আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় ‘চিঠি’ নিয়ে আলোচনা করবো। আমরা এই অধ্যায়ের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে।
বাঘের বিক্রম সম মাঘের হিমানী – চিঠি গদ্যাংশে উল্লিখিত পঙ্ক্তিটি কোন্ কাব্য থেকে গৃহীত? কাব্যটি অপর কোন্ নামে পরিচিত?
চিঠি গদ্যাংশে উল্লিখিত প্রশ্নোক্ত পঙ্ক্তিটি ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্য থেকে গৃহীত।
অন্নদামঙ্গল কাব্যটি অপর যে নামে পাঠকসমাজে পরিচিত তা হল ‘নূতন মঙ্গল’।
মিলটনের চেয়ে উৎকৃষ্টতর বলতে কী বোঝানো হয়েছে? মিলটনের অপর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম লেখো।
মিলটনের চেয়ে উৎকৃষ্টতর বলতে বোঝানো হয়েছে মিলটনের সাহিত্য প্রতিভাকে, বিশেষত তাঁর উল্লেখযোগ্য কাব্য ‘প্যারাডাইস লস্ট’কে।
মিলটনের অপর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হল ‘প্যারাডাইস রিগেইন্ড’।
ওসব বাজে কথা – কোন্ কথাটিকে কবি বাজে কথা বলে জানিয়েছেন? এ প্রসঙ্গে মাইকেল মধুসূদন আর কোন্ কোন্ কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন?
মধুসূদন দত্তের লেখা ‘মেঘনাদবধ কাব্য’টি মিলটনের কাব্য ‘প্যারাডাইস লস্ট’ কাব্যের থেকে অনেকেই উৎকৃষ্টতর বলেছেন। এই কথাটিকে বক্তা ‘বাজে কথা’ বলেছেন।
এ প্রসঙ্গে মাইকেল মধুসূদন ভার্জিল, কালিদাস এবং তাসোর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।
আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অষ্টম অধ্যায় ‘চিঠি’ এর ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, দয়া করে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা আরও উপকৃত হতে পারে। ধন্যবাদ!