এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

অষ্টম শ্রেণি – বাংলা – স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আজকের এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ষট্‌বিংশ অধ্যায়স্বাধীনতা’ নিয়ে অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়ই পরীক্ষায় আসে।

Table of Contents

স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

স্বাধীনতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম – ‘The Weavy Blues’।

তিনি কোন্ দেশের রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে পরিচিত?

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্লেস রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে সমধিক পরিচিত।

কী কোনোদিন আসবে না? – (মুক্তি/পরিত্রাণ/স্বাধীনতা)।

স্বাধীনতা।

কয় কাঠা জমির মালিকানার কথা কবিতায় বলা হয়েছে? – (এককাঠা/দুকাঠা/তিনকাঠা)।

দুকাঠা।

স্বাধীনতা একটা শক্তিশালী কী? – (সত্তা/অনুভব/বীজপ্রবাহ)।

বীজপ্রবাহ।

স্বাধীনতা আমার প্রয়োজন – (তার যেমন/তাদের যেমন/তোমার যেমন)।

তোমার যেমন।

ভয় অথবা _____ মধ্যে।

ভয় অথবা সমঝোতার মধ্যে।

অধিকার রয়েছে,/দু-পায়ের ওপর _____।

অধিকার রয়েছে,/দু-পায়ের ওপর দাঁড়িয়ে থাকার

_____ রুটি দিয়ে কি আজ বাঁচা যায়।

আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়।

কোন্ কথা শুনে শুনে কান পচে গেল?

সময়ে/সবই হবে, কাল একটা নূতন দিন – কথাটি শুনে শুনে কান পচে গেল।

মৃত্যুর পরে কার, কীসের প্রয়োজন হবে না?

মৃত্যুর পরে আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না।

কী দিয়ে আজ বাঁচা যায় না?

আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচা যায় না।

আমাদেরও অন্য সকলের মতো কী কী অধিকার রয়েছে?

আমাদেরও অন্য সকলের মতন অধিকার রয়েছে – দু-পায়ের উপর দাঁড়িয়ে থাকার, দু-কাঠা জমির মালিকানার।

কবি ল্যাংস্টন হিউজ কবে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেছিলেন?

কবি ল্যাংস্টন হিউজ ১৯০২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯৬৭ খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু ঘটেছিল।

কবি ল্যাংস্টন হিউজের লেখা দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো।

কবি ল্যাংস্টন হিউজের দুটি বইয়ের নাম হল – ‘Male Bone’ এবং ‘Jerico-Jim Crow’।


আজকের এই আর্টিকেলে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ষট্‌বিংশ অধ্যায়স্বাধীনতা’ – এর অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রায়শই পরীক্ষায় আসে। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, অনুগ্রহ করে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Share via:

মন্তব্য করুন