এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 6 English – The Shop That Never Was – Question And Answer

আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় “The Shop That Never Was” এর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন ও উত্তরগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে।

Table of Contents

Class 6 English – The Shop That Never Was

Choose the correct alternative [সঠিক বিকল্পটি বেছে নাও]

Gip had _ parcels in his arm. [জিপের হাতে ছিল _ প্যাকেট।]

A. two [2টি]
B. three [3টি]
C. four [4টি]
D. five [5টি]

Ans: C. four [4টি]

When the narrator jumped at the shopman, he fell into _ . [যখন কথক দোকানদারের ওপর ঝাঁপিয়ে পড়লেন তখন তিনি পড়লেন _]

A. darkness [চরম অন্ধকারে]
B. Butter brightness [প্রবল উজ্জ্বলতায়]
C. a big drum [একটা বড়ো ড্রামে]
D. a small river [একটা ছোটো নদীতে]

Ans: A. darkness [চরম অন্ধকারে]

The narrator went up and down Regent Street since then to look for the shop because _ . [কথক তখন থেকে রিজেন্ট স্ট্রিটে যাতায়াত করতেন দোকানটার খোঁজে কারণ _]

A. he was enchanted by the shop [তিনি দোকানটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন]
B. his son asked him to do that [তাঁর ছেলে তাঁকে সেটা করতে বলেছিল]
C. he wanted to buy a glass ball [তিনি একটা কাচের বল কিনতে চেয়েছিলেন]
D. he had not paid for the items [তিনি জিনিসগুলোর দাম মেটাননি]

Ans: D. he had not paid for the items [তিনি জিনিসগুলোর দাম মেটাননি]

Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes [নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং প্রদত্ত বাক্সে সঠিক সংখ্যাটি লেখো]

(i) Gip dragged his father to the magic shop. [জিপ তার বাবাকে টানতে টানতে জাদুর দোকানে নিয়ে গেল।]

(ii) It was a small shop, not so well-lit. [এটি ছিল একটি ছোটো দোকান, যথেষ্ট আলোকিত ছিল না।]

(iii) There were different kinds of magic mirrors in the shop. [দোকানে বিভিন্ন ধরনের জাদু আয়না ছিল।]

(iv) The shopman brought out a glass ball from his hair. [দোকানদার তার চুলের মধ্যে থেকে একটি কাচের বল বের করেছিলেন।]

(v) Gip and his father were surprised. [জিপ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল।]

(vi) Gip wanted to take the glass ball. [জিপ কাচের বলটি নিতে চেয়েছিল।]

Ans –

(i) Gip dragged his father to the magic shop. [জিপ তার বাবাকে টানতে টানতে জাদুর দোকানে নিয়ে গেল।]

(ii) It was a small shop, not so well-lit. [এটি ছিল একটি ছোটো দোকান, যথেষ্ট আলোকিত ছিল না।]

(iii) There were different kinds of magic mirrors in the shop. [দোকানে বিভিন্ন ধরনের জাদু আয়না ছিল।]

(iv) The shopman brought out a glass ball from his hair. [দোকানদার তার চুলের মধ্যে থেকে একটি কাচের বল বের করেছিলেন।]

(v) Gip and his father were surprised. [জিপ এবং তার বাবা অবাক হয়ে গিয়েছিল।]

(vi) Gip wanted to take the glass ball. [জিপ কাচের বলটি নিতে চেয়েছিল।]

Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes [নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং প্রদত্ত বাক্সে সঠিক সংখ্যাটি লেখো]

He asked if they wanted to see the showroom. [তিনি জিজ্ঞাসা করলেন, তাঁরা প্রদর্শনশালাটি দেখতে চান কি না।]

Gip found the magic box in his pocket. [জিপ দেখল যে জাদুর বাক্সটি তার পকেটে।]

The shopman went behind the counter. [দোকানদার কাউন্টারের পেছনে চলে গেলেন।]

He appeared again from the dark corner of the room. [তিনি আবার হাজির হলেন ঘরের অন্ধকার কোণ থেকে।]

Gip was astonished finding a magic sword there. [জিপ সেখানে একটি জাদুর তরবারি দেখে হতবাক হয়ে গেল।]

The shopman took them to the showroom. [দোকানদার তাঁদেরকে প্রদর্শনশালায় নিয়ে গেলেন।]

Ans –

(i) He appeared again from the dark corner of the room. [তিনি আবার হাজির হলেন ঘরের অন্ধকার কোণ থেকে।]

(ii) He asked if they wanted to see the showroom. [তিনি জিজ্ঞাসা করলেন, তাঁরা প্রদর্শনশালাটি দেখতে চান কি না।]

(iii) Gip found the magic box in his pocket. [জিপ দেখল যে জাদুর বাক্সটি তার পকেটে।]

(iv) The shopman went behind the counter. [দোকানদার কাউন্টারের পেছনে চলে গেলেন।]

(v) The shopman took them to the showroom. [দোকানদার তাঁদেরকে প্রদর্শনশালায় নিয়ে গেলেন।]

(vi) Gip was astonished finding a magic sword there. [জিপ সেখানে একটি জাদুর তরবারি দেখে হতবাক হয়ে গেল।]

Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes [নীচের বাক্যগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং প্রদত্ত বাক্সে সঠিক সংখ্যাটি লেখো]

The shopman was holding a big drum in his hand. [দোকানদার তাঁর হাতে একটি বড়ো ড্রাম ধরেছিলেন।]

The narrator thought that it would frighten the boy. [কথক ভাবলেন যে এটি ছেলেটিকে ভয় পাইয়ে দেবে।]

The boy was standing on a stool. [ছেলেটি একটি টুলের ওপর দাঁড়িয়ে ছিল।]

He cried loudly. [ছেলেটি জোরে চিৎকার করে উঠলো।]

The shopman put the drum over the boy. [দোকানদার ছেলেটির ওপর ড্রামটি ঢাকা দিয়ে দিলেন।]

Ans –

(i) The narrator thought that it would frighten the boy. [কথক ভাবলেন যে এটি ছেলেটিকে ভয় পাইয়ে দেবে।]

(ii) He cried loudly. [ছেলেটি জোরে চিৎকার করে উঠলো।]

(iii) The shopman was holding a big drum in his hand. [দোকানদার তাঁর হাতে একটি বড়ো ড্রাম ধরেছিলেন।]

(iv) The shopman put the drum over the boy. [দোকানদার ছেলেটির ওপর ড্রামটি ঢাকা দিয়ে দিলেন।]

(v) The boy was standing on a stool. [ছেলেটি একটি টুলের ওপর দাঁড়িয়ে ছিল।]

Fill in the blanks using words from the Help Box [সাহায্যকারী বাক্স থেকে শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো]

Help Box – scratched, keen, unexpected, tricks, crystal

Gip was _ to enter the magic shop. The shop had many _ balls. Gip’s father wanted to buy some _ for his son. The shopman performed an _ action.

Ans – Gip was keen to enter the magic shop. The shop had many crystal balls. Gip’s father wanted to buy some tricks for his son. The shopman performed an unexpected action.
[জিপ জাদুর দোকানে ঢোকার জন্য উৎসাহী ছিল। দোকানে অনেক স্ফটিক বল ছিল। জিপের বাবা ছেলের জন্য কিছু কৌশল কিনতে চেয়েছিলেন। দোকানদার এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালেন।]

Fill in the blanks with appropriate words from the Help Box [সাহায্যকারী বাক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো]

Help Box – uneasy, interior, frighten, genuine, prevent

Before buying something, judge whether it is _ or not. [কোনোকিছু কেনার আগে বিচার করো এটি _ কি না।]

Ansgenuine (আসল)

The appearance of the man will _ little boys. [লোকটির আগমন ছোটো ছোটো ছেলেদের _ পাইয়ে দেবে।]

Ansfrighten (ভয়)

Nothing could _ the disaster. [কোনোকিছুই বিপর্যয়কে _ পারল না।]

Ansprevent (আটকাতে)

The _ of the room was really gorgeous [ঘরের _ ছিল প্রকৃতপক্ষেই জাঁকজমকপূর্ণ।]

Ansinterior (ভিতরটা)

State whether the following sentences are true or false. Give sentence from the passage in support of your answer. [নীচের বাক্যগুলি ঠিক না ভুল তা বলো। তোমার উত্তরের সপক্ষে পাঠ্যাংশ থেকে বাক্য উদ্ধৃত করো]

The magic shop was very well lit. [জাদুর দোকানটি খুব ভালোভাবে আলোকিত ছিল।]

Ans – False
Supporting sentence – It was a little narrow shop, not very well lit.

More than one mirror was there on the floor of the magic shop. [জাদু দোকানের মেঝেতে একের বেশি আয়না ছিল।]

Ans – True
Supporting sentence – On the floor, there were magic mirror.

Looking at the mirror, the shopman was laughing [আয়নার দিকে তাকিয়ে দোকানদার হাসছিলেন।]

Ans – False
Supporting sentence – While we were laughing at all these, the shopman appeared.

The shopman took out the glass ball from the shelf. [দোকানদার তাক থেকে কাচের বলটি বের করেছিলেন।]

Ans – False
Supporting sentence – Then he drew from his hair a glass ball.

Gip was the narrator’s nephew. [জিপ কথকের ভাইপো ছিল।]

Ans – False
Supporting sentence – One day, my son, Gip dragged me up to the shop.

The narrator had great interest to visit the magic shop. [কথক জাদু দোকানটিতে যাওয়ার জন্য খুব আগ্রহী ছিলেন।]

Ans – False
Supporting sentence – … never had I thought of going in.

The narrator wanted to buy something for himself. [কথক নিজের জন্য কিছু কিনতে চেয়েছিলেন।]

Ans – False
Supporting sentence – I want to buy my little boy a few simple tricks, I said.

The shopman offered the glass ball in an extraordinary manner. [দোকানদার কাচের বলটি অসাধারণভাবে দিলেন।]

Ans – True
Supporting sentence – Then he drew from his hair a glass ball and said, “Something like this?” and held it out.

The shopman drew out a business card from his hair. [দোকানদার তাঁর চুল থেকে বিজনেস কার্ড বের করলেন।]

Ans – False
Supporting statement – He drew a business card from his cheek and handed it to me.

Gip found the magic box in his pocket. [জিপ তার পকেটে জাদুবাক্সটি খুঁজে পেল।]

Ans – True
Supporting statement – Gip discovered the box with surprise.

The toy sword was a magic item [খেলনা তরবারিটি ছিল একটি জাদু দ্রব্য।]

Ans – True
Supporting statement – A Magic Toy Sword…

The narrator found his full name on the magic box. [বক্তা জাদুবাক্সে তার পুরো নাম দেখতে পেলেন।]

Ans – False
Supporting statement – And there it was, in brown paper, tied up and with Gip’s full name and address on the paper.

Entering the showroom, the narrator was pleased. [প্রদর্শনশালায় ঢুকে কথক সন্তুষ্ট হয়েছিলেন।]

Ans – False
Supporting sentence – I felt very uneasy and began to look for the way out.

The narrator saw Gip standing on a table. [বক্তা দেখলেন যে জিপ একটি টেবিলের ওপর দাঁড়িয়ে আছে।]

Ans – False
Supporting sentence – Turning to Gip, I saw him standing on a stool.

Gip was playing hide and seek with the shopman. [জিপ দোকানদারের সঙ্গে লুকোচুরি খেলছিল।

Ans – True
Supporting sentence – “We’re playing hide and seek, daddy!” cried Gip.

The narrator prevented the shopman from putting the big drum over Gip. [কথক দোকানদারকে আটকেছিলেন যাতে তিনি বড়ো ড্রামটি দিয়ে জিপকে চাপা দিতে না পারেন।]

Ans – False
Supporting sentence – And before I could prevent him, the shopman had put the big drum over him.

The narrator cried in fear when the shopman put the big drum over Gip. [যখন দোকানদার বড়ো ড্রামটি জিপের ওপর চাপা দিলেন, কথক ভয়ে চিৎকার করে উঠলেন।]

Ans – True
Supporting sentence – “Take that off,” I cried, “this instant.”

Choose the correct answer from the alternatives given [প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো]

The shopman (nodded / scratched / shook) his head for a moment. [দোকানদার কিছুক্ষণের জন্য তাঁর মাথা (নাড়ালেন/চুলকালেন/ঝাঁকালেন)।]

Ans – scratched

The magic mirrors shown in the shop were (traditional / common / uncommon). [দোকানের জাদু আয়নাগুলি ছিল (গতানুগতিক/সাধারণ/অসাধারণ)।]

Ans – uncommon

All the things happening in the shop were (unexpected / ordinary / matter of anger) for the narrator. [দোকানে ঘটা প্রত্যেকটি ঘটনাই ছিল কথকের কাছে (অপ্রত্যাশিত/সাধারণ/ক্রোধের কারণ)।]

Ans – unexpected

The shop was small and (beautiful / wide / narrow). [দোকানটি ছিল ছোটো ও (সুন্দর/চওড়া/সংকীর্ণ)।]

Ans – narrow

Gip became (sad / morose / surprised) finding the magic box in his pocket. [জিপ তার পকেটের মধ্যে জাদুবাক্সটি খুঁজে পেয়ে (দুঃখী/বিষন্ন/হতবাক) হয়েছিল।]

Ans – surprised

The narrator thought the shopman was (making fun of / playing tricks on / making preparations for) them. [বক্তা ভেবেছিলেন যে দোকানদার তাঁদেরকে নিয়ে (মজা করছেন/চালাকি করছেন/প্রস্তুতি নিচ্ছেন)।]

Ans – making fun of

The shopman appeared from the (lighted / dark / narrow) corner of the shop. [দোকানদার হাজির হলেন দোকানের (আলোকিত/অন্ধকার/সংকীর্ণ) কোণ থেকে।]

Ans – dark

Fill in the chart with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে ছকটি পূরণ করো]

CauseEffect
The narrator and his son saw the magic mirrors.
The shopman scratched his head for a moment, as if thinking.
The narrator and Gip were laughing.

Ans –

CauseEffect
The narrator and his son saw the magic mirrors.[কথক ও তাঁর ছেলে জাদু আয়না দেখেছিলেন।] They were laughing. [তাঁরা হাসছিলেন।]
The narrator told the shopman that he wanted to buy his little boy a few simple tricks. [কথক দোকানদারকে বললেন যে তিনি তাঁর ছোটো ছেলেকে কিছু সাধারণ জাদুসামগ্রী কিনে দিতে চান।]The shopman scratched his head for a moment, as if thinking. [দোকানদার কয়েক মুহূর্ত এমনভাবে মাথা চুলকালেন যেন তিনি ভাবছেন।]
The narrator and Gip were laughing. [কথক ও জিপ হাসছিলেন।]The shopman appeared and wanted to know how he could help them. [দোকানদার হাজির হয়ে জানতে চাইলেন কীভাবে তিনি তাঁদেরকে সাহায্য করতে পারেন।]
CauseEffect
The narrator got a feeling of distrust.
One said a magic word
The shopman waved the box in the air.

Ans –

CauseEffect
Gip was holding the shopkeeper’s finger. [জিপ দোকানদারের আঙুল ধরে ছিল।]The narrator got a feeling of distrust. [বক্তার অবিশ্বাসের অনুভূতি হল।]
One said a magic word. [কেউ একজন জাদু শব্দ উচ্চারণ করল।]The soldiers in the box became alive. [বাক্সের সৈনিকেরা সব জীবন্ত হয়ে উঠল।
The shopman waved the box in the air. [দোকানদার শূন্যে বাক্সটিকে নাড়ালেন।]The box became tied up in brown paper and with Gip’s full name and address on the paper. [বাক্সটি বাদামি কাগজের মোড়কে বাঁধা হয়ে গেল এবং কাগজের ওপরে জিপ এর পুরো নাম ও ঠিকানা লেখা ছিল।]
CauseEffect
The narrator thought that his son would be frightened.
Gip’s father jumped at the shopman.
The narrator called for a cab.
Gip’s father went up and down Regent Street looking for the magic shop.

Ans –

CauseEffect
The narrator thought that his son would be frightened. [কথক ভেবেছিলেন যে তাঁর ছেলে ভয় পেয়ে যাবে।]He cried to the magician to take that drum off that instant. [তিনি চিৎকার করে জাদুকরকে সেই মুহূর্তে বড়ো পাত্রটি তুলে নিতে বললেন।]
Gip’s father jumped at the shopman. [জিপের বাবা দোকানদারের ওপর ঝাঁপিয়ে পড়ল।]He fell into utter darkness. [সে চরম অন্ধকারে গিয়ে পড়ল।]
The narrator was puzzled finding no magic shop anywhere. [কোথাও কোনো জাদু দোকান না দেখতে পেয়ে কথক হতভম্ব হয়েছিলেন।]The narrator called for a cab. [কথক একটি ট্যাক্সি ডাকলেন।]
Gip’s father had not paid for the magic items. [জিপের বাবা জাদুদ্রব্যগুলির দাম মেটাননি।]Gip’s father went up and down Regent Street looking for the magic shop. [জিপের বাবা ওই জাদু দোকানের খোঁজে রিজেন্ট স্ট্রিট ধরে এদিক-ওদিক করতে লাগলেন।]

Complete the following sentences with information from the text [পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি সম্পূর্ণ করো]

The first magic shown by the shopman was_

Ans – The first magic shown by the shopman was drawing out a glass ball from his hair. [প্রথম যে জাদু দোকানদার দেখান সেটা হল তাঁর মাথার চুল থেকে কাচের বল টেনে বের করা।]

The narrator was forced to go in the magic shop because_

Ans – The narrator was forced to go in the magic shop because his son Gip dragged him up to the shop. [কথক জাদু দোকানে যেতে বাধ্য হয়েছিলেন কারণ তাঁর ছেলে জিপ তাঁকে দোকানে টেনে নিয়ে গিয়েছিল।]

Magic mirrors make one appear_

Ans – Magic mirrors make one appear long and thin or short and fat. [জাদু আয়নায় একজন ব্যক্তিকে রোগা আর লম্বা কিংবা বেঁটে আর মোটা দেখায়।]

A box of soldiers came alive when_

Ans – A box of soldiers came alive when a magic word was uttered. [এক বাক্স সৈনিক জীবন্ত হয়ে উঠল যখন একটা জাদু শব্দ উচ্চারিত হল।]

The shopman went behind the counter and_

Ans – The shopman went behind the counter and was absent for a while. [দোকানদার কাউন্টারের পেছনে গেলেন এবং কিছুক্ষণের জন্য উধাও হলেন।]

The box came down wrapped_

Ans – The box came down wrapped in brown paper. [বাক্সটা এল ব্রাউন পেপারে মোড়া অবস্থায়।]

The narrator found that the drum was empty and_

Ans – The narrator found that the drum was empty and his son had disappeared. [কথক দেখলেন যে ড্রামটা ফাঁকা আর তাঁর ছেলে উধাও হয়ে গিয়েছে।]

The shopman held the big drum towards the narrator because_

Ans – The shopman held the big drum towards the narrator because he wanted to show its emptiness. [দোকানদার বড়ো ড্রামটা কথকের কাছে ধরেছিলেন কারণ তিনি তাঁকে এটা যে ফাঁকা তা দেখাতে চেয়েছিলেন।]

Gip considered the shop_

Ans – Gip considered the shop to be a proper magic shop. [জিপের মনে হয়েছিল যে দোকানটা সত্যিকার জাদুর দোকান।]

Answer the following questions [নীচের প্রশ্নগুলির উত্তর দাও]

Why did Gip find the shopman’s palm blank?

Gip found the shopman’s palm blank. There was no glass ball in it. It was a magic trick of the shopman. [জিপ দেখেছিল দোকানদারের হাতের তালু ফাঁকা। সেটায় কোনো কাচের বল ছিল না। এটি ছিল দোকানদারের এক জাদু কৌশল।]

Was the narrator himself interested in the magic shop?

Primarily the narrator was not so interested in the magic shop. His son dragged him to the shop. [প্রাথমিকভাবে কথক জাদুর দোকানের প্রতি ততটা আকৃষ্ট ছিলেন না। তাঁর ছেলে তাঁকে দোকানে টেনে নিয়ে যায়।]

How many crystal balls were there on the shop counter?

On the shop counter there were several crystal balls. [দোকানের কাউন্টারে বেশ কয়েকটা স্ফটিকের বল ছিল।]

Where were the magic mirrors? [জাদু আয়নাগুলো কোথায় ছিল?]

The magic mirrors were on the floor of the shop. [জাদু আয়নাগুলো দোকানের মেঝেতে ছিল।]

What was the effect of the magic mirrors on the narrator and his son?

The peculiarities of the magic mirrors made them laugh. [জাদু আয়নাগুলোর অদ্ভুত ধরন তাঁদেরকে হাসিয়ে দিয়েছিল।]

Why was Gip surprised? [জিপ কেন অবাক হয়ে গিয়েছিল?]

Gip was surprised because he discovered that the magic box was in his pocket. [জিপ অবাক হয়ে গিয়েছিল কারণ সে দেখল যে জাদুবাক্সটি তার পকেটে রয়েছে।]

Why did the narrator fail to find out the cost of the magic items? [কেন কথক জাদুদ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিলেন?]

The narrator failed to find out the cost of the magic items because the shopman paid no attention to his enquiry. [কথক জাদুদ্রব্যগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিলেন কারণ তাঁর জিজ্ঞাসায় দোকানদার কান দেননি।]

What items did the shopman show to Gip? [দোকানদার জিপকে কোন্ কোন্ দ্রব্য দেখিয়েছিলেন?]

The shopman showed Gip a magic box, a magic sword, magic trains, a clockwork and a box of soldiers. [দোকানদার জিপকে দেখিয়েছিলেন একটি জাদুবাক্স, একটি জাদু তরবারি, জাদু-ট্রেন, ঘড়ির কাজ এবং এক বাক্স সৈনিক।]

What was the cause of the narrator’s amazement? [বক্তার অবাক হওয়ার কারণ কী ছিল?]

The narrator was amazed because the soldier’s box was tied up in brown paper and had Gip’s full name and address on it. [কথক অবাক হয়েছিলেন কারণ সৈনিকদের বাক্সটি একটি ব্রাউন পেপারে বাঁধা ছিল এবং তার ওপরে জিপের নাম ও ঠিকানা লেখা ছিল।]

What was the uniqueness of the magic sword? [জাদু তরবারিটির বিশেষত্ব কী ছিল?]

The uniqueness of the magic sword was that it neither bended, broke, nor cut the fingers. [জাদু তরবারিটির বিশেষত্ব ছিল যে এটি বেঁকে যেত না, ভাঙত না কিংবা আঙুলও কাটত না।]

When did the shopman pay no attention to the narrator? [দোকানদার কখন কথকের কথায় কান দেননি?]

When the narrator tried to find out the cost of the magic items from the shopman, he paid no attention to the narrator. [কথক যখন দোকানদারের থেকে জাদুদ্রব্যগুলির দাম জানতে চেষ্টা করছিলেন, তখন তিনি কথকের কথায় কান দেননি।]

What did the shopman do with the drum? [বড়ো পাত্রটিকে নিয়ে দোকানদার কী করলেন?]

Taking the drum, the shopman put it over Gip to cover him. [বড়ো পাত্রটি নিয়ে দোকানদার সেটি জিপের ওপর চাপিয়ে ঢাকা দিয়ে দিলেন।]

Why did the narrator think that his son would be frightened? [কেন কথক ভাবলেন যে তাঁর ছেলে ভয় পেয়ে যাবে?]

As the shopman put the big drum over Gip, the narrator thought that his son would be frightened. [যখন দোকানদার বড়ো পাত্রটিকে জিপের ওপর ঢাকা দিয়ে দিলেন তখন কথক ভাবলেন যে তাঁর ছেলে ভয় পেয়ে যাবে।]

Where did the narrator again find his son? [কথক তাঁর ছেলেকে আবার কোথায় দেখতে পেলেন?]

The narrator again found his son in Regent Street, a yard away from him. [কথক তাঁর ছেলেকে আবার রিজেন্ট স্ট্রিটে, তাঁর থেকে এক গজ দূরে দেখতে পেলেন।]

What was the mental state of the narrator? [কথকের মানসিক অবস্থা কেমন ছিল?]

The mental state of the narrator was of total puzzlement. [কথকের মানসিক অবস্থা ছিল সম্পূর্ণ বিস্ময়বিমূঢ়।]

What was the shopman holding? [দোকানদারটি কী ধরেছিলেন?]

The shopman was holding a drum to cover Gip. [দোকানদারটি একটা ড্রাম ধরেছিলেন জিপকে ঢাকার জন্য।]

Class 6 English All Chapters Solutions

1. It All Began With Drip-Drip➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
2. The Adventurous Clown ➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
3. The Rainbow➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
4. The Shop That Never Was➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
5. Land Of The Pharaohs➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
6. How The Little Kite Learned To Fly➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
7. The Magic Fish Bone➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
8. Goodbye The Moon➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
9. I Will Go With My Father A-Ploughing➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
10. Smart Ice Cream➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
11. The Blind Boy➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer
12. Rip Van Winkle➼ ইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
➼ Question and Answer

আজকের আর্টিকেলে আমরা ষষ্ঠ শ্রেণির ইংরেজি চতুর্থ অধ্যায় “The Shop That Never Was” এর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে বিশদ আলোচনা করেছি, যা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক হবে। এই প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় আসে, তাই সেগুলো মনোযোগ সহকারে অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য উপকারী হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া, আপনার বন্ধুদের সাথেও এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন