এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 6 English – I Will Go With My Father A-Ploughing – Question And Answer

আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায় ‘I Will Go With My Father A-Ploughing’ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে।

Table of Contents

Class 6 English – I Will Go With My Father A-Ploughing – Question And Answer

Choose the correct answer from the alternatives and fill in the blanks [বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বাছো ও শূন্যস্থান পূরণ করো]

The child will go with his father to the _____ for ploughing. (field/sea/hills) 

Ans – The child will go with his father to the field for ploughing. [শিশুটি তার বাবার সঙ্গে মাঠে যাবে চাষ করতে।]

The child will sing to the horses along with the _____. (lark/wren/gull) 

Ans – The child will sing to the horses along with the lark. [শিশুটি ঘোড়াদের জন্য গান গাইবে লার্ক পাখির সঙ্গে।]

The father sings the seed-song while _____. (reaping/sowing/harvesting)

Ans – The father sings the seed-song while sowing. [বাবা বীজবপনের গান গায় বীজ বোনার সময়।]

Reaping will be done by the father when the field is _____. (red/brown/green)

Ans – Reaping will be done by the father when the field is brown. [বাবা ফসল কাটার কাজ করবে যখন মাঠের রং হবে বাদামি।] 

Complete the following sentences with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো]

_____ will come flocking after the child.

Ans – The rooks, the crows and the seagulls will come flocking after the child. [রুক, কাক এবং শঙ্খচিল দলবেঁধে শিশুটির পিছু পিছু আসবে।]

The plough-song will _____.

Ans – The plough-song will be sung by the child’s father. [মাটি চষার গান গাইবে শিশুটির বাবা।]

The child will go _____ for sowing.

Ans – The child will go with his father to the red field for sowing. [শিশুটি তার বাবার সঙ্গে লাল মাটিতে বীজবপন করতে যাবে।]

The reapers are weary because _____.

Ans – The reapers are weary because of the heat of the sun. [সূর্যের উত্তাপের কারণে ফসলকাটিয়েরা ক্লান্ত।]

The poet will sing to the patient horses with _____.

Ans – The poet will sing to the patient horses with the lark in the while of the air. [কবি বাতাসের মাঝে লার্ক পাখির সাথে ধৈর্যশীল ঘোড়াগুলিকে গান শোনাবে।]

While sowing the _____ will come flocking after the poet.

Ans – While sowing the merls and the robins and the thrushes will come flocking after the poet. [বীজ বপন করার সময়ে মার্ল পাখি ও রবিন পাখি এবং থ্রাশ পাখির ঝাঁক কবির পিছু পিছু দলবেঁধে আসবে।]

Reaping will be done by the father when the field is _____.

Ans – Reaping will be done by the father when the field is brown. [বাবা ফসল কাটবেন যখন মাঠের রং হবে বাদামি।]

His father will sing _____.

Ans – His father will sing the scythe song. [তার বাবা গাইবেন কাস্তের গান।]

When he will come the geese and _____.

Ans – When he will come the geese and the pigeons and the sparrows will come flocking after him. [যখন সে আসবে হাঁসের পাল ও পায়রা এবং চড়ুইপাখিরা তার পিছু পিছু দলবেঁধে আসবে।]

An instrument for reaping is _____.

Ans – An instrument for reaping is the scythe. [ফসল কাটার একটি যন্ত্র হল কাস্তে।]

Fill in the chart with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো]

Names of birdsActions
flocking
singing

Ans –

Names of birdsActions
rooks, crows, seagulls, merls, robins, thrushes, geese, pigeons, sparrows [রুক, কাক, শঙ্খচিল, মার্ল পাখি, রবিন পাখি, থ্রাশ পাখি, হাঁস, পায়রা, চড়ুইপাখি]flocking [দলবেঁধে আসা]
lark, finch, wren [লার্ক, ফিঞ্চ, রেন] singing [গান গাওয়া]

Read the poem again and state, whether the following statements are true or false. Give sentences from the poem in support of your answer [কবিতাটি আবার পড়ো এবং নীচের বিবৃতিগুলি ঠিক না ভুল তা বলো। তোমার উত্তরের সপক্ষে কবিতা থেকে বাক্য উদ্ধৃত করো]

The speaker of the poem is determined to go to the field with his father. [কবিতায় বক্তা তার বাবার সঙ্গে মাঠে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।]

Ans – True

Supporting statement – I will go with my father a-ploughing.

The rooks and the crows and the seagulls will sing songs of a-ploughing. [রুক ও কাক ও শঙ্খচিল মাটি চষার সময় গান গেয়ে শোনাবে।]

Ans – False

Supporting statement – And the rooks and the crows and the seagulls/Will come flocking after me.

The poem comes to an end with harvesting. [কবিতাটি ফসল কাটা দিয়ে শেষ হয়।]

Ans – True

Supporting statement – That joys for the harvest done.

Find the synonyms of the following words or expressions from the poem [নীচের শব্দ-গুলির বা শব্দগুচ্ছগুলির সমার্থক শব্দ কবিতা থেকে বের করো]

gathering in a group

Ans – flocking [দলবেঁধে জড়ো হওয়া বা আসা]

not foolish

Ans – wise [জ্ঞানী]

persons who plant seeds

Ans – sowers [বীজবপনকারী]

thing used to reap corn

Ans – scythe [কাস্তে]

Match the following words in column A with their opposites in column B [A স্তম্ভের শব্দগুলিকে B স্তম্ভে বিপরীত শব্দের সঙ্গে মেলাও]

AB
patientsorrows
wisefast
slowimpatient
joysunwise

Ans –

AB
patient [ধৈর্যশীল]impatient [অধৈর্য]
wise [জ্ঞানী]unwise [বোকা]
slow [ধীর]fast [দ্রুত]
joys [আনন্দ]sorrows [দুঃখ]

Answer the following question [নীচের প্রশ্নটির উত্তর দাও]

Why will the father and the child sing while ploughing, sowing and reaping? [কেন শিশুর বাবা এবং শিশুটি মাটি চষা, বীজবপন করা এবং ফসল কাটার সময়ে গান গাইবে?]

The father and the child will sing while ploughing, sowing and reaping because all those are related to the joy of harvesting. [শিশুর বাবা এবং শিশুটি মাটি চষা, বীজবপন করা এবং ফসল কাটার সময়ে গান গাইবে কারণ ওই সমস্তকিছু ফসল তোলার আনন্দের সঙ্গে সম্পর্কিত।]

What are the three stages of farming? [চাষ করার তিনটি ধাপ কী?]

The three stages of farming are ploughing, sowing and reaping. [চাষ করার তিনটি ধাপ হল মাটি চষা, বীজবপন করা এবং ফসল কাটা।]

What are the different colours of the field at different stages of farming? [চাষ করার বিভিন্ন ধাপে জমির বিভিন্ন রংগুলি কী কী?]

The different colours of the field at different stages of farming are red, green and brown. [চাষ করার বিভিন্ন ধাপে জমির বিভিন্ন রংগুলি হল লাল, সবুজ এবং বাদামি।]

What song do the wise men know? [জ্ঞানী মানুষেরা কী গান জানেন?]

The wise men know the seed-song. [জ্ঞানী মানুষেরা জানেন বীজবপনের গান।]

At what stage of farming is the scythe required? [চাষ করার কোন্ পর্যায়ে কাস্তের প্রয়োজন হয়?]

The scythe is required at the stage of harvesting. [কাস্তের প্রয়োজন হয় ফসল কাটার ও তোলার পর্যায়ে।]


আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণির ইংরেজির নবম অধ্যায় ‘I Will Go With My Father A-Ploughing’ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই আর্টিকেলটি আপনার পড়াশোনায় সহায়ক হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো বিষয়ে সাহায্য চান, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন; আমি সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবো। পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন