদের সেলুলোজ তন্তু।

কাগজ তৈরিতে ___ গাছ ব্যবহৃত হয়।

উত্তর – কাগজ তৈরিতে বাঁশ গাছ ব্যবহৃত হয়।

বাবলা, শিরিষ প্রভৃতি গাছ থেকে নিঃসৃত ___ আঠা হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর – বাবলা, শিরিষ প্রভৃতি গাছ থেকে নিঃসৃত গদ আঠা হিসেবে ব্যবহৃত হয়।

পাইন গাছের রজন ___ তৈরিতে কাজে লাগে।

উত্তর – পাইন গাছের রজন তার্পিন তেল তৈরিতে কাজে লাগে।

___ হল একপ্রকার রজন, যা রান্নায় ব্যবহৃত হয়।

উত্তর – হিং হল একপ্রকার রজন, যা রান্নায় ব্যবহৃত হয়।

প্রসাধনী শিল্পে ___ ব্যবহৃত হয়।

উত্তর – প্রসাধনী শিল্পে মৌ মোম ব্যবহৃত হয়।

অ্যাঙ্গোরা উল পাওয়া যায় ___ থেকে।

উত্তর – অ্যাঙ্গোরা উল পাওয়া যায় খরগোশ থেকে।

জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ___ বলা হয়।

উত্তর – জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে হটস্পট বলা হয়।

জীববৈচিত্র্য হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন বিজ্ঞানী ___।

উত্তর – জীববৈচিত্র্য হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স

দক্ষিণ ভারতে অবস্থিত একটি হটস্পট অঞ্চল হল ___।

উত্তর – দক্ষিণ ভারতে অবস্থিত একটি হটস্পট অঞ্চল হল পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা

প্রজাতিভবনের উৎপত্তিস্থল বলা হয় ___ হটস্পট অঞ্চলকে।

উত্তর – প্রজাতিভবনের উৎপত্তিস্থল বলা হয় পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলকে।

পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে প্রায় ___ টি এনডেমিক সপুষ্পক উদ্ভিদ বর্তমান।

উত্তর – পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে প্রায় 2000টি এনডেমিক সপুষ্পক উদ্ভিদ বর্তমান।

পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে ___ টি বিপন্ন প্রজাতি বাস করে।

উত্তর – পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে 163টি বিপন্ন প্রজাতি বাস করে।

ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলে মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হল ___ টি।

উত্তর – ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলে মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হল 13,500টি।

ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলে প্রাপ্ত স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি হল ___।

উত্তর – ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলে প্রাপ্ত স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি হল 430

পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলে প্রায় ___ টি এনডেমিক, পাখি প্রজাতি বর্তমান।

উত্তর – পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলে প্রায় 35টি এনডেমিক, পাখি প্রজাতি বর্তমান।

সমুদ্র ও অরণ্যের মেলবন্ধনে অদ্ভুত জীববৈচিত্র্যের পরিবেশ রচনা করেছে ___ হটস্পট।

উত্তর – সমুদ্র ও অরণ্যের মেলবন্ধনে অদ্ভুত জীববৈচিত্র্যের পরিবেশ রচনা করেছে সুন্দাল্যান্ড হটস্পট।

___ হল একটি কিস্টোন প্রজাতি।

উত্তর – রয়‍্যাল বেঙ্গল টাইগার হল একটি কিস্টোন প্রজাতি।

সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ায় ___ অরণ্য বিনষ্ট হচ্ছে।

উত্তর – সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ায় ম্যানগ্রোভ অরণ্য বিনষ্ট হচ্ছে।

ওজোনস্তরের অবক্ষয়ের ফলে ___ রশ্মি পৃথিবীতে প্রবেশ করে।

উত্তর – ওজোনস্তরের অবক্ষয়ের ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে।

কচুরিপানার আদি বাসস্থান হল ___।

উত্তর – কচুরিপানার আদি বাসস্থান হল আমাজন অববাহিকা (দক্ষিণ আমেরিকা)

UNESCO স্বীকৃত (1997) অন্যতম বিশ্ব ঐতিহ্যস্থান (world heritage site) হল ___ অঞ্চল।

উত্তর – UNESCO স্বীকৃত (1997) অন্যতম বিশ্ব ঐতিহ্যস্থান (world heritage site) হল সুন্দরবন অঞ্চল।

পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য হল ___।

উত্তর – পৃথিবীর সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন

___ হল একটি বদ্বীপ বন (delta forest)।

উত্তর – সুন্দরবন হল একটি বদ্বীপ বন (delta forest)।

স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন বহিরাগত প্রজাতির নাম হল ___।

উত্তর – স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন বহিরাগত প্রজাতির নাম হল পার্থেনিয়াম

সত্য/মিথ্যা নির্বাচন করো

ভারতের একটি বিপন্ন প্রজাতি হল ক্যাঙারু।

উত্তর – মিথ্যা [সূত্র – ক্যাঙারু অস্ট্রেলিয়ার একটি বিপন্ন প্রজাতি।]

ব্রাজিল হল সর্বাপেক্ষা জীববৈচিত্র্যসম্পন্ন দেশ।

উত্তর – সত্য [সূত্র – ব্রাজিলের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য প্রাচুর্যপূর্ণ হওয়ায় জৈববেচিত্র্য বেশি দেখা যায়।]

ক্যাফিন হল মোম তৈরির উপাদান।

উত্তর – মিথ্যা [সূত্র – ক্যাফিন হল কফির একটি উপক্ষার জাতীয় উপাদান।]

তার্পিন তেল বার্নিশে ব্যবহৃত হয়।

উত্তর – সত্য [সূত্র – পাইন গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থ রজন তার্পিন তেল তৈরিতে ব্যবহৃত হয়।]

পেট্রোলিয়াম থেকে ধুনো পাওয়া যায়।

উত্তর – মিথ্যা [সূত্র – রজন থেকে ধুনো পাওয়া যায়।]

কাগজ প্রস্তুতিতে শাল গাছ ব্যবহৃত হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – বাঁশ গাছের পাতা একাজে ব্যবহৃত হয়।]

হটস্পট অঞ্চলে অন্তত 1000টি এনডেমিক সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকতে হবে।

উত্তর – মিথ্যা [সূত্র – হটস্পট অঞ্চলে অন্তত 1500টি এনডেমিক সংবহন কলাযুক্ত উদ্ভিদ থাকা জরুরি।]

আমাজন রেইন ফরেস্টকে পৃথিবী গ্রহের ফুসফুস বলা হয়।

উত্তর – সত্য [সূত্র – এটি পৃথিবীর বৃহত্তম বর্ষা অরণ্য। তাই অক্সিজেনের জোগানে পৃথিবীতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।]

মেক্সিকো হল একটি অতিবৈচিত্র্যশালী দেশ।

উত্তর – সত্য [সূত্র – পৃথিবীর সমগ্র বৈচিত্র্যের 10-20% মেক্সিকোতে অবস্থিত।]

জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা, ম্যানগ্রোভ কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে।

উত্তর – সত্য [সূত্র – ফলে জীববৈচিত্র্য ওই সব অঞ্চলে হ্রাস পাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।]

নাইট্রোজেন সার ব্যবহারে মাটি আম্লিক হয়ে যায়।

উত্তর – সত্য [সূত্র – অ্যামোনিয়াম যুক্ত সার মাটিতে নাইট্রিফিকেশন দ্বারা নাইট্রেটে পরিণত হয় ও H+ আয়ন মাটিতে মুক্ত হয়।]

সুন্দরবন অঞ্চল গঙ্গা, ব্রহ্মপুত্র, পদ্মা ও মেঘনা নদীর মোহনায় অবস্থিত।

উত্তর – সত্য [সূত্র – এটি সুন্দরী ও অন্যান্য ম্যানগ্রোভ জাতীয় গাছ এবং ভারতীয় বাঘের জন্য প্রসিদ্ধ।]

সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত প্রকৃতির হয়।

উত্তর – সত্য [সূত্র – সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্রভৃতি উপাদান থাকার জন্য একে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে।]

দ্বীপ নিমজ্জন সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা।

উত্তর – সত্য [সূত্র – ঘোরামারা, লোহাচারা প্রভৃতি দ্বীপগুলি বিশ্ব উষ্ণায়নজনিত প্রভাবে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে নিমজ্জিত হয়ে যাচ্ছে।]

প্রজাতি প্রাচুর্য এবং প্রজাতি সাম্যতা কী? এগুলি কীভাবে জীববৈচিত্র্যের সূচক হিসেবে কাজ করে? কোনো অঞ্চলের প্রজাতি সাম্যতা নির্ধারণের সময় কোন বিষয়টি বিবেচনা করা হয়?

একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা অঞ্চলে বসবাসকারী সকল প্রজাতির জীবের মোট সংখ্যাই হল প্রজাতি প্রাচুর্য। প্রজাতি সাম্যতা জীববৈচিত্র্যের একটি সূচক বা নির্দেশক। এটি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির তুলনামূলক প্রাচুর্যকে নির্দেশ করে।

পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের হটস্পটের নাম উল্লেখ করো।

পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের হটস্পট হল –
1. পূর্ব আফ্রিকার উপকূলীয় বনাঞ্চল।
2. মাদাগাস্কার ও ভারত মহাসাগরীয় দ্বীপসমূহ।
3. জাপান।
4. দক্ষিণ-পূর্ব চিনের পার্বত্য অঞ্চল।
5. নিউজিল্যান্ড।
6. ফিলিপিন্স।
7. ককেশাস।
8. মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল।
9. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ প্রভৃতি।

2017-2018 সালে আমাজনে কত বর্গ কিলোমিটার বন কাটা হয়েছিল এবং কেন?

2017-2018 সালে আমাজনে বর্ষা অরণ্যের প্রায় 7900 বর্গ কিলোমিটার এলাকার জঙ্গল কৃষি সম্প্রসারণ ও বেআইনি কাঠ ব্যবসার কারণে কেটে ফেলা হয়েছে, যা বিগত 50 বছরে সর্বাধিক।

পৃথিবীর কিছু অতিবৈচিত্র্যশালী দেশের নাম বলুন।

পৃথিবীর অতিবৈচিত্র্যশালী দেশগুলি হল – ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা, কঙ্গো, মাদাগাস্কার, ভারত, মালয়েশিয়া, চিন, অস্ট্রেলিয়া, পাপুয়া-নিউগিনি, ইকুয়েডর, আমেরিকা যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলA. একশৃঙ্গ গন্ডার
2. সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলB. সায়ামিস কুমির
3. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলC. লায়ন-টেলড ম্যাকাক
4. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলD. ওরাংওটাং
5. ফাইব্রোলাইটিক ব্যাকটেরিয়াE. রেড পান্ডা
6. বম্বিক্স মোরিF. কাগজ শিল্প
G. রেশম শিল্প

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলB. সায়ামিস কুমির
2. সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলD. ওরাংওটাং
3. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলA. একশৃঙ্গ গন্ডার
4. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলE. রেড পান্ডা
5. ফাইব্রোলাইটিক ব্যাকটেরিয়াF. কাগজ শিল্প
6. বম্বিক্স মোরিG. রেশম শিল্প

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডA. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট
2. সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশB. ইন্দো-বার্মা হটস্পট
3. গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরলC. ছাগল
4. নিকোবর দ্বীপপুঞ্জD. পূর্ব হিমালয় হটস্পট
5. ক্যাশমিয়ার উলE. সুন্দরবন হটস্পট
6. অ্যাঙ্গোরা উলF. সুন্দাল্যান্ড হটস্পট
G. খরগোশ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডB. ইন্দো-বার্মা হটস্পট
2. সিকিম, অসম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরাংশD. পূর্ব হিমালয় হটস্পট
3. গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরলA. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট
4. নিকোবর দ্বীপপুঞ্জF. সুন্দাল্যান্ড হটস্পট
5. ক্যাশমিয়ার উলC. ছাগল
6. অ্যাঙ্গোরা উলG. খরগোশ

স্তম্ভ মেলাও – 3

বামস্তম্ভডানস্তম্ভ
1. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলA. পার্থেনিয়াম
2. ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলB. পেরিপ্ল্যানেটা
3. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলC. অর্কিড
4. সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলD. র‍্যাফ্লেসিয়া
5. বহিরাগত উদ্ভিদE. কলসপত্রী
6. বহিরাগত প্রাণীF. ম্যাগনোলিয়া নিলাগিরিকা
G. সুন্দরী গাছ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলE. কলসপত্রী
2. ইন্দো-বার্মা হটস্পট অঞ্চলC. অর্কিড
3. পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট অঞ্চলF. ম্যাগনোলিয়া নিলাগিরিকা
4. সুন্দাল্যান্ড হটস্পট অঞ্চলG. সুন্দরী গাছ
5. বহিরাগত উদ্ভিদA. পার্থেনিয়াম
6. বহিরাগত প্রাণীB. পেরিপ্ল্যানেটা

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
পূর্ব হিমালয়, ইন্দো-বার্মা, জাপান, সুন্দাল্যান্ড।জাপান। [সূত্র – জাপান ছাড়া বাকিগুলি ভারতের জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল।]
মণিপুর, মিজোরাম, ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড।সুন্দাল্যান্ড। [সূত্র – বাকিগুলি ইন্দো-বার্মা হটস্পটের অংশ।]
বনসৃজন, বনবিনাশ, শিকার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।বনসৃজন। [সূত্র – বাকিগুলি জীববৈচিত্র্য হ্রাসের কারণ।]
আমেরিকান আরশোলা, বহিরাগত প্রজাতি, হাইব্রিড মাগুর, এনডেমিক প্রজাতি।এনডেমিক প্রজাতি। [সূত্র – এনডেমিক প্রজাতি স্থানীয়, বাকিগুলি বহিরাগত প্রজাতি সংক্রান্ত বিষয়।]
ঘোরামারা দ্বীপের নিমজ্জন, সুন্দরী বিনাশ, হলদিয়া বন্দরমুখী জাহাজের তেলদূষণ, মরুভূমিকরণ।মরুভূমিকরণ। [সূত্র – বাকিগুলি সুন্দরবনের পরিবেশগত সমস্যা।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

বাস্তুবিদ্যা : আর্নস্ট হেকেল : : জীববৈচিত্র্য : ___।

উত্তর – ওয়াল্টার রোসেন।

নীলগিরি লেঙ্গুর : বিপন্ন প্রজাতি : : ডোডো পাখি : ___।

উত্তর – অবলুপ্ত প্রজাতি।

ভেড়া : মেরিনো উল : : পিংকটাডা প্রজাতি : ___।

উত্তর – মুক্তো।

সিনকোনা গাছের ছাল : ম্যালেরিয়া : : সেগুন : ___।

উত্তর – আসবাব।

মেগাডাইভারসিটি : ব্রাজিল : : বায়োডাইভারসিটি হটস্পট : ___।

উত্তর – পূর্ব হিমালয়।

কচুরিপানা : বহিরাগত প্রজাতি : : মুগা রেশম : ___।

উত্তর – এনডেমিক বা স্থানীয় প্রজাতি।

জলবায়ু নিয়ন্ত্রণ : জীববৈচিত্র্যের গুরুত্ব : : জমি ব্যবহারের পরিবর্তন : ___।

উত্তর – জীববৈচিত্র্যের বিনাশ।

বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ : স্থানীয় প্রজাতি বিনাশ : : শিল্পস্থাপন : ___।

উত্তর – বসতিবিনাশ।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
জীববৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।জীববৈচিত্র্য। [সূত্র – জীববৈচিত্র্যের বিভিন্ন স্তরের কথা উল্লেখ করা হয়েছে।]
ভারত, চিন, মেগাডাইভারসিটি দেশ, ব্রাজিল।মেগাডাইভারসিটি দেশ। [সূত্র – পৃথিবীর অতিবৈচিত্র্যশালী দেশসমূহের উল্লেখ করা হয়েছে।]
ওষুধ উৎপাদন, জীববৈচিত্র্যের গুরুত্ব, জলবায়ু নিয়ন্ত্রণ, দৈনন্দিন ব্যবহারের জোগান।জীববৈচিত্র্যের গুরুত্ব। [সূত্র – জীববৈচিত্র্যের নানা প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।]
এনডেমিক উদ্ভিদ প্রজাতি, 70% প্রজাতির বিলুপ্তি, হটস্পট, সর্বাধিক পার্থিব বিপন্ন অঞ্চল।হটস্পট। [সূত্র – হটস্পট অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে।]
বনাঞ্চলের বিনাশ, চোরাশিকার, দূষণ, জীববৈচিত্র্য হ্রাসের কারণ।জীববৈচিত্র্য হ্রাসের কারণ। [সূত্র – জীববৈচিত্র্য হ্রাসের নানা কারণ উল্লেখ করা হয়েছে।]
জমি ব্যবহারের রীতির পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্যের বিনাশ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।জীববৈচিত্র্যের বিনাশ। [সূত্র – জীববৈচিত্র্য বিনাশের নানা কারণ উল্লেখ করা হয়েছে।]
বাসস্থান বিনাশ, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্বু উদ্ভিদ বিনাশ।সুন্দরবনের পরিবেশগত সমস্যা। [সূত্র – সুন্দরবনের সংকটের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে কী বলে?

বিভিন্ন ধরনের পরিবেশে বসবাসকারী জীব সম্প্রদায়ের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বলে।

পৃথিবীর কোথায় সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়?

ক্রান্তীয় বর্ষা অরণ্য অঞ্চলগুলিতে পৃথিবীর সবথেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়।

সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি কী?

সুস্থ ও কার্যকর বাস্তুতন্ত্রের ভিত্তি হল জীববৈচিত্র্য।

একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ ও সমন্বয়কে কী বলে?

একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্ন প্রকরণ ও সমন্বয়কে জিনগত বৈচিত্র্য বলে।

কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে কী বলে?

কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে।

বাস্তুরীতি ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে কী বলে?

বাস্তুরীতি ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে।

ভারতীয় জীববৈচিত্র্য মন্ত্রকের চতুর্থ রিপোর্ট (2009) অনুযায়ী ভারতে প্রাপ্ত বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?

ভারতীয় জীববৈচিত্র্য মন্ত্রকের চতুর্থ রিপোর্ট (2009) অনুযায়ী ভারতে প্রাপ্ত বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা 46000 -এর বেশি।

পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির কত শতাংশ অতিবৈচিত্র্যশালী দেশে অবস্থিত?

পৃথিবীর সমগ্র জীবপ্রজাতির 70% অতিবৈচিত্র্যশালী দেশে অবস্থিত।

ভারতে প্রাপ্ত বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা কত?

ভারতে প্রাপ্ত বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা 91,212 -এর অধিক।

ভারতের মোট বনাঞ্চলের পরিমাণ কত?

ভারতের মোট বনাঞ্চলের পরিমাণ 6,92,027 km²

ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া -এর 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে কত শতাংশ বনাঞ্চল রয়েছে?

ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া -এর 2011 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে 21.05 শতাংশ বনাঞ্চল রয়েছে।

ফ্লোরা কী?

কোনো একটি অঞ্চলের উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতি পরিচয়কে ফ্লোরা বলে।

বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

পৃথিবী সংরক্ষণ দিবস কবে পালিত হয়?

3 ডিসেম্বর পৃথিবী সংরক্ষণ দিবস পালিত হয়।

রিও বসুন্ধরা সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?

1992 সালে ব্রাজিলের রিও ডি-জেনিরো -তে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভারতের কোন্ জীববৈচিত্র্যের হটস্পটে লিফডিয়ার দেখা যায়?

লিফডিয়ার

পূর্ব হিমালয় অঞ্চলে লিফডিয়ার (Muntiacus putaoenesis) দেখা যায়।

বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি কোথায় পাওয়া যেত?

বর্তমানে বিলুপ্ত ডোডো পাখি মরিশাসে পাওয়া যেত।

CBD -এর পুরো নাম কী?

CBD -এর পুরো নাম কনভেনশন অন বায়োডাইভারসিটি।

জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে?

জীববৈচিত্র্যের প্রাচুর্য্যযুক্ত সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চলকে জীববৈচিত্র্যের হটস্পট বলে।

ভারতের দুটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম লেখো।

ভারতের দুটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম – পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয়।

ভারতে মোট কতগুলি জীববৈচিত্র্যের হটস্পট আছে?

ভারতে মোট 4টি জীববৈচিত্র্যের হটস্পট আছে।

সারা বিশ্বে কতগুলি জীববৈচিত্র্যের হটস্পট আছে?

সারা বিশ্বে 34টি জীববৈচিত্র্যের হটস্পট আছে।

ইন্দো-বার্মা হটস্পটের একটি উদ্ভিদের নাম কী?

Vanda coerulea

ইন্দো-বার্মা হটস্পটের একটি উদ্ভিদের নাম Vanda coerulea নামক অর্কিড।

পূর্ব হিমালয় হটস্পটের একটি উদ্ভিদের নাম লেখো।

পূর্ব হিমালয় হটস্পটের একটি উদ্ভিদের নাম কলসপত্রী উদ্ভিদ (Nepanthes khasiana)।

পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ীর নাম লেখো।

পূর্ব হিমালয় হটস্পটের একটি স্তন্যপায়ীর নাম রেড পান্ডা (Aliurus fulgens)।

ইন্দো-বার্মা হটস্পটের একটি প্রাণীর নাম কী?

সায়ামিস কুমির

ইন্দো-বার্মা হটস্পটের একটি প্রাণীর নাম সায়ামিস কুমির (Crocodylus siamensis)।

সুন্দাল্যান্ড হটস্পটের একটি উদ্ভিদের নাম লেখো।

সুন্দাল্যান্ড হটস্পটের একটি উদ্ভিদের নাম সুন্দরী (Heritiera sp.)।

সুন্দাল্যান্ড হটস্পটের একটি স্তন্যপায়ীর নাম লেখো।

ওরাংওটাং

সুন্দাল্যান্ড হটস্পটের একটি স্তন্যপায়ীর নাম ওরাংওটাং (Pongo sp.)।

ভারতের কোথায় বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট দেখা যায়?

ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্ট দেখা যায়।

মেরু ভালুকের বিপন্নতার অন্যতম কারণটি উল্লেখ করো।

মেরু ভালুকের বিপন্নতার অন্যতম কারণটি হল বিশ্ব উষ্ণায়ন।

কর্মসূচি-21 বা অ্যাজেন্ডা-21 কী?

রিও বসুন্ধরা সম্মেলনে (1992) একুশ শতকে পরিবেশ সংক্রান্ত অধিকার ও কর্তব্য সম্পর্কে যে বিশেষ কর্মসূচি গৃহীত হয়, তাকে কর্মসূচি-21 বা অ্যাজেন্ডা-21 বলে।

কিস্টোন প্রজাতি কী?

যেসব প্রজাতির জীবসংখ্যা কম থাকলেও কোনো বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বৃহৎভাবে নিয়ন্ত্রণ করলে তাকে কিস্টোন প্রজাতি বলে, যেমন – রয়‍্যাল বেঙ্গল টাইগার হল কিস্টোন প্রজাতি।

পশ্চিমবঙ্গের যে-কোনো একটি কিস্টোন প্রজাতির নাম উল্লেখ করো।

পশ্চিমবঙ্গের সুন্দরবনের বাঘ একটি কিস্টোন প্রজাতি।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে কোন্ দিনটি পালিত হয়?

22 মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয়।

পশ্চিমবঙ্গের কোন্ অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-রূপে ঘোষণা করেছে?

পশ্চিমবঙ্গের সুন্দরবন অরণ্যকে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-রূপে ঘোষণা করেছে।

সুন্দরবন কোন্ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?

সুন্দরবন রয়‍্যাল বেঙ্গল টাইগার প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত।

সুন্দরবনের পরিবেশ-সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো।

সুন্দরবনের পরিবেশ-সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লবণাম্বু উদ্ভিদ ধ্বংস এবং মিষ্টি জলের সংকট।


জীববৈচিত্র্যের সংরক্ষণ

সঠিক উত্তরটি নির্বাচন করো

কোনো প্রজাতিকে জাতীয় পার্কে বা অভয়ারণ্যে সংরক্ষণ করা হলে, তাকে বলা হয় –

  1. বিশেষ সংরক্ষণ
  2. ইন-সিটু সংরক্ষণ
  3. এক্স-সিটু সংরক্ষণ
  4. কিস্টোন প্রজাতি সংরক্ষণ

উত্তর – 2. ইন-সিটু সংরক্ষণ

প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ হল –

  1. জাতীয় উদ্যান
  2. চিড়িয়াখানা
  3. আরবোরেটাম
  4. বীজ-ব্যাংক

উত্তর – 1. জাতীয় উদ্যান

মূল প্রাকৃতিক বাসস্থানে অর্থাৎ নিজস্ব পরিবেশে কোনো প্রজাতিকে সংরক্ষণ করলে, তাকে বলা হয় –

  1. ক্রায়োপ্রিজারভেশন
  2. এক্স-সিটু কনজারভেশন
  3. ইন-সিটু কনজারভেশন
  4. বায়োকনজারভেশন

উত্তর – 3. ইন-সিটু কনজারভেশন

আমাদের দেশের জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে –

  1. কেন্দ্রীয় সরকার
  2. রাজ্য সরকার
  3. স্থানীয় সংস্থা
  4. রাষ্ট্রপুঞ্জ

উত্তর – 1. কেন্দ্রীয় সরকার

পেরিয়ার জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, সেটি হল –

  1. উত্তরপ্রদেশ
  2. কেরল
  3. পশ্চিমবঙ্গ
  4. অসম

উত্তর – 2. কেরল

গোরুমারা জাতীয় উদ্যান যে রাজ্যে অবস্থিত, তার নাম –

  1. মধ্যপ্রদেশ
  2. উত্তরপ্রদেশ
  3. কেরল
  4. পশ্চিমবঙ্গ

উত্তর – 4. পশ্চিমবঙ্গ

ভারতের প্রথম জাতীয় উদ্যান হল –

  1. বন্দিপুর জাতীয় উদ্যান
  2. করবেট জাতীয় উদ্যান
  3. কান্‌হা জাতীয় উদ্যান
  4. পেরিয়ার জাতীয় উদ্যান
  1. উত্তর – 2. করবেট জাতীয় উদ্যান

গোরুমারা সংরক্ষিত অরণ্য (1895) যে বছর অভয়ারণ্যরূপে ঘোষিত হয়, তা হল –

  1. 1960
  2. 1949
  3. 1954
  4. 1989

উত্তর – 2. 1949

গোরুমারা অভয়ারণ্য (1949) যে বছর জাতীয় উদ্যানরূপে ঘোষিত হয়, তা হল –

  1. 1999
  2. 1992
  3. 1994
  4. কোনোটিই নয়

উত্তর – 3. 1994

চাপড়ামারি সংরক্ষিত অরণ্য (1895) যে বছর অভয়ারণ্যরূপে ঘোষিত হয়, তা হল –

  1. 1995
  2. 1998
  3. 2014
  4. কোনোটিই নয়

উত্তর – 2. 1998

নীচের কোন্ সজ্জাটি গোরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো –

  1. বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান
  2. জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
  3. জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
  4. অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য

উত্তর – 3. জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ

নীচের কোন্ জোড়টি সঠিক নয়? –

  1. গির – গুজরাট
  2. কানহা – উত্তরপ্রদেশ
  3. করবেট – উত্তরাখণ্ড
  4. কাজিরাঙা – অসম

উত্তর – 2. কানহা-উত্তরপ্রদেশ

হ্যালিডে আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? –

  1. পশ্চিমবঙ্গে
  2. কেরালায়
  3. গোয়ায়
  4. মহারাষ্ট্রে

উত্তর – 1. পশ্চিমবঙ্গে

ময়ূর ঝরনা হাতি রিজার্ভ পশ্চিমবঙ্গের যে জেলায় অবিস্থত –

  1. বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর
  2. জলপাইগুড়ি ও কোচবিহার
  3. পুরুলিয়া ও বাঁকুড়া
  4. কোনোটিই নয়

উত্তর – 1. বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর

পশ্চিমবঙ্গের যে জেলায় বেথুয়াডহরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত তা হল –

  1. উত্তর চব্বিশ পরগনা
  2. নদিয়া
  3. বীরভূম
  4. জলপাইগুড়ি

উত্তর – 2. নদিয়া

নীলগিরি বায়োস্ফিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত –

  1. কর্ণাটকের বনাঞ্চলে
  2. সিকিমের বনাঞ্চলে
  3. ওড়িশার বনাঞ্চলে
  4. দার্জিলিং -এর বনাঞ্চলে

উত্তর – 1. কর্ণাটকের বনাঞ্চলে

সংরক্ষণের একটি আধুনিক ব্যবস্থা হল –

  1. জাতীয় উদ্যান
  2. সংরক্ষিত অরণ্য
  3. অভয়ারণ্য
  4. বায়োস্ফিয়ার রিজার্ভ

উত্তর – 4. বায়োস্ফিয়ার রিজার্ভ

বায়োস্ফিয়ার রিজার্ভে যে অংশগুলি দেখা যায় –

  1. কোর অঞ্চল
  2. বাফার অঞ্চল
  3. ট্রানসিট অঞ্চল
  4. সবগুলি সঠিক

উত্তর – 4. সবগুলি সঠিক

বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চলটি থাকে, তাকে বলা হয় –

  1. রিজার্ভ অঞ্চল
  2. কোর অঞ্চল
  3. বাফার অঞ্চল
  4. ট্রানজিশন অঞ্চল

উত্তর – 2. কোর অঞ্চল

সিমলিপাল, সুন্দরবন, মানস হল –

  1. বায়োস্ফিয়ার রিজার্ভ
  2. অভয়ারণ্য
  3. জাতীয় উদ্যান
  4. কোল্ড স্পট

উত্তর – 1. বায়োস্ফিয়ার রিজার্ভ

UNESCO -এর MAB প্রোগ্রামে যে ধারণাটি সংরক্ষিত হয় –

  1. সংরক্ষিত অরণ্য
  2. অভয়ারণ্য
  3. বায়োস্ফিয়ার রিজার্ভ
  4. জাতীয় উদ্যান

উত্তর – 3. বায়োস্ফিয়ার রিজার্ভ

নীচের যেটি ইন-সিটু কনজারভেশনের অন্তর্গত নয়, সেটি হল –

  1. চিড়িয়াখানা
  2. জাতীয় উদ্যান
  3. বায়োস্ফিয়ার রিজার্ভ
  4. অভয়ারণ্য

উত্তর – 1. চিড়িয়াখানা

জীববৈচিত্র্যকে তাদের মূল প্রাকৃতিক বাসস্থানে বা পরিবেশের বাইরে বজায় রাখার পদ্ধতিকে বলে –

  1. জৈব সংরক্ষণ
  2. এক্স-সিটু সংরক্ষণ
  3. ইন-সিটু সংরক্ষণ
  4. ক্রায়োপ্রিজারভেশন

উত্তর – 2. এক্স-সিটু সংরক্ষণ

এক্স-সিটু সংরক্ষণ হল —

  1. জিন ব্যাংক
  2. বোটানিক্যাল গার্ডেন
  3. চিড়িয়াখানা
  4. সবগুলি

উত্তর – 4. সবগুলি

এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল –

  1. সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প
  2. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
  3. করবেট জাতীয় উদ্যান
  4. ক্রায়োসংরক্ষণ

উত্তর – 4. ক্রায়োসংরক্ষণ

কোনটি বাস্তুতান্ত্রিক সংরক্ষণ নয়? –

  1. বায়োস্ফিয়ার রিজার্ভ
  2. অভয়ারণ্য
  3. ক্রায়োপ্রিজারভেশন
  4. ন্যাশনাল পার্ক

উত্তর – 3. ক্রায়োপ্রিজারভেশন

শুক্রাণু, ডিম্বাণু, বীজ বা উদ্ভিদ অংশ -196°C উষ্ণতায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করার পদ্ধতিটিকে বলা হয় –

  1. বায়োকনজারভেশন
  2. ক্রায়োপ্রিজারভেশন
  3. এক্স-সিটু কনজারভেশন
  4. ইন-সিটু কনজারভেশন

উত্তর – 2. ক্রায়োপ্রিজারভেশন

ক্রায়োসংরক্ষণে যে উপাদানটি ব্যবহৃত হয় –

  1. তরল অক্সিজেন
  2. তরল হাইড্রোজেন
  3. শুষ্ক বরফ
  4. তরল নাইট্রোজেন

উত্তর – 4. তরল নাইট্রোজেন

জিনব্যাংক কোনটির উদাহরণ? –

  1. এক্স-সিটু সংরক্ষণ
  2. ইন- সিটু সংরক্ষণ
  3. হটস্পট
  4. কোনোটিই নয়

উত্তর – 1. এক্স-সিটু সংরক্ষণ

যে প্রক্রিয়ায় উদ্ভিদের পরাগরেণু ও বীজ সংরক্ষণ করা যায় তার নাম –

  1. বীজ ব্যাংক
  2. জিন ব্যাংক
  3. ইন-সিটু সংরক্ষণ
  4. ক্রায়োসংরক্ষণ

উত্তর – 4. ক্রায়োসংরক্ষণ

শূন্যস্থান পূরণ করো

কোনো জীবকে তার স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা হলে তাকে ___ সংরক্ষণ বলা হয়।

উত্তর – কোনো জীবকে তার স্বাভাবিক প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করা হলে তাকে ইন-সিটু সংরক্ষণ বলা হয়।

ভারতের প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয় ___ সালে।

উত্তর – ভারতের প্রথম জাতীয় উদ্যান স্থাপিত হয় 1936 সালে।

পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম হল ___।

উত্তর – পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম হল জলদাপাড়া

জাতীয় উদ্যান একটি ___ সংরক্ষণের উদাহরণ।

উত্তর – জাতীয় উদ্যান একটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।

ভারতের সর্ববৃহৎ জাতীয় উদ্যান হল ___ জাতীয় উদ্যান।

উত্তর – ভারতের সর্ববৃহৎ জাতীয় উদ্যান হল জিম করবেট জাতীয় উদ্যান।

ভরতপুর বার্ড স্যাংচুয়ারি ___ অবস্থিত।

উত্তর – ভরতপুর বার্ড স্যাংচুয়ারি রাজস্থানে অবস্থিত।

কর্ণাটকের বন্দিপুর হল একটি ___।

উত্তর – কর্ণাটকের বন্দিপুর হল একটি জাতীয় উদ্যান

করবেট জাতীয় উদ্যানটি ___ রাজ্যে অবস্থিত।

উত্তর – করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।

বায়োস্ফিয়ার রিজার্ভ হল একপ্রকার ___ সংরক্ষণ।

উত্তর – বায়োস্ফিয়ার রিজার্ভ হল একপ্রকার ইন-সিটু সংরক্ষণ।

___ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তর – সুন্দরবন হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।

বায়োডাইভারসিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন বিজ্ঞানী ___।

উত্তর – বায়োডাইভারসিটি হটস্পট শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন বিজ্ঞানী নরম্যান মায়ার্স

MAB -এর পুরো কথাটি হল ___।

উত্তর – MAB -এর পুরো কথাটি হল ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম

চিড়িয়াখানা একপ্রকার ___ সংরক্ষণ কেন্দ্র।

উত্তর – চিড়িয়াখানা একপ্রকার এক্স-সিটু সংরক্ষণ কেন্দ্র।

আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক গার্ডেন পশ্চিমবঙ্গের ___ তে অবস্থিত।

উত্তর – আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক গার্ডেন পশ্চিমবঙ্গের হাওড়া তে অবস্থিত।

লয়েড বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের ___ জেলায় অবস্থিত।

উত্তর – লয়েড বোটানিক্যাল গার্ডেন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।

কোনো জীবজাত উপাদানকে ধীরে ধীরে বরফ স্ফটিক তৈরি না করে হিমায়িত করার পদ্ধতিকে ___ বলা হয়।

উত্তর – কোনো জীবজাত উপাদানকে ধীরে ধীরে বরফ স্ফটিক তৈরি না করে হিমায়িত করার পদ্ধতিকে ভিট্রিফিকেশন বলা হয়।

উদ্ভিদ বা প্রাণীর জার্মপ্লাজম স্বল্প তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণকে বলে ___।

উত্তর – উদ্ভিদ বা প্রাণীর জার্মপ্লাজম স্বল্প তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণকে বলে ক্রায়োপ্রিজারভেশন

নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ___ বলে।

উত্তর – নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে ক্রায়োসংরক্ষণ বলে।

সত্য/মিথ্যা নির্বাচন করো

ভারতে প্রথম জাতীয় উদ্যান হল হেইলি জাতীয় উদ্যান।

উত্তর – সত্য [সূত্র – বর্তমানে তা করবেট ন্যাশনাল পার্ক নামে খ্যাত।]

চাপড়ামারি হল পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি একটি অভয়ারণ্য।]

করবেট ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত।

উত্তর – মিথ্যা [সূত্র – উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।]

জাতীয় উদ্যান এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।]

পশ্চিমবঙ্গের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – অসমের মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।]

বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে অবস্থিত অঞ্চলকে বাফার অঞ্চল বলে।

উত্তর – মিথ্যা [সূত্র – এর কেন্দ্রীয় অংশকে কোর অঞ্চল বলে যেখানে বন্যপ্রাণীরা নির্বিঘ্নে প্রজননে সহজে লিপ্ত হতে পারে।]

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল হল একটি বয়োস্ফিয়ার রিজার্ভ।

উত্তর – সত্য [সূত্র – এই অঞ্চলে মূলত ভারতীয় বাঘ সংরক্ষিত হয়।]

চিড়িয়াখানা হল একটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ।]

ক্রায়োপ্রিজারভেশনে –196°C তাপমাত্রা ব্যবহার করা হয়।

উত্তর – সত্য [সূত্র – তরল নাইট্রোজেন ব্যবহারে এই নিম্ন তাপমাত্রা সৃষ্টি সম্ভব হয়।]

ক্রায়োপ্রিজারভেশন পদ্ধতি দ্বারা উদ্ভিদাংশ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – তা করা হয় মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি দ্বারা। ক্রায়োপ্রিজারভেশন দ্বারা প্রোপাগিউল ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়।]

ভারতের দুটি পাখিরালয়ের উদাহরণ দাও।

পাখিদের সংরক্ষিত করার জন্য বহু পাখিরালয় (bird sanctuary) নির্দিষ্ট করা হয়েছে। যেমন – ভরতপুর বার্ড স্যাংচুয়ারি (রাজস্থান), সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি (হরিয়ানা)।

কোন দুটি বিশেষ সপ্তাহ ও দিন অক্টোবর ও মে মাসে পালিত হয়?

অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ওয়াইল্ড লাইফ সপ্তাহ হিসেবে পালিত হয়। 22 মে দিনটি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে পালিত হয়।

1971 সালে UNESCO -এর রামসার কনভেনশন অনুযায়ী সুন্দরবনের রামসার সাইট নম্বর কত?

1971 সালে UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) কর্তৃক প্রচলিত রামসার কনভেনশনের নিয়ম অনুযায়ী সমস্ত গুরুত্বপূর্ণ জলাভূমিকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দেওয়ার জন্য নথিভুক্ত করা হয়ে থাকে। এই নথি থেকে পাওয়া তথ্যানুযায়ী সুন্দরবনের স্থান হল 2370।

কম উষ্ণতায় কোশ সংরক্ষণের পদ্ধতি সর্বপ্রথম কে আবিষ্কার করেন?

1949 সালে বিজ্ঞানী Ernest John Christopher Polge সর্বপ্রথম কম উষ্ণতায় কোশ সংরক্ষণের পদ্ধতি আবিস্কার করেন।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানA. সুন্দরবন
2. পশ্চিমবঙ্গের অভয়ারণ্যB. হাওড়া
3. পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চলC. চাপড়ামারি
4. পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভD. জলদাপাড়া
5. পশ্চিমবঙ্গের উদ্ভিদের এক্স-সিটু সংরক্ষণ স্থানE. বক্সা
6. পশ্চিমবঙ্গের প্রাণীদের এক্স-সিটু সংরক্ষণ স্থানF. আলিপুর চিড়িয়াখানা
G. আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক গার্ডেন

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানD. জলদাপাড়া
2. পশ্চিমবঙ্গের অভয়ারণ্যC. চাপড়ামারি
3. পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনাঞ্চলE. বক্সা
4. পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভA. সুন্দরবন
5. পশ্চিমবঙ্গের উদ্ভিদের এক্স-সিটু সংরক্ষণ স্থানG. আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক গার্ডেন
6. পশ্চিমবঙ্গের প্রাণীদের এক্স-সিটু সংরক্ষণ স্থানF. আলিপুর চিড়িয়াখানা

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. করবেট ন্যাশনাল পার্কA. মহারাষ্ট্র
2. সুন্দরবনB. তামিলনাড়ু
3. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভC. সিকিম
4. বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্যD. উত্তরাখণ্ড
5. ভাবনগর আমরেলি রিজার্ভ ফরেস্টE. পশ্চিমবঙ্গ
6. ভরতপুর বার্ড স্যাংচুয়ারিF. গুজরাট
G. রাজস্থান

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. করবেট ন্যাশনাল পার্কD. উত্তরাখণ্ড
2. সুন্দরবনE. পশ্চিমবঙ্গ
3. নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভB. তামিলনাড়ু
4. বার্সি রোডোডেনড্রন অভয়ারণ্যC. সিকিম
5. ভাবনগর আমরেলি রিজার্ভ ফরেস্টF. গুজরাট
6. ভরতপুর বার্ড স্যাংচুয়ারিG. রাজস্থান

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়োপ্রিজারভেশন, বায়োস্ফিয়ার রিজার্ভ।বায়োস্ফিয়ার রিজার্ভ। [সূত্র – বায়োস্ফিয়ার রিজার্ভ ছাড়া বাকিগুলি এক্স-সিটু সংরক্ষণের অর্ন্তগত।]
জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য।বোটানিক্যাল গার্ডেন। [সূত্র – বোটানিক্যাল গার্ডেন ছাড়া বাকিগুলি ইন-সিটু সংরক্ষণের অন্তর্গত।]
প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ, বিরাট এলাকা জুড়ে সংরক্ষণ, চিড়িয়াখানা সংরক্ষণ, সরকার নিয়ন্ত্রিত বনপরিচালন।চিড়িয়াখানা সংরক্ষণ। [সূত্র – বাকিগুলি ইন-সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য, চিড়িয়াখানা সংরক্ষণ হল একপ্রকার এক্স-সিটু সংরক্ষণ ব্যবস্থা।]
কোর অঞ্চল, জীব জননের সঠিক পরিবেশ সৃষ্টি, মানব প্রবেশ নিষিদ্ধ অঞ্চল, বোটানিক্যাল গার্ডেন।বোটানিক্যাল গার্ডেন। [সূত্র – বাকিগুলি বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় অঞ্চলের নানা বৈশিষ্ট্য।]
অভয়ারণ্য, এক্স-সিটু কনজারভেশন, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ।এক্স-সিটু কনজারভেশন। [সূত্র – বাকিগুলি ইন-সিটু সংরক্ষণ পদ্ধতি।]
ভিট্রিফিকেশন, কঠিন CO2, তরল নাইট্রোজেন, জুগার্ডেন।জুগার্ডেন। [সূত্র – বাকিগুলি ক্রায়োকনজারভেশন -এ ব্যবহৃত উপাদান ও ক্রায়োসংরক্ষণ পদ্ধতি (ভিট্রিফিকেশন)।]
জাতীয় উদ্যান, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, উদ্ভিদ উদ্যান।উদ্ভিদ উদ্যান। [সূত্র – বাকিগুলি ইন-সিটু সংরক্ষণ।]
জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ।চিড়িয়াখানা। [সূত্র – বাকিগুলি ইন-সিটু সংরক্ষণ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

কানহা : মধ্যপ্রদেশ : : করবেট : ___।

উত্তর – উত্তরাখণ্ড।

সংরক্ষিত বনাঞ্চল : ইন-সিটু সংরক্ষণ : : বোটানিক্যাল গার্ডেন : ___।

উত্তর – এক্স-সিটু সংরক্ষণ।

গির জাতীয় উদ্যান : গুজরাট : : কাজিরাঙা জাতীয় উদ্যান : ___।

উত্তর – অসম।

বক্সা : সংরক্ষিত বনাঞ্চল : : সুন্দরবন : ___।

উত্তর – বায়োস্ফিয়ার রিজার্ভ।

চিড়িয়াখানা : এক্স-সিটু সংরক্ষণ : : অভয়ারণ্য : ___।

উত্তর – ইন-সিটু সংরক্ষণ।

উদ্ভিদ : বোটানিক্যাল গার্ডেন : : বীজ ও গ্যামেট : ___।

উত্তর – ক্রায়োসংরক্ষণ।

ক্রায়োসংরক্ষণ : -196° তাপমাত্রা : : ইন-সিটু সংরক্ষণ : ___।

উত্তর – পরিবেশগত তাপমাত্রা।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
অভয়ারণ্য, ইন-সিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ।ইন-সিটু সংরক্ষণ। [সূত্র – উক্ত সবকটি ইন-সিটু সংরক্ষণের অন্তর্গত।]
জলদাপাড়া, রনথমবোর, বান্দিপুর, ন্যাশনাল পার্ক।ন্যাশনাল পার্ক। [সূত্র – উক্ত সবকটি হল ন্যাশনাল পার্ক।]
জাতীয় উদ্যান, ইন-সিটু কনজারভেশন, বায়োস্ফিয়ার রিজার্ভ, স্যাংকচুয়ারি।ইন-সিটু কনজারভেশন। [সূত্র – বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ পদ্ধতিগুলি উল্লেখ করা হয়েছে।]
কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ।বায়োস্ফিয়ার রিজার্ভ। [সূত্র – জীববৈচিত্র্যে সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভকে যে অঞ্চলগুলিতে বিভক্ত করা হয় তা উল্লেখ করা হয়েছে।]
ক্রায়োসংরক্ষণ, এক্স-সিটু সংরক্ষণ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন।এক্স-সিটু সংরক্ষণ। [সূত্র – নানা ধরনের স্বাভাবিক পরিবেশ বহির্ভূত সংরক্ষণ পদ্ধতি অর্থাৎ এক্স-সিটু সংরক্ষণ পদ্ধতি আলোচিত হয়েছে।]
ভিট্রিফিকেশন, -196°C, জার্মপ্লাজম সংরক্ষণ, ক্রায়োসংরক্ষণ।ক্রায়োসংরক্ষণ। [সূত্র – আধুনিক এক্স-সিটু পদ্ধতিটির নানা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে।]
ভ্রুণ, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ।ক্রায়োসংরক্ষণ। [সূত্র – ভ্রুণ, ভাজক কলা ও বীজের তিনটিরই ক্রায়োসংরক্ষণ করা সম্ভব।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিকে কতভাগে ভাগ করা যায় ও কী কী?

জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা –
 1. ইন-সিটু সংরক্ষণ।
2. এক্স-সিটু সংরক্ষণ।

জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম কী?

জীবগোষ্ঠীকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করার পদ্ধতির নাম ইন-সিটু সংরক্ষণ।

পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কোন্ রাজ্যে অবস্থিত?

পেরিয়ার জাতীয় উদ্যান (1982) কেরল রাজ্যে অবস্থিত।

বনমন্ত্রক 2013 -এর তথ্য অনুযায়ী, ভারতে কয়টি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত?

বনমন্ত্রক 2013 -এর তথ্য অনুযায়ী, ভারতে 102টি জাতীয় উদ্যান সরকারিভাবে স্বীকৃত।

ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম লেখো।

ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম জিম করবেট ন্যাশনাল পার্ক।

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম কী?

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম লেখো।

বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত অভয়ারণ্যের নাম বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।

পশ্চিমবঙ্গের একটি পক্ষী অভয়ারণ্যের নাম লেখো।

পশ্চিমবঙ্গের একটি পক্ষী অভয়ারণ্যের নাম চিন্তামণি কর পক্ষী অভয়ারণ্য (নরেন্দ্রপুর)।

পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো।

পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম সজনেখালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি।

গির অরণ্যের অবস্থান লেখো।

গির অরণ্যের অবস্থান গুজরাট।

ভ্যালি অফ ফ্লাওয়ার কোথাকার রিজার্ভ ফরেস্ট?

ভ্যালি অফ ফ্লাওয়ার উত্তরাখন্ড -এর রিজার্ভ ফরেস্ট।

পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো।

পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্যের নাম চাপড়ামারি।

এটি কীসের চিত্র? a, b ও c অংশের নাম ও কাজ লেখো।

বায়োস্ফিয়ার অংশসমূহের চিত্র

এটি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশসমূহের চিত্র। a = ট্রানজিশন অঞ্চল। এই অঞ্চলে বনসম্পদ পরিমিতভাবে ব্যবহার করা যায়। b = বাফার অঞ্চল। এই অঞ্চলে মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত, তবে পর্যটন, গবেষণা ইত্যাদি কাজে ব্যবহারযোগ্য। c = কোর অঞ্চল। কেন্দ্রীয় এই অঞ্চলে প্রবেশ নিষিদ্ধ, বন্যপ্রাণী এই অঞ্চলে থাকে ও প্রজনন করে থাকে।

বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চল থাকে তাকে কী বলে?

বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রে যে অঞ্চল থাকে তাকে কোর অঞ্চল বলে।

ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?

নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলটি 1986 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়)।

কোন্ ইন সিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়?

বায়োস্ফিয়ার রিজার্ভ সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদসহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ হয়।

জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে কী বলে?

জীবগোষ্ঠীকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করাকে এক্স-সিটু সংরক্ষণ বলে।

চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ?

চিড়িয়াখানায় বাঘের সংরক্ষণ হল এক্স-সিটু সংরক্ষণ।

পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম লেখো।

পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম জুলজিক্যাল গার্ডেন, আলিপুর।

পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেন -এর নাম বলো।

পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেন -এর নাম আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।

সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়?

সাধারণত -196°C তাপমাত্রায় ক্রায়োপ্রিজারভেশন করা হয়।

কোন্ প্রাণীতে ক্রায়োপ্রোটেকটান্ট পাওয়া যায়?

সুমেরু ও কুমেরু অঞ্চলের পতঙ্গ, মাছ ও উভচরে ক্রায়োপ্রোটেকটান্ট বা অ্যান্টিফ্রিজিং প্রোটিন কম্পাউন্ড পাওয়া যায়।

ক্রায়োপ্রোটেকটান্ট কীভাবে কোশে বরফ স্ফটিক তৈরি প্রতিরোধ করে?

ক্রায়োপ্রোটেকটান্ট কোশের জল অণুগুলির সঙ্গে কোশীয় উপাদানের হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে দেয় না ও স্ফটিক সৃষ্টি প্রতিরোধ করে।

ক্রায়োসংরক্ষণের মাধ্যমে কী কী সংরক্ষিত হয়?

ক্রায়োসংরক্ষণের মাধ্যমে গ্যামেট, ভ্রুণ, বীজ, পরাগরেণু ও কণা সংরক্ষিত হয়।

ক্রায়োইনজুরি কী?

অনেকসময় ক্রায়োপ্রিজারভেশন করার সময় দ্রুত জল থেকে বরফ জমার সময় কোশীয় গঠন বিনষ্ট হয়। জীববৈচিত্র্যের সংরক্ষণে JFM ও PBR -এর ভূমিকা, ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণএকে ক্রায়োইনজুরি বলে।


জীববৈচিত্র্যের সংরক্ষণে JFM ও PBR -এর ভূমিকা, ভারতের কিছু বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণ

সঠিক উত্তরটি নির্বাচন করো

JFM প্রকল্প প্রথম চালু হয় –

  1. পশ্চিমবঙ্গে
  2. হরিয়ানাতে
  3. মধ্যপ্রদেশে
  4. অসমে

উত্তর – 1. পশ্চিমবঙ্গে

JFM ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের যে জেলায়, তা হল –

  1. পশ্চিম মেদিনীপুর
  2. হাওড়া
  3. কলকাতা
  4. নদিয়া

উত্তর – 1. পশ্চিম মেদিনীপুর

JFM প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল –

  1. সুন্দরবন অরণ্যে
  2. আরাবারি অরণ্যে
  3. জলদাপাড়া অরণ্যে
  4. গোরুমারা অরণ্যে

উত্তর – 2. আরাবারি অরণ্যে

JFM -এর সূত্রপাত হয় যে সালে, তা হল –

  1. 1976
  2. 1985
  3. 1963
  4. 1971

উত্তর – 4. 1971

PBR -এর পুরো কথাটি হল –

  1. পাবলিক বায়োলজিক্যাল রেজিস্টার
  2. পিপলস্ বায়োডাইভারসিটি রেকোমেনডেশনস্
  3. পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার
  4. পিপলস্ বায়োডাইভারসিটি রেকর্ড

উত্তর – 3. পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার

যে সালে ব্যাঘ্র প্রকল্প ভারতে শুরু হয় –

  1. 1970
  2. 1971
  3. 1969
  4. 1973

উত্তর – 4. 1973

অসমের কাজিরাঙা অরণ্য যে প্রাণীর সংরক্ষণের জন্য বিশেষভাবে খ্যাত, তা হল –

  1. হরিণ
  2. হাতি
  3. একশৃঙ্খ গন্ডার
  4. সিংহ

উত্তর – 3. একশৃঙ্খ গন্ডার

গন্ডার নিম্নলিখিত কোন্ ভারতীয় রাজ্যে দেখা যায়? –

  1. ত্রিপুরা
  2. অসম
  3. উত্তরাখণ্ড
  4. অরুণাচল প্রদেশ

উত্তর – 2. অসম

গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের –

  1. সুন্দরবনে
  2. জলদাপাড়ায়
  3. বেথুয়াডহরিতে
  4. পুরুলিয়ার জঙ্গলে

উত্তর – 2. জলদাপাড়ায়

শিকারিরা গন্ডারকে হত্যা করে, মূলত তার –

  1. মাংসের জন্য
  2. দাঁতের জন্য
  3. নখের জন্য
  4. খড়গের জন্য

উত্তর – 4. খড়গের জন্য

ভারতবর্ষে সিংহ সংরক্ষিত হয় –

  1. জিম করবেট জাতীয় অরণ্যে
  2. পশ্চিমঘাটের অরণ্যে
  3. গির অরণ্যে
  4. জলদাপাড়া জাতীয় উদ্যানে

উত্তর – 3. গির অরণ্যে

IUCN ঘোষিত অতি সংকটাপন্ন বিপন্ন প্রজাতি হল –

  1. বাঘ
  2. গন্ডার
  3. ঘড়িয়াল
  4. হরিণ

উত্তর – 3. ঘড়িয়াল

টিকরপাড়া কী জন্য বিখ্যাত? –

  1. লিও প্রোজেক্ট
  2. ক্রোকোডাইল প্রোজেক্ট
  3. রেড পান্ডা প্রোজেক্ট
  4. টাইগার প্রোজেক্ট

উত্তর – 2. ক্রোকোডাইল প্রোজেক্ট

পশ্চিমবঙ্গের যে সংরক্ষিত অঞ্চলে রেড পান্ডা পাওয়া যায় –

  1. ময়ূর ঝরণা হাতি রিজার্ভ
  2. সজনেখালি অভয়ারণ্য
  3. সিঙ্গালিলা জাতীয় পার্ক
  4. কোনোটিই নয়

উত্তর – 3. সিঙ্গালিলা জাতীয় পার্ক

সিঙ্গালিলা জাতীয় পার্ক যে জেলায় অবস্থিত –

  1. কোচবিহার
  2. দক্ষিণ চব্বিশ পরগনা
  3. দার্জিলিং
  4. মালদা

উত্তর – 3. দার্জিলিং

রেড ডেটা বুক তৈরি করে যে সংস্থা, তার নাম –

  1. WWF
  2. IUCN
  3. IMF
  4. FAO

উত্তর – 2. IUCN

IUCN -এর হেডকোয়ার্টার যে দেশে অবস্থিত –

  1. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  2. প্যারিস, ফ্রান্স
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. নিউইয়র্ক, USA

উত্তর – 1. গ্ল্যান্ড, সুইজারল্যান্ড

লাল তথ্য পুস্তিকা অর্থাৎ রেড ডেটা বুক -এর তথ্যগুলি –

  1. লোহিত সাগরের ভৌত পরিবেশ-সংক্রান্ত
  2. সরকারি কাজের ফাইল-সংক্রান্ত
  3. বিপ্লবী কাজকর্ম-সংক্রান্ত
  4. বিপন্ন প্রাণী-সংক্রান্ত

উত্তর – 4. বিপন্ন প্রাণী-সংক্রান্ত

রেড ডেটা বুক তৈরি উদ্দেশ্য হল –

  1. বিপন্ন জীব শনাক্তকরণ ও তাদের সংরক্ষণ
  2. বিপন্ন জীব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি
  3. জীববৈচিত্র্য হ্রাস সম্পর্কে ওয়াকিবহাল থাকা
  4. সবকটি

উত্তর – 1. বিপন্ন জীব শনাক্তকরণ ও তাদের সংরক্ষণ

রেড ডাটা বুক প্রকাশ করে যে সংস্থা তা হল –

  1. IUCN
  2. IBWL
  3. WWF
  4. CITES

উত্তর – 1. IUCN

WWF -এর পুরো কথাটি হল –

  1. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার
  2. ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম
  3. ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিকশন
  4. ওয়ার্ল্ড ওয়েটেড ফরেস্ট

উত্তর – 1. ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার

ভারতীয় পার্লামেন্টে জীববৈচিত্র্য আইন (Biological Diversity Act) পাশ হয় –

  1. 1992 সালে
  2. 1996 সালে
  3. 2000 সালে
  4. 2002 সালে

উত্তর – 4. 2002 সালে

বন্যপ্রাণ নিরাপত্তা আইন (Wild life Protection Act) -এর সূচনা হয় –

  1. 1962 সালে
  2. 1972 সালে
  3. 1982 সালে
  4. 1992 সালে

উত্তর – 2. 1972 সালে

বন্যপ্রাণ নিরাপত্তা আইন (Wild life Protection Act) 1972, প্রথম সংশোধন করা হয় যে সালে, সেটি হল –

  1. 1981
  2. 1991
  3. 2001
  4. 2009

উত্তর – 2. 1991

ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়ে না –

  1. বন্য কুকুর, বন্য গাধা, বাইসন
  2. ইঁদুর, কাক, বাদুড়
  3. বাঘ, সিংহ, হায়েনা
  4. হরিণ, হাতি, গন্ডার

উত্তর – 2. ইঁদুর, কাক, বাদুড়

শূন্যস্থান পূরণ করো

ভারত সরকার প্রতিষ্ঠিত ___ নামক ব্যবস্থা 1971 সালে জঙ্গল পুনরুদ্ধারে সচেষ্ট হয়।

উত্তর – ভারত সরকার প্রতিষ্ঠিত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নামক ব্যবস্থা 1971 সালে জঙ্গল পুনরুদ্ধারে সচেষ্ট হয়।

পশ্চিমবঙ্গের প্রথম JFM গঠিত হয় মেদিনীপুর জেলার ___ অরণ্যে।

উত্তর – পশ্চিমবঙ্গের প্রথম JFM গঠিত হয় মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে।

পশ্চিমবঙ্গের প্রথম JFM গঠিত হয় ___ খ্রিস্টাব্দে।

উত্তর – পশ্চিমবঙ্গের প্রথম JFM গঠিত হয় 1971 খ্রিস্টাব্দে।

FPC হল ___ -এর অধীনে গঠিত একটি কমিটি।

উত্তর – FPC হল JFM -এর অধীনে গঠিত একটি কমিটি।

আবারারি অরণ্যে ___ জঙ্গল পুনরুদ্ধারে JFM চালু করা হয়।

উত্তর – আবারারি অরণ্যে শাল জঙ্গল পুনরুদ্ধারে JFM চালু করা হয়।

স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা ও ব্যবহার সম্বন্ধে ___ থেকে জানা যায়।

উত্তর – স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা ও ব্যবহার সম্বন্ধে পিপলস বায়োডাইভারসিটি রেজিস্টার থেকে জানা যায়।

___ হল একটি কিস্টোন প্রজাতি।

উত্তর – রয়‍্যাল বেঙ্গল টাইগার হল একটি কিস্টোন প্রজাতি।

ভারতে সর্বাধিক গন্ডার ___ রাজ্যে পাওয়া যায়।

উত্তর – ভারতে সর্বাধিক গন্ডার অসম রাজ্যে পাওয়া যায়।

IRV 2020 হল ___ সংরক্ষণে ভারতীয় প্রকল্প।

উত্তর – IRV 2020 হল গন্ডার সংরক্ষণে ভারতীয় প্রকল্প।

কাজিরাঙাতে সংরক্ষিত প্রাণীটি হল ___।

উত্তর – কাজিরাঙাতে সংরক্ষিত প্রাণীটি হল একশৃঙ্গ গন্ডার।

ভারতে সিংহ পাওয়া যায় গুজরাটের ___ অরণ্যে।

উত্তর – ভারতে সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে।

কুয়োয় পড়ে ও পথে গাড়ি দুর্ঘটনায় ভারতবর্ষে ___ বহু সংখ্যায় মারা যায়।

উত্তর – কুয়োয় পড়ে ও পথে গাড়ি দুর্ঘটনায় ভারতবর্ষে সিংহ বহু সংখ্যায় মারা যায়।

ওড়িশার ___ অভয়ারণ্য হল উল্লেখযোগ্য কুমির সংরক্ষণ কেন্দ্র।

উত্তর – ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য হল উল্লেখযোগ্য কুমির সংরক্ষণ কেন্দ্র।

রেড পান্ডা ___ রাজ্যের রাজ্য পশু।

উত্তর – রেড পান্ডা সিকিম রাজ্যের রাজ্য পশু।

পশ্চিমবঙ্গে ___ নামক চিড়িয়াখানায় রেড পান্ডা সংরক্ষিত হয়।

উত্তর – পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা নামক চিড়িয়াখানায় রেড পান্ডা সংরক্ষিত হয়।

রেড পান্ডার অপর নাম ___।

উত্তর – রেড পান্ডার অপর নাম ফায়ার ফক্স/লেসার পান্ডা

রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প বর্তমান ___ -এ।

উত্তর – রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প বর্তমান পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক -এ।

UNESCO -এর পুরো নাম ___।

উত্তর – UNESCO -এর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন।

MAB -এর পুরো নাম ___।

উত্তর – MAB -এর পুরো নাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম।

বর্তমানে সারা ভারতে ব্যাঘ্র প্রকল্পের মোট সংখ্যা প্রায় ___ টি।

উত্তর – বর্তমানে সারা ভারতে ব্যাঘ্র প্রকল্পের মোট সংখ্যা প্রায় 21টি।

সত্য/মিথ্যা নির্বাচন করো

JFM ধারণার সূত্রপাত হয় 1975 খ্রিস্টাব্দে।

উত্তর – মিথ্যা [সূত্র – JFM ধারণার সূত্রপাত হয় 1971 সালে।]

JFM -এর সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে।

উত্তর – মিথ্যা [সূত্র – JFM -এর সূত্রপাত হয় পশ্চিম মেদিনীপুরের আরাবারি অরণ্যে।]

ভারতবর্ষে সরকার-জনগণ বন পরিচালনার মূল সংস্থা হল JFM।

উত্তর – সত্য [সূত্র – সুষ্ঠুভাবে বন পরিচালন ও তার ব্যবহার JFM দ্বারা পরিচালিত হয়।]

সুন্দরবনে সুন্দরী গাছ লাগানোর মাধ্যমে ভারতে প্রথম JFM পরিচালন ব্যবস্থা গড়ে ওঠে।

উত্তর – মিথ্যা [সূত্র – আরাবারি অরণ্যে শালগাছ লাগানোর মাধ্যমে ভারতে প্রথম JFM পরিচালন ব্যবস্থা গড়ে ওঠে।]

PBR সংরক্ষণ ও বলবৎ করে স্থানীয় আইন।

উত্তর – মিথ্যা [সূত্র – এই কাজটি বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি (BMC) করে থাকে।]

ভারবর্ষে সিংহ সংরক্ষণ কেন্দ্র বর্তমান গুজরাটে।

উত্তর – সত্য [সূত্র – গুজরাটের গির ন্যাশনাল পার্ক -এ সিংহ সংরক্ষণ করা হয়।]

ভারতবর্ষের একটি অবলুপ্ত প্রাণী হল ভারতীয় সিংহ।

উত্তর – মিথ্যা [সূত্র – এটি IUCN লিস্টের বিপন্ন প্রাণীর অন্তর্ভুক্ত।]

পশ্চিমবঙ্গের ‘মানস’ জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।

উত্তর – মিথ্যা [সূত্র – ‘মানস’ জাতীয় উদ্যান অসমে অবস্থিত, যেখানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয়।]

কালো গন্ডার, জাভা গন্ডার ও সুমাত্রীয় গন্ডার IUCN -এর কোন বিপন্ন বিভাগে অন্তর্ভুক্ত?

পৃথিবীতে জীবিত গন্ডারের 5টি প্রজাতিই IUCN -এর বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। এর মধ্যে কালো গন্ডার, জাভা গন্ডার ও সুমাত্রীয় গন্ডার সংকটজনকভাবে বিপন্ন (CE) তালিকার অন্তর্ভুক্ত।

IUCN -এর রেড লিস্টে থাকা কিছু উল্লেখযোগ্য বিপন্ন প্রাণীর নাম কী?

IUCN -এর রেড লিস্ট-ভুক্ত পৃথিবীর কিছু উল্লেখযোগ্য বিপন্ন প্রাণী প্রজাতি হল – আফ্রিকান পেঙ্গুইন, আফ্রিকান বন্য কুকুর, নীল তিমি, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, হিমালয়ান ব্রাউন বিয়ার, পিগমি হগ, ওরাংওটাং, বোনোবো, বরফ চিতা, পার্সিয়ান লেপার্ড, জাপানি ক্রেন, লিয়ার’স ম্যাকাও, মালয়ের টাপির, গোলিয়াথ ব্যাং ইত্যাদি।

স্তম্ভ মেলাও

স্তম্ভ মেলাও – 1

বামস্তম্ভডানস্তম্ভ
1. কাঞ্চনজঙ্ঘা বায়োসফিয়ার রিজার্ভA. 1971 খ্রিস্টাব্দ
2. NTCAB. সিকিম
3. বিপন্ন প্রজাতিC. PBR
4. JFM -এর সূচনাD. বাঘ সংরক্ষণ
5. BMC নির্ধারিত নথিE. বিপন্ন প্রজাতির বিলুপ্তি
6. চোরাশিকারF. IUCN
G. 1972 খ্রিস্টাব্দ

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. কাঞ্চনজঙ্ঘা বায়োসফিয়ার রিজার্ভB. সিকিম
2. NTCAD. বাঘ সংরক্ষণ
3. বিপন্ন প্রজাতিF. IUCN
4. JFM -এর সূচনাA. 1971 খ্রিস্টাব্দ
5. BMC নির্ধারিত নথিC. PBR
6. চোরাশিকারE. বিপন্ন প্রজাতির বিলুপ্তি

স্তম্ভ মেলাও – 2

বামস্তম্ভডানস্তম্ভ
1. JFMA. কাজিরাঙা
2. বায়োডাইভারসিটি হটস্পটB. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, দার্জিলিং
3. একশৃঙ্গ গন্ডারC. নন্দনকানন জুলজিক্যাল পার্ক
4. মার্শ কুমিরD. গির অরণ্য
5. রেড ডাটা বুকE. মায়ার্স
6. রেড পান্ডাF. আরাবারি অরণ্য
G. বিপন্ন প্রজাতি তালিকা

উত্তর –

বামস্তম্ভডানস্তম্ভ
1. JFMF. আরাবারি অরণ্য
2. বায়োডাইভারসিটি হটস্পটE. মায়ার্স
3. একশৃঙ্গ গন্ডারA. কাজিরাঙা
4. মার্শ কুমিরC. নন্দনকানন জুলজিক্যাল পার্ক
5. রেড ডাটা বুকG. বিপন্ন প্রজাতি তালিকা
6. রেড পান্ডাB. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, দার্জিলিং

বিসদৃশ শব্দটি বেছে লেখো

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
FPC, EDC, VFC, PBR।PBR। [সূত্র – ফরেস্ট প্রোটেকশন কমিটি, ইকোডেভলপমেন্ট কমিটি ও ভিলেজ ফরেস্ট কমিটি হল JFM ব্যবস্থাপনার 3টি প্রধান অংশ।]
BMC, PBR, NBA, JFM।JFM। [সূত্র – বাকিগুলি PBR ও তা গঠনে সহায়ক কমিটি ও সংস্থার নাম।]
টিকরপাড়া, বান্ধবগড়, সুন্দরবন, কানহা।টিকরপাড়া। [সূত্র – এটি ওড়িশায় কুমির সংরক্ষণের অঞ্চল, বাকিগুলি বাঘ সংরক্ষণের স্থান।]
রনথমবোর ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, কাজিরাঙা ন্যাশনাল পার্ক, পবিতোরা বন্যপ্রাণী স্যাংচুয়ারি।রনথমবোর ন্যাশানাল পার্ক। [সূত্র – রনথমবোর বাঘ সংরক্ষণের জন্য সংরক্ষিত ন্যাশনাল পার্ক, বাকিগুলি অসমের একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের স্থান বিশেষ।]

নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

জীববৈচিত্র্যের নথি : PBR : : জীববৈচিত্র্য পরিচলন : ___।

উত্তর – JFM।

ভিতরকণিকা স্যাংচুয়ারি : কুমির : : সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক : ___।

উত্তর – রেড পান্ডা।

বার্সি রোডোডেনড্রন সাংচুয়ারি : রেড পান্ডা : : গির ন্যাশনাল পার্ক : ___।

উত্তর – এশীয় সিংহ।

একশৃঙ্গ গন্ডার : অসম : : এশীয় সিংহ : ___।

উত্তর – গুজরাট।

মানস ন্যাশনাল পার্ক : গন্ডার : : সুন্দরবন ন্যাশানাল পার্ক : ___।

উত্তর – ভারতীয় বাঘ।

রেডপান্ডা : : সিঙ্গালিলা : : একশৃঙ্গ গন্ডার : ___।

উত্তর – কাজিরাঙা জলদাপাড়া।

নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সে বিষয়টি খুঁজে বার করে নাম লেখো।

প্রশ্নউত্তর ও উত্তর-সূত্র
FPC, EDC, JFM, VFC।JFM। [সূত্র – বাকিগুলি JFM -এর অধীনে গঠিত বিভিন্ন কমিটিসমূহ।]
PBR, JFM, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রজেক্ট টাইগার।জীববৈচিত্র্য সংরক্ষণ। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণের নানা ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।]
সিংহ সংরক্ষণ, বিপন্ন প্রাণী সংরক্ষণ, রেড পান্ডা প্রজেক্ট, ইন্ডিয়ান রাইনো ভিশন।বিপন্ন প্রাণী সংরক্ষণ। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রে নানাপ্রকার বিপন্ন প্রাণী সংরক্ষণের প্রজেক্টগুলি উল্লেখ করা হয়েছে।]
ডাঙ্গমল, ভিতরকণিকা, ওড়িশা, রামতীর্থ।ওড়িশা। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রে ওড়িশার নানা কুমির সংরক্ষণ প্রকল্প স্থানগুলি উল্লেখ করা হয়েছে।]
স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার।PBR। [সূত্র – অপর তিনটি ক্ষেত্রে PBR -এর বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও

JFM -এর পুরো কথাটি কী?

JFM -এর পুরো কথাটি হল জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট।

JFM -এর অধীনস্থ কয়েকটি কমিটির নাম লেখো।

JFM -এর অধীনস্থ কয়েকটি কমিটির নাম ফরেস্ট প্রোটেকশন কমিটি (FPC), ইকোডেভেলপমেন্ট কমিটি (EDC), ভিলেজ ফরেস্ট কমিটি (VFC) ইত্যাদি।

JFM -এর পরিচালনকারী প্রথম ব্যক্তি কে ছিলেন?

JFM পরিচালনকারী প্রথম ব্যক্তি ছিলেন ডক্টর অজিত কুমার ব্যানার্জি, ডিভিশনাল ফরেস্ট অফিসার (DFO), মেদিনীপুর অঞ্চল।

স্থানীয় মানুষ ও সরকারের কোন্ পরিচালন ব্যবস্থা জীববৈচিত্র্য বজায় রাখতে সাফল্য পেয়েছে?

স্থানীয় মানুষ ও সরকারের JFM পরিচালন ব্যবস্থা জীববৈচিত্র্য বজায় রাখতে সাফল্য পেয়েছে।

PBR -এর সম্পূর্ণ নাম কী?

PBR -এর সম্পূর্ণ নাম পিপলস্ বায়োডাইভারসিটি রেজিস্টার।

PBR কোন্ আইন বলে পরিচালিত হয়?

PBR, বায়োলজিকাল ডাইভারসিটি অ্যাক্ট বা জৈবিক বৈচিত্র্য আইন, 2002 -এর দ্বারা পরিচালিত হয়।

কোন্ কমিটি PBR তৈরি করে?

বায়োডাইভারসিটি ম্যানেজমেন্ট কমিটি বা BMC PBR তৈরি করে।

BMC -কে PBR তৈরিতে সাহায্য করে কোন্ সংস্থা?

স্টেট বায়োডাইভারসিটি বোর্ড (SBB) এবং ন্যাশনাল বায়োডাইভারসিটি অথোরিটি (NBA), BMC -কে PBR তৈরির জন্য পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে।

ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম লেখো।

ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম Panthera tigris tigris (প্যানথেরা টাইগ্রিস টাইগ্রিস)।

ভারতীয় বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম লেখো।

ভারতীয় বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম প্রজেক্ট টাইগার।

সুন্দরবন কোন্ প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?

সুন্দরবন রয়‍্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণের জন্য বিখ্যাত।

ভারতের বাঘ সংরক্ষক অরণ্যের নাম লেখো।

ভারতের বাঘ সংরক্ষক অরণ্যের নাম সুন্দরবন।

ওড়িশার সাতকোশিয়া কোন্ বিপন্ন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত?

ওড়িশার সাতকোশিয়া ভারতীয় বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত।

পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।

পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম ভারতীয় বাঘ।

ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA -এর সম্পূর্ণ নাম কী?

ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA -এর সম্পূর্ণ নাম ন্যাশনাল টাইগার কনজোরভেশন অথোরিটি।

ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৈজ্ঞানিক নাম লেখো।

ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৈজ্ঞানিক নাম Rhinoceros unicornis (রাইনোসেরস ইউনিকর্নিস)।

ভারতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ প্রকল্পের নাম লেখো।

ভারতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ প্রকল্পের নাম ‘ইন্ডিয়ান রাইনোভিশন 2020’।

একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের একটি স্থানের নাম কী?

একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের একটি স্থানের নাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক (অসম)।

পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়?

পশ্চিমবঙ্গের গোরুমারা ন্যাশনাল পার্কে গন্ডার সংরক্ষণ করা হয়।

এশিয়ান বা এশীয় সিংহের বৈজ্ঞানিক নাম লেখো।

এশিয়ান বা এশীয় সিংহের বৈজ্ঞানিক নাম Panthera leo perisica (প্যানথেরা লিও পারসিকা)।

এশীয় সিংহ সংরক্ষণ প্রকল্পের নাম লেখো।

এশীয় সিংহ সংরক্ষণ প্রকল্পের নাম গির লায়ন প্রজেক্ট।

গির অরণ্যের অবস্থান লেখো।

গির অরণ্যের অবস্থান হল গুজরাট।

এশীয় সিংহ সংরক্ষণের একটি স্থানের নাম লেখো।

এশীয় সিংহ সংরক্ষণের একটি স্থানের নাম গির ন্যাশনাল পার্ক (গুজরাট)।

ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম লেখো।

ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম Gavialis gangeticus (গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস)।

লবণাক্ত জলের কুমিরের বৈজ্ঞানিক নাম লেখো।

লবণাক্ত জলের কুমিরের বৈজ্ঞানিক নাম Crocodilus porosus (ক্রোকোডাইলাস পোরোসাস)।

একটি কুমির প্রকল্পের উদাহরণ দাও।

একটি কুমির প্রকল্পের উদাহরণ হল ভগবতপুর কুমির প্রকল্প, পশ্চিমবঙ্গ।

ওড়িশার কোন্ অঞ্চলে কুমির প্রকল্প রয়েছে?

ওড়িশার ভিতরকণিকা অভয়ারণ্য অঞ্চলে কুমির প্রকল্প রয়েছে।

বাউলা প্রজেক্ট কী?

উড়িয়া ভাষায় বাউলা হল কুমির। কুমির সংরক্ষণে ভিতরকণিকার ডাঙ্গমল অঞ্চলের কুমির প্রকল্পকে বাউলা প্রজেক্ট বলে।

রেড পান্ডার বৈজ্ঞানিক নাম লেখো।

রেড পান্ডার বৈজ্ঞানিক নাম Ailurus fulgens (অ্যায়লিউরাস ফালজেনস)।

রেড পান্ডার প্রধান খাদ্য কী?

রেড পান্ডার প্রধান খাদ্য হল বাঁশগাছের কচি পাতা।

রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম লেখো।

রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম রেড পান্ডা কনজারভেশন প্রকল্প (2005)।

কিস্টোন প্রজাতি কী?

যেসব প্রজাতির জীবসংখ্যা কম থাকলেও কোনো বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বৃহৎভাবে নিয়ন্ত্রণ করে তাকে কিস্টোন প্রজাতি বলে, যেমন – রয়‍্যাল বেঙ্গল টাইগার হল কিস্টোন প্রজাতি।

ভারতে একটি ক্যাপটিভ ব্রিডিং স্থানের নাম লেখো।

ভারতে একটি ক্যাপটিভ ব্রিডিং স্থানের নাম ওড়িশার নন্দনকানন।

দার্জিলিং -এর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক -এ কোন্ বিপন্ন প্রাণী সংরক্ষিত হয়?

দার্জিলিং -এর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক -এ রেড পান্ডা সংরক্ষিত হয়।

পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।

পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম রেড পান্ডা।

ভারতের কোন্ রাজ্যে রেড পান্ডা দেখতে পাওয়া যায়?

সিকিম, পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল প্রদেশ রাজ্যে গুলিতে রেড পান্ডা দেখতে পাওয়া যায়।

প্রজেক্ট রেড পান্ডার অন্তর্গত পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম লেখো।

প্রজেক্ট রেড পান্ডার অন্তর্গত পশ্চিমবঙ্গের একটি চিড়িয়াখানার নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং।

সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।

সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম রেড পান্ডা।

ভারতের বিপন্ন প্রাণীর নাম লেখো।

ভারতের বিপন্ন প্রাণীর নাম ভারতীয় হাতি, বেঙ্গল টাইগার, রেড পান্ডা, এশীয় সিংহ।

জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে অগ্রণী কয়েকটি বিশ্বসংস্থার নাম লেখো।

জীববৈচিত্র্য সংরক্ষণের কাজে অগ্রণী কয়েকটি বিশ্বসংস্থার নাম IUCN, WWF, CITES, TRAFFIC এবং CI।

IUCN -এর সম্পূর্ণ নাম কী?

IUCN -এর সম্পূর্ণ নাম ইনটারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।

SBB -এর সম্পূর্ণ নাম কী?

SBB -এর সম্পূর্ণ নাম স্টেট বায়োডাইভারসিটি বোর্ড।

WWF -এর সম্পূর্ণ নাম কী?

WWF -এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (পূর্ব নাম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড)।


আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” অধ্যায়ের ‘জীববৈচিত্র্য এবং সংরক্ষণ‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির বৈশিষ্ট্য আলোচনা করো।

বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উচ্চতা, বৈশিষ্ট্য এবং এই স্তরের তাপমাত্রাগুলি ছকের সাহায্যে দেখাও।

মৌসুমি বিস্ফোরণ কী

মৌসুমি বিস্ফোরণ কী? ভারতে মৌসুমি বায়ুর ওপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করে।

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন-মাধ্যমিক ভূগোল

ভারতে শীতকাল শুষ্ক ও গ্রীষ্মকাল আর্দ্র হয় কেন?

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নবম শ্রেণি – বাংলা – আকাশে সাতটি তারা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

নবম শ্রেণি বাংলা – আকাশে সাতটি তারা – বিষয়সংক্ষেপ

নবম শ্রেণি বাংলা – খেয়া – রচনাধর্মী প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নবম শ্রেণি বাংলা – খেয়া – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর