এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

অষ্টম শ্রেণি – বাংলা – জেলখানার চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চবিংশ অধ্যায়জেলখানার চিঠি’ নিয়ে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে।

Table of Contents

অষ্টম শ্রেণি – বাংলা – জেলখানার চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
অষ্টম শ্রেণি – বাংলা – জেলখানার চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

জেলখানার চিঠি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন?

সুভাষচন্দ্র বসু ভারতবিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন।

রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন্ দায়িত্বভার গ্রহণ করেছিলেন?

রাসবিহারী বসুর কাছ থেকে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ-এর দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

তোমার পাঠ্য পত্রখানি কে, কোথা থেকে, কাকে লিখেছিলেন?

আমার পাঠ্য পত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু, মান্দালয় জেল থেকে, তাঁর প্রিয় বন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন।

কোন্ ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন?

পরজাতি শাসিত, পরাধীন দেশের শৃঙ্খলমোচনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে অকারণে ও সম্পূর্ণ অজ্ঞাতকারণে জেলে বন্দি থাকার সমস্ত ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন।

বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কীভাবে?

বন্দিদশায় সাধারণত একটা দার্শনিক ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে।

মান্দালয় জেল কোথায় অবস্থিত?

তৎকালীন বৃহত্তম ইংরেজ উপনিবেশ ভারতের সঙ্গে সংযুক্তির কারণে বন্দিদের বার্মা মুলুকে নির্বাসনের বন্দিত্বে পাঠানো হত। বার্মা তথা আজকের মায়ানমারে অবস্থিত ছিল মান্দালয় জেল।

ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন?

ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি, তার কারণ – যথেষ্ট উদ্যম ও শক্তির অভাব। তা ছাড়া সেই চেষ্টার উপযুক্ত সামর্থ্য না থাকা।

সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি?

সুভাষচন্দ্র বসু তাঁর প্রিয় বন্ধু দিলীপ রায়ের জেলে প্রেরিত বইগুলি তাঁকে ফেরত পাঠাতে পারেননি, তার কারণ – তিনি ছাড়াও সেগুলির আরও অনেক পাঠক জুটেছিল।

বন্ধু দিলীপ রায়ের চিঠিটি নেতাজি পেয়েছিলেন – (২৫/৩/২৫ / ২৪/৩/২৫ / ২৬/৩/২৫) তারিখে।

বন্ধু দিলীপ রায়ের চিঠিটি নেতাজি পেয়েছিলেন ২৪/৩/২৫ তারিখে

বন্ধু দিলীপ রায়কে নেতাজির পাঠানো জবাবি চিঠিটি প্রেরণের তারিখ – (৩/৫/২৫ / ৪/৫/২৫ / ২/৫/২৫)।

বন্ধু দিলীপ রায়কে নেতাজির পাঠানো জবাবি চিঠিটি প্রেরণের তারিখ ২/৫/২৫

সুভাষচন্দ্রের পত্রে কোন কবির নাম উল্লিখিত হয়েছে? (রবীন্দ্রনাথ ঠাকুর/সুকান্ত ভট্টাচার্য/কাজী নজরুল ইসলাম)।

সুভাষচন্দ্রের পত্রে কাজী নজরুল ইসলাম কবির নাম উল্লিখিত হয়েছে।

তৎকালের কোন্ বিখ্যাত দেশনেতার নাম সুভাষচন্দ্রের পত্রে রয়েছে? (লালা লাজপত রায়/চিত্তরঞ্জন দাশ/বাল গঙ্গাধর তিলক)।

তৎকালের বাল গঙ্গাধর তিলক বিখ্যাত দেশনেতার নাম সুভাষচন্দ্রের পত্রে রয়েছে।

মান্দালয় জেল কোথায় অবস্থিত? (মালয়েশিয়ায়/আন্দামানে/বার্মায়)।

মান্দালয় জেল বার্মায় অবস্থিত।

Martyrdom শব্দটির অর্থ হল – (শহিদত্ব/রাজনীতিক/রাজবন্দি)।

Martyrdom শব্দটির অর্থ হল শহিদত্ব

লোকমান্য তিলক মান্দালয় জেলে কত বছর বন্দি ছিলেন? (পাঁচ বছর/সাত বছর/ছয় বছর)।

লোকমান্য তিলক মান্দালয় জেলে ছয় বছর বন্দি ছিলেন।

তোমার পাঠ্য সুভাষচন্দ্র বসুর পত্রটি কোন্ মূল ভাষা থেকে অনুদিত? (হিন্দি/ইংরেজি/উর্দু)।

তোমার পাঠ্য সুভাষচন্দ্র বসুর পত্রটি ইংরেজি মূল ভাষা থেকে অনুদিত।

এবারও বুঝি তেমনি চিঠিখানাকে _____ -এর ভিতর দিয়ে আসতে হবে।

এবারও বুঝি তেমনি চিঠিখানাকে double distillation -এর ভিতর দিয়ে আসতে হবে।

ভবিষ্যতে _____ আমার একটা কর্তব্য হবে।

ভবিষ্যতে কারা-সংস্কার আমার একটা কর্তব্য হবে।

সাধারণত একটা _____ বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে।

সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে।

তাই নিজেকে _____ বলে মনে করবার মত স্পর্ধা আমার নেই।

তাই নিজেকে Martyr বলে মনে করবার মত স্পর্ধা আমার নেই।

_____ ইউরোপীয় বন্দীদের জন্যে সংগীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে।

আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্যে সংগীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে।

সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও _____ কেন দেখাবে না?

সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না?

সেই দিক দিয়ে দেখলে মনে হয়, এগুলোর _____ ব্যর্থ।

সেই দিক দিয়ে দেখলে মনে হয়, এগুলোর উদ্দেশ্য ব্যর্থ।

তুমি কিছুদিন পূর্বে _____ পাঠিয়েছিলে তার সবগুলিই পেয়েছি।

তুমি কিছুদিন পূর্বে যে সব বই পাঠিয়েছিলে তার সবগুলিই পেয়েছি।

অপরাধীদের প্রবৃত্তিগুলি কী বলেই ধরতে হবে?

অপরাধীদের প্রবৃত্তিগুলি মানসিক ব্যাধি বলেই ধরতে হবে।

আমি বরং আরও বলি যে – কী বলা হয়েছে?

প্রশ্নে প্রদত্ত মন্তব্যটিতে যে কথা বলা হয়েছে তা হল – কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না।

কাজী নজরুলের কবিতা কীসের কাজে ঋণী বলে লেখক মনে করেন?

কাজী নজরুলের কবিতা তাঁর জেলের অভিজ্ঞতার কাজে অনেকখানি ঋণী বলে লেখক মনে করেন।

জেলখানার সমস্ত আবহাওয়াটা কীসের উপযোগী?

জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী।

কারাসংস্কার বিষয়ে আমাদের কী অনুসরণ করা উচিত?

কারাসংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটস-এর মতো উন্নত দেশগুলির ব্যবস্থাই অনুসরণ করা উচিত।

বেশিদিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড়ো বিপদ কী?

বেশিদিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড়ো বিপদ হল – আপনার অজ্ঞাতসারে মানুষকে অকালবার্ধক্য এসে চেপে ধরে।

দীর্ঘ কারাবাসে মানুষ যে দেহে-মনে অকালবৃদ্ধ হয়ে যায়, এর কারণ কী কী?

দীর্ঘ কারাবাসে মানুষ যে দেহে-মনে অকালবৃদ্ধ হয়ে যায়, তার কারণ হল – খারাপ খাদ্য, ব্যায়াম বা স্ফুর্তির অভাব, সমাজবিচ্ছিন্নতা, অধীনতার শৃঙ্খলভার, বন্ধুজন বা সংগীতের অভাব।

বন্ধুর পাঠানো বইগুলি সুভাষচন্দ্র কেন ফেরত পাঠাতে পারবেন না?

বন্ধুর পাঠানো বইগুলি সুভাষচন্দ্র ফেরত পাঠাতে পারবেন না, কারণ সেগুলির অনেক পাঠক জুটেছে।


আজকের এই নিবন্ধে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পঞ্চবিংশ অধ্যায়জেলখানার চিঠি’-এর গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। আশা করি, এই প্রশ্ন-উত্তরগুলো আপনার বাংলা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে, কারণ এগুলো পরীক্ষায় প্রায়ই আসে। যদি এই নিবন্ধটি আপনার উপকারে আসে, তাহলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। আপনার কোনো প্রশ্ন বা আরও সহায়তার প্রয়োজন হলে, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। নিবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন