এখনই আমাদের Telegram Community গ্রুপে যোগ দিন।। এখানে WBBSE বোর্ডের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির যেকোনো বিষয়ভিত্তিক সমস্যা শেয়ার করতে পারেন এবং একে অপরের সাহায্য করতে পারবেন। এছাড়া, কোনও সমস্যা হলে আমাদের শিক্ষকরা তা সমাধান করে দেবেন।

Telegram Logo Join Our Telegram Community

Class 8 English – The Happy Prince – About Author and Story

এই ব্লগে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের অষ্টম অধ্যায় ‘The Happy Prince’ নিয়ে গভীরভাবে আলোচনা করবো। এখানে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি, গল্পের সারসংক্ষেপ, এবং মূল বিষয়বস্তু তুলে ধরা হবে, যা শিক্ষার্থীদের জন্য অধ্যায়টি সহজ এবং স্পষ্টভাবে বোঝার সহায়ক হবে। বিশেষ করে, পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Class 8 English – The Happy Prince – About Author and Story

Writer’s Profile

The prolific author Oscar Fingal O’Flahertie Wills Wilde (1854-1900) was an Irish writer, poet, and playwright. The Importance of Being Earnest is one of his most popular plays. He also penned many short stories like The Selfish Giant, The Happy Prince, The Model Millionaire, and so on. The present text is a dramatisation of his famous story The Happy Prince.

লেখকের সংক্ষিপ্ত পরিচয়

অস্কার ফিংগাল ও’ফ্লাহার্টি উইলস ওয়াইল্ড (১৮৫৪-১৯০০) একজন আইরিশ লেখক, কবি ও নাট্যকার ছিলেন। দ্য ইম্পর্ট্যান্স অব বিইং আর্নেস্ট তার জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। দ্য সেলফিশ জায়ান্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নেয়ার – এর মতো অনেক ছোটোগল্পও তিনি লিখেছেন। বর্তমান অংশটি বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স – এর নাট্যরূপ।

Summary

The Happy Prince lived in the wonderful palace of Sans-Souci. He played in his palace garden all day with his friends, and at night, sang and laughed. After his death, a statue was built for him. The Happy Prince was covered with gold from head to foot. His eyes were two precious sapphires, and there was a big red ruby on his sword hilt. One wintry day, a Swallow came and sat between the feet of the Happy Prince. He wanted to fly away to warm Egypt. Suddenly, tears from the Prince’s eyes dropped upon him. The Swallow was startled and wanted to know why the Prince was crying. The Prince requested the Swallow to stay with him for at least one day and night. The Prince asked the Swallow to take the ruby from his sword hilt and give it to a poor woman living in a small street. Her son was suffering from a fever. The little Swallow could not refuse his request.

The Prince also asked the Swallow to give one sapphire to a young playwright writing a play for a theatre, and another sapphire to a poor little girl in the town square. The Swallow did all these tasks as per the Prince’s request. Afterward, the Swallow died at the feet of the Prince. The next day, the Mayor of the town came by with three councillors. They decided to take down the now ugly statue of the Happy Prince. Meanwhile, an angel appeared and declared that the Happy Prince would live in the city of gold and that the Swallow would sing in paradise forever.

সারসংক্ষেপ

সানস-সুসির এক চমৎকার প্রাসাদে সুখী রাজকুমার বাস করত। তার প্রাসাদের বাগানে সারাদিন ধরে সে তার বন্ধুদের সঙ্গে খেলা করত, আর রাত্রিবেলা সে গান গাইত ও হাসত। তার মৃত্যুর পর তার একটি মূর্তি বানানো হল। আপাদমস্তক সুখী রাজকুমার সোনা দিয়ে নির্মিত ছিল। তার চোখ দুটি নীলকান্তমণি দিয়ে তৈরি, আর তার তরবারির বাঁটে ছিল একটি বড়ো লাল চুনি। এক শীতের দিনে একটি সোয়ালো সুখী রাজকুমারের পায়ের মাঝখানে এসে বসল। সে উষ্ণ মিশরে উড়ে যেতে চেয়েছিল। হঠাৎ রাজকুমারের চোখের জল সোয়ালোর ওপর পড়ল। সোয়ালো চমকে গেল এবং জানতে চাইল রাজকুমার কেন কাঁদছিল। রাজকুমার সোয়ালোকে অন্তত একদিন ও একরাত তার সঙ্গে থাকতে অনুরোধ করল। রাজকুমার সোয়ালোকে তার তরবারির বাঁট থেকে চুনিটি নিয়ে ছোট্ট সরণিতে থাকা একটি গরিব মহিলাকে দিতে বলল, যার ছেলে জ্বরে ভুগছিল। ছোট্ট সোয়ালো তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারল না।

রাজকুমার সোয়ালোকে একটি নীলা থিয়েটারের জন্য নাটক রচনা করা এক তরুণ নাট্যকারকে দিতে এবং আর-একটি নীলা টাউন স্কোয়ারের গরিব মেয়েটিকে দিতে বলল। সোয়ালো রাজকুমারের কথা অনুসারে এই কাজগুলি করল। এরপর সোয়ালো রাজকুমারের পায়ের কাছে মারা গেল। পরের দিন শহরের মহানাগরিক তাঁর পারিষদদের নিয়ে সেখানে আসেন। তাঁরা সুখী রাজপুত্রের কুৎসিত মূর্তিটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে এক দেবদূত সেখানে উপস্থিত হয়ে ঘোষণা করলেন যে, সুখী রাজকুমার স্বর্গের সোনার শহরে বাস করবে এবং সোয়ালো তার নন্দন কাননে চিরকাল গান গাইবে।

Teaching Of This Lesson

The Happy Prince had been happy all his life living amidst the luxuries of the palace. However, his statue was placed at the town square after his death. From there, he, for the first time, witnessed the unbearable suffering of people, which filled his heart with sorrow. With the help of a swallow, he gave away every piece of jewel and gold that adorned his statue to help the deprived people of the town. In helping others, the Happy Prince turned dull, and the swallow died. So, the Happy Prince could no longer be allotted a place in the town. But, in the end, an angel came down to tell us that such noble souls might not have found a place on earth, but the doors of heaven’s garden would remain open for them, and they would live there in eternal happiness. God crowns those who adore His creation.

এই পাঠের শিক্ষণ

হ্যাপি প্রিন্স তার জীবদ্দশায় রাজপ্রাসাদের প্রাচুর্য্যের মধ্যে দিয়ে সুখের জীবন অতিবাহিত করে। যাই হোক, তার মৃত্যুর পর তার একটি মূর্তি শহরের মধ্যস্থলে স্থাপন করা হয়। সেই জায়গা থেকে হ্যাপি প্রিন্স প্রথমবার শহরের মানুষের অসহনীয় দুঃখ কষ্ট দেখল যা তাকে খুব ব্যথিত করে। সে একটি সোয়ালোর সহায়তায় তার সর্বাঙ্গের সমস্ত রত্ন ও সোনা দিয়ে শহরের দরিদ্র- বঞ্চিত মানুষকে তাদের দারিদ্র্য নিবারণে সাহায্য করে। অপরকে সাহায্য করতে গিয়ে হ্যাপি প্রিন্স বিবর্ণ হল এবং সোয়ালো মারা গেল। তাই হ্যাপি প্রিন্সকে শহরের সেই স্থানে ঠাঁই দেওয়া হল না। কিন্তু শেষে এক দেবদূত স্বর্গ থেকে নেমে এসে বলে যে হ্যাপি প্রিন্স এবং সেই পাখিটির মতো মহান আত্মা পৃথিবীতে স্থান না-পেলেও স্বর্গের বাগানের দরজা তাদের জন্য খোলা রয়েছে, তারা সেখানে এখন থেকে চিরায়ত সুখে বসবাস করবে। ঈশ্বর তাদেরই পুরষ্কৃত করেন যারা তাঁর সৃষ্টদের সমাদর করে।

Class 8 English All Chapters Solutions

1. The Wind Capইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
2. Cloudsইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
About Author and Story
Question and Answer
3. An April Dayইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
4. The Great Escapeইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
5. Princess Septemberইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
6. The Seaইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
7. A King’s Taleইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
8. The Happy Princeইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
9. Summer Friendsইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
10. Tales Of Childhoodইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
11. Midnight Expressইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
12. Someoneইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story
13. The Man Who Planted Treesইংরেজি উচ্চারণ ও বঙ্গানুবাদ
Question and Answer
About Author and Story

এই নিবন্ধে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের অষ্টম অধ্যায় ‘The Happy Prince’ নিয়ে বিশদ আলোচনা করেছি। লেখকের পরিচিতি, গল্পের সারসংক্ষেপ এবং মূল বিষয়বস্তু সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের এই অধ্যায়টি ভালোভাবে বুঝতে সহায়তা করবে। যেহেতু পরীক্ষায় এই অধ্যায় থেকে লেখক ও গল্পের সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, শিক্ষার্থীদের জন্য এই তথ্যগুলো মনোযোগ সহকারে পড়া ও আত্মস্থ করা অত্যন্ত জরুরি। আশা করি, এই আলোচনা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে এবং তারা অধ্যায়টি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে।

Share via:

“Class 8 English – The Happy Prince – About Author and Story”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন