এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 7 Bengali Question First Unit Test Suggestion 2025 WBBSE

এই আর্টিকেলে WBBSE (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট 2025 -এর সম্পূর্ণ সাজেশন আলোচনা করবো। 2025 সালের সর্বশেষ সিলেবাস ও মার্কিং স্কিম অনুযায়ী তৈরি এই গাইড আপনাকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে। নির্ভুল প্রস্তুতির জন্য এখনই পড়া শুরু করুন।

Class 7 Bengali Question First Unit Test Suggestion 2025 WBBSE

সঠিক উত্তরটি নির্বাচন করো

  1. আজ সকাল থেকে বসে গণেশ লিখেছে—
    (ক) গল্প
    (খ) কবিতা
    (গ) নাটক
    (ঘ) ভ্রমণকাহিনি
  2. রামানন্দ চট্টোপাধ্যায় কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?
    (ক) সাধনা
    (খ) বঙ্গদর্শন
    (গ) প্রবাসী
    (ঘ) হিতবাদী
  3. দৈবের বশে, জীব-তারা কোথায় খসে পড়তে পারে?
    (ক) স্বদেশে
    (খ) ভারতে
    (গ) প্রবাসে
    (ঘ) বিদেশে
  4. তাইতো সহস্র পাখির __ আজ দিগন্ত মুখর।
    (ক) ডাকে
    (খ) গানে
    (গ) কলতানে
    (ঘ) ধ্বনিতে
  5. নীচের কোনটি তদ্ভব শব্দ?
    (ক) কানাই
    (খ) কাজ
    (গ) কেষ্ট
    (ঘ) কৃষ্ণ
  6. চা, চিনি, লুচি—এই শব্দগুলি কোন্ ভাষা থেকে এসেছে?
    (ক) গ্রিক
    (খ) বর্মি
    (গ) ফরাসি
    (ঘ) চিনা
  7. বাবা কোন্ দেশীয় শব্দ?
    (ক) ওলন্দাজ
    (খ) তুর্কি
    (গ) পেরু
    (ঘ) স্পেনীয়
  8. ‘কোকনদ’ শব্দের অর্থ হলো—
    (ক) লাল পদ্ম
    (খ) নীল পদ্ম
    (গ) সাদা পদ্ম
    (ঘ) লাল গোলাপ
  9. ‘পাখি সব করে রব রাতি পোহাইল …’ কবিতাটির কবি হলেন—
    (ক) মদনমোহন তর্কালঙ্কার
    (খ) মধুসূদন
    (গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  10. ছন্দ আছে—
    (ক) জোছনাতে
    (খ) পূর্ণিমাতে
    (গ) সারারাতে
  11. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে তা হলো—
    (ক) গ্রীষ্ম-বর্ষা
    (খ) বসন্ত-শরৎ
    (গ) শীত-হেমন্ত
  12. ‘পাগলা গণেশ’ একটি—
    (ক) বিজ্ঞান
    (খ) কল্পবিজ্ঞান
    (গ) রূপকথা বিষয়ক গল্প
  13. কবিকে নীল রংটি ধার দিতে চায়—
    (ক) চড়ুই
    (খ) আকাশ
    (গ) দোকানদার
    (ঘ) মাছরাঙা

নীচের প্রশ্নগুলির উত্তর দাও

  1. রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি?
  2. খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন?
  3. কখন পদ্য লেখা সহজ হবে?
  4. জোনাকিরা কোথায় ‘অ’ ‘আ’ লিখছে?
  5. ছেরাদ্দ, হাত কোনটি কী ধরনের শব্দ?
  6. খণ্ডিত শব্দ কাকে বলে?
  7. মিশ্র শব্দ কাকে বলে?
  8. বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও।
  9. কালিয়ার বনে কীভাবে যাওয়া যায়?
  10. আম্মা কে ছিলেন?
  11. মাকুকে কে বানিয়েছিল?
  12. কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?
  13. “ও মশাই, এমন বিকট শব্দ করছেন কেন?” কার উদ্দেশে কারা এ কথা বলেছিল?
  14. “এ মিনতি করি পদে”—কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন?
  15. ‘মাতৃভাষা’ কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন্ বিষয়ের সাহায্যে স্পষ্ট করেছেন?

এককথায় উত্তর দাও

  1. ‘ছন্দ শোনা যায় নাকো।’ –কবির ভাবনায় কখন আর ছন্দ শোনা যায় না?
  2. ‘আত্মকথা’ গল্পটি কার জীবনকথা?
  3. ‘My Native Land, Good night’ — উক্তিটি কার?
  4. ছন্দে কান রাখলে জীবন কেমন হবে?
  5. “পদ্য লেখা সহজ নয়” — পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?
  6. ছন্দ শোনার জন্য কবি কী কী পরামর্শ দিয়েছেন?
  7. ‘পাগলা গণেশ’ কোথায় আশ্রয় নিয়েছিল?
  8. ‘একুশের কবিতা’য় ‘একুশ’ বলতে কী বোঝানো হয়েছে?
  9. ‘এ মিনতি করি পদে।’ কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন?
  10. ‘অবজার্ভেটরি’ এর বাংলা প্রতিশব্দ কী?
  11. কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
  12. সোনা-টিয়া কোন জঙ্গলে গিয়েছিল?
  13. সোনা-টিয়া ঘড়িওলাকে কী খেতে দিল?
  14. আম্মা কে ছিলেন?
  15. রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল?
  16. ঘড়িওলার দেওয়া হ্যান্ডবিলটি কী রঙের ছিল?
  17. সোনা হোটেলওলার কাছে মাকুর কী নাম বলেছিল?
  18. মাকু উপন্যাসধর্মী রচনাটি কার লেখা?
  19. সোনা-টিয়ার বয়স কত?
  20. কালিয়ার বনে কে গোরু খুঁজতে গিয়েছিল?
  21. ‘পানুয়া’ কে?
  22. সোনা-টিয়া কালিয়ার বনে কী খুঁজতে এসেছে?
  23. কাউকে কাঁদতে দেখলে টিয়ার কী হয়?

এই আর্টিকেলে WBBSE (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম ইউনিট টেস্ট 2025 -এর সম্পূর্ণ সাজেশন আলোচনা করেছি। 2025 সালের সর্বশেষ সিলেবাস ও মার্কিং স্কিম অনুযায়ী তৈরি এই গাইড আপনাকে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে। নির্ভুল প্রস্তুতির জন্য এখনই পড়া শুরু করুন।

Share via:

মন্তব্য করুন